Dear student
তোমাকে কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । H.S Education Question Paper 2017 – উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র 2017 | HS History Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে।
H.S Education Question Paper 2017 – উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র 2017 -WBCHSE Questions Paper With Answe || H.S West Bengal Board (WBCHSE) Last 10 Year Question Paper || West Bengal HS Previous Year Question Paper || WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE]
পরীক্ষা | উচ্চমাধ্যমিক 2017 |
বিষয় | শিক্ষাবিজ্ঞান |
সময় | 3 ঘন্টা 15 মিনিট |
পূর্ণমান | 80 |
1. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4×1=4
(a) দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য কী কী ?
(b) সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। 4
2. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4×1=4
(a) কর্মের জন্য শিক্ষা – এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 4
(b) শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে লেখো 4
3. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 8×2=16
(a) মনোযোগ বলতে কী বোঝো ? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। 2+6=8
(b) শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কী ? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা কর। 2+6=8
(c) কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে ? নিম্নলিখিত অবিন্যস্ত স্কোরগুলিকে 5 একক ব্যবধান বিশিষ্ট একটি পরিসংখ্যান বিভাজনে স্থাপন করে ওই পরিসংখ্যা বিভাজনের মধ্যম মান নির্ণয় কর। 2+6
44 29 47 26 41 35 38 37
38 32 51 27 29 41 37 39
32 26 47 41 26 40 38 35
41 35 44 43 38 33 42 38
38 38 26 48 40 33 47 44
4. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 8×2=16
(a) মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ গুলি সংক্ষেপে আলোচনা করো।
(b) 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী সুপারিশের কথা বলা হয়েছে।
(c) বৃত্তিমুখী ও কারিগরী শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। 4+4
PART – B (Marks – 40)
1. নিম্নলিখিত বহু বিকল্পভিত্তিক প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো। 1×24=24
(i) কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন—
(a) থার্স্টোন (b) গার্ডনার (c) ক্যাস্টেল (d) ভার্নন
উত্তরঃ (c) ক্যাস্টেল
(ii) জ্ঞানে (Gagne) এর শিখনের শেষ স্তরটি হল—
(a) বাচনিক শিখন
(b) সংকেতমূলক শিখন
(c) ধারনার শিখন
(d) সমস্যা সমাধানের শিখন
উত্তরঃ (d) সমস্যা সমাধানের শিখন।
(iii) ‘Gestalt’ কথাটির অর্থ—
(a) অবয়ব (b) পাঠক্রম (c) বিষয় (d) ক্ষেত্রমান
উত্তরঃ (a) অবয়ব।
(iv) মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি–উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন—
(a) রাসেল (b) স্পিয়ারম্যান (c) থার্স্টোন (d) থর্নডাইক
উত্তরঃ (b) স্পিয়ারম্যান।
(v) স্কিনার প্রবর্তিত / সক্রিয় অনুবর্তনটি হল—
(a) R-type অনুবর্তন (b) S-type অনুবর্তন
(c) M-type অনুবর্তন (d) G-type অনুবর্তন
উত্তরঃ (a) R-type অনুবর্তন
(vi) কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় ?
(a) গানিতিক গড় (b) পরিসংখ্যা বহুভুজ
(c) ভূষিস্টক (d) মধ্যক
উত্তরঃ (b) পরিসংখ্যা বহুভুজ
(vii) আয়তলেখ (Histogram) আঁকার সময় পরিসংখ্যানগুলি (f) স্থাপন করা হয়—
(a) শ্রেণিব্যবধানের মধ্যবিন্দুতে
(b) শ্রেণিব্যবধানের উচ্চ প্রান্তসীমায়
(c) শ্রেণিব্যবধানের নিম্ন প্রান্তসীমা
(d) শূন্য অক্ষসীমায়
উত্তরঃ (b) শ্রেণিব্যবধানের উচ্চ প্রান্তসীমায়
(viii) পরিসংখ্যানে ‘{‘ চিহ্নটি দ্বারা _________ বোঝানো হয়।
(a) বিয়োগফলকে (b) ভাগফলকে
(c) যোগ ফলকে (d) গুণফলকে
উত্তরঃ (c) যোগ ফলকে
(ix) 8, 6, 10, 12, 9, 14, ও 4 স্কোরগুলির গড়মান হল—
(a) 8 (b) 12 (c) 10 (d) 9
উত্তরঃ (d) 9
(x) শিক্ষাক্ষেত্রে + 2 স্তরের সুপারিশ করে—
(a) মুদালিয়র কমিশন
(b) ভারতীয় শিক্ষাকমিশন
(c) রাধাকৃষ্ণান কমিশন
(d) 1986 সালের জাতীয় শিক্ষানীতি
উত্তরঃ (b) ভারতীয় শিক্ষাকমিশন
(xi) ভারতীয় সংবিধানের __________ ধারায় 14 পর্যন্ত সকল শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে—
(a) 46 নং ধারায় (b) 45 নং ধারায়
(c) 16 নং ধারায় (d) 28 নং ধারায়
উত্তরঃ (b) 45 নং ধারায়
(xii) কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন ?
(a) ড: জে. এম ডাফ
(b) জন ক্রিস্টি
(c) কে. আর উইলিয়ামস
(d) ডি. এস কোঠারি
উত্তরঃ (b) জন ক্রিস্টি
(xiii) সপ্তপ্রবাহের কথা নিমোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে ?
(a) রাধাকৃষ্ণান কমিশন
(b) কোঠারি কমিশন
(c) মুদালিয়র কমিশন
(d) 1968 সালের জাতীয় শিক্ষানীতি
উত্তরঃ (c) মুদালিয়র কমিশন
(xiv) প্রোগ্রাম অফ অ্যাকশন’ গঠিত হয়—
(a) 1992 সালে (b) 1990 সালে
(c) 1986 সালে (d) 1982 সালে
উত্তরঃ (a) 1992 সালে।
(xv) মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্নবুনিয়াদি বা প্রাথমিক শিক্ষার কাল হল—
(a) 3 বছর (b) 5 বছর (c) 7 বছর (c) 6 বছর
উত্তরঃ (b) 5 বছর
(xvi) বিদ্যালয় স্তরে পাঠক্রম রচনা করে—
(a) NCERT (b) CABE (c) NCTE (d) UGC
উত্তরঃ (a) NCERT
(xvii) স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে ?
(a) মুদালিয়র কমিশনে
(b) কোঠারি কমিশনে
(c) রাধাকৃষ্ণান কমিশনে
(d) 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে
উত্তরঃ (d) 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে
(xviii) মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় ?
(a) 1952 সালে (b) 1948 সালে (c) 1964 সালে (d) 1950 সালে
উত্তরঃ (c) 1964 সালে
(xix) ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয়—
(a) 15 ই এপ্রিল (b) 15 ই মাৰ্চ (c) 10 ই মার্চ (d) 10 ই এপ্রিল
উত্তরঃ (b) 15 ই মাৰ্চ
(xx) অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় ?
(a) অন্ধত্ব (b) তোতলামি (c) বিকলাঙ্গ (d) বধিরত্ব
উত্তরঃ (d) বধিরত্ব
xxi) জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়—
(a) 1988 সালে (b) 1968 সালে (c) 1978 সালে (d) 1958 সালে
উত্তরঃ (a) 1988 সালে।
(xxii) কম্পিউটারে স্থায়ী স্মৃতি হল—
(a) ROM (b) CAL (c) RAM (d) CAI
উত্তরঃ (a) ROM
xxiii) কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হল—
(a) ROM (b) RAM (c) CPU (d) UPS
উত্তরঃ (b) RAM
xxiv) কম্পিউটার সহযোগী শিখন হল—
(a) CAL (b) CMI (c) CBT (d) CAI
উত্তরঃ (a) CAL
2. নিম্নলিখিত প্রশ্নগুলির আতিসংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়) 1×16=16
(i) আগ্রহের যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তরঃ ব্যক্তির আগ্রহ হল বিকাশধর্মী অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে আগ্রহের বিকাশ হতে থাকে।
(ii) থাস্টোনের বহু উপাদান তত্ত্বে ‘S’ বলতে কী বোঝানো হয় ?
উত্তরঃ থার্স্টোনের বহু উপাদান তত্ত্বে ‘S’ হল ক্ষেত্রসম্বন্ধীয় উপাদান বা স্থান চেতনা (Space Relation Factor)
অথবা,
স্পিয়ারম্যানের স্ট্রেটাড সমীকরণে ‘r’ বলতে কী বোঝানো হয় ?
উত্তরঃ স্পিয়ারম্যানের স্ট্রেটাড সমীকরণে ‘r’ বলতে দুটি চলকের মধ্যে সহগতি সহগাঙ্ক বোঝানো হয় ৷
(iii) অপারেন্ট বলতে কী বোঝো ?
উত্তরঃ অপারেন্ট কথার অর্থ হল ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া।
অথবা,
সক্রিয় অনুবর্তন বলতে কী বোঝো ?
উত্তরঃ যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীয় সক্রিয়তা অপরিহার্য, তাকে সক্রিয় অনুবর্তন বলে। যেমন– শিক্ষার্থী অঙ্ক সঠিক করে প্রশংসাঅর্জন করে।
(iv) ভূষিস্টক নির্ণয়ের সূত্রটি কী ?
উত্তরঃ ভূষিস্টক = 3 মিডিয়ান – 2 মিন
অথবা,
গড়ের মাধ্যমে কী জানা যায় ?
উত্তরঃ বহু সংখ্যক সংগৃহীত তথ্যের প্রতিনিধির স্থানীয় মান গড়ের মাধ্যমে জানা যায়।
(v) 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যমমান নির্ণয় করো।
উত্তরঃ স্কোরগুলিকে উর্দ্ধমুখী বিন্যাস বা উর্দ্ধক্রমে সাজিয়ে পাই = 4,5,6,7,8,10, 12
এখানে N = 7
মধ্যমমান = N+1÷2 তম পদ
= 7+1÷2 তম পদ।
= 4 তম পদ
4 তম = 7
সুতরাং মধ্যমমান = 7
(vi) N.C.E.R.T এর পুরো নাম লেখো।
উত্তরঃ N.C.E.R.T এর পুরো নাম হল– National Council of Educational Research and Training (ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং।
(vii) স্কুলগুচ্ছ বা জোট কী ?
উত্তরঃ কোঠারি কমিশনের মতে পাশাপাশি অবস্থিত বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি জোটবদ্ধ রূপকে স্কুলকে স্কুলগুচ্ছ বলে। স্কুলগুচ্ছের মধ্যে স্কুলগুলি তাদের সম্পদের বিনিময় করবে যেমন– পাঠাগার, পরীক্ষাগার, শিক্ষণ প্রদীপন, প্রজেক্টর ইত্যাদি। প্রতিটি স্কুলগুচ্ছে থাকবে নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল।
(viii) গ্রামীন বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের ?
উত্তরঃ গ্রামীন বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তরটি হল 3/4 বছরের।
অথবা,
কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল ?
উত্তরঃ কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি 692 পৃষ্ঠার ছিল।
(ix) ভারতীয় সংবিধানের 30 (1) নং উপধারায় কী উল্লেখ আছে ?
উত্তরঃ ভারতীয় সংবিধানের 30 (1) নং উপধারা অনুযায়ী সরকার পরিচালিত কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, বর্ণ, ভাষা ইত্যাদির অজুহাতে কোনো শিক্ষার্থীকে ভর্তি হওয়া থেকে বঞ্চিত করা যাবে না।
অথবা,
ভারতীয় সংবিধানের 46 নং ধারায় কী উল্লেখ আছে ?
উত্তরঃ ভারতীয় সংবিধানের 46 নং ধারায় উল্লেখ করা হয়েছে যে তপশিলি জাতি ও উপজাতিদের প্রতি সরকার আর্থিক দিক এবং শিক্ষার দিক থেকে সবিশেষ যত্নবান হবে।
(x) 1986 সালে গঠিত শিক্ষানীতির নাম কী ?
উত্তরঃ 1986 সালে গঠিত শিক্ষানীতির নাম হল জাতীয় শিক্ষানীতি (1986)।
(xi) বধির কারা ?
উত্তরঃ যে সমস্ত শিশু সাধারণ কথাবার্তা শুনতে পায় না, তাদের কে বধির বলে।
(xii) শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝো ?
উত্তরঃ প্রাথমিক শিক্ষার শেষ স্তর অবধি না পড়ে মাঝপথেই পড়া ছেড়ে দেওয়াকে‘ড্রপ আউট’ বলে।
অথবা, ICDS- এর পুরো নাম লেখ।
উত্তরঃ ICDS এর পুরো নাম হল Integrated Child Development Services. (ইন্ট্রিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস)
(xiii) বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে কে অভিহিত করেছেন ?
উত্তরঃ বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেছেন আবুল কালাম আজাদ।
(xiv) ‘ট্রেজার উইদিন’ কথাটির অর্থ কী ?
উত্তরঃ ‘ট্রেজার উইদিন’ কথাটির অর্থ হল ‘অন্তর্নিহিত ধন।’
(xv) ROM ও RAM এর মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখ।
উত্তরঃ ROM হল কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র এবং RAM হল কম্পিউটারের অস্থায়ী স্মৃতি কেন্দ্র।
(xvi) e-learning কী ?
উত্তরঃ e-learning হল কম্পিউটারের সহায়তায় ইন্টারনেটের মাধ্যমে এক ধরনের শিখন পদ্ধতি।
অথবা,
DTP-এর পূর্ণরূপটি লেখো।
উত্তরঃ DTP এর পূর্ণরূপটি হল Desktop Publishing (ডেস্কটপ পাবলিসিং)।
HS HISTORY QUESTION 2022, WEST BENGAL HS PREVIOUS YEAR QUESTION PAPER, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2016, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2017, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2018, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2019, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2020, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2022, উচ্চ উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্ন, উচ্চ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন, বিগত বছরের প্রশ্ন উচ্চউচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন
উচ্চ উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র (West Bengal Board Higher Secondary Question Papers) সংক্রান্ত জিজ্ঞাসিত কিছু প্রশ্ন (FAQs)
Q.1. উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কী কী ভাষায় পাবো?
Ans. পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ইতিহাস, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু সহ বিভিন্ন ভাষায় উপলব্ধ।
Q.2. Higher Secondary 2024 একটি বিষয়ের প্রশ্নপত্রে কটি বিভাগ থাকবে?
Ans. উচ্চ মাধ্যমিকে (XII)-এ থিয়োরি বিভাগে দুটি অংশ থাকে, Part-A এবং Part-B। Part-A তে Traditional ধরনের প্রশ্ন থাকে, কিন্তু Part-B প্রশ্নপত্রটি Question cum Answer Type Booklet হয় যেখানে মূলত প্রতিটি 1 নম্বরের MCQ (Multiple Choice Question) এবং SAQ (Short Answer Type Question) প্রশ্ন থাকে।
Q.3. আমি কি Part-A এর আগে Part-B এর উত্তর করতে পারি?
Ans. উচ্চ মাধ্যমিকের Part-B প্রশ্নপত্রটি, Part-A এর পরে দেওয়া হয় কারণ এটি একটি নির্দিষ্ট সিরিজ অনুযায়ী সাজানো থাকে, তাই তোমাকে Part-A আগে উত্তর করে নিতে হবে।
Q.4. HS 2024 এর মডেল প্রশ্ন পাওয়া যায় কি?
Ans. হ্যাঁ, তুমি উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারো।
Q.5. HS 2024 এর আগের বছরের প্রশ্ন কোথায় পেতে পারি?
Ans. বিগত বছরগুলিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে তুমি সরাসরি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সংগ্রহ করতে পারো। এছাড়া পর্ষদের অফিসের সেলস কাউন্টার থেকেও তুমি বিগত বছরগুলির প্রশ্ন সংগ্রহ করতে পারো।
Q.6. উচ্চ উচ্চ মাধ্যমিক MCQ তে নেগেটিভ মার্কিং থাকে কি?
Ans. না, পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিকের MCQ-তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না।
Q.7. উচ্চ উচ্চ মাধ্যমিক নতুন ও পুরোনো সিলেবাসের জন্য কি আলাদা প্রশ্ন হয়?
Ans. প্রতিবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একইসাথে নেওয়া হয় পুরোনো ও নতুন সিলেবাসের (Old and New Syllabus) ওপর। পুরোনো সিলাবাসের প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষার্থীরা ইতিমধ্যেই অবগত রয়েছে এবং সেই একই ধরনের প্রশ্নপত্র 2023 উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ব্যবহার করা হবে। নতুন সিলেবাসের জন্য 2018 এর পদ্ধতি অনুসারে পরীক্ষা গ্রহন করা হবে।
উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2022, Wbchse , Hs History Suggestion, উচ্চ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন | Higher Secondary History Suggestion এর লিঙ্ক নিচে দেওয়া আছে । এবার উচ্চ উচ্চ মাধ্যমিক ইতিহাস (Higher Secondary History/ Wbchse Hs History) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নত্তরের জন্য West Bengal Hs Previous Year Question Paper || বিগত বছরের প্রশ্ন উচ্চউচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নগুলো দেখে নেওয়া দরকার । উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2019 , উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2018, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2017, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2016, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2020 , উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ২০১৭ , উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ২০১৮, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ২০১৬, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ২০২০ , উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ২০১৯ || উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ||West Bengal Hs Previous Year Question Paper Pdf Download
WB HS Previous Years Question Paper 2015 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2015 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2016 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2016 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2017 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2017 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2018 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2018 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2019 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2019 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2021 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2021 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2022 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2022 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2023 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2023 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2024 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2024 [WBCHSE]