উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer | HS Class 12th Bengali Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer | HS Class 12th Bengali Question and Answer

উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী MCQ প্রশ্ন ও উত্তর | HS Bengali MCQ Question and Answer |

1. “খুবই অদ্ভুত কথা”—‘অদ্ভুত কথা’টি কী?—                                                                            

[A] উচ্ছব কয়েকদিন খায়নি 

[B] বড়োপিসিমার বিয়ে হয়নি

[C] সবাইকে হারিয়েও উচ্ছব ভাত খেতে চেয়েছে

[D] উচ্ছবকে বড়োবউয়ের পছন্দ হয়নি।

উত্তর:- [B] বড়োপিসিমার বিয়ে হয়নি                                                                                         

2. বড়ো বাড়িতে মাছের সঙ্গে যে চালের ভাত রান্না হয়, তা হল—                                                    

[A] ঝিঙেশাল

[B] কনকপানি

[C] রামশাল

[D] পদ্মজালি

উত্তর:- [C] রামশাল                                                                                                                

3. “ময়ূরছাড়া কার্তিক আসবে নাকি?”—কার কথাপ্রসঙ্গে এই উক্তি?                                                

[A] বুড়োকর্তা

[B] উচ্ছব

[C] বড়ো ছেলে

[D] মেজো ছেলে

উত্তর:- [B] উচ্ছব                                                                                                                    

4. বুড়োকর্তার ক্যানসার হয়েছিল—                                                                                            

[A] লিভারে

[B] ফুসফুসে

[C] প্রোস্টেট গ্ল্যান্ডে

[D] গলায়

উত্তর:- [A] লিভারে                                                                                                                 

5. ভাত খাবে কাজ করবে।”—উক্তিটির বক্তা—                                                                            

[A] বামুনঠাকুর

[B] বড়োপিসিমা

[C] বড়োবউ ঘ বাসিনী

[D] কনোটাও নয়

উত্তর:- [A] বামুনঠাকুর                                                                                                             

6. “…অমন বড়োলোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি।”—কারণ-                                                 

[A] বুড়োকর্তাকে দেখাশোনার জন্য

[B] মেয়ের বিয়েতে অনিচ্ছার জন্য

[C] সংসার সামলানোর জন্য

[D] দেবতার সেবা করার জন্য

উত্তর:- [C] সংসার সামলানোর জন্য                                                                                           

7. “দূরদর্শী লোক ছিলেন।”—কে?                                                                                             

[A] বুড়োকর্তা

[B] বড়োপিসিমা

[C] হরিচরণ

[D] মহানাম

উত্তর:- [A] বুড়োকর্তা                                                                                                              

8. “…বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা-ঝামটা হচ্ছিল।”—কারণ—                                                      

[A] বুড়োকর্তার বয়স হয়ে গিয়েছিল।

[B] বুড়োকর্তার শরীর ভেঙে পড়েছিল

[C] বুড়োকর্তার বউ মারা গিয়েছিল।

[D] বুড়োকর্তার অবস্থা পড়ে গিয়েছিল।

উত্তর:- [C] বুড়োকর্তার বউ মারা গিয়েছিল।                                                                                 

9. “আমাদের বাসিনীর কে হয়। সেই ডেকে আনলে।”—বাসিনী উৎসবকে ডেকে এনেছিল কেন?—       

[A] ঝড়জলে লোকটির দেশ ভেসে গেছে

[B] লোকটি খুব পরিশ্রমী ও সৎ

[C] লোকটির খাওয়া জুটছে না লোকটি বাসিনীর গ্রামের লোক

[D] কনোটাও নয়

উত্তর:- [A] ঝড়জলে লোকটির দেশ ভেসে গেছে                                                                         

10. “ময়ূরছাড়া কার্তিক আসবে নাকি?”—উক্তিটির বক্তা-                                                               

[A] বড়োপিসিমা

[B] বাসিনী

[C] বড়োবউ

[D] মেজোবউ

উত্তর:- [A] বড়োপিসিমা                                                                                                           

11. “…তাই বড়ো বউ জানতো না।”—কী জানত না?                                                                      

[A] পিসিমার বিয়ে হয়নি

[B] উৎসব কাজ করতে এসেছে

[C] লিভারে যে ক্যানসার হয়

[D] বাড়িতে হোমযজ্ঞ হচ্ছে

উত্তর:- [C] লিভারে যে ক্যানসার হয়                                                                                          

12. মেজোবউ রান্না করছিল—                                                                                                   

[A] পুকুরপাড়ে

[B] মাঠের ধারে

[C] উনোনপাড়ে

[D] রাস্তার ধারে

উত্তর:- [C] উনোনপাড়ে                                                                                                           

13. বড়ো বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয়—                                                                    

[A] বামুন-চাকর-ঝিদের জন্যে

[B] মেজো আর ছোটোর জন্য

[C] বড়োবাবুর জন্য

[D] নিরামিষ ডাল-তরকারির সঙ্গে খাবার জন্য

উত্তর:- [C] বড়োবাবুর জন্য                                                                                                       

14. “কালো বিড়ালের লোম আনতে গেছে”—                                                                              

[A] ভজন চাকর

[B] বড়োপিসিমা

[C] উচ্ছব

[D] বড়োবউ

উত্তর:- [A] ভজন চাকর                                                                                                           

15. উচ্ছবকে বড়োবাড়িতে কে নিয়ে এসেছিল?—                                                                         

[A] ভজন চাকর

[B] বাসিনী

[C] তান্ত্রিক

[D] ছোটোবউয়ের বাবা

উত্তর:- [B] বাসিনী                                                                                                                   

16. বাসিনীর মনিববাড়ির বড়োকর্তার বয়স হয়েছিল—                                                                   

[A] বিরাশি বছর

[B] আশি বছর

[C] চুরাশি বছর

[D] তিরাশি বছর

উত্তর:- [A] বিরাশি বছর                                                                                                           

17. “বড়ো বউ কোনো কথা বলে না।”—কারণ—                                                                          

[A] বড়োপিসিমার সব কথাই সত্যি

[B] বড়োপিসিমার সব কথাই বানানো

[C] বড়োপিসিমার সব কথাই মিথ্যে

[D] বড়োপিসিমার সব কথাই হুল ফোটানো

উত্তর:- [A] বড়োপিসিমার সব কথাই সত্যি                                                                                  

18. “সকালে লোকজন উচ্ছবকে সেখানেই ধরে ফেলে।”—জায়গাটি হল—                                       

[A] রাস্তায়

[B] স্টেশনের প্ল্যাটফর্মে

[C] পার্কে

[D] ট্রেনে

উত্তর:- [B] স্টেশনের প্ল্যাটফর্মে                                                                                                

19. ট্রেন ধরে উচ্ছব প্রথমে কোথায় যাবে ভেবেছিল?—                                                                 

[A] সুন্দরবনে

[B] কালীঘাটে

[C] দেশ গাঁয়ে

[D] ক্যানিং-এ

উত্তর:- [D] ক্যানিং-এ                                                                                                              

20. “উচ্ছবের মাথায় এখন বুদ্ধি স্থির,…”—উচ্ছব যে বুদ্ধিটি করেছিল, তা হল—                               

[A] ভাতগুলোকে সে ছেলেমেয়েদের জন্য নিয়ে যাবে

[B] ভাতগুলো দূরে ফেলার নাম করে তা নিজেই খেয়ে নেবে 

[C] অনেক না খেতে পাওয়া লোকের সঙ্গে ভাগ করে ভাতগুলো খাবে

[D] ভাতগুলো নিয়ে সে গ্রামে ফিরে যাবে

উত্তর:- [B] ভাতগুলো দূরে ফেলার নাম করে তা নিজেই খেয়ে নেবে                                               

21. “ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে,”—তার এভাবে ছুটে আসার কারণ—                                           

[A] উচ্ছব অশৌচ বাড়ির ভাত খাওয়ার উপক্রম করেছিল

[B] কুকুরেরা উচ্ছবকে ঘিরে ধরেছিল

[C] পুলিশ উচ্ছবকে তাড়া করে ধরতে চাইছিল

[D] খালি পেটে কাঠ কাটার যন্ত্রণায় উচ্ছব চিৎকার করে উঠেছিল।

উত্তর:- [A] উচ্ছব অশৌচ বাড়ির ভাত খাওয়ার উপক্রম করেছিল                                                   

22. “বাসিনী থমকে দাঁড়ায়।”—কারণ সে দেখল—                                                                        

[A] পিছন থেকে বড়োপিসিমা তাকে ডাকছে

[B] একদল পুলিশ আসছে

[C] উৎসব হিংস্রভাবে তার দাঁত বের করেছে

[D] উৎসব বসে ভাত খাচ্ছে

উত্তর:- [C] উৎসব হিংস্রভাবে তার দাঁত বের করেছে                                                                     

23. “সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে।” -ভাতের স্পর্শে উচ্ছবের স্বর্গসুখ লাভের কারণ—                        

[A] বহুদিন সে ভাত খেতে পায়নি

[B] এত ভালো চালের ভাত সে আগে কখনও খায়নি

[C] সে রুটির থেকেও ভাত খেতে বেশি ভালোবাসে

[D] প্রচুর খাটাখাটনির পর সে একমুঠো ভাত পেয়েছিল

উত্তর:- [A] বহুদিন সে ভাত খেতে পায়নি                                                                                    

24. “সবৃস্ব রান্না পথে ঢেলে দিগে যা” –বলেন—                                                                           

[A] বড়োপিসিমা

[B] বাসিনী

[C] উচ্ছব  

[D] সতীশবাবু

উত্তর:- [A] বড়োপিসিমা                                                                                                           

25. “আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্ছবের।”—তার সেই বাদা খোঁজ না করতে পারার কারণটি হল—

[A] তাকে পুলিশে দেওয়া হয়েছিল।

[B] সত্যিই সেরকম কোনো বাদার অস্তিত্ব ছিল না

[C] বাড়ি ফেরার তাগিদে তার হাতে সময় ছিল না বাসিনী তাকে বাদায় যেতে নিষেধ করেছিল

[D] কনোটাও নয়

উত্তর:- [A] তাকে পুলিশে দেওয়া হয়েছিল।                                                                                 

26. বুড়োকর্তার মৃতদেহ সৎকারে নিয়ে যাওয়া হয়—                                                                     

[A] রাত একটার পর রাত বারোটার পর

[B] কনোটাও নয়

[C] রাত ন-ন্টার পর

[D] রাত দুটোর পর

উত্তর:- [A] রাত একটার পর রাত বারোটার পর                                                                            

27. “রাস্তার দোকান থেকে চা আসতে থাকে।”—কারণ-                                                                 

[A] বাড়িতে চায়ের ব্যবস্থা ছিল না

[B] বাড়িতে চা করার মতো কেউ ছিল না

[C] বাড়িতে উনুন জ্বলবে না

[D] বাড়িতে সবাই কাজে ব্যস্ত ছিল

উত্তর:- [C] বাড়িতে উনুন জ্বলবে না                                                                                            

28. উচ্ছব ভোরের ট্রেন ধরে কোন্ স্টেশনে যাবে?—                                                                    

[A] শিয়ালদহ খ মগরাহাট

[B] কনোটাও নয়

[C] ক্যানিং

[D] লক্ষ্মীকান্তপুর

উত্তর:- [C] ক্যানিং                                                                                                                  

29. “মারতে মারতে উচ্ছবকে ওরা থানায় নিয়ে যায়।”—কারণ—                                                    

[A] পিতলের ডেকচি চুরির অপরাধে

[B] বাবুর বাড়িতে চুরি করার মতলব আঁটার জন্য

[C] ভাতের জন্য খুনখারাপির অপরাধে

[D] বউ-ছেলেমেয়েকে খেতে না দেওয়ার অপরাধে

উত্তর:- [A] পিতলের ডেকচি চুরির অপরাধে                                                                                

30. ‘ভাত’ গল্পে মুমূর্ষু বৃদ্ধের স্ত্রীকে ভালোমন্দ রান্না করে খাওয়াচ্ছিল—                                           

[A] বাসিনী

[B] বামুন ঠাকুর

[C] বড়োবউ

[D] মেজোবউ

উত্তর:- [D] মেজোবউ                                                                                                              

31. বড়োবউ যখন বুড়োকর্তার ঘরে গিয়েছিল, তখন সে ঘরে আর কে ছিল?—                                  

[A] বড়োপিসিমা

[B] মেজোবউ

[C] বাসিনী

[D] নার্স

উত্তর:- [D] নার্স                                                                                                                      

32. বড়ো বাড়ির কোন্ ছেলে বিলেতে থাকে?—                                                                           

[A] বড়ো ছেলে

[B] মেজো ছেলে

[C] সেজো ছেলে

[D] ছোটো ছেলে

উত্তর:- [C] সেজো ছেলে                                                                                                          

33. ভাতগল্পের বড়ো বাড়ির ছেলেরা সকাল ক-টার আগে ঘুম থেকে ওঠে না?—                             

[A] আটটা

[B] ন-টা

[C] দশটা

[D] এগারোটা

উত্তর:- [D] এগারোটা                                                                                                              

34. ভাতগল্পে বড়োপিসিমাদের কতগুলি দেবত্র বাড়ি ছিল?—                                                      

[A] পনেরোটা

[B] আঠারোটা

[C] বারোটা

[D] যোলোটা

উত্তর:- [B] আঠারোটা                                                                                                             

35. হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিলেন—                                                                                  

[A] মেজো ছেলে মেজোবউয়ের বাবা

[B] কনোটাও নয়

[C] বড়ো ছেলের শ্বশুর

[D] ছোটোবউয়ের বাবা

উত্তর:- [D] ছোটোবউয়ের বাবা                                                                                                 

36. ভাতগল্পে যজ্ঞের জন্য কোথা থেকে বালি আনার প্রয়োজন হয়ে পড়েছিল?—                            

[A] নদী

[B] সমুদ্র

[C] শ্মশান

[D] কবরখানা

উত্তর:- [C] শ্মশান                                                                                                                   

37. নীচের কোন্ গ্রন্থটি মহাশ্বেতা দেবীর লেখা নয়?—                                                                   

[A] অরণ্যের অধিকার

[B] হাজার চুরাশির মা গ সিধু-কানুর ডাকে

[C] কনোটাও নয়

[D] টানাপোড়েন

উত্তর:- [D] টানাপোড়েন                                                                                                           

38. ‘ভাত’ গল্পটি প্রকাশিত হয়েছিল কোন্ পত্রিকায়?—                                                                 

[A] কল্লোল

[B] আনন্দবাজার

[C] ম্যানিফেস্টো

[D] আজকাল

উত্তর:- [C] ম্যানিফেস্টো                                                                                                          

39. “উনি হলেন দেবতার সেবিকা।”—উনি বলতে যাঁর কথা বলা হয়েছে—                                       

[A] বড়োবউ

[B] বড়োপিসিমা

[C] চন্নুনীর মা

[D] মহাশ্বেতা দেবী

উত্তর:- [B] বড়োপিসিমা                                                                                                           

40. “উনি আমার পতিদেবতা।”—বক্তা হলেন—                                                                           

[A] বড়োবউ

[B] বড়োপিসিমা

[C] চন্নুনীর মা

[D] এদের কেউ নয়

উত্তর:- [B] বড়োপিসিমা                                                                                                           

41. “বাদা থেকে চাল আসছে।”—‘বাদা’ শব্দের অর্থ হল—                                                            

[A] পাত্র

[B] রেশন

[C] দোকান

[D] নিম্নভূমি

উত্তর:- [D] নিম্নভূমি                                                                                                                

42. কোন্ গাছের কাঠ তান্ত্রিকের যজ্ঞে লাগেনি?—                                                                        

[A] অশ্বত্থ

[B] বট

[C] আম

[D] তেঁতুল

উত্তর:- [C] আম                                                                                                                     

43. ‘ভাত’ গল্পে লোকটার চেহারা ছিল—                                                                                    

[A] দেহাতি

[B] বুনো-বুনো

[C] খুব লম্বা

[D] ভদ্র

উত্তর:- [B] বুনো-বুনো                                                                                                              

44. “উনি হলেন দেবতার সেবিকা।”—বড়োপিসিমাকে ‘দেবতার সেবিকা’ বলার কারণ—                    

[A] তিনি প্রতিদিনই দেবতার পুজো করতেন

[B] বাড়ির গৃহদেবতা শিবের অত্যন্ত ভক্ত ছিলেন

[C] মনে করা হয় শিবঠাকুরের সঙ্গে ওঁর বিয়ে হয়েছিল

[D] তিনি একজন সেবিকার মতো দেবতাকে দেখাশোনা করতেন

উত্তর:- [C] মনে করা হয় শিবঠাকুরের সঙ্গে ওঁর বিয়ে হয়েছিল                                                       

45. “সেই ডেকে আনলে।”—এখানে বাসিনী ডেকে এনেছে—                                                         

[A] বাড়ির বুড়োকর্তাকে

[B] বুনো-বুনো চেহারার একটা লোককে

[C] বড়োপিসিমাকে

[D] বাড়ির বড়োবউকে

উত্তর:- [B] বুনো-বুনো চেহারার একটা লোককে                                                                           

46. “বড়ো বউ চুপ করে যায়।”—তার এই চুপ করে যাওয়ার কারণ—                                               

[A] বড়োপিসিমার ঠেস দেওয়া কথাবার্তা

[B] বড়োপিসিমা চুপ করতে বলেছিলেন বলে ।

[C]  আর কোনো কথা খুঁজে পায় না বলে

[D] বড়োপিসিমার কথায় খুব রাগ হয়ে যায় বলে

উত্তর:- [A] বড়োপিসিমার ঠেস দেওয়া কথাবার্তা                                                                          

47. “যজ্ঞি-হোম হচ্ছে।” —যজ্ঞি-হোমের জন্য আনা হয়েছিল—                                                      

[A] বেল, বেলকাঠ, ধুনো, বাতাসা

[B] আম, বেল, জাম, ক্যাওড়া গাছের কাঠ

[C] বেল, বট, অশ্বত্থ, আম গাছের কাঠ

[D] বেল, ক্যাওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল কাঠ

উত্তর:- [D] বেল, ক্যাওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল কাঠ                                                                       

48. “চোখ ঠিকরে বেরিয়ে আসে তার।”—বাদার লোকটির এমন অবস্থার কারণ-                                

[A] সে প্রচুর কাঠ কাটার যন্ত্রণায় ছটফট করছিল

[B] সে বাবুদের বাড়িতে নানা রকমের চালের ভাত রান্না হতে দেখেছিল

[C] সে বাবুদের বাড়ির বড়ো কর্তার ওপর রেগে গিয়েছিল

[D] বড়োপিসিমা তার সঙ্গে দুর্ব্যবহার করেছিল

উত্তর:- [B] সে বাবুদের বাড়িতে নানা রকমের চালের ভাত রান্না হতে দেখেছিল                                 

49. ‘কনকপানি’ চালের ভাত খান—                                                                                           

[A] বড়োবাবু মেজোবাবু

[B] কনোটাও নয়

[C] ছোটোবাবু

[D] পিসিমা

উত্তর:- [A] বড়োবাবু মেজোবাবু                                                                                                 

50. বড়ো বাড়িতে মেজো আর ছোটো ছেলের জন্য বারোমাস কোন্ চাল রান্না হয়?—                         

[A] ঝিঙেশাল

[B] রামশাল

[C] পদ্মজালি

[D] কনকপানি

উত্তর:- [C] পদ্মজালি                                                                                                               

51. “সেই জন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি।”—কারণ—                                                       

[A] তারা ঘরজামাই থাকে

[B] তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না।

[C] কনোটাও নয়

[D] তারা বাড়ির কাজে ব্যস্ত তারা অসুস্থ

উত্তর:- [B] তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না।                                                                  

52. “রেঁধে-বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ।”—যার কাজ সে হল-                                           

[A] বড়োবউ

[B] মেজোবউ

[C] বাসিনী

[D] ছোটোবউ

উত্তর:- [B] মেজোবউ                                                                                                              

53. রামশাল চালের ভাত কীসের সঙ্গে খাওয়া হত?—                                                                    

[A] ডাল-তরকারি

[B] সবজি

[C] মাছ

[D] মাংস

উত্তর:- [C] মাছ                                                                                                                      

54. নিরামিষ তরকারির সঙ্গে যে চালের ভাত খাওয়া হত, তা হল –                                                   

[A] কনকপানি

[B] পদ্মজালি

[C] রামশাল

[D] ঝিঙেশাল

উত্তর:- [D] ঝিঙেশাল                                                                                                              

55. বামুন-চাকর-ঝিদের জন্য কোন্ চাল রান্না করা হয়?—                                                              

[A] রামশাল

[B] কনকপানি

[C] পদ্মজালি

[D] মোটা-সাপ্‌টা।

উত্তর:- [D] মোটা-সাপ্‌টা।                                                                                                         

56. “বড়োবউ ভাবতে চেষ্টা করে”—কী ভাবতে চেষ্টা করে?                                                           

[A] তখন আর মাছ আসবে না

[B] কত কাজ বাকি আছে।

[C] তখনও চাঁদ সূর্য উঠবে কি না

[D] তখনও সসাগরা পৃথিবীতে থাকবে কি না এতে

উত্তর:- [C] তখনও চাঁদ সূর্য উঠবে কি না                                                                                     

উচ্চমাধ্যমিক বাংলা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর | HS Bengali SAQ Question and Answer |

1. তান্ত্রিক হোম শুরু করার আগে বুড়োকর্তার রোগকে কী করেন?                                                   

উত্তর:- তান্ত্রিক হোম শুরু করার আগে হঠাৎ চিৎকার করে একটা যন্ত্র পড়ে বুড়োকর্তার রোগকে দাঁড় করান এবং তারপর কালো বিড়ালের লোম দিয়ে তাকে বাঁধেন।

2. তান্ত্রিক বুড়োকর্তার রোগকে দাঁড় করানোর জন্য কোন্ মন্ত্র আওড়েছিলেন?                                    

উত্তর:- তান্ত্রিকের আওড়ানো মন্ত্রটি হল— “ওঁং হ্রীং ঠং ঠং ভো ভো রোগ শৃণু শৃনু।

3. নার্স যখন ডাক্তারকে খবর দিতে বলেছিলো ?                                                                           

উত্তর:- তান্ত্রিক হোম শুরু করার সঙ্গে সঙ্গেই দোতলা থেকে নার্স নেমে এসে ডাক্তারকে খবর দিতে বলেছিল।

4. “বড়ো, মেজ ও ছোটো ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়…।”—কখন?      

উত্তর:- তান্ত্রিক হোম শুরু করার সঙ্গে সঙ্গেই দোতলা থেকে নার্স নেমে এসে ডাক্তারকে কল দিতে বললে বুড়োকতার তিন ছেলে হোমের ঘর থেকে বেরিয়ে যায়।

5. বাসিনী উচ্ছবকে স্নান করতে বললে উচ্ছব রাজি হয় না কেন?                                                      

উত্তর:- উচ্ছব স্নান করতে রাজি হয় না কারণ মাথায় জল পড়লে তার পেটের খিদে আর তাকে মানতে চাইবে না ।

6. নার্স ডাক্তারকে কল দিতে বলার পর উচ্ছব কোথায় যায়?                                                           

উত্তর:- নার্স ডাক্তারকে কল দিতে বলার পর উচ্ছব বাইরে গিয়ে শিবমন্দিরের চাতালে বসে।

7. “…উচ্ছব সেই বাদাটা খুঁজে বের করবে।” –কোন্ বাদার কথা বলা হয়েছে?                                    

উত্তর:- বড়ো বাড়ির অধিকৃত যে বাদায় প্রচুর ধানের ফলন হয়, কলকাতার সেই বাদাটার কথাই এখানে বলা হয়েছে ।

8. মন্দিরের চাতালে তাস পেটাতে থাকা তিনটি ছেলে কী বলেছিল?                                                 

উত্তর:- মন্দিরের চাতালে তাস পেটাতে থাকা তিনটি ছেলে বলেছিল যে, বড়ো বাড়ির বুড়োকে বাঁচানোর জন্য হোম হচ্ছে।

9. উচ্ছবের চোখে জল আসে কেন ?                                                                                           

উত্তর:- দুর্যোগের রাতে মাতলা নদী পাগল হয়ে পাড়ে উঠে না আসলে উচ্ছবের বউ-ছেলেমেয়ে আরও অনেকদিন বাঁচত — এ কথা ভেবেই উচ্ছবের চোখে জল আসে।

10. “তাস পিটানো ছেলে গুলি অস্বস্তিতে পড়ে।”— কেন?                                                               

উত্তর:- উচ্ছব যখন তাস পেটানো ছেলেদের বলে যে, ঝড়জলে তার সব কিছু, এমনকি তার ঘরের মানুষরাও চলে গেছে, তখন তারা অস্বস্তিতে পড়ে।

11. উচ্ছবের ঘুম কীভাবে ভেঙে যায় ?                                                                                       

উত্তর:- একটা লোকের পায়ের ধাক্কা খেয়ে উচ্ছবের ঘুম ভেঙে যায় ।

12. “নইলে দোষ লাগবে ।” – কী হলে দোষ লাগবে?                                                                     

উত্তর:- বুড়োকর্তার মৃতদেহ বের করে রাতারাতিই দাহকর্ম না করতে পারলে দোষ লাগবে বলে বলা হয়েছিল।

13. তান্ত্রিক বুড়োকর্তার মৃত্যুতে নিজের দোষ ঢাকতে কী অজুহাত দিয়েছিলেন ?                                

উত্তর:- তান্ত্রিক নিজের দোষ ঢাকতে অজুহাত দিয়েছিলেন, যে বুড়োকর্তার তিন ছেলে হোম ছেড়ে উঠে গিয়েছিল বলেই তিনি বুড়োকর্তাকে বাঁচাতে পারেননি।

14. মন্দিরের চাতালে কয়টি ছেলে তাস খেলছিল ?                                                                        

উত্তর:- বড়ো বাড়ি থেকে বেরিয়ে উচ্ছব যে শিবমন্দিরের চাতালে বসেছিল সেখানে তিনটি ছেলে তাস খেলছিল।

15. “অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী…”- এ কথা কে বলত ?                                                       

উত্তর:- মহাশ্বেতী দেবী রচিত ‘ভাত’ গল্পে উচ্ছবের ঠাকুমা এ কথা বলত।

16. বুড়োকর্তার মৃতদেহ বহন করে নিয়ে যাওয়ার খাট কোথায় তৈরি হয়েছিলো ?                              

উত্তর:- বুড়োকর্তার মৃতদেহ বহনের খাট বাগবাজার থেকে তৈরি হয়েছিল।

17. “সতীশবাবুর নাতি ফুট খায়।” – সতীশবাবু কে ছিল ?                                                               

উত্তর:- সতীশ মিস্তিরি ছিল ধনী কৃষক, যার জমিতে কাজ করে উচ্ছবের দিন কাটতো।

18. মুখবন্ধ টিনের কৌটোটা কোথা থেকে পেয়েছিল উচ্ছব ?                                                          

উত্তর:- সতীশবাবুর নাতির বেবি ফুডের মুখবন্ধ চিনের কৌটোটা উচ্ছবের পছন্দ হয় বলে সতীশবাবুর কাছ থেকে সে কৌটোটা চেয়ে এনেছিল।

19. “তান্ত্রিকের নতুন বিধান হল…” – তান্ত্রিকের পুরোনো বিধানটা কী ছিল?

উত্তর:- তান্ত্রিকের পুরোনো বিধান ছিল যে, হোমে বসার আগে যেন তাড়াতাড়ি খাওয়াদাওয়া সেরে ফেলা হয়।

20. “তান্ত্রিকের নতুন বিধেন হল…” – তান্ত্রিকের নতুন বিধান কী ?                                                    

উত্তর:- তান্ত্রিক নতুন বিধান হল যে, হোমের আগেই সব কিছু রান্না করে রাখতে হবে, কিন্তু খেতে হবে হোমের পরে।

21. বাসিনী উচ্ছবকে লুকিয়ে খাবার দিতে কী অজুহাতে উঠোনে এসেছিল?                                       

উত্তর:- বাসিনী ঝুড়িবোঝাই শাক ধুতে আসার অজুহাতে উচ্ছবকে লুকিয়ে খাবার দিতে উঠোনে এসেছিল।

22. “বড়োপিসিমা খনখনিয়ে ওঠে।”—কী উদ্দেশ্যে ?                                                                     

উত্তর:- উৎসবকে দিয়ে তাড়াতাড়ি কাঠ কাটানোর উদ্দেশ্যে বড়োপিসিমা খনখনিয়ে ওঠে।

23. ‘…ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড়ো উতলা করে।”-কাকে?                                                           

উত্তর:- বড়ো বাড়ির ফুটন্ত ভাতের গন্ধ উচ্ছবকে বড়ো উতলা করে।

24. “এসব কথা শুনে উচ্ছব বুকে বল পায়।”— কোন্ কথা শুনে উচ্ছব বুকে বল পায় ?                       

উত্তর:- বড়ো বাড়ির রাশি রাশি রান্না শেষ হওয়ার কথা শুনে উচ্ছব বুকে বল পায়।

25. “এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছরাদ্দ হবে”- কাদের এভাবে শ্রাদ্ধ হবে ?                                  

উত্তর:- প্রখ্যাত মহিলা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ‘ভাত’ ছোটোগল্প থেকে আমরা জানতে পারি যে, মাতলা নদীর বন্যায় মৃত গ্রামবাসীদের সারবন্দিভাবে শ্রাদ্ধ করা হবে।

26. “তুমি কী বুঝবে সতীশবাবু!”—কী না বোঝার কথা বলা হয়েছে ?                                               

উত্তর:- সতীশবাবু নদীর পাড়ে, মাটির ঘরে থাকে না বলে সেখানে বাস করার যে দুঃখকষ্ট তা না বোঝার কথা বলা হয়েছে।

27. সতীশবাবু উচ্ছবকে ভাত খেতে দেননি কেন?                                                                          

উত্তর:- উচ্ছবকে ভাত খেতে দিলে দলে দলে অভুক্ত মানুষ ভাতের জন্য তাঁর বাড়িতে এসে জড়ো হবে বলে সতীশবাবু উচ্ছবকে ভাত খেতে দেননি ।

28. ‘প্রেত হয়ে থাকা উচ্ছব কীভাবে মানুষহবে বলে মনে করেছে?                                               

উত্তর:- দীর্ঘদিন ভাত খেতে না পেয়ে ‘প্রেত’ হয়ে থাকা উচ্ছব ভাত খেলে ‘মানুষ’ হবে বলে মনে করেছে।

29. “ভাত খেলে সে মানুষ হবে।” – মানুষ হলে সে কী করবে? অথবা, ভাত খেয়ে শক্তি পেলে উচ্ছব কী করবে?

উত্তর:- উচ্ছব ভাত খেয়ে প্রেত থেকে মানুষে পরিণত হলে মৃত বউ- ছেলেমেয়ের জন্য কাঁদবে।

30. আড়াই মন কাঠ দালানে রেখে আসার পর কী কাজ করে উচ্ছব?                                                

উত্তর:- আড়াই মন কাঠ দালানে রেখে এসে উচ্ছব উঠোনে পড়ে থাকা কাঠের ছোটো-বড়ো টুকরোগুলো ঝুড়িতে তুলে রেখে উঠোন ঝাঁট দেয় ৷

31. মন্দিরের চাতালে ঘুমোনো উচ্ছবকে উঠিয়ে একজন তার বিরুদ্ধে কোন্ অভিযোগ করেছিল?         

উত্তর:- মন্দিরের চাতালে ঘুমোনো উচ্ছবকে উঠিয়ে সে চুরির মতলবে সেখানে পড়ে আছে কি না—একজন এই অভিযোগ করেছিল।

32. ঘুম থেকে উঠে বড়ো বাড়িতে ঢোকার আগে কী লক্ষ করেছিল উচ্ছব?                                        

উত্তর:- ঘুম থেকে উঠে বড়ো বাড়িতে ঢোকার আগে উচ্ছব রাস্তায় দাঁড়ানো বেশ কয়েকটি গাড়ি এবং ছোটো ছোটো কয়েকটি জটলা লক্ষ করেছিল।

33. ঝড়বৃষ্টির রাতে উচ্ছব কী কী খেয়েছিল ? অথবা, “সেই সন্ধ্যেয় অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল।”- সে কী খেয়েছিল ?

উত্তর:- ঝড়বৃষ্টির সন্ধ্যায় উচ্ছব অনেকটা হিংচে শাক সেদ্ধ এবং গুগলি সেদ্ধ, নুন ও লংকাপোড়া দিয়ে ভাত মেখে খেয়েছিল।

34. বন্যায় বউ-ছেলেমেয়ে মারা না গেলে বিপর্যয়ের পর কী করত উচ্ছব ?                                        

উত্তর:- বন্যায় বউ-ছেলেমেয়ে মারা না গেলে উচ্ছবরা সবাই মিলে তাদের চিনের মুখবন্ধ কৌটোটা নিয়ে ডিক্ষেয় বেরোত।

35. “খেতে খেতে চন্নুনির মা বলেছিল…” – কী বলেছিল ?                                                              

উত্তর:- চন্নুনীর মা খেতে খেতে বলেছিল যে, দেবতার লক্ষণ ভালো নয় যারা নৌকা নিয়ে বেরিয়েছে তারা নৌকা-সহ না ডুবে মরে।

36. “ব্যাস্, সব খোলামেলা, একাকার তারপর থেকে।”—সব একাকার হয়ে যায় কখন থেকে?              

উত্তর:- ঝড়বৃষ্টির রাতে হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে উচ্ছব, যখন মাতাল মাতলার সফেন জলকে ছুটে আসতে দেখে তারপর থেকেই সব একাকার হয়ে যায় তার।

37. কী হলে “উচ্ছবের বুকে শত হাতির বল থাকত”?                                                                     

উত্তর:- চন্নুনি দের অর্থাৎ বউ-ছেলেমেয়েকে যদি ভগবান বাঁচিয়ে রাখতেন, তাহলে উচ্ছবের বুকে শত হাতির বল থাকত ।

38. বন্যায় বউ-ছেলেমেয়ে মারা না গেলে বিপর্যয়ের পর কী করত উচ্ছব ?                                        

উত্তর:- বন্যায় বউ-ছেলেমেয়ে মারা না গেলে উচ্ছবরা সবাই মিলে তাদের চিনের মুখবন্ধ কৌটোটা নিয়ে ডিক্ষেয় বেরোত।

উচ্চমাধ্যমিকের বাংলা এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক বাংলা – কে বাঁচায় কে বাঁচে! (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – ভারতবর্ষ (গল্প) সৈয়দ মুস্তাফা সিরাজ Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – রুপনারায়নের কূলে (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – শিকার (কবিতা) জীবানন্দ দাশ Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – মহুয়ার দেশ (কবিতা) সমর সেন Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – ক্রন্দনরতা জননীর পাশে (কবিতা) মৃদুল দাশগুপ্ত Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (আন্তর্জাতিক কবিতা) ব্রট্রোল্ট ব্রেখট Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – অলৌকিক (ভারতীয় গল্প) কর্তার সিং দুগগাল Click Here

উচ্চমাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক বাংলা – কে বাঁচায় কে বাঁচে! (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় Mock Test –  Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী Mock Test –  Click Here   

উচ্চমাধ্যমিক বাংলা – ভারতবর্ষ (গল্প) সৈয়দ মুস্তাফা সিরাজ Mock Test –  Click Here 

উচ্চমাধ্যমিক বাংলা – রুপনারায়নের কূলে (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Mock Test –  Click Here 

উচ্চমাধ্যমিক বাংলা – শিকার (কবিতা) জীবানন্দ দাশ Mock Test –  Click Here 

উচ্চমাধ্যমিক বাংলা – মহুয়ার দেশ (কবিতা) সমর সেন Mock Test –  Click Here 

উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় Mock Test –  Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – ক্রন্দনরতা জননীর পাশে (কবিতা) মৃদুল দাশগুপ্ত Mock Test –  Click Here 

উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র Mock Test –  Click Here 

উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় Mock Test –  Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (আন্তর্জাতিক কবিতা) ব্রট্রোল্ট ব্রেখট Mock Test –  Click Here

উচ্চমাধ্যমিক বাংলা – অলৌকিক (ভারতীয় গল্প) কর্তার সিং দুগগাল Mock Test –  Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS HistoryClick Here
HS GeographyClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary Bengali Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Bengali Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক বাংলা –  ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর 

(HS Bengali Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Bengali Suggestion  / HS Bengali Question and Answer  / Class 12 Bengali Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Bengali Exam Guide  / HS Bengali Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Bengali Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক বাংলা

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী MCQ প্রশ্ন ও উত্তর | ভাত (গল্প) মহাশ্বেতা দেবী HS Bengali Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী MCQ প্রশ্ন উত্তর।

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  Bengali Suggestion  Download WBCHSE Class 12th Bengali short question suggestion  . HS Bengali Suggestion   download Class 12th Question Paper  Bengali. WB Class 12  Bengali suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad