Dear student
তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer | HS Class 12th Political science Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer | HS Class 12th Political science Question and Answer
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS Political science MCQ Question and Answer |
1. সংবিধানের 102 নং ধারা অনুসারে পার্লামেন্টে ব্যবহার্য ভাষা হল –
[A] বাংলা ও হিন্দি
[B] হিন্দি ও ইংরাজি
[C] সংস্কৃত ও হিন্দি
[D] সংস্কৃত ও ইংরাজি
উত্তর:- [B] হিন্দি ও ইংরাজি
2. অর্থ বিলের উল্লেখ রয়েছে সংবিধানের –
[A] ১০৮ নং ধারায়
[B] ১১০ নং ধারায়
[C] ১২০ নং ধারায়
[D] ১২১ নং ধারায়
উত্তর:- [B] ১১০ নং ধারায়
3. সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন –
[A] উপরাষ্ট্রপতি
[B] স্পিকার
[C] রাজ্যপাল
[D] রাষ্ট্রপতি
উত্তর:- [B] স্পিকার
4. লোকসভায় কমপক্ষে কতজন সদ্যসের উপস্থিতিকে কোরাম বলে ?
[A] এক -তৃতীয়াংশ
[B] এক -চতুর্থাংশ
[C] এক-পঞ্চমাংশ
[D] এক – দশমাংশ
উত্তর:- [D] এক – দশমাংশ
5. .লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে প্রস্তাব আকারে নোটিশ দিতে হয় –
[A] ৭ দিন আগে
[B] ১৪ দিন আগে
[C] ২০ দিন আগে
[D] ১ মাস আগে
উত্তর:- [B] ১৪ দিন আগে
6. Q29. কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে –
[A] পার্লামেন্টের কাছে
[B] লোকসভার কাছে
[C] রাজ্যসভার কাছে
[D] সুপ্রিমকোর্টের কাছে
উত্তর:- [B] লোকসভার কাছে
7. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে সংসদ কোনো রাজ্যের নাম , সীমানা ইত্যাদির পরিবর্তন করতে পারে ?
[A] ২ নং
[B] ৩ নং
[C] ৪ নং
[D] ৫ নং
উত্তর:- [B] ৩ নং
8. কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন –
[A] রাষ্ট্রপতি
[B] প্রধানমন্ত্রী
[C] ক্যাবিনেট সচিব
[D] স্পিকার
উত্তর:- [B] প্রধানমন্ত্রী
9. রাজ্যসভার সদস্যদের কার্যকাল হল-
[A] ৪ বছর
[B] ৫ বছর
[C] ৬ বছর
[D] ৭ বছর
উত্তর:- [C] ৬ বছর
10. রাজ্যসভার সভাপতি হলেন –
[A] প্রধানমন্ত্রী
[B] অধ্যক্ষ
[C] উপরাষ্ট্রপতি
[D] রাষ্ট্রপতি
উত্তর:- [C] উপরাষ্ট্রপতি
11. পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন –
[A] রাষ্ট্রপতি
[B] প্রধানমন্ত্রী
[C] লোকসভার স্পিকার
[D] উপরাষ্ট্রপতি
উত্তর:- [C] লোকসভার স্পিকার
12. রাষ্ট্রপতি কতৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন ?
[A] ২ জন
[B] ৩ জন
[C] ৪ জন
[D] ৫ জন
উত্তর:- [A] ২ জন
13. ভারতের অবশিষ্ট বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অর্পিত হয়েছে –
[A] পার্লামেন্টের হাতে
[B] রাজ্য আইনসভাগুলির হাতে
[C] পার্লামেন্ট ও রাজ্য আইনসভাগুলির হাতে
[D] কেবল লোকসভার হাতে
উত্তর:- [C] পার্লামেন্ট ও রাজ্য আইনসভাগুলির হাতে
14. কেন্দ্রীয় সরকার লোকসভায় আস্থা হারিয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট কক্ষের নিয়মানুযায়ী যে প্রস্তাব উত্থাপনের ব্যবস্থা করা হয়, তাকে বলে –
[A] ছাঁটাই প্রস্তাব
[B] মুলতুবি প্রস্তাব
[C] অনাস্থা প্রস্তাব
[D] দৃষ্টি আকর্ষণী প্রস্তাব
উত্তর:- [C] অনাস্থা প্রস্তাব
15. ভারতের পার্লামেন্ট গঠিত হয় –
[A] শুধুমাত্র লোকসভা নিয়ে
[B] শুধুমাত্র রাজ্যসভা ও লোকসভা নিয়ে
[C] লোকসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে
[D] লোকসভা, রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে নিয়ে
উত্তর:- [D] লোকসভা , রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে নিয়ে
16. উপরাষ্ট্রপতিকে অপসারণ করার ক্ষমতা একক ভাবে গ্রহণ করতে পারে –
[A] রাজ্যসভা
[B] লোকসভা
[C] রাষ্ট্রপতি
[D] সুপ্রিমকোর্ট
উত্তর:- [A] রাজ্যসভা
17. অধ্যক্ষ বা স্পিকার ভোটাভুটির অংশগ্রহণ করে নির্ণায়ক ভোট বা ‘কাস্টিং ভোট’ দেন –
[A] যখন পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোত পরে এবং অচল অবস্থা দেখা যায়
[B] যখন কোনো সদস্যকে বহিস্কার করা হয়
[C] যখন কোনো বিল পাশ করা হয়
[D] যখন অনাস্থা প্রস্তাব নিয়ে ভোট হয়
উত্তর:- [A] যখন পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোত পরে এবং অচল অবস্থা দেখা যায়
18. 1. প্রতি দু-বছর অন্তর 1/3 অংশ সদস্য অবসর গ্রহণ করেন –
[A] লোকসভা থেকে
[B] বিধানসভা থেকে
[C] রাজ্যসভা থেকে
[D] বিধানপরিষদ থেকে
উত্তর:- [D] বিধানপরিষদ থেকে
19. ভারতীয় সংবিধানের কত তম সংশোধন অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্যসংখ্যা অপরিবর্তিতরাখার কথা বলা হয়েছে ?
[A] ৮৪ তম
[B] ৮৫ তম
[C] ৮৬ তম
[D] ৮৭ তম
উত্তর:- [D] ৮৭ তম
20. ভারতীয় সংবিধানের কত তম সংশোধনের মাধ্যমে লোকসভায় তপশিলি জাতি ও উপজাতির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ?
[A] ৯৩ তম
[B] ৯৪ তম
[C] ৯৫ তম
[D] ৯৬ তম
উত্তর:- [C] ৯৫ তম
21. বিধানসভায় রাজ্যপাল যতজন যতজন ইঙ্গ -ভারতীয় সদস্য নিয়োগ করেন –
[A] ১ জন
[B] ২ জন
[C] ৩ জন
[D] ৪ জন
উত্তর:- [A] ১ জন
22. সংবিধানের যে ধারায় রাজ্যপাল বিধানসভায় একজন ইঙ্গ – ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন –
[A] ৩৩০ নং ধারা
[B] ৩৩৩ নং ধারা
[C] ৪৩০ নং ধারা
[D] ৪৩৩ নং ধারা
উত্তর:- [A] ৩৩০ নং ধারা
23. বিধানসভার স্পিকারকে নির্বাচিত করেন –
[A] বিধানসভার সদস্যরা
[B] মুখ্যমন্ত্রী
[C] রাজ্যপাল
[D] রাষ্ট্রপতি
উত্তর:- [A] বিধানসভার সদস্যরা
24. ভারতে বিধানসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়সের উর্দ্ধসীমা হতে হবে –
[A] ৭২ বছর
[B] ৬৪ বছর
[C] ৮০ বছর
[D] কোনো উর্ধসীমা নেই
উত্তর:- [D] কোনো উর্ধসীমা নেই
25. ভারতীয় সংবিধানের কত নং ধারাতে রাজ্য আইনসভার সর্বাধিক ও সর্বনিম্ন সদস্যসংখ্যা কত হতে পারে তার উল্লেখ আছে ?
[A] ১৬৮ নং ধারা
[B] ১৬৯ নং ধারা
[C] ১৭০ নং ধারা
[D] ১৭১ নং ধারা
উত্তর:- [C] ১৭০ নং ধারা
26. পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিপুপ্তি ঘটে –
[A] ১৯৬৭ খ্রিষ্টাব্দে
[B] ১৯৬৯ খ্রিষ্টাব্দে
[C] ১৯৭২ খ্রিষ্টাব্দে
[D] ১৯৭৪ খ্রিষ্টাব্দে
উত্তর:- [B] ১৯৬৯ খ্রিষ্টাব্দে
27. ‘জিরো -আওয়ারের’ সময়সীমা কত ?
[A] ১ ঘন্টা
[B] ২ ঘন্টা
[C] 1 ½ ঘন্টা
[D] 2 ½ ঘন্টা
উত্তর:- [A] ১ ঘন্টা
28. লোকসভাতে অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য কমপক্ষে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন ?
[A] ৩০ জন
[B] ৪০ জন
[C] ৫০ জন
[D] ৬০ জন
উত্তর:- [C] ৫০ জন
29. রাজ্য বিধানসভায় অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য কমপক্ষে কত জন সদস্যের সমর্থন প্রয়োজন ?
[A] ৩০ জন
[B] ৪০ জন
[C] ২০ জন
[D] ২৫ জন
উত্তর:- [A] ৩০ জন
30. লতুবি প্রস্তাব গ্রহণের জন্য লোকসভায় কমপক্ষে কতজন সদস্যের সম্মতি প্রয়োজন ?
[A] ৩০ জন
[B] ৩৫ জন
[C] ৪০ জন
[D] ৫০ জন
উত্তর:- [D] ৫০ জন
31. মুলতুবি প্রস্তাব গ্রহণের জন্য রাজ্য বিধানসভায় কমপক্ষে কত জন সদস্যের সম্মতির প্রয়োজন ?
[A] ২০ জন
[B] ২৫ জন
[C] ৩০ জন
[D] ৪০ জন
উত্তর:- [C] ৩০ জন
32. সংবিধানের যে ধারা অনুযায়ী অর্থ বিল শুধুমাত্র লোক সভাতেই উত্থাপিত হতে পারে রাজ্যসভায় নয় , সেটি হল-
[A] ১০৭ নং ধারা
[B] ১০৮ নং ধারা
[C] ১০৯ নং ধারা
[D] ১১১ নং ধারা
উত্তর:- [C] ১০৯ নং ধারা
33. বিধানসভার সভাপতিকে বলা হয় –
[A] স্পিকার
[B] মুখ্যমন্ত্রী
[C] রাজ্যপাল
[D] মুখ্যসচিব
উত্তর:- [A] স্পিকার
34. সংবিধানের কত নং ধারা অনুসারে প্রতিটি অঙ্গরাজ্যের একটি করে আইনসভা রয়েছে ?
[A] ১৬০ নং
[B] ১৬৭ নং
[C] ১৬৮[১] নং
[D] ১৮০ [১] নং
উত্তর:- [C] ১৬৮[১] নং
35. বিধানসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর নূন্যতম বয়স হল –
[A] ১৮ বছর
[B] ২০ বছর
[C] ২৫ বছর
[D] ৩০ বছর
উত্তর:- [C] ২৫ বছর
36. লোকসভার অধ্যক্ষের অপসারণ সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের জন্য কত দিনের নোটিশ দিতে হয় ?
[A] ১০ দিন
[B] ১২ দিন
[C] ১৪ দিন
[D] ২১ দিন
উত্তর:- [C] ১৪ দিন
37. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে সংসদ সর্বভারতীয় কৃত্যক গঠন করতে পারে ?
[A] ৩১১ নং ধারা
[B] ৩১২ নং ধারা
[C] ৩১৩ নং ধারা
[D] ৩১৪ নং ধারা
উত্তর:- [B] ৩১২ নং ধারা
38. বিধানসভায় রাজ্যপাল কত জন ইঙ্গ – ভারতীয় সদস্য নিয়োগ করেন –
[A] ১ জন
[B] ২ জন
[C] ৩ জন
[D] ৪ জন
উত্তর:- [A] ১ জন
39. স্বাধীনতার পর ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় –
[A] ১৯৫০
[B] ১৯৫২
[C] ১৯৫৩
[D] ১৯৫৫
উত্তর:- [B] ১৯৫২
40. বর্তমান রাজ্য তালিকায় কত গুলি বিষয় আছে –
[A] ৫০ টি
[B] ৬০ টি
[C] ৬১ টি
[D] ৬২ টি
উত্তর:- [C] ৬১ টি
41. বর্তমানে ভারতের কটি রাজ্যের আইনসভা দি কক্ষ বিশিষ্ট –
[A] ৪ টি
[B] ৫ টি
[C] ৬ টি
[D] ৭ টি
উত্তর:- [D] ৭ টি
42. বর্তমানে পচ্ছিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হলো –
[A] ২৫০
[B] ২৯০
[C] ২৯২
[D] ২৯৪
উত্তর:- [D] ২৯৪
43. সংসদীয় কমিটির প্রধান কে ?
[A] সংসদীয় মন্ত্রী
[B] লোকসভার অধ্যক্ষ
[C] রাজ্যসভায় চেয়ারম্যান
[D] প্রধানমন্ত্রী
উত্তর:- ?
44. রাজ্য সভার কার্যকালের স্বাভাবিক সময়সীমা –
[A] ৪ বছর
[B] ৫ বছর
[C] ৬ বছর
[D] ৭ বছর
উত্তর:- [C] ৬ বছর
45. ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম –
[A] সিনেট
[B] লর্ডসভা
[C] রাজ্যসভা
[D] বিধান পরিষদ
উত্তর:- [C] রাজ্যসভা
46. রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে –
[A] ১৮ বছর
[B] ২০ বছর
[C] ২৫ বছর
[D] ৩০ বছর
উত্তর:- [D] ৩০ বছর
47. সর্বভারতীয় রাষ্ট্রকর্তৃক গঠন করতে পারে –
[A] রাজ্যসভা
[B] লোকসভা
[C] রাষ্ট্রপতি
[D] প্রধানমন্ত্রী
উত্তর:- [A] রাজ্যসভা
48. লোকসভার সাধারণ কার্যকাল হলো –
[A] ৪ বছর
[B] ৫ বছর
[C] ৬ বছর
[D] ৮ বছর
উত্তর:- [B] ৫ বছর
49. রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা –
[A] ২৩০
[B] ২৩৫
[C] ২৪০
[D] ২৪৫
উত্তর:- [D] ২৪৫
50. কেন্দ্রীয় তালিকায় কটি বিষয় অন্ত্ভুক্ত করা হয়েছে ?
[A] ৭০ টি
[B] ৮০ টি
[C] ৯০ টি
[D] ১০০ টি
উত্তর:- [D] ১০০ টি
51. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী সংসদ সর্বভারতীয় কৃত্যক গঠন করতে পারে ?
[A] ৩১১ নং ধারায়
[B] ৩১২ নং ধারায়
[C] ৩১৩ নং ধারায়
[D] ৩১৪ নং ধারায়
উত্তর:- [B] ৩১২ নং ধারায়
52. ভারতে দল ত্যাগ বিরোধী আইন কোন সালে প্রণীত হয় –
[A] ১৯৮৩ সালে
[B] ১৯৮৪ সালে
[C] ১৯৭৬ সালে
[D] ১৯৮৫ সালে
উত্তর:- [C] ১৯৭৬ সালে
53. শুধুমাত্র লোকসভা যে বিল উত্থাপন করতে পারে সেটি হলো –
[A] অর্থবিল
[B] ভূমিবিল
[C] রাজ্য পূর্নগঠন বিল
[D] বিবাহ বিষয়ক বিল
উত্তর:- [A] অর্থবিল
54. বিধান সভার সদস্য হওয়ার জন্য পদপার্থিব ন্যূনতম বয়স –
[A] ১৮ বছর
[B] ২০ বছর
[C] ২৫ বছর
[D] ৩০ বছর
উত্তর:- [C] ২৫ বছর
55. ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল-
[A] লোকসভা
[B] রাজ্যসভা
[C] বিধানসভা
[D] বিধান পরিষদ
উত্তর:- [A] লোকসভা
56. লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল-
[A] ৫৫০ জন
[B] ৫৫২ জন
[C] ৫৫৫ জন
[D] ৫৬০ জন
উত্তর:- [C] ৫৫২ জন
57. ভারতের রাজ্যসভার সদস্যসংখ্যা –
[A] ২৫০ জন
[B] ২৬০ জন
[C] ২৭৫ জন
[D] ২৮০ জন
উত্তর:- [A] ২৫০ জন
58. রাষ্ট্রপতি লোক সভায় কতজন ইঙ্গ-ভারতীয় সদস্য নিয়োগ করতে পারেন ?
[A] ১ জন
[B] ২ জন
[C] ৩ জন
[D] ৪ জন
উত্তর:- [2] ২ জন
59. লোক সভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর নূন্যতম বয়স হতে হবে –
[A] ১৮ বছর
[B] ২৫ বছর
[C] ২৮ বছর
[D] ৩০ বছর
উত্তর:- [B] ২৫ বছর
60. রাজ্যসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর নূন্যতম বয়স হতে হবে –
[A] ১৮ বছর
[B] ২০ বছর
[C] ২৫ বছর
[D] ৩০ বছর
উত্তর:- [D] ৩০ বছর
61. সর্বভারতীয় রাষ্ট্রকৃত্যক গঠন করতে পারেন –
[A] রাজ্যসভা
[B] লোকসভা
[C] রাষ্ট্রপতি
[D] প্রধানমন্ত্রী
উত্তর:- [A] রাজ্যসভা
62. স্বাধীনতার পর ভারতে প্রথম লোকসভা নির্বাচন হয় –
[A] ১৯৫০ খ্রিষ্টাব্দে
[B] ১৯৫২ খ্রিষ্টাব্দে
[C] ১৯৫৩ খ্রিষ্টাব্দে
[D] ১৯৫৫ খ্রিষ্টাব্দে
উত্তর:- [B] ১৯৫২ খ্রিষ্টাব্দে
63. শুধুমাত্র লোকসভা যে বিল উথাপন করতে পারে সেটি হল-
[A] অর্থ বিল
[B] ভূমি বিল
[C] রাজ্য পুনর্গঠন বিল
[D] বিবাহ বিষয়ক বিল
উত্তর:- [A] অর্থ বিল
64. রাজ্যসভায় জিনি সভাপতিত্ব করেন তাকে বলা হয় –
[A] সভাপতি
[B] চেয়ারম্যান
[C] স্পিকার
[D] চেয়ার পার্সন
উত্তর:- [B] চেয়ারম্যান
65. রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য কত বছর অন্তর অবসর গ্রহণ করেন ?
[A] ২ বছর
[B] ৩ বছর
[C] ৪ বছর
[D] ৫ বছর
উত্তর:- [A] ২ বছর
66. ভারতীয় সংবিধানের ৩৩ তম সংশোধন করা হয় কত সালে ?
[A] ১৯৭১ সালে
[B] ১৯৭২ সালে
[C] ১৯৭৩ সালে
[D] ১৯৭৪ সালে
উত্তর:- [D] ১৯৭৪ সালে
67. My Presidential Years গ্রন্থটির রচয়িতা হলেন –
[A] হিদায়েতুল্লা
[B] রাধাকৃষ্ণাণ
[C] রামস্বামী ভেঙ্কটরমন
[D] সঞ্জীব রেড্ডি
উত্তর:- [C] রামস্বামী ভেঙ্কটরমন
68. অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় –
[A] লোকসভায়
[B] রাজ্যসভায়
[C] সুপ্রিমকোর্টে
[D] হাইকোর্টে
উত্তর:- [A] লোকসভায়
69. ভারতের লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন –
[A] রাষ্ট্রপতির দ্বারা
[B] প্রধানমন্ত্রীর দ্বারা
[C] লোকসভার সদস্যদের দ্বারা
[D] লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা
উত্তর:- [C] লোকসভার সদস্যদের দ্বারা
70. পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন –
[A] রাষ্ট্রপতি
[B] প্রধানমন্ত্রী
[C] লোকসভার স্পিকার
[D] উপরাষ্ট্রপতি
উত্তর:- [C] লোকসভার স্পিকার
71. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম –
[A] লর্ড সভা
[B] কমন্স সভা
[C] সেনেট
[D] লোকসভা
উত্তর:- [B] কমন্স সভা
72. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম –
[A] জনপ্রতিনিধি সভা
[B] লোকসভা
[C] বিধানসভা
[D] সিনেট
উত্তর:- [A] জনপ্রতিনিধি সভা
73. কেন্দ্রীয় মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয় –
[A] রাষ্ট্রপতি আস্থা হারালে
[B] জনগণের আস্থা হারালে
[C] রাজ্যসভার আস্থা হারালে
[D] লোকসভার আস্থা হারালে
উত্তর:- [D] লোকসভার আস্থা হারালে
74. সংবিধানের ‘মৌলকাঠামো’ অপরিবর্তিত রেখে পার্লামেন্ট সংবিওধানের যেকোনো অংশ সংশোধন করতে পারে , বলে সুপ্রিমকোর্ট রায় দিয়েছিল-
[A] এ কে গোপালন মামলায় [১৯৫০]
[B] কেশবানন্দ ভারতী মামলায় [১৯৭৩]
[C] মানেকা গান্ধি মামলায় [১৯৭৮]
[D] মিনার্ডা মিলস মামলায় [১৯৮০]
উত্তর:- [B] কেশবানন্দ ভারতী মামলায় [১৯৭৩]
75. ভারতে নতুন রাজ্যগঠনের ক্ষমতা রয়েছে শুধুমাত্র –
[A] লোকসভার
[B] শুধুমাত্র রাজ্যসভার
[C] পার্লামেন্টের
[D] রাষ্ট্রপতির
উত্তর:- [C] পার্লামেন্টের
76. যে -কোনো ধরনের জরুরি অবস্থার ঘোষণাকে অবশোনাকেওনুমোদিত হতে হয় –
[A] কেবল লোকসভায়
[B] কেবল রাজ্যসভায়
[C] লোকসভা, রাজ্যসভা ও বিধানসভায়
[D] লোকসভা ও রাজ্যসভায়
উত্তর:- [D] লোকসভা ও রাজ্যসভায়
77. ‘Hung Parliament ‘ বা ‘ত্রিশঙ্কু পার্লামেন্ট’ বলতে বোঝায় –
[A] সংসদে যখন শুধুমাত্র একটি দলের একক সংখ্যাগরিষ্ঠ থাকে
[B] সংসদে যখন একাধিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠন করে
[C] সংসদে যখন কোনো দলেরই সংখ্যা গরিষ্ঠতা থাকে না
[D] কোনোটিই নয়উত্তর:- [C] সংসদে যখন কোনো দলেরই সংখ্যা গরিষ্ঠতা থাকে না
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science SAQ Question and Answer |
1. রাজ্যসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর নূন্যতম বয়স কত হওয়া দরকার?
উত্তর:- 30 বছর।
2. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?
উত্তর:- উপরাষ্ট্রপতি।
3. রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা কত?
উত্তর:- 6 বছর।
4. 1রাজ্যসভায় কে অধিবেশন আহ্বান করেন?
উত্তর:- রাষ্ট্রপতি।
5. লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত?
উত্তর:- 552 জন।
6. রাষ্ট্রপতি লোকসভায় মনোনীত করেন কয়জন কে?
উত্তর:- দুইজন ইঙ্গ-ভারতীয় সদস্যকে।
7. লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর নূন্যতম বয়স হওয়া দরকার কত?
উত্তর:- 25 বছর।
8. লোক সভায় কে সভাপতিত্ব করেন?
উত্তর:- স্পিকার বা অধ্যক্ষ।
9. ভারতের লোকসভার অধ্যক্ষকে কারা নির্বাচন করেন?
উত্তর:- লোকসভার সদস্যরা।
10. লোকসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ কত বছর?
উত্তর:- 5 বছর।
11. লোকসভার প্রথম অধ্যক্ষ নিয়োগ হয় কত সালে?
উত্তর:- 1952 সালে।
12. লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ কত বছর?
উত্তর:- পাঁচ বছর।
13. অর্থবিল এর প্রশ্নের সার্টিফিকেট প্রদান করেন কে?
উত্তর:- স্পিকার।
14. 1লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর:- গণেশ বাসুদেব মাভলঙ্কার।
15. লোকসভার সচিবালয়ের প্রধান কে?
উত্তর:- স্পিকার।
16. রাজ্যসভা অর্থবিলকে আটকে রাখতে পারে কতদিন?
উত্তর:- 14 দিন।
17. লোকসভায় নির্ণয়ক ভোট প্রদান করেন কে?
উত্তর:- স্পিকার।
18. পশ্চিমবঙ্গের আইনসভা কিরূপ?
উত্তর:- এক কক্ষ বিশিষ্ট।
19. রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কী?
উত্তর:- বিধান পরিষদ।
20. বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?
উত্তর:- 6 বছর।
21. ভারতের কোন কোন রাজ্যের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে?
উত্তর:- বিহার ও মহারাষ্ট্র।
22. পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য কত?
উত্তর:- 294 জন।
23. বিধানসভার অধিবেশন হয় বছরে কয়বার?
উত্তর:- দুইবার।
24. 1পার্লামেন্টের ‘জিরো আওয়ার‘ বলতে কোন সময়কে বোঝায়?
উত্তর:- দুপুর 12 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত সময়কে।
25. একই দিনে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবে নাম থাকে কয়জনের?
উত্তর:- 5 জনের।
26. ছাঁটাই প্রস্তাব পেশ করা হয় কেন?
উত্তর:- আর্থিক দাবি বা চাহিদার পরিমাণ হ্রাস করার জন্য।
27. লোকসভায় মুলতবি প্রস্তাবের আলোচনা শুরু হয় কয়টা থেকে?
উত্তর:- বিকেল চারটে থেকে।
28. লোকসভার সদস্য হওয়ার জন্য নূন্যতম বয়স কত হওয়া দরকার?
উত্তর:- 25 বছর।
29. লোকসভা কিভাবে গঠিত হয়?
উত্তর:- ভারতের প্রতিটি অঙ্গ রাজ্য থেকে 530 জন সদস্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলি থেকে 13 জন নির্বাচিত প্রতিনিধি এবং রাষ্ট্রপতি মনোনীত দুইজন ইঙ্গ ভারতীয় সদস্যকে নিয়ে লোকসভা গঠিত হয়।
30. রাজ্যসভার সদস্য হওয়ার দুটি যোগ্যতা লেখো।
উত্তর:- [এক] প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। [দুই] কমপক্ষে 30 বছর বয়স হতে হবে।
31. ভারতের প্রধান কয়প্রকার বিলের অস্তিত্ব দেখা যায় এবং সেগুলো কি কি?
উত্তর:- দুই ধরনের- [এক] সরকারি বিল [দুই] বেসরকারি বিল। সরকারি বিল আবার তিনভগে বিভক্ত।যথা- [এক] অর্থবিল [দুই] অর্থসংক্রান্ত বিল এবং [তিন] সাধারণ বিল।
32. কোরাম কাকে বলে?
উত্তর:- সংসদের উভয় কক্ষের মোট সদস্যের এক-দশমাংশ সদস্য উপস্থিত থাকলে সভার কাজ অব্যাহত থাকে। লোকসভা ও রাজ্যসভার সদস্যদের উপস্থিত সংখ্যাকে কোরাম বলে।
33. অর্থবিল কাকে বলে?
উত্তর:- ভারতীয় সংবিধানের 110 নং ধারায় সাতটি বিষয়ের উল্লেখ করা হয়েছে ।যথা- কর গ্রহণ, পরিহার, পরিবর্তন ও নিয়ন্ত্রণ, ভারত সরকারের দ্বারা গৃহীত ঋণ প্রভৃতি বিষয় গুলির মধ্যে যেকোনো একটিকে নিয়ে আলোচনা করে যে বিল তাকে অর্থবিল বলে।
34. লোকসভার প্রাধান্য আছে এমন দুটি ক্ষেত্রের উল্লেখ করো।
উত্তর:- [1] অর্থবিল কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হতে পারে,[2] মন্ত্রিসভা কেবলমাত্র লোকসভার কাছে দায়িত্বশীল থাকে।
35. অনাস্থা প্রস্তাব কাকে বলে?
উত্তর:- মন্ত্রিসভা সাধারণত লোকসভার কাছে দায়িত্বশীল থাকে । কিন্তু লোকসভার সদস্যরা যদি মন্ত্রিসভার কাজে সন্তুষ্ট না হয়, তাহলে তারা লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে। এই অনাস্থা প্রস্তাব যদি সংখ্যাগরিষ্ঠ লোকসভার সদস্যদের দ্বারা গৃহীত হয় তাহলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়।
36. ক্ষমতা সংক্রান্ত বিষয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কয়টি তালিকা রয়েছে?
উত্তর:- তিনটি ।যথা-[1] কেন্দ্রীয় তালিকা [2] রাজ্য তালিকা [3] যুগ্ম তালিকা।
37. বাজেট কাকে বলে?
উত্তর:- প্রত্যেক আর্থিক বছরে সরকারের আয় ব্যয়ের হিসাব রাষ্ট্রপতি অর্থমন্ত্রীর মাধ্যমে পার্লামেন্টের উভয় কক্ষের বিবেচনার জন্য পেশ করেন। আয়-ব্যয়ের এই বার্ষিক বিবরণকে বাজেট বলা হয়।
38. মুলতবি প্রস্তাব কাকে বলে?
উত্তর:- নিয়মিত কাজকর্ম সাময়িকভাবে স্থগিত রেখে জনস্বার্থ বিষয়ক কোনো জরুরী আলোচনার প্রস্তাবকে মুলতবি প্রস্তাব বলে।
39. ত্রিশঙ্কু বিধানসভা বলতে কী বোঝো?
উত্তর:- নির্বাচনে যদি কোন দলেই রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে যে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয় তা পুরাণের ত্রিশঙ্কু মনির অবস্থার সঙ্গে তুলনা করা হয়। একেই ত্রিশঙ্কু বিধানসভা বলে।
40. গিলোটিন কী?
উত্তর:- কোনোরকম আলোচনা ছাড়াই ব্যয় বরাদ্দ বিষয়ক প্রস্তাব গুলিকে ভোট গ্রহণের জন্য পেশ করার প্রক্রিয়াকে বলা হয় গিলোটিন।
41. মুলতবি প্রস্তাব গৃহীত হওয়ার অর্থ কী?
উত্তর:- মুলতবি প্রস্তাব গৃহীত হওয়ার অর্থ হল সরকারকে নিন্দা করা।
42. দৃষ্টি আকর্ষণী প্রস্তাব কাকে বলে?
উত্তর:- যে পদ্ধতির মাধ্যমে জরুরী ও গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায়, তাকে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব বলে।
43. দৃষ্টি আকর্ষণের প্রস্তাব কার কাছে জমা দিতে হয়?
উত্তর:- আইনসভার সচিবের কাছে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব জমা দিতে হয়।
44. ভারতের কেন্দ্রীয় আইনসভা কে কী বলা হয়?
উত্তর:- পার্লামেন্ট।
45. ভারতের পার্লামেন্ট গঠিত হয় কী কী নিয়ে?
উত্তর:- রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা কে নিয়ে।
46. “পার্লামেন্ট হল খেলার বিষয়“- বক্তা কে?
উত্তর:- বেনিটো মুসোলিনি।
47. রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য কে মনোনীত করতে পারেন?
উত্তর:- 12জন।
48. ভারতীয় পার্লামেন্টের মোট কক্ষ কয়টি?
উত্তর:- 2 টি।
49. রাজ্যসভায় সর্বাধিক সদস্য কতজন থাকে?
উত্তর:- রাজ্যসভায় সর্বাধিক সদস্য কতজন থাকে 250 জন।
50. বর্তমানে রাজ্যসভার অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধির সংখ্যা কত?উত্তর:- 238 জন।
উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পূর্বের আন্তর্জাতিক সম্পর্ক (দ্বিতীয় অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ (পঞ্চম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পূর্বের আন্তর্জাতিক সম্পর্ক (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। | |
HS Bengali | Click Here |
HS English | Click Here |
HS Education | Click Here |
HS History | Click Here |
HS Geography | Click Here |
HS Philosophy | Click Here |
HS Sanskrit | Click Here |
HS Sociology | Click Here |
HS Political Science | Click Here |
HS Biology | Click Here |
HS Chemistry | Click Here |
HS Computer Science | Click Here |
HS Mathematics | Click Here |
HS Physics | Click Here |
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
একাদশ শ্রেণী | পড়ুন |
দ্বাদশ শ্রেণী | পড়ুন |
Dear student
“উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।
Higher Secondary Political science Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Political science Qustion and Answer Suggestion
” উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII | WB Class 12 | WBCHSE | Class 12 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha )
ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(HS Political science Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Political science Suggestion / HS Political science Question and Answer / Class 12 Political science Suggestion / Class 12 Pariksha Suggestion / HS Political science Exam Guide / HS Political science Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Political science Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer.
ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) HS Political science Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস
West Bengal Class 12 Political science Suggestion Download WBCHSE Class 12th Political science short question suggestion . HS Political science Suggestion download Class 12th Question Paper Political science. WB Class 12 Political science suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।