উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র 2017 | H.S Sanskrit Question Paper 2017 | উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় বিগত 10 বছরের প্রশ্নপত্র

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । H.S Sanskrit Question Paper 2017 – উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র 2017 | HS History Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে।

H.S Sanskrit Question Paper 2017 – উচ্চ মাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র 2017 -WBCHSE Questions Paper With Answe || H.S West Bengal Board (WBCHSE) Last 10 Year Question Paper ||  West Bengal HS Previous Year Question Paper || WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE]

পরীক্ষাউচ্চমাধ্যমিক 2017
বিষয়সংস্কৃত
সময়3 ঘন্টা 15 মিনিট
পূর্ণমান80

বিভাগ / PART – A (Marks: 54)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5×4=20

গদ্যাংশ (যে কোনো একটি)

(a) বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো।

(b) বনগতা গুহা গদ্যাংশে অলিপর্বা কর্তৃক দুই দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো।

পদ্যাংশ (যে কোনো একটি)

(c) “যদ্ যদ্ আচরতি শ্রেষ্ঠস্তবদ্ এবেতরো জনঃ”— তাৎপর্য লেখো।

(d) গঙ্গাস্তোত্রম-এ গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো।

নাট্যাংশ (যে কোনো একটি)

(e) বাসন্তিকস্বপ্নম-এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো।

(f) “বিজয়তাম্ অস্মাকম্ অবনিপঃ”— উক্তিটি কার ? অবনিপঃ কে ? বক্তা তাঁর কাছে কেন এসেছিলেন ?

সাহিত্যেতিহাস (যে কোনো একটি)

(g) প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।

(h) জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।

2. ভাবসম্প্রসারণ করো (যে কোনো একটি) 4×1=4

(a) ন কর্মণাম্ অনারম্ভান্ নৈষ্কর্ম্যং পুরুষোহশ্নুতে।

(b) কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরন্।
ইন্দ্রিয়ার্থান্ বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে ।।

3. নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ বিভক্তি নির্ণয় করো : (যেকোনো তিনটি) 1×3=3

(a) वालक: सर्पात् बिभेति।

উত্তরঃ ‘ভীত্রার্থানাং ভয়হেতুঃ’ – সূত্রানুসারে ‘সর্পাৎ’ পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে।

(b) भिशुक: पादेन खन्जः

উত্তরঃ ‘যেনাঙ্গবিকারঃ’ সূত্রানুসারে ‘পাদেন’ পদে বিকারার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে।

(c) मुक्तये हरि भजति

উত্তরঃ ‘কর্তুরীপ্সিততমং কর্ম’ সূত্রানুসারে ‘হরিং’ পদে কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।

(d) वालिकया पुष्पं दृश्यते।

উত্তরঃ ‘পুষ্পং’ পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে।

4. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যেকোনো দুটি) 2×2=4

(a) सिंहभयम = সিংহাৎ ভয়ৎ – ৫মী তৎপুরুষঃ সমাসঃ

(b) त्रिभुवनम् = ত্ৰয়াণাং ভুবনানাং সমাহারঃ – সমাহার দিগুঃ স

(c) उपकृष्पम् = কৃষ্ণস্য সমীপম্ – অব্যয়ীভাবঃ সমাসঃ

5. নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করো : (যেকোনো দুটি) 1×2=2

(a) शुद्रा – शुद्री

» शुद्रा— শূদ্র জাতীয়া কন্যা।
» शुद्री— শূদ্রের পত্নী।

(b) यवनी – यवनानी

» यवनी— যবনের পত্নী।
» यवनानी— যবনদের লিপি।

(c) आचार्या – आचार्यानी।

» आचार्या— অধ্যাপিকা।
» आचार्यानी— অধ্যাপকের স্ত্রী।

6. এককথায় প্রকাশ করো : (যেকোনো তিনটি) 1×3=3

(a) जनानां समूह:; = জনতা।

(b) इन्द्र: देवता अस्य (मूलप्रातिपदिकम्); = ঐন্দ্রঃ।

(c) नदी माता यस्य सः (मूलप्रातिपदिकम्); = নদীমাতৃকঃ ।

(d) कर्तुम इच्छति = চিকীর্ষতি

7. পরিনিষ্ঠিত রূপটি লেখো : (যেকোনো তিনটি) 1 x 3 = 3

(a) वह् + तुमुन् = বোঢ়ুম।

(b) कुन्ती + ढक् (मूलप्रातिपदिकम्) = কৌন্তয়ঃ

(c) भू + कत्वा = ভূত্বা।

(d) कृ + शतृ (मूलप्रातिपदिकम्) = কুর্বৎ ।

8. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5

(a) কেন্তুম্ ও সতম্ সম্পর্কে লেখো।

(b) ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দশটি শাখার নাম ও পরিচয় দাও।

9. সংস্কৃতে অনুবাদ করো : 5×1=5

একটি বানর নদীর তীরে বাস করত। সে প্রতিদিন মিষ্টি ফল খেত। নদীতে একটি কুমীর থাকত। বানরের সঙ্গে কুমীরের বন্ধুত্ব হল। তারা প্রতিদিন গল্প করত।

উত্তরঃ नदीतीरे एकः वानरः निवसति स्म। सः प्रतिदिनं मधुराणि फलानि खादति स्म। पूर्वं नदीयां ग्राहः आसीत्। ग्राहः वानरेण सह मित्रतां कृतवान्। ते प्रतिदिनं वार्तालापं कुर्वन्ति स्म।
(একঃ বানরঃ নদ্যাঃ তীরে অবসৎ। সঃ প্রতিদিনং মধুরং ফলম্ অখাদৎ। নদ্যাম্ একঃ মকরঃ অতিষ্ঠৎ। বানরেণ সহ মকরস্য বন্ধুত্বম্ অভবৎ ।)

অথবা,

এক ক্ষুধার্ত শিয়াল একটি রণভূমিতে এসে পৌঁছাল। সেখানে সে অদ্ভুত শব্দ শুনতে পেল। সে ভাবল যে, সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু পরে সে ঠিক করল যে, সে শব্দের উৎস খুঁজবে। সে একটি ঢাক দেখতে পেল।

উত্তরঃ एकः क्षुधार्तः शृगालः एकं युद्धक्षेत्रम् आगतः। तत्र विचित्रशब्दान् श्रुतवान्। सः ततः पलायिष्यामि इति चिन्तितवान्। परन्तु तदा सः निश्चयं कृतवान् यत् सः शब्दस्य स्रोतः अन्वेषयिष्यति इति। सः एकं आवरणं दृष्टवान्।

(একঃ ক্ষুধার্তঃ শৃগালঃ রণভূমৌ আগতঃ। তত্ৰ সঃ অদ্ভূতং শব্দং শ্রুতবা। সঃ অচিন্তয়ৎ, তস্মাৎ সঃ পলায়িষ্যতি। পরন্তু অনন্তরং স নিরূপিতবান্ যৎ, সঃ শব্দস্য উৎসঃ অন্বেষণং করিষ্যতি। সঃ একাং ঢক্কাং দৃষ্টবান্।)

10. যেকোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো : 5
(a) मम ग्राम: (b) मम देश: (c) मम जीवने स्मरणीयं दिनम्।

PART-B (Marks: 26)

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো : 1×15=15

গদ্যাংশ

(i) আর্যাবর্তবর্ণনম্ — গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত ?
(a) প্রথম, (b) তৃতীয়, (c) চতুর্থ, (d) ষষ্ঠ।

উত্তরঃ (a) প্রথম

(ii) समान: सेव्यतया नाकलोकस्य– ‘নাকলোক’ শব্দের অর্থ কী ?
(a) নরক, (b) নাসিকা, (c) স্বর্গ, (d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) স্বর্গ

(iii) সাম কী ?
(a) সাহিত্য, (b) উপন্যাস, (c) দর্শন, (d) বেদ।

উত্তরঃ (d) বেদ

(iv) অলিপর্বার ভাইয়ের নাম কী ?
(a) শনিপর্বা, (b) কশ্যপ, (c) মহাপর্বা, (d) নল।

উত্তরঃ (b) কশ্যপ

* পদ্যাংশ *

(v) অথ কেন প্রযুক্তোইয়ং পাপং চরিত পুরুষঃ কে, কাকে বলেছেন ?
(a) কৃষ্ণ অর্জুনকে,
(b) অর্জুন কৃষ্ণকে,
(c) শঙ্করাচার্য গঙ্গাকে,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (b) অর্জুন কৃষ্ণকে

(vi) ‘कल्पलता’ কাকে বলা হয়েছে ?
(a) কামধেনু, (b) গঙ্গা, (c) সুরভি, (d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (b) গঙ্গা

(vii) শঙ্করমৌলিবিহারিণি – কোন্ বিভক্তি ? (a) প্রথমা, (b) দ্বিতীয়া, (c) সপ্তমী, (d) সম্বোধন

উত্তরঃ (d) সম্বোধন

(viii) কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় ?
(a) সত্ত্বগুণ, (b) রজোগুণ, (c) তমোগুণ, (d) সত্ত্ব ও রজঃ।

উত্তরঃ (b) রজোগুণ

* নাট্যাংশ *

(ix) वासन्तिकस्वप्नम्– অনুবাদটি কার ?

(a) গোবিন্দকৃষ্ণ মোদক-এর,
(b) শঙ্করাচার্য-এর,
(c) বিদ্যাসাগর-এর
(d) কৃষ্ণমাচার্য-এর।

উত্তরঃ (d) কৃষ্ণমাচার্যএর

(x) রাজার নাম কী ?
(a) ইন্দ্ৰশৰ্মা, (b) ইন্দুধর্মা, (c) ইন্দুকর্মা, (d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (d) এদের কোনোটিই নয়

(xi) নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল ?
(a) ঘণ্টাধ্বনি, (b) হর্ষধ্বনি, (c) বংশীধ্বনি, (d) মৃদঙ্গধ্বনি।

উত্তরঃ (d) মৃদঙ্গধ্বনি

(xii) কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন ?
(a) প্রমোদ, (b) মকরন্দ (c) বসন্ত, (d) ইন্দুশর্মা।

উত্তরঃ (c) বসন্ত

সাহিত্যের ইতিহাস

(xiii) স্বপ্নবাসবদত্তম্ কার রচনা ?
(a) কালিদাস, (b) বিশাখদত্ত, (c) শূদ্রক, (d) ভাস।

উত্তরঃ (d) ভাস

(xiv) মেঘদূত কে লিখেছেন ?
(a) কালিদাস, (b) জয়দেব, (c) শূদ্রক, (d) বিশাখদত্ত।

উত্তরঃ (a) কালিদাস

(xv) মৃচ্ছকটিকম্ কে লিখেছিলেন ?
(a) কালিদাস, (b) জয়দেব, (c) শূদ্রক, (d) বিশাখদত্ত।

উত্তরঃ (c) শূদ্রক

2. নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও : 1×11=11

* গদ্যাংশ (যেকোনো তিনটি) *

(i) স্ফোট কারা স্বীকার করেন ?

উত্তরঃ বৈয়াকরণেরা।

(ii) অলিপর্বার কয়টি গাধা ?

উত্তরঃ তিনটি।

(iii) আর্যাবর্তের শিক্ষাব্যবস্থা কীরূপ ছিল ?

উত্তরঃ গুরুকুল কেন্দ্রিক।

(iv) অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল ?

উত্তরঃ ৪০ জন।

* পদ্যাংশ (যে-কোনো তিনটি) *

(v) শ্রীমদ্ভগবদ্‌গীতায় কতগুলি অধ্যায় ?

উত্তরঃ ১৮টি।

(vi) নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষলাভ করেছেন এমন কারও নাম পাঠ্যাংশ অনুসারে বলো।

উত্তরঃ রাজা জনক।

(vii) শ্বপচঃ শব্দের অর্থ কী ?

উত্তরঃ চণ্ডাল।

(viii) গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত ?

উত্তরঃ নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে।

* নাট্যাংশ (যেকোনো তিনটি) *

(ix) রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা ?

উত্তরঃ কনকলেখার।

(x) রাজা কী নিয়ে উদ্বিগ্ন ছিলেন ?

উত্তরঃ রাজা তার বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

(xi) বৈবস্বতনগর শব্দের অর্থ কী ?

উত্তরঃ যমপুরী।

(xii) জনকস্য তে আদেশঃ পালনীয়ঃ – কার উক্তি ?

উত্তরঃ রাজা ইন্দ্রবর্মার।

* সাহিত্যের ইতিহাস (যেকোনো দুটি) *

(xiii) আর্যভট্ট কোন্ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট।

উত্তরঃ জ্যোতির্বিজ্ঞান।

(xiv) ভাস কয়টি নাটক লিখেছেন ?

উত্তরঃ ১৩টি।

(xv) একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো।

উত্তরঃ ঊরুভঙ্গ।

উচ্চমাধ্যমিক বিগত 10 বছরের প্রশ্নপত্র
201520162017
201820192020
202120222023
202420252026

HS HISTORY QUESTION 2022, WEST BENGAL HS PREVIOUS YEAR QUESTION PAPER, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2016, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2017, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2018, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2019, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2022, উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস পরীক্ষার প্রশ্ন, উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস সাজেশন, বিগত বছরের প্রশ্ন উচ্চউচ্চ মাধ্যমিক  ইতিহাস প্রশ্ন

উচ্চ উচ্চ মাধ্যমিক  প্রশ্নপত্র (West Bengal Board Higher Secondary Question Papers) সংক্রান্ত জিজ্ঞাসিত কিছু প্রশ্ন (FAQs)

Q.1. উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কী কী ভাষায় পাবো?

Ans. পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ইতিহাস, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু সহ বিভিন্ন ভাষায় উপলব্ধ।

Q.2. Higher Secondary 2024 একটি বিষয়ের প্রশ্নপত্রে কটি বিভাগ থাকবে?

Ans. উচ্চ মাধ্যমিকে (XII)-এ থিয়োরি বিভাগে দুটি অংশ থাকে, Part-A এবং Part-B। Part-A তে Traditional ধরনের প্রশ্ন থাকে, কিন্তু Part-B প্রশ্নপত্রটি Question cum Answer Type Booklet হয় যেখানে মূলত প্রতিটি  1 নম্বরের MCQ (Multiple Choice Question) এবং SAQ (Short Answer Type Question) প্রশ্ন থাকে।

Q.3. আমি কি  Part-A এর আগে Part-B এর উত্তর করতে পারি?

Ans. উচ্চ মাধ্যমিকের Part-B প্রশ্নপত্রটি, Part-A এর পরে দেওয়া হয় কারণ এটি একটি নির্দিষ্ট সিরিজ অনুযায়ী সাজানো থাকে, তাই তোমাকে Part-A আগে উত্তর করে নিতে হবে।

Q.4.  HS 2024 এর মডেল প্রশ্ন পাওয়া যায় কি?

Ans. হ্যাঁ, তুমি উচ্চ উচ্চ মাধ্যমিক  শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারো।

Q.5.  HS 2024 এর আগের বছরের প্রশ্ন কোথায় পেতে পারি?

Ans.  বিগত বছরগুলিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে তুমি সরাসরি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সংগ্রহ করতে পারো। এছাড়া পর্ষদের অফিসের সেলস কাউন্টার থেকেও তুমি বিগত বছরগুলির প্রশ্ন সংগ্রহ করতে পারো।

Q.6.  উচ্চ উচ্চ মাধ্যমিক  MCQ তে নেগেটিভ মার্কিং থাকে কি?

Ans. না, পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিকের MCQ-তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না।

Q.7.  উচ্চ উচ্চ মাধ্যমিক  নতুন পুরোনো সিলেবাসের জন্য কি আলাদা প্রশ্ন হয়?

Ans. প্রতিবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একইসাথে নেওয়া হয় পুরোনো ও নতুন সিলেবাসের (Old and New Syllabus) ওপর। পুরোনো সিলাবাসের প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষার্থীরা ইতিমধ্যেই অবগত রয়েছে এবং সেই একই ধরনের প্রশ্নপত্র 2023 উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষাতেও ব্যবহার করা হবে। নতুন সিলেবাসের জন্য 2018 এর পদ্ধতি অনুসারে পরীক্ষা গ্রহন করা হবে।

উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2022, Wbchse , Hs History Suggestion, উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস সাজেশন | Higher Secondary History Suggestion এর লিঙ্ক নিচে দেওয়া আছে এবার উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস (Higher Secondary History/ Wbchse Hs History) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নত্তরের জন্য West Bengal Hs Previous Year Question Paper || বিগত বছরের প্রশ্ন উচ্চউচ্চ মাধ্যমিক  ইতিহাস প্রশ্নগুলো দেখে নেওয়া দরকার উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2019 , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2018, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2017, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2016, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020 , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৭ , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৮, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৬, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০২০ , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৯ || উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ||West Bengal Hs Previous Year Question Paper Pdf Download

WB HS Previous Years Question Paper 2015 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2015 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2016 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2016 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2017 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2017 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2018 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2018 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2019 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2019 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2021 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2021 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2022 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2022 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2023 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2023 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2024 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2024 [WBCHSE]


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad