উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer | HS Class 12th Political science Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer | HS Class 12th Political science Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer | HS Class 12th Political science Question and Answer

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS Political science MCQ Question and Answer |

1. উপরাষ্ট্রপতির প্রধান কাজ হল –

[A] রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া,

[B] রাজ্যসভায় সভাপতিত্ব করা,

[C] প্রধানমন্ত্রীকে সাহায্য করা,

[D] লোকসভায় সভাপতিত্ব করা।

উত্তর:-  [B] রাজ্যসভায় সভাপতিত্ব করা

2. উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উত্থাপিত হয়–

[A] রাজ্য বিধানসভায়,

[B] বিধান পরিষদে,

[C] রাজ্যসভায়,

[D] লোকসভায়।

উত্তর:-  [C] রাজ্যসভায়

3. ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য নোটিশ দিতে হয় –

[A] 7 দিনের,

[B] 14 দিনের,

[C] 10 দিনের,

[D] এক মাসের।

উত্তর:-  [B]14 দিনের

4. কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা নিযুক্ত হন _______ এর দ্বারা। –

[A] রাষ্ট্রপতি,

[B] প্রধানমন্ত্রী,

[C] স্পিকার,

[D] মুখ্যমন্ত্রী। [HS:17]

উত্তর:-  [A] রাষ্ট্রপতি

5. কেন্দ্রীয় মন্ত্রীসভার নেতা হলেন –

[A] উপরাষ্ট্রপতি,

[B] প্রধানমন্ত্রী,

[C] রাষ্ট্রপতি,

[D] স্পিকার। [HS-18]

উত্তর:-  [B] প্রধানমন্ত্রী

6. ক্যাবিনেটে সভাপতিত্ব করেন—

[A] রাজ্যপাল,

[B] প্রধানমন্ত্রী,

[C] রাষ্ট্রপতি,

[D] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি।

উত্তর:-  [B] প্রধানমন্ত্রী

7. কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে—

[A] পার্লামেন্টের কাছে,

[B] রাষ্ট্রপতির কাছে,

[C] রাজ্যসভার কাছে,

[D] সুপ্রিমকোর্টের কাছে। [HS 04]

উত্তর:-  [A] পার্লামেন্টের কাছে

8. ভারতীয় সংসদীয় ব্যবস্থায় প্রকৃত শাসকগণ হলেন—

[A] রাষ্ট্রপতি,

[B] প্রধানমন্ত্রী,

[C] ক্যাবিনেট,

[D] প্রধানমন্ত্রীসহ ক্যাবিনেট।

উত্তর:-  [B] প্রধানমন্ত্রী

9. ‘MODERN DEMOCRACY’ গ্রন্থের লেখক –

[A] হ্যামিলটন,

[B] ডাইসি,

[C] লর্ড ব্রাইস,

[D] ব্ল্যাকস্টোন।

উত্তর:-  [C] লর্ড ব্রাইস

10. বর্তমান প্রধানমন্ত্রী ভারতের কততম প্রধানমন্ত্রী?

[A]12 তম,

[B]13 তম,

[C]14 তম,

[D]16 তম।

উত্তর:-  [D]16 তম।

11. ভারতে ‘তারকামণ্ডলীর মধ্যে বিরাজমান চন্দ্রকাকে বলা হয়?

[A] রাষ্ট্রপতিকে,

[B] উপরাষ্ট্রপতিকে,

[C] প্রধানমন্ত্রীকে,

[D] অধ্যক্ষকে।

উত্তর:-  [C] প্রধানমন্ত্রীকে

12. ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন –

[A] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি,

[B] লোকসভার স্পিকার,

[C] রাষ্ট্রপতি,

[D] উপরাষ্ট্রপতি। [HS-15,10, 08]

উত্তর:-  [C] রাষ্ট্রপতি

13. ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন—

[A] লালবাহাদুর শাস্ত্রী,

[B] চরণ সিং,

[C] রাজীব গান্ধি,

[D] জওহরলাল নেহরু।

উত্তর:-  [D] জওহরলাল নেহরু।

14. প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হল–

[A] 25 বছর,

[B] 30 বছর,

[C] 35 বছর,

[D] 40 বছর।

উত্তর:-   [A] 25 বছর

15. ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন—

[A] উপরাষ্ট্রপতি,

[B] প্রধানমন্ত্রী,

[C] লোকসভার অধ্যক্ষ,

[D] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি।

উত্তর:-  [B] প্রধানমন্ত্রী

16. ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন–

[A] অর্থমন্ত্রী,

[B] প্রধানমন্ত্রী,

[C] উপরাষ্ট্রপতি,

[D] রাষ্ট্রপতি।

উত্তর:-  [B] প্রধানমন্ত্রী

17. আন্তর্জাতিক ক্ষেত্রে সমগ্র ভারতের প্রতিনিধি হলেন–

[A] রাষ্ট্রপতি,

[B] প্রধানমন্ত্রী,

[C] বিদেশমন্ত্রী,

[D] বিদেশসচিব।

উত্তর:-  [A] রাষ্ট্রপতি

18. মন্ত্রীসভা ও রাষ্ট্রপতির মধ্যে প্রধান যোগসূত্র হলেন—

[A] রাজ্যপাল,

[B] স্বরাষ্ট্রমন্ত্রী,

[C] প্রধানমন্ত্রী,

[D] মুখ্যমন্ত্রী।

উত্তর:-  [C] প্রধানমন্ত্রী

19. মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন, পুনর্বণ্টনের দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে? –

[A] রাষ্ট্রপতি,

[B] উপরাষ্ট্রপতি,

[C] রাজ্যপাল,

[D] প্রধানমন্ত্রী।

উত্তর:-  [D] প্রধানমন্ত্রী

20. বাজেট পেশ করেন –

[A] রাষ্ট্রপতি,

[B] প্রধানমন্ত্রী,

[C] স্বরাষ্ট্রমন্ত্রী,

[D] অর্থমন্ত্রী।

উত্তর:-  [D] অর্থমন্ত্রী

21. রাজ্য প্রশাসনের শীর্ষে আছেন–

[A] রাজ্যপাল,

[B] মুখ্যমন্ত্রী,

[C] প্রধানমন্ত্রী,

[D] মুখ্যসচিব।

উত্তর:-  [A] রাজ্যপাল

22. রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি’ – বলেছেন—

[A] নেহরু

[B] পাইলি,

[C] সরোজিনী নাইডু,

[D] রবীন্দ্রনাথ ঠাকুর। [HS 20]

উত্তর:-  [C] সরোজিনী নাইডু

23. রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উল্লেখ আছে ভারতীয় সংবিধানের—

[A]161 [1] নং ধারায়

[B]162 [1] নং ধারায়

[C]163 [1] নং ধারায়

[D]167 [1] নং ধারায়।

উত্তর:-  [C]163 [1] নং ধারায়

24. স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন–

[A] রাষ্ট্রপতি,

[B] রাজ্যপাল,

[C] প্রধানমন্ত্রী,

[D] মুখ্যমন্ত্রী।

উত্তর:-  [B] রাজ্যপাল

25. কোন দুটি রাজ্যের জন্য একমাত্র একজন রাজ্যপাল রয়েছেন?

[A] ত্রিপুরা ও মণিপুর,

[B] অসম ও নাগাল্যান্ড,

[C] পাঞ্জাব ও হরিয়ানা,

[D] দিল্লি ও গোয়া।

উত্তর:-  [B] অসম ও নাগাল্যান্ড

26. রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান—

[A] মুখ্যমন্ত্রী,

[B] রাষ্ট্রপতি,

[C] হাইকোর্টের প্রধান বিচারপতি,

[D] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি।

উত্তর:-  [A] মুখ্যমন্ত্রী

27. ভারতের কোনো অঙ্গরাজ্যের প্রকৃত শাসক হলেন—

[A] রাজ্যপাল,

[B] মুখ্যমন্ত্রী,

[C] মুখ্যমন্ত্রীসহ ক্যাবিনেট,

[D] হাইকোর্টের প্রধান বিচারপতি।

উত্তর:-  [A] রাজ্যপাল

28. মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন

[A] রাজ্যপাল

[B] প্রধানমন্ত্রী,

[C] রাষ্ট্রপতি,

[D] বিধানসভার স্পিকার। [HS-04, 02]

উত্তর:-  [A] রাজ্যপাল

29. মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন

[A] প্রধানমন্ত্রীর কাছে

[B] রাষ্ট্রপতির কাছে,

[C] রাজ্যপালের কাছে,

[D] বিধানসভার কাছে।

উত্তর:-  [D] বিধানসভার কাছে

30. শাসন সংক্রান্ত যে কোনো বিষয়ে _______ অবহিত রাখা মুখ্যমন্ত্রীর কর্তব্য।

[A] রাষ্ট্রপতিকে,

[B] প্রধানমন্ত্রীকে,

[C] রাজ্যপালকে,

[D] উপরাষ্ট্রপতিকে।

উত্তর:-  [C] রাজ্যপালকে

31. রাজ্যের মন্ত্রীগণ নিযুক্ত হয়। –

[A] সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী কর্তৃক,

[B] সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল কর্তৃক,

[C] হাইকোর্টের প্রধান বিচারপতি কর্তৃক,

[D] জনগণ কর্তৃক। [HS-11]

উত্তর:-  [B] সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল কর্তৃক

32. রাজ্য জনকৃত্যক কমিশনের প্রধান _________। –

[A] সভাপতি,

[B] চেয়ারম্যান,

[C] স্পিকার,

[D] সভাধিপতি। [HS-10]

উত্তর:-  [B] চেয়ারম্যান

33. কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের নিয়োগ করেন –

[A] রাষ্ট্রপতি,

[B] রাজ্যপাল,

[C] প্রধানমন্ত্রী,

[D] মুখ্যমন্ত্রী।

উত্তর:-  [A] রাষ্ট্রপতি

34. ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন—

[A] রাষ্ট্রপতি,

[B] প্রধানমন্ত্রী,

[C] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি,

[D] উপরাষ্ট্রপতি। [HS-16]

উত্তর:-  [A] রাষ্ট্রপতি

35. রাজ্যপালকে “সোনার খাঁচায় বন্দি পাখি” বলেছেন –

[A] জওহরলাল নেহেরু

[B] রাজেন্দ্র প্রসাদ

[C] সরোজিনী নাইডু

[D] সুচেতা কৃপালিনী

উত্তর:-  [C] সরোজিনী নাইডু

36. INDIAN GOVERNMENT AND POLITICS গ্রন্থের প্রণেতা হলেন –

[A] রাজ্যপাল

[B] মুখ্যমন্ত্রী

[C] মুখ্যসচিব

[D] মন্ত্রী পরিষদ

উত্তর:-  [A] রাজ্যপাল

37. বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল কটি –

[A] ৬ টি

[B] ৭ টি

[C] ৮ টি

[D] ৯ টি

উত্তর:-  ৭ টি

38. সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারকদের ভারতে কে নিয়োগ করেন ?

[A] কেন্দ্রীয় আইনমন্ত্রী

[B] প্রধানমন্ত্রী

[C] রাষ্ট্রপতি

[D] উপরাষ্ট্রপতি

উত্তর:-  [C] রাষ্ট্রপতি

39. ভারতের প্রধনমন্ত্রীকে কে নিযুক্ত করেন ?

[A] রাষ্ট্রপতি

[B] উপরাষ্ট্রপতি

[C] লোকসভার স্পিকার

[D] রাজ্যপাল

উত্তর:-  [A] রাষ্ট্রপতি

40. ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন –

[A] ডঃ রাজেন্দ্র প্রসাদ

[B] ডঃ রাধাকৃষ্ণন

[C] এ.পি.জে আবদুল কালাম

[D] প্রতিভা দেবী সিং পাতিল

উত্তর:-  [A] ডঃ রাজেন্দ্র প্রসাদ

41. ভারতে এযাবৎ জাতীয় অবস্থা জারি হয়েছে –

[A] ৩ বার

[B] ৪ বার

[C] ৫ বার

[D] ৬ বার

উত্তর:-  [A] ৩ বার

42. ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে –

[A] ১ বার

[B] ২ বার

[C] ৩ বার

[D] একবারও নয়

উত্তর:-  [D] একবারও নয়

43. ভারতে রাষ্ট্রপতি পদের পদপর্থীর ন্যূনতম বয়স –

[A] ২৫ বছর

[B] ৩০ বছর

[C] ৩৫ বছর

[D] ৪০ বছর

উত্তর:-  [C] ৩৫ বছর

44. ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন –

[A] প্রধানমন্ত্রী

[B] মন্ত্রী পরিষদ

[C] উপরাষ্ট্রপতি

[D] সুপ্রিম কোর্ট

উত্তর:-  [A] প্রধানমন্ত্রী

45. ভারতের শাসক বিভাগের প্রকৃত শাসক হলেন –

[A] রাষ্ট্রপতি

[B] প্রধানমন্ত্রী

[C] উপরাষ্ট্রপতি

[D] রাজ্যপাল

উত্তর:-  [B] প্রধানমন্ত্রী

46. কোনো অঙ্গরাজ্যের নামসর্বস্ব শাসক হলেন –

[A] রাজ্যপাল

[B] মুখ্যমন্ত্রী

[C] স্পিকার

[D] মন্ত্রী পরিষদ

উত্তর:-  [A] রাজ্যপাল

47. অঙ্গরাজ্জের প্রকৃত শাসক হলেন –

[A] রাজ্যপাল

[B] মুখ্যমন্ত্রী

[C] হাইকোর্টের প্রধান বিচারপতি

[D] স্পিকার

উত্তর:-  [B] মুখ্যমন্ত্রী

48. ভারতের রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ হলো –

[A] ৪ বছর

[B] ৫ বছর

[C] ৬ বছর

[D] ৮ বছর

উত্তর:-  [B] ৫ বছর

49. ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্ত্ব রয়েছে –

[A] প্রধানমন্ত্রীর হাতে

[B] স্পিকারের হাতে

[C] রাষ্ট্রপতির হতে

[D] অর্থমন্ত্রীর হাতে

উত্তর:-  [C] রাষ্ট্রপতির হতে

50. রাজসভায় যে সভাপতিত্ব করেন

[A] রাষ্ট্রপতি

[B] উপরাষ্ট্রপতি

[C] স্পিকার

[D] প্রধানমন্ত্রী

উত্তর:-  [B] উপিরাষ্ট্রপতি

51ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে ?

[A] রাষ্ট্রপতি

[B] প্রধানমন্ত্রী

[C] প্রতিরক্ষা মন্ত্রী

[D] স্থল বাহিনী প্রধান

উত্তর:-  [A] রাষ্ট্রপতি

52. ভারতে পরিকল্পনা কমিশনের সভাপতি কে ?

[A] রাষ্ট্রপতি

[B] উপিরাষ্ট্রপতি

[C] কেন্দ্রীয় মন্ত্রী

[D] প্রধানমন্ত্রী

উত্তর:-  [D] প্রধানমন্ত্রী

53. ভারতের সংসদের অধিবেশন আহ্বান বা স্থগিত রাখতে পারেন –

[A] রাষ্ট্রপতি

[B] প্রধানমন্ত্রী

[C] কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী

[D] লোকসভার অধ্যক্ষ

উত্তর:-  [A] রাষ্ট্রপতি

54. অর্থবিল প্রশ্নে সার্টিফিকেট প্রদান করেন –

[A] স্পিকার

[B] প্রধানমন্ত্রী

[C] অর্থমন্ত্রী

[D] রাষ্ট্রপতি

উত্তর:-  [A] স্পিকার

55. UPSC সংসদের কার্যকালের মেয়াদ –

[A] ৫ বছর

[B] ৬ বছর

[C] ৭ বছর

[D] ৮ বছর

উত্তর:-  [B] ৬ বছর

56. রাজ্যপালের প্রধান পরামর্শদাতা –

[A] মুখ্যমন্ত্রী

[B] রাষ্ট্রপতি

[C] প্রধানমন্ত্রী

[D] পুলিশমন্ত্রী

উত্তর:-  [A] মুখ্যমন্ত্রী

57. রাজ্যপালকে নিয়োগ করেন

[A] প্রধানমন্ত্রী

[B] মুখ্যমন্ত্রী

[C] রাষ্ট্রপতি

[D] উপরাষ্ট্রপতি

উত্তর:-  [C] রাষ্ট্রপতি

58. ভারতের শাসনব্যবস্থার শীর্ষে আছেন–

[A] রাজ্যপাল,

[B] রাষ্ট্রপতি,

[C] প্রধানমন্ত্রী,

[D] সেনাপ্রধান।

উত্তর:-  [B] রাষ্ট্রপতি

59. ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন–

[A] রাষ্ট্রপতি,

[B] প্রধানমন্ত্রী,

[C] স্পিকার,

[D] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি।

উত্তর:-  [A] রাষ্ট্রপতি

60. ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন—

[A] রাষ্ট্রপতি,

[B] প্রধানমন্ত্রী,

[C] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি,

[D] অ্যাটর্নি জেনারেল। [HS-11]

উত্তর:-  [B] প্রধানমন্ত্রী

61. যে ধারায় রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীয় শাসন বিভাগের সব ক্ষমতা থাকে, তা হল—

[A] 51 নং ধারা,

[B] 53 নং ধারা,

[C] 54 নং ধারা,

[D] 55 নং ধারা।

উত্তর:-  [B] 53 নং ধারা,

62. রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হল –

[A] 25 বছর,

[B] 35 বছর,

[C] 30 বছর,

[D] 50 বছর।

উত্তর:-  [B] 35 বছর

63. ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন—

[A] ড. রাজেন্দ্র প্রসাদ,

[B] ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ,

[C] ড. জাকির হোসেন,

[D] কেউই নয়। [HS-19]

উত্তর:-  [A] ড. রাজেন্দ্র প্রসাদ

64. ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন—

[A] ড. রাজেন্দ্র প্রসাদ,

[B] মহঃ হামিদ আনসারি,

[C] রামনাথ কোবিন্দ,

[D] সুমিত্রা মহাজন।

উত্তর:-  [C] রামনাথ কোবিন্দ,

65. রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ-

[A] 5 বছর,

[B] 2 বছর,

[C] 3 বছর,

[D] 6 বছর। [HS-11, 09]

উত্তর:-  [A] 5 বছর

66. রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা পদ্ধতিকে বলা হয়—

[A] ইমপিচমেন্ট,

[B] ভিটো,

[C] কোটা,

[D] কোরাম।

উত্তর:-  [C] কোটা

67. ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্টের _________ সদস্যরা অংশ নিয়ে থাকেন।

[A] মনোনীত,

[B] নির্বাচিত,

[C] নির্বাচিত ও মনোনীত,

[D] নির্বাচিত, মনোনীত ও প্রাক্তন।

উত্তর:-  [B] নির্বাচিত

68. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন –

[A] ভোটদাতাদের দ্বারা প্রত্যক্ষভাবে,

[B] কেবল লোকসভার সদস্যদের দ্বারা,

[C] লোকসহ ও রাজ্যসভার সদস্যদের দ্বারা,

[D] একক-হস্তাস্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মানুযায়ী গোপন ভোটের মাধ্যমে একটি নির্বাচক সংস্থার দ্বারা।

উত্তর:-  [D] একক-হস্তাস্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মানুযায়ী গোপন ভোটের মাধ্যমে একটি নির্বাচক সংস্থার দ্বারা।

69. ভারতের ________ রাষ্ট্রপতিকে পরোক্ষভাবে নির্বাচন করেন।

[A] জনগণ,

[B] প্রধানমন্ত্রী,

[C] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি,

[D] লোকসভার স্পিকার। [HS-10]

উত্তর:-  [A] জনগণ

70. ইমপিচমেন্ট পদ্ধতির উল্লেখ আছে সংবিধানের—

[A] 42 নং ধারায়,

[B] 45 নং ধারায়,

[C] 57 নং ধারায়,

[D] 61 নং ধারায়।

উত্তর:-  [D] 61 নং ধারায়।

71. ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটি যে দেশের সংবিধান থেকে গৃহীত, তা হল –

[A] আয়ারল্যান্ড,

[B] ব্রিটেন,

[C] জার্মানি,

[D] কানাডা।

উত্তর:-  [A] আয়ারল্যান্ড

72. ভারতের রাষ্ট্রপতি সংবিধানের _________ নং ধারা অনুসারে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।

[A] 352,

[B] 356,

[C] 360,

[D] কোনোটিই নয়।

উত্তর:-  [C] 360

73. জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন–

[A] প্রধানমন্ত্রী,

[B] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি,

[C] রাজ্যপাল,

[D] রাষ্ট্রপতি।

উত্তর:-  [D] রাষ্ট্রপতি

74. ভারতের রাষ্ট্রপতি __________ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন। –

[A] এক,

[B] দুই

[C] তিন,

[D] চার। [HS-16]

উত্তর:-  [C] তিন,

75. ভারতে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি লিপিবদ্ধ আছে –

[A] 352-360 নং ধারায়,

[B] 350-353 নং ধারায়

[C] 300-303 নং ধারায়

[D] 354-357 নং ধারায়।

উত্তর:-  [A] 352-360 নং ধারায়

76. ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন

[A] 350

[B] 352,

[C] 356,

[D] 360 নং ধারা অনুসারে।

উত্তর:-  [B] 352

77. ভারতের রাষ্ট্রপতি কত ধরনের ভিটো প্রয়োগ করেন? –

[A] 2 ধরনের,

[B] 3 ধরনের,

[C] 4 ধরনের,

[D] 6 ধরনের।

উত্তর:-  [B] 3 ধরনের

78. ভারতবর্ষে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? –

[A] জাতীয় জরুরি অবস্থা,

[B] রাজ্যসমূহে অচলাবস্থাজনিত জরুরি অবস্থা,

[C] আর্থিক সংকটাবস্থাজনিত জরুরি অবস্থা,

[D] অধ্যাদেশ। [HS-20]

উত্তর:-  [C] আর্থিক সংকটাবস্থাজনিত জরুরি অবস্থা

79. কার স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না?

[A] রাষ্ট্রপতির,

[B] প্রধানমন্ত্রীর,

[C] স্পিকারের,

[D] উপরাষ্ট্রপতির।

উত্তর:-  [A] রাষ্ট্রপতির

80. ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হলেন –

[A] প্রধানমন্ত্রী,

[B] রাষ্ট্রপতি,

[C] জাতীয় প্রতিরক্ষা কমিটি,

[D] লোকসভার বিরোধী দলের নেতা।

উত্তর:-  [B] রাষ্ট্রপতি

81. ‘ব্রিটিশ সংবিধানের রাজা যেরূপ পদমর্যাদা ভোগ করেন, আমাদের রাষ্ট্রপতিও অনুরূপ পদমর্যাদাসম্পন্নএকথা বলেছেন –

[A] আম্বেদকর,

[B] নেহরু,

[C] রাজেন্দ্র প্রসাদ,

[D] শ্রীনিবাস আয়েঙ্গার।

উত্তর:-  [A] আম্বেদকর

82. রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার হয়ে কাজ করেন –

[A] প্রধানমন্ত্রী,

[B] উপরাষ্ট্রপতি

[C] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি,

[D] স্পিকার। [HS 08]

উত্তর:-  [B] উপরাষ্ট্রপতি

83. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন—

[A] ড. রাজেন্দ্র প্রসাদ,

[B] ড. সর্বপল্লী রাধাকৃয়াণ,

[C] ড. জাকির হোসেন,

[D] রামনাথ কোবিন্দ। [HS-18]উত্তর:-  [B] ড. সর্বপল্লী রাধাকৃয়াণ

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science SAQ Question and Answer |

1. রাষ্ট্রপতি কাদের পদচ্যুত করতে পারেন?

উত্তর:-  রাষ্ট্রপতি নিয়োগ সংক্রান্ত ক্ষমতা ভোগ করার সাথে সাথে পদচ্যুত সংক্রান্তও ক্ষমতা ভোগ করে থাকেন। যেমন অ্যাটর্নি জেনারেল, পিএসসির সদস্য এবং পার্লামেন্টের প্রস্তাব অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারককে পদচ্যুত করতে পারেন।

2. রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কাকে বলে?

উত্তর:-  রাজ্য বিধানসভায় গৃহীত কোনো বিল রাষ্ট্রপতির বিবেচনার্থে রাজ্যপাল প্রেরণ করলেন রাষ্ট্রপতি সেই বিলকে সম্মতি দিতে অস্বীকার করলে, তাকে ভেটো ক্ষমতা বলা হয়।

3. রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কত প্রকার ও কী  কী?

উত্তর:-  রাষ্টপতির হাতে তিন ধরনের ভেটো ক্ষমতা রয়েছে।যথা- [1] চরম ভেটো। [2] স্থগিতকারী ভেটো [3] পকেট ভেটো।

4. পকেট ভেটো ক্ষমতা কী?

উত্তর:-  যে সব বিলে রাষ্ট্রপতি সম্মতি না দিয়ে অথবা পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত না পাঠিয়ে অনির্দিষ্টকালের জন্য বিলটিকে আটকে রাখেন, তাকে রাস্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলে ।

5. রাষ্ট্রপতি কী  কী জরুরি অবস্থা ঘোষণা করেন?

উত্তর:-  ভারতের রাষ্ট্রপতি তিন ধরনের জরুরি অবস্থা ঘোষণা করেন।যথা- [1] জাতীয় জরুরি অবস্থা [2] রাজ্যসমূহের সাংবিধানিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা [3] আর্থিক জরুরি অবস্থা।

6. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কাকে বলে?

উত্তর:-  রাজা বা রানী আইনগতভাবে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও বাস্তবে জনগণই সেখানে প্রকৃত শাসক, তাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলে।

7. ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন?

উত্তর:-  পার্লামেন্টের রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সংস্থার দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।

8. ভারতের প্রধানমন্ত্রীর যেকোনো দুটি ক্ষমতা উল্লেখ করো।

উত্তর:-  ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা হলো- [I] ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করা, [II] রাষ্ট্রপতির সঙ্গে সরকারের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সংযোগকারীর ভূমিকা পালন করেন।

9. ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর:-  ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল।

10. ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়?

উত্তর:-  ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতিকে বলা হয়।

11. ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?

উত্তর:-  ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে  ভোটার দ্বারা এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হন।

12. ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচুত্য হন?

উত্তর:-  ভারতের রাষ্ট্রপতি ইম্পিচমেন্ট পদ্ধতিতে পদচুত্য হন।

13. রাজ্যসভার চেয়ারম্যান পদটির দায়িত্ব কে পালন করেন?

উত্তর:-  উপ-রাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান পদটির দায়িত্ব পালন করেন।

14. ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় কয় ধরনের মন্ত্রী রয়েছে ও কী কী?

উত্তর:-   ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিন ধরনের মন্ত্রী রয়েছে। যথা – [১] ক্যাবিনেট [২] রাষ্ট্রমন্ত্রী [৩] উপমন্ত্রী।

15. ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?

উত্তর:-  ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন।

16. ‘সম্মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য’ বলে কাকে অভিহিত করা হয়েছে?

উত্তর:-  ‘সম্মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য’ বলে প্রধানমন্ত্রী অভিহিত করা হয়েছে।

17. রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান কে?

উত্তর:-  সংশ্লিষ্ঠ রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান।

18. রাজ্যপালের “স্বেচ্ছাধীন ক্ষমতা” বলতে কি বোঝো?

উত্তর:-  রাজ্যপালের “স্বেচ্ছাধীন ক্ষমতা” বলতে এমন এক  ক্ষমতাকে বোঝায়, যা প্রয়োগ করার জন্য তিনি মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করতে বাধ্য নন এবং যে ক্ষমতা প্রয়োগের বৈধতা নিয়েও কোনো প্রশ্ন তোলা যায় না।

19. ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?

উত্তর:-  ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন সংশ্লিষ্ঠ রাজ্যের রাজ্যপাল।

20. ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে কে আছেন?

উত্তর:-  রাষ্ট্রপতি।

21. ভারতের নিয়মতান্ত্রিক শাসক কে?

উত্তর:-  রাষ্ট্রপতি।

22. রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর?

উত্তর:-   পাঁচ বছর।

23. রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা পদ্ধতি কে কী বলা হয়?

উত্তর:-  কোটা।

24. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা?

উত্তর:-  একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে একটি নির্বাচক সংস্থার দ্বারা।

25. ভারতের রাষ্ট্রপতি সংবিধানের কত নং ধারা অনুসারে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?

উত্তর:-  360 নং।

26. জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কে?

উত্তর:-  রাষ্ট্রপতি।

27. ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন?

উত্তর:-  তিন ধরনের।

28. ভারতের রাষ্ট্রপতি কত ধরনের ভিটো প্রয়োগ করতে পারেন?

উত্তর:-  তিন ধরনের।

29. কার স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না ?

উত্তর:-   রাষ্ট্রপতি।

30. ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্টের কোন সদস্যরা অংশ নিয়ে থাকেন?

উত্তর:-  নির্বাচিত।

31. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর:-   ডঃ রাজেন্দ্র প্রসাদ।

32. ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কাকে বলা হয়?

উত্তর:-  রাষ্ট্রপতিকে।

33. “ব্রিটিশ সংবিধানের রাজা যেরূপ পদমর্যাদা ভোগ করেন আমাদের রাষ্ট্রপতিও অনুরূপ পদমর্যাদা সম্পন্ন“- এ কথা কে বলেছেন?

উত্তর:-  আম্বেদকর।

34. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?

উত্তর:-  উপরাষ্ট্রপতি।

35. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর:-  ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।

36. ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য কত দিন আগে নোটিশ দিতে হয়?

উত্তর:-14 দিন।

37. কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য নিযুক্ত হন কার দ্বারা?

উত্তর:-  রাষ্ট্রপতি।

38. ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন?

উত্তর:-  রাষ্ট্রপতি।

39. প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম কত বয়স দরকার ?

উত্তর:-   25 বছর।

40. ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে?

উত্তর:-  প্রধানমন্ত্রী।

41. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর:-  জওহরলাল নেহেরু।

42. মন্ত্রীদের দপ্তর বন্টন ও পুনর্গঠন এর দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে?

উত্তর:-  প্রধানমন্ত্রী ।

43. বাজেট কে পেশ করেন?

উত্তর:-  অর্থমন্ত্রী।

44. রাজ্যপালকেসোনার খাঁচায় বন্দি পাখি“- কে বলেছেন?

উত্তর:-  সরোজিনী নাইডু।

45. রাজ্যপাল কে শপথ বাক্য কে পাঠ করান?

উত্তর:-  হাইকোর্টের প্রধান বিচারপতি।

46. মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?

উত্তর:-  রাজ্যপাল।

47. ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন?

উত্তর:-   রাষ্ট্রপতি।

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান, সপ্তম অধ্যায়ঃ ‘ভারতের শাসন বিভাগ’- থেকে ছোটো প্রশ্নউত্তর:-  PDF সহ

48. ভারতের শাসন বিভাগ একক পরিচালক না বহু পরিচালক?

উত্তর:-  ভারতের শাসন বিভাগ বহু পরিচালক বিশিষ্ট।

49. ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়?

উত্তর:-  ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে।

50. ভারতের নামসর্বস্ব শাসক কাকে বলা হয়?

উত্তর:-   রাষ্ট্রপতিকে ভারতের নামসর্বস্ব শাসক বলা হয়। কারণ প্রকৃত শাসন কর্য পরিচালনা করেন প্রধানমন্ত্রী।

51. ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?

উত্তর:-  ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব নীতির ভিত্তিতে গোপন ভোটের দ্বারা এক নির্বাচক সংস্থার দ্বারা পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হন।

52. কোটা কী?

উত্তর:-   রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য সকল প্রার্থীর প্রথম পছন্দের ভোট সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে, ভাগফলের সঙ্গে1 যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে, তাকে কোটা বলা হয়।

53. ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে অপসারণ করা যায়?

উত্তর:-   সংবিধানের 61 নং ধারা অনুসারে সংবিধান ভঙ্গের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়।

54. ইমপিচমেন্ট পদ্ধতি কী?

উত্তর:-  সংবিধান ভঙ্গের অপরাধে ভারতীয় সংবিধানের 61 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিকে ইমপিচমেন্ট বলা হয়।

উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পূর্বের আন্তর্জাতিক সম্পর্ক (দ্বিতীয় অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ (পঞ্চম অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পূর্বের আন্তর্জাতিক সম্পর্ক (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) Mock Test – Click Here 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS HistoryClick Here
HS GeographyClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary Political science Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Political science Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান –  ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(HS Political science Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Political science Suggestion  / HS Political science Question and Answer  / Class 12 Political science Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Political science Exam Guide  / HS Political science Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Political science Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) HS Political science Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর  – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  Political science Suggestion  Download WBCHSE Class 12th Political science short question suggestion  . HS Political science Suggestion   download Class 12th Question Paper  Political science. WB Class 12  Political science suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad