উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2018 | H.S Geography Question Paper 2018 | উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় বিগত 10 বছরের প্রশ্নপত্র

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । H.S Geography Question Paper 2018 – উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2018 | HS History Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে।

H.S Geography Question Paper 2018 – উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2018 -WBCHSE Questions Paper With Answe || H.S West Bengal Board (WBCHSE) Last 10 Year Question Paper ||  West Bengal HS Previous Year Question Paper || WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE]

পরীক্ষাউচ্চমাধ্যমিক 2018
বিষয়ভূগোল
সময়3 ঘন্টা 15 মিনিট
পূর্ণমান70

1. নিম্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 7×5 = 35

(a) উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়বজ্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ বর্ণনা করো। ইলুভিয়েশন বলতে কী বোঝায় ? 6+1=7

অথবা,

তরঙ্গ কর্তিত মঞ্চ, স্বাভাবিক খিলান, ও রো- হোল কীভাবে সৃষ্টি হয়, তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো অধ্যারোপ নদী কাকে বলে ? 6+1=7

(b) পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগতৎবৈশিষ্টগুলি উল্লেখ করো। 4+3=7

অথবা,

জীববৈচিত্রের জিনগত বৈচিত্র ও প্রজাতিগত বৈচিত্র সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। জেট বায়ুপ্রবাহের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 4+3=7

(c) ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম হয় কেন ? শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। 3+2+2=7

(d) ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার সমস্যা গুলি আলোচনা করো। ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন ? দ্রব্য সূচক কী ? 3+2+2=7

(e) বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো ।জনবিবর্তনের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। 3+4=7

অথবা,

ছত্রিশগড়ের খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণিবিভাগ করো ও উদাহরণ দাও। 3+4=7

বিভাগ – খ / PART – B
(Marks : 35)

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখাে: 1×21=21

(i) ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে—
(a) অ্যাকুইফার (b) অ্যাকুইক্লুড
(c) ভ্যাদোস স্তর (d) অ্যাকুই টার্ড

উত্তরঃ (c) ভ্যাদোস স্তর

(ii) নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলির একটি উদাহরণ হল—
(a) গবেষণা ও উন্নয়ন (b) পর্যটন
(c) পরামর্শদান (d) ব্যাঙ্কিং পরিষেবা

উত্তরঃ (a) গবেষণা উন্নয়ন

(iii) আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত—
(a) কার্পাস বয়ন শিল্পের জন্য
(b) মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য
(c) পেট্রোরসায়ন শিল্পের জন্য
(d) কাগজ শিল্পের জন্য

উত্তরঃ (b) মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য

(iv) হলদিয়া দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত, সেগুলি হল—
(a) হলদি ও রূপনারায়ন
(b) হলদি ও কংসাবতী
(c) হলদি ও হুগলি
(d) ভাগীরথী ও রূপনারায়ন

উত্তরঃ (c) হলদি হুগলি

(v) প্রদত্ত ঘটনা গুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয়, সেটি হল—
(a) 2009 খ্রিস্টাব্দের আয়লা
(b) 1984 খ্রিস্টাব্দের ভূপাল গ্যাস দুর্ঘটনা
(c) 2004 খ্রিস্টাব্দের সুনামি
(d) 2015 খ্রিস্টাব্দের নেপালের ভূমিকম্প

উত্তরঃ (b) 1984 খ্রিস্টাব্দের ভূপাল গ্যাস দুর্ঘটনা

(vi) ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত সেটি হল—
(a) মৌসুমি জলবায়ু অঞ্চল
(b) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
(c) তুন্দ্রা জলবায়ু অঞ্চল
(d) মরু জলবায়ু অঞ্চল

উত্তরঃ (b) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল

(vii) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তর টি হল—
(a) ‘A’ স্তর (b) ‘B’ স্তর (c) ‘O’ স্তর (d) ‘R’ স্তর

উত্তরঃ (c) ‘O’ স্তর

(viii) উপকূলের সাথে সমান্তরালে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জন এর ফলে গঠিত উপকূল কে বলে—
(a) যৌগিক উপকূল
(b) রিয়া উপকূল
(c) ফিয়র্ড উপকূল
(d) ডালমেশিয়ান উপকূল

উত্তরঃ (d) ডালমেশিয়ান উপকূল

(ix) একটি পুষ্করিনী কে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, তা হল—
(a) শুষ্ক বিন্দু বসতি (b) আর্দ্র বিন্দু বসতি
(c) রৈখিক বসতি (d) বর্গাকার বসতি

উত্তরঃ (b) আর্দ্র বিন্দু বসতি

(x) সেবা ক্ষেত্রের কাজ কর্মে নিযুক্ত কর্মীদের বলা হয়—
(a) সাদা পোশাকের কর্মী
(b) লাল পোশাকে র কর্মী
(c) নীল পোশাকের কর্মী
(d) গোলাপি পোশাকের কর্মী

উত্তরঃ (d) গোলাপি পোশাকের কর্মী

(xi) মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত, তা হল—
(a) টাইফুন (b) টর্নেডো (c) হ্যারিকেন
(d) উইলি-উইলি

উত্তরঃ হ্যারিকেন

(xii) জীব বৈচিত্র শব্দটি প্রথম ব্যবহার করেন—
(a) ওয়াল্টার রোজেন (b) নরম্যান মায়ারস
(c) চার্লস ডারউইন (d) রবার্ট হুক

উত্তরঃ (a) ওয়াল্টার রোজেন

(xiii) ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো—
(a) দুধ   (b) মাংস   (c) ডিম   (d) মাছ

উত্তরঃ (d) মাছ

(xiv) একনত গঠনযুক্ত ভূমি ভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে, সেটি হল—
(a) অঙ্গুরীয় নদী নকশা
(b) কেন্দ্রবিমুখ নদী নকশা
(c) জাফরী রুপি নদী নকশা
(d) কেন্দ্রমুখী নদী নকশা

উত্তরঃ (c) জাফরী রুপি নদী নকশা

(xv) ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল—
(a) কাশ্মীর উপত্যকা (b) বোরা গুহা
(c) ব্লু পার্বত্য অঞ্চল (d) অজন্তা গুহা

উত্তরঃ (b) বোরা গুহা

(xvi) ভারতের বয়-লিঙ্গ পিরামিড নির্ণয়ের সূত্রটি হল—
(a) (মোট নারী সংখ্যা/মোট পুরুষের সংখ্যা) × 100
(b) (মোট নারী সংখ্যা/মোট পুরুষের সংখ্যা) × 1000
(c) (মোট পুরুষের সংখ্যা/মোট নারীর সংখ্যা) × 100
(d) (মোট পুরুষের সংখ্যা/মোট নারীর সংখ্যা) × 1000

উত্তরঃ (b) (মোট নারী সংখ্যা/মোট পুরুষের সংখ্যা) × 1000

(xvii) কষ্টিক সোডা ও সোডা অ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—
(a) পাট শিল্পে (b) কার্পাস বয়ন শিল্পে
(c) কাগজ শিল্পে (d) লৌহ ইস্পাত শিল্পে

উত্তরঃ (c) কাগজ শিল্পে

(xviii) চীনের যে প্রদেশ টি ‘ চীনের ধানের ভান্ডার’ নামে পরিচিত, তা হল—
(a) ইউনান (b) জেচুয়ান (c) হুনান প্রদেশ
(d) হুবেই

উত্তরঃ (c) হুনান প্রদেশ

(xix) এল নিনো দেখা যায়—
(a) আটলান্টিক মহাসাগরে
(b) প্রশান্ত মহাসাগরে
(c) ভারত মহাসাগরে
(d) ভূমধ্যসাগরে

উত্তরঃ (b) প্রশান্ত মহাসাগরে

(xx) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল—
(a) লৌহ (b) ম্যাঙ্গানিজ (c) তামা
(d) নাইট্রোজেন

উত্তরঃ (d) নাইট্রোজেন

(xxi) পাদসমতলিকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন—
(a) ডব্লিউ. এম. ডেভিস (b) ডব্লিউ. পেঙ্ক
(c) জে. টি. জ্যাক (d) এল. সি. কিং

উত্তরঃ (d) এল. সি. কিং

2. নিম্মলিখিত প্রশ্নগুলির উত্তরদাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1×14=14

(i) নিক্ বিন্দু কাকে বলে ?

উত্তরঃ পুনর্যৌবন ঘটলে নদীর দৈর্ঘ্য বরাবর একটি বিন্দুতে উর্ধ্ব উপত্যকার পুরোনো মৃদুঢালের সঙ্গে নিম্ম উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ হয়, একে নিক্ বিন্দু বা নিক্ পয়েন্ট বলে।

(ii) আয়ন বায়ু ককে বলে ?

উত্তরঃ আয়ন শব্দের অর্থ পথ। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্মচাপ বলয়ের দিকে প্রবহিত নিয়ত বায়ুকে আয়নবায়ু বলে। উত্তরগোলার্ধে উত্তরপূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দাক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়।

(iii) মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে ?

উত্তরঃ কিউমুলোনিম্বাস মেঘে দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ অল্প সময়ের মধ্যে প্রবলবর্ষণকে মেঘভাঙা বৃষ্টি বলে। ২০১৩ সালে মেঘভাঙা বৃষ্টির কারণে প্রচুর সম্পদ নষ্ট ও জীবনহানি হয়।

(iv) শুন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝ ?

উত্তরঃ কোনো দেশের একবছরে জন্ম ও অভিবাসনের মোট সংখ্যা, মৃত্যু ও প্রবাসনের মোট সংখ্যার সমান হলে সেই দেশের জনসংখ্যার কোনো পরিবর্তন ঘটেনা। জনসংখ্যা বৃদ্ধির এরুপ অবস্থাকে শুন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। সুতরাং শুন্য জনসংখ্যা বৃদ্ধি
(জন্ম + অভিবাসন ) – (মৃত্যু + প্রবাসন) = 0

(v) ‘4 O’ clock Rain কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় ?

উত্তরঃ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।

অথবা,

ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে ?

উত্তরঃ শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে ১০ থেকে ২০ কিমি ব্যাস যুক্ত এক গতিহীন… শান্ত প্রায় মেঘশূন্য অবস্থা বিরাজ করে, একে ঘূর্ণবাতের চক্ষু বলে।

(vi) মলিসলের একটি উদাহরণ দাও ?

উত্তরঃ চারনোজেম মৃত্তিকা, চেস্টনাট মৃত্তিকা।

অথবা,

মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝায় ?

উত্তরঃ যে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে কৃষি উৎপাদন সহ বিভিন্ন কাজে ব্যবহৃত মৃত্তিকাকে ক্ষয় ও অবনমনের হাত থেকে সম্পূর্ন বা আংশিক রক্ষা করা যায়। তাকেই বলে মৃত্তিকা সংরক্ষণ

(vii) ভারতের জীববৈচিত্রের উষ্মা অঞ্চলের দুটি উদাহরণ দাও

উত্তরঃ পশ্চিমঘাট পর্বত ও হিমালয় অঞ্চল

(viii) বাজার বাগান কৃষির সংজ্ঞা দাও

উত্তরঃ বড়ো বড়ো শহরের দৈনন্দিন শাকসবজি, ফুল, ফল প্রভৃতির চাহিদা মেটাতে যখন ওই সব শহরেরই উপকণ্ঠে বা শহরতলিতে অত্যন্ত আধুনিক পদ্ধতিতে ওই ফসলগুলির চাষ করা হয়, তখন তাকে বলে বাজার বাগান কৃষি।

অথবা,

ভারতের দুটি প্রধান চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম করো

উত্তরঃ গুজরাট ও রাজস্থান।

(ix) পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো

উত্তরঃ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।

(x) পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও

উত্তরঃ পরিকল্পনা অঞ্চলঃ কোন ভূ-খন্ডে সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনার উদ্দেশ্য ও কর্মসূচীকে একইভাবে কার্যকর করা হয় এবং সমগ্র অঞ্চলটির ভূ-প্রাকৃতিক ও আর্থ সামাজিক অবস্থা অভিন্ন হয়, তাকেই তাকে পরিকল্পনা অঞ্চল বলে।

অথবা,

ছত্রিশগড় অঞ্চলের প্রধান নদী কোনটি ?

উত্তরঃ মহানদী।

(xi) সমুদ্রতটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত ?

উত্তরঃ সমুদ্র জলের উর্ধ্ব জলসীমা থেকে ভৃগুতটের পাদদেশের মধ্যে বিস্তৃর্ণ অঞ্চল পশ্চাৎ তটভূমি নামে পরিচিত।

(xii) অনুগামী নদীর সংজ্ঞা দাও

উত্তরঃ ভূমির প্রধান বা প্রাথমিক ঢালকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। যেমন– গঙ্গা নদী।

(xiii) আইসোটিম কী ?

উত্তরঃ আলফ্রেড ওয়েবারের শিল্পস্থানিকতা তত্ত্বে কাঁচামাল ও উৎপন্ন পণ্যের সমপরিবহণ ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সমপরিবহণ ব্যয় রেখা বা আইসোটিম বলে।

অথবা,

আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো

উত্তরঃ কলাম্বিয়া, আটলান্টা, অগাস্টা, ম্যাকন, রেলিগ, বার্মিংহোম।

(xiv) পর্যায়নের সংজ্ঞা দাও

উত্তরঃ যে প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয়কার্যের মাধ্যমে ভূত্বকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের ক্রমশ একটি সমতা এনে একটি সাধারণ তল বা পৃষ্ঠ গঠিত হয় তাকে পর্যায়ন বলে। অর্থাৎ ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলিকরণ হল পর্যায়ন।

অথবা,

গিজার কাকে বলে ?

উত্তরঃ ভূগর্ভের উষ্ণ জল বাষ্পসহ নিয়মিত এবং মোটামুটি নির্দিষ্ট সময় অন্তর প্রবল বেগে ফোয়ারার মত স্তম্ভাকারে উৎক্ষিপ্ত হলে তাকে গিজার বলে । যেমন : আমেরিকা যুক্তরাষ্ট্রের শুল্ড ফেথফুল গিজার।

উচ্চমাধ্যমিক বিগত 10 বছরের প্রশ্নপত্র
201520162017
201820192020
202120222023
202420252026

HS HISTORY QUESTION 2022, WEST BENGAL HS PREVIOUS YEAR QUESTION PAPER, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2016, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2017, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2018, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2019, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2022, উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস পরীক্ষার প্রশ্ন, উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস সাজেশন, বিগত বছরের প্রশ্ন উচ্চউচ্চ মাধ্যমিক  ইতিহাস প্রশ্ন

উচ্চ উচ্চ মাধ্যমিক  প্রশ্নপত্র (West Bengal Board Higher Secondary Question Papers) সংক্রান্ত জিজ্ঞাসিত কিছু প্রশ্ন (FAQs)

Q.1. উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কী কী ভাষায় পাবো?

Ans. পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ইতিহাস, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু সহ বিভিন্ন ভাষায় উপলব্ধ।

Q.2. Higher Secondary 2024 একটি বিষয়ের প্রশ্নপত্রে কটি বিভাগ থাকবে?

Ans. উচ্চ মাধ্যমিকে (XII)-এ থিয়োরি বিভাগে দুটি অংশ থাকে, Part-A এবং Part-B। Part-A তে Traditional ধরনের প্রশ্ন থাকে, কিন্তু Part-B প্রশ্নপত্রটি Question cum Answer Type Booklet হয় যেখানে মূলত প্রতিটি  1 নম্বরের MCQ (Multiple Choice Question) এবং SAQ (Short Answer Type Question) প্রশ্ন থাকে।

Q.3. আমি কি  Part-A এর আগে Part-B এর উত্তর করতে পারি?

Ans. উচ্চ মাধ্যমিকের Part-B প্রশ্নপত্রটি, Part-A এর পরে দেওয়া হয় কারণ এটি একটি নির্দিষ্ট সিরিজ অনুযায়ী সাজানো থাকে, তাই তোমাকে Part-A আগে উত্তর করে নিতে হবে।

Q.4.  HS 2024 এর মডেল প্রশ্ন পাওয়া যায় কি?

Ans. হ্যাঁ, তুমি উচ্চ উচ্চ মাধ্যমিক  শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারো।

Q.5.  HS 2024 এর আগের বছরের প্রশ্ন কোথায় পেতে পারি?

Ans.  বিগত বছরগুলিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে তুমি সরাসরি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সংগ্রহ করতে পারো। এছাড়া পর্ষদের অফিসের সেলস কাউন্টার থেকেও তুমি বিগত বছরগুলির প্রশ্ন সংগ্রহ করতে পারো।

Q.6.  উচ্চ উচ্চ মাধ্যমিক  MCQ তে নেগেটিভ মার্কিং থাকে কি?

Ans. না, পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিকের MCQ-তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না।

Q.7.  উচ্চ উচ্চ মাধ্যমিক  নতুন পুরোনো সিলেবাসের জন্য কি আলাদা প্রশ্ন হয়?

Ans. প্রতিবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একইসাথে নেওয়া হয় পুরোনো ও নতুন সিলেবাসের (Old and New Syllabus) ওপর। পুরোনো সিলাবাসের প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষার্থীরা ইতিমধ্যেই অবগত রয়েছে এবং সেই একই ধরনের প্রশ্নপত্র 2023 উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষাতেও ব্যবহার করা হবে। নতুন সিলেবাসের জন্য 2018 এর পদ্ধতি অনুসারে পরীক্ষা গ্রহন করা হবে।

উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2022, Wbchse , Hs History Suggestion, উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস সাজেশন | Higher Secondary History Suggestion এর লিঙ্ক নিচে দেওয়া আছে এবার উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস (Higher Secondary History/ Wbchse Hs History) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নত্তরের জন্য West Bengal Hs Previous Year Question Paper || বিগত বছরের প্রশ্ন উচ্চউচ্চ মাধ্যমিক  ইতিহাস প্রশ্নগুলো দেখে নেওয়া দরকার উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2019 , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2018, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2017, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2016, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020 , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৭ , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৮, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৬, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০২০ , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৯ || উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ||West Bengal Hs Previous Year Question Paper Pdf Download

WB HS Previous Years Question Paper 2015 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2015 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2016 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2016 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2017 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2017 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2018 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2018 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2019 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2019 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2021 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2021 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2022 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2022 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2023 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2023 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2024 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2024 [WBCHSE]


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad