উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – দ্বাদশ শ্রেণীর শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer | HS Class 12th Education Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer | HS Class 12th Education Question and Answer

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS Education MCQ Question and Answer |

1. কর্মের জন্য শিক্ষা বলতে বোঝায়—

[A] বৌদ্ধিক শিক্ষা

[B] উচ্চশিক্ষা

[C] শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করা

[D] পারদর্শিতার শিক্ষা ।

উত্তর:- [D] পারদর্শিতার শিক্ষা ।

2. ‘ শিক্ষণের জন্য শিক্ষা ’ যে স্তম্ভের অন্তর্ভুক্ত

[A] জাতীয় বয়স্ক শিক্ষা

[B] মানুষ হওয়ার শিক্ষা

[C] জানার জন্য শিক্ষা

[D] একত্রে বসবাসের শিক্ষা ।

উত্তর:- [C] জানার জন্য শিক্ষা /

3. কর্মের জন্য শিক্ষা বলতে বোঝায় –

[A] নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন

[B] বিভিন্ন পরিস্থিতিতে উৎকর্ষের সঙ্গে কাজ করা

[C] যৌথবদ্ধভাবে কাজ করা

[D] উপরের সবক’টি ।

উত্তর:- [D] উপরের সবক’টি ।

4. পরিবেশ শিক্ষার ওপর আন্তর্জাতিক সম্মেলন নামে পরিচিত—

[A] বেলগ্রেড সম্মেলন

[B] তেহরান সম্মেলন

[C] টিবিলিস সম্মেলন

[D] [A] ও [C] ।

উত্তর:- [D] [A] [C]

5. ইউনেস্কো কর্তৃক প্রকাশিত বিশ্বমানের পাঠ্যপুস্তক –

[A] টিচিং প্রাইমারি স্কুল ম্যাথামেটিক্স

[B] গাইডলাইন্‌স ফর টেক্সট বুক রাইটিং

[C] সোর্স বুক অব জিয়োগ্রাফি টিচিং

[D] উপরের সবক’টি ।

উত্তর:- [D] উপরের সবক’টি ।

6. 1972 সালে এডগার ফাউরের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশন যে নামে পরিচিত হয়—

[A] লার্নিং – দ্য ট্রেজার উইদিন

[B] লার্নিং টু বি

[C] লার্নিং টু নো

[D] লং লাইফ এডুকেশন ।

উত্তর:- [B] লার্নিং টু বি

7. EFA- এর সম্পূর্ণ নাম—

[A] এডুকেশন ফর অ্যাডাল্ট

[B] এডুকেশন ফর অ্যাকশন অল

[C] এডুকেশন ফর অল

[D] এডুকেশন ফর এনি টাইম ।

উত্তর:- [C] এডুকেশন ফর অল

8. কোন ভারতীয় শিক্ষাবিদের বক্তব্যে শিক্ষার চারটি স্তম্ভের প্রভাব দেখা যায় ?

[A] স্বামী বিবেকানন্দ

[B] মহাত্মা গান্ধি

[C] রবীন্দ্রনাথ ঠাকুর

[D] বিদ্যাসাগর ।

উত্তর:- [A] স্বামী বিবেকানন্দ

9. নীচের কোনগুলি আন্তর্জাতিক সংস্থা ?

[A] UNO

[B] WHO

[C] UNICEF

[D] উপরের সবক’টি ।

উত্তর:- [D] উপরের সবক’টি ।

10. শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ দেখভাল করে কোন সংস্থা ?

[A] WHO

[B] UNICEF

[C] UNESCO

[D] উপরের সবক’টি ।

উত্তর:- [C] UNESCO

11. আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয় –

[A] ১৯৪৮ খ্রিস্টাব্দে

[B] ১৯৭১ খ্রিস্টাব্দে

[C] ১৯৮১ খ্রিস্টাব্দে

[D] ১৯৯৩ খ্রিস্টাব্দে

উত্তর:- [B] ১৯৭১ খ্রিস্টাব্দে

12. Jacques Delors কমিশন স্থাপিত হয় –

[A] ১৯৯৩ খ্রিস্টাব্দে

[B] ১৮৯৬ খ্রিস্টাব্দে

[C] ১৯৯৪ খ্রিস্টাব্দে

[D] ১৯৯৮ খ্রিস্টাব্দে

উত্তর:- [A] ১৯৯৩ খ্রিস্টাব্দে

13. ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় –

[A] ১৯৯০ খ্রিস্টাব্দে

[B] ১৯৯৬ খ্রিস্টাব্দে

[C] ২০০০ খ্রিস্টাব্দে

[D] ২০০১ খ্রিস্টাব্দে

উত্তর:- [B] ১৯৯৬ খ্রিস্টাব্দে

14. ডেলর কমিশনের প্রতিবেদনটি হল –

[A] Education for all

[B] Learning: The Treasure Within

[C] Education and National Development

[D] Learning to be

উত্তর:- [B] Learning: The Treasure Within

15. ডেলরস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল –

[A] দুটি

[B] তিনটি

[C] চারটি

[D] পাঁচটি

উত্তর:- [C] চারটি

16. নিচের কোনটি জ্যাকস ডেলর -এর দেওয়া শিখনের স্তম্ভ হয়?

[A] জ্ঞান অর্জনের জন্য শিক্ষা

[B] একসঙ্গে বসবাস করার শিক্ষা

[C] সকলকে সাহায্য করার শিক্ষা

[D] কর্মের জন্য শিক্ষা

উত্তর:- [C] সকলকে সাহায্য করার শিক্ষা

17. কর্মের জন্য শিক্ষা কথাটি বলা হয়েছে –

[A] কোঠারি কমশিনে

[B] ডেলর কমিশনে

[C] হান্টার কমিশনে

[D] রাধাকৃষ্ণন কমিশনে

উত্তর:- [B] ডেলর কমিশনে

18. UNESCO কোন সময়ে স্থাপিত হয়?

[A] ১৬ নভেম্বর, ১৯৪৫

[B] ১৬ অক্টোবর, ১৯৪৫

[C] ১৬ অক্টোবর, ১৯৪৬

[D] ১৬ নভেম্বর, ১৯৪৬

উত্তর:- [A] ১৬ নভেম্বর, ১৯৪৫

19. ২০০০ খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল –

[A] অন্তর্ভুক্তিমূলক শিক্ষা

[B] পরিবেশ শিক্ষা

[C] প্রথাগত শিক্ষা

[D] সকলের জন্য শিক্ষা

উত্তর:- [D] সকলের জন্য শিক্ষা

20. বিশ্ব নারী দিবস উদযাপিত হয় –

[A] ৮ মার্চ

[B] ৯ মার্চ

[C] ১০ মার্চ

[D] ১১ মার্চ

উত্তর:- [A] ৮ মার্চ

21. একবিংশ শতাব্দীর শিক্ষার ওপর যে আন্তর্জাতিক কমিশন গঠিত হয় তার নেতৃত্বে ছিলেন—

[A] ফেডেরিকো মেয়র

[B] জ্যাক ডেলর

[C] এডগার ডব্লিউ হেককিন্স

[D] এঁদের কেউই নন ।

উত্তর:- [B] জ্যাক ডেলর /

22. জ্যাক ডেলর কোন দেশের অধিবাসী ছিলেন ?

[A] ইংল্যান্ডের

[B] মেক্সিকোর

[C] ফ্রান্সের

[D] আমেরিকার ।

উত্তর:- [C] ফ্রান্সের /

23. জ্যাক ডেলরের নেতৃত্বে ‘ লানিং দ্য ‘ ট্রেজার উইদিন ’ রিপোর্টটি কবে পেশ করা হয় ?

[A] ১৯৯২ খ্রি :

[B] ১৯৯৬ খ্রি :

[C] ১৯৮৮ খ্রি :

[D] ২০০০ খ্রি :।

উত্তর:- [B] ১৯৯৬ খ্রি : /

24. 2000 সালে ডাকারে কোন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় ?

[A] অন্তর্ভুক্তি শিক্ষা

[B] পরিবেশ শিক্ষা

[C] প্রারম্ভিক শিক্ষা

[D] সকলের জন্য শিক্ষা ।

উত্তর:- [D] সকলের জন্য শিক্ষা ।

25. ডেলর কমিশন প্রস্তাবিত বিশ্বশিক্ষার স্তম্ভ সংখ্যা

[A] দুই

[B] ছয়

[C] চার

[D] পাঁচ ।

উত্তর:- [C] চার /

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education SAQ Question and Answer |

1. শিক্ষার চারটি মূল উপাদান কী কী?

উত্তর:- শিক্ষার চারটি মূল উপাদান হল— শিক্ষক, শিক্ষার্থী, পাঠক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠান।

2. ডেলর কমিশন অনুযায়ী শিক্ষার স্তম্ভগুলি কী কী?

উত্তর:- ডেলর কমিশনের মতানুযায়ী শিক্ষার স্তম্ভগুলি চার ধরনের. যথা— [i] জ্ঞানার্জনের জন্য শিক্ষা [Learning to know], [ii] কর্মের জন্য শিক্ষা [Learning to do], [iii] একত্রে বসবাসের নিমিত্ত শিক্ষা [Learning to live together] এবং [iv] মানুষ হওয়ার শিক্ষা [Learning to be human]।

3. জ্ঞানার্জনের জন্য শিক্ষা কাকে বলে? অথবা, জানার জন্য শিক্ষা বলতে কী বোঝো?

উত্তর:- ব্যাবহারিক জীবনে বিভিন্ন অভিজ্ঞতার সঙ্গে সংযোগসাধনের প্রক্রিয়াই হল জানার জন্য শিক্ষা বা জ্ঞানার্জনের জন্য শিক্ষা।

4. স্বামী বিবেকানন্দের মতে, শিক্ষা কী?

উত্তর:- স্বামী বিবেকানন্দের মতে, মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা।

5. স্মৃতিশক্তির বিকাশসাধন শিক্ষার কোন্ স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত?

উত্তর:- স্মৃতিশক্তির বিকাশসাধন জ্ঞান অর্জনের শিক্ষা [Learning to Know]-এর সঙ্গে সম্পর্কযুক্ত।

6. কর্মের জন্য শিক্ষাবলতে কী বোঝো?

উত্তর:- হাতেকলমে কাজ করা এবং দক্ষতা অর্জনের শিক্ষাকে বলা হয় কর্মের জন্য শিক্ষা।

7. কর্মের জন্য শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো।

উত্তর:- কর্মের জন্য শিক্ষার দুটি উদ্দেশ্য হল— i শিক্ষার্থীদের মধ্যে স্বাধীন চিন্তা ও আত্মবিশ্বাস জাগানো এবং ii শিক্ষার্থীর অন্তর্নিহিত প্রতিভার বিকাশ ঘটানো।

8. একত্রে বাঁচার শিক্ষার একটি উদাহরণ দাও।

উত্তর:- অন্যদের প্রতি শ্রদ্ধার মনোভাব প্রদর্শন হল একত্রে বাঁচার শিক্ষার উদাহরণ।

9. মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে কী বোঝো?

উত্তর:- পরিবর্তনধর্মিতার সঙ্গে জীবনে মানিয়ে চলার প্রক্রিয়ায় ব্যক্তির মধ্যে বিবেক, মনুষ্যত্ব, নৈতিকতা প্রভৃতি গুণের বিকাশসাধনের দ্বারা প্রাপ্ত শিক্ষাকে বলা হয় মানুষ হয়ে ওঠার শিক্ষা।

10. মানুষ গড়ার শিক্ষার প্রবর্তক কে?

উত্তর:- মানুষ গড়ার শিক্ষার প্রবর্তক বিবেকানন্দ।

11. UNESCO-এর পুরো নাম কী?

উত্তর:- UNESCO-এর পুরো নাম হল- United Nations Educational Scientific and Cultural Organisation

12. ডাকার সম্মেলনের বিষয় কী ছিল?

উত্তর:- ২০০০ সালে অনুষ্ঠিত ডাকার সম্মেলনের বিষয় ছিল ‘সকলের জন্য শিক্ষা’ বা Education for All [EFA] এটি একটি বিশ্ব সম্মেলন যেখানে ‘Basic Education’-এর গুনমানের উপরেও জোর দেওয়া হয়েছে।

13. STM-এর পুরো কথা কী?

উত্তর:- STM-এর পুরো কথা হল – Science, Technology and Mathematics |

14. BBL-এর পুরো নাম কী?

উত্তর:- PBL-এর পুরো নাম হল – Project Based Learning |

15. TAL-এর পুরো কথা কী?

উত্তর:- TAL-এর পুরো কথাটি হল – Technology Aided Learning

16. ICT-এর পুরো কথাটি লেখো।

উত্তর:- ICT-এর পুরো কথাটি হল— Information and Communication Technology!

17. ৪৬ তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর:- তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন ২০০১ খ্রিস্টাব্দে জেনেভায় অনুষ্ঠিত হয়।

18. একত্রে বাঁচার শিক্ষার উদাহরণ দাও ।

উত্তর:- শান্তিপূর্ণ সহাবস্থান বা অন্যদের প্রতি শ্রদ্ধার মনোভাব প্রদর্শন ‘ একত্রে বাঁচার শিক্ষা ‘ – র উদাহরণ ।

19. ডেলর কমিশন কত সালে UNESCO- কে তাদের রিপোর্ট জমা দেয় ?

উত্তর:- 1996 সালে ডেলর কমিশন UNESCO- কে রিপোর্ট জমা দেয় ।

20. UNESCO- র সম্পূর্ণ নাম লেখো ।

উত্তর:- UNESCO- র পুরো নাম United Nations Educational Scientific and Cultural Organization .

21. বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির প্রধান নিয়ন্ত্রক কাকে বলা হয় ?

উত্তর:- সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ [ UNO ] – র একটি শাখা ইউনাইটেড নেশন্‌স এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনকে বলা হয় প্রধান নিয়ন্ত্রক ।

22. Delore Commission- এর চারটি স্তম্ভ [ Four Pillars ] কী ?

উত্তর:- 1. জ্ঞানার্জনের জন্য শিক্ষা , 2. অনিয়ন্ত্রিত শিক্ষা , 3. প্রথা বহির্ভূত শিক্ষা 4. কর্মের জন্য শিক্ষা ।

23. Delore Commission- এর সভাপতির নাম লেখো ।

উত্তর:- Arid Delore Commission- এর সভাপতি হলেন ফ্রান্সের প্রাক্তন অর্থনীতি । রাজস্ব বিষয়ক মন্ত্রী Jacques Delore .

24. ‘জানার জন্য শিক্ষা’— এর অর্থ কী ?

উত্তর:- ব্যাপক সাম্প্রতিক বিষয়মূলক জ্ঞানের সঙ্গে ছোটোখাটো বিষয়ের উপর নিবিড় জ্ঞানের সমন্বয়কেই জানার জন্য শিক্ষা বলা হয় ।

25. মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে কী বোঝানো হয়েছে ?

উত্তর:- শিক্ষার্থীর জন্মগত গুণাবলির বিকাশ , মূল্যবোধ , নীতিবোধ , স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ইত্যাদির শিক্ষাকেই মানুষ হওয়ার শিক্ষা বলে ।

26. ডেলর কমিশন প্রস্তাবিত শিক্ষার স্তম্ভগুলি উল্লেখ করো

উত্তর:- ডেলর কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি এইরূপ— 1. জানার জন্য শিক্ষা 2. কর্মের জন্য শিক্ষা 3. একত্রে বসবাসের শিক্ষা এবং 4. মানুষ হওয়ার শিক্ষা ।

27. কত খ্রিস্টাব্দে ডেলর কমিশন UNESCO-কে তার প্রতিবেদন পেশ করে?

উত্তর:- ১৯৯৬ খ্রিস্টাব্দে ডেলর কমিশন UNESCO-কে তার প্রতিবেদন পেশ করে প্যারিসে আয়োজিত একটি শিক্ষা সম্মেলনে।

28. ডেলর কমিশন কর্তৃক প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম কী ছিল?

উত্তর:- ডেলর কমিশন কর্তৃক প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম ছিল “Learning: The Treasure Within” |

29. ট্রেজার উইদিনকথাটির অর্থ কী?

উত্তর:- ‘ট্রেজার উইদিন’ কথাটির অর্থ হল ‘অন্তর্নিহিত সম্পদ’. ডেলর কমিশনের প্রতিবেদনে শিক্ষাকে অন্তর্নিহিত সম্পদ বা ‘ট্রেজার উইদিন’ বলে উল্লেখ করা হয়েছে।

30. ডেলর কমিশন কত জন সদস্য নিয়ে গঠিত হয়?

উত্তর:- জ্যাক ডেলর সমগ্র বিশ্ব থেকে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি ও পেশাগত বৈশিষ্ট্যসম্পন্ন ১৪ জন ব্যক্তিকে নিয়ে ডেলর কমিশন গঠন করেন।

31. ডেলর কমিশনে ভারতীয় সদস্য কে ছিলেন?

উত্তর:- ডেলর কমিশনে ভারতীয় সদস্য ছিলেন করণ সিং [Karan Singh] ।

32. ডেলর কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?

উত্তর:- ডেলর কমিশনের চেয়ারম্যান ছিলেন এডগার ফরে [Edgar Faure] I

উচ্চমাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন (প্রথম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন কৌশল (দ্বিতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় রাশিবিজ্ঞান (তৃতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ (চতুর্থ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ (দশম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় প্রযুক্তির ভূমিকা (দ্বাদশ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন (প্রথম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন কৌশল (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় রাশিবিজ্ঞান (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ (দশম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় প্রযুক্তির ভূমিকা (দ্বাদশ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS HistoryClick Here
HS GeographyClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary Education Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Education Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান –  শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(HS Education Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Education Suggestion  / HS Education Question and Answer  / Class 12 Education Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Education Exam Guide  / HS Education Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Education Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান

শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) HS Education Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  – শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  Education Suggestion  Download WBCHSE Class 12th Education short question suggestion  . HS Education Suggestion   download Class 12th Question Paper  Education. WB Class 12  Education suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad