উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2023 | H.S Political Science Question Paper 2023 | উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় বিগত 10 বছরের প্রশ্নপত্র

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । H.S Political Science Question Paper 2023 – উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2023 | HS History Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে।

H.S Political Science Question Paper 2023 – উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2023 -WBCHSE Questions Paper With Answe || H.S West Bengal Board (WBCHSE) Last 10 Year Question Paper ||  West Bengal HS Previous Year Question Paper || WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE]

পরীক্ষাউচ্চমাধ্যমিক 2023
বিষয়রাষ্ট্রবিজ্ঞান
সময়3 ঘন্টা 15 মিনিট
পূর্ণমান80

(বহুবিকল্পভিত্তিক প্রশ্ন)

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 × 24 = 24

(I) প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল—
(A) প্রথম বিশ্বযুদ্ধে (B) দ্বিতীয় বিশ্বযুদ্ধে
(C) ঠাণ্ডা লড়াইয়ে (D) ভারত-পাক যুদ্ধে।

উত্তরঃ (C) ঠাণ্ডা লড়াইয়ে

(II) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়—
(A) বান্দুং-এ (B) বেলগ্রেডে (C) কলম্বোয়
(D) নিউ ইয়র্কে।

উত্তরঃ (B) বেলগ্রেডে

(III) SALT-I স্বাক্ষরিত হয়েছিল—
(A) 1972 সালে (B) 1963 সালে
(C) 1968 সালে (D) 1973 সালে।

উত্তরঃ (A) 1972 সালে

(IV) পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়—
(A) 1952 সালে (B) 1953 সালে
(C) 1954 সালে (D) 1956 সালে।

উত্তরঃ (C) 1954 সালে

(V) সার্ক (SAARC)-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়—
(A) দিল্লীতে (B) ইসলামাবাদে
(C) ঢাকায় (D) কলম্বোতে।

উত্তরঃ (C) ঢাকায়

(VI) 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল—
(A) 2005 সালে (B) 2007 সালে
(C) 2009 সালে (D) 2011 সালে।

উত্তরঃ (B) 2007 সালে

(VII) সম্মিলিত জাতিপুঞ্জে ‘শান্তির জন্য ঐক্য’ প্রস্তাব গৃহীত হয়েছিল—
(A) নভেম্বর 3, 1945 (B) নভেম্বর 3, 1950
(C) এপ্ৰিল 4, 1953 (D) জুন 4, 1955

উত্তরঃ (B) নভেম্বর 3, 1950

(VIII) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন—
(A) উ. থান্ট (B) ট্রিগভি লি
(C) কোফি আন্নান (D) বান কি মুন।

উত্তরঃ (B) ট্রিগভি লি

(IX) জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল—
(A) ডাম্বারটন ওকস্ সম্মেলনে
(B) ইয়াল্টা সম্মেলনে
(C) সানফ্রান্সিসকো সম্মেলনে
(D) ওয়াশিংটন ঘোষণায়।

উত্তরঃ (C) সানফ্রান্সিসকো সম্মেলনে

(X) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হল—
(A) তিনটি (B) চারটি (C) পাঁচটি (D) ছয়টি।

উত্তরঃ (A) তিনটি

(XI) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয়—
(A) ব্রিটেনে (B) ভারতে (C) জাপানে
(D) মার্কিন যুক্তরাষ্ট্রে।

উত্তরঃ (D) মার্কিন যুক্তরাষ্ট্রে

(XII) আমলাতন্ত্র হল ……………. শাসন।
(A) স্থায়ী (B) অস্থায়ী (C) একক (D) বহু।

উত্তরঃ (A) স্থায়ী

(XIII) “স্বাধীনতার রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয়” — বলেছেন—
(A) লর্ড অ্যাক্টন (B) ওপেনহাইম (C) গার্নার
(D) বেন্থাম।

উত্তরঃ (A) লর্ড অ্যাক্টন

(XIV) বহুপরিচালক বিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হল—
(A ) গ্রেট ব্রিটেন (B) ভারত (C) ফ্রান্স
(D) সুইজারল্যান্ড।

উত্তরঃ (D) সুইজারল্যান্ড

(XV) দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন—
(A) জে. এস. মিল (B) হেগেল (C) বার্কার
(D) ফাইনার।

উত্তরঃ (A) জে. এস. মিল

(XVI) “ন্যায় বিচারের দ্বীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই
অন্ধকার” – এ কথা বলেছেন—
(A) সেজউইক (B) বাকার (C) লর্ড ব্রাইস
(D) জে. এস. মিল।

উত্তরঃ (C) লর্ড ব্রাইস

(XVII) “সোনার খাঁচায় আবদ্ধ পাখী হলেন রাজ্যপাল ” – বলেছেন—
(A) সরোজিনী নাইডু
(B) রাজা রামমোহন রায়
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) মহাত্মা গান্ধী।

উত্তরঃ (A) সরোজিনী নাইডু

(XVIII) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা পদ্ধতিকে বলা হয়—
(A) ইমপিচমেন্ট (B) ভেটো (C) কোটা
(D) কোরাম।

উত্তরঃ (C) কোটা

(XIX) রাজ্যসভায় সভাপতিত্ব করেন—
(A) রাষ্ট্রপতি (B) উপ-রাষ্ট্রপতি
(C) স্পিকার (D) প্রধানমন্ত্রী।

উত্তরঃ (B) উপরাষ্ট্রপতি

(XX) ‘জিরো আওয়ার’ বলতে সময় বোঝানো হয়—
(A) সকাল 11 টা থেকে দুপুর 12 টা
(B) দুপুর 12 টা থেকে দুপুর ১ টা
(C) বিকাল 4 টা থেকে বিকাল 5 টা
(D) বিকাল 5 টা থেকে সন্ধ্যা 6 টা।

উত্তরঃ (B) দুপুর 12 টা থেকে দুপুর টা

(XXI) জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন—
(A) সভাধিপতি (B) সভাপতি (C) প্রধান
(D) কোনোটিই নয়।

উত্তরঃ (A) সভাধিপতি / (D) কোনোটিই নয়

(XXII) কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল—
(A) 144 (B) 142 (C) 135 (D) 152

উত্তরঃ (A) 144

(XXIII) পশ্চিমবঙ্গের প্রথম পৌরনিগম কোনটি ?
(A) কলকাতা পৌরনিগম
(B) চন্দননগর পৌরনিগম
(C) হাওড়া পৌরনিগম
(D) কোনোটিই নয়

উত্তরঃ (A) কলকাতা পৌরনিগম

(XXIV) ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় ………. সালে।
(A) 1970 (B) 1971 (C) 1972 (D) 1973.

উত্তরঃ (D) 1973

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন)

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16

(I) NPT কথাটির পূর্ণরূপ কী ?

উত্তরঃ NPT -TREATY ON THE NON-PROLIFERATION OF NUCLEAR WEAPONS. পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রন চুক্তি।

অথবা

NIEO কথাটির পূর্ণরূপ কী ?

উত্তরঃ NIEO – NEW INTERNATIONAL ECONOMIC ORDER.

(II) দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী
বোঝো ?

উত্তরঃ ঠাণ্ডা লড়াইয়ের সময়কালে দুটি পরস্পর বিরোধী মহাশক্তিধর রাষ্ট্র সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে।

(III) মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল ?

উত্তরঃ মার্শাল পরিকল্পনার দুটি মূল উদ্দেশ্য হল– যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দেশগুলিকে অর্থসাহায্য দিয়ে তাদেরকে সোভিয়েত প্রভাব থেকে মুক্ত করা। ও মার্কিন অর্থ সাহায্যগ্রহণকারী দেশগুলিকে মার্কিন রাষ্ট্রজোটের অন্তর্ভুক্ত করা এবং তাদের বিদেশ নীতি নির্ধারণে আধিপত্য কায়েম করা।

অথবা,

পটসডাম সম্মেলনে যোগদানকারী দুইজন নেতার নাম করো

উত্তরঃ জোসেফ স্ট্যালিন, প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং ক্লিমেন্ট অ্যাটলি।

(IV) THE MAKING OF FOREIGN POLICY’ গ্রন্থটি কার লেখা ?

উত্তরঃ THE MAKING OF FOREIGN POLICY’ এর লেখক JAMES ROSENAU (জেমস রোজেনাউ)।

(V) সার্কের যে কোনো একটি ত্রুটি উল্লেখ করো

উত্তরঃ (১) সন্ত্রাসবাদি কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে না, (২) ভারত সম্পর্কে সন্দেহ, (৩) কখনো কখনো চীন নেপাল ভুটান বাংলা দেশ আঁতাত দেখা যায়।

(VI) লাহোর ঘোষণাপত্র কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ ভারত ও পাকিস্তানের মধ্যে কারাচিতে ‘সিন্ধু জলবন্টন চুক্তি’ স্বাক্ষরিত হয়।

অথবা,

কোন্ প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার ?

উত্তরঃ পি. ভি. নরসিংহ রাও লুক ইস্ট নীতি বা পুবে তাকাও নীতির রূপকার (1991)।

(VII) সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী ?

উত্তরঃ আন্তোনিও গুতেরেস পর্তুগালের নাগরিক জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে।

অথবা,

জাতিপুঞ্জের অছি পরিষদের যেকোনো দুটি কার্যাবলি লেখো

উত্তরঃ জাতিপুঞ্জের দুটি কার্যাবলি— (১) যৌথ আত্মনির্ভরশীলতা ও সদস্যরাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা, (২) মানুষের মানবিক অধিকার ও মৌল স্বাধীনতা গুলি প্রতিষ্ঠা ও রক্ষা করা।

(VIII) অর্থনৈতিক সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম করো

উত্তরঃ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থা হল UNESCO, FAO।

(IX) ‘BIG FIVE’ বা পঞ্চপ্রধান কাদের বলা হয় ?

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র, সােভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও গণপ্রজাতন্ত্রী চিন এই পাঁচটি দেশ ‘BIG FIVE’ বা বৃহৎ শক্তি নামে পরিচিত।

(X) সম্মিলিত জাতিপুঞ্জের কোন্ দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে ?

উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনে কাজ করে।

অথবা,

সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কী বলা হয় ?

উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে সনদ বলা হয়।

(XI) ‘স্পিরিট অব দি লজগ্রন্থটি কার লেখা ?

উত্তরঃ ‘THE SPIRIT OF LAWS’ গ্রন্থটির লেখক মন্টেস্কু।

(XII) ‘ডুমাকোন দেশের আইনসভা ?

উত্তরঃ রাশিয়া।

অথবা,

উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থার যে কোনো একটি উদাহরণ দাও

উত্তরঃ ইংল্যান্ড এর শাসন ব্যবস্থা।

(XIII) ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের যে কোনো একটি বিশেষাধিকার অব্যাহতি উল্লেখ করো

উত্তরঃ আদালতে অভিযুক্ত না- হওয়ার অধিকার, বিচারের সময় জুরির দায়িত্ব থেকে অব্যাহতি।

(XIV) ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী ?

উত্তরঃ রাজ্যসভায় সভাপতিত্ব করাই হল উপরাষ্ট্রপতির প্রধান কাজ। এছাড়া রাষ্ট্রপতির মৃত্যু, পদচ্যুতি বা পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি পদের কার্যভার গ্রহণ করতে পারেন।

অথবা,

কিচেন ক্যাবিনেটবলতে কী বোঝো ?

উত্তরঃ দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের জন্য প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দু-তিনজন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেটের ভিতরেই আরও ক্ষুদ্র একটা সংস্থা গড়ে তােলেন একে ‘কিচেন ক্যাবিনেট’ বলে।

(XV) পৌরসভার একটি আয়ের উৎস লেখো

উত্তরঃ পৌরসভার আওতাধীন বাড়িঘর, দালানকোঠা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের লাইসেন্স, পারমিট, সার্টিফিকেট থেকে পৌরসভা আয় করে থাকে।

(XVI) ওয়ার্ড কমিটি কী ?

উত্তরঃ বর্তমানে পৌরসভার অন্তর্ভুক্ত দুটি কমিটির একটি ওয়ার্ড কমিটি। তিন লক্ষ বা তার অধিক জনসংখ্যাবিশিষ্ট অঞ্চলের এক বা একাধিক ওয়ার্ড নিয়ে এই কমিটি গঠিত হয়। ওয়ার্ড কমিটিতে সর্বনিম্ন ৭ জন ও সর্বাধিক ১৭ জন সদস্য থাকতে পারে। এই কমিটি গঠনের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত পৌরসভা গ্রহণ করে। সাধারণত সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সভাপতি ওয়ার্ডের কাউন্সিলার হন।

অথবা,

মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত ?

উত্তরঃ কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কমিশনার নামে পরিচিত।

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী )

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=40

(I) ক্ষমতা বলতে কী বোঝো ? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। 2+6

অথবা,

জাতীয় স্বার্থ কাকে বলে ? জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ
করো। 2+6

(II) উদারনীতিবাদ কাকে বলে ? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3+5

(III) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো। 8

অথবা,

ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 5+3

(IV) ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।

(V) ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলি আলোচনা করো। 3+5

অথবা,

ভারতের বিচারব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। 8

উচ্চমাধ্যমিক বিগত 10 বছরের প্রশ্নপত্র
201520162017
201820192020
202120222023
202420252026

HS HISTORY QUESTION 2022, WEST BENGAL HS PREVIOUS YEAR QUESTION PAPER, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2016, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2017, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2018, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2019, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2022, উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস পরীক্ষার প্রশ্ন, উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস সাজেশন, বিগত বছরের প্রশ্ন উচ্চউচ্চ মাধ্যমিক  ইতিহাস প্রশ্ন

উচ্চ উচ্চ মাধ্যমিক  প্রশ্নপত্র (West Bengal Board Higher Secondary Question Papers) সংক্রান্ত জিজ্ঞাসিত কিছু প্রশ্ন (FAQs)

Q.1. উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কী কী ভাষায় পাবো?

Ans. পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ইতিহাস, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু সহ বিভিন্ন ভাষায় উপলব্ধ।

Q.2. Higher Secondary 2024 একটি বিষয়ের প্রশ্নপত্রে কটি বিভাগ থাকবে?

Ans. উচ্চ মাধ্যমিকে (XII)-এ থিয়োরি বিভাগে দুটি অংশ থাকে, Part-A এবং Part-B। Part-A তে Traditional ধরনের প্রশ্ন থাকে, কিন্তু Part-B প্রশ্নপত্রটি Question cum Answer Type Booklet হয় যেখানে মূলত প্রতিটি  1 নম্বরের MCQ (Multiple Choice Question) এবং SAQ (Short Answer Type Question) প্রশ্ন থাকে।

Q.3. আমি কি  Part-A এর আগে Part-B এর উত্তর করতে পারি?

Ans. উচ্চ মাধ্যমিকের Part-B প্রশ্নপত্রটি, Part-A এর পরে দেওয়া হয় কারণ এটি একটি নির্দিষ্ট সিরিজ অনুযায়ী সাজানো থাকে, তাই তোমাকে Part-A আগে উত্তর করে নিতে হবে।

Q.4.  HS 2024 এর মডেল প্রশ্ন পাওয়া যায় কি?

Ans. হ্যাঁ, তুমি উচ্চ উচ্চ মাধ্যমিক  শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারো।

Q.5.  HS 2024 এর আগের বছরের প্রশ্ন কোথায় পেতে পারি?

Ans.  বিগত বছরগুলিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে তুমি সরাসরি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সংগ্রহ করতে পারো। এছাড়া পর্ষদের অফিসের সেলস কাউন্টার থেকেও তুমি বিগত বছরগুলির প্রশ্ন সংগ্রহ করতে পারো।

Q.6.  উচ্চ উচ্চ মাধ্যমিক  MCQ তে নেগেটিভ মার্কিং থাকে কি?

Ans. না, পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিকের MCQ-তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না।

Q.7.  উচ্চ উচ্চ মাধ্যমিক  নতুন পুরোনো সিলেবাসের জন্য কি আলাদা প্রশ্ন হয়?

Ans. প্রতিবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একইসাথে নেওয়া হয় পুরোনো ও নতুন সিলেবাসের (Old and New Syllabus) ওপর। পুরোনো সিলাবাসের প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষার্থীরা ইতিমধ্যেই অবগত রয়েছে এবং সেই একই ধরনের প্রশ্নপত্র 2023 উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষাতেও ব্যবহার করা হবে। নতুন সিলেবাসের জন্য 2018 এর পদ্ধতি অনুসারে পরীক্ষা গ্রহন করা হবে।

উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2022, Wbchse , Hs History Suggestion, উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস সাজেশন | Higher Secondary History Suggestion এর লিঙ্ক নিচে দেওয়া আছে এবার উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস (Higher Secondary History/ Wbchse Hs History) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নত্তরের জন্য West Bengal Hs Previous Year Question Paper || বিগত বছরের প্রশ্ন উচ্চউচ্চ মাধ্যমিক  ইতিহাস প্রশ্নগুলো দেখে নেওয়া দরকার উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2019 , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2018, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2017, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2016, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020 , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৭ , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৮, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৬, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০২০ , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৯ || উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ||West Bengal Hs Previous Year Question Paper Pdf Download

WB HS Previous Years Question Paper 2015 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2015 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2016 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2016 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2017 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2017 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2018 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2018 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2019 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2019 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2021 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2021 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2022 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2022 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2023 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2023 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2024 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2024 [WBCHSE]


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad