Dear student
তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer | HS Class 12th Bengali Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।
উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer | HS Class 12th Bengali Question and Answer
উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | HS Bengali MCQ Question and Answer |
1. “শাহাজাদি! সম্রাটনন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে ?” কোন নাটকের সংলাপ ?
[A] জনা
[B] মেবার পতন
[C] রিজিয়া
[D] নূরজাহান
উত্তর:-[C] রিজিয়া
2. নানা রঙের দিন’ নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স
[A] ৫০ বছর
[B] ৬৮ বছর
[C] ৬০ বছর
[D] ৭০ বছর
উত্তর:-[B] ৬৮ বছর
3. “এ সব থিয়েটারী ভাষায় কী বকছেন বলুন তো?”
[A] প্রলাপ
[B] বেতাল
[C] বেচাল
[D] আবোল-তাবোল
উত্তর:-[D] আবোল-তাবোল
4. “তারপর একদিন চাকরিটা ছেড়ে দিলাম কারণ~
[A] স্বাধীনভাবে জীবন চালাতে চাইলাম
[B] নাটক নিয়ে জীবন শুরু করলাম
[C] ভালো চাকরির আশায় তৈরি হতে লাগলাম
[D] ব্যবসায়ী হওয়ার তালিম চলতে লাগল
উত্তর:-[B] নাটক নিয়ে জীবন শুরু করলাম
5. “মাইরি এই না হলো অ্যাকটিং!” একথা বলেছে
[A] কালীনাথ
[B] রজনীবাবু
[C] দর্শক
[D] রামব্রিজ
উত্তর:-[B] রজনীবাবু
6. “Life’s but a walking shadow” – কোন নাটকে কথাগুলি আছে?
[A] ম্যাকবেথ
[B] কিংলিয়র
[C] হ্যামলেট
[D] ওথেলো
উত্তর:-[D] ওথেলো
7. “গ্রিনরুমে ঘুমোই..”– কে ঘুমোন?
[A] কালীনাথ সেন
[B] রামব্রীজ
[C] রজনীকান্ত চট্টোপাধ্যায়
[D] রামচরণ
উত্তর:-[A] কালীনাথ সেন
8. “আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে- এখন শুধু”
[A] মৃত্যুর অপেক্ষা
[B] মাঝ রাত্রির অপেক্ষা
[C] বার্ধক্যের অপেক্ষা
[D] স্বপ্নের অপেক্ষা
উত্তর:-[B] মাঝ রাত্রির অপেক্ষা
9. “Farewell the tranquil mind! farewell content!” — কথাগুলো
[A] ওথেলোর
[B] ম্যাকবেথের
[C] সিজারের
[D] অ্যান্টোনিওর
উত্তর:-[A] ওথেলোর
10. “রাজনীতি বড় কুট”– বক্তা হলেন—
[A] মোরাদ
[B] যশোবন্ত
[C] ঔরঙ্গজেব
[D] শাহজাহান
উত্তর:-[C] ঔরঙ্গজেব
উচ্চমাধ্যমিক বাংলা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর | HS Bengali SAQ Question and Answer |
1. ‘নানা রঙের দিন’ নাটকটি কোন্ বিদেশি নাটকের ছায়ায় রচিত?
উত্তর:- ‘নানা রঙের দিন’ নাটকটি আন্তন চেখভের সোয়ান সং নাটকের ছায়া অবলম্বনে রচিত।
2. ‘নানা রঙের দিন’ কত অঙ্কের নাটক?
উত্তর:- ‘নানা রঙের দিন’ এক অঙ্কের নাটক।
3. ‘নানা রঙের দিন’ নাটকের প্রম্পটারের নাম কী?
উত্তর:- ‘নানা রঙের দিন’ নাটকের প্রম্পটারের নাম কালীনাথ সেন।
4. ‘নানা রঙের দিন’ নাটকের প্রেক্ষাপট কোথায় ছিল?
উত্তর:- ‘নানা রঙের দিন’ নাটকের প্রেক্ষাপট ছিল পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ।
5. ‘নানা রঙের দিন’ নাটকে মঞ্চসজ্জার কীরকম বর্ণনা দেওয়া আছে?
অথবা, ‘নানা রঙের দিন’ নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে, তা নিজের ভাষায় লেখো।
উত্তর:- ‘নানা রঙের দিন’ নাটকে অন্ধকার, ফাঁকা মঞ্চের পিছনের অংশে পূর্বে অভিনীত নাটকের দৃশ্যপট, জিনিসপত্র, যন্ত্রপাতি, মাঝখানে একটা উলটানো টুল দেখানো হয়েছে।
6. ‘নানা রঙের দিন’ নাটকের শুরুতে মঞ্চে কী ওলটানো ছিল?
উত্তর:- ‘নানা রঙের দিন’ নাটকের শুরুতে মঞ্চে একটি টুল ওলটানো ছিল।
7. ‘নানা রঙের দিন‘ নাটকে দিলদারের পোশাক পরে কে প্রবেশ করেছিলেন?
উত্তর:- ‘নানা রঙের দিন’ নাটকে দিলদারের পোশাক পরে মঞ্চে প্রবেশ করেছিলেন বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় |
8. . ‘নানা রঙের দিন’ নাটকের শুরুতে রজনীকান্তের হাতে কী ছিল?
উত্তর:- ‘নানা রঙের দিন’ নাটকের শুরুতে রজনীকান্তের হাতে জ্বলন্ত মোমবাতি ছিল।
9. ‘ আর কি এ বয়সে এতো সয় ‘- কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে ?
উত্তর:- মদ্যপান সম্পর্কে
10. ‘কিন্তু কার্টেন উঠবেই ‘- কার্টেন উঠলে প্রথমে কী দেখা যাবে ?
উত্তর:- শ্মশানঘাট
11. ‘রাজনীতি বড়ো কূট ‘- বক্তা কে ?
উত্তর:- রজনীকান্ত চট্ট্যোপাধ্যায়
12. রজনীকান্ত থিয়েটারে আসার আগে কীসের চাকরি করতেন ?
উত্তর:- পুলিশের
13. ‘তারা সব গাধা ‘- কারা গাধা ?
উত্তর:- যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প
14. ‘তাও আর কয়েক বছর পরে মানাবে না আমাকে ‘- কোন চরিত্রের ভূমিকায় মানাবে না ?
উত্তর:- দিলদারের
15. রিজিয়া নাটকের রচয়িতা কে ?
উত্তর:- মনমোহন রায়
16. রজনীকান্ত মঞ্চে অভিনয় করেছেন কত বছর ?
উত্তর:- ৪৫ বছর
17. ‘রজনীকান্ত অভিনয় চলাকালীন দুবার স্পষ্ট শুনেছিলো ‘- কী শুনেছিল ?
উত্তর:- মাইরি এই না হলো এক্টিং
18. দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের হাতে কী ছিল ?
উত্তর:- জ্বলন্ত মোমবাতি
19. সাজাহান নাটকের রচয়িতা কে ?
উত্তর:- দ্বিজেন্দ্রলাল রায়
20. ‘আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই ‘- লাস্ট সিন্ কী ?
উত্তর:- মৃত্যুকাল
21. শিল্পাকে যে মানুষ ভালোবেসেছে ‘- রজনীকান্তের মতে তার কী নেই ?
উত্তর:- বার্ধক্য , একাতিত্ব ও রোগ নেই
22. ‘Farewell the tranquil mind ! farewell content ‘ – উক্তিটির মূল উৎস কোন নাটক ?
উত্তর:- ওথেলো
23. ‘গ্রিনরুমে ঘুমোই ‘- কে ঘুমান ?
উত্তর:- কালীনাথ সেন
24. ‘আচ্ছা পাগলের পাল্লায় পরা গেছে যা হোক ‘- কাকে পাগল বলা হয়েছে ?
উত্তর:- রামব্রিজ
25. Life ‘s But walking shadow ‘- এই সংলাপটি কোন নাটকের ?
উত্তর:- ম্যাকলে
26. রজনীকান্তবাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে কী হয়ে যায় ?
উত্তর:- অস্পর্শ ভাঁড়
27. রজনীকান্ত রামব্রিজকে কত টাকা বকশিস দিয়েছিলেন ?
উত্তর:- ৩ টাকা
28. ‘তোমার চোখে জল ‘ – কার চোখে জল দেখা গিয়েছিল ?
উত্তর:- কালীনাথের
29. ‘নানা রঙের দিন ‘ নাটকটিতে কয়টি চরিত্র আছে ?
উত্তর:- দুটি
30. রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন ?
উত্তর:- দিলদারের
31. রজনীকান্ত নাটকের সূচনায় মঞ্চের ওপর দাঁড়িয়ে হাসছিলেন কেন ?
উত্তর:- গ্রিনরুমেই ঘুমিয়ে পড়ার ভেবে
32. ‘ঘুরেফিরে কানে বাজছে আমার ‘- ঘুরেফিরে বক্তার কানে কী বাজছে ?
উত্তর:- গলাটা
33. ‘কাল রাতেও ঠিক একই ব্যাপার ‘- ব্যাপারটা কী ?
উত্তর:- মদ গিলে গ্রিনরুমে পড়ে থাকা
34. রামব্রীজকে বকশিশ দেওয়ার কারণ কী ?
উত্তর:- রাজনীবাবুকে ঘুম থেকে ডেকে তুলে ট্যাক্সি ডেকে আনা
35. ‘সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন।‘- তিনি কে ?
উত্তর:- রামব্রীজ
36. রজনীকান্ত চুলে কলপ লাগান কতবার ?
উত্তর:- প্রত্যহ হাফ শিশি
37. ‘এক-পা এক-পা করে এগিয়ে চলেছে ‘- কীসেরদিকে এগিয়ে চলেছে ?
উত্তর:- মৃত্যুর দিকে
38. “আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মহম্মদকে।”—বক্তা মহম্মদকে নিয়ে ভীত ছিলেন কেন?
উত্তর:- বক্তা ঔরঙ্গজেবের প্রতি একটা অবিশ্বাসের বীজ পুত্র মহম্মদের মনে বাসা বাঁধতে দেখেছিলেন বলেই মহম্মদকে নিয়ে তিনি ভীত ছিলেন।
39. “কাম অন, কুইক! মহম্মদের ক্যাচটা দাও তো”—মহম্মদ কে? কে মহম্মদের ক্যাচ দিয়েছিলেন?
উত্তর : ঐতিহাসিক চরিত্র মহম্মদ ছিলেন ঔরঙ্গজেবের পুত্র। মহম্মদের ক্যাচ দিয়েছিলেন প্রম্পটার কালীনাথ সেন।
40. “খুব খারাপ হচ্ছে না, কী বলো?”—কী খারাপ হচ্ছে না?
উত্তর:- ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত তাঁর নিজের অভিনয় সম্পর্কে বলেছেন যে তা খারাপ হচ্ছে না।
41. “এর নাম যদি রাজনীতি হয়, তাহলে সে রাজনীতি আমার জন্য নয়।”—কোন্ কোন্ বিষয়কে বক্তা রাজনীতি বলেছিলেন?
উত্তর:- সরল ভাইকে ছলনায় বন্দি করা, স্নেহশীল পিতাকে সিংহাসনচ্যুত করা এবং ধর্মের নাম নিয়ে সিংহাসন দখল করা—এই তিনটি বিষয়কে বক্তা মহম্মদ রাজনীতি বলেছিলেন।
42. “এই তো জীবনের নিয়ম! আরে তুমি কাঁদছ কালীনাথ”—নিয়মটি কী?
উত্তর:- শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বয়স বাড়লেও বার্ধক্য নেই— এই নিয়মের কথা বলা হয়েছে।
43. “তোমার চোখে জল, কেন বল তো?”—শ্রোতার চোখে জল আসার কারণ কী?
উত্তর:- বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হারানোর আক্ষেপ, পুরোনো দিনকে অভিনয়ের মাধ্যমে মনে করার প্রাণপণ চেষ্টা কালীনাথ সেনের চোখে জল এনেছে।
44. “শিল্পকে যে-মানুষ ভালোবেসেছে…”-শিল্পকে ভালোবাসার ফল কী হয়েছে?
উত্তর:- ‘নানা রঙের দিনগুলি’ নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, একাকিত্ব নেই, অসুখ নেই, এমনকি মৃত্যুভয়ও নেই |
45. “Life’s but a walking shadow”—কোন্ নাটকের সংলাপ?
উত্তর:- “Life’s but a walking shadow” সংলাপটি ম্যাকবেথ নাটকের।
46. ‘সব মিলিয়ে যেন একটা শ্মশান ,’- কারণ কী ?
উত্তর:- সব গভীর অন্ধকারে ডুবে আছে
47. ‘দেওয়ালে কালো কালো অঙ্গারে আছে ‘- কী লেখা আছে ?
উত্তর:- জীবনের শেষ কথাগুলো
48. ‘মদটা ছেড়ে দিন রাজনীবাবু,মদটা ছেড়ে দিন। ‘- একথা বলার কারণ কী ?
উত্তর:- তিনি বুড়ো হয়ে গেছেন
49. ‘সারা রাত ধরে এসইব ভাবলে ‘- কী হওয়ার সম্ভাবনা আছে ?
উত্তর:- হার্টফেল করার
50. কালীনাথ রাতে গ্রিনরুমে কী করেছিলেন ?
উত্তর:- ইদানিং তিনি মালিকের অজ্ঞাতসারে গ্রিনরুমেই রাত কাটাতেন
51. ‘আসলে যতক্ষন স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষন ‘- স্টেজে দাঁড়িয়ে থাকাকালীন কী হয় ?
উত্তর:- কদর
52. আর একরকম করে জীবন শুরু করা গেল ,’- কীভাবে জীবন শুরু করা গেল ?
উত্তর:- নাটক নিয়ে
53. ‘আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ‘- কী মনে হয়েছিল ?
উত্তর:- ভোরের আলোর চেয়েও সুন্দর
54. মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পার্ট করতে দেখেছিলো ?
উত্তর:- আলমগিরের
55. রজনীকান্ত ‘রিজিয়া ‘ নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন ?
উত্তর:- বক্তিয়ার
56. ‘ A horse ! A horse ! My kingdom for a horse ! ‘ – কোন নাটক থেকে উক্তিটি গৃহীত ?
উত্তর:- নানা রঙের দিন
57. “…হল ফাঁকা, শাজাহান-জাহানারা সব পাত্রপাত্রী ভোভো…”—এসময়ে একমাত্র কাকে মঞ্চে দেখা গিয়েছিল?
উত্তর:- ফাঁকা হলে, অভিনয়ের পর যখন শাজাহান-জাহানারা-সহ সবাই চলে গিয়েছে তখন একমাত্র দিলদারকেই মঞ্চে দেখা গিয়েছিল।
উচ্চমাধ্যমিক বাংলা নানা রঙের দিন mcq প্রশ্ন উত্তর
58. “…আমাকে ছেড়ে দিন।”—বক্তা কীসের থেকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন?
উত্তর:- জীবনে মৃত্যুকালের মুখোমুখি হতে চান না বলেই নাটকের শেষ দৃশ্যে অভিনয় করা থেকে বৃদ্ধ রজনীকান্ত তাঁকে ছেড়ে দিতে বলেছেন।
59. . রজনীবাবু কত বছর বয়স থেকে নাট্যাভিনয় করছেন?
উত্তর:- আটষট্টি বছরের রজনীকান্ত যেহেতু পঁয়তাল্লিশ বছর ধরে নাট্যাভিনয় করেছেন, তাই বলা যায়, তিনি (৬৮-৪৫) বছর, অর্থাৎ ২৩ বছর থেকে নাট্যাভিনয় করছেন।
60. “…সব মিলিয়ে যেন একটা শ্মশান…”—‘সব মিলিয়ে‘ কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর:- ‘সব মিলিয়ে’ বলতে প্রেক্ষাগৃহের গভীর অন্ধকার ব্যালকনি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির বক্সগুলিকে বোঝানো হয়েছে ।
61. “…সব আছে শুধু…”—কী না থাকার কথা বলা হয়েছে?
উত্তর:- সব থাকা সত্ত্বেও ‘নানা রঙের দিন’ নাটকে রাতের প্রেক্ষাগৃহে কোনো মানুষ না থাকার কথা বলা হয়েছে ।
62. “…সব ভূতুড়ে বাড়ির মতো খাঁ খাঁ করছে…”—কাকে বক্তার ‘ভূতুড়ে বাড়ি’ বলে মনে হয়েছে?
উত্তর:- রাতের অন্ধকারে জনশূন্য প্রেক্ষাগৃহকে বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের ‘ভূতুড়ে বাড়ি’ বলে মনে হয়েছে।
63. “আপনার মতো বয়েস হয়েছে যাঁদের—আটষট্টিটা বছর,” —তাঁরা কী করেন?
উত্তর:- রজনীকান্তের মতো আটষট্টি বছর বয়সের লোকেরা সময়মতো মাপজোখ করে খাওয়াদাওয়া করেন, সকাল-সন্ধে বেড়াতে যান, সন্ধেবেলা কীর্তন শোনেন এবং ভগবানের নাম করেন।
64. . “আপনি বামুন-মানুষ মিছে কথা বলব না”—বক্তা কোন্ সত্য কথাটি বলেছিল?
উত্তর:- বক্তা কালীনাথ গ্রিনরুমে রোজ রাত্রে লুকিয়ে তার ঘুমোনোর কথাটি বলেছিল।
নানা রঙের দিন 1 নম্বরের প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর
65. “…এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জেমশাই,”—কোন্ কথা?
উত্তর:- শোয়ার জায়গা না থাকায় প্রম্পটার কালীনাথ সেন যে রোজ রাত্রে লুকিয়ে গ্রিনরুমে ঘুমোন—সেই ‘কথা’ প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে।
66. ‘নানা রঙের দিন’ নাটকে কালীনাথ সেনকে কেন গ্রিনরুমে ঘুমোতে হত?
উত্তর:- অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে কালীনাথ সেনকে গ্রিনরুমে ঘুমোতে হত, কারণ তাঁর শোয়ার কোনো জায়গা ছিল না।
67. “…মরা হাতি সোয়া লাখ।”—এমন মন্তব্যের কারণ কী? [হেয়ার স্কুল]
উত্তর:- রজনীকান্ত চট্টোপাধ্যায় দিলদারের চরিত্রে বৃদ্ধ বয়সে অভিনয় করে সাতটা ক্ল্যাপ আর যে প্রশংসা পেয়েছিলেন সে কারণে মন্তব্যটি করা হয়েছে।
68. “মরা হাতি সোয়া লাখ।”—‘নানা রঙের দিন’ নাটকে কোন্ প্রসঙ্গে কথাটি এসেছে?
উত্তর:- অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয়ে দর্শকদের প্রতিক্রিয়া উল্লেখ করতে গিয়ে তিনি নিজেই মন্তব্যটি করেছেন।
69. “কে-ই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে”-বুড়ো মাতালটি কে?
উত্তর:- অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে ‘বুড়ো মাতাল’টি হলেন বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়।
70. ‘নানা রঙের দিন‘ নাটকে ‘অভিনেতা’ সম্বন্ধে রজনীকান্তের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও |
উত্তর:- ‘নানা রঙের দিন’ নাটকে নিজে অভিনেতা হয়েও রজনীকান্তের মনে হয়েছিল মানুষের মনোরঞ্জনকারী একজন অভিনেতা হলেন চাকর, জোকার কিংবা ক্লাউনের-ই নামান্তর।
71. “সেই দিন বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কী।”—কোন্দিনের কথা বলা হয়েছে?
উত্তর:- অভিনয় ছাড়তে না পারার জন্য প্রেমিকা জীবন থেকে সরে যাওয়ার দিনে রাতের বেলা একটা বাজে হাসির বইয়ে অভিনয়ের দিনের কথা বলা হয়েছে।
72. “…এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না।”—বক্তা কোন্বি ষয়গুলিকে ‘বাজে কথা’ বলেছেন?
উত্তর:- দর্শকদের ফাঁকা হাততালি, খবরের কাগজের প্রশংসা, মেডেল, সার্টিফিকেট, ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’-র মতো প্রশস্তিবাক্য—এগুলিকে অভিনেতা রজনীকান্ত ‘বাজে কথা’ বলেছেন।
73. “…আমি, কাউকে বিশ্বাস করি না।”—বক্তা কাদের বিশ্বাস না করার কথা বলেছেন?
উত্তর:- বক্তা অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ‘পাবলিক’ অর্থাৎ থিয়েটারের টিকিট কেনা দর্শকদের বিশ্বাস না করার কথা বলেছেন।
74. ‘নানা রঙের দিন’ নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ‘সাজাহান’ নাটকের কোন্ দৃশ্যের উল্লেখ করেছেন ?
উত্তর:- ‘নানা রঙের দিন’ নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ‘সাজাহান’ নাটকে ঔরঙ্গজেব আর মহম্মদের দৃশ্যের কথা উল্লেখ করেছেন।
উচ্চমাধ্যমিকের বাংলা এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
উচ্চমাধ্যমিক বাংলা – কে বাঁচায় কে বাঁচে! (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – ভারতবর্ষ (গল্প) সৈয়দ মুস্তাফা সিরাজ Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – রুপনারায়নের কূলে (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – শিকার (কবিতা) জীবানন্দ দাশ Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – মহুয়ার দেশ (কবিতা) সমর সেন Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – ক্রন্দনরতা জননীর পাশে (কবিতা) মৃদুল দাশগুপ্ত Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (আন্তর্জাতিক কবিতা) ব্রট্রোল্ট ব্রেখট Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – অলৌকিক (ভারতীয় গল্প) কর্তার সিং দুগগাল Click Here
উচ্চমাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test
উচ্চমাধ্যমিক বাংলা – কে বাঁচায় কে বাঁচে! (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – ভারতবর্ষ (গল্প) সৈয়দ মুস্তাফা সিরাজ Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – রুপনারায়নের কূলে (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – শিকার (কবিতা) জীবানন্দ দাশ Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – মহুয়ার দেশ (কবিতা) সমর সেন Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – আমি দেখি (কবিতা) শক্তি চট্টপাধ্যায় Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – ক্রন্দনরতা জননীর পাশে (কবিতা) মৃদুল দাশগুপ্ত Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – বিভাব (নাটক) শম্ভু মিশ্র Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (আন্তর্জাতিক কবিতা) ব্রট্রোল্ট ব্রেখট Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা – অলৌকিক (ভারতীয় গল্প) কর্তার সিং দুগগাল Mock Test – Click Here
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। | |
HS Bengali | Click Here |
HS English | Click Here |
HS Education | Click Here |
HS History | Click Here |
HS Geography | Click Here |
HS Philosophy | Click Here |
HS Sanskrit | Click Here |
HS Sociology | Click Here |
HS Political Science | Click Here |
HS Biology | Click Here |
HS Chemistry | Click Here |
HS Computer Science | Click Here |
HS Mathematics | Click Here |
HS Physics | Click Here |
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
একাদশ শ্রেণী | পড়ুন |
দ্বাদশ শ্রেণী | পড়ুন |
Dear student
“উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।
Higher Secondary Bengali Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Bengali Qustion and Answer Suggestion
” উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII | WB Class 12 | WBCHSE | Class 12 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha )
নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর
(HS Bengali Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Bengali Suggestion / HS Bengali Question and Answer / Class 12 Bengali Suggestion / Class 12 Pariksha Suggestion / HS Bengali Exam Guide / HS Bengali Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer.
নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক বাংলা
নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় HS Bengali Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর।
নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস
West Bengal Class 12 Bengali Suggestion Download WBCHSE Class 12th Bengali short question suggestion . HS Bengali Suggestion download Class 12th Question Paper Bengali. WB Class 12 Bengali suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
উচ্চমাধ্যমিক বাংলা – নানা রঙের দিন (নাটক) অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer