উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer | HS Class 12th Political science Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer | HS Class 12th Political science Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer | HS Class 12th Political science Question and Answer

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS Political science MCQ Question and Answer |

1. মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিমকোর্ট কতগুলি লেখ জারি করেন ?

[A] তিনটি

[B] চারটি

[C] পাঁচটি

[D] সাতটি

উত্তর:- [C] পাঁচটি

2. দেশে জরুরি অবস্থা ঘোষিত হলে রাষ্ট্রপতি আদেশ জারি করে যে দুটি মৌলিক অধিকার ছাড়া অন্যসব মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করার অধিকার খর্ব করতে পারেন, সেই দুটি মৌলিক অধিকার হল-

[A] ১৯ ও ২০ নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার

[B] ২০ ও ২১ নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার

[C] ১৪ ও ১৯ নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার

[D] ২১ ও ২২ নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার

উত্তর:- [B] ২০ ও ২১ নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার

3. ভারতের সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়োগের যোগ্যতাবলি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লিখিত আছে ?

[A] ১২৩ নং ধারা

[B] ১২৪ [১] নং ধারা

[C] ১২৪ [২] নং ধারা

[D] ১২৪ [৩] নং ধারা

উত্তর:- [D] ১২৪ [৩] নং ধারা

4. সুপ্রিমকোর্ট কবে বন্ধকে বেআইনি বা অসংবিধানিক বলে ঘোষণা করেছেন ?

[A] ১৯৯৬ সালে

[B] ১৯৯৭ সালে

[C] ১৯৯৮ সালে

[D] ১৯৯৯ সালে

উত্তর:- [B] ১৯৯৭ সালে

5. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী নাগরিকদের ২০ ও ২১ নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার ছাড়া অন্যান্য মৌলিক  অধিকারগুলি বলবৎ করার জন্য সুপ্রিমকোর্টে আবেদন করার অধিকার খর্ব করা যায় ?

[A] ৩৫৯[১] নং ধারা

[B] ৩৬০ [১]নং ধারা

[C] ৩৬১ নং ধারা

[D] ৩৬২ নং ধারা

উত্তর:- [] A৩৫৯[১] নং ধারা

6. গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলার রায় সুপ্রিমকোর্ট কবে দান করেন ?

[A] ১৯৬৫ সালে

[B] ১৯৬৬ সালে

[C] ১৯৬৭ সালে

[D] ১৯৬৮ সালে

উত্তর:- [C] ১৯৬৭ সালে

7. কেশবানন্দা ভারতী বনাম কেরল রাজ্য মামলার রায় সুপ্রিমকোর্ট কবে প্রদান করে ?

[A] ১৯৬৭ সালে

[B] ১৯৭০ সালে

[C] ১৯৭১ সালে

[D] ১৯৭৩ সালে

উত্তর:- [D] ১৯৭৩ সালে

8. সংবিধানের ব্যাখ্যার দায়িত্ব-

[A] বিচার বিভাগের

[B] আইন বিভাগের

[C] শাসন বিভাগের

[D] কোনোটাই নয়

উত্তর:- [A] বিচার বিভাগের

9. সুপ্রিমকোর্ট ১৯৭৬ সালে প্রণীত ৪২ তম সংবিধান সংশোধন আইনের কিছু অংশ বাতিল করে দিয়েছিল –

[A] গোলকনাথ মামলায় [১৯৬৭ সালে ]

[B] কেশবানন্দা ভারতী মামলায় [১৯৭৩ সালে]

[C] মিনার্ভা মিলস্‌ মামলায় [১৯৮০ সালে ]

[D] এ কে গোপালন মামলায় [১৯৫০ সালে ]

উত্তর:- [C] মিনার্ভা মিলস্‌ মামলায় [১৯৮০ সালে ]

10. বিচারব্যবস্থা মৌলিক অধিকার রক্ষা করে___

[A] সত্য

[B] মিথ্যা

[C] অনিশ্চিত

[D] কোনোটিই সঠিক নয়

উত্তর:- [A] সত্য

11. সুপ্রিমকোর্টের বিচারপতি হতে গেলে নূন্যতম বয়স হতে হবে___

[A] ২৫ বছর

[B] ৩৫ বছর

[C] ৪০ বছর

[D] ৪৫ বছর

উত্তর:- [D] ৪৫ বছর

12. সুপ্রিমকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল___

[A] ৬০ বছর

[B] ৬২ বছর

[C] ৬৫ বছর

[D] ৭০ বছর

উত্তর:- [C] ৬৫ বছর

13. সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি হলেন___

[A] হরিলাল কেনিয়া

[B] পি এন ভগবতী

[C] এলিজা ইম্পে

[D] ফাতেমা বিবি

উত্তর:- [C] এলিজা ইম্পে

14. কবে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়?

[A] ১ জুলাই ১৮৬২ খ্রিস্টাব্দে

[B] ৫ জুলাই ১৮৬৪ খ্রিস্টাব্দে

[C] ১ জুলাই ১৮৬৩ খ্রিস্টাব্দে

[D] ৩ জুলাই ১৮৬২ খ্রিস্টাব্দে

উত্তর:- [A] ১ জুলাই ১৮৬২ খ্রিস্টাব্দে

15. জেলা জজকে কে নিয়োগ করেন?

[A] রাষ্ট্রপতি

[B] রাজ্যপাল

[C] মুখ্যমন্ত্রী

[D] প্রধান বিচারপতি

উত্তর:- [B] রাজ্যপাল

16. পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত কবে গঠিত হয়?

[A] ১৯৮৬ খ্রিস্টাব্দে

[B] ১৯৮৭ খ্রিস্টাব্দে

[C] ২০০৩ খ্রিস্টাব্দে

[D] ২০০৫ খ্রিস্টাব্দে

উত্তর:- [B] ১৯৮৭ খ্রিস্টাব্দে

17. ক্রেতা সুরক্ষা আইন কবে প্রণীত হয়?

[A] ১৯৮৬ খ্রিস্টাব্দে

[B] ১৯৮৭ খ্রিস্টাব্দে

[C] ১৯৮৫ খ্রিস্টাব্দে

[D] ১৯৮৮ খ্রিস্টাব্দে

উত্তর:- [A] ১৯৮৬ খ্রিস্টাব্দে

18. ভারতে জাতীয় ক্রেতা দিবস কবে পালিত হয়?

[A] ২ জানুয়ারী

[B] ২১ মার্চ

[C] ১৪ জুলাই

[D] ২৪ ডিসেম্বর

উত্তর:- [D] ২৪ ডিসেম্বর

19. সুপ্রিমকোর্টে আছে ____

[A] মূল এলাকা

[B] আপিল এলাকা

[C] পরামর্শদান এলাকা

[D] মূল এলাকা, আপিল এলাকা ও পরামর্শদান এলাকা

উত্তর:- [D] মূল এলাকা, আপিল এলাকা ও পরামর্শদান এলাকা

20. সংবিধানের ব্যাখ্যাকর্তা _________

[A] লোকসভা

[B] হাইকোর্ট

[C] সুপ্রিমকোর্ট

[D] রাজ্যসভা

উত্তর:- [C] সুপ্রিমকোর্ট

21. সুপ্রিমকোর্টের কার্যক্ষেত্রকে _____ ভাগে বিভক্ত করা হয়।

[A] এক

[B] দুই

[C] তিন

[D] চার

উত্তর:- [D] চার

22. হাইকোর্টের বিরুদ্ধে _______ কোর্টে আপিল করা যায়।

[A] জেলা

[B] মুন্সেফ

[C] সুপ্রিম

[D] প্রেসিডেন্সি

উত্তর:- [C] সুপ্রিম

23. __________ হলেন লোক আদালতের জনক।

[A] গান্ধীজি

[B] আম্বেদকর

[C] নেহেরু

[D] পি এন ভগবতী

উত্তর:- [D] পি এন ভগবতী

24. _________ রক্ষার জন্য সুপ্রিমকোর্ট লেখ জারি করে।

[A] শিক্ষার অধিকার

[B] ধর্মের অধিকার

[C] মৌলিক অধিকার

[D] অর্থনৈতিক অধিকার

উত্তর:- [C] মৌলিক অধিকার

25. ভারতের সুপ্রিমকোর্ট পৃথিবী যে কোনো “সুপ্রিমকর্টের অপেক্ষা শক্তিশালী” – একথা বলেছেন ?

[A] এ. কে. আয়ার

[B] পি. এন ভগবত

[C] ডঃ বি – আর আম্বেদকর

[D] ডঃ রাজেন্দ্র প্রসাদ

উত্তর:- ?

26. সুপ্রিমকর্টের বিচারপতি হলে ন্যূনতম বয়স –

[A] ৩০ বছর

[B] ৩৫ বছর

[C] ৪৫ বছর

[D] বয়সের কোনো শর্ত নেই

উত্তর:- [B] ৩৫ বছর

27. কলকাতা হাইকর্টের এলাকা রয়েছে –

[A] ওড়িশা

[B] বিহার

[C] ত্রিপুরা

[D] আন্দামান

উত্তর:- [D] আন্দামান

28. সুপ্রিমকর্টের আছে –

[A] মূল এলাকা

[B] আপিল এলাকা

[C] পরামর্শদান এলাকা

[D] মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা

উত্তর:- [D] মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা

29. সুপ্রিমকর্টের কার্যক্ষেত্রকে মূলত কটি ভাগে ভাগ করা যায় ?

[A] দুই ভাগে

[B] তিন ভাগে

[C] চার ভাগে

[D] পাঁচ ভাগে

উত্তর:- [C] চার ভাগে

30. সুপ্রিকোর্টের বিচারপতিদের পদচ্যুত করেন –

[A] প্রধানমন্ত্রী

[B] রাষ্ট্রপতি

[C] উপরাষ্ট্রপতি

[D] প্রধান বিচারপতি

উত্তর:- [B] রাষ্ট্রপতি

31. ভারতের অভিলেখ আদালত হলো –

[A] সুপ্রিমকোর্ট

[B] হাইকোর্ট

[C] লোক আদালত

[D] ন্যায় পঞ্চায়েত

উত্তর:- [A] সুপ্রিমকোর্ট

32. ভারতের বিচার ব্যাবস্থার শীর্ষে রয়েছে –

[A] সুপ্রিম কোর্ট

[B] হাইকোর্ট

[C] লোক আদালত

[D] ক্রেতা সুরক্ষা আদালত

উত্তর:- [A] সুপ্রিম কোর্ট

33. ভারতের বিচার ব্যাবস্থার প্রকৃতি হলো –

[A] খণ্ডিত

[B] অখণ্ড

[C] দ্বৈত

[D] যুক্তরাষ্ট্রীয়

উত্তর:- [B] অখণ্ড

34. হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন –

[A] রাষ্ট্রপতি

[B] প্রধানমন্ত্রী

[C] উপরাষ্ট্রপতি

[D] আইনমন্ত্রী

উত্তর:- [A] রাষ্ট্রপতি

35. বর্তমানে ভারতের হাইকোর্টে সংখ্যা –

[A] ১৮

[B] ২০

[C] ২১

[D] ২৫

উত্তর:- [C] ২১

36. সুপ্রিম কোর্টের আপিল এলাকার সংখ্যা –

[A] ৩

[B] ৪

[C] ৫

[D] ৬

উত্তর:- [B]

37. স্বাধীন ভারতের প্রথম বিচারপতি –

[A] হরিলাল কেনিয়া

[B] ফতেমা বিবি

[C] পি. সদাশিবম

[D] কে. জি. বালাকৃষ্ণান

উত্তর:- [A] হরিলাল কেনিয়া

38. কলকাতা হাইকর্টের বিচারপতিকে নিয়োগ করেন –

[A] রাজ্যপাল

[B] মুখ্যমন্ত্রী

[C] উপরাষ্ট্রপতি

[D] রাষ্ট্রপতি

উত্তর:- [D] রাষ্ট্রপতি

39. সুপ্রিমকোর্টের বিচারপতি দের অবসর গ্রহণের বয়স –

[A] ৬০

[B] ৬২

[C] ৬৫

[D] ৭০

উত্তর:- [A] ৬০

40. জেলার সর্বচ্চ আদালত –

[A] দায়রা আদালত

[B] ন্যায় পঞ্চায়েত

[C] জেলা জজের আদালত

[D] মুনসেফ আদালত

উত্তর:- [C] জেলা জজের আদালত

41. ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি –

[A] খন্ডিত

[B] অখন্ড

[C] দ্বৈত

[D] যুক্তরাষ্ট্রীয়

উত্তর:- [B] অখন্ড

42. স্বাধীন ভারতের প্রথম বিচারপতি হলেন –

[A] ফতেমা বিবি

[B] পি সদাশিবম

[C] হরিলাল কানিয়া

[D] বালা কৃষ্ণন

উত্তর:- [C] হরিলাল কানিয়া

43. “ভারতীয় যুক্তরাষ্টে দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও দ্বৈত বিচার ব্যবস্থা প্রচলন করা হয়নি” -উক্তিটি কার ?

[A] গান্ধিজির

[B] জওহরলাল নেহেরুর

[C] ড. বি.ডি আম্বেদকরের

[D] ইন্দিরা গান্ধি 

উত্তর:- [C] ড. বি.ডি আম্বেদকরের

44. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল-

[A] ৬০ বছর

[B] ৬২ বছর

[C] ৬৫ বছর

[D] ৭০ বছর

উত্তর:- [C] ৬৫ বছর

45. সুপ্রিমকোর্টের বিচারপতিগণ নিযুক্ত হন –

[A] আইন বিভাগের দ্বারা

[B] শাসন বিভাগের দ্বারা

[C] বিচার বিভাগের দ্বারা

[D] জনগণের দ্বারা

উত্তর:- [B] শাসন বিভাগের দ্বারা

46. সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন হ্রাস হয় –

[A] ৩৫২ নং ধারা প্রয়োগ হলে

[B] ৩৫৬ নং ধারা প্রয়োগ হলে

[C] ৩৬০ নং ধারা প্রয়োগ হলে

[D] ৩৫৫ নং ধারা প্রয়োগ হলে

উত্তর:- [C] ৩৬০ নং ধারা প্রয়োগ হলে

47. ভারতের অভিলেখ আদালত হল-

[A] সুপ্রিমকোর্ট

[B] হাইকোর্ট

[C] লোক আদালত

[D] ন্যায় পঞ্চায়েত

উত্তর:- [A] সুপ্রিমকোর্ট

48. রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের কাছে পরামর্শ চান সংবিধানের –

[A] ১৪৩ নং ধারা অনুসারে

[B] ১৩৬ নং ধারা অনুসারে

[C] ১৩১ নং ধারা অনুসারে

[D] ১৩২ নং ধারা অনুসারে

উত্তর:- [A] ১৪৩ নং ধারা অনুসারে

49. সুপ্রিমকোর্টের কার্যক্ষেত্রের সংখ্যা হল-

[A] ২ টি

[B] ৩ টি

[C] ৪ টি

[D] ৫ টি

উত্তর:- [C] ৪ টি

50. সুপ্রিমকোর্টের আপিল এলাকার সংখ্যা হল-

[A] ৩ টি

[B] ৪ টি

[C] ৫ টি

[D] ৬ টি

উত্তর:- [B] ৪ টি

51. সুপ্রিমকোর্টের বিচারকদের পদচ্যুত করেন –

[A] প্রধানমন্ত্রী

[B] রাষ্ট্রপতি

[C] উপরাষ্ট্রপতি

[D] প্রধান বিচারপতি

উত্তর:- [B] রাষ্ট্রপতি

52. কতজন বিচারপতি নিয়ে সুপ্রিমকোর্ট গঠিত হয় ?

[A] 31 জন

[B] 26 জন

[C] 37 জন

[D] 38 জন

উত্তর:- [A] 31 জন

53. সুপ্রিমকোর্টের গঠন বিষয়ে বলা হয়েছে –

[A] ১২৪ নং ধারায়

[B] ১২৬ নং ধারায়

[C] ১৩১ নং ধারায়

[D] ১৩২ নং ধারায়

উত্তর:- [A] ১২৪ নং ধারায়

54. সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে নূন্যতম বয়স হতে হবে –

[A] ৩০ বছর

[B] ৩৫ বছর

[C] ৪৫ বছর

[D] বয়সের কোনো শর্ত নেই

উত্তর:- [D] বয়সের কোনো শর্ত নেই

55. ” পৃথিবীর যেকোনো সুপ্রিম  কোর্টের চেয়ে ভারতের সুপ্রিমকোর্ট অধিক ক্ষমতার অধিকারী ” বলেছেন-

[A] কৃষ্ণস্বামী আয়ার

[B] বি আর আম্বেদকর

[C] কে শান্তানাম

[D] হরিলাল কেনিয়া

উত্তর:- [A] কৃষ্ণস্বামী আয়ার

56. ভারতের দরিদ্র ব্যাক্তিরা যাতে বিনা ব্যায়ে আইনের সাহায্য পেতে পারে তার জন্য সংবিধানের কততম সংশোধন করা হয় ?

[A] ৪০ তম

[B] ৪১ তম

[C] ৪২ তম

[D] ৪৩ তম

উত্তর:- [C] ৪২ তম

57. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের কোনো বিচারককে পদচ্যুত করতে পারেন ?

[A] ১২৩ নং ধারা

[B] ১২৪[৪] নং ধারা

[C] ১২৫ [১] নং ধারা

[D] ১২৬ [১] নং ধারা

উত্তর:- [B] ১২৪[৪] নং ধারা

58. সুপ্রিমকোর্টের আছে –

[A] মূল এলাকা

[B] আপিল এলাকা

[C] পরামর্শদান এলাকা

[D] মূল,আপিল এবং পরামর্শদান এলাকা

উত্তর:- [D] মূল,আপিল এবং পরামর্শদান এলাকা

59. পার্লামেন্টের উভয়কক্ষের উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের _________ ভোটে সুপ্রিমকোর্টের বিচারপতিদের পদচ্যুত করার প্রস্তাব পাস করতে হয় ?

[A] এক -চতুর্থাংশ

[B] অর্ধেক

[C] দুই -তৃতীয়াংশ

[D] এক দশমাংশ

উত্তর:- [C] দুইতৃতীয়াংশ

60. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধানের ব্যাখ্যা নিয়ে বিরোধের মীমাংসা করতে পারে –

[A] সুপ্রিমকোর্ট

[B] সংসদ

[C] লোক আদালত

[D] ন্যায় পঞ্চায়েত

উত্তর:- [A] সুপ্রিমকোর্ট

61. সুপ্রিমকোর্ট লেখ জারি করে –

[A] মৌলিক অধিকার রক্ষার জন্য

[B] শিক্ষার অধিকার রক্ষার জন্য

[C] পৌর অধিকার রক্ষার জন্য

[D] অর্থনৈতিক অধিকার রখার জন্যউত্তর:- [A] মৌলিক অধিকার রক্ষার জন্য

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science SAQ Question and Answer |

1. লোক আদালত গঠনের উদ্দেশ্য কী ?

উত্তর:- সাধারণ মানুষের জন্য স্বল্প ব্যয়ে সহজ উপায়ে , দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করাই লোক আদালত গঠনের উদ্দেশ্য ।

2. ভারতের অখন্ড বিচার ব্যবস্থা বলতে কী বোঝো ?

উত্তর:- ভারতের কেন্দ্র ও অঙ্গরাজ্যে একাধিক আদালত থাকলেও বিচার ব্যবস্থার শীর্ষে অবস্থিত সুপ্রিম কোর্টের অধীনে সেগুলি থাকে। ভারতের এই বিচার ব্যবস্থাকে অখন্ড বিচার ব্যবস্থা বলা হয়।

3. কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা যায়?

উত্তর:- ইমপিচমেন্ট পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা যায়।

4. সুপ্রিম কোর্ট জারি করতে পারে এমন দুটি লেখের নাম লেখো ?

উত্তর:- 32 নং ধারা অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে। যথা – ১.বন্দী প্রত্যক্ষীকরণ ২.পরমাদেশ ৩. প্রতিশোধ  ৪.অধিকারপৃচ্ছা ৫.উৎপ্রেষণ।

5. ”বন্দী প্রত্যক্ষীকরণ“- শব্দের অর্থ কী?

উত্তর:- ”বন্দী প্রত্যক্ষীকরণ”-এর অর্থ হলো বন্দিকে সশরীরে আদালতে হাজির করা।

6. অধিকারপৃচ্ছা বলতে কী বোঝায় ?

উত্তর:- কোনো অধিকারবলে বা ক্ষমতায় যদি কেউ সহকারী পদে আসীন থাকতে চায়, তাহলে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট জনস্বার্থে যে লেখ জারি করে তাকে অধিকার পৃচ্ছা বলে।

7. অভিলেখ আদালত কী?

উত্তর:- নিজের অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে তাকে অভিলেখ আদালত বলে। যেমন- হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রভৃতি।

8. হাইকোর্টের মূল এলাকা কী?

উত্তর:- যে এলাকায় সরাসরি মামলা দাখিল করা যায় অর্থাৎ মূল এলাকাভুক্ত বিষয়গুলিকে দেওয়ানী মামলায় সীমাবদ্ধ রাখা হয়। তাকে হাই কোর্টের মূল এলাকা বলে।যেমনঃ – রাজস্ব সংক্রান্ত মামলা।

9. লোক আদালতের দুটি উপযোগিতা লেখো।

উত্তর:- ১.কম খরচে বা বিনা খরচে নাগরিকদের কাছে ন্যায় পৌঁছে দেওয়া।

10. কম গুরুত্বপূর্ণ মামলাগুলির দ্রুত নিষ্পত্তি ঘটানো।

উত্তর:- ”পরমাদেশ”- কথার অর্থ হল- আমরা আদেশ দিচ্ছি।

11. ”প্ৰতিষেধবলতে কী বোঝো ?

উত্তর:- সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট নিজেদের এক্তিয়ারের মধ্যে কাজ করার জন্য অধঃস্তন আদালত গুলিকে যে আদেশ দেয়, তাকেই প্ৰতিষেধ  বলে।

12. PIL – এর পুরো নাম কী ?

উত্তর:- Public Interest Litigation.

13. MISA – এর পুরো নাম কী ?

উত্তর:- Maintenance of Internal Security Act.

14. সুপ্রিমকোর্ট কীভাবে গঠিত হয়?

উত্তর:- বর্তমানে একজন প্রধান বিচারপতি এবং ৩০ জন সহকারী বিচারপতিকে নিয়ে সুপ্রিমকোর্ট গঠিত হয়।

15. বিচারবিভাগীয় স্বাতন্ত্র্য বলতে কী বোঝ?

উত্তর:- বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিচার বিভাগের স্বাতন্ত্র্য আবশ্যক। বিচারবিভাগীয় স্বাতন্ত্র্য বলতে বোঝায় বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখা।

16. বিচারবিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝায়? অথবা, বিচার বিভাগীয় অতিসক্রিয়তা বলতে কী বোঝ?

উত্তর:- বিচারবিভাগীয় সক্রিয়তা বলতে আদালতের সেই ভূমিকাকে বোঝায় যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের ওপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে।

17. সংবিধানের কোন্ ধারা অনুযায়ী সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করতে পারে?

উত্তর:- ৩২ নং ধারা অনুযায়ী সুপ্রিমকোর্ট এবং ২২৬ নং ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে।

18.  সুপ্রিমকোর্টের বিচারপতিদের কীভাবে অপসারণ করা যায়?

উত্তর:- সুপ্রিমকোর্টের বিচারপতিদের অপসারণ করার ব্যাপারে ইমপিচমেন্ট পদ্ধতির আশ্রয় নেওয়া হয়। এই পদ্ধতি অনুযায়ী, রাষ্ট্রপতি কোনো বিচারপতিকে প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগের ভিত্তিতে অপসারণ করতে পারেন।

19. সুপ্রিমকোর্টের বিচারপতিদের কার্যকাল কত দিন?

উত্তর:- সুপ্রিমকোর্টের বিচারপতিরা ৬৫ বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন।

20. ট্রাইব্যুনাল কী?

উত্তর:- ট্রাইব্যুনাল হল আইন নির্দিষ্ট পদ্ধতিতে গঠিত অস্থায়ী আদালত, যার উদ্দেশ্য হল নির্দিষ্ট বিষয় বিচার করা।

21. ভারতে অখন্ড বিচারব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর:- ভারতীয় যুক্তরাষ্ট্রে দ্বৈত বিচারব্যবস্থার পরিবর্তে সারা দেশের জন্য অখণ্ড বিচারব্যবস্থা চালু করা হয়েছে। এই অখণ্ড বিচারব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিমকোর্ট। এ ছাড়া রয়েছে অঙ্গরাজ্যগুলির হাইকোর্ট এবং বিভিন্ন ধরনের অধস্তন আদালত।

22. ভারতে মৌলিক অধিকার বলবৎ করার জন্য দুটি লেখ-এর নাম উল্লেখ করো। অথবা, ভারতের সুপ্রিমকোর্টের দুটি লেখ উল্লেখ করো।

উত্তর:- মৌলিক অধিকার বলবৎ করার জন্য দুটি লেখ হল— [1] অধিকারপৃচ্ছা এবং [2] পরমাদেশ।

23. ভারতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আদালতের নাম লেখো।

উত্তর:- ভারতের সর্বোচ্চ আদালত হল সুপ্রিমকোর্ট এবং সর্বনিম্ন আদালত হল ন্যায় পঞ্চায়েত।

24. ভারতের সুপ্রিমকোর্টকে ‘গণতন্ত্রের রক্ষাকর্তাবলা হয় কেন?

উত্তর:- সুপ্রিমকোর্ট মৌলিক অধিকারগুলিকে যথাযথভাবে রক্ষা করে এবং যাবতীয় নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসার ক্ষেত্রে সর্বোচ্চ আপিল আদালত হিসেবে বিচারের দায়িত্ব পালন করে গণতন্ত্রকে স্বচ্ছ এবং পবিত্র রাখার চেষ্টা করে। তাই সুপ্রিমকোর্টকে ‘গণতন্ত্রের রক্ষাকর্তা’ বলে অভিহিত করা হয়।

25. কোন্ কোন্ পদাধিকারীর বিরুদ্ধে সুপ্রিমকোর্ট বা হাইকোর্ট পরমাদেশ জারি করতে পারে না?

উত্তর:- ভারতের রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিমকোর্ট বা হাইকোর্ট পরমাদেশ জারি করতে পারে না।

26. “আইনের যথাবিহিত পদ্ধতি‘ [Due Process of Law] বলতে কী বোঝায়?

উত্তর:- ‘আইনের যথাবিহিত পদ্ধতি’ অনুযায়ী, সুপ্রিমকোর্ট আইনটি যথাযথ সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে কি না দেখে এবং তা স্বাভাবিক ন্যায়নীতি লঙ্ঘন করেছে কি না তাও বিচার করে। উল্লেখ্য যে, ভারতের সুপ্রিমকোর্টের এই ক্ষমতা নেই।

27. সুপ্রিমকোর্টের বিচারপতির পদপ্রার্থীর দুটি যোগ্যতা নির্দেশ করো। অথবা, সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়োগের দুটি যোগ্যতামানের উল্লেখ করো।

উত্তর:- সুপ্রিমকোর্টের বিচারপতি পদপ্রার্থীর দুটি যোগ্যতা হল — [1] ভারতীয় নাগরিকত্ব [2] অন্তত একাদিক্রমে পাঁচ বছর কোনো হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করার অভিজ্ঞতা।

28. ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালতের নাম কী?

উত্তর:- ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালতের নাম সুপ্রিমকোর্ট।

29. ভারতীয় সুপ্রিমকোর্টের মূল এলাকা বলতে কী বোঝায়?

উত্তর:- কোনো মামলা সরাসরি সুপ্রিমকোর্টের যে এলাকায় দাখিল করা যায়, তাকেই মূল এলাকা বলে।

30. আপিল এলাকা বলতে কী বোঝায়?

উত্তর:- সুপ্রিমকোর্টের যে এলাকায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, সেই এলাকাকেই আপিল এলাকা বলে।

31. সুপ্রিমকোর্ট বা হাইকোর্টের বিচারকদের কোন্ পদ্ধতিতে পদচ্যুত করা যায়?

উত্তর:- কোনো বিচারপতির বিরুদ্ধে আনীত প্রস্তাব যদি সংসদের উভয়কক্ষের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থনে গৃহীত হয়, তাহলে সেই বিচারপতিকে পদচ্যুত করা যায়।

32. রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে?

উত্তর:- সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান।

33. কোন্ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করা যায় না?

উত্তর:- সামাজিক আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করা যায় না।

34. সুপ্রিমকোর্টের এক্তিয়ার বা এলাকাগুলি কী কী?

উত্তর:- সুপ্রিমকোর্টের এলাকাগুলি হল – [1] মূল এলাকা [2] আপিল এলাকা [3] পরামর্শদান এলাকা [4] নির্দেশ, আদেশ বা লেখ জারির এলাকা।

35. রাষ্ট্রপতি কী কারণে হাইকোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন?

উত্তর:- রাষ্ট্রপতি প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার অভিযোগে হাইকোর্টের বিচারপতিকে পদচ্যুত করতে পারেন।

36. ভারতের কোনো হাইকোর্ট জারি করতে পারে এমন পাঁচটি হুকুমনামার নাম করো।

উত্তর:- ভারতীয় সংবিধানের ২২৬[১] নং ধারা অনুসারে ভারতের কোনো হাইকোর্ট যেসব হুকুমনামা জারি করতে পারে তা হল— [1] বন্দী-প্রত্যক্ষীকরণ, [2] পরমাদেশ, [3] প্রতিষেধ, [4]  অধিকারপৃচ্ছা এবং [5] উৎপ্রেষণ।

37. হাইকোর্টের বিচারকরা কীভাবে নিযুক্ত হন?

উত্তর:- ভারতীয় অঙ্গরাজ্যের হাইকোর্টের বিচারপতিরা ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন।

38.  হাইকোর্টের বিচারপতিদের কার্যকাল কত দিন?

উত্তর:- হাইকোর্টের বিচারপতিরা ৬২ বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন।

39. হাইকোর্টের বিচারপতির পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা কী?

উত্তর:- হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হওয়ার জন্য— [1] বিচারপতিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, [2] ভারতের কোনো বিচারালয়ে কমপক্ষে ১০ বছর যে-কোনো বিচারবিভাগীয় পদে কাজের অভিজ্ঞতা অথবা অন্তত ১০ বছর কোনো হাইকোর্টে বা দুই বা ততোধিক হাইকোর্টে একাদিক্রমে আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

40. হাইকোর্টের বিচারকদের বেতন, ভাতা, ইত্যাদি কোন্ তহবিল থেকে প্রদান করা হয়?

উত্তর:- হাইকোর্টের বিচারকদের বেতন, ভাতা, ইত্যাদি রাজ্যের সঞ্চিত তহবিল থেকে প্রদান করা হয়।

41. ন্যায় পঞ্চায়েত কী?

উত্তর:- ন্যায় পঞ্চায়েত হল গ্রাম পঞ্চায়েতের আদালত।

42. লোক আদালতের দুটি উপযোগিতা উল্লেখ করো।

উত্তর:- লোক আদালতের দুটি উপযোগিতা হল— [ক] লোক আদালত সমাজের দুর্বলতর শ্রেণিকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার জন্য কাজ করে, [খ] লোক আদালতগুলিতে মামলার নিষ্পত্তি দ্রুত হয়ে থাকে।

43. ক্রেতা আদালত কাকে বলে?

উত্তর:- কোনো ক্রেতা যখন কোনো জিনিস বা পরিসেবা কিনতে গিয়ে প্রতারিত বা বঞ্চিত হন, তখন যে আইনগত প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি প্রতিকার পেতে পারেন, তাকে বলা হয় ক্রেতা আদালত। ক্রেতা আদালত প্রধানত ক্রেতাদের সুরক্ষা প্রদান করে।

44. গণ-আদালতের কার্যাবলি কী?

উত্তর:- গণ-আদালতের কার্যাবলি হল— [ক] ভারতের বিভিন্ন আদালতের কাজের চাপ কমানো। [খ] দ্রুত বিরোধ নিষ্পত্তি করা। [গ] নাগরিকদের জন্য বিনা খরচে বিচার পৌঁছে দেওয়া।

45. ভারতের বিচারব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর:- ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য হল – [১] এক ও অখন্ড বিচারব্যবস্থা [২] দেওয়ানি ও আইন মেনে বিচারকার্য সম্পাদন।

46. ভারতের সর্বোচ্চ আদালতের নাম কী?

উত্তর:- ভারতের সর্বোচ্চ আদালতের নাম হল – সুপ্রিমকোর্ট।

47. স্বাধীন ভারতের সুপ্রিমকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন?

উত্তর:- স্বাধীন ভারতের সুপ্রিমকোর্টের প্রথম বিচারপতি ছিলেন – হরিলাল জে কানিয়া।

48. সুপ্রিমকোর্টের বিচারপতি পদপ্রার্থীর দুটি যোগ্যতা উল্লেখ করো।

উত্তর:- [১] ভারতীয় নাগরিক হতে হবে [২] একজন বিশিষ্ঠ আইনজ্ঞ হতে হবে।

49. ভারতের সুপ্রিমকোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন?

উত্তর:- ভারতের রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন।

50. ‘পরমাদেশ’ কথাটির অর্থ কী?

উত্তর:- ‘পরমাদেশ’ কথার অর্থ — আমরা আদেশ দিচ্ছি।

51. একজন হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহনের বয়সসীমা কত?

উত্তর:- ৬২ বছর।

52. সুপ্রীমকোর্টের এক্তিয়ার বা এলাকাগুলি কী কী ?

উত্তর:- মূল এলাকা , আপিল এলাকা , পরামর্শদান এলাকা ও আদেশ , নির্দেশ ও লেখদান করার এলাকা ।

53. গণ আদালতের কার্যাবলি কী ?

উত্তর:- দীর্ঘদিন ধরে কোনো মামলা চললে তার নিস্পত্তি লোক আদালত করে থাকে । যদি উভয়পক্ষই সম্মত হয় ।

54. ভারতের সর্বোচ্চ আপিল আদালতের নাম কী ?

উত্তর:- সুপ্রিম কোর্ট ।

55. লোক আদালতের দু’টি উপযোগিতা উল্লেখ করো ।

উত্তর:- লোক আদালতের দু’টি উপযোগিতা হলো– 1. লোক আদালত সমাজের দুর্বলতর শ্রেণিকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার জন্য কাজ করে । 2. লোক আদালতগুলিতে মামলার নিষ্পত্তি দ্রুত হয়ে থাকে ।

56. ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালতের নাম কী ?

উত্তর:- সুপ্রিম কোর্ট ।

57. মৌলিক অধিকার বলবৎ করার জন্য দু’টি লেখ – এর নাম উল্লেখ করো । অথবা , ভারতের সুপ্রিম কোর্টের দু’টি লেখ উল্লেখ করো ।

উত্তর:- মৌলিক অধিকার বলবৎ করার জন্য দু’টি লেখ হলো অধিকার পৃচ্ছা এবং পরমাদেশ ।

58. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কীভাবে নিযুক্ত হন ?

উত্তর:- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি । অবশ্য নিয়োগের আগে রাষ্ট্রপতি প্রয়োজনমতো সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে পরামর্শ করতে পারেন ।

59. বিচারবিভাগীয় স্বাতন্ত্র্য বলতে কী বোঝো ?

উত্তর:- বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিচার বিভাগের স্বাতন্ত্র্য জরুরি । বিচারবিভাগীয় স্বাতন্ত্র্য বলতে বোঝায় বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখা ।

60. রাষ্ট্রপতি কী কারণে হাইকোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন ?

উত্তর:- রাষ্ট্রপতি প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার অভিযোগে হাইকোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন ।

61. সুপ্রিম কোর্টের বিচারকদের কে নিয়োগ করেন ?

উত্তর:- রাষ্ট্রপতি ।

62. বিচারবিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝায় ?

উত্তর:- বিচারবিভাগীয় সক্রিয়তা হলো আদালতের সেই ভূমিকা যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের ওপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে ।

63. রাষ্ট্রপতি কখন সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করেন ?

উত্তর:- রাষ্ট্রপতি যদি মনে করেন আইন বা তথ্য সংক্রান্ত বিষয়ে কোনো সর্বজনীন গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে শুরু করেছে বা উঠতে পারে , তা হলে তিনি সেই বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন । [ ১৪৩ [ ১ ] নং ধারা ] ।

64. সুপ্রিম কোর্টের বিচারপতিদের কীভাবে অপসারণ করা যায় ?

উত্তর:- সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করার ক্ষেত্রে ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্য নেওয়া হয় । এই পদ্ধতি অনুযায়ী , রাষ্ট্রপতি কোনো বিচারপতিকে প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগের ভিত্তিতে অপসারণ করতে পারেন ।

65. ‘ আইনের যথাবিহিত পদ্ধতি [ Due process of Law ] বলতে কী বোঝায় ?

উত্তর:- ‘ আইনের যথাবিহিত পদ্ধতি ‘ – র বিষয়টি ‘ বিচারবিভাগীয় সমীক্ষা ‘ – র প্রকৃতি বিশ্লেষণের একটি উল্লেখযোগ্য দিক । মার্কিন সুপ্রিম কোর্টে এই পদ্ধতি অনুসৃত হয় । উক্ত পদ্ধতি অনুযায়ী , সুপ্রিম কোর্ট আইনটি যথাযথ সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে প্রণীত হয়েছে কি না তা খতিয়ে দেখে এবং তা স্বাভাবিক ন্যায়নীতি লঙ্ঘন করেছে কি না তা – ও বিচার করে । উল্লেখ্য যে ভারতের সুপ্রিম কোর্টের এই ক্ষমতা নেই ।

66. ‘ আইন নির্দিষ্ট পদ্ধতি ‘ বলতে কী বোঝায় ?

উত্তর:- ‘ আইন নির্দিষ্ট পদ্ধতি ‘ বলতে উপযুক্ত আইনসভা কর্তৃক বিধিসম্মতভাবে প্রণীত আইনের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিকে বোঝানো হয় । এখানে আইন বলতে পার্লামেন্ট ও রাজ্য আইনসভা প্রণীত আইনের কথা বলা হয়েছে ।

67. সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল কত দিন ?

উত্তর:- সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৫ বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন ।

68. সুপ্রিম কোর্টের বিচারপতিদের কীভাবে নিযুক্ত করা হয় ?

উত্তর:- সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন । তাঁদের নিয়োগের আগে রাষ্ট্রপতিকে অবশ্যই প্রধান বিচারপতির সাথে পরামর্শ করতে হবে ।

69. হাইকোর ্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত দিন ?

উত্তর:- হাইকোর্টের বিচারপতিরা ৬২ বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন । অবশ্য তার পূর্বেই তারা পদত্যাগ করতে পারেন অথবা পদচ্যুত হতে পারেন ।

70. হাইকোর্টের বিচারপতির পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা কী ?উত্তর:- হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হওয়ার জন্য বিচারপতিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে । ও ভারতের কোনো বিচারালয়ে কমপক্ষে ১০ বছর যে কোনো বিচারবিভাগীয় পদে কাজের অভিজ্ঞতা অথবা অন্তত ১০ বছর কোনো হাইকোর্টে বা দুই বা ততোধিক হাইকোর্টে একাদিক্রমে আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ।

উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পূর্বের আন্তর্জাতিক সম্পর্ক (দ্বিতীয় অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ (পঞ্চম অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পূর্বের আন্তর্জাতিক সম্পর্ক (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS HistoryClick Here
HS GeographyClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary Political science Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Political science Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান –  ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(HS Political science Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Political science Suggestion  / HS Political science Question and Answer  / Class 12 Political science Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Political science Exam Guide  / HS Political science Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Political science Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) HS Political science Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর  – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  Political science Suggestion  Download WBCHSE Class 12th Political science short question suggestion  . HS Political science Suggestion   download Class 12th Question Paper  Political science. WB Class 12  Political science suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad