দশম শ্রেণীর বাংলা : জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Bengali Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণীর বাংলা : জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Bengali Question and Answer

জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer : জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th Bengali Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKBengali Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. নিজের লেখা গল্পটি পড়ে তপনকে শােনাতে বলেন—

(ক) মা।

(খ) ছােটো মাসি

(গ) সম্পাদক

(ঘ) মেসােমশাই

উত্তর- (ক) মা।

2. তপনের মেলােমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন?/তপনের মেলােমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানাের কথা বলেছিলেন?

(ক) কিশাের ভারতী

(খ) শুকতারা

(গ) সন্ধ্যাতারা

(ঘ) আনন্দমেলা

উত্তর- (গ) সন্ধ্যাতারা

3.  “ছুটি ফুরিয়ে এসেছে”—কীসের ছুটি?

(ক) গ্রীষ্মের

(খ) পুজোর

(গ) বড়ােদিনের

(ঘ) নববর্ষের

উত্তর- (ক) গ্রীষ্মের

4. তপন বইটা ফেলে রেখে চলে যায়’—এখানে বইটা’ বলতে বােঝানাে হয়েছে—

(ক) পাঠ্য বই

(খ) “সন্ধ্যাতারা’ পত্রিকা।

(গ) গল্পের বই

(ঘ) মেসাের লেখা কবিতার বই

উত্তর- (খ) “সন্ধ্যাতারা’ পত্রিকা।

5. কিন্তু কে শােনে তার কথা ?’—এখানে তার’ বলতে বােঝানাে হয়েছে—

(ক) তপনকে

(খ) তপনের মাকে

(গ) ছােটো মাসিকে

(ঘ) মেসােকে

উত্তর- (ক) তপনকে

6. এ দেশের কিছু হবে না’—একথা বলেন—

(ক) পত্রিকার সম্পাদক

(খ) তপন।

(গ) তপনের বাবা।

(ঘ) নতুন মেসাে।

উত্তর- (ঘ) নতুন মেসাে।

7. তপনের হাত আছে’—এখানে হাত আছে’ বলতে বােঝানাে হয়েছে—

(ক) মারামারি করার স্বভাব ।

(খ) ভাষার দখল

(গ) চুরির স্বভাব।

(ঘ) হস্তশিল্পে নিপুণতা।

উত্তর- (খ) ভাষার দখল

8. বিয়ের পর মুরুব্বি মুরুব্বি’ হয়েছে—

(ক) তপনের ছােটো পিসি।

(খ) তপনের ছােটো মামা ।

(গ) তপনের ছােটো মাসি।

(ঘ) তপনের ছােটো কাকু।

উত্তর- (গ) তপনের ছােটো মাসি।

9. আর একবার রব ওঠে’—কীসের রব?

(ক) তপন চমৎকার লিখেছে।

(খ) তপন লেখা টুকলিফাই করেছে।

(গ) তপন বড়াে সাহিত্যিক হবে ।

(ঘ) মেসাে তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে।

উত্তর- (ঘ) মেসাে তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে।

10. ‘তােমার গল্প তাে দিব্যি হয়েছে’—কথাটা শুনে তপন প্রথমে ভেবেছিল—

(ক) প্রশংসা।

(খ) মিথ্যে কথা

(গ) ঠাট্টা ।

(ঘ) বিদ্রুপ।

উত্তর- (গ) ঠাট্টা ।

11. ‘এত কাছ থেকে কখনাে দেখেনি তপন’—কাকে?

(ক) পত্রিকার সম্পাদককে

(খ) প্রতারককে

(গ) লেখককে

(ঘ) নায়ককে

উত্তর- (গ) লেখককে

12. রত্নের মূল্য জহুরির কাছেই’–এখানে জহুরি’ বলা হয়েছে—

(ক) তপনের নতুন মেসােকে

(খ) তপনের বাবাকে ।

(গ) পত্রিকার সম্পাদককে

(ঘ) তপনের লেখা গল্পটকে

উত্তর- (ক) তপনের নতুন মেসােকে

13. ‘ জ্ঞানচক্ষু ‘ গল্পের রচয়িতা

(A) মহাশ্বেতা দেবী

(B) আশাপূর্ণা দেবী

(C) অনিমা দেবী

(D) লীলা মজুমদার

Ans: (A) মহাশ্বেতা দেবী

14. ‘ কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ।’- কথাটা হল

(A) তপনের মামা একজন লেখক

(B) তপনের লেখা ছাপা হয়েছে

(C) তপনের মেসো একজন লেখক

(D) সবাই তপনের গল্প শুনে হেসেছে

Ans: (C) তপনের মেসো একজন লেখক

15. ‘ চোখ মার্বেল হয়ে যাওয়া ‘ – এর অর্থ হল

(A) চোখ পাকানো

(B) চোখ গোল গোল হয়ে যাওয়া

(C) অবাক হয়ে যাওয়া

(D) রেগে যাওয়া

Ans: (C) অবাক হয়ে যাওয়া ।

16. তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন

(A) অভিনেতা

(B) চিত্রপরিচালক

(C) খেলোয়াড়

(D) লেখক

Ans: (D) লেখক

17. তপনের লেখক মেসোমশাই হলেন তার

(A) বড়োমাসির স্বামী

(B) মেজোমাসির স্বামী

(C) সেজোমাসির স্বামী

(D) ছোটোমাসির স্বামী

Ans: (D) ছোটোমাসির স্বামী

18. তিনি নাকি বই লেখেন । তিনি হলেন

(A) তপনের নতুন মেসোমশাই

(B) তপনের বাবা

(C) তপন

(D)’ সন্ধ্যাতারা ‘ পত্রিকার সম্পাদক

Ans: (A) তপনের নতুন মেসোমশাই

19. অনেক বই ছাপা হয়েছে

(A) তপনের

(B) নতুন মেসোমশাইয়ের

(C) ছোটোমাসির

(D) মেজোকাকুর

Ans: (B) নতুন মেসোমশাইয়ের

20. তপন কখনো এত কাছ থেকে –

(A) জলজ্যান্ত ভূত দেখেনি

(B) সমুদ্র দ্যাখেনি

(C) জলজ্যান্ত লেখক দ্যাখেনি

(D) ক্রিকেট ম্যাচ দ্যাখেনি ।

Ans: (C) জলজ্যান্ত লেখক দ্যাখেনি

21. তপনের নতুন মেসোমশাই খবরের কাগজ নিয়ে গল্প আর তর্ক করেন –

(A) ছোটোমামাদের মতোই

(B) মা – মাসিদের মতোই

(C) কাগজের সম্পাদকের মতোই

(D) সাংবাদিকদের মতোই

Ans: (A) ছোটোমামাদের মতোই

22. ঠিক ছোটোমামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল আড্ডা – তর্কের পর শেষপর্যন্ত ‘ এ দেশের কিছু হবে না ‘ বলে মেসোমশাই—

(A) ঘুমিয়ে পড়েন

(B) লিখতে বসেন

(C) সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান

(D) সিগারেট ধরান

Ans: (C) সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান

23. নতুন মেসোকে দেখে তপনের –

(A) জ্ঞানচক্ষু খুলে গেল

(B) দমবন্ধ হয়ে এল

(C) আনন্দ হল

(D) গলা বুজে এল

Ans: (A) জ্ঞানচক্ষু খুলে গেল

24. তপনের অবাক হওয়ার কারণ ছিল –

(A) সে কখনও মেসোমশাইকে দ্যাখেনি

(B) সে কখনও কোনো লেখককে দ্যাখেনি

(C) সে নিজে গল্প লিখে ফেলেছিল

(D) তার গল্প ছাপা হয়েছিল

Ans: (B) সে কখনও কোনো লেখককে দ্যাখেনি

25. ‘ এবিষয়ে সন্দেহ ছিল তপনের । — তপনের সন্দেহের বিষয়টি হল –

(A) লেখকরা ভারি অহংকারী হয় ।

(B) ছোটোমাসির বিয়েতে আদৌ কোনো ঘটা হয়েছিল কিনা

(C) নতুন মেসোমশাই প্রকৃতই একজন লেখক কিনা

(D) লেখকরা তপনের বাবা , ছোটোমামা বা মেজোকাকুর মতো সাধারণ মানুষ

Ans: (D) লেখকরা তপনের বাবা , ছোটোমামা বা মেজোকাকুর মতো সাধারণ মানুষ

26. তপন মূলত মামার বাড়ি এসেছে—

(A) গরমের ছুটি উপলক্ষ্যে

(B) পুজোর ছুটি কাটাতে

(C) বিয়েবাড়ি উপলক্ষ্যে

(D) ‘ সন্ধ্যাতারা ‘ – র প্রকাশ উপলক্ষ্যে

Ans: (C) বিয়েবাড়ি উপলক্ষ্যে

27. ‘ তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন ক’দিন ।’— মেসোর শ্বশুরবাড়িতে এসে থাকার কারণ

(A) তাঁর গরমের ছুটি চলছিল

(B) তাঁর সেখানে কাজ ছিল

(C) তিনি নিরিবিলিতে গল্প লিখতে চেয়েছিলেন

(D) তপন তাঁকে থাকতে অনুরোধ করেছিল

Ans: (A) তাঁর গরমের ছুটি চলছিল

28. ‘ জ্ঞানচক্ষু ‘ গল্পে গরমের ছুটি চলছিল—

(A) তপনের

(B) ছোটোমাসির

(C) ছোটোমেসোর

(D) তপন ও ছোটোমেসোর

Ans: (C) ছোটোমেসোর

29. তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে যা ছিলেন—

(A) রাজনীতিবিদ

(B) চিকিৎসক

(C) সম্পাদক

(D) অধ্যাপক

Ans: (D) অধ্যাপক

30. আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন … এখানে যে – সুযোগের কথা বলা হয়েছে , তা হল—

(A) মামার বাড়িতে থাকার সুযোগ

(B) গল্প লেখার সুযোগ

(C) জলজ্যান্ত লেখককে কাছ থেকে দেখার সুযোগ

(D) ছুটির সুযোগ

Ans: (C) জলজ্যান্ত লেখককে কাছ থেকে দেখার সুযোগ

31. “ আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন যা দেখতে পাচ্ছে , তা হল –

(A) গল্প লেখা কত কঠিন

(B) চেনাজানা না থাকলে গল্প ছাপানো যায় না

(C) নতুন মেসোমশাই ভারি ঘুমকাতুরে

(D) লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়

Ans: (D) লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়

32. তপন প্রথম কী লিখেছিল ?

(A) গল্প

(B) উপন্যাস

(C) প্রবন্ধ

(D) কবিতা

Ans: (A) গল্প

33. তপনের লেখা ছোটোমেসোর হাতে পৌঁছে দেয়—

(A) তপন নিজেই

(B) তপনের মা

(C) তপনের ছোটোমামা

(D) তপনের ছোটোমাসি

Ans: (D) তপনের ছোটোমাসি

34. ‘ আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। সুযোগটি হল—

(A) গরমের ছুটি

(B) পুজোর ছুটি

(C) বিয়ের জন্য নেওয়া ছুটি

(D) বেড়াতে যাওয়ার ছুটি

Ans: (A) গরমের ছুটি

35. ‘ ছোটোমাসি সেই দিকে ধাবিত হয় ।’— এখানে ‘ সেইদিকে ‘ বলতে বোঝানো হয়েছে—

(A) তিনতলার সিঁড়ির দিকে

(B) ছোটোমেসোর দিকে

(C) তপনের পড়ার ঘরের দিকে

(D) মেজোকাকুর দিকে

Ans: (B) ছোটোমেসোর দিকে

36. তপনের ছোটোমাসি যখন ছোটোমেসোর দিকে ধাবিত হয় , মেসো তখন

(A) লিখছিলেন

(B) দিবানিদ্রা দিচ্ছিলেন

(C) টিভি দেখছিলেন

(D) খবরের কাগজ পড়ছিলেন

Ans: (B) দিবানিদ্রা দিচ্ছিলেন ।

37. ‘ তপন অবশ্য ‘ না – আ – আ’- করে প্রবল আপত্তি তোলে ।’ তপন যে বিষয়ে আপত্তি তোলে , তা হল

(A) তার লেখা গল্প ছোটোমেসোকে দেখানো

(B) অসময়ে ছোটোমেসোর ঘুম ভাঙানো

(C) ছোটোমাসির শ্বশুরবাড়ি ফিরে যাওয়া

(D) তার লেখা ছাপতে দেওয়া

Ans: (A) তার লেখা গল্প ছোটোমেসোকে দেখানো

38. মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়

(A) তপন

(B) মা

(C) ছোটোমেসো

(D) ছোটোমামা

Ans: (A) তপন

39. রত্নের মূল্য –

(A) দস্যুর কাছে

(B) জহুরির কাছে

(C) রত্নাকরের কাছে

(D) নারীর কাছে

Ans: (B) জহুরির কাছে

40. ‘ রত্নের মূল্য জহুরির কাছেই ।’ — এখানে ‘ রত্ন ‘ ও ‘ জহুরি ‘ হল –

(A) তপন ও ছোটোমাসি

(B) তপন ও ছোটোমেসো

(C) তপন ও ‘ সন্ধ্যাতারা ‘ – র সম্পাদক

(D) তপন ও মেজোকাকু ‘

Ans: (B) তপন ও ছোটোমেসো

41. মেসোর উপযুক্ত কাজ হবে সেটা ।’— উপযুক্ত কাজটি হল –

(A) গল্প লিখে দেওয়া

(B) তপনকে গল্প লেখা শিখিয়ে দেওয়া

(C) তপনের গল্প ছাপিয়ে দেওয়া

(D) তপনকে বেড়াতে নিয়ে যাওয়া

Ans: (C) তপনের গল্প ছাপিয়ে দেওয়া

42. যে – পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল , সেই পত্রিকার নাম –

(A) শুকতারা

(B) নক্ষত্র

(C) ধ্রুবতারা

(D) সন্ধ্যাতারা

Ans: (D) সন্ধ্যাতারা

43. ‘ তোমার গল্প তো দিব্যি হয়েছে । এখানে বক্তা হল –

(A) তপন

(B) ছোটোমামা

(C) ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকার সম্পাদক

(D) ছোটোমেসো

Ans: (A) তপন

44. ‘ তোমার গল্প তো দিব্যি হয়েছে । যাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে , সে হল –

(A) তপন

(B) ছোটোমেসো

(C) ছোটোমাসি

(D) ছোটোমামা

Ans: (A) তপন

45. তপনের লেখাটা ছাপতে দেওয়ার আগে যা করা দরকার , তা –

(A) নতুন করে লেখা

(B) টাইপ করিয়ে নেওয়া

(C) একটু কারেকশন করা

(D) পরিষ্কার হাতের লেখায় লেখা

Ans: (C) একটু কারেকশন করা

46. ‘ তপন প্রথমটা ভাবে ঠাট্টা । যে বিষয়টিকে তপন ঠাট্টা বলে মনে করে , তা হল –

(A) তার লেখা গল্প ছাপতে দেওয়া

(B) তার লেখা গল্প ছাপার অযোগ্য

(C) ছোটোমেসোর অনেক বই ছাপা হয়েছে

(D) ছোটোমাসি একটা গল্প লিখেছে

Ans: (A) তার লেখা গল্প ছাপতে দেওয়া

47. তপন দ্যাখে মেসোর মুখে –

(A) ঠাট্টার আভাস

(B) বিষাদের ছায়া

(C) বিরক্তির প্রকাশ

(D) করুণার ছাপ

Ans: (D) করুণার ছাপ

48. তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় । এখানে যার কথা বলা হয়েছে , সে হল –

(A) ছোটোমাসি

(B) তপন

(C) মেজোকাকু

(D) মা

Ans: (B) তপন

49. ‘ আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। এখানে বক্তা হলেন –

(A) তপনের বাবা

(B) তপনের ছোটোমামা

(C) তপনের মেজোকাকু

(D) তপনের ছোটোমেসো

Ans: (D) তপনের ছোটোমেসো

50. তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা উঠেছিল—

(A) বৈঠকখানায়

(B) বিকেলে চায়ের টেবিলে

(C) রাতে খাবার টেবিলে

(D) দুপুরে খাবার টেবিলে

Ans: (B) বিকেলে চায়ের টেবিলে

51. তপনের গল্প শুনে সবাই –

(A) হাসে

(B) দুঃখ পায়

(C) বিরক্ত হয়

(D) রেগে যায়

Ans: (A) হাসে

52. ‘ না না আমি বলছি- তপনের হাত আছে ।’— এখানে তপনের ‘ হাত আছে বলতে বোঝানো হয়েছে—

(A) তপনের লেখার হাত আছে

(B) বিয়েবাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনায় তপনের ভূমিকা আছে

(C) তপনের বেহালা বাজানোর হাত আছে

(D) ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকায় লেখা ছাপানোয় তপনের হাত আছে

Ans: (A) তপনের লেখার হাত আছে

53. না – না আমি বলছি- তপনের হাত আছে ।’- এখানে বক্তা হলেন

(A) তপনের ছোটোমেসো

(B) তপনের ছোটোমাসি

(C) ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকার সম্পাদক

(D) তপনের মেজোকাকু

Ans: (A) তপনের ছোটোমেসো

54. সাধারণত তপনের বয়সি ছেলেমেয়েদের লেখা গল্পের বিষয় হয় –

(A) রুপকথা

(B) ভৌতিক ঘটনা

(C) খুন – জখম – অ্যাকসিডেন্ট অথবা না – খেতে পেয়ে মরে যাওয়া ।

(D) ব্যাক্তিগত অভিজ্ঞতা

Ans: (A) রুপকথা

55. তপন যে – বিষয়টি নিয়ে গল্প লেখে সেটি হল –

(A) খুন – জখম – অ্যাকসিডেন্ট

(B) ওর ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা

(C) ঝড়ের রাতের অভিজ্ঞতা

(D) রূপকথা

Ans: (B) ওর ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা

56. ‘ তপন বিহ্বল দৃষ্টিতে তাকায় । – তপনের দৃষ্টিতে যা ছিল , তা হল –

(A) কষ্ট

(B) অবিশ্বাস

(C) রাগ

(D) দুঃখ

Ans: (B) অবিশ্বাস

57. ছুটি ফুরোলে গল্পটি নিয়ে চলে গেলেন –

(A) ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকার সম্পাদক

(B) তপনের মেজোকাকু

(C) তপনের ছোটোমাসি

(D) তপনের ছোটোমেসো

Ans: (D) তপনের ছোটোমেসো

58. মেসো চলে গেলে তপন বসে বসে দিন গোনে

(A) উদ্বিগ্ন হয়ে

(B) আতঙ্কিত হয়ে

(C) কৃতার্থ হয়ে

(D) আনন্দিত হয়ে

Ans: (C) কৃতার্থ হয়ে

59. ছেলেবেলা থেকেই তপন গল্প শুনেছে—

(A) একটা – আধটা

(B) রাশি রাশি

(C) বাবার মুখে

(D) ঠাকুমার মুখে

Ans: (B) রাশি রাশি

60. এখন তপন গল্প পড়ছে—

(A) রাশি রাশি

(B) ঝুড়ি ঝুড়ি

(C) বস্তা বস্তা

(D) হাতে গোনা

Ans: (C) বস্তা বস্তা

61. শুধু এইটাই জানা ছিল না । অজানা বিষয়টি হল

(A) মেসো একজন লেখক

(B) তার গল্প ছাপা হবে

(C) মানুষই গল্প লেখে

(D) সে গল্প লিখতে পারে

Ans: (C) মানুষই গল্প লেখে

62. বিয়েবাড়িতেও তপনের মা যেটি না – আনিয়ে ছাড়েননি , সেটি

(A) বেনারসি শাড়ি

(B) সোনার গয়না

(C) পড়ার বই

(D) হোমটাস্কের খাতা

Ans: (D) হোমটাস্কের খাতা

63. গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের ।’- তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল –

(A) অন্ধকারে কাউকে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে

(B) নিজের লেখা গল্প পড়ে

(C) ছাপার হরফে নিজের লেখা পড়ে

(D) নিঝুম দুপুরে একলা ঘরে ভূতের গল্পঃ পড়ে

Ans: (B) নিজের লেখা গল্প পড়ে

64. মাথার চুল খাড়া হয়ে উঠল –

(A) ছোটোমাসির

(B) তপনের

(C) ছোটোমেসোর

(D) তপনের মায়ের

Ans: (B) তপনের

65. “তারপর ধমক খায়”—তপন ধমক খেয়েছিল—

(ক) পড়া বাদ দিয়ে গল্প করার জন্য

(খ) হােম টাস্ক না করার জন্য

(গ) লুকিয়ে গল্প লেখার জন্য

(ঘ) নিজের লেখা গল্প না পড়ে বােবার মতাে বসে থাকার জন্য

উত্তর – (ঘ) নিজের লেখা গল্প না পড়ে বােবার মতাে বসে থাকার জন্য

66. তপন তার প্রথম গল্পটি লিখেছিল—

(ক) রাতের বেলা

(খ) সকাল বেলা

(গ) দুপুর বেলা

(ঘ) বিকেল বেলা

উত্তর- (গ) দুপুর বেলা

67. ‘সে সব বই নাকি ছাপাও হয়’–‘সেই সব বই’ বলতে যার লেখা বইয়ের কথা বলা হয়েছে—

(ক) তপনের মেজকাকুর।

(খ) তপনের নিজের

(গ) তপনের নতুন মেসােমশাইয়ের

(ঘ) সন্ধ্যাতারা’ পত্রিকার সম্পাদকের

উত্তর- (গ) তপনের নতুন মেসােমশাইয়ের

68. তপনের মামাবাড়িতে ‘দেদার ঘটাপটা করে’ অনুষ্ঠিত হয়েছিল—

(ক) তপনের জন্মদিন।

(খ) তপনের ছােট মাসির বিয়ে

(গ) তপনের গল্প প্রকাশের অনুষ্ঠান

(ঘ) তপনের ছােট মামার বিয়ে

উত্তর- (খ) তপনের ছােট মাসির বিয়ে

69. আরে ব্যাস, এত কখনাে খাওয়া যায়’ বক্তা —

(ক) তপন

(খ) তপনের নতুন মেসােমশাই

(গ) তপনের বাবা

(ঘ) তপনের ছােটো মাসি

উত্তর- (খ) তপনের নতুন মেসােমশাই

70. ‘ছােট মামাদের মতােই তপনের নতুন মেসােমশাই—

(ক) গল্প লেখেন।

(খ) কলেজে ছাত্র পড়ান।

(গ) খবরের কাগজের সব কথা নিয়ে গল্প ও তর্ক করেন

(ঘ) দিবানিদ্রায় মগ্ন থাকেন।

উত্তর- (গ) খবরের কাগজের সব কথা নিয়ে গল্প ও তর্ক করেন

71. তপনের হাত আছে’ মেলােমশাই কথাটি বলেছেন—

(ক) দিবানিদ্রা থেকে উঠে

(খ) সন্ধ্যের আড্ডায়।

(গ) বিকেলে চায়ের টেবিলে।

(ঘ) তপনদের বাড়িতে বেড়াতে গিয়ে

উত্তর- (গ) বিকেলে চায়ের টেবিলে।

72. ওমা এ তাে বেশ লিখেছিস রে’—কথাটি ছােটোমাসি বলেছিলেন—

(ক) যাত্রার ভঙ্গিতে

(খ) পিঠ চাপড়ানাে সুরে

(গ) সন্দেহের সুরে

(ঘ) আনন্দে বিহ্বল হয়ে

উত্তর- (খ) পিঠ চাপড়ানাে সুরে

73. তপন লজ্জা ভেঙে পড়তে যায়’ কী ?

(ক) সংবাদপত্র

(খ) নিজের লেখা কবিতা।

(গ) নিজের লেখা গল্প।

(ঘ) পত্রিকার সূচিপত্র

উত্তর- (গ) নিজের লেখা গল্প।

74. তপনের মাথায় ঢােকে না’—তপনের মাথায় ঢােকেনি—

(ক) সে কী পড়ছে।

(খ) সে কী দেখছে।

(গ) সে কী করছে।

(ঘ) সে কী বলছে

উত্তর- (ক) সে কী পড়ছে।

75. নিজের লেখাকে তপন বলেছে—

(ক) শ্রেষ্ঠ লেখা

(খ) জহুরির হাতে লেখা

(গ) কাচা লেখা

(ঘ) পাকা লেখা

উত্তর- (গ) কাচা লেখা

76. তপন বইটা ফেলে রেখে চলে যায়’—বইটা ফেলে সে কোথায় যায়?

(ক) তিনতলার সিঁড়িতে

(খ) ছােটো মাসির কাছে।

(গ) ছাতে (ছাদে)

(ঘ) পড়ার ঘরে

উত্তর- (গ) ছাতে (ছাদে)

77. মামার বাড়ি এলে সব কিছুই’ কার কাছে তপনের সব কিছুই?

(ক) দিদার কাছে।

(খ) ছােটো মামার কাছে।

(গ) ছােটো মাসির কাছে।

(ঘ) মামির কাছে।

উত্তর- (গ) ছােটো মাসির কাছে।

78. তবু লিখেছে। লুকিয়ে লিখছে’—এভাবে লেখার কারণ—

(ক) ভয়

(খ) লজ্জা

(গ) ভালােবাসা

(ঘ) নেশা।

উত্তর- (ঘ) নেশা।

79. তপন মামা বাড়িতে এসেছিল—

(ক) পুজোর ছুটি কাটাতে

(খ) গ্রীষ্মের ছুটি কাটাতে

(গ) ছােটো মাসির বিয়ে উপলক্ষ্যে

(ঘ) লেখক মেসােকে দেখতে

উত্তর- (গ) ছােটো মাসির বিয়ে উপলক্ষ্যে

80.  “সন্ধ্যাতারা” পত্রিকায় প্রকাশিত তপনের লেখা গল্পের নাম—

(ক) প্রথম অভিজ্ঞতা

(খ) ভরতির দিন।

(গ) প্রথম দিন

(ঘ) স্কুলের প্রথম দিন

উত্তর- (গ) প্রথম দিন

81. ছছাটো মাসির সঙ্গে তপনের বয়সের ব্যবধান প্রায় —

(ক) বছর আটেক

(খ) বছর দশেক

(গ) বছর পাঁচেক

(ঘ) বছর সাতেক।

উত্তর- (ক) বছর আটেক

82.  ‘যেন নেশায় পেয়েছে’–এক্ষেত্রে ‘নেশাটি’ হল—

(ক) গল্প লেখা

(খ) খেলাধুলাে করা

(গ) হােমটাস্ক করা।

(ঘ) বেড়াতে যাওয়া

উত্তর- (ক) গল্প লেখা

83. তপনের নতুন মেসসা প্রবলভাবে গল্প করেন—

(ক) পত্রিকার বিষয় নিয়ে

(খ) সিনেমার বিষয় নিয়ে

(গ) খবরের কাগজের কথা নিয়ে

(ঘ) দেশের ভবিষ্যৎ নিয়ে

উত্তর- (গ) খবরের কাগজের কথা নিয়ে

84.  ‘এ দেশের কিছু হবে না বলে তপনের মেসাে চলে যান

(ক) যাত্রা দেখতে

(খ) গল্প লিখতে

(গ) দিবানিদ্রা দিতে

(ঘ) সিনেমা দেখতে

উত্তর- (ঘ) সিনেমা দেখতে

85. ছাতে উঠে তপন চোখ মােছে—

(ক) রুমাল বের করে।

(খ) গেঞ্জির তলা উল্টে

(গ) শার্টের তলা উল্টে

(ঘ) দুই হাত দিয়ে

উত্তর- (গ) শার্টের তলা উল্টে

86. তপনের নতুন মেসােমশাইয়ের পেশা ছিল—

(ক) লেখক

(খ) গল্পকার

(গ) স্কুল শিক্ষক

(ঘ) কলেজের প্রফেসর

উত্তর- (ঘ) কলেজের প্রফেসর

87. তপন মনে মনে পুলকিত হয়েছিল।

(ক) মাসির হইচইয়ে

(খ) মায়ের আদরে

(গ) লেখক মেসাের প্রশংসায়

(ঘ) পত্রিকাতে নিজের গল্প দেখে

উত্তর- (ক) মাসির হইচইয়ে

88. ছােটো মাসি ডিম ভাজার সঙ্গে খেয়েছিলেন—

(ক) চা

(খ) কফি

(গ) পাউরুটি

(ঘ) মিষ্টি

উত্তর- (ক) চা

89. তপনের চিরকালের বন্ধু —

(ক) মা।

(খ) মেজ কাকু

(গ) বড়ােমাসি

(ঘ) ছােটোমাসি

উত্তর- (ঘ) ছােটোমাসি

90. বাড়ির সকলের ঠাট্টা-তামাশার মধ্যে তপন গল্প লিখছিল—

(ক) একটি

(খ) দু-তিনটি

(গ) তিন-চারটি

(ঘ) বেশ কয়েকটি

উত্তর- (খ) দু-তিনটি

91. তপন তার লেখা গল্পের কথাটি সর্বপ্রথম কাকে জানিয়েছিল ?

(ক) পত্রিকার সম্পাদককে

(খ) লেখক মেসােকে

(গ) মা-কে।

(ঘ) ছােটোমাসিকে

উত্তর- (ঘ) ছােটোমাসিকে

92.  “মাসি বলে, ‘মেসাের উপযুক্ত কাজ হবে সেটা”—উপযুক্ত কাজটি হল—

(ক) তপনের গল্প প্রকাশ করা

(খ) তপনের গল্প কারেকশন করা

(গ) তপনের গল্প ছাপিয়ে দেওয়া।

(ঘ) তপনকে গল্প লিখে দেওয়া

উত্তর- (গ) তপনের গল্প ছাপিয়ে দেওয়া।

93. শুধু এইটাই জানা ছিল না’—তপনের অজানা বিষয়টি হল—

(ক) মানুষই গল্প লিখতে পারে

(খ) তার নতুন মেসােমশাই একজন লেখক

(গ) তার গল্প পত্রিকায় ছাপা হয়েছে

(ঘ) লেখকরা আকাশ থেকে পড়া জীব নয়।

উত্তর- (ক) মানুষই গল্প লিখতে পারে

94. যার জন্যে হাঁ করে আছে তপন?’-তপন কীসের জন্য হাঁ করেছিল ?

(ক) পত্রিকা দেখার জন্য।

(খ) স্বরচিত গল্পটি আঁটোসাঁটো ছাপার অক্ষরে দেখার জন্য

(গ) লেখক মেসােকে দেখার জন্য

(ঘ) পত্রিকার সূচিপত্র দেখার জন্য

উত্তর- (ঘ) পত্রিকার সূচিপত্র দেখার জন্য

95. মেসাের মুখে করুণার ছাপ দেখে তপন —

(ক) আহ্লাদে গলে পড়ে

(খ) আহ্লাদে কাদো কাদো হয়ে যায়।

(গ) উত্তেজনায় গল্প লিখতে থাকে

(ঘ) আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে

উত্তর- (খ) আহ্লাদে কাদো কাদো হয়ে যায়।

96. তপন দুপুরবেলা গল্প লিখতে কোথায় গিয়েছিল?

(ক) চিলেকোঠায়

(খ) তিনতলার সিঁড়িতে

(গ) ছাদে।

(ঘ) তিনতলার ঘরে

উত্তর- (খ) তিনতলার সিঁড়িতে

97. তপনের মাথায় ঢােকে না—

(ক) একজন সাধারণ মানুষ কী করে লেখক হতে পারে।

(খ) তার গল্পটা কী করে বদলে গেল।

(গ) সে কী পড়ছে।

(ঘ) দীর্ঘদিন কেটে গেলেও কেন তার গল্প প্রকাশিত হয়নি

উত্তর- (গ) সে কী পড়ছে।

98. তপনের পদবি হল –

(ক) রায়।

(খ) সেন

(গ) বিশ্বাস

(ঘ) দত্ত।

উত্তর- (ক) রায়।

99. তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল

(A) ছোটোমামাকে

(B) ছোটোমেসোকে

(C) ছোটোমাসিকে

(D) ছোটকাকাকে

Ans: (C) ছোটোমাসিকে

100. তপনের চিরকালের বন্ধু –

(A) মা

(B) ছোটমাসি

(C) বাবা

(D) ছোটমামা

Ans: (B) ছোটমাসি

101. ছোটোমাসি তপনের থেকে বড়ো ছিল—

(A) পাঁচ বছরের

(B) আট বছরের

(C) সাত বছরের

(D) দশ বছরের

Ans: (B) আট বছরের

102. মামার বাড়ি এলে তপনের সব কিছুই –

(A) দাদুর কাছে

(B) দিদার কাছে

(C) ছোটোমামার কাছে

(D) ছোটোমাসির কাছে

Ans: (D) ছোটোমাসির কাছে

103. বিয়ের পর ছোটোমাসি হয়ে গেছে –

(A) একটু মুরুব্বি মুরুব্বি

(B) একটু মোটা

(C) একটু গম্ভীর

(D) একটু রোগা

Ans: (A) একটু মুরুব্বি মুরুব্বি

104. ওমা এ তো বেশ লিখেছিস রে ? ‘ – এখানে বক্তা

(A) তপনের ছোটোমামা

(B) তপনের মেজোকাকু

(C) তপনের ছোটোমাসি

(D) তপনের ছোটোমেসো

Ans: (C) তপনের ছোটোমাসি

105. ‘ কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো ? — এ কথা বলেছেন

(A) মা ছোটোমাসিকে

(B) ছোটোমাসি মাকে

(C) ছোটোমাসি তপনকে

(D) ছোটোমেসো তপনকে

Ans: (D) ছোটোমেসো তপনকে

106. ঠাট্টা – তামাশার মধ্যেই তপন গল্প লিখে ফ্যালে আরও—

(A) দু – তিনটে

(B) তিন – চারটে

(C) পাঁচটা

(D) একটা

Ans: (A) দু – তিনটে

107. ‘ যেন নেশায় পেয়েছে ।’— যাকে নেশায় পেয়েছে , সে হল –

(A) ছোটোমামা

(B) তপন

(C) ছোটোমেসো

(D) বাবা

Ans: তপন ।

108. ‘ যেন নেশায় পেয়েছে ।’— তপনকে কীসের নেশায় পেয়েছে ?

(A) ক্রিকেট খেলার

(B) গল্প লেখার

(C) গান শোনার

(D) টিভি দেখার

Ans: (B) গল্প লেখার

109.  ‘ বুকের রক্ত ছলকে ওঠে তপনের ।’- এর কারণ

(A) ছোটোমাসি – মেসোর হঠাৎ আগমন

(B) ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকায় তপনের গল্প ছাপার সম্ভাবনা

(C) দীর্ঘদিন পর তার চিরকালের বন্ধু ছোটমাসির সাথে দেখা হয়

(D) তার লুকিয়ে গল্পঃ লেখার কথা প্রকাশ্যে এসে যাওয়া ।

Ans: (A) ছোটোমাসি – মেসোর হঠাৎ আগমন

110. ‘ পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ? ‘ — অলৌকিক ঘটনাটি হল –

(A) এক লেখকের সঙ্গে তপনের ছোটোমাসির বিয়ে হয়েছে

(B) বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি , সাহিত্যিক , কথাশিল্পী

(C) তপনের লেখা গল্প ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকায় ছাপা হয়েছে

(D) তপন দেখল ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয় ।

Ans: ?

111. তপনের সম্পূর্ণ নাম ছিল –

(A) তপনকান্তি রায়

(B) তপনকুমার রায়

(C) তপনকুমার সেন

(D) তপন রায়

Ans: (B) তপনকুমার রায়

112. তপনের লেখা গল্পের নাম ছিল –

(A) প্রথম দিন

(B) প্রথম পরীক্ষা

(C) শেষ দিন

(D) শেষ রাত

Ans: (A) প্রথম দিন

113. গল্প লেখার জন্য তপনের বাড়িতে তপনের নাম হয়ে গেছে –

(A) কবি , সাহিত্যিক , কথাশিল্পী

(B) সাহিত্যিক , কথাশিল্পী

(C) কবি , গল্পকার , কথাশিল্পী

(D) কবি , নাট্যকার , ঔপন্যাসিক

Ans: (A) কবি , সাহিত্যিক , কথাশিল্পী

114. ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে ।’— যে – কথাটি ছড়িয়ে পড়ে , সেটি হল—

(A) তপনের গল্প লেখার কথা

(B) তপনের গল্প ‘ সন্ধ্যাতারা ‘ – য় ছেপে বেরোনোর কথা

(C) তপনের লেখা ছোটোমেসোর কারেকশন করে দেওয়ার কথা

(D) তপনের পরীক্ষায় পাসের কথা

Ans: (C) তপনের লেখা ছোটোমেসোর কারেকশন করে দেওয়ার কথা

115. তপনের বাড়িতে বেড়াতে এসে ছোটোমাসি খায়—

(A) চা – বিস্কুট

(B) মাংস – ভাত

(C) ডিমভাজা আর চা

(D) কফি আর কেক

Ans: (C) ডিমভাজা আর চা

116. তপনদের বাড়িতে বেড়াতে এসে ছোটোমেসো খান—

(A) শুধু কফি

(B) কেক আর কফি

(C) ডিমভাজা আর চা

(D) ডিমভাজা আর কফি

Ans: ?

117. ‘ কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি ।’— উদ্ধৃতিটির বক্তা

(A) তপন

(B) তপনের মা

(C) তপনের বাবা

(D) তপনের ছোটোমাসি

Ans: (B) তপনের মা

118. ‘ বাবা , তোর পেটে পেটে এত ।’— এখানে ‘ তোর ’ বলতে বোঝানো হয়েছে

(A) তপনকে

(B) তপনের মেজোকাকুকে

(C) তপনের ছোটোমাসিকে

(D) তপনের বন্ধুকে

Ans: (A) তপনকে

119. তপনের মেশোমশাই কোন্ পত্রিকার সম্পাদককে চিনতেন ?

(A) শুকতারা

(B) আনন্দমেলা

(C) সন্ধ্যাতারা

(D) দেশ

Ans: (C) সন্ধ্যাতারা

120. তপনের লেখাটা নতুন করে নিজের পাকা হাতের কলমে লিখেছেন—

(A) ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকার সম্পাদক

(B) তপনের ছোটোমেসো

(C) তপনের মেজোকাকু

(D) তপনের বাবা

Ans: (B) তপনের ছোটোমেসো

121. তপন আর পড়তে পারে না কারণ –

(A) তার ঘুম পেয়েছিল

(B) তার কষ্ট হচ্ছিল

(C) তার রাগ হচ্ছিল

(D) তার বিরক্ত লাগছিল

Ans: (B) তার কষ্ট হচ্ছিল

122. ‘ তপনের অপরিচিত ।’- যে – বস্তুর কথা বলা হয়েছে , তা হল –

(A) মেসোর পরিচয়

(B) তার নিজের লেখা গল্প

(C) ‘ সন্ধ্যাতারা ‘ – র সম্পাদকের পরিচয়

(D) ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকাটি

Ans: (B) তার নিজের লেখা গল্প

123. ‘ তবু ‘ ধন্যি ধন্যি ‘ পড়ে যায় ।’— ‘ ধন্যি ধন্যি ‘ – র অর্থ হল –

(A) প্রশংসা

(B) ব্যঙ্গ

(C) নিন্দা

(D) তামাশা

Ans: (A) প্রশংসা

124. ‘ আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন – দিনটিকে সবচেয়ে দুঃখের দিন মনে হয়েছিল , সেটি ছিল

(A) ছোটোমাসির বিয়ের দিন

(B) মামাবাড়িতে আসার দিন

(C) নিজের গল্প ছাপা অক্ষরে দেখার দিন

(D) মামাবাড়ি থেকে চলে যাওয়ার দিন

Ans: (C) নিজের গল্প ছাপা অক্ষরে দেখার দিন

125. ‘ কীরে তোর যে দেখি পারা ভারী হয়ে নেয়া শব্দের অর্থ হল—

(A) কে পা মোটা হয়ে যাওয়া

(B) গম্ভীর হয়ে যাওয়া

(C) ভারিক্কি হয়ে যাওয়া

(D) অহংকারী হয়ে যাওয়া

Ans: (D) অহংকারী হয়ে যাওয়া

126. ‘ ছাপা হয় হোক , না হয় না হোক ।’— এর মধ্যে তপনের যে – মানসিকতা প্রকাশ পায় , তা হল

(A) মরিয়া

(B) বিরক্তি

(C) দুঃখ

(D) অভিমান

Ans: (A) মরিয়া

127. তপনকে যেন আর কখনো শুনতে না হয় । যা না – শোনার কথা বলা হয়েছে , তা হল –

(A) সে গল্প লিখতে পারে না

(B) ছোটোমেসো গল্প লিখে দিয়েছেন

(C) ছোটোমাসি সুপারিশ করেছেন

(D) অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছেন

Ans: (D) অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছেন

128. ‘ তার চেয়ে দুঃখের কিছু নেই , তার থেকে অপমানের ! ‘ — যে বিষয়ে কথা বলা হয়েছে , তা হল—

(A) নিজের গল্প ছাপা না – হওয়া

(B) নিজের গল্পে অন্যের ্যর লেখা লাইন পড়াশোন

(C) বাড়ির লোকেদের ঠাট্টাতামাশা

(D) নিজের গল্প লিখতে না – পারা

Ans: (B) নিজের গল্পে অন্যের ্যর লেখা লাইন পড়াশোন

129. তপন প্রথমটা ভাবে ঠাট্টা , কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ , তখন আহ্লাদে _____ হয়ে যায় ।

(A) আনন্দিত

(B) দুঃখিত

(C) কাঁদো কাঁদো

(D) বিহ্বল

Ans: (C) কাঁদো কাঁদো

130. ছোটো মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কী বলেছিলেন ?

(A) এমন চমৎকার গল্প আগে কখনও পড়েননি

(B) এই গল্পটাই একটু ‘ কারেকশান ‘ করতে হবে

(C) তোমার এখন পড়াশোনা করার বয়স , তাই করো

(D) গল্পটা পড়ে যদি ভালো লাগে তাহলে ছাপাতে দেবেন

Ans: (B) এই গল্পটাই একটু ‘ কারেকশান ‘ করতে হবে

131. গল্প পড়ার পর তপন সংকল্প করে –

(A) আর কোনোদিন গল্প লিখবে না

(B) আরও বেশি করে গল্প লিখবে

(C) ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে

(D) নিজের পয়সা দিয়ে নিজের গল্প ছাপবে

Ans: (C) ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে

132. ‘ চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে’

(A) সকালে

(B) বিকালে

(C) সন্ধ্যায়

(D) রাতে

Ans: (B) বিকালে

133. ‘ কই পড্ ? লজ্জা কী ? পড় , সবাই শুনি ।’— কথাটা বলেছিলেন—

(A) কাকা

(B) বাবা

(C) মা

(D) ছোটোমাসি

Ans: (C) মা

134. ছোটোমাসি আর মেসো একদিন বেড়াতে এল , হাতে এক সংখ্যা –

(A) আনন্দধারা

(B) সন্ধ্যাতারা

(C) বঙ্গবাণী

(D) সাহিত্যসন্ধ্যা

Ans: (B) সন্ধ্যাতারা

জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী দশম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন উত্তর Class 10 Bengali Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Bengali Question and Answer Suggestion

1. তপনের লেখা পত্রিকায় ছেপে বেরোতে দেখে তার মেজোকাকু কী বলেন ?

Ans: তপনের লেখা ছেপে বেরোনোর কৃতিত্ব তপনকে না – দিয়ে মেজোকাকু ব্যঙ্গ করে বলেন , তাঁদের ওরকম লেখক – মেসোমশাই থাকলে তাঁরাও গল্প লেখার চেষ্টা করে দেখতেন ।

2. ‘ গল্পটা ছাপা হলে যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা , সে আহ্লাদ খুঁজে পায় না।- উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত না – হতে পারার কারণ কী ?

Ans: নিজের লেখা ছেপে বেরোলে যে – তীব্র আনন্দ হওয়ার কথা সেই আহ্লাদ খুঁজে পায় না তপন । তার কৃতিত্বের চেয়েও যেন বড়ো হয়ে ওঠে ছোটোমেসোর গল্প ছাপিয়ে দেওয়ার কৃতিত্ব ।

3. ‘ বোবার মতো বসে থাকে / – কে , কেন বোবার মতো বসে থাকে ?

Ans: নিজের লেখা গল্প ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নাম করে মেসো লেখাটা আগাগোড়াই বদলে দিয়েছেন । তাই স্তম্ভিত তপন তা দেখে বোবার মতো বসে থাকে ।

4. ” তপন বইটা ফেলে রেখে চলে যায় , তপনের বই ফেলে রেখে যাওয়ার কারণ কী ?

Ans: পত্রিকায় গল্প প্রকাশিত হওয়ায় তপনের যে – আনন্দ হয়েছিল তা মুহূর্তেই স্তিমিত হয়ে যায় । কারেকশনের নামে তার লেখাটা আগাগোড়াই বদলে গেছে । তাই অভিমানে তপন বই ফেলে চলে যায় ।

5. বইটা ফেলে রেখে তপন কী করে ?

Ans: বইটা ফেলে রেখে তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখের জল মোছে ।

6. ‘ তপন আর পড়তে পারে না । – তপনের আর পড়তে না পারার কারণ কী ?

Ans: নিজের লেখা গল্প পত্রিকায় ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নাম করে ছোটো মেসোমশাই তার লেখাটা পুরোটাই পালটে দিয়েছেন । তাই তপন আর পড়তে পারে না ।

7. “ তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন ! – দিনটিতে কোন্ উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল ?

Ans: জীবনের প্রথম লেখা গল্প ছেপে বেরোনোর পর তপন দেখে কারেকশনের নামে নতুন মেসো পুরো গল্পটাই বদলে দিয়েছেন । গল্পের স্বকীয়তা হারানোয় ব্যথিত তপনের সেই দিনটা সবচেয়ে দুঃখের মনে হয়েছে ।

8. ‘ এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন , প্রশ্ন ২.৩৮ —সংকল্পটি কী ?

Ans: তপন সংকল্প করেছিল , ভবিষ্যতে  যদি কখনও আর কোনো লেখা ছাপাতে হয় , তবে সে নিজে হাতে সেই লেখা পৌঁছে দিয়ে আসবে পত্রিকার অফিসে ।

9. ‘ তপনকে যেন আর কখনো না শুনতে হয় ….. —এখানে কী শোনার কথা বলা হয়েছে ?

Ans: তপনকে যেন আর কখনও শুনতে না – হয় যে , অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে ।

10. ” তার চেয়ে দুঃখের কিছু নেই , — কীসের কথা বলা হয়েছে ?

Ans: আশাপূর্ণা দেবী রচিত ‘ জ্ঞানচক্ষু ‘ গঙ্গে তপনের মনে হয়েছে নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার চেয়ে দুঃখের আর কিছুই নেই ।

11. ‘ তপন প্রথমটা ভাবে ঠাটা- তপন কোন্ কথাকে প্রথমটায় ঠাট্টা ভেবেছিল ?

Ans: লেখক নতুন মেসোমশাই যখন তপনকে জানান তার গল্প দিব্যি হয়েছে , এমনকি একটু সংশোধন করে দিলে ছাপতেও দেওয়া যায় তখন সম্পূর্ণ বিশ্বাস করতে না পেরে তপন এই কথাটাকে নিছক ঠাট্টা বলে মনে করেছিল ।

12. ‘ দুপুরবেলা , সবাই যখন নিথর নিথর’- তখন তপন কী করেছিল ?

Ans: বিয়েবাড়ির দুপুরবেলা সবাই যখন নিথর , তখন তপন হোমটাস্কের খাতা নিয়ে তিনতলায় উঠে একাসনে বসে আস্ত একটা গল্প লিখে ফেলেছিল ।

13. ‘ না না আমি বলছি — তপনের হাত আছে – কখন বক্তা এ কথা বলেন ?

Ans: বিকেলে চায়ের টেবিলে তপনের গল্পের কথা শুনে সবাই হেসে ওঠায় লেখক মেসোমশাই এ কথা বলেন ।

14. নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু গেল তপনের এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে ?

Ans: এখানে লেখকেরাও যে নিছক সুস্থ – স্বাভাবিক ও সাধারণ মানুষ , তপনের এই জ্ঞানলাভ ের কথাই বলা হয়েছে ।

15. ‘ নতুন মেসোকেদেখে তপন কী জেনেছিল ?

Ans: লেখকেরা যে অন্য গ্রহ থেকে পড়া কোনো জীব নয় , আর পাঁচ জনের মতোই নিছক সাধারণ মানুষ ; নতুন মেসোকে দেখে তপন এ কথাই জেনেছিল ।

16. ‘ তাই জানতো না’- কে , কী জানত না ?

Ans: জলজ্যান্ত একজন লেখককে যে এত কাছ থেকে দেখা যায় , ‘ জ্ঞানচক্ষু ‘ গল্পের নায়ক তপন তাই জানত না ।

17. ‘ তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে । – তপন ‘ বসে বসে দিন গোনে কেন ?

Ans: পত্রিকায় গল্প ছাপা হওয়ার আশায় তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে ।

18. ‘ গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের- তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল কেন ?

Ans: তপনের নিজের লেখা গল্প , যা কারেকশনের পর সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিল তা পাঠ করে তার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।

19. ‘ জ্ঞানচক্ষু গল্পে তপনের মেসো কোন্ মহত্ত্ব দেখিয়েছিলেন ?

Ans: লেখক মেসোমশাই সকলের সামনে তপনের গল্পের প্রশংসা করেন এবং গল্পটি সংশোধন করে ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকায় ছাপিয়ে দেন ।

20. এর মধ্যে তপন কোথা ? – কেন এমন বলা হয়েছে ?

Ans: লেখক মেসোমশাইয়ের সংশোধনের পরে তপনের নামে প্রকাশিত গল্প তার কাছেই অপরিচিত ও নতুন হয়ে ওঠে । তাই এমন কথা বলা হয়েছে ।

21. ‘ বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন্ কথাটা ?

Ans: লেখক মেসোমশাইকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন যে একটা আস্ত গল্প লিখে ফেলেছে , এই কথাটা বিকেলে চায়ের টেবিলে উঠেছিল ।

22. তপনদের মতোই মানুষ ‘ — এ কথা বলার কারণ কী ?

Ans: লেখক যে কোনো আকাশ থেকে পড়া জীব নয় আর সকলের মতোই সাধারণ মানুষ ; নতুন মেসোকে দেখে তপন এই সত্য টের পায় ।

23. ‘ সারাবাড়িতে শোরগোল পড়ে যায় — শোরগোলের কারণ কী ?

Ans: তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে , এই শুনে সারাবাড়িতে শোরগোল পড়ে যায় ।

24. ‘ তিনি নাকি বই লেখেন , ‘ — এখানে কার কথা বলা হয়েছে ?

Ans: এখানে তপনের নতুন মেসোমশাইয়ের কথা বলা হয়েছে ।

25. ‘ মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন— কী বলেন ?

Ans: মেসো তেমনি করুণার মূর্তিতে তপনের মাসিকে বলেন যে , তিনি ‘ সন্ধ্যাতারা ‘ – র সম্পাদককে বলে তপনের গল্পটা ছাপিয়ে দেবেন ।

26. ‘ তা ঘটেছে , সত্যিই ঘটেছে— কী ঘটেছে ?

Ans: তপনের লেখা গল্প ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকায় প্রকাশিত হয়েছে ।

27. ‘ একটু ‘ কারেকশান ’ করে হয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে । –কে , কী ছাপানোর কথা বলেছেন

Ans: তপনের লেখক মেসোমশাই তপনের অপরিণত হাতের লেখা পর গল্পটি একটু ‘ কারেকশান ‘ ও ‘ ইয়ে করে ‘ ছাপানোর কথা বলেছেন ।

28. তপনকে যেন আর কখনাে শুনতে না হয়’—তখন কোন্ কথাটি শুনে ছিল?

উত্তর : মেসােমশাই কারেকশন’ করে তপনের গল্প ছাপানাের দরুন বাড়ির সকলের কাছ থেকে তপনকে শুনতে হয়েছিল “অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে।

29. সেই সুযােগে দেখতে পাচ্ছে তপন’—তপন কী দেখতে পেয়েছিল ?

উত্তর : কলেজে গ্রীষ্মের ছুটি চলার দরুন লেখক মেসােমশাই কিছুদিন শ্বশুরবাড়িতে রয়ে গিয়েছিলেন। সেই সুযােগে তপন দেখতে পেয়েছিল—“লেখক মানে কোনাে আকাশ থেকে পড়া জীব নয়, তাদের মতােই সাধারণ মানুষ।

30. মেসাে তেমনি করুণার মূর্তিতে বলেন’—মেসসা কী বলেছিলেন?

উত্তর : মেসাে করুণার মূর্তিতে বলেছিলেন, তিনি তপনের গল্প পত্রিকায় ছাপিয়ে দেবেন। কারণ সন্ধ্যাতারা’ পত্রিকার সম্পাদককে তিনি গল্প ছাপানাের অনুরােধ করলে, সম্পাদক ‘না’ করতে পারবেন না।

31. সারা বাড়িতে শােরগােল পড়ে যায়’—শােরগােলের কারণ কী?

উত্তর : তপনের লেখা গল্প ছাপার অক্ষরে ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখে, তপনদের সারা বাড়িতে শােরগােল পড়ে যায়।

32. জ্ঞানচক্ষু’ গল্পে তপনের লেখক মেলােমশাইয়ের অহংকার বােধের পরিচয় মেলে এমন একটি দৃষ্টান্ত দাও।

উত্তর : নিজের অহংকার জাহির করে, মেসােমশাই বলেছিলেন—তিনি সুপারিশ করলে সন্ধ্যাতারা’ পত্রিকার সম্পাদক কোনাে গল্প ছাপাতে ‘না’ করতে পারবেন না।

33. এবিষয়ে সন্দেহ ছিল তপনের’-কোন্ বিষয়ের কথা বলা হয়েছে?

উত্তর : কিশাের তপনের ভাবনায় লেখকেরা ছিল ভিনগ্রহের প্রাণী। কিন্তু লেখকেরা যে তার বাবা, ছােটোমামা বা মেজ কাকুর মতাে সাধারণ মানুষ হতে পারে—এ বিষয়ে তপনের মনে সন্দেহ ছিল।

34. এইসব মালমশলা নিয়ে বসে’—মালমশলাগুলি কী কী?

উত্তর : লেখক মেসাের মতে, তপনের সমবয়সিরা গল্প লিখতে বসলেই রাজা-রানি, খুন-জখম-অ্যাক্সিডেন্ট অথবা অনাহারে মৃত্যু-র মতাে চিরাচরিত বিষয়গুলিকেই নিজের গল্পের মালমশলা হিসেবে গ্রহণ করে।

35. আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম’—কী চেষ্টা করার কথা বলা হয়েছে?

উত্তর : তপনের মেজোকাকু বলেছিলেন, তার কোনাে লেখক মেসাে থাকলে তিনিও গল্প লেখার চেষ্টা করতেন।

36. ‘বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি’—কী না আনিয়ে ছাড়েননি?

উত্তর :‘হােমটাস্কের’ খাতা তপনের মা বিয়ে বাড়িতেও না আনিয়ে ছাড়েননি।

37. মেসাে অবশ্য মৃদু মৃদু হাসেন’—মেসাের হাসির কারণ কী?

উত্তর : বাড়ির সদস্যদের সামনে সুকৌশলে নিজের মহত্ব জাহির করার জন্য মেসােমশাই মৃদু মৃদু হেসে জানিয়েছিলেন যে, তপনের গল্পটা তিনি কারেকশন করে পত্রিকাতে ছাপিয়েছেন।

38. সে আহ্লাদ খুঁজে পায় না’—কে কোন্ আহ্লাদ খুঁজে পায়নি?

উত্তর : স্বরচিত গল্প প্রকাশিত হলে, সৃষ্টিসুখজনিত যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, সেই আহ্লাদ তপন খুঁজে পায়নি।

39. এর মধ্যে তপন কোথা?’—এ কথা বলার কারণ কী?

উত্তর :পত্রিকায় প্রকাশিত স্বরচিত গল্পটি পড়তে গিয়ে, তপন দেখে গল্পের প্রতিটি লাইনই তার অচেনা। গােটা গল্পে কোথাও তার নিজস্বতাটুকু নেই। তাই এ কথা বলা হয়েছে।

40. ‘ জ্ঞানচক্ষু ’ গল্পটি কার লেখা ? এর উৎস উল্লেখ করো ।

Ans: আশাপূর্ণা দেবী রচিত ‘ জ্ঞানচক্ষু ’ গল্পটির উৎস হল তাঁর ‘ কুমকুম ‘ নামক ছোটোদের গল্পসংকলন ।

41. ‘ কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ?

Ans: লেখকরা ভিন্ন জগতের প্রাণী — এটিই ছিল তপনের ধারণা । কিন্তু তার নতুন মেসোমশাই একজন লেখক শুনে বিস্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গেল ।

42. বুকের রক্ত ছলকে ওঠে তপনের’—কেন বুকের রক্ত ছলকে উঠেছিল ?

উত্তর : মাসি-মেসােকে ‘সন্ধ্যাতারা’ পত্রিকা হাতে বাড়িতে আসতে দেখে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল।

43. “শুধু এইটাই জানা ছিল না”—কার কী জানা ছিল না?/ “নতুন মেসােকে দেখে জানল সেটা”—তপন কী জেনেছিল?

উত্তর : গল্প লেখা এতই সহজ যে সাধারণ মানুষও লিখতে পারে—একথা তপনের জানা ছিল না। নতুন মেসােকে দেখে একথাটি তপন জেনেছিল।

44. “তাই জানত না”-কে কী জানত না?

উত্তর : জলজ্যান্ত একজন লেখককেও অত্যন্ত কাছ থেকে দেখা যায়, একথা তপন জানত না।

45.  “সূচিপত্রেও নাম রয়েছে”—সেখানে কী লেখা ছিল?

উত্তর : সন্ধ্যাতারা’ পত্রিকার সূচিপত্রে লেখা ছিল—প্রথম দিন’ (গল্প) শ্ৰীতপন কুমার রায়।

46. তপনেরই বা লেখক হতে বাধা কী?—তপনের লেখক হতে বাধা নেই কেন ?

উত্তর : নতুন মেসােকে দেখার পর তপন বুঝতে পেরেছিল যে—লেখকেরা কোনাে আকাশ থেকে পড়া জীব নয়। তার মতােই নিছক মানুষ। তাই লেখক হতে তপনের নিজেরও কোনাে বাধা নেই।

47. ‘মেসসার উপযুক্ত কাজ হবে সেটা’–বক্তা কোন্ কাজের কথা বলেছেন?

উত্তর : ছােটো মাসির মতে বােনপাে তপনের গল্পটি পত্রিকায় ছাপানাের ব্যবস্থা করে দেওয়াই হবে মেসাে হিসেবে তার স্বামীর উপযুক্ত কাজ।

48. ‘সে আহ্লাদ খুঁজে পায় না”—তপনের আহ্লাদিত না হতে পারার কারণ কী?

উত্তর : তপনের স্বরচিত গল্পটি পড়ে সবাই তাকে বাহবা দেওয়ার বদলে নতুন মেসাের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ে। তাই স্বরচিত গল্প প্রকাশিত হওয়ার সৃষ্টি সুখজনিত আহ্বাদে তপন আহ্লাদিত হতে পারেনি।

49. আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন’-বক্তার কাছে কোন্ দিনটি সবচেয়ে দুঃখের ?

উত্তর : ছােটো মাসি ও মেসােমশাই যেদিন একটি সন্ধ্যাতারা’ পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে এসেছিলেন, সেই দিনটিই তপনের জীবনের সবচেয়ে দুঃখের হয়ে ওঠে।

50. বিয়ের পর ছােটো মাসির মধ্যে, তপন কোন পরিবর্তন লক্ষ্য করেছিল?

উত্তর : বিয়ের পর তপনের ছােটো মাসি একটু মুরুব্বি মুরুব্বি হয়ে উঠেছিল।

51. তপনের লেখা গল্প পড়ে ছােটো মেসাে কী বলেছিলেন?

উত্তর : তপনের লেখা গল্পটি পড়ে ছােটো মেসাে প্রশংসা করে বলেন—“তােমার গল্প যে। দিব্যি হয়েছে। একটু কারেকশান’ করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে।”

52. তপন কোন বিষয় নিয়ে তার প্রথম গল্পটি লিখেছিল বা তপনের লেখা প্রথম দিন’ গল্পটির বিষয় কী?

উত্তর : স্কুলে ভর্তির প্রথম দিনের অনুভূতি ও অভিজ্ঞতা নিয়েই তপন তার প্রথম গল্পটি লিখেছিল।

53. ‘ তিনি নাকি বই লেখেন ।’— কার কথা বলা হয়েছে ?

Ans: তপনের ছোটোমাসির বিয়ের পর সে জানতে পারে তার নতুন মেসোমশাই একজন লেখক । এখানে তাঁর কথাই বলা হয়েছে ।

54. ‘ সত্যিকার লেখক ।’— এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের কোন্ ভাব প্রকাশিত হয়েছে বলে তোমার মনে হয় ?

Ans: এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের বিস্ময় প্রকাশ পেয়েছে । লেখকরা আদৌ বাস্তব জগতের মানুষ নন – এই অলীক ভাবনা নতুন মেসোর সঙ্গে পরিচয়ে ভেঙে যাওয়াতেই এমন উক্তি ।

55. ‘ এবিষয়ে সন্দেহ ছিল তপনের / —কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল ?

Ans: লেখকদের যে বাস্তব জীবনে কখনও দেখা যেতে পারে , তাঁরাও যে তপনের বাবা , ছোটোমামা বা মেজোকাকার মতোই সাধারণ মানুষ— সে – বিষয়ে তপনের সন্দেহ ছিল ।

56. তপনের বাবা – কাকা – মামাদের সঙ্গে লেখক মেসোমশাইয়ের কী কী মিল আছে ?

Ans: তপনের বাবা – কাকা – মামাদের মতোই তার লেখক মেসোমশাইও দাড়ি কামান , সিগারেট খান , খেতে বসে খাবার তুলে দেন , সময়মতো স্নান করেন , ঘুমোন , খবরের কাগজ পড়েন , এমনকি সিনেমাও দেখেন ।

57. তপনের নতুন মেসোমশাই শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কেন ?

Ans: তপনের নতুন মেসোমশাই একজন অধ্যাপক । এই সময় তাঁর কলেজে গরমের ছুটি থাকায় তিনি শ্বশুরবাড়িতে এসে রয়েছেন ক – দিন ।

58. ‘ আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন । — কোন্ সুযোগে তপন কী দেখতে পাচ্ছে ?

Ans: লেখক মেসোমশাইকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তপন বুঝতে পারে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয় , তাদেরই মতো মানুষ ।

59. ‘ তপনদের মতোই মানুষ ।’— এ কথা বলার কারণ কী ?

Ans: ছুটিতে মামার বাড়িতে এসে নতুন মেসোকে দেখে ও তাঁর লে সঙ্গে সময় কাটিয়ে তপনের বিশ্বাস হয় যে , লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয় ; তাদের মতোই মানুষ ।

60. তপনের মনে লেখক হওয়ার বাসনা জাগল কেন ?

Ans: লেখক নতুন মেসোমশাইকে দেখে তপন বুঝেছিল লেখকরা আসলে তাদের মতোই সাধারণ মানুষ । তাই উৎসাহিত তপন তার এতদিনের গল্প পড়ার ও শোনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লেখক হতে চায় ।

61. ‘ ছোটোমাসি সেই দিকে ধাবিত হয় । — তপনের ছোটোমাসি কোন্‌দিকে ধাবিত হয়েছিলেন ?

Ans: তপন মেসোর দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখে মাসিকে দেখায় । মাসি গল্পটিতে চোখ বুলিয়ে গল্পটির উৎকর্ষ বিচারের জন্য তপনের মেসো যেখানে ঘুমোচ্ছিলেন সেদিকে ধাবিত হয়েছিলেন ।

62. ‘ রত্নের মূল্য জহুরির কাছেই । – কথাটির অর্থ কী ?

Ans: কেবলমাত্র গুণী ব্যক্তিই অপরের গুণের কদর করতে পারে । তাই তপনের লেখা গল্পের প্রকৃত সমঝদার যদি কেউ থাকেন তবে তিনি তার লেখক মেসোমশাই ।

63. তপনের গল্প পড়ে তার নতুন মেসোমশাই কী বলেন ?

Ans: তপনের লেখা গল্প পড়ে তার নতুন মেসোমশাই তাকে উৎসাহ দিয়ে বলেন , গল্পটা ভালোই হয়েছে , একটু কারেকশন করে দিলে সেটা ছাপানোও যেতে পারে ।

64. ‘ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় ।’— কে , কেন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় ?

Ans: ছোটোমেসো তপনের লেখাটা ছাপানোর কথা বললে তপন প্রথমে সেটাকে ঠাট্টা বলে ভাবে । কিন্তু মেসোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় ।

65. ‘ মেসোর উপযুক্ত কাজ হবে সেটা — উক্তিটি কার ? কোন্‌টা মেসোর উপযুক্ত কাজ হবে ?

Ans: উক্তিটি তপনের ছোটোমাসির । তাঁর মতে , তপনের লেখা গল্পটা ছোটোমেসো যদি একটু কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করে দেন , তবে সেটাই মেসোর উপযুক্ত কাজ হবে ।

66. ‘ না করতে পারবে না । ‘ – কে , কাকে , কী বিষয়ে না – করতে পারবে না ?

Ans: তপনের লেখক ছোটোমেসো ‘ সন্ধ্যাতারা ’ পত্রিকার সম্পাদককে তপনের লেখা গল্পটা ছাপানোর জন্য অনুরোধ করলে সম্পাদকমশাই না করতে পারবেন না ।

67. তপনের বয়সি আর পাঁচটা ছেলেমেয়ের লেখার সঙ্গে তপনের লেখার তফাত কী ?

Ans: তপনের বয়সি ছেলেমেয়েরা সাধারণত রাজারানি , খুন – জখম – অ্যাকসিডেন্ট অথবা না – খেতে পেয়ে মরা- এইসব বিষয়ে গল্প লেখে । কিন্তু তপনের লেখার বিষয় ছিল তার প্রথম দিন স্কুলে ভরতির অভিজ্ঞতা ।

68. এটা খুব ভালো , ওর হবে । — কে , কোন প্রসঙ্গে এ কথা বলেছেন ?

Ans: তপন তার স্কুলে ভরতির প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে = একটি গল্প লিখেছিল । মাসির মাধ্যমে লেখাটি তার লেখক মেসোর কাছে পৌঁছোলে সেটি পড়ে মেসো এমন মন্তব্য করেছেন ।

69. ‘ নতুন মেসোকে দেখে জানলে সেটা।- তপন কী জেনেছিল ?

Ans: তপন ছোটো থেকেই বহু গল্প শুনেছে ও পড়েছে । কিন্তু সে জানত না যে , সাধারণ মানুষ সহজেই তা লিখতে পারে । নতুন মেসোকে দেখে সেটাই জানল ।

70. ‘ মাথার চুল খাড়া হয়ে উঠল । — এর কারণ কী ছিল ?

Ans: নতুন মেসোর দ্বারা অনুপ্রাণিত হয়ে তপন নিজেই চেষ্টা করে একটা গল্প লিখে ফেলে । নিজের সৃষ্টিতে রোমাঞ্চিত হয়ে তার মাথার চুল খাড়া হয়ে ওঠে ।

71. ‘ ভালো হবে না বলছি ।’— কে , কাকে , কেন এই কথা বলেছে ?

Ans: তপনের লেখা গল্পটা কিছুটা পড়েই ছোটোমাসি তার প্রশংসা করেন । তারপর তিনি জিজ্ঞাসা করেন লেখাটা অন্য কোনো স্থান থেকে টোকা কিনা । তখন বিরক্ত হয়ে তপন আলোচ্য উদ্ধৃতিটি করে ।

72. ‘ কিন্তু গেলেন তো — গেলেনই যে ! – কার প্রসঙ্গে এ কথা বলা হয়েছে ?

Ans: তপনের লেখা গল্প সামান্য কারেকশন করে ‘ সন্ধ্যাতারা ‘ – য় ছাপিয়ে দেবেন বলে ছোটোমেসো তা নিয়ে যান । তারপর অনেকদিন কেটে গেলেও সে – ব্যাপারে কোনো সংবাদ না পাওয়ায় এ কথা বলা খা হয়েছে ।

73. ” যেন নেশায় পেয়েছে । কোন নেশার কথা বলা হয়েছে ?

Ans: নতুন মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন যে – গল্প লিখেছিল তা মাসির উৎসাহে মেসো ছাপিয়ে দেওয়ার কথা বলেন । এরপর থেকে ক তপনকে গল্প লেখার নেশায় পায় ।

74. ‘ বুকের রক্ত ছলকে ওঠে তপনের।- তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কী ছিল ?

Ans: গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন অদৃশ্য থাকার পর হঠাৎই একদিন ছোটোমাসি ও মেসো ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে আসেন । তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকের রক্ত ছলাত করে ওঠে ।

75. পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ? – এখানে কোন্ ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে ?

Ans: পত্রিকায় তপনকুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া এবং সেই পত্রিকা বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার ঘটনাকেই ‘ জ্ঞানচক্ষু ’ গল্পে অলৌকিক ঘটনা বলা হয়েছে ।

76. ‘ তা ঘটেছে , সত্যিই ঘটেছে । — কোন ঘটনার কথা বলা হয়েছে ?

Ans: তপনের লেখক মেসো তার একটি গল্প ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকার সম্পাদককে বলে ছাপিয়ে দিয়েছিলেন । এই অবিশ্বাস্য , অভূতপূর্ব ঘটনার কথাই এখানে বলা হয়েছে ।

77. ‘ বাবা , তোর পেটে পেটে এত ! ‘ — কে , কোন প্রসঙ্গে এ কথা বলেছিলেন ?

Ans: ‘ জ্ঞানচক্ষু ’ গল্পে তপনের লেখা গল্প ‘ সন্ধ্যাতারা ’ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বাড়িময় শোরগোল পড়ে যায় । তখন তপনের মা এই কথাটি তপনের সুপ্ত প্রতিভা সম্পর্কে বলেন ।

78. ‘ এর মধ্যে তপন কোথা ? ’ – উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও ।

Ans: সন্ধ্যাতারা ‘ – য় ছেপে বেরোনো তপনের গল্পটা মেসোর হাতে পড়ে কারেকশনের নামে আগাগোড়াই পালটে যায় । বাড়ির সকলের অনুরোধে গল্পটা পড়তে গিয়ে তপন লেখার মধ্যে নিজেকে আর খুঁজে পায় না ।

79. ‘ ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে ।’— কোন্ কথা ছড়িয়ে পড়ে ?

Ans: ‘ সন্ধ্যাতারা ‘ – য় তপনের গল্প প্রকাশকে কেন্দ্র করে বাড়িতে শোরগোল পড়লেও পরে জানা যায় যে , তার লেখাটি মেসো কারেকশন করে ছাপারে ব্যবস্থা করেছেন — এই কথাটিই ছড়িয়ে পড়ে ।

80. তপনের লেখা সম্পর্কে তার বাবার কী বক্তব্য ।

Ans: তপনের বাবা মনে করেন , তপনের লেখক ছোটোমেসো তপনের লেখাটা কারেকশন করে দিয়েছিলেন বলেই এত সহজে সেটা পত্রিকায় ছাপানো সম্ভব হয়েছে ।

81. তার চেয়ে দুঃখের কিছু নেই’—তপনের মতে সবচেয়ে দুঃখের ঘটনাটি কী?

উত্তর : তপনের মতে, স্বরচিত গল্প পড়তে বসে অন্যের লাইন পড়ার মতাে দুঃখের এবং অপমানের ঘটনা আর কিছু নেই।

82. আজ আর অন্য কথা নেই’—সেদিন শুধু কোন্ কথা আলােচিত হয়েছিল ?

উত্তর : তপনদের বাড়িতে সেই দিন শুধু তপনের গল্পের কথা আর নতুন মেসাের মহত্বের কথা আলােচিত হয়েছিল।

83. ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে’—কোন কথা ক্রমশ ছড়িয়ে পড়েছিল?

উত্তর : পত্রিকায় তপনের গল্প প্রকাশের সংবাদের পাশাপাশি, এ কথাটাই ক্রমশ ছড়িয়ে। পড়ে যে, তপনের মেসােমশাই গল্পটিকে কারেকশন’ করে ছাপিয়েছে।

84. ‘গল্প জিনিসটা যে কি সেটা জানতে তাে বাকি নেই’?—তপন কীভাবে এটি জেনেছিল ?

উত্তর : শৈশব থেকেই রাশি রাশি গল্প শুনে আর গাদা গাদা বই পড়ার দরুন, গল্প জিনিসটা যে কী, সেটা তপনের জানতে বাকি ছিল না।

85.  ‘এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে’—বাড়িতে তপনের কী কী নাম হয়েছিল?

উত্তর : লেখক মেসােকে দেখে অনুপ্রাণিত হয়ে গল্প লেখার দরুন, বাড়ির সকলের কাছে তপনের নাম হয়ে গিয়েছিল কবি-সাহিত্যিক ও কথাশিল্পী।

86.  ‘গভীরভাবে সংকল্প করে তপন’—তপন এর সংকল্পটি কী ?

উত্তর : দুঃখের মুহূর্তে তপন সংকল্প করেছিল যে—ভবিষ্যতে গল্প ছাপাতে হলে, সে নিজে পত্রিকার অফিসে গিয়ে লেখা দিয়ে আসবে।

87.  ‘তা ঘটেছে, সত্যিই ঘটছে’—কী ঘটেছে?

উত্তর : তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় প্রকাশিত হওয়ার ঘটনাটি সত্যিই ঘটেছে।

88.  ‘যেন নেশায় পেয়েছে’—কাকে কীসের নেশায় পেয়েছে?

উত্তর : তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে।

89. তপন প্রথমটা ভাবে ঠাট্টা’—কোন কথাকে সে প্রথমে ঠাট্টা ভেবেছিল ?

উত্তর : নতুন মেসােমশাই তপনের গল্পের প্রশংসা করে সেটিকে পত্রিকায় ছাপানাের প্রস্তাব দিলে, তপন এটা প্রথমে ঠাট্টা ভেবেছিল।

90. তপন আর পড়তে পারে না’/‘বােবার মতাে বসে থাকে—তপনের এমন আচরণের কারণ কী?

উত্তর : স্বরচিত গল্প পাঠ করতে গিয়ে তপন যখন দেখে ‘কারেকশন’-এর নাম করে মেসাে তার গল্পটাকেই সম্পূর্ণ বদলে দিয়েছেন, তখন অভিমানে ও দুঃখে হতবাক তপন বােবার মতাে বসে থাকে।

91. তপনের নতুন মেসােমশাই কেন শ্বশুড়বাড়িতে কিছুদিন রয়ে গিয়েছিলেন?

উত্তর : তপনের নতুন মেসােমশাই কলেজের প্রফেসর। গ্রীষ্মের ছুটিতে কলেজ বন্ধ থাকার কারণে, তিনি শ্বশুরবাড়িতে কিছু দিন রয়ে গিয়েছিলেন।

92. নতুন বিয়ের পর শ্বশুরবাড়ির ছেলে-কে খুশি করতে মেসােমশাই কী করেছিলেন?

উত্তর : নতুন বিয়ের পর শ্বশুরবাড়ির ছেলে অর্থাৎ তপনকে খুশি করতে মেলােমশাই তপনের স্বরচিত গল্পটিকে পত্রিকায় ছাপানাের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

93. বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা—কোন্ কথাটি চায়ের টেবিলে উঠেছিল?

উত্তর : নতুন মেসােমশাই তপনের গল্পটির প্রশংসা করেছেন এবং তা পত্রিকায় ছাপানাের প্রস্তাব দিয়েছেন—এই কথাটি বিকেলে চায়ের টেবিলে উঠেছিল।

” জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর বাংলা সাজেশন / দশম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 10 Bengali Suggestion / Class 10 Bengali  Question and Answer / Class 10 Bengali Suggestion / Class 10 Pariksha Bengali Suggestion / Bengali Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Bengali Suggestion FREE PDF Download)

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন উত্তর

(Class 10 Bengali Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Bengali Suggestion / Class 10 Bengali  Question and Answer / Class 10 Bengali  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Bengali  Exam Guide / Class 10 Bengali  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Bengali  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Bengali  Suggestion FREE PDF Download) সফল হবে।

জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন উত্তর

জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন ও উত্তর। জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন ও উত্তর | জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন উত্তর।

দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরজ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী

দশম শ্রেণির বাংলা জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি বাংলা | Class 10 Bengali 

দশম শ্রেণি বাংলা (Class 10 Bengali ) – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন উত্তর | জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী | Class 10 Bengali  Suggestion

দশম শ্রেণির বাংলা – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন উত্তর | Class 10 Bengali  Question and Answer, Suggestion দশম শ্রেণীর বাংলা – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী | দশম শ্রেণীর বাংলা – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী | দশম শ্রেণীর বাংলা – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী | দশম শ্রেণীর বাংলা সহায়ক – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali  Question and Answer, Suggestion | Class 10 Bengali  Question and Answer Suggestion | Class 10 Bengali  Question and Answer Notes | West Bengal Class 10th Bengali Question and Answer Suggestion.

WBBSE Class 10th Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরজ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী

দশম শ্রেণীর বাংলা – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Bengali Question and Answer, Suggestion

WBBSE Class 10 Bengali  Suggestion দশম শ্রেণীর বাংলা – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন ও উত্তর । জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী | Class 10 Bengali  Suggestion দশম শ্রেণীর বাংলা – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Suggestions | দশম শ্রেণীর বাংলা – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 10 Bengali  Question and Answer দশম শ্রেণীর বাংলা – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 10 Bengali  Question and Answer দশম শ্রেণীর বাংলা – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Bengali Suggestion Download WBBSE Class 10th Bengali short question suggestion . Class 10 Bengali  Suggestion download Class 10th Question Paper Bengali. WB Class 10 Bengali suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী দশম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Bengali Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Bengali  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 Bengali  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Bengali Suggestion is provided here. Class 10 Bengali  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | Class 10 Bengali  Question and Answer with FREE PDF Download Link

জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad