উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer | HS Class 12th Bengali Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer | HS Class 12th Bengali Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer | HS Class 12th Bengali Question and Answer

উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র MCQ প্রশ্ন ও উত্তর | HS Bengali MCQ Question and Answer |

1. রবীন্দ্রনাথের গানের অনুমোদন যারা দেয় বলেবিভাবনাটকে উল্লেখ আছে, তারা হল-

[A] রাজ্য সরকার

[B] বিশ্বভারতী

[C] সাহিত্য অ্যাকাডেমি

[D] সঙ্গীত নাটক অ্যাকাডেমি

উত্তর:- [B] বিশ্বভারতী

2. শম্ভু মিত্র মতে, কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়?

[A] ৩২ ইঞ্চি

[B] ৩৩ ইঞ্চি

[C] ৪২ ইঞ্চি

[D] ৪৮ ইঞ্চি

উত্তর:- [A] ৩২ ইঞ্চি

3. পথিক নাটকটি কার লেখা?

[A] বিজন

[B] উৎপল দত্ত

[C] শম্ভু মিত্র

[D] তুলসী লাহিড়ী

উত্তর:- [D] তুলসী লাহিড়ী

4. কয়েকজন মেয়ে এবং কয়েক জন ছেলে। সামনের কয়েক জন হাতটা উচু করে থাকে। হাতে কি ছিল?

[A] ভাতের থালা

[B] পতাকা ও ফেস্টুন

[C] প্রচার পত্র

[D] ফুল

উত্তর:- [B] পতাকা ও ফেস্টুন

5. শোভা যাত্রার লোকেরা যার জন্য দাবি জানিয়েছিল?

[A] চাল ও কাপড়

[B] সঠিক মজুরী

[C] শিক্ষার সুযোগ

[D] আইন শৃঙ্খলার উন্নতি

উত্তর:- [A] চাল ও কাপড়

6. The night is calling me সংলাপ টি কার লেখা?

[A] বানার্ড’ শ

[B] শেক্সপিয়ার

[C] শেলি

[D] বায়রন

উত্তর:- [A] বানার্ড

7. হটাত পেছন থেকে শোভা যাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়-

[A] চাল চাই, কাপড় চাই

[B] অন্ন চাই, গৃহ চাই

[C] ফ্যান চাই, ভাত চাই

[D] এর কোনোটিই নয়

উত্তর:- [A] চাল চাই, কাপড় চাই

8. বিভাব নাটকটির অনুপ্ররনা হলো-

[A] জাপানি কাবুকি থিয়েটার

[B] দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক

[C] রবীন্দ্রনাথের নাটক

[D] দীনবন্ধু মিত্রের নাটক

উত্তর:- [A] জাপানি কাবুকি থিয়েটার

9. বিভাব নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হলো-

[A] দুই

[B] তিন

[C] পাঁচ

[D] সাত

উত্তর:- [B] তিন

10. আমদের মনে হয় এর নাম হওয়া উচিৎ অভাব নাটককারন-

[A] এ নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে

[B] এ নাটকে অর্থাভাব দেখানো হয়েছে

[C] এ নাটকের চরিত্র সংখ্যার অভাব রয়েছে

[D] এ নাটকে অভিনয় উপকরনের অভাব

উত্তর:- [A]এ নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে

10. অমর বাবু তৃপ্তি মিত্রের কাছে ক – কাপ চা চেয়েছেন

[A] এক

[B] দুই

[C] তিন

[D] চার

উত্তর:- [B] দুই কাপ

পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে।”” বৌদি ‘ তৃপ্তি মিত্র যাকে সবচেয়ে পপুলার জিনিস বলেছেন, সেটি হল?”

[A] সিনেমা

[B] আড্ডা

[C] খেলা ধুলা

[D] প্রেম

উত্তর:- [D] প্রেম

11. বিভাব নাটকে অমর গাঙ্গুলী কোথায় লভ সিন দেখার কথা বলেছেন-

[A] বায়োস্কোপ

[B] বাস্তব জীবনে

[C] থিয়েটার

[D] লোক কোথায়

উত্তর:- [A] বায়োস্কোপ

12. বিভাব নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্য নায়িকা ফিরছিল-

[A] অফিস থেকে

[B] কলেজ থেকে

[C] বন্ধুর বাড়ি থেকে

[D] গ্রাম থেকে

উত্তর:- [B] কলেজ থেকে

13. বিভাব নাটকে প্রেমের দৃশ্য নৈপন্থে কি বেজেছিল?

[A] পিয়ানো

[B] বেহালা

[C] হারমোনিয়াম

[D] বাঁশি

উত্তর:- [C] হারমোনিয়াম

14. বিভাব নাটকে প্রেমের দৃশ্য যে গানটি গাওয়া হয়েছিল, সেটি হল-

[A] সখি ভালোবাসা কারে কয়

[B] আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

[C] তুমি কোন কাননের ফুল

[D] মালতি লতা দোলে

উত্তর:- [D] মালতি লতা দোলে

15. মালতি লতা দোলে গানটি গাওয়া হয়েছিল যেভাবে-

[A] ফিল্মি কায়দায়

[B] শাস্ত্রীয় ভঙ্গিতে

[C] কিতন আঙ্গিকে

[D] ঠুংরি ধরনে

উত্তর:- [A] ফিল্মি কায়দায়

16. সংস্কৃত পরীক্ষায় অমর কত পেয়েছিলেন?

[A] তেরো

[B] সতেরো

[C] তেইশ

[D] নয়

উত্তর:- [C] তেরো

17. শম্ভু মিত্র, অমর গাঙ্গুলী কোন নাট্য দলের সদস্য ছিলেন?

[A] নান্দিকার

[B] নান্দিমুখ

[C] পঞ্চম বৈদিক

[D] বহুরূপী

উত্তর:- [D] বহুরূপী

18. বিভাব নাটকের যথার্থ নাম হওয়া উচিত বলে নাট্যকার মনে করেছেন তা হলো?

[A] হাসির সন্ধানে তিনটি চরিত্র

[B] অভাব নাটক

[C] তামাশা নাটক

[D] অভাবিত নাটক

উত্তর:- [D] অভাব নাটক

19. সরকারের পেয়াদা কীসের লক্ষে নাট্যদলের কাছে আসে?

[A] নিমন্ত্রনপত্র নিতে

[B] অনুমতি পত্র নিতে

[C] খাজনা আদায় করতে

[D] সংবর্ধ্ণা জানাতে

উত্তর:- [C] খাজনা আদায় করতে

20. তাই ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। এই প্যাঁচ হলো-

[A] জনমত গঠন

[B] নিজস্ব নাট্যমঞ্চ তেরি

[C] ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ

[D] নাটক অভিনয় বন্ধ রাখা

উত্তর:- [C] ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ

21. এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম । এই সাহেব ছিলেন-

[A] আইনস্টাইন

[B] আইজেনস্টাইন

[C] শেক্সপিয়ার

[D] বানাড’ শ

উত্তর:- [B] আইজেনস্টাইন

22. শম্ভু মিত্রবিভাবনাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন তা ছিল-

[A] উড়িয়া তামাশা

[B] মারাঠি তামাশা

[C] রাজস্থানি তামাশা

[D] অসমীয়া তামাশা

উত্তর:- [B] মারাঠি তামাশা

23. এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল।এই জাপানি থিয়েটার ছিল-

[A] নো

[B] কিয়োগেন

[C] কাবুকি

[D] বানরাকু

উত্তর:- [C] কাবুকি

24. আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত একথা কে বলে গিয়েছেন?

[A] রবীন্দ্রনাথ

[B] দ্বিজেন্দ্রলাল

[C] বল্লভ ভাই

[D] জহরলাল নেহরু

উত্তর:- [C] বল্লভ ভাই

25. বিভাব নাটকে বৌদি হলেন

[A] শোভা সেন

[B] তৃপ্তি মিত্র

[C] চিত্রা সেন

[D] শাওলী মিত্র

উত্তর:- [B] তৃপ্তি মিত্র

26. ঠিক আছে ফেলে দিন না .

[A] চা

[B] বিড়ি

[C] সিগারেট

[D] দেশলাই

উত্তর:- [C] সিগারেট

27. বিভাব নাটকে লভ সিনের নায়ক হয়েছিলেন

[A] অমর

[B] শম্ভু

[C] ম্যানেজার

[D] বল্লভভাই

উত্তর:- [B] শম্ভু

28. এর মাথায় খালি লভ সিন ঘরে রে ?কার মাথায় ?

[A] অমর

[B] শম্ভু

[C] তৃপ্তি

[D] নাট্য দলের ম্যানেজার

উত্তর:- [C] তৃপ্তি

29. বিভব নাটকে রবীন্দ্রনাথের ব্যাবহৃত গানটি হল –

[A] মালতি লতা দলে

[B] আমাদের জাতীয় সংগীত

[C] আমি রূপে তোমায় ভুলবো না

[D] আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে

উত্তর:- (A) মালতি লতা দলে

30. The night is calling me – সংকল্পটি কার লেখা ?

[A] বার্নাড শ

[B] শেলি

[C] শেকসপিওর

[D] বায়রন

উত্তর:- (A) বর্নাড শ

31. লাভ সিন করতে হলে প্রথমেই কী দরকার ?

[A] একজন নায়ক একজন নায়িকা

[B] চাঁদ, আকাশ এবং দক্ষিণের বাতাস

[C] গঙ্গার তীরে বা গরের মাঠ

[D] সুদৃশ্য বাগান ও ফুলের সমারোহ

উত্তর:- (A) একজন নায়ক একজন নায়িকা

32. তুলসী লাহিড়ীর – নাটক থেকে বলি – (ফিল্মি ঢংয়ে)আমি চললাম … তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি ?

[A] ছেড়া তার

[B] পথিক

[C] নবান্ন

[D] এদের কোনোটিই নয়

উত্তর:- (B) পথিক

33. মা ব্রয়াৎ সত্যম অপ্রিয়ম” কথাগুলি বলেছে ?

[A] শম্ভু

[B] অমর

[C] বৌদি

[D] পুলিশ

উত্তর:- (A) শম্ভু

34. সংস্কৃতে তেরো পেয়েছিলাম বলে হেদপণ্ডিত স্কুলে প্রমোশন দেননি”–বক্তা কে ?

[A] শম্ভু

[B] অমর

[C] বৌদি

[D] সার্জেন্ট

উত্তর:- (B) অমর

35. তুমি তো সহজে মরবে না ওগো তুমি পালাও –তুমি বীর –তুমি পালাওএখানে তুমি হলো –

[A] (নায়(A) শম্ভু

[B] পুলিশ

[C] অমর

[D] পালোয়ান

উত্তর:- [A] (নায়(A) শম্ভু

36. তার আপিস নেই, কলেজ নেই, কিছু নেই।”–কার সমন্ধে বলা হয়েছে ?

[A] (নায়(A) শম্ভু

[B] অমর

[C] পুলিশ

[D] বৌদি

উত্তর:- (A) (নায়(A) শম্ভু

37. রাজা রথারোহনম নাটকটির।”–এর অর্থ –

[A] রাজা রথে আহরণ করলেন

[B] রাজা রথ থেকে নামলেন

[C] রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন

[D] রাজা রথে চড়ে যুদ্ধ যাত্রা করলেন

উত্তর:- (C) রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন

38. হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় –

[A] চাল কই কাপড় কই

[B] ফ্যান চাই ভাত চাই

[C] অন্ন চাই গৃহ চাই

[D] এর কোনোটিই নয়

উত্তর:- (A) চাল কই কাপড় কই

39. পরদা খুলে দেখা যায়…” –

[A] মঞ্চ ফাঁকা আছে

[B] মঞ্চ অন্ধকার

[C] মঞ্চ সম্পূর্ণ ফাঁকা

[D] মঞ্চে নায়ক দাড়িয়ে আছে

উত্তর:- (C) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা

40. আরে খিড়কি সে কিউ উতার আয়া। চোট্টা হনগে জরুর আরে পাকরো।”–বক্তা –

[A] পুলিশ

[B] অমর

[C] শম্ভু

[D] সার্জেন্ট

উত্তর:- (B) অমর

41. কী অমর –এবার হাসি পাচ্ছে ?”–অমরকে কে একথা বলেছেন ?

[A] শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে

[B] বৌদি অমর গাঙ্গুলিকে

[C] সার্জেন্ট অমর গাঙ্গুলিকে

[D] কোনোটিই নয়

শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে

42. পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কী ?

[A] প্রেম

[B] গসিপ

[C] লারেলাপ্পা

[D] পরচর্চা

উত্তর:- (A) প্রেম

43. বিভাবনাটকটির অনুপ্রেরণা হলো –

[A] জাপানি কাবুকি নাটক

[B] রবীন্দ্রনাথের নাটক

[C] দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক

[D] দীনবন্ধু মিত্রের নাটক

উত্তর:- (A) জাপানি কাবুকি নাটক

44. এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম।”–এখানে কোন সাহেবের কথা বলা হয়েছে ?

[A] আইজেনস্টাইন

[B] আলেকজান্ডার

[C] লই ফিলিপ

[D] চন্দ্রগুপ্ত

উত্তর:- (A) আইজেনস্টাইন

45. হ্যাঁ বল্লভভাই বলে গেছেন”–বল্লভভাই কী বলেছেন ?

[A] বাঙালিরা শক্তিশালী

[B] বাঙালিরা চোর

[C] বাঙালিরা কদুনে জাত

[D] বাঙালিরা ভীতু

উত্তর:- (C) বাঙালিরা কদুনে জাত

উচ্চমাধ্যমিক বাংলা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র প্রশ্ন ও উত্তর | HS Bengali SAQ Question and Answer |

1. এমনি সময়ে হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম।”— কোন্ সাহেবের কথা বলা হয়েছে?

উত্তর:- রুপদেশীয় এক বিখ্যাত চিত্রপরিচালক আইজেনস্টাইনের কথা বলা হয়েছে।

2. তৃপ্তি মিত্রের মতে লভ সিন করতে হলে প্রথমেই কী দরকার?

উত্তর:- বৌদির ভূমিকায় অবতীর্ণ তৃপ্তি মিত্রের মতে লভ সিন করতে হলে প্রথমেই একজন নায়ক ও নায়িকার দরকার।

3. শম্ভু মিত্র কেন মনে করেন নাটকের নাম ‘অভাব’ হওয়া উচিত?

উত্তর:- দুরন্ত অভাব থেকেই ‘বিভাব’ নাটকের জন্ম বলে নাটকটির নাম ‘অভাব’ হওয়াই বাঞ্ছনীয় বলে বক্তা শম্ভু মিত্র মনে করেন।

4. এই রে—পুলিশ আসছে লাগল ঝঞ্ঝাট।”—পুলিশ আসছিল কেন?

উত্তর:- শোভাযাত্রীরা মিছিল করে আসছিল। তাদের বক্তব্য ছিল ‘চাল চাই, কাপড় চাই’ এই কারণেই পুলিশ আসছিল।

5. অমর গাঙ্গুলিকে স্কুলের হেডপণ্ডিত প্রোমোশন দেননি কেন?

উত্তর:- অমর গাঙ্গুলি সংস্কৃতে তেরো পেয়েছিলেন বলে স্কুলের হেডপণ্ডিত তাঁকে প্রমোশন দেননি।

6. তোমরা ফিরে যাও।”– কে, কাদের ফিরে যেতে বলেছেন?

উত্তর:- পুলিশের সার্জেন্ট শোভাযাত্রীদের ফিরে যেতে বলেছেন।

7. যেমন রবীন্দ্রনাথকে মেনেছিল।”—কারা রবীন্দ্রনাথকে মেনেছিল?

উত্তর:- সাহেবরা রবীন্দ্রনাথকে মেনেছিল।

8. কাবুকি নাটকের বৈশিষ্ট্য কী?

উত্তর:- কাবুকি নাটকের বৈশিষ্ট্য হল ভঙ্গির বহুল ব্যবহার। এর ফলে নাটকের প্রয়োজনে ব্যবহৃত জিনিসপত্র না থাকলেও ভঙ্গির দ্বারা সেগুলির অস্তিত্ব বোঝা যায়।

9. ওগো তুমি পালাও।”কে, কাকে পালাতে বলেছেন?

উত্তর:- ‘বিভাব’ নাটকে বৌদি তৃপ্তি মিত্র শম্ভু মিত্রকে পালাতে বলেছেন।

10. রাস্তায় তাদের দু’জনের ধাক্কাধাক্কি হবে।”—কাদের ধাক্কাধাক্কি হবে?

উত্তর:- ‘বিভাব’ নাটকে দ্বিতীয় লভ সিনের পরিকল্পনায় নায়ক ও নায়িকার ধাক্কাধাক্কি হবে।

11. বিভাব’ নাটকে অমর গাঙ্গুলি কোন্ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তর:- ‘বিভাব’ নাটকে অমর গাঙ্গুলি ‘বহুরূপী’ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন।

12. শোভাযাত্রীরা পরস্পরের দিকে তাকায়।”— শোভাযাত্রীরা পরস্পরের দিকে তাকায় কেন?

উত্তর:- পুলিশের সার্জেন্ট তাদের বলে যে, তারা ফিরে না গেলে তাদের গুলি করবেন—এই কথা শুনে তারা পরস্পরের দিকে তাকায়।

13. দিলে তো রাগিয়ে”—–কে, কাকে,কেন রাগিয়ে দিয়েছিলেন?

উত্তর:- লভ সিনের দৃশ্যে তাঁর কোনো রকম হাসি পায়নি বলে অমর গাঙ্গুলি জানিয়ে ছিলেন। একথা বলেই বৌদি তৃপ্তি মিত্রকে রাগিয়ে দিয়েছিলেন।

14. এই পড়ে বুকে ভরসা এল।”— কী পড়ে বুকে ভরসা এল?

উত্তর:- ’বিভাব’ নাটকে রুশ দেশীয় এক চিত্রপরিচালক আইজেনস্টাইনের লেখা পড়ে শম্ভু মিত্রের বুকে ভরসা এল।

15. আমি তো চললাম—আবার দেখা হয় কিনা কে জানে।”— কোন্ নাটকের উক্তি?

উত্তর:- তুলসী লাহিড়ির ‘পথিক’ নাটকের উক্তি।

16. মনে হল লোকে মানবে না।” লোকে না মানার কারণ কী?“এ বড়ো জখমি লভ সিন।”—‘লভ সিন’-টিকে জখমি বলা হয়েছে কেন?

উত্তর:- ‘বিভাব’ নাটকে প্রেমের দৃশ্যে নায়ক শম্ভু মিত্রের সঙ্গে নায়িকা তৃপ্তি মিত্রের ধাক্কা লাগলে নায়িকা শম্ভু মিত্রকে একটা চড় মারেন | একেই শম্ভু মিত্র ‘জখমি লভ সিন’ বলেছেন |

17. এটাই হল বড়ো কথা।”— বড়ো কথাটি কী?

উত্তর:- ‘বিভাব’ নাটকে ‘লভ সিন’-এ অভিনয় করার সময় শম্ভু মিত্র জানতে চান নায়ক কোন্ দিক থেকে আসবে। এর উত্তরে তৃপ্তি মিত্র জানান নায়কের আসাটাই বড়ো কথা।

18. ইংরেজ কোম্পানী কিনা।”—কী দেখে এই মন্তব্য করা হয়েছে।

উত্তর:- ‘বিভাব’ নাটকে কলকাতার পথে ট্রামচলার কাল্পনিক দৃশ্য দেখে শম্ভু মিত্র একথা বলেছেন |ইংরেজি শিক্ষিত, রুচিশীল দর্শকরা শুধু দৈহিক অঙ্গভঙ্গীর মাধ্যমে নাট্যভিয় মানবে না বলে বক্তার ধারণা।

19. এই নিয়ে নাটক লেখো”—কী নিয়ে নাটক লিখতে বলা হয়েছে?

উত্তর:- ‘বিভাব’ নাটকে ‘চাই চাই, কাপড় চাই,’ দাবিতে যে মিছিল আসছিল,তাই নিয়ে নাটক লিখতে বলা হয়েছে ।

20. আমাকে অবশ্য মানায় ভালো”–কাকে মানায় ভালো?

উত্তর:- ‘বিভাব’ নাটকের নাট্যকার শম্ভু মিত্র মজা করে বলেছেন যে তাকে নায়কের চরিত্রে মানায় ভালো।

21. সুতরাং চলো—বাইরে।”— বাইরে যাবার প্রয়োজন কেন?

উত্তর:- সম্পাদকের চাহিদা অনুযায়ী হাসির নাটকের উপাদান খুঁজতে বাইরে যাবার প্রয়োজন।

22. ”The night is calling me-me-me” কার লেখা?

উত্তর:- “The night is calling me-me-me -বার্নার্ড শ-এর লেখা।

23. বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ।”—এই হতাশার কারণ কি ?

উত্তর:- ‘বিভাব’ নাটকের অন্যতম চরিত্র তৃপ্তি মিত্র (বৌদি) শম্ভু মিত্রকে ‘লভ সিন’-এর নায়ক মনোনীত করলে অমর গাঙ্গুলি হতাশ হন।

24. তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি।”—অর্থ কি ?

উত্তর:- উদ্ধৃতিটি ওড়িয়া ভাষায় এবং এর বাংলা অর্থ হল তুমি ঘোড়ায় চড়ে গিয়ে তাড়াতাড়ি খবর নিয়ে আসবে।

25. সে মরারও বাহার কত।” – এখানে কোন্ মরার কথা বলা হয়েছে?

উত্তর:- ‘বিভাব’ নাটকে উল্লিখিত কাবুকি থিয়েটারে দুজন লোকের যুদ্ধে একজনের কাল্পনিক মৃত্যুর কথাই এখানে বলা হয়েছে।

26. আমাদের একটা ‘লভ সিন’ করা উচিত।”—কেন বক্তা একথা বলেছেন ?

উত্তর:- ‘বিভাব’ নাটকের অন্যতম চরিত্র তৃপ্তি মিত্রের মতে, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হল প্রেম। তাই প্রেমের দৃশ্য অভিনয় করলে সকলের হাসি পাবে।

27. এইরে পুলিশ আসছে।”— পুলিশ আসার কারণ কী?

উত্তর:- ‘বিভাব’ নাটকে উল্লিখিত চাল ও কাপড়ের দাবিতে শোভাযাত্রীদের মিছিল বন্ধ করতে পুলিশ এসেছিল।

28. এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে।”—কী দেখে বক্তা এরূপ মন্তব্য করেছেন?

উত্তর:- পুলিশের গুলিতে নিহত মানুষ দেখে এবং আহত মানুষের আর্তনাদ শুনে হাসি পাবে বলে শম্ভু মিত্র ব্যঙ্গ করে একথা বলেছেন |

29. আরে এতে হবে না শম্ভুদা…।” – কী হবে না বলে বক্তা মনে করেছেন?

উত্তর:- ‘বিভাব’ নাটকে শম্ভু মিত্র হাসির উদ্রেক করতে কল্পিত চেয়ারে বসে আবার তা থেকে টলতে টলতে দাঁড়ানোর ভঙ্গি করেন| এতে হাসি পাবে না বলে অমর গাঙ্গুলি জানিয়েছেন |

30. তোমাকে ধরবে না তো কাকে ধরবে?”— উদ্দিষ্ট ব্যক্তিকে কেন ধরা হবে?

উত্তর:- ‘বিভব’ নাটকে লভ সিনের দৃশ্যে শম্ভু মিত্র একজন ‘underground political leader’ তাই তাঁকে ধরা হবে।

31. চোখ খুলে চলতে জানেন না?” – কে, কাকে, কেন একথা বলেছেন?

উত্তর:- ‘বিভাব’ নাটকে লভসিনের দৃশ্যে শম্ভু মিত্র এবং বৌদি তৃপ্তি মিত্রের মধ্যে রাস্তায় ধাক্কা লাগে। এই সময় বৌদি তৃপ্তি মিত্র, শম্ভু মিত্রকে একথা বলেছেন।

32. আর দিলেও সে অনেক টাকা।”— কী দেওয়ার কথা বলা হয়েছে?

উত্তর:- ‘বিভাব’ নাটকে ‘মালতী লতা দোলে রবীন্দ্র-সংগীতটি ফিল্মি কায়দায় গাওয়া হচ্ছিল| বিশ্বভারতীর এই কায়দায় গান গাওয়ার অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

33. এই পড়ে বুকে ভরসা এল’ —কী পড়ে বুকে ভরসা এল?

উত্তর:- জাপানি থিয়েটার ‘কাবুকি’ পড়ে “বহুরূপী” নাট্যদলের পুরোধা শম্ভু মিত্র আশ্বস্ত হয়েছিলেন।

34. সম্পাদক হাসির নাটক করতে বলেছেন কেন?

উত্তর:-  সম্পাদক হাসির নাটক করতে বলেছেন কারন, হাসির নাটকের দারুন বক্সঅফিস।

35. খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়?’ —কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়?

উত্তর:- বউদি পরিকল্পিত প্রথম প্রেমের নাটকের দৃশ্যে নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায়।

36. আরে সব সময়ে কি aesthetic দিক দেখলেই চলে?” হয়েছে? ‘aesthetic দিক’ বলতে কী বোঝানো হয়েছে ?

উত্তর:- ’Aesthetic’ কথাটির অর্থ হল নন্দনতত্ত্ব বা সৌন্দর্যবোধ বিষয়ক দিক বা সৌন্দর্যবোধপূর্ণ দৃষ্টিভঙ্গি। রবীন্দ্রনাথের ‘মালতী লতা দোলে’ গানটি বিকৃতভাবে গীত হওয়ায় শম্ভু মিত্রর শৈল্পিক বোধ আঘাত প্রাপ্ত হলে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন। তাঁর সেই প্রতিবাদের প্রেক্ষিতেই এখানে নেপথ্যের হারমোনিয়াম বাদকের দ্বারা ‘aesthetic দিক’ কথাটি উচ্চারিত হয়েছে যার মাধ্যমে গানের সেই শৈল্পিক দিক তথা সৌন্দর্যতত্ত্বের দিকটির কথাই বলা হয়েছে যা বহুক্ষেত্রেই ‘Box office’-এর স্বার্থে অবহেলিত হয়।

37. সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন।”—‘সেটা মাথায় পড়বে’ কেন?

উত্তর:- রবীন্দ্রনাথের গানের শৈল্পিক দিক অবহেলা করলে ‘সেটা’ অর্থাৎ বংশদণ্ড মাথায় পড়বে বলে মনে করেন শম্ভু মিত্র।

38. হ্যা বহুরূপী তখন লাটে উঠবে।”—এ কথা বলার কারণ কী?

উত্তর:- লাভ সিনকে প্রোগ্রেসিভ বানানোর জন্য দ্বিতীয় গল্পে বউদি শম্ভুকে Underground political leader হিসেবে চিহ্নিত করেন। তৎকালীন সরকার ‘বহুরূপী’-র সঙ্গে কোনো রাজনৈতিক আদর্শ যুক্ত রয়েছে জানতে পারলে ‘বহুরূপী’ লাটে উঠবে বলে শম্ভু মিত্র আশঙ্কা করেন।

39. গল্পটা Progressive হয় কী করে?” —গল্পকে progressive করার জন্য তাতে কোন্ বৈশিষ্ট্য থাকতে হয়?

উত্তর:- ‘বিভাব’ নাটকের বউদি চরিত্রের মতানুযায়ী লাভ সিনকে অর্থাৎ গল্পকে progressive করে তোলার জন্য গল্পে পলিটিকাল সিগনিফিক্যান্স রাখতে হয়।

বিভাব সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

40. বিভাব’ নাটকে নামকরনের স্বাতন্ত্র্য কী?

উত্তর:- ‘বিভাব’ নাটকের চরিত্ররা তাদের বাস্তব জীবনের নামেই পরিচিত। নাটকে শম্ভু মিত্র শম্ভু, অমর গাঙ্গুলি অমর এবং তৃপ্তি মিত্র তৃপ্তি নামেই উপস্থিত ছিলেন। নিজ নামে পরিচিত হয়েই চরিত্রগুলি স্বতন্ত্র।

41. বিভাব’ নাটকে নারী চরিত্রের সংখ্যা ক-টি?

উত্তর:- ‘বিভাব’ নাটকে নারী চরিত্রের একটি।

42. তমে ঘোড়া নেইকরী চঞ্চল খবর নিয়ে আসিবি’ —অর্থ কী?

উত্তর:- উক্তিটিতে দেখা গেছে যে, রাজ্ দূতকে ঘোড়া নিয়ে দ্রুত খবর সংগ্রহ করে আনার নির্দেশ দিচ্ছেন।

43. উড়িয়া নাটকে দূত ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে?

উত্তর:- দূত ছোট ছেলের মতো দু-পায়ের ফাঁকে একটা লাঠি গলিয়ে ঘোড়ায় চাপার ভঙ্গি করে বেরিয়ে যায় এবং কিছুক্ষন পরে  ভঙ্গিতে খবর সংগ্রহ করে ফিরে এসে রাজাকে জানায়।

44. এমনি সময় হটাৎই এক সাহেবের লেখা পড়লাম।’ —কোন সাহেবের কথা বলা হয়েছে?

উত্তর:- রুশদেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইনের কথা বলা হয়েছে।

45. বিভাব’ নাটকে উল্লিখিত ‘কাবুকি’ নাটকের বৈশিষ্ঠ্য সংক্ষেপে লেখো?

উত্তর:- ‘কাবুকি’ নাটকের বৈশিষ্ঠ্য হল –

এটি একপ্রকার জাপানি থিয়েটার

এই নাটকের অভিনয়ে ভঙ্গির বহুল প্রয়োগ দেখা যায়।

46. বিশ্ব ভারতীয় কি পারমিশন দেবে?” —কীসের পারমিশন?

উত্তর:- রবীন্দ্রসঙ্গীতের গায়কি ঢঙের পরিবর্তনের জন্য বিশ্বভারতীর পার্মিশনের কথা বলা হয়েছে।

47. মাঠ ভরতি লোক নিঃশব্দে এসব মেনে নিয়ে দেখলে।” —মাঠ ভরতি লোক কী মেনে নিয়ে দেখল?

উত্তর:- এক মারাঠি তামাশায় চাষি জমিদারের কাছে কাকুতিমিনতি করেও ব্যর্থ হয়ে মন্দিরে গিয়ে ভগবানের কাছে নালিশ জানায়। এখানে ফাকা মঞে মন্দির কল্পনা করে নেওয়ার সঙ্গে সঙ্গে জমিদার ও মন্দিরের। পুরোহিত চরিত্রে একই ব্যক্তিকে অভিনয় করতে দেখেও মাঠ ভরতি দর্শক নিঃশব্দে তা মেনে নেয়।

48. দেখে প্রথমে খুব উল্লাস হয়েছিল” —কী দেখে নাট্যকারের মনে উল্লাস জেগেছিল?

উত্তর:- নাট্যকার শম্ভু মিত্র লক্ষ করেন যে, উড়ে দেশের যাত্রা ও মারাঠি তামাশায় সাজসরঞ্জামের বাহুল্য ব্যতিরেকেই নাটক পরিবেশন করা হয় এবং দর্শক তা সহজে মেনেও নেয়। তাই বহুরূপী নাট্যসংস্থার কর্ণধার হিসেবে তিনি কম ব্যয়ে নাট্যোপস্থাপনের পন্থা আবিষ্কারে সফল হওয়ায় উল্লসিত হন।

49. বহুরূপীর নাট্য উপস্থাপনার পথে প্রধান বাধা কী?

উত্তর:- বহুরূপী নাট্যসংস্থার নাট্য-উপস্থাপনার পথে প্রধান বাধা হল বহুরূপীর আর্থিক আনুকূল্যের ‘দুরন্ত অভাব’। আর্থিক প্রতিকূলতার কারণে ভালো স্টেজ, সিনসিনারি, অন্যান্য সরঞ্জাম কোনো কিছুই তাদের ছিল না। এ ছাড়াও সরকারি খাজনার প্রকোপ তাদের নাট্যোপস্থাপনার পথে বাধা সৃষ্টি করে।

50. নাট্য উপস্থাপনার বাধা দূরীকরণের জন্য শম্ভু মিত্র কী উপায় বের করেছিলেন?

উত্তর:- নাট্য উপস্থাপনার বাধা দূর করার জন্য শম্ভু মিত্র কোনো সাজসরঞ্জাম ছাড়াই নাট্যাভিনয় করার উপায় বের করেছিলেন।

51. উড়ে দেশের যাত্রায় রাজা দূতকে কী বলেন?

উত্তর:- উড়ে দেশের যাত্রায় রাজা দুতকে বলেন—“তমে ঘোড়া নেইকরি চল খবর নেই আসিবি”, অর্থাৎ তুমি ঘোড়া নিয়ে গিয়ে তাড়াতাড়ি খবর নিয়ে আসবে।

52. ওঃ দাতাকর্ণ যে।”–কাকে কেন ‘দাতাকর্ণ’ বলা হয়েছে?

উত্তর:- ‘বিভাব’ নাটকের অন্যতম প্রধান চরিত্র অমরকে শম্ভু ‘দাতাকর্ণ’ বলেছেন। অমর শম্ভুকে চা খাওয়ার জন্য তার সদ্য ধরানো সিগারেটটি ফেলে দিতে বলেন এবং এও বলেন যে, তিনি চা খাওয়ার পর তাঁকে আবার সিগারেট দেবেন। এ কথা শুনেই শম্ভু অমরকে ‘দাতাকর্ণ’ বলেন।

53. দেখছ না বার্থ রেট কী হাই।”—কথাটির অর্থ কী?

উত্তর:- ‘বার্থ রেট’ কথাটির অর্থ জন্মহার। বস্তুত, বউদি পৃথিবীর সবচেয়ে পপুলার বিষয় হিসেবে প্রেমের কথা বললে অমর তাঁকে সমর্থন করে ভারতে জন্মহার বৃদ্ধির কারণ হিসেবে সেই পপুলার প্রেমের কথাই বলেন। এটি নাট্যকারের নির্মল হাস্যরস নির্মাণ।

54. বিভাব’ নাটকে নায়ক সম্বন্ধে কী বলা হয়েছে?

উত্তর:- ‘বিভাব’ নাটকের বউদির সংলাপ অনুযায়ী ব্যক্তি বিশেষের নায়ক হওয়াটাই হল বড়ো কথা, তার কোনো ব্যক্তিক পরিচয় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। তার কলেজ বা অফিস কিছু না থাকলেও চলে। বউদির এই বক্তব্যের প্রেক্ষিতে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নায়ক চরিত্রের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

উচ্চমাধ্যমিকের বাংলা এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক বাংলা – কে বাঁচায় কে বাঁচে! (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – ভারতবর্ষ (গল্প) সৈয়দ মুস্তাফা সিরাজ Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – রুপনারায়নের কূলে (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – শিকার (কবিতা) জীবানন্দ দাশ Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – মহুয়ার দেশ (কবিতা) সমর সেন Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – ক্রন্দনরতা জননীর পাশে (কবিতা) মৃদুল দাশগুপ্ত Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (আন্তর্জাতিক কবিতা) ব্রট্রোল্ট ব্রেখট Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – অলৌকিক (ভারতীয় গল্প) কর্তার সিং দুগগাল Click Here

উচ্চমাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক বাংলা – কে বাঁচায় কে বাঁচে! (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় Mock Test –  Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী Mock Test –  Click Here   

উচ্চমাধ্যমিক বাংলা – ভারতবর্ষ (গল্প) সৈয়দ মুস্তাফা সিরাজ Mock Test –  Click Here 

উচ্চমাধ্যমিক বাংলা – রুপনারায়নের কূলে (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Mock Test –  Click Here 

উচ্চমাধ্যমিক বাংলা – শিকার (কবিতা) জীবানন্দ দাশ Mock Test –  Click Here 

উচ্চমাধ্যমিক বাংলা – মহুয়ার দেশ (কবিতা) সমর সেন Mock Test –  Click Here 

উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় Mock Test –  Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – ক্রন্দনরতা জননীর পাশে (কবিতা) মৃদুল দাশগুপ্ত Mock Test –  Click Here 

উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র Mock Test –  Click Here 

উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় Mock Test –  Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (আন্তর্জাতিক কবিতা) ব্রট্রোল্ট ব্রেখট Mock Test –  Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – অলৌকিক (ভারতীয় গল্প) কর্তার সিং দুগগাল Mock Test –  Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS HistoryClick Here
HS GeographyClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary Bengali Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Bengali Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক বাংলা –  বিভাব (নাটক) শম্ভু মিশ্র – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

বিভাব (নাটক) শম্ভু মিশ্র প্রশ্ন ও উত্তর 

(HS Bengali Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Bengali Suggestion  / HS Bengali Question and Answer  / Class 12 Bengali Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Bengali Exam Guide  / HS Bengali Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Bengali Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

বিভাব (নাটক) শম্ভু মিশ্র MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক বাংলা

বিভাব (নাটক) শম্ভু মিশ্র MCQ প্রশ্ন ও উত্তর | বিভাব (নাটক) শম্ভু মিশ্র HS Bengali Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  – বিভাব (নাটক) শম্ভু মিশ্র MCQ প্রশ্ন উত্তর।

বিভাব (নাটক) শম্ভু মিশ্র SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  Bengali Suggestion  Download WBCHSE Class 12th Bengali short question suggestion  . HS Bengali Suggestion   download Class 12th Question Paper  Bengali. WB Class 12  Bengali suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad