Dear student
তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer | HS Class 12th Political science Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ। HS Political science
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer | HS Class 12th Political science Question and Answer
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS Political science MCQ Question and Answer |
1. বান্দুং সম্মেলন অনুষ্টিত হয়েছিল___
[A] 1945 খ্রিস্টাব্দে
[B] 1950 খ্রিস্টাব্দে
[C] 1955 খ্রিস্টাব্দে
[D] 1960 খ্রিস্টাব্দে
উত্তর:- [C] 1955 খ্রিস্টাব্দে
2. জোটনিরপেক্ষ আন্দোলনের জনক হলেন___
[A] ইন্দিরা গান্ধী
[B] সুকর্ণ
[C] মার্শাল টিটো
[D] জওহরলাল নেহেরু
উত্তর:- [D] জওহরলাল নেহেরু
3. বেলগ্রেড সম্মেলন অনুষ্টিত হয়___
[A] 1955 খ্রিস্টাব্দে
[B] 1958 খ্রিস্টাব্দে
[C] 1961 খ্রিস্টাব্দে
[D] 1965 খ্রিস্টাব্দে
উত্তর:- [C] 1961 খ্রিস্টাব্দে
4. ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম__
[A] ভারত ও সোভিয়েত ইউনিয়ন
[B] চীন ও পাকিস্তান
[C] মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
[D] জার্মানি ও ভারত
উত্তর:- [C] মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
5. ‘ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম ব্যবহার করেন___
[A] বার্নাড বারুচ
[B] ট্রুম্যান
[C] চার্চিল
[D] গর্বাচেভ
উত্তর:- [A] বার্নাড বারুচ
6. ঠান্ডা যুদ্ধকে ‘গরম শান্তি’ বলে বর্ননা করেছেন__
[A] ফ্রিডমেন
[B] রেমন্ড
[C] ফ্রাঙ্কেল
[D] বার্নেট
উত্তর:- [D] বার্নেট
7. মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন__
[A] জর্জ মার্শাল
[B] ট্রুম্যান
[C] কোফি আন্নান
[D] লিপম্যান
উত্তর:- [A] জর্জ মার্শাল
8. ন্যাটো (NATO) গঠিত হয়___
[A] 1943 খ্রিস্টাব্দের 4 এপ্রিল
[B] 1944 খ্রিস্টাব্দের 4 এপ্রিল
[C] 1945 খ্রিস্টাব্দের 4 এপ্রিল
[D] 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল
উত্তর:- [D] 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল
9. ‘ন্যাটো’ কার উদ্যোগে গঠিত হয়___
[A] ব্রিটেন
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] সোভিয়েত ইউনিয়ন
[D] ভারত
উত্তর:- [B] মার্কিন যুক্তরাষ্ট্র
10. ঠান্ডা লড়াইয়ের অবসান হয়___
[A] 1980 খ্রিস্টাব্দে
[B] 1995 খ্রিস্টাব্দে
[C] 1991 খ্রিস্টাব্দে
[D] 2000 খ্রিস্টাব্দে
উত্তর:- [C] 1991 খ্রিস্টাব্দে
11. প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল___
[A] প্রথম বিশযুদ্ধে
[B] দ্বিতীয় বিশ্বযুদ্ধে
[C] ঠান্ডা লড়াইয়ে
[D] ভারত-পাক যুদ্ধে
উত্তর:- [C] ঠান্ডা লড়াইয়ে
12. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়___
[A] 1919 খ্রিস্টাব্দে
[B] 1920 খ্রিস্টাব্দে
[C] 1939 খ্রিস্টাব্দে
[D] 1945 খ্রিস্টাব্দে
উত্তর:- [C] 1939 খ্রিস্টাব্দে
13. একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রথম দেশ হল___
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] ব্রিটেন
[C] চীন
[D] ফ্রান্স
উত্তর:- [A] মার্কিন যুক্তরাষ্ট্র
14. পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল___
[A] ভারত ও বাংলাদেশ
[B] ভারত ও চীন
[C] ভারত ও পাকিস্তান
[D] পাকিস্তান ও শ্রীলংকা
উত্তর:- [B] ভারত ও চীন
15. পঞ্চশীল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
[A] 1950খ্রিস্টাব্দে
[B] 1945 খ্রিস্টাব্দে
[C] 1954 খ্রিস্টাব্দে
[D] 1991 খ্রিস্টাব্দেউত্তর:- [C] 1954 খ্রিস্টাব্দে
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science SAQ Question and Answer |
1. ‘রাজনৈতিক ক্ষমতা হলো সম্পর্ক‘- এই কথাটি কে বলেছিলেন?
উত্তর:- রাজনৈতিক ক্ষমতা হলো সম্পর্ক’- এই কথাটি বলেছিলেন হ্যারল্ড ল্যাসওয়েল।
2. আন্তর্জাতিকতা মূলত কাকে কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে?
উত্তর:- আন্তর্জাতিকতা মূলত অহিংসাকে কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে।
3. contemporary theory in international relations এই গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:- কনটেম্পোরারি থিওরি ইন ইন্টার্নেশনাল রেলেশনস গ্রন্থের রচয়িতা হলেন স্টোনলি হোফম্যান
4. কত খ্রিস্টাব্দে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর:- 1648 সালে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
5. Politics Among Nations গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:- Politics Among Nations গ্রন্থের রচয়িতা হলেন হ্যান্স.জে. মর্গেন্থাউ।
6. বিশ্বায়নের ধারণা একমাত্রিক নাকি বহুমাত্রিক?
উত্তর:- বিশ্বায়নের ধারণা হলো বহুমাত্রিক।
7. আরব রাষ্ট্রগুলোর রাজনীতির প্রধান হাতিয়ার কি?
উত্তর:- আরব রাষ্ট্রগুলোর রাজনীতির প্রধান হাতিয়ার হল খনিজ সম্পদ বা খনিজ তেল।
8. কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল?
উত্তর:- 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল।
9. ‘রুশ বিপ্লব বিপ্লবে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে‘ উক্তিটি কার-
উত্তর:- এই উক্তিটি হল লেনিনের।
10. ‘জাতীয় মূল্যবোধের যোগফল হল জাতীয় স্বার্থ‘- এই উক্তিটি কার?
উত্তর:- ‘জাতীয় মূল্যবোধের যোগফল হল জাতীয় স্বার্থ’- এই উক্তিটি হলো জোসেফ ফ্রাঙ্কেলের।
11. An Introduction To International Relations গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:- An Introduction To International Relations গ্রন্থটির রচয়িতা হলেন কৌলমবিস ও উলফ
12. জাতীয় স্বার্থ রক্ষার একটি প্রাচীন পন্থা লেখো।
উত্তর:- জাতীয় স্বার্থ রক্ষার একটি প্রাচীন পন্থা হলো কূটনৈতিক আচরণ।
13. বিশ্বায়ন বর্তমান বিশ্বে কিসের সৃষ্টি করেছে?
উত্তর:- বিশ্বায়ন বর্তমান বিশ্বের বৈষম্যের সৃষ্টি করেছে।
14. জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতার নাম কি?
উত্তর:- জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতার নাম হল মার্শাল টিটো।
15. ওয়ার্ল্ড ট্রিটি অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর:- বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কার্যালয় জেনেভাতে অবস্থিত।
16. কখন জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল?
উত্তর:- মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে।
17. জোট নিরপেক্ষ নীতির প্রধান প্রবক্তা কে?
উত্তর:- জোট নিরপেক্ষ নীতির প্রধান প্রবক্তা হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।
18. ইন্টারন্যাশনাল রিলেশন ( International Relations ) গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:- ইন্টারন্যাশনাল রিলেশন ( International Relations ) গ্রন্থটির রচয়িতা হলেন পামার ও পারকিনস।
19. International Relations In A Changing World গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:- International Relations In A Changing World গ্রন্থের রচয়িতা হলেন জোসেফ ফ্রাঙ্কেল।
20. আচরণ বাদের অন্যতম প্রবক্তা কে?
উত্তর:- অধ্যাপক E.H.Carr হলেন আচরণ বাদের অন্যতম প্রবক্তা।
21. একজন চৈনিক দার্শনিকের নাম লেখ।
উত্তর:- মেনসিয়াস ছিলেন একজন চৈনিক দার্শনিক।
22. ‘শক্তি থেকে রাজনীতিকে পৃথক করা যায় না‘- এই উক্তিটি কার?
উত্তর:- এই উক্তিটি হলো ঐতিহাসিক কার্ল বেকারের।
23. জোট-নিরপেক্ষ ধারণাটি সর্বপ্রথম কোথায় জন্ম লাভ করেছিল?
উত্তর:- জোট-নিরপেক্ষ ধারণাটি সর্বপ্রথম ভারতে জন্ম লাভ করেছিল।
24. ‘Twenty Years Crisis’ টুয়েন্টি ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:- Twenty Years Crisis’ টুয়েন্টি ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটির রচয়িতা হলেন E.H.Carr
25. জাতীয় স্বার্থের প্রধান রূপকার কে?
উত্তর:- জাতীয় স্বার্থে প্রধান রূপকার হলেন প্লেটো।
26. আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী ধারণার প্রধান প্রবক্তা কে?
উত্তর:- আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী ধারণার প্রধান প্রবক্তা হলেন হ্যান্স.জে. মর্গেন্থাউ।
27. জোট নিরপেক্ষতার অর্থ কি?
উত্তর:- জোট নিরপেক্ তার অর্থ হলো সামরিক জোট থেকে দূরে থাকা।
28. কূটনীতিকে,কে জাতীয় ক্ষমতার চক্ষু ও কর্ণ হিসেবে চিহ্নিত করেছেন?
উত্তর:- কূটনীতিকে, পামার ও পারকিনস জাতীয় ক্ষমতার চক্ষু ও কর্ণ হিসেবে চিহ্নিত করেছেন।
29. বিশ্বায়নের বিকল্প ব্যবস্থা কি?
উত্তর:- বিশ্বায়নের বিকল্প ব্যবস্থা হল সমাজতন্ত্র।
30. বিশ্বায়ন ধারণার প্রবর্তক কে?
উত্তর:- অধ্যাপক রোনাল্ড রবার্টসন হলেন বিশ্বায়ন ধারণার প্রবর্তক।
31. কোন বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল।
32. কোন বিশ্বযুদ্ধের পর সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা করা হয়েছিল?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল।
33. কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- 1920 খ্রিস্টাব্দের 10 ই জানুয়ারি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল।
34. কত খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল।
35. জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হওয়ার সময় সদস্য রাষ্ট্রের সংখ্যা কত ছিল?
উত্তর:- জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হওয়ার সময় সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল 51 টি।
36. ‘The Prince’ দ্য প্রিন্স গ্রন্থের লেখক কে?
উত্তর:- দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা হলেন টমাস নিকালো ম্যাকিয়াভেলি।
37. কে বিশ্বায়নকে দরিদ্রের বিশ্বায়নকে বলে অভিহিত করেছিলেন?
উত্তর:- জোসেফ স্টিভলিৎস বিশ্বায়নকে দরিদ্রের বিশ্বায়নকে বলে অভিহিত করেছিলেন।
38. কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর:- পটসডাম সম্মেলন -কে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়।
39. ট্রুম্যান নীতি কাকে বলে?
উত্তর:- 1947 খ্রিস্টাব্দের 12 মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় গ্রিস, তুরস্ক -সহ বিশ্বের যে-কোন দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের দেশগুলিকে সামাজিক ও আর্থিক সাহায্যদানের যে প্রতিশ্রুতি দেন, তা ট্রুম্যান নীতি নামে পরিচিত।
40. মার্শাল পরিকল্পনাকে উদ্দেশ্য কি ছিল?
উত্তর:- অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপীয় দেশগুলিকে নিয়ে কমিউনিজম বিরোধী তথা সোভিয়েত বিরোধী একটা জোট গঠন করা।
41. NATO –এর পুরো কথা কী?
উত্তর:- NATO -এর পুরো কথা হল – North Atlantic Treaty Organisation.
42. NATO –এর উদেশ্য কী ছিল?
উত্তর:- NATO গঠনের উদেশ্য ছিল পূর্ব ইউরোপে রাশিয়ার প্রভাব সৃষ্টিতে বাধাদান করা।
43. SEATO –এর পূর্ণরূপ কী?
উত্তর:- SEATO -এর পূর্ণরূপ হল – “South East Asian Treaty Organisation.”
44. সুয়েজ সংকট কবে দেখা দেয়?
উত্তর:- 1956 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট দেখা দেয়।
45. দাতাঁত বলতে কী বোঝ?
উত্তর:- দাতাঁত একটি ফরাসি শব্দ, যার অর্থ হল – একে অপরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা।
46. SALT –এর পূর্ন রূপ কী?
উত্তর:- SALT -এর পূর্ন রূপ হল – Strategic Arms Limitation Talk / Strategic Arms Limitation Treaty.
47. দ্বিমেরুকরন কাকে বলে?
উত্তর:- পুঁজিবাদী জোট (মার্কিন যুক্তরাষ্ট্র) ও সমাজতান্ত্রিক জোট (সোভিয়েত ইউনিয়ন) দুই মেরুতে বিভক্ত হয়ে পড়ে। একে দ্বিমেরুকরন বলে।
48. বহুমেরুতা বলতে কী বোঝ?
উত্তর:- বহুমেরুতা বলতে আন্তর্জাতিক শক্তিসাম্যের এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে দুই-এর বেশি ক্ষমতা কেন্দ্রের থাকে, যা আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত এবং নিয়ন্ত্রণ করে।
49. ‘পঞ্চশীল নীতি’ কে প্রথম ঘোষণা করেছিলেন?
উত্তর:- ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রথম “পঞ্চশীল নীতি” ঘোষনা করেন।
50. কোন বছর বাদুং সম্মেলন অনুষ্টিত হয়?
উত্তর:- 1955 খ্রিস্টাব্দের 18 থেকে 24 এপ্রিল ইন্দোনেশিয়ার বাদুং শহরে বাদুং সম্মেলন অনুষ্টিত হয়।
51. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল?
উত্তর:- জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হল – শান্তির অনুকূলে একটা পরিমন্ডল গড়ে তোলা।
52. বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর:- বেলগ্রেড সম্মেলন 1961 খ্রিস্টাব্দের 1 থেকে 6 ডিসেম্বর অনুষ্টিত হয়।
53. NIEO কী?
উত্তর:- NIEO হল – New International Economic Order.
54. আন্তর্জাতিক সম্পর্কের নয়া বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর:- আন্তর্জাতিক সম্পর্কের নয়া বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা হলেন কোনেত ওয়ালাজ।
55. আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী ধারণার প্রধান প্রবক্তা কে?
উত্তর:- আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী ধারণার প্রধান প্রবক্তা হলেন উড্রো উইলসন।
56. কোন শতাব্দীতে উদারনীতিবাদের উদ্ভব হয়েছিল?
উত্তর:- মূলত ষষ্ঠদশ শতাব্দীতে উদারনীতি বাদের উদ্ভব হয়েছিল।
57. কোন সময় থেকে ভারতে বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল?
উত্তর:- 1991 সাল থেকে ভারতে বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল।
58. 14 দফা নীতি কে ঘোষণা করেছিলেন?
উত্তর:- 14 দফা নীতি ঘোষণা করেছিলেন উড্রো উইলসন।
59. ক্ষমতার এলিট তত্ত্বের একজন প্রবক্তার নাম লেখ।
উত্তর:- ক্ষমতার এলিট তত্ত্বের একজন প্রবক্তার নাম হলো প্যারেটো।
60. ক্ষমতার চক্রাকার আবর্তনে কারা বিশ্বাস করেন?
উত্তর:- এলিট তত্ত্বের প্রবক্তা যেমন- মস্কা,প্যারেটো,মিচেল প্রমুখ ব্যক্তিগণ ক্ষমতার চক্রাকার আবর্তনে বিশ্বাষ করেন।
61. রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কত প্রকার এবং কি কি?
উত্তর:- রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার দুই প্রকার। যথা অভ্যন্তরীণ সার্বভৌমিকতা এবং বাহ্যিক সার্বভৌমিকতা।
62. অভ্যন্তরীণ সার্বভৌমিতার অর্থ কি?
উত্তর:- অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের অভ্যন্তরীন সীমানার মধ্যে রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার অধিকারকে বোঝায়।
63. তৈল কূটনীতি বলতে কী বোঝো?
উত্তর:- হ্যান্স.জে. মর্গেন্থাউ এর মতে আরব দেশগুলির তৈল সম্পদের ওপর নিজেদের আধিপত্য বিস্তার এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য গ্রেট ব্রিটেন,মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যেকার যে প্রতিযোগিতা তাকেই তৈল কূটনীতি বলা হয়।
64. ক্ষমতা 3 টি দৃষ্টিভঙ্গি লেখো।
উত্তর:- ক্ষমতার তিনটি দৃষ্টিভঙ্গি হল এলিট দৃষ্টিভঙ্গি,ক্ষমতার বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতার মার্কসবাদী দৃষ্টিভঙ্গি।
65. একজন বহুত্ববাদী তাত্ত্বিকের নাম লেখ।
উত্তর:- রবার্ট কিউহান হলেন একজন বহুত্ববাদী তাত্ত্বিক।
66. বিশ্বায়ন কাকে বলে?
উত্তর:- রোল্যান্ড রবার্টসন-এর মতে সমগ্র বিশ্বের সংকুচিতকরণ ও একত্রীকরণই হল বিশ্বায়ন। এক কথায় বিশ্বায়ন হল সমগ্র বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসা।
67. কোন্ ঘটনার পর একমেরু বিশ্বের প্রকাশ ঘটে?
উত্তর:- 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পর একমেরু বিশ্বের প্রকাশ ঘটে।
68. বিশ্বায়ন কাকে উৎসাহিত করে?
উত্তর:- বিশ্বায়ন উদারিকীকরণ, বিজাতীয়করণ ও বেসরকারিকরণকে উৎসাহিত করে।
69. WTO-এর পুরো নাম কী ?
উত্তর:- WTO-এর পুরো নাম হল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন।
70. IMF-এর পুরো নাম কী?
উত্তর:- ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড।
71. WHO-এর পুরো নাম কী ?
উত্তর:- ওয়ার্ল্ড হেলথ্ অর্গানাইজেশন।
72. মুখ্য জাতীয় স্বার্থ বলতে কী বোঝায়?
উত্তর:- যেসব স্বার্থ সংরক্ষণকে প্রতিটি জাতি রাষ্ট্র আবশ্যিক কর্তব্য বলে মনে করে, সেই স্বার্থগুলিকে মুখ্য জাতীয় স্বার্থ বলে।
73. গৌণ জাতীয় স্বার্থ কাকে বলে?
উত্তর:- একটি জাতির অস্তিত্ব রক্ষার সঙ্গে জড়িত না হলেও যেসব স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য বলে বিবেচিত হয়, সেই স্বার্থগুলিকে গৌণ জাতীয় স্বার্থ বলে।
74. ন্যাটো (NATO)-এর পুরো অর্থ কী?
উত্তর:- নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
75. ‘হায়ার অ্যান্ড ফায়ার‘ নীতি কী?
উত্তর:- হায়ার অ্যান্ড ফায়ার নীতিটি হল কাজ থাকলে শ্রমিকদের ডেকে নেওয়া এবং কাজ না থাকলে তাদের তাড়িয়ে দেওয়া।
76. রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ক-টি দিক্ ও কী কী?
উত্তর:- রাষ্ট্রীয় সার্বভৌমিকতার দুটি দিক্, দিগুলি হল—অভ্যন্তরীণ ও বাহ্যিক।
77. অস্টিনের মতে সার্বভৌমিকতা কী
উত্তর:- অস্টিনের মতে সার্বভৌমিকতা হল অধস্তনের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ বা নির্দেশ।
78. অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে কী বোঝায়?
উত্তর:- অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে বোঝায় যে, রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রীয় আইন চূড়ান্ত, অপ্রতিহত ও অবিভাজ্য।
79. বাহ্যিক সার্বভৌমিকতা কী?
উত্তর:- বাহ্যিক সার্বভৌমিকতা বলতে বোঝায় কোনো রাষ্ট্র বৈদেশিক কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ মুক্ত হয়ে তার পররাষ্ট্র নীতি নির্ধারণ করে।
80. বিশ্বায়ন কাকে বলে?
উত্তর:- জসেফ স্টিগলিৎসের মতে- বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে নিবিড় সংযোগ সাধনের প্রক্রিয়াকে বিশ্বায়ন বলে।
81. ক্ষমতা বা শক্তি কাকে বলে?
উত্তর:- জোসেফ ফ্রাঙ্কেল -এর মতে অন্যের মন ও কাজকে নিয়ন্ত্রণ করে কাঙ্খিত সামর্থ্য লাভকে ক্ষমতা বা শক্তি বলে।
82. ক্ষমতার একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর:- ক্ষমতার একটি বৈশিষ্ট্য হলো ক্ষমতার সঙ্গে শুধুমাত্র বলপ্রয়োগের মত নেতিবাচক ধারণা জড়িত থাকে না ।
83. প্রশ্ন জাতীয় স্বার্থ বলতে কী বোঝো?
উত্তর:- সাধারণভাবে যাবতীয় জাতীয় মূল্যবোধের সমষ্টিকে জাতীয় স্বার্থ বলে।
84. আন্তর্জাতিক রাজনীতি কী?
উত্তর:- আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ পামার এবং পারকিনসের মতে আন্তর্জাতিক রাজনীতি হলো আন্তর্জাতিক সমাজের রাজনীতি।
85. কূটনীতি কাকে বলে?
উত্তর:- জাতীয় রাষ্ট্রগুলি যে নীতির মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের ভূমিকা নির্ধারণ করে তাকে কূটনীতি বলা হয়।
86. ঠান্ডা লড়াই কী?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক দেশগুলির মধ্যে উত্তেজনা অবিশ্বাস এবং মনস্তাত্ত্বিক বিরোধের ফলে যে চরম পরিস্থিতির সৃষ্টি হয়, তাকে ঠান্ডা লড়াই বলে।
87. শক্তি বা ক্ষমতার কয়েকটি উপাদান লেখো।
উত্তর:- শক্তি বা ক্ষমতার কয়েকটি উপাদান হল—জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক সামর্থ্য, সামরিক ব্যবস্থা ইত্যাদি।
88. ইউরোপে কোন্ চুক্তির পর ভূখণ্ডকেন্দ্রিক সার্বভৌম রাষ্ট্রের উদ্ভব ঘটে?
উত্তর:- ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির পর ইউরোপে ভূখণ্ডকেন্দ্রিক সার্বভৌম রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে।
89. ক্ষমতা বা শক্তি কাকে বলে?
উত্তর:- জোসেফ ফ্র্যাঙ্কেলের মতে, অন্যের মন ও কাজকে নিয়ন্ত্রণ করে কাঙ্ক্ষিত ফললাভের সামর্থ্যই হল ক্ষমতা বা শক্তি।
90. ক্ষমতার একটি বৈশিষ্ট্য লেখো
উত্তর:- ক্ষমতার একটি বৈশিষ্ট্য হল ক্ষমতার সঙ্গে শুধুমাত্র বলপ্রয়োগের মতো নেতিবাচক ধারণা জড়িত থাকে না।
91. বিশ্বায়নের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর:- বিশ্বায়নের একটি বৈশিষ্ট্য হল বেসরকারিকরণকে উৎসাহিত করা।
92. বিশ্বায়নের একটি ইতিবাচক দিক্ বা প্রতিক্রিয়া লেখো।
উত্তর:- বিশ্বায়নের একটি ইতিবাচক দিক্ বা প্রতিক্রিয়া হল তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি।
93. বিশ্বায়নের একটি নেতিবাচক দিক্ বা প্রতিক্রিয়া লেখো।
উত্তর:- বিশ্বায়নের একটি নেতিবাচক দিক্ বা প্রতিক্রিয়া হল কর্পোরেট বিশ্ব বা বহুজাতিক সংস্থার আধিপত্য বৃদ্ধি ও তৃতীয় বিশ্বের উপর নেতিবাচক প্রভাব।
94. জাতীয় স্বার্থরক্ষার একটি উপায় লেখো।
উত্তর:- জাতীয় স্বার্থরক্ষার একটি উপায় হল কূটনীতি।
95. জাতীয় স্বার্থের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর:- জাতীয় স্বার্থের একটি বৈশিষ্ট্য হল—জাতীয় স্বার্থের ধারণা অস্পষ্ট, অনির্দিষ্ট ও আপেক্ষিক।
96. আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায়?
উত্তর:- হার্টম্যানের মতে আন্তর্জাতিক সম্পর্ক হল এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে।
97. কূটনীতি কাকে বলে?
উত্তর:- জাতীয় রাষ্ট্রগুলি যে নীতির মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের ভূমিকা নির্ধারণ করে তাকে কূটনীতি বলে।
98. ‘ডিক্রি অন্ পিস্‘ কী?
উত্তর:- সোভিয়েত সরকার গোপন কূটনীতি বিলোপ করে জনগণের সামনে প্রকাশ্যে যাবতীয় আপস মীমাংসা করার ব্যাপারে যে দৃঢ় সংকল্প ঘোষণা করেন তাই হল ‘ডিক্রি অন্ পিস্’।
99. WTO এর পুরো নাম কী?
উত্তর:- ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন।
100. IMF এর পুরো নাম কী?
উত্তর:- ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড।
101. NATO- এর পুরো নাম কী?
উত্তর:- নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
102. গৌণ জাতীয় স্বার্থ কাকে বলে?
উত্তর:- একটি জাতির অস্তিত্ব রক্ষা সঙ্গে জড়িত না হলেও যেসব স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য বলে বিবেচিত হয় সেগুলি হল গৌণ জাতীয় স্বার্থ।
103. বিশ্বায়ন ধারণার প্রবর্তক কে?
উত্তর:- বিশ্বায়ন ধারণার প্রবর্তক হলেন রোনাল্ড রবার্টসন।
104. একমেরু বিশ্বের প্রধান শক্তির নাম কি?
উত্তর:- একমেরু বিশ্বের প্রধান শক্তির নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র।
105. বিশ্বায়নের অর্থ কি?
উত্তর:- বিশ্বায়নের অর্থ হলো পূঁজির বিকেন্দ্রীকরণ।
106. কে প্রথম শক্তির উপর গুরুত্ব দিয়েছিলেন?
উত্তর:- টমাস নিকোলো ম্যাকিয়াভেলি সর্বপ্রথম শক্তির ওপর গুরুত্ব দেন।।
107. বিশ্বায়নের ফলে তৃতীয় বিশ্বের উপর এর কী প্রভাব পড়েছে?
উত্তর:- বিশ্বায়নের ফলে তৃতীয় বিশ্বের দেশগুলির উপর এর যে প্রভাব পড়েছে, তা হলো তৃতীয় বিশ্বের দেশগুলোর দারিদ্রতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পূর্বের আন্তর্জাতিক সম্পর্ক (দ্বিতীয় অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ (পঞ্চম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পূর্বের আন্তর্জাতিক সম্পর্ক (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। | |
HS Bengali | Click Here |
HS English | Click Here |
HS Education | Click Here |
HS History | Click Here |
HS Geography | Click Here |
HS Philosophy | Click Here |
HS Sanskrit | Click Here |
HS Sociology | Click Here |
HS Political Science | Click Here |
HS Biology | Click Here |
HS Chemistry | Click Here |
HS Computer Science | Click Here |
HS Mathematics | Click Here |
HS Physics | Click Here |
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
একাদশ শ্রেণী | পড়ুন |
দ্বাদশ শ্রেণী | পড়ুন |
Dear student
“উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।
Higher Secondary Political science Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Political science Qustion and Answer Suggestion
” উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII | WB Class 12 | WBCHSE | Class 12 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha )
আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(HS Political science Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Political science Suggestion / HS Political science Question and Answer / Class 12 Political science Suggestion / Class 12 Pariksha Suggestion / HS Political science Exam Guide / HS Political science Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Political science Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer.
আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) HS Political science Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস
West Bengal Class 12 Political science Suggestion Download WBCHSE Class 12th Political science short question suggestion . HS Political science Suggestion download Class 12th Question Paper Political science. WB Class 12 Political science suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।