HS History Question : সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Class 12th History Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক ইতিহাস – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer | HS Class 12th History Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক ইতিহাস – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer | HS Class 12th History Question and Answer

উচ্চমাধ্যমিক ইতিহাস – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS History MCQ Question and Answer |

1. বিধবা বিবাহ আইন পাস হয় –

[A] ১৮২৯ খ্রিঃ

[B] ১৮৩৬ খ্রিঃ

[C] ১৮৫৬ খ্রিঃ

[D] ১৮৬০ খ্রিঃ

উত্তর:- [C] ১৮৫৬ খ্রিঃ

2. মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় —

[A] ১৯০০ খ্রিঃ

[B] ১৯০৬ খ্রিঃ

[C] ১৯০৭ খ্রিঃ

[D] ১৯০৯ খ্রিঃ

উত্তর:- [B] ১৯০৬ খ্রিঃ

3. গুলামগিরি ’ গ্রন্থটি রচনা করেন—

[A] স্বামী দয়ানন্দ সরস্বতী

[B] জ্যোতিবা ফুলে

[C] স্বামী বিবেকানন্দ

[D] রামমােহন রায়

উত্তর:- [B] জ্যোতিবা ফুলে

4. অশনি সংকেত ’ উপন্যাসটির রচয়িতা হলেন–

[A] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

[B] শরৎচন্দ্র বােস

[C] রবীন্দ্রনাথ ঠাকুর

[D] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর:- [A] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

5. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে যিনি জড়িত –

[A] মতিলাল নেহরু

[B] জওহরলাল নেহরু

[C] বিবেকানন্দ

[D] মদনমােহন মালব্য

উত্তর:- [D] মদনমােহন মালব্য

6. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়

[A] ১৮৫৭ খ্রিঃ

[B] ১৮৭৫ খ্রিঃ

[C] ১৮৮৫ খ্রিঃ

[D] ১৯০০ খ্রিঃ

উত্তর:- [A] ১৮৫৭ খ্রিঃ

7. সত্যশােধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন —

[A] স্বামী বিবেকানন্দ

[B] জ্যোতিবা ফুলে

[C] জওহর লাল নেহরু

[D] রামমােহন রায়

উত্তর:- [B] জ্যোতিবা ফুলে

8. বাংলাভাষায় প্রথম সংবাদপত্র হল—

[A] সমাচার সংবাদ

[B] সমাচার দর্পণ

[C] সংবাদ কৌমুদি

[D] বেঙ্গল গেজেট

উত্তর:- [B] সমাচার দর্পণ

9. ফল অফ দ্যা মােগল এম্পায়ার ’ গ্রন্থটির রচয়িতা –

[A] রমেশচন্দ্র মজুমদার

[B] যদুনাথ সরকার

[C] দাদাভাই নৌরজি

[D] বিপানচন্দ্র

উত্তর:- [B] যদুনাথ সরকার

10. সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় –

[A] ১৮২৯ খ্রিঃ

[B] ১৮৩৬ খ্রিঃ

[C] ১৮৫৭ খ্রিঃ

[D] ১৮৬০ খ্রিঃ

উত্তর:- [A] ১৮২৯ খ্রিঃ

11. তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন –

[A] রামমােহন রায়

[B] স্বামী বিবেকানন্দ

[C] বিদ্যাসাগর

[D] দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- [D] দেবেন্দ্রনাথ ঠাকুর

12. আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন –

[A] রামমােহন রায়

[B] বিদ্যাসাগর

[C] দেবেন্দ্রনাথ ঠাকুর

[D] স্বামী দয়ানন্দ সরস্বতী

উত্তর:- [A] রামমােহন রায়

13. বর্তমান ভারতগ্রন্থের রচয়িতা —

[A] স্বামী বিবেকানন্দ

[B] জ্যোতিবা ফুলে

[C] জওহর লাল নেহরু

[D] রামমােহন রায়

উত্তর:- [A] স্বামী বিবেকানন্দ

14. আর্যসমাজ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত

[A] স্বামী দয়ানন্দ সরস্বতী

[B] জ্যোতিবা ফুলে

[C] স্বামী বিবেকানন্দ

[D] রামমােহন রায়

উত্তর:- [A] স্বামী দয়ানন্দ সরস্বতী

15. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে যিনি পরিচিত–

[A] স্বামী দয়ানন্দ সরস্বতী

[B] বীরসালিঙ্গম

[C] জ্যোতিব ফুলে

[D] মদনমোহন মালব্য

উত্তর:- [B] বীরসালিঙ্গম

16. হিন্দু কলেজের বর্তমান নাম —

[A] ডেভিড হেয়ার কলেজ

[B] প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

[C] যাদবপুর বিশ্ববিদ্যালয়

[D] কলকাতা বিশ্ববিদ্যালয়

উত্তর:- [B] প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

17. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –

[A] ১৮১৩ খ্রিঃ

[B] ১৮১৫ খ্রিঃ

[C] ১৮১৭ খ্রিঃ

[D] ১৮২৪ খ্রিঃ

উত্তর:- [C] ১৮১৭ খ্রিঃ

18. ভাইকম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন –

[A] বিরসালিঙ্গম

[B] নারায়ণ গুরু

[C] দয়ানন্দ সরস্বতী

[D] জ্যোতিবা ফুলে

উত্তর:- [B] নারায়ণ গুরু

19. শ্রীরামপুর ত্রয়ী নামে যারা পরিচিত –

[A] কেরি,মেকলে,বেন্টিং

[B] হেয়ার,ডাফ,কেরি

[C] কেরি,মার্শম্যান,ওয়ার্ড

[D] ডাফ,মার্শম্যান,ওয়ার্ড

উত্তর:- [C] কেরি,মার্শম্যান,ওয়ার্ড

20. কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে যিনি আন্দোলন শুরু করেছিলেন—

[A] নারায়ণ গুরু

[B] বি . আর . আম্বেদকর

[C] মহাত্মা গান্ধি

[D] বিরসালিঙ্গম

উত্তর:- [B] বি . আর . আম্বেদকর

21. সত্যার্থপ্রকাশ’এর রচয়িতা হলেন —

[A] বিরসালিঙ্গম

[B] নারায়ণ গুরু

[C] দয়ানন্দ সরস্বতী

[D] জ্যোতিবা ফুলে

উত্তর:- [C] দয়ানন্দ সরস্বতী

22. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় –

[A] ১৭৮১ খ্রিঃ

[B] ১৭৮৬ খ্রিঃ

[C] ১৭৯৫ খ্রিঃ

[D] ১৮০০ খ্রিঃ

উত্তর:- [A] ১৭৮১ খ্রিঃ

23. ১৯৩২ খ্রিঃ যাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল

[A] আরউইন-গান্ধিজি .

[B] গান্ধিজি-আম্বেদকর

[C] আম্বেদকর-আরউইন

[D] আম্বেদকর-নেহরু

উত্তর:- [B] গান্ধিজি-আম্বেদকর

24. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি যিনি ঘােষণা করেছিলেন—

[A] রামসে ম্যাকডােনাল্ড

[B] লর্ড আরউইন

[C] লর্ড ডালহৌসি

[D] আম্বেদকনেহরু

উত্তর:- [A] রামসে ম্যাকডােনাল্ড

25. ‘ SUBALTERN ’ বা নিম্নবর্গ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন —

[A] জন পিয়ার সন

[B] রণজিৎ গুহ

[C] গ্রামোসি

[D] ফুকো

উত্তর:- [B] রণজিৎ গুহ

26. কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় —

[A] ১৮৩০ খ্রিঃ

[B] ১৮৫৭ খ্রিঃ

[C] ১৮১৭ খ্রিঃ

[D] ১৮৩৫ খ্রিঃ

উত্তর:- [D] ১৮৩৫ খ্রিঃ

27. চুইয়ে পড়া নীতি – এর প্রবর্তক হলেন-

[A] মেকলে ।

[B] উইলিয়ম বেন্টিঙ্ক

[C] রামমোহন রায়

[D] ডেভিড হেয়ার

উত্তর:- [A] মেকলে ।

28 . , ‘ তুহাফাত – উল – মুহাদ্দেদিন ‘ – এর প্রণেতা –

[A] বিরসা লিঙ্গম পালু

[B] সৈয়দ আহমেদ খান

[C] মহাদেব গােবিন্দ রানাডে

[D] রামমােহন রায়

উত্তর:- [D] রামমােহন রায়

29. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় –

[A] 1787 খ্রিঃ

[B] 1800 খ্রিঃ

[C] 1849 খ্রিঃ

[D] 1859 খ্রিঃ

উত্তর:- [B] 1800 খ্রিঃ

30. কে কেশবচন্দ্র কে ব্রহ্মানন্দ ’ উপাধি দেন –

[A] রামমােহন রায়

[B] দেবেন্দ্রনাথ ঠাকুর

[C] শিবনাথ শাস্ত্রী

[D] রামকুমার বিদ্যারত্ন

উত্তর:- [B] দেবেন্দ্রনাথ ঠাকুর

31. শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন—

[A] লালা লাজপত রায়

[B] বালগঙ্গাধর তিলক

[C] স্বামী দয়ানন্দ সরস্বতী

[D] কেশবচন্দ্র সেন

উত্তর:- [C] স্বামী দয়ানন্দ সরস্বতী

32. কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় —

[A] কার্টিয়ার

[B] কর্নওয়ালিস

[C] ক্লাইভ

[D] ওয়ারেন হেস্টিংস

উত্তর:- [D] ওয়ারেন হেস্টিংস

33. জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট এর বর্তমান নাম কী ?

[A] প্রেসিডেন্সি কলেজ

[B] লরেটো কলেজ 

[C] লেডি ব্রেবাের্ন কলেজ

[D] স্কটিশ চার্চ কলেজ

উত্তর:- [D] স্কটিশ চার্চ কলেজ

34. আত্মীয় সভা ’ প্রতিষ্ঠিত হয় –

[A] 1873 খ্রিঃ

[B] 1815 খ্রিঃ

[C] 1828 খ্রিঃ

[D] 1833 খ্রিঃ

উত্তর:- [B] 1815 খ্রিঃ

35. মেট্রোপলিটন ইনস্টিটিউট বর্তমান কোন কলেজ নামে  পরিচিত —

[A] বিদ্যাসাগর কলেজ

[B] সিটি কলেজ

[C] প্রেসিডেন্সি কলেজ

[D] স্কটিশ চার্চ কলেজ

উত্তর:- [A] বিদ্যাসাগর কলেজ

36. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি —

[A] গিরনি কামগড় ইউনিয়ন

[B] এ আই টি ইউ সি

[C] আই টি ইউ এফ

[D] মাদ্রাজ লেবার ইউনিয়ন

উত্তর:- [D] মাদ্রাজ লেবার ইউনিয়ন

37. গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত –

[A] হরিজন

[B] কুনবি

[C] পতিদার

[D] বর্গাদার

উত্তর:- [B] কুনবি

38. সংস্কারের দাবিতে চিন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন—

[A] সান – উয়ান – পেই

[B] কোয়াংসু

[C] কাং ইউ ওয়ে

[D] চেন তু সিউ

উত্তর:- [C] কাং ইউ ওয়ে

39. চিনে ৪ ঠা মে আন্দোলনের নিরিখে ‘ জিউগুয়াে ’ স্লোগান এর অর্থ ছিল –

[A] বিদেশি দুর হটো

[B] চিন দেশকে রক্ষা করাে

[C] আমরা বৌদ্ধিক সংস্কার চাই

[D] চিন কেবল চিনাদের জন্য

উত্তর:- [B] চিন দেশকে রক্ষা করাে

40. ভারতীয় নবজাগরণের অগ্রদূত ’ ছিলেন –

[A] আলেকজান্ডার ডাফ

[B] কোলব্রুক

[C] রাজা রামমােহন রায়

[D] মেকলে

উত্তর:- [C] রাজা রামমােহন রায়

41. চিনের ওপর 21 দফা দাবি আরােপ করেছিল- 

[A] আমেরিকা

[B] জাপান

[C] রাশিয়া ।

[D] ইংল্যান্ড

উত্তর:- [B] জাপান

42. রামমােহন রায়কে ‘ রাজা ’ উপাধিতে ভূষিত করেছিলেন—

[A] লর্ড মিন্টো ।

[B] সম্রাট বাহাদুর শাহ ।

[C] মােগল সম্রাট দ্বিতীয় আকবর

[D] রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- [C] মােগল সম্রাট দ্বিতীয় আকবর

43. ভারতে পাশ্চাত্য শিক্ষার ‘ ম্যাগনাকার্টা ’ বলা হয়—

[A] উডের ডেসপ্যাচকে

[B] মেকলে মিনিটসকে

[C] হান্টার কমিশনকে

[D] চাটার আইন কে

উত্তর:- [A] উডের ডেসপ্যাচকে

44. হিন্দু পাইওনিয়ার ’ পত্রিকাটি প্রকাশ করেন—

[A] নব্য বঙ্গ

[B] প্রার্থনা সমাজ

[C] আর্য সমাজ

[D] ব্রাহ্মসমাজ

উত্তর:- [A] নব্য বঙ্গ

45. সিং-চুং -হুই এর প্রবর্তক ছিলেন –

[A] সান ইয়াৎ সেন

[B] চিয়াং কাইশেক

[C] চৌ এন লাই

[D] মাও জে দং

উত্তর:- [A] সান ইয়াৎ সেন

46. কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ?

[A] ক্লাইভ

[B] কাটিয়ার

[C] ওয়ারেন হেস্টিংস

[D] কর্নওয়ালিশ

উত্তর:- [C] ওয়ারেন হেস্টিংস

47. সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন জারি করেন।

[A] ওয়ারেন হেস্টিংস

[B] লর্ড বেন্টিঙ্ক

[C] লর্ড ওয়েলেসলি

[D] লর্ড রিপন

উত্তর:- [B] লর্ড বেন্টিঙ্ক

48. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন—

[A] লর্ড বেন্টিঙ্ক

[B] লর্ড রিপন

[C] লর্ড লিটন

[D] লর্ড নর্থব্রুক

 উত্তর:- [D] লর্ড নর্থব্রুক

49. ইলবার্ট বিলের সঙ্গে কোন শাসকের নাম জড়িত?

[A] লর্ড রিপন

[B] লর্ড লিটন

[C] লর্ড কার্জন

[D] লর্ড বেন্টিঙ্ক

উত্তর:- [A] লর্ড রিপন

50. কাকে ‘বাংলা গদ্যসাহিত্যের জনক’ বলা হয়?

[A] রামমোহন রায়কে

[B] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

[C] বঙ্কিমচন্দ্রকে

[D] শরৎচন্দ্রকে

উত্তর:- [B] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

51. বিধবাবিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় ?

[A] ১৮৫৬ খ্রি.

[B] ১৮৫৭ খ্রি.

[C] ১৮৫৮ খ্রি.

[D] ১৮৬০ খ্রি.

উত্তর:- [A] ১৮৫৬ খ্রি.

52. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়

[A] ১৯১৫ খ্রি.

[B] ১৯২০ খ্রি.

[C] ১৯২২ খ্রি.

[D] ১৯২৪ খ্রি.

উত্তর:- [B] ১৯২০ খ্রি.

53. সাম্প্রদায়িক বাটোয়ারা’ নীতি ঘোষণা করেন—

[A] স্ট্যালিন

[B] এটলি

[C] ম্যাকডোনাল্ড

[D] মাউন্টব্যাটেন

উত্তর:- [C] ম্যাকডোনাল্ড

54. ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন

[A] কেলাপ্লান

[B] ড. আম্বেদকর

[C] পি. সি. জোশি

[D] কেশব মেনন

উত্তর:- [D] কেশব মেনন

55. ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন—

[A] আলেকজান্ডার ডাফ

[B] স্বামী বিবেকানন্দ

[C] রাজা রামমোহন রায়

[D] মেকলে

উত্তর:- [C] রাজা রামমোহন রায়

56 . বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল—

[A] হিন্দু প্যাট্রিয়ট

[B] সোমপ্রকাশ

[C] ইন্দুপ্রকাশ

[D] সমাচার দর্পণ

উত্তর:- [D] সমাচার দর্পণ

57. চুইয়ে পড়া নীতি’-র প্রবর্তক হলেন—

[A] মেকলে

[B] রামমোহন রায়

[C] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

[D] চার্লস উড

উত্তর:- [A] মেকলে

58. মেকলের ‘মিনিট’ পেশ করা হয়—

[A] ১৮২৮ খ্রি.

[B] ১৮৩০ খ্রি.

[C] ১৮৩৪ খ্রি.

[D] ১৮৩৫ খ্রি.

উত্তর:- [D] ১৮৩৫ খ্রি.

59. কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়—

[A] ১৭৯২ খ্রিস্টাব্দে

[B] ১৮৩৫ খ্রিস্টাব্দে

[C] ১৮৪৭ খ্রিস্টাব্দে

[D] ১৮৫৭ খ্রিস্টাব্দে

উত্তর:- [B] ১৮৩৫ খ্রিস্টাব্দে

60. তুহাফ-উল-মুয়াহিদ্দিন নামে পুস্তকটি রচনা করেন—

[A] ডিরোজিও

[B] সৈয়দ আহমদ খান

[C] বিদ্যাসাগর

[D] রামমোহন রায়

উত্তর:- [D] রামমোহন রায়

61. কে কেশবচন্দ্রকে ব্ৰহ্বানন্দ উপাধি দেন?

[A] রামমোহন

[B] বিদ্যাসাগর

[C] বঙ্কিমচন্দ্র

[D] রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- [D] রবীন্দ্রনাথ ঠাকুর

62. কার উদ্যোগে শুদ্ধি আন্দোলন গড়ে ওঠে?

[A] শ্রীরামকৃয়

[B] স্বামী বিবেকানন্দ

[C] দয়ানন্দ সরস্বতী

[D] কেশবচন্দ্র সেন

উত্তর:- [C] দয়ানন্দ সরস্বতী

63. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়

[A] ১৭৮৪ খ্রিস্টাব্দে

[B] ১৮০২ খ্রিস্টাব্দে

[C] ১৮১৭ খ্রিস্টাব্দে

[D] ১৮৫৭ খ্রিস্টাব্দে

উত্তর:- [C] ১৮১৭ খ্রিস্টাব্দে

64. সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন

[A] কেশবচন্দ্র সেন

[B] দেবেন্দ্রনাথ ঠাকুর

[C] জ্যোতিরাও ফুলে

[D] নারায়ণ গুরু

উত্তর:- [C] জ্যোতিরাও ফুলে

65. ব্রাহ্বসমাজ প্রতিষ্ঠিত হয়—

[A] ১৮২০ খ্রিস্টাব্দে

[B] ১৮২৫ খ্রিস্টাব্দে

[C] ১৮২৮ খ্রিস্টাব্দে

[D] ১৮৩০ খ্রিস্টাব্দে

উত্তর:- [D] ১৮৩০ খ্রিস্টাব্দে

66. তাইপিং বিদ্রোহের নেতা ছিলেন—

[A] মাও জে দং

[B] মাও সে তুং

[C] হুং সিউ চুয়াং

[D] সান ইয়াৎ সেন

উত্তর:- [C] হুং সিউ চুয়াং

67. ভারতের ইরাসমাস বলা হয়—

[A] রামমোহনকে

[B] সৈয়দ আহমেদ খানকে

[C] ডিরোজিওকে

[D] বিবেকানন্দকে

উত্তর:- [A] রামমোহনকে

68. চিনের উপর একুশ দফা দাবি আরোপ করেছিল—

[A] আমেরিকা

[B] জাপান

[C] রাশিয়া

[D] ইংল্যান্ড

উত্তর:- [B] জাপান

69. তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন—

[A] রামমোহন রায়

[B] দেবেন্দ্রনাথ ঠাকুর

[C] কেশবচন্দ্র সেন

[D] ডিরোজিও

উত্তর:- [B] দেবেন্দ্রনাথ ঠাকুর

70. ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়—

[A] উডের ডেসপ্যাচকে

[B] মেকলে মিনিটকে

[C] হান্টার কমিশনকে

[D] চার্টার আইনকে

উত্তর:- [A] উডের ডেসপ্যাচকে

উচ্চমাধ্যমিক ইতিহাস অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History SAQ Question and Answer |

1. ভাইকম সত্যাগ্রহ আন্দোলনকে নেতৃত্ব দেন?

উত্তর:- শ্রী নারায়ণ গুরু।

2. কবে কার উদ্যোগে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা?

উত্তর:- ১৮১৭ খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে।

3. কে কবে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন?

উত্তর:- রাজা রামমোহন রায় ১৮৫১ খ্রিস্টাব্দে।

4. কে কবে পটলডাঙা একাডেমী প্রতিষ্ঠা করেন? এর বর্তমান নাম কি?

উত্তর:- হেয়ার এর উদ্যোগে ১৮১৭ খ্রিস্টাব্দে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর নাম হেয়ার স্কুল।

5. দুজন প্রাচ্যবাদীর নাম লেখ?

উত্তর:- এইচ টি প্রিন্সেপ, কোল ব্রুক ও উইলসন।

6. মেকলে মিনিট কি?

উত্তর:- মেকলে ১৮৩৫ খ্রিস্টাব্দে ২ই ফেব্রুয়ারি তার বিখ্যাত প্রস্তাব পাশ্চাত্য-

7. পাশ্চাত্য শিক্ষার কোন বৈজ্ঞানিক চেতনা নেই এবং তা প্রাচ্য শিক্ষার চেয়ে সম্পূর্ণ নিকৃষ্ট

উত্তর:- এই প্রস্তাব বড়লাট লর্ড বেন্টিঙ্ক এর কাছে মেকলে পেশ করে সরাসরি পাশ্চাত্য শিক্ষার পক্ষে অভিমত দেন, যা ‘মেকলে মিনিট’ নামে পরিচিত।

8. দুজন পাশ্চাত্য বাদীর নাম লেখ?

উত্তর:- মেকলে, কেলভিন।

9. কলকাতা মেডিকেল কলেজ কবে কার উদ্যোগে প্রতিষ্ঠিত?

উত্তর:- ১৮৩৫ খ্রিস্টাব্দে বেন্টিঙ্ক এর উদ্যোগে।

10. সেন্ট জেভিয়ার্স কলেজ কবে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- ১৮৩৫ খ্রিস্টাব্দে বেন্টিঙ্ক এর উদ্যোগে।

11. চার্লস উড- কে?

উত্তর:- বোর্ড অফ কন্ট্রোল এর সভাপতি।

12. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত?

উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দে।

13. হান্টার কমিশন কবে প্রতিষ্ঠিত?

উত্তর:- ১৮৮২ খ্রিস্টাব্দে।

14. কমিটি অফ পাবলিক বা জনশিক্ষা কমিটি কবে গঠিত?

উত্তর:- ১৮২৩ খ্রিস্টাব্দে।

15. ব্রিটিশ আমলে শিক্ষা সংক্রান্ত একটি কমিশনের নাম লেখ?

উত্তর:- হান্টার কমিশন।

16. আধুনিক ভারতের শ্রেষ্ঠা কাকে বলা হয়?

উত্তর:- রাজা রামমোহন রায় কে।

17. ভারতের প্রথম আধুনিক মানুষ কে?

উত্তর:- রাজা রামমোহন রায়।

18. ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়?

উত্তর:- রাজা রামমোহন রায় কে।

19. রামমোহন সম্পাদিত একটি পত্রিকার নাম লেখ?

উত্তর:- সংবাদ কৌমুদী।

20. কে কবে কেন ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন?

উত্তর:- একেশ্বরবাদী আদর্শ প্রচারের উদ্দেশ্যে রামমোহন 1828 খ্রিস্টাব্দে[ মতান্তরে 1829 খ্রিস্টাব্দে ] ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করে।

21.  কে কবে কেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করে?

উত্তর:- রামমোহন নিজের ধর্মভাবনা সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে তার অনুগামীদের নিয়ে কলকাতায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করে।

22. ব্রাহ্ম সভার পরবর্তী নাম কি?

উত্তর:- ব্রাহ্মসমাজ।

23. ফরাসি ভাষা সম্পাদিত রামমোহনের একটি পত্রিকার নাম লেখ?

উত্তর:- মিরাৎ উল আকবর।

24. বাংলার গদ্য সাহিত্যের জনক কাকে?

উত্তর:- রাজা রামমোহন রায় কে।

25. কে কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন?

উত্তর:- দেবেন্দ্রনাথ ঠাকুর – কেশব চন্দ্র সেন কে দেন।

26. ইন্ডিয়ান মিরর -পত্রিকার সম্পাদক কে?

উত্তর:- কেশব চন্দ্র সেন।

27. কে কবে আদি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?

উত্তর:- 1866 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর।

28. কে কবে ভারতীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?

উত্তর:- কেশব চন্দ্র সেন ও তার অনুগামীরা 1866 খ্রিস্টাব্দে।

29. কবে কার উদ্যোগে সাধারণ ব্রাহ্মসমাজপ্রতিষ্ঠা হয়?

উত্তর:- শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গা মোহনদাস 1878 খ্রিস্টাব্দে 15ই মে সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।

30. নববিধান ব্রাহ্মসমাজ এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- কেশব চন্দ্র সেন[1880 খ্রিস্টাব্দে।]

31.  তিন আইন – কবে পাস?

উত্তর:- 1872 খ্রিস্টাব্দে।

32. কার নেতৃত্বেনব্য বঙ্গবাইয়ং- বেঙ্গলআন্দোলন হয়?

উত্তর:- ডিরোজিওর নেতৃত্বে।

33. দুজন ডিরোজিওর অনুগামীর নাম লেখ?

উত্তর:- রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী।

34. কে কবে কেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা?

উত্তর:- ডিরোজিও 1828 খ্রিস্টাব্দে। বিভিন্ন ধর্মীয় সামাজিক রীতিনীতি ও কুসংস্কারের বিরুদ্ধে মতামত প্রকাশের জন্য।

35. কবে কারা পার্থেনন পত্রিকা প্রকাশ করে?

উত্তর:- ডিরোজিও[ছাত্ররা] 1830 খ্রিস্টাব্দে।

36. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এর মুখপাত্র কে ছিল?

উত্তর:- ডিরোজিও ও তার ছাত্ররা।

37. যত মত তত পথ‘ –এর প্রবক্তা কে?

উত্তর:- শ্রীরামকৃষ্ণ।

38. আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক কে?

উত্তর:- স্বামী বিবেকানন্দ।

39. বিবেকানন্দ শিকাগো তে কবে বক্তৃতা দেন?

উত্তর:- 1893 খ্রিস্টাব্দে।

40. দিকু কাদের বলা হত?

উত্তর:- ব্রিটিশ শাসনকালে বহিরাগত জমিদার, মহাজন’, জোতদার, বণিক প্রভৃতি বিভিন্ন স্তরের মধ্যস্বত্বভোগীরা ব্রিটিশ সরকারের যত্র জায়গা থেকে ভারতের বিভিন্ন আদিবাসী এলাকায় ঢুকে পড়ে, আদিবাসীরা এই বহিরাগতদের দিকু বলতো।

41অথবা

উত্তর:- সাঁওতাল পরগনা অঞ্চলে বহিরাগত সুদখোর মহাজন ও জমিদারদের দিকু বলা হত।

42.  চৌঠা মে আন্দোলনের সূচনা কোথায় হয়?

উত্তর:- তিয়েন আন মেন স্কয়ারে।

43. দক্ষিণাত্যে হাঙ্গামাকাদের বিরুদ্ধে হয়েছিল?

উত্তর:- সাউকার দের বিরুদ্ধে।

44. নিরাকারী আন্দোলনের সূচনা কে করেন?

উত্তর:- বাবা দয়াল সিংহ।

45. চৌঠা মে আন্দোলনের তাৎপর্য লেখ?

উত্তর:- কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা-এই আন্দোলনের চীনের নতুন আদর্শ ও ভাবধারার বিকাশ ঘটে, যা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতায় সাহায্য করে।

46. আধুনিক পাশ্চাত্য শিক্ষার জন্য প্রতিষ্ঠিত চীনের প্রথম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- ১৮৬২ খ্রিস্টাব্দে।

47. উনিশ শতকের আগে চীনে কার আদর্শকে গ্রহণ করা হতো?

উত্তর:- কনফুসীয় আদর্শ।

48. শত দিবসের সংস্কারবলতে কী বোঝো?

চীনে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে থেকে পাশ্চাত্য শিক্ষা বিস্তার করতে শুরু করে, ফলে সে দেশের বুদ্ধিজীবীগণ আধুনিক সংস্কারের দাবি জানান। ফলে সেই দাবি মতো সম্রাট কো-আং-শু একশো দিন ধরে যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন, তাই হল শত দিবসের সংস্কার।

49. চীনের দুজন সংস্কারক এর নাম লেখ?

উত্তর:- চেন তু সিউ, হুঁ-সি।

50. চৌঠা মে আন্দোলন কোথায় কবে হয়েছিল?

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দে চিনে।

51. চৌঠা মে আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর:- চেন তু শিউ।

52.  ‘সান ইয়াৎ সেনকোন দলের নেতৃত্ব গ্রহণ করেন?

উত্তর:- কুও-মিন-তাং।

53. জাপান কোন দেশের উপর 21 দফা দাবি করে?

উত্তর:- ১৯১৫ খ্রিস্টাব্দে চীনের উপর।

54. কুয়ো-মিন-তাং দলটী কোন দেশের?

উত্তর:- চীনের।

55. কার আমলে চীনে চৌঠা মে আন্দোলন হয়?

উত্তর:- ইউয়ান শিকাই।

56. নবতরুন্য কি?

উত্তর:- একটি সংবাদপত্র।

57. চীনা কমিউনিস্ট পার্টি কবে গঠিত হয়?

উত্তর:- ১৯২১ খ্রিস্টাব্দে।

58. তেলেগু সাহিত্যের জনক?

উত্তর:- বিরসা লিঙ্গম।

59. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা?

উত্তর:- বিরসা লিঙ্গম পান্তুলু কে।

60. দক্ষিণ ভারতের একজন সমাজ সংস্কারের নাম লেখ?

উত্তর:- শ্রী নারায়ণ গুরু।

61. কে মুসলিম সমাজের প্রাণ কর্তানামে পরিচিত?

উত্তর:- স্যার সৈয়দ আহমেদ খান।

62. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর:- স্যার সৈয়দ আহমেদ খান।

63. কে কবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন?

উত্তর:- সৈয়দ আহমেদ খান। ১৮৭৫ খ্রিস্টাব্দে।

64.  অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এর পরবর্তী নাম কি রাখা হয়?

উত্তর:- আলিগড় মুসলিম বিদ্যালয়।

65. কোন কলেজ কে কেন্দ্র করে সৈয়দ আহমেদের সংস্কার আন্দোলন হয়েছিল?

উত্তর:- আলীগড় কলেজ।

66. সৈয়দ আহমেদের সংস্কারের একটি সীমাবদ্ধতা লেখ?

উত্তর:- মুসলিম গোঁরা মৌলবি ও মোল্লা শ্রেনী সংস্কার প্রচেষ্টায় বিরোধিতা করায়, তার ধর্ম ও সমাজ সংস্কারের সকল উদ্দেশ্য ব্যর্থ হয়।

67. থিওডোর বেক- কে?

উত্তর:- আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ।

68. কবে কারা অকালী আন্দোলন শুরু করেন?

উত্তর:- ১৯২০ খ্রিস্টাব্দে শিখরা।

69. বাবা রাম সিংহ কোন আন্দোলনের সূচনা করেন?

উত্তর:- নামধারী আন্দোলন।

70. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি?

উত্তর:- মাদ্রাজ লেবার ইউনিয়ন।[১.

71. A.I.T.U.C-এর পুরো কথা কি?

উত্তর:- নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস।

72. গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:- মুজাফফর আহমেদ।

73.  দুটি দলিত সম্প্রদায়ের নাম লেখ?

উত্তর:- নমঃশূদ্র, কোচ।

74. মিরাট ষড়যন্ত্র মামলাকোন সময়ের ঘটনা?

উত্তর:- ১৯২৯ খ্রিস্টাব্দে ২০ মার্চ।

75. দুটি এলিট সম্প্রদায়ের নাম লেখ?

উত্তর:- পতিদার, সাউকার।

76. কাদের পতিদারবলা হত?

উত্তর:- ভূমি রাজস্ব আদায় কারীগণ ‘পতিদার’নামে পরিচিত।[গুজরাটে]

77. প্যাটেল শব্দের অর্থ কি?

উত্তর:- গ্রামের মোড়ল।

78. সাউকার কারা ছিল?

উত্তর:- সরকার ও প্যাটেল দের খাজানা ও অন্যান্য অর্থ পরিশোধ করতে গিয়ে দরিদ্র কৃষকরা মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে অর্থ ঋণ নিতে বাধ্য হয়। দক্ষিণাত্যের এই সুদখোর মহাজন শ্রেণী ‘সাউকার’ নামে পরিচিত।

79. দক্ষিণাত্যে বিদ্রোহ কবে হয়? এই বিদ্রোহের অন্য নাম কি?

উত্তর:- ১৮৭৫ খ্রি: , সউকার বিরোধী দাঙ্গা।

80. পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়?

উত্তর:- ২৪ সেপ্টেম্বর ১৯৩২ খ্রি: গান্ধীজী ও বি.আর.আম্বেদকরের মধ্যে।

81. বাংলার নবজাগরণের একটি বৈশিষ্ট্য লেখ?

উত্তর:-[A] নবজাগরণের সময় বাংলায় সর্বপ্রথম পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারার ব্যাপক প্রসার ঘটে। পাশ্চাত্য ভাবধারার প্রভাবে বাংলার শিক্ষিত সম্প্রদায় মধ্যযুগীয় ধ্যান-ধারণা, চারিত্রিক প্রথা, অন্ধবিশ্বাস, কুসংস্কার প্রবৃত্তির বিরুদ্ধে যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক হয়ে ওঠে।

82. কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?

উত্তর:- বড়োলাট লর্ড বেন্টিঙ্ক ১৮২৯ সালে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। একাজে তাঁকে সহায়তা করেন রাজা রামমোহন রায়।

83. কে পার্থেনন পত্রিকা প্রকাশ করেন ?

উত্তর:- নব্যবঙ্গ আন্দোলনের অন্যতম নেতা ডিরোজিও ১৮৩০ সালে পার্থেনন পত্রিকা প্রকাশ করেন।

84. কবে, কারা গড়ে তোলেন থিওসফিক্যাল সোসাইটি ?

উত্তর:- ১৮৫৭ সালে কর্নেল এইচ এস ওলকট, হেলেনা ব্লাভাস্কি প্রমুখের উদ্যোগে আমেরিকায় এটি গড়ে ওঠে।

85. আর্যসমাজ -এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ সালে বোম্বাইয়ে আর্যসমাজ গড়ে তোলেন।

86. কবে গুরুকুল আশ্রম স্থাপিত হয় ?

উত্তর:- ১৯০২ সালে স্বামী শ্ৰদ্ধানন্দ কর্তৃক হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠিত হয়।

87. পতিদার বলতে কী বোঝো?

উত্তর:- ইংরেজ আমলে গুজরাটে ‘পতি’ বা গ্রামের যৌথ মালিকানাধীন জমির রাজস্ব আদায়কারী মোড়লকে বলা হতো পতিদার।

88. শতদিবসের সংস্কার বলতে কী বোঝো?

উত্তর:- ১৮৯৮ সালে চিনা সম্রাট কোয়াংসু ঘোষিত এক সংস্কার কর্মসূচি টানা ১০০ দিন ধরে চলেছিল। একে বলা হয় শতদিবসের সংস্কার।

89. ৪ মে চিনে ছাত্ররা কার নেতৃত্বে বিক্ষোভ দেখায় ?

উত্তর:- পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন-তু-শিউ-র নেতৃত্বে চিনে ছাত্ররা বিক্ষোভে শামিল হয়।

90. প্রার্থনা সমাজ কে গড়ে তোলেন?

উত্তর:- মহারাষ্ট্রের সমাজ সংস্কারক আত্মারাম পাণ্ডুরঙ্গ ১৮৬৭ খ্রি: গড়ে তোলেন প্রার্থনা সমাজ।

91. কে, কবে ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে।

92. কে, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ১৮১৭ খ্রিস্টাব্দ ডেভিড হেয়ার ও রামমোহন রায়।

93. উডের ডেসপ্যাচ কী ?

উত্তর:- ১৮৫৪ খ্রিস্টাব্দে চার্লস উড শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা পেশ করেন তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত।

94. কলকাতা মাদ্রাসা কে, কবে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ১৭৮১ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস।

95. তজবোধিনী পত্রিকা কার সম্পাদনায়, কবে প্রকাশিত হয়?

উত্তর:- দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় ১৮৩৪ খ্রিস্টাব্দে।

96. কে, কবে শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে বক্তৃতা দেন?

উত্তর:- স্বামী বিবেকানন্দ ১৮৯৩ খ্রিস্টাব্দে।

97. কে, কবে রামকৃয় মিশন প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ১৮৯৭ খ্রিস্টাব্দে বিবেকানন্দ।

98. কে, কোথায়, কবে মে ফোর্থ আন্দোলন শুরু করেন?

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দে ৪ মে চেনতু শিউ-এর নেতৃত্বে।

99. ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- শিশিরকুমার ঘোষ।

100. দিকু’ বলতে কী বোঝো?

উত্তর:- বহিরাগত জোতদার, বণিক, মহাজন, ঠিকাদার প্রভৃতি মধ্যস্বত্বভোগী ব্রিটিশ আমলে সুবিধা আদায়ের জন্য আদিবাসী এলাকায় ঢুকে পড়ে। আদিবাসীরা এদের বলত দিকু।

101. কে, কবে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন?

উত্তর:- ১৮০০ খ্রি: লর্ড ওয়েলেসলি গড়ে তোলেন ফোর্ট উইলিয়াম কলেজ।

102. সান ইয়াৎ-সেন ঘোষিত তিনটি নীতি কী?

উত্তর:- ১৮৯৮ সালে সান ইয়াৎ-সেন চিনা জনগণের জন্য তিনটি নীতি ঘোষণা করেন। এগুলি হলো –[[A] জনজাতীয়তাবাদ[B] জনগণতন্ত্রবাদ[C] জনসমাজবাদ।

103. কবে গড়ে ওঠে কলকাতা স্কুল সোসাইটি ?

উত্তর:- ১৮১৮ সালে ডেভিড হেয়ার এটি গড়ে তোলেন।

104. কোন পত্রিকায় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব এর কারণ উল্লেখ করা আছে?

উত্তর:- বঙ্গদূত।

105. ভারতের মধ্যবিত্ত শ্রেণীর একটি বৈশিষ্ট্য লেখ?

উত্তর:- উচ্চবর্ণের হিন্দু প্রাধান্য-ব্রিটিশ শাসনাধীন ভারতের মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটেছিল তার সংখ্যাগরিষ্ঠ অংশই ছিল উচ্চবর্ণের হিন্দু।

106. মধ্যবিত্ত শ্রেণী কাকে বলে?

উত্তর:- উনিশ শতকের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে সমস্ত ভারতে ইংরেজদের অধীনে চাকরি করে বা অন্য পেশায় যুক্ত হয়ে আর্থিক দিক থেকে সচ্ছল হয়েছিল, তাদেরই মধ্যবিত্ত বলা হত।

107. ভারতের মধ্যবিত্ত শ্রেণীর দুটি পেশার নাম লেখ?

উত্তর:- শিক্ষক, সাংবাদিক।

108. কে কাদের আধুনিক ভারতের শ্রষ্ঠা বলেছিলেন?

উত্তর:- এ. আর. দেশাই বলেছিলেন ভারতের মধ্যবিত্তদের।

109. কবে কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত?

উত্তর:- বড়লাট ওয়ারেন হেস্টিংস এর উদ্যোগে 1781 খ্রিস্টাব্দে।

110. কবে কার উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা?

উত্তর:- উইলিয়াম জোনস এর উদ্যোগে 17 84 খ্রিস্টাব্দে।

111. কবে কার উদ্যোগে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত?

উত্তর:- জোনাথান ডানকানের উদ্যোগে ১৭৯২/৯১ খ্রিস্টাব্দে।

112. কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে?

উত্তর:- লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দ।

113.  কবে কারা শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন প্রতিষ্ঠা?

উত্তর:- ১৮০০ খ্রিস্টাব্দে খ্রিস্টান মিশনারি মার্শম্যান, ওয়ার্ড ও উইলিয়াম কেরি।

114. কে কবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? এর বর্তমান নাম কি? এই প্রতিষ্ঠায় কোন ভারতীয় যুক্ত ছিলেন?

উত্তর:- স্কটল্যান্ড এর মিশনারি আলেকজান্ডার ডাফ এর উদ্যোগে ১৮৩০ খ্রিস্টাব্দে।•এর বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ।•এই প্রতিষ্ঠায় রাজা রামমোহন রায় যুক্ত ছিলেন।

115.  নব ভারতের আনন্দমঠ কাকে বলে?

উত্তর:- স্বামীজি প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন কে।

116. মেট্রোপলিটন ইনস্টিটিউটকে কবে প্রতিষ্ঠা করে?

উত্তর:- বিদ্যাসাগর।

117. হিন্দু ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করে?

উত্তর:- বিদ্যাসাগর ও ড্রিংক ওয়াটার বেথুন এর উদ্যোগে 1849 খ্রিস্টাব্দে।

118. কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে?

উত্তর:- আত্মরম পান্ডু রঙ্গ 1867 খ্রিস্টাব্দে।

119. বিধবা বিবাহ সমিতি‘- কার উদ্যোগে গঠিত হয়?

উত্তর:- মহাদেব গোবিন্দ রানাডের- উদ্যোগে 1861 খ্রিস্টাব্দে।

120. থিওসফিক্যাল সোসাইটিকবে কারা প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ১৮৭৬ খ্রিস্টাব্দে হেলেনা ব্লাভাটস্কি ও কর্নেল এইচ. এস. ওলকট।

121. বারানসি হিন্দু বিশ্ববিদ্যালয় এর পূর্ব নাম কি?

উত্তর:- কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়।

122. কে কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন?

উত্তর:- স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ খ্রিস্টাব্দে ৯ ই এপ্রিল বোম্বাইতে।

123. কে কবে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করে?

উত্তর:- স্বামী শ্রদ্ধানন্দ ১৯০২ খ্রিস্টাব্দে।

124. বেদের যুগে ফিরে যাওয়ার আহ্বান কে জানান?

উত্তর:- স্বামী দয়া নন্দ সরস্বতী।

125.  স্বামী দয়ানন্দ সরস্বতীর একটি গ্রন্থের নাম লেখ?

উত্তর:- সতার্থ প্রকাশ।

126. স্বামী বিবেকানন্দের ধর্মীয় আদর্শ কি ছিল?

উত্তর:- মানুষ তৈরীর ধর্ম।

127. জ্যোতিবা গোবিন্দরাও ফুলে কোথাকার সমাজ সংস্কারক?

উত্তর:- মহারাষ্ট্রের।

উচ্চমাধ্যমিকের ইতিহাস এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক ইতিহাস – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ (প্রথম অধ্যায়)Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS GeographyClick Here
HS HistoryClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক ইতিহাস – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary History Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) History Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক ইতিহাস –  সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(HS History Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th History Suggestion  / HS History Question and Answer  / Class 12 History Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS History Exam Guide  / HS History Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS History Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) HS History Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর  – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  History Suggestion  Download WBCHSE Class 12th History short question suggestion  . HS History Suggestion   download Class 12th Question Paper  History. WB Class 12  History suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক ইতিহাস – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad