SSC Exam: বিরাট বদল রাজ্যের SSC পরীক্ষাতে! জেনে নিন বিস্তারিত

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

SSC Exam : এবার রাজ্যের সরকার গঠিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুল গুলির শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় হতে চলেছে বড়রকমের বদল। রাজ্যের শিক্ষা দপ্তরকে এবার স্কুল সার্ভিস কমিশনের (SSC) তরফ থেকে শিক্ষক নিয়োগের পরীক্ষা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ পরামর্শ পাঠানো হয়েছে, যেখানে পরীক্ষা পদ্ধতি ও নম্বর বিভাজন সম্পর্কিত একটি স্পষ্ট দিকনির্দেশ দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

MCQ ধর্মী হওয়া উচিত

রাজ্যে দীর্ঘদিন ধরেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, নিয়োগের পরীক্ষা বিষয়ভিত্তিক হবে নাকি MCQ ধরনের প্রশ্ন অন্তর্ভুক্ত করা হবে সেই বিষয়টি নিয়ে উঠছে প্রশ্ন। সূত্র মারফত জানা গেছে যে, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্যের শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র বিষয়ভিত্তিক (SAQ) এবং বিশ্লেষণ ধর্ম না হয়ে MCQ ধর্মী হওয়া উচিত। OMR শিট ব্যবহার করা যেতে পারে পরীক্ষার ক্ষেত্রে। স্কুল সার্ভিস কমিশন পরামর্শ দিয়েছে যে, পরীক্ষার পর OMR শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের দিতে। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে দাবি করেছে স্কুল সার্ভিস কমিশন।

৯০ নম্বরের MCQ ভিত্তিক OMR বেসড পরীক্ষা

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের (SSC Exam) ক্ষেত্রে এতদিন পর্যন্ত ৩০০ নম্বরের সাবজেক্টিভ পরীক্ষা নেওয়া হতো, তবে কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে, এখন থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩০০ নম্বরের পরীক্ষা বাতিল করে মোট ৯০ নম্বরের MCQ ভিত্তিক OMR বেসড পরীক্ষা আয়োজন করা যেতে পারে। এই নয়া পরীক্ষা পদ্ধতি চালু হলে অল্প সময়ে বহু সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া সম্ভব হবে। এমনকি, ফলাফল প্রকাশ এবং মেধা তালিকা তৈরির ক্ষেত্রেও সময় কম লাগবে, যার ফলে অতি অল্প সময়ের মধ্যে স্বচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

নিয়োগে আসবে স্বচ্ছতা

বর্তমানে পশ্চিমবঙ্গের প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক সহ উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেই বিষয়টিকে মাথায় রেখেই এবার স্কুল সার্ভিস কমিশন, স্বচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া আয়োজন করতে চাইছে। এই বিষয়ে এসএসসির এক কর্তা জানিয়েছেন, বর্তমানে প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগে প্রচুর অনিয়ম হয়েছে। তবে, নতুন পদ্ধতিতে OMR শিটের মাধ্যমে পরীক্ষা হলে এবং OMR শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হলে নিয়োগে স্বচ্ছতা আসবে বলেই তিনি আশাবাদী।


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad