Dear student
তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer | HS Class 12th Bengali Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।
উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer | HS Class 12th Bengali Question and Answer
উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | HS Bengali MCQ Question and Answer |
1. ‘আমি দেখি’ কবিতাটি যে কাব্যগ্রন্থের—
[A] অঙ্গুরী তোর হিরণ্য জল
[B] ধর্মেও আছো জিরাফেও আছো
[C] ভাত নেই পাথর রয়েছে
[D] প্রভু নষ্ট হয়ে
উত্তর:- [A] অঙ্গুরী তোর হিরণ্য জল
2. “গাছগুলো তুলে আনো,”—গাছগুলো তুলে এনে বসাতে বলা হয়েছে-
[A] যাই মাঠে
[B] টবে
[C] বাগানে
[D] অরণ্যে
উত্তর:- [C] বাগানে
3. “আমার দরকার শুধু” —কবির শুধু কী দরকার?
[A] গাছ দেখা।
[B] সবুজ দেখা
[C] জঙ্গল দেখা
[D] আরোগ্য লাভ করা
উত্তর:- [A] গাছ দেখা।
4. “গাছের___শরীরে দরকার”-
[A] পাতাটুকু
[B] সবুজটুকু
[C] ফলটুকু
[D] রসটুকু
উত্তর:- [B] সবুজটুকু
5. শরীরের জন্য দরকার –
[A] সবুজ
[B] সবুজ গাছ
[C] গাছের সবুজটুকু
[D] সবুজ বাগান
উত্তর:- [C] গাছের সবুজটুকু
6. “সবুজের ভীষণ দরকার”—কারণ-
[A] আরোগ্যের জন্য
[B] চোখের জন্য
[C] পুষ্টির জন্য
[D] মনের জন্য
উত্তর:- [A] আরোগ্যের জন্য
7. বহুদিন কবির কোথায় কাটেনি?
[A] বিদেশে
[B] গ্রামে
[C] শহরে
[D] জঙ্গলে
উত্তর:- [B] গ্রামে
8. বহুদিন ধরে কোথায় না যেতে পেরে কবি শক্তি চট্টোপাধ্যায় দুঃখিত?
[A] পাহাড়ে
[B] জঙ্গলে
[C] সমুদ্রে।
[D] দেশের বাড়িতে
উত্তর:- [B] জঙ্গলে
9. কবি বহুদিন কোথায় আছেন?
[A] গ্রামে
[B] জঙ্গলে
[C] পাহাড়ে
[D] শহরে
উত্তর:- [D] শহরে
10. শহরের অসুখ হাঁ করে কেবল—
[A] সব কিছু খায়
[B] সবুজ খায়
[C] সবুজ চায়
[D] সবুজ ধ্বংস করে
উত্তর:- [B] সবুজ খায়
11. “হাঁ করে কেবল সবুজ খায়”—কে হাঁ করে সবুজ খায়?
[A] শহরের মানুষ
[B] গ্রামের মানুষ
[C] গৃহপালিত পশু
[D] শহরের অসুখ
উত্তর:- [D] শহরের অসুখ
12. “শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়”—তার ফলে কী ঘটে?
[A] পরিবেশদূষণ ঘটে
[B] শহর সবুজ হয়
[C] গ্রাম শহর হয়ে যায়
[D] সবুজের অনটন ঘটে।
উত্তর:- [D] সবুজের অনটন ঘটে।
13. ‘সবুজের অনটন’-এর অর্থ হল—
[A] ফসলের অভাব
[B] তারুণ্যের অভাব
[C] বৃক্ষনিধন
[D] জমির অভাব
উত্তর:- [C] বৃক্ষনিধন
14. ‘আমি দেখি’ কবিতায় কবির ভাষ্য অনুযায়ী দেহ যা চায়—
[A] জঙ্গল
[B] সবুজ বাগান
[C] গাছ
[D] আরোগ্য
উত্তর:- [C] গাছ
15. “তাই বলি …”—কবি কী বলেন?
[A] সবুজের ভীষণ দরকার
[B] গাছ তুলে আনো
[C] সবুজের অনটন ঘটে
[D] বাগানে বসাও
উত্তর:- [B] গাছ তুলে আনো
16. “গাছ তুলে আনো”—এ কথাটি যাদের উদ্দেশে বলা, তারা হল-
[A] পরিবেশপ্রেমী মানুষ
[B] বাগানের মালি
[C] নগরপাল
[D] কবিপুত্র
উত্তর:- [A] পরিবেশপ্রেমী মানুষ
17. “গাছ তুলে আনো”—তুলে আনার পর সেগুলিকে কী করতে বলেছেন কবি?
[A] টবে বসাতে
[B] বাগানে বসাতে
[C] ফেলে দিতে
[D] ছিঁড়ে ফেলতে
উত্তর:- [B] বাগানে বসাতে
18. “তাই বলি, গাছ তুলে আনো/বাগানে বসাও আমি দেখি”—কারণ—
[A] চোখ তো সবুজ চায়
[B] বহুদিন জঙ্গলে যাইনি
[C] বহুদিন শহরেই আছি
[D] শহরের অসুখ সবুজ খায়
উত্তর:- [A] চোখ তো সবুজ চায়
19. ‘আমি দেখি’ কবিতার কবির চোখ চায়—
[A] লাল
[B] নীল
[C] হলুদ
[D] সবুজ
উত্তর:- [D] সবুজ
20. সবুজ বাগানের আকাঙ্ক্ষা করে—
[A] কবির কল্পনা
[B] কবির হৃদয়
[C] কৃষকেরা
[D] কবির দেহ
উত্তর:- [D] কবির দেহ
21. ‘আমি দেখি’ কবিতায় কবি যা দেখতে চান-
[A] বাগানের গাছ
[B] পাহাড়ের বিশালতা ।
[C] সমুদ্রের ঢেউ
[D] মানুষের উচ্ছ্বাস
উত্তর:- [A] বাগানের গাছ
22. ‘আমি দেখি’ কবিতার শেষ পঙ্ক্তিটি হল—
[A] আমি দেখি
[B] আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার
[C] তাই বলি, গাছ তুলে আনো
[D] গাছ আনো, বাগানে বসাও
উত্তর:- [A] আমি দেখি
23. ‘আমি দেখি’ কবিতায় স্তবক সংখ্যা হল –
[A] ২
[B] ১
[C] ৩
[D] ৪
উত্তর:- [C] ৩
24. “গাছগুলো তুলে আনো,”—গাছগুলো তুলে আনতে বলা হয়েছে কেন?
[A] আগাছা নির্মূল করতে
[B] ওষুধ তৈরির জন্য
[C] আসবাবপত্র তৈরির জন্য
[D] বাগানে বসানোর জন্য
উত্তর:- [D] বাগানে বসানোর জন্য
25. শহরের অসুখ হাঁ করে কেবল যা খায়—
[A] মানুষের মন
[B] জীবজন্তুর পরিবেশ
[C] সবুজ
[D] নীল আকাশ
উত্তর:- [C] সবুজ
26. “সবুজের অনটন ঘটে…
[A] অনাবৃষ্টির ফলে
[B] শহরের অসুখ সবুজ খায় বলে
[C] ঝড়ে গাছ পড়ে যাওয়ার ফলে
[D] অভিজ্ঞ মালি নেই বলে
উত্তর:- [B] শহরের অসুখ সবুজ খায় বলে
27. “চোখ তো সবুজ চায়!/ দেহ চায়”—
[A] সবুজ পাতা
[B] সবুজ ঘাস
[C] সবুজ বাগান
[D] সবুজ উঠান
উত্তর:- [C] সবুজ বাগান
28. “তাই বলি, গাছ তুলে আনো”—কবি গাছ বসাতে চান—
[A] পথের ধারে
[B] বাড়ির ছাদে
[C] বাগানে
[D] টবেউত্তর:- [C] বাগানে
উচ্চমাধ্যমিক বাংলা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় প্রশ্ন ও উত্তর | HS Bengali SAQ Question and Answer |
1. ‘আমি দেখি’ কবিতায় কবি গাছগুলো তুলে এনে কোথায় বসাতে বলেছেন?
উত্তর:- ‘আমি দেখি’ কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় গাছগুলো তুলে এনে বাগানে বসাতে বলেছেন।
2. “আমার দরকার শুধু…”—আমার’ শুধু কী দরকার?
উত্তর:- ‘আমি দেখি’ কবিতায় ‘আমার’ অর্থাৎ কবির শুধুই গাছ দেখা দরকার।
3. “আমার দরকার শুধু গাছ দেখা…”—কবির গাছ দেখা দরকার কেন?
উত্তর:- ‘আমি দেখি’ কবিতায় কবির শরীরের জন্য গাছের সবুজ প্রয়োজন বলে তাঁর গাছ দেখা দরকার।
4. ‘আমি দেখি’—কবি কী দেখতে চান?
উত্তর:- ‘আমি দেখি’ কবিতায় কবি শুধু সবুজ গাছ দেখতে চান।
5. ‘ আমি দেখি ’ কবি কী দেখতে চান ?
উত্তর:- ‘ আমি দেখি ’ কবিতায় কবি শুধু সবুজ গাছ দেখতে চান ।
6. “ গাছের সবুজটুকু শরীরে দরকার ” —বলা হয়েছে কেন ?
উত্তর:- কবি শক্তি চট্টোপাধ্যায় তার ‘ আমি দেখি ’ কবিতায় বলেছেন যে , শারীরিক ও মানসিক আরােগ্যের জন্য গাছের সবুজটুকু শরীরে অত্যন্ত দরকার ।
7. ‘ আমি দেখি’কবিতায় গাছের প্রতি কবির আকর্ষণের কারণ কী ?
উত্তর:- আমি দেখি ’ কবিতায় মানসিক সতেজতা ও শারীরিক সুস্থতা অর্থাৎ আরােগ্যলাভের লক্ষ্যে কবি গাছের প্রতি আকর্ষণ বােধ করেছেন ।
8. , জঙ্গল নিয়ে কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি ’ কবিতায় কী আক্ষেপ জানিয়েছেন ?
উত্তর:- কবি শক্তি চট্টোপাধ্যায় ‘ আমি দেখি ’ কবিতায় বহুদিন জঙ্গলে যাওয়া বা জঙ্গলে দিন কাটানাে হয়নি — এই আক্ষেপ জানিয়েছেন ।
9. “ বহুদিন জঙ্গলে কাটেনি দিন ” —এ কথার অর্থ কী ?
উত্তর:- আমি দেখি ’ কবিতায় “ বহুদিন জঙ্গলে কাটেনি দিন ” -এ কথাটির মাধ্যমে কবি সবুজের সঙ্গে তার দীর্ঘকালীন বিচ্ছেদের কথা বুঝিয়েছেন ।
10. “গাছের সবুজটুকু শরীরে দরকার”—বলা হয়েছে কেন?
উত্তর:- কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর ‘আমি দেখি’ কবিতায় বলেছেন যে, শারীরিক ও মানসিক আরোগ্যের জন্য গাছের সবুজটুকু শরীরে অত্যন্ত দরকার।
11. ‘আমি দেখি’ কবিতায় গাছের প্রতি কবির আকর্ষণের কারণ কী?
উত্তর:- ‘আমি দেখি’ কবিতায় মানসিক সতেজতা ও শারীরিক সুস্থতা অর্থাৎ আরোগ্যলাভের লক্ষ্যে কবি গাছের প্রতি আকর্ষণ বোধ করেছেন।
12. “…ওই সবুজের ভীষণ দরকার”—এ কথার অর্থ কী?
উত্তর:- কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় “…ওই সবুজের ভীষণ দরকার” কথাটির অর্থ হল – কবির জীবনে গাছেদের উপস্থিতি খুব প্রয়োজন।
13. জঙ্গল নিয়ে কবি শক্তি চট্টোপাধ্যায় ‘আমি দেখি’ কবিতায় কী আক্ষেপ জানিয়েছেন?
উত্তর:- কবি শক্তি চট্টোপাধ্যায় ‘আমি দেখি’ কবিতায় বহুদিন জঙ্গলে যাওয়া বা জঙ্গলে দিন কাটানো হয়নি—এই আক্ষেপ জানিয়েছেন।
14. “বহুদিন জঙ্গলে কাটেনি দিন”—এ কথার অর্থ কী?
উত্তর:- ‘আমি দেখি’ কবিতায় “বহুদিন জঙ্গলে কাটেনি দিন”-এ কথাটির মাধ্যমে কবি সবুজের সঙ্গে তাঁর দীর্ঘকালীন বিচ্ছেদের কথা বুঝিয়েছেন।
15. “বহুদিন জঙ্গলে যাইনি”–জঙ্গলে না যাওয়ার ফলে কী হয়েছে?
উত্তর:- কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় বহুদিন জঙ্গলে না। যাওয়ার ফল হিসেবে কবি নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালীলা দেখেছেন।
16. ‘আমি দেখি’ কবিতায় কোন্ জীবনের প্রতি কবির অনাস্থা প্রকাশ পেয়েছে?
উত্তর:- ‘আমি দেখি’ কবিতায় নগরজীবনের প্রতি কবির অনাস্থা প্রকাশ পেয়েছে।
17. ‘আমি দেখি’ কবিতায় কবির যে বিশেষ মানসিকতার প্রকাশ ঘটেছে তা এককথায় লেখো।
উত্তর:- ‘আমি দেখি’ কবিতাটিতে নগরজীবনের প্রতি কবির বিতৃয়া এবং তাঁর প্রকৃতির সান্নিধ্যলাভের আকাঙ্ক্ষাই প্রকাশিত হয়েছে।
18. “শহরের অসুখ হাঁ করে…” –‘শহরের অসুখ‘ কী খায়?
উত্তর:- কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় বর্ণিত শহরের অসুখ’ হাঁ করে শুধু সবুজ খায় অর্থাৎ বাইরে সবুজ প্রকৃতিকে গ্রাস করে।
19. “শহরের অসুখ হাঁ করে…” —শহরের অসুখের কারণে কী ঘটে?
উত্তর:- কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় শহরের অসুখের কারণে সবুজের অনটন অর্থাৎ বৃক্ষনিধন ঘটে।
20. “…কেবল সবুজ খায়”—এ কথার বলার কারণ কী?
অথবা, “…কেবল সবুজ খায়”—কথাটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?
21. উত্তর:- নগর সভ্যতার বিকাশে শহরজীবন থেকে গাছ অর্থাৎ সবুজ হারিয়ে যাচ্ছে বলে কবি আলোচ্য কথাটি বলেছেন।
“সবুজের অনটন ঘটে …” – কোথায়, কী কারণে সবুজের অনটন ঘটে?
22. উত্তর:- কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় ‘শহরের অসুখ’-এর কারণে অর্থাৎ নগরায়ণের জন্যই শহরে সবুজের অনটন ঘটে।
“তাই বলি,…” – কবি কী বলেছেন?
23. উত্তর:- ‘আমি দেখি’ কবিতায় কবি গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন।
“…গাছ তুলে আনো”—কে, কাকে এ কথা বলেছেন ?
24. উত্তর:- ‘আমি দেখি’ কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় পাঠক বা সাধারণ মানুষের উদ্দেশে এ কথা বলেছেন।
“গাছগুলো তুলে আনো…”—গাছগুলো তুলে আনার কথা বলা হয়েছে কেন?
25. অথবা, “গাছগুলো তুলে আনো…”—কেন এই আহ্বান?
উত্তর:- শক্তি চট্টোপাধ্যায় তাঁর ‘আমি দেখি’ কবিতায় গাছগুলো তুলে আনতে। বলেছেন কারণ, সবুজ গাছ দেখা আর তার স্পর্শ কবির শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন।
26. “…বাগানে বসাও”—কে বাগানে কী বা কাকে বসাতে বলেছেন?
উত্তর:- কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর ‘আমি দেখি’ কবিতায় গাছগুলোকে বাগানে বসাতে বলেছেন।
27. “ বহুদিন জঙ্গলে যাইনি ” —জঙ্গলে না যাওয়ার ফলে কী হয়েছে ?
উত্তর:- কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘ আমি দেখি ’ কবিতায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফল হিসেবে কবি নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালীলা দেখেছেন ।
28. আমি দেখি ’ কবিতায় কোন জীবনের প্রতি কবির অনাস্থা প্রকাশ পেয়েছে ?
উত্তর:- আমি দেখি ’ কবিতায় নগরজীবনের প্রতি কবির অনাস্থা প্রকাশ পেয়েছে ।
29. আমি দেখি’কবিতায় কবির যে বিশেষ মানসিকতার প্রকাশ ঘটেছে তা এককথায় লেখাে ।
উত্তর:- আমি দেখি ’ কবিতাটিতে নগরজীবনের প্রতি কবির বিতৃয়া এবং তার প্রকৃতির সান্নিধ্যলাভের আকাঙ্ক্ষাই প্রকাশিত হয়েছে ।
30. “ শহরের অসুখ হাঁ করে … ” — শহরের অসুখ ’ কী খায় ?
উত্তর:- কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘ আমি দেখি ’ কবিতায় বর্ণিত শহরের অসুখ হাঁ । করে শুধু সবুজ খায় অর্থাৎ বাইরে সবুজ প্রকৃতিকে গ্রাস করে ।
31. “ শহরের অসুখ হাঁ করে …” শহরের অসুখের কারণে কী ঘটে ?
উত্তর:- কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘ আমি দেখি ’ কবিতায় শহরের অসুখের কারণে । সবুজের অনটন অর্থাৎ বৃক্ষনিধন ঘটে ।
32. , “ …কেবল সবুজ খায় ” —এ কথার বলার কারণ কী ? ………অথবা , “ …কেবল সবুজ খায় ” —কথাটির মধ্য দিয়ে কবি কী বােঝতে চেয়েছেন ?
উত্তর:- নগর সভ্যতার বিকাশে শহরজীবন থেকে গাছ অর্থাৎ সবুজ হারিয়ে যাচ্ছে । বলে কবি আলােচ্য কথাটি বলেছেন ।
33. “…গাছ তুলে আনো,/বাগানে বসাও…”—কেন বাগানে গাছ বসাতে বলা হয়েছে?
উত্তর:- শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় গাছগুলোকে বাগানে বসাতে বলা হয়েছে, কারণ কবির চোখ সবুজ দেখতে চায় আর তাঁর দেহ চায় সবুজ বাগানের সান্নিধ্য।
34. ‘আমি দেখি’ কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করে?
উত্তর:- ‘আমি দেখি’ কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য।
35. “চোখ তো সবুজ চায়!”—চোখ সবুজ চায় কেন?
উত্তর:- চোখ সবুজ চায় কারণ, আরোগ্যের জন্য সবুজের অত্যন্ত দরকার।
36. “…আমি দেখি”—বক্তা কেন দেখতে চাইছেন?
উত্তর:- ‘আমি দেখি’ কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় বাগানে গাছ দেখতে চাইছেন। কারণ তাঁর চোখ এবং দেহ সবুজের আকাঙ্ক্ষা করছে।
37. “বহুদিন শহরেই আছি”—শহরে বহুদিন থাকার ফলে কী দেখেছেন কবি?
উত্তর:- ‘আমি দেখি’ কবিতার কবি বহুদিন শহরে বাস করে দেখেছেন যে, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ আত্মসাৎ করে।
38. “বহুদিন শহরেই আছি”—কবি বহুদিন শহরে আছেন কেন?
উত্তর:- জীবন ও জীবিকার তাগিদে কবি বহুদিন যাবৎ শহরেই আছেন।
39. ‘শহরের অসুখ’ বলতে কী বুঝিয়েছেন কবি?
উত্তর:- ‘শহরের অসুখ’ বলতে নগরায়ণ অর্থাৎ কংক্রিটের জঙ্গল নির্মাণের কথাই বুঝিয়েছেন কবি।
40. “সবুজের অনটন ঘটে…”—কীভাবে?
উত্তর:- কংক্রিটের জঙ্গল নির্মাণ তথা নগরায়ণের ফলেই শহরে নির্বিচারে বৃক্ষচ্ছেদন হয় বলে সেখানে সবুজের অনটন ঘটে।
41. “বহুদিন শহরেই আছি”—–শহরে থেকে বক্তা কী উপলব্ধি করেছেন?
উত্তর:- শহরে থেকে বক্তা শক্তি চট্টোপাধ্যায় উপলব্ধি করেছেন যে, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, তাই সবুজের অনটন ঘটে।
উচ্চমাধ্যমিকের বাংলা এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
উচ্চমাধ্যমিক বাংলা – কে বাঁচায় কে বাঁচে! (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – ভারতবর্ষ (গল্প) সৈয়দ মুস্তাফা সিরাজ Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – রুপনারায়নের কূলে (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – শিকার (কবিতা) জীবানন্দ দাশ Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – মহুয়ার দেশ (কবিতা) সমর সেন Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – ক্রন্দনরতা জননীর পাশে (কবিতা) মৃদুল দাশগুপ্ত Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (আন্তর্জাতিক কবিতা) ব্রট্রোল্ট ব্রেখট Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – অলৌকিক (ভারতীয় গল্প) কর্তার সিং দুগগাল Click Here
উচ্চমাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test
উচ্চমাধ্যমিক বাংলা – কে বাঁচায় কে বাঁচে! (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – ভারতবর্ষ (গল্প) সৈয়দ মুস্তাফা সিরাজ Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – রুপনারায়নের কূলে (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – শিকার (কবিতা) জীবানন্দ দাশ Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – মহুয়ার দেশ (কবিতা) সমর সেন Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – ক্রন্দনরতা জননীর পাশে (কবিতা) মৃদুল দাশগুপ্ত Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (আন্তর্জাতিক কবিতা) ব্রট্রোল্ট ব্রেখট Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – অলৌকিক (ভারতীয় গল্প) কর্তার সিং দুগগাল Mock Test – Click Here
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। | |
HS Bengali | Click Here |
HS English | Click Here |
HS Education | Click Here |
HS History | Click Here |
HS Geography | Click Here |
HS Philosophy | Click Here |
HS Sanskrit | Click Here |
HS Sociology | Click Here |
HS Political Science | Click Here |
HS Biology | Click Here |
HS Chemistry | Click Here |
HS Computer Science | Click Here |
HS Mathematics | Click Here |
HS Physics | Click Here |
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
একাদশ শ্রেণী | পড়ুন |
দ্বাদশ শ্রেণী | পড়ুন |
Dear student
“উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।
Higher Secondary Bengali Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Bengali Qustion and Answer Suggestion
” উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII | WB Class 12 | WBCHSE | Class 12 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha )
আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় প্রশ্ন ও উত্তর
(HS Bengali Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Bengali Suggestion / HS Bengali Question and Answer / Class 12 Bengali Suggestion / Class 12 Pariksha Suggestion / HS Bengali Exam Guide / HS Bengali Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer.
আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক বাংলা
আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় HS Bengali Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর।
আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস
West Bengal Class 12 Bengali Suggestion Download WBCHSE Class 12th Bengali short question suggestion . HS Bengali Suggestion download Class 12th Question Paper Bengali. WB Class 12 Bengali suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer