একাদশ শ্রেণীর বাংলা : গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th Bengali Question and Answer
গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer : গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 11th Bengali Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th XI XI Bengali EXiamination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুএকাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. গালিলিও ডাক্তারি পড়া ছেড়ে কি পড়তে শুরু করেন ?
[A]রসায়নওজীববিদ্যা
[B] গণিতওপদার্থবিদ্যা
[C] দর্শনওতর্কবিদ্যা
[D] পরিবেশওসমাজবিজ্ঞান
উত্তর:- [B] গণিত ও পদার্থবিদ্যা
2. গালিলিওর ছোটো ভাই এর নাম কি ?
[A]রাফায়েল
[B] মাইকেলক্লাক
[C] মাইকেলএঞ্জেলো
[D] পেত্রাক
উত্তর:-[C] মাইকেল এঞ্জেলো
3. গালিলিও দূরবীন আবিষ্কার করেন কখন ?
[A]১৬০৯খ্রিস্টাব্দে
[B] ১৬১৯খ্রিস্টাব্দে
[C] ১৬৯৯খ্রিস্টাব্দে
[D] ১৬৬৯খ্রিস্টাব্দে
উত্তর:- [A] ১৬০৯ খ্রিস্টাব্দে
4. বিশ্বসমীক্ষার এক প্রধান যন্ত্র কি ?
[A]অণুবীক্ষণ
[B] বাইনোকুলার
[C] দূরবীন
[D] ক্যামেরা
উত্তর:- [C] দূরবীন
5. টলেমির মতাদর্শ অনুযায়ী পৃথিবী কি ?
[A]গতিময়
[B] চলমান
[C] সচল
[D] অচল
উত্তর:-[D] অচল
6. গালিলিওর জন্ম কোথায় ?
[A]ফ্লোরেন্সে
[B] ভেনিসে
[C] পিসাশহরে
[D] রোমনগরীতে
উত্তর:- [C] পিসা শহরে
7. ধার্মিকেরা দূরবীনের ভিতর দিয়ে দেখতে চাইলেন না , কারণ ?
[A]পাছেধারণাপালটেযায়
[B] পাছেমতবদলেযায়
[C] পাছেবিশ্বাসটলেযায়
[D] পাছেমনেআঘাতলাগে
উত্তর:- [C] পাছে বিশ্বাস টলে যায়
8. গ্যালিলিও কোন বিশ্ববিদ্যালয়ে কী বিষয়ে পড়াশোনা শুরু করেন ?
[A]ক্যালিফোর্নিয়াবিশ্ববিদ্যালয়ে,জ্যোতির্বিজ্ঞান
[B] পিসা বিশ্ববিদ্যালয়ে , ডাক্তারি
[C] পিসাবিশ্ববিদ্যালয়ে,আইন
[D] কেমব্রিজবিশ্ববিদ্যালয়ে,ইংরেজিসাহিত্য
উত্তর:-[[C] পিসা বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান
9. গ্যালিলিও জ্যোতিষচর্চা করতেন—
[A]১৫৮১–তেপিতারআদেশে
[B] ১৫৯২সালেছাত্রদেরঅনুরোধে
[C] প্রিয়ছাত্রেরমায়েরআগ্রহে
[D] ১৫৬৪–তেমঠেরসন্ন্যাসীদেরআদেশে
উত্তর:- [B] ১৫৯২ সালে ছাত্রদের অনুরোধে
10. গ্যালিলিও ১৩ বছর বয়সে কোন মঠে কী নিয়ে পড়াশোনা শুরু করেন ?
[A]রামকৃস্নমিশনেধর্মওঅর্থনীতিনিয়ে
[B] ক্যাথিড্রালচার্চেধর্মওসাহিত্যনিয়ে
[C] বেনেডিকট্রিনসম্প্রদায়েরমঠেসাহিত্য,ন্যায়ওধর্মশাস্ত্রনিয়ে
[D] রেডক্রসেচিকিৎসাশাস্ত্রওবিজ্ঞাননিয়ে
উত্তর:- ?
11. “ বাড়ী হয়ে উঠলো ফ্যাক্টরি , কারুশালা ” —এখানে উর গ্যালিলিওর কার বাড়ির কথা বলা হয়েছে ?
[A]টলেমির
[B] গ্যালিলিওর
[C] কোপারনিকাশের
[D] গ্যালিলিও
উত্তর:- [D] গ্যালিলিওর
12. গ্যালিলিও হিতাকাঙ্ক্ষী ও সুহৃদ ছিলেন—
[A]কার্ডিনালবেলারিমিন
[B] মাইকেলএমজেলো
[C] তাসকানিরবৃদ্ধডিউক
[D] সিয়েনারআর্চবিশপ
উত্তর:- [A] কার্ডিনাল বেলারিমিন
13. গ্যালিলিও ডাক্তারিতে ভর্তি হওয়ার সময় বয়স হয়েছিল—
[A]আঠারো
[B] পনেরো
[C] যোলো
[D] সতেরো
উত্তর:- [D] সতেরো
14. গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেছিলেন—
[A]১৫৬১
[B] ১৫৬২
[C] ১৫৬৩
[D] ১৫৬৪
উত্তর:- [D] ১৫৬৪
15. গ্যালিলিও – এর পারিবারিক নাম ছিল—
[A]গিলি
[B] গ্যালাই
[C] গ্যালিলাই
[D] কোনোটাইনয়
উত্তর:- [C] গ্যালিলাই
16. “ গালিলিওর দূরবীণে ধরা পড়েছিল ” —
[A]মঙ্গলেরউপগ্রহ
[B] পৃথিবীরনক্ষত্র
[C] মঙ্গলেরচাঁদেরছবি
[D] বৃহস্পতিরচঁাদেরছবি
উত্তর:- [D] বৃহস্পতির চঁাদের ছবি
17. গ্যালিলিও – এর দূরবিনের ছবিকে ধার্মিকরা বলতেন—–
[A]যন্ত্রেরকারসাজি
[B] ভেলকিকারসাজি
[C] চোখেরধাঁধা
[D] কোনোটাইনয়.
উত্তর:- [A] যন্ত্রের কারসাজি
18. ইউরোপের পণ্ডিত মহলে হইচই বেঁধে যাওয়ার কারণ হলো—
[A]গ্যালিলিও–রআবিষ্কার
[B] গ্যালিলিও–রদূরবিন
[C] গ্যালিলিও–রজ্যোতিষেরবিষয়
[D] গ্যালিলিও–রনতুনতত্ত্ব
উত্তর:- [B] গ্যালিলিও – র দূরবিন
19. গালিলিও কখন কেন জ্যোতিষ চর্চা করতেন ?
[A]১৫৯২খ্রিস্টাব্দেছাত্রদেরঅনুরোধে
[B] ১৫৯২খ্রিস্টাব্দেমঠেরসন্ন্যাসীদেরআদেশে
[C] ১৫৯২খ্রিস্টাব্দেপিতারআদেশে
[D] প্রিয়ছাত্রদেরমায়েরআগ্রহে
উত্তর:- [D] প্রিয় ছাত্রদের মায়ের আগ্রহে
20. ‘গালিলিও’ কি জাতীয় প্রবন্ধ ?
[A]বিজ্ঞানচিন্তা
[B] ভাষণ
[C] জীবনকথা
[D] শ্রদ্ধাঞ্জলি
উত্তর:- [C] জীবন কথা
21. পাডুয়াতে গালিলিওর প্রিয় ছাত্র কে ছিল ?
[A]Cosmo
[B] বেনেডিকটিন
[C] বেলারিমিন
[D] এনজেল
উত্তর:- [A] Cosmo
22. গালিলিওকে শেষ অবধি মঠ ছাড়তে হল . কারণ ?
[A]তিনিমঠেরশৃঙ্খলামেনেচলতেচাননি
[B] তাঁরপিতারআপত্তিএবংতাঁরদৃষ্টিশক্তিরক্ষিনতা
[C] গালিলিওসন্ন্যাসনেওয়ারজন্যঅর্ধেযহয়েপড়েন
[D] সংসারেরপ্রয়োজনেতাঁকেবাড়িতেফিরতেইহত
উত্তর:- [B] তাঁর পিতার আপত্তি এবং তাঁর দৃষ্টিশক্তির ক্ষিনতা
23. ‘ গালিলিওর ওপর ভার পড়ল দূরবীন জোগান দেবার . ’ কারণ ?
[A]তিনিঅত্যন্তস্বল্পমূল্যেউচ্চমানেরদূরবীনসরবরাহকরতেন
[B] সেসময়েনৌবাহিনীরশক্তিশালীদূরবীনেরপ্রয়োজনছিল
[C] গালিলিওনিজেরহাতেউচ্চক্ষমতাশালীদূরবীনতৈরিকরতেন
[D] গালিলিওছিলেননৌবাহিনীরউচ্চপদস্থএককর্মী
উত্তর:- [B] সে সময়ে নৌবাহিনীর শক্তিশালী দূরবীনের প্রয়োজন ছিল
24. ‘সেই গ্রিক দার্শনিকের কথা সকলেই মাথা পেতে নেয় নির্বিচারে’ সেই দার্শনিকের নাম ?
[A]গালিলিও
[B] অ্যারিস্টটল
[C] মাইকেলএঞ্জেলো
[D] কোপারনিকাস
উত্তর:-[B] অ্যারিস্টটল
25 . গালিলিও ডাক্তারিতে যখন ভরতি হন তখন তাঁর বয়স ছিল ?
[A]আঠারো
[B] পনেরো
[C] ষোলো
[D] সতেরো
উত্তর:- [D] সতেরো
26. ‘বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি , কারুশালা’ এখানে যার বাড়ির কথা বলা হয়েছে তিনি বলেন ?
[A]টলেমি
[B] কোপারনিকাস
[C] গালিলিও
[D] বেলারিমিন
উত্তর:- [C] গালিলিও
27. গালিলিওর দূরবীনে ধরা পড়েছিল ?
[A]মঙ্গলেরউপগ্রহ
[B] বৃহস্পতিরচাঁদেরছবি
[C] পৃথিবীরনক্ষত্র
[D] মঙ্গলেরচাঁদেরছবি
উত্তর:- [B] বৃহস্পতির চাঁদের ছবি
28. ‘১৬০৯ সালে ঘটল এক নতুন ব্যাপার’ নতুন ব্যাপারটি হল ?
[A]দূরবীনআবিষ্কার
[B] আহ্নিকগতিআবিষ্কার
[C] অণুবীক্ষণযন্ত্রআবিষ্কার
[D] চশমাআবিষ্কার
উত্তর:- [A] দূরবীন আবিষ্কার
29. গালিলিও দেহত্যাগ করেন ?
[A]১৬৪২খ্রিস্টাব্দের৮জানুয়ারি
[B] ১৬৪০খ্রিস্টাব্দের৮জানুয়ারি
[C] ১৬৪৩খ্রিস্টাব্দের৮জানুয়ারি
[D] ১৬৪৫খ্রিস্টাব্দের৮জানুয়ারি
উত্তর:- [A] ১৬৪২ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি
30. গালিলিও চিঠিতে লিখলেন অবসর ও সাহায্য পেলে অনেক বেশি কি করতে পারবেন ?
[A]কাজকরতেপারবেন
[B] পরীক্ষাওআবিষ্কারকরতেপারবেন
[C] অধ্যয়নওঅধ্যাপনাকরতেপারবেন
[D] লেখাজোখাকরতেপারবেন
উত্তর:- [B] পরীক্ষা ও আবিষ্কার করতে পারবেন
31. গালিলিওর জীবনের শেষ ৯ বছর কীভাবে কাটে ?
[A]আনন্দআমোদে
[B] খুশিতেপরমতৃপ্তিতে
[C] সামান্যদুঃখেকষ্টে
[D] অশেষদুঃখেকষ্টে
উত্তর:- [D] অশেষ দুঃখে কষ্টে
32. গালিলিও কোন শহরে অধ্যাপনা করতে সবচেয়ে বেশি পছন্দ করতেন ?
[A]পাডুয়া
[B] পিসা
[C] ফ্লোরেন্স
[D] রোম
উত্তর:- [C] ফ্লোরেন্স
33. গালিলিও পিতা কোন বিষয়ের ওপর একাধিক বই লিখেছেন ?
[A]সংগীততত্ত্ব
[B] পুরাণ
[C] সাহিত্যতত্ত্ব
[D] গণিততত্ত্ব
উত্তর:- [A] সংগীত তত্ত্ব
34. গালিলিও দেখলেন বৃহস্পতিকে কি প্রদক্ষিন করছে ?
[A]৫টিউপগ্রহ
[B] ৪টিউপগ্রহ
[C] ৩টিউপগ্রহ
[D] ২টিউপগ্রহ
উত্তর:- [B] ৪টি উপগ্রহ
35. যিনি গালিলিওর হিতাকাঙ্খি ও সুহৃদ ছিলেন তিনি কে ?
[A]রোমানপোপ
[B] ডোমেনিকানসম্প্রদায়েরসন্ন্যাসীরা
[C] কার্ডিনালবেলারিমিন
[D] চার্চেরযাজকেরা
উত্তর:-[C] কার্ডিনাল বেলারিমিন
36. গালিলিওর যখন মারা গেলেন তখন তাঁর বয়স হয়েছিল কত ?
[A]৭৭বছর
[B] ৭৮বছর
[C] ৭৯বছর
[D] ৮০বছর
উত্তর:-[A] ৭৭ বছর
37. গালিলিওর কি স্বভাব ছিল ?
[A]পূর্বসুরীদেরপথচোখবুজেঅনুসরণকরা
[B] যুক্তিতর্কেরপ্রতিপ্রবণতা
[C] যুক্তিহীনতারবাদানুবাদেজড়িয়েপড়া
[D] ভ্রান্তধারণারপক্ষেনিজেরমতপ্রতিষ্ঠাকরা
উত্তর:- [B] যুক্তিতর্কের প্রতি প্রবণতা
38. গালিলিওর অদ্ভুত অধ্যাবসায় গুণে কীসে তাঁর প্রতিষ্ঠা এল ?
[A]প্রজ্ঞায়ওউদ্ভাবনীকাজে
[B] জ্ঞানেওবুদ্ধিমত্তায়
[C] সৃজনশীলতায়
[D] গণিতওপদার্থবিদ্যাঅনুসন্ধানে
উত্তর:- [D] গণিত ও পদার্থবিদ্যা অনুসন্ধানে
39. নবীন বিজ্ঞানীকে প্রথমে ভুগতে হয়েছিল কি জন্য ?
[A]অর্থকষ্টেরজন্য
[B] গবেষণাগারনাপাওয়ারজন্য
[C] অমিতব্যয়ীরজন্য
[D] বিষয়েরসঙ্গেমানিয়েনানিতেপারারজন্য
উত্তর:- [A] অর্থকষ্টের জন্য
40. গালিলিওকে কারারুদ্ধ করা হবে , কারণ ?
[A]তিনিযদিতাঁরধর্মবিরোধীবিশ্বাসআঁকড়েথাকেন
[B] তিনিযদিতাঁরমতপ্রচারওআলোচনাবন্ধকরতেঅস্বীকৃতহন
[C] তিনিযদিতাঁরনীতিতেঅটলথাকেন
[D] তিনিযদিপোপকেঅগ্রাহ্যকরেন
উত্তর:- [B] তিনি যদি তাঁর মত প্রচার ও আলোচনা বন্ধ করতে অস্বীকৃত হন
41. গালিলিওর অল্প বয়স থেকে ঝোঁক ছিল কীসে ?
[A]পুরানানুকরনকরেকাজকরতে
[B] আপ্তবাক্যেবিশ্বাসকরেজীবনগড়েতুলতে
[C] হাতেকলমেকরেদেখতে
[D] ভাবাবেগেকোনোকিছুকরতে
উত্তর:- [C] হাতেকলমে করে দেখতে
গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুএকাদশ শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর Class 11 Bengali Suggestion | West Bengal WBBSE Class XI XI (Class 11th) Bengali Question and Answer Suggestion
1. ফ্লোরেন্সে এসে গ্যালিলিও কোন কোন বিষয় চর্চা শুরু করেন?
উত্তর:- গণিতওপদার্থবিদ্যা .
2. পিসা বিশ্ববিদ্যালয় গ্যালিলিওর আয় কত ছিল?
উত্তর:- 60Scudy .
3. গ্যালিলিওর পিতার মৃত্যু হয় কবে ?
উত্তর:- 1591সালে .
4. গ্যালিলিওর ছোটো ভাইয়ের নাম কী ছিল?
উত্তর:- মাইকেলএঞ্জেলো .
5. তাসকান ছেড়ে পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও যোগ দেয় কত সালে?
উত্তর:- 1592সালে .
6. “1609 সালে ঘটলো এক নতুন ব্যাপার” . নতুন ব্যাপারটা কী?
উত্তর:- দূরবীনআবিষ্কার .
7. “তার বাড়ি হয়ে উঠলো ফ্যাক্টরির কারুশালা” . কার বাড়ি?
উত্তর:- গ্যালিলিওর .
8. গ্যালিলিওর প্রিয় ছাত্র কে ছিল?
উত্তর:- কসমো .
9. তাসকিনের ডিউক গ্যালিলিওকে কত বেতন দিতেন?
উত্তর:- 1000স্কুডি .
10. গ্যালিলিওর হিতাকাঙ্খী ও সুহৃদ কে ছিলেন?
উত্তর:- বেলারিমিন .
11. গ্যালিলিও কত তারিখে কারারুদ্ধ হন ?
উত্তর:- 12ইএপ্রিল .
12. গ্যালিলিও কত বছর বয়সে মারা যান ?
উত্তর:- 77বছর .
13. বিচারকদের সামনে গ্যালিলিও কোন রঙের পোশাক পড়েছিলেন ?
উত্তর:- সাদারংয়ের .
14. গ্যালিলিও কত সালে দেহত্যাগ করেন?
উত্তর:- 1642সালের8ইজানুয়ারি .
15. তাসকানির বৃদ্ধ ডিউক মারা যান কত সালে?
উত্তর:- 1609সালে.
16. 1616 সালে কোথায় গ্যালিলিওর ডাক পড়েছিল?
উত্তর:- রোমে .
17. কোন বিশ্ববিদ্যালয়ে কি বিষয়ে পড়াশোনা শুরু করেন গ্যালিলিও?
উত্তর:- গ্যালিলিওপ্রথমে13বছরবয়সেvallam brosar বেনেডিক্টিনসম্প্রদায়েরমঠেশিক্ষালাভকরেন. তারপর1581সালে17বছরবয়সেপিসাবিশ্ববিদ্যালয়েডাক্তারিপড়তেআসেন .
18. কত বছর ধরে গ্যালিলিও মঠে কী কী অধ্যয়ন করেন?
উত্তর:- গ্যালিলিওদুইবছরধরেসাহিত্য, ন্যায়ওধর্মশাস্ত্রঅধ্যয়নকরেন
19. “1609 সালে ঘটলো এক নতুন ব্যাপার” . কোন নতুন ব্যাপারের কথা বলা হয়েছে?
উত্তর:- 1609সালেরএকটিবিশেষঘটনারউল্লেখকরাহয়েছে. হল্যান্ডেএকজনকাচেরলেন্সনিয়েনাড়াচাড়াকরতেকরতেহঠাৎএকটিনলেরদুপাশেরেখেদেখলেনদূরেরজিনিসবড়দেখায়, মনেহয়কাছেএগিয়েএসেছে. গ্যালিলিওএভাবনাথেকেদূরবীনতৈরিকরলেন .
20. গ্যালিলিও বৃহস্পতির কয়টি উপগ্রহ দেখেছিলেন?
উত্তর:- গ্যালিলিওবৃহস্পতিরচারটিউপগ্রহদেখেছিলেন .
21. 15 বছর বয়সে গ্যালিলিওকে মঠ ছাড়তে হয়েছিল কেন?
উত্তর:- কেননাগ্যালিলিওরবাবারআশঙ্কাছিলযেছেলেসন্ন্যাসীহয়েযেতেপারে .
22. গ্যালিলিওর ছোটভাই মাইকেল এঞ্জেলোর কয়টি সন্তান ছিল?
উত্তর:- গ্যালিলিওরছোটভাইমাইকেলএঞ্জেলোরসাতটিছেলেমেয়েছিল .
23. কারা গ্যালিলিওর যশ ও প্রতিভায় ঈর্ষান্বিত হয়ে উঠেছিল?
উত্তর:- ফ্লোরেন্সেরডোমিনিকানসম্প্রদায়েরসন্ন্যাসীরাএবংবিশ্ববিদ্যালয়েরঅধ্যাপকওছাত্রেরাযারাগ্যালিলিওরনতুনমতমানতেপারতেননাতারাঈর্ষান্বিতহয়েউঠেছিল .
24. প্রথম জীবনে গ্যালিলিওকে অর্থকষ্টে ভুগতে হয়েছিল কেন?
উত্তর:- গ্যালিলিওআশানুরূপবেতনপেতেননা, তাইপ্রথমজীবনেতাকেঅনেকঅর্থকষ্টেভুগতেহয়েছিল .
25. গ্যালিলিওর বিরুদ্ধে কারা সরব হয়েছিলেন?
উত্তর:- আচার্যসত্যেন্দ্রনাথবসুরলেখা’গ্যালিলিও’ প্রবন্ধথেকেজানাযায়যেসনাতনীরাগ্যালিলিওরবিরুদ্ধেসরবহয়েছিলেন .
26. “ইনি বিজ্ঞানকে শ্রদ্ধা করেন” . কার সম্পর্কে এই মন্তব্য?
উত্তর:- বিজ্ঞানসাধকসত্যেন্দ্রনাথবসুপ্রণীত”গ্যালিলিও”প্রবন্ধেএইমন্তব্যকরেছেনগ্যালিলিও. পোপপদেযিনিঅধিষ্ঠিতহয়েছিলেন, তারসম্বন্ধেএইমন্তব্য .
27. “ এক সময় গ্যালিলিও ভাৰতেন — ইনি বিজ্ঞানকে শ্রদ্ধা করেন . ” কার কথা এখানে বলা হয়েছে ?
উত্তর:- প্রশ্নোত্তঅংশেপোপপদেযিনিনতুনঅধিষ্ঠিতহয়েছিলেন, তারকথাবলাহয়েছে.
28. “ পোপ আদেশ দিলেন … ” – পোপ কাকে , কী আদেশ দিয়েছিল ?
উত্তর:- গ্যালিলিওআহ্নিকওবার্ষিকগতিবিষয়েযেমতপ্রতিষ্ঠাকরেছিলেনতাপোপেরমতেপুরোপুরিভ্রান্ত. তাইগ্যালিলিওযাতেতাঁরমতপাল্টায়সেবিষয়েপোপকার্ডিনালবেলারিমিনকেআদেশদিয়েছিল
29. গ্যালিলিও নিজের দূরবিন দিয়ে কী কী নতুন আবিষ্কার করেন ?
উত্তর:- গ্যালিলিওতারঅত্যাশ্চর্যআবিষ্কারদুরবিনদিয়েচঁাদেরপর্বতমালা, সূর্যবিম্বেকলঙ্কবিন্দু, বৃহস্পতিরনানানউপগ্রহ, শনিরবলয়, চাদেরমতোশুরুগ্রহেরঔজ্জ্বল্যেরহ্রাস–বৃদ্ধিআবিষ্কারকরেন.
30. “ তার মুখ দিয়ে বলানো হলো . ” কার মুখ দিয়ে কী বলানো হলো ?
উত্তর:- গ্যালিলিওরওপরপ্রচণ্ডবলপ্রয়োগকরেবলানোহলোযেতারকোপারনিকাসেরমতেরওপরকোনোবিশ্বাসনেই.
31. গ্যালিলিও প্রথমে কোন পেশায় নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর:- গ্যালিলিওপ্রথমেগৃহশিক্ষকতারপেশায়নিযুক্তহয়েছিলেন.
32. ‘ গালিলিও ‘ রচনায় কোন শহরের সম্পদকে ‘ রূপকথার স্বপ্নপুরীর ‘ – র মতো বলা হয়েছে ?
উত্তর:- ‘গালিলিও‘রচনায়ভেনিসশহরেরসম্পদকে‘রূপকথারস্বপ্নপুরীর‘–রমতোবলাহয়েছে.
33. পিসা বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও কোন বিষয়ে শিক্ষকতা করেন ?
উত্তর:- পিসাবিশ্ববিদ্যালয়েগ্যালিলিওগণিতবিষয়েশিক্ষকতাকরেন.
34. মাইকেল অ্যাঞ্জেলো কোথাকার রাজদরবারে কলাবিদ ছিলেন ?
উত্তর:- মাইকেলঅ্যাঞ্জেলোপোল্যান্ডেররাজদরবারেকলাবিদছিলেন. গ্যালিলিও–রপিতাকোনবাদ্যযন্ত্রভালোবাজাতেপারতেন? ঊবগ্যালিলিও–রপিতাLute ভালোবাজাতেপারতেন.
35. সত্যেন্দ্রনাথ বসুর “গ্যালিলিও” . কী জাতীয় প্রবন্ধ?
উত্তর:- জীবনকথা .
36. গ্যালিলিওর জন্ম কবে হয়?
উত্তর:- 15ইফেব্রুয়ারি1564সালে .
37. গ্যালিলিও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর:- পিসাতে .
38. গ্যালিলিওর পিতা কোন বিষয়ে পারদর্শী ছিলেন?
উত্তর:- পুরানসাহিত্যে .
39. গ্যালিলিওর পিতা কি ভালো বাজাতে পারতেন?
উত্তর:- লিউট[lute] .
40. গ্যালিলিওকে শেষ পর্যন্ত মঠ ছাড়তে হয়েছিল কেন?
উত্তর:- তারপিতারআপত্তিএবংতারদৃষ্টিশক্তিক্ষীণতারজন্য .
41. গ্যালিলিও ডাক্তারিতে ভর্তি হন কত সালে?
উত্তর:- 1581সালে.
42. গ্যালিলিও কত বছর বয়সে ডাক্তারিতে ভর্তি হন?
উত্তর:- 17বছরবয়সে .
43. “গ্রিক দার্শনিকের কথা সকলে মাথা পেতে নেয় নির্বিচারে” . কোন দার্শনিক?
উত্তর:- অ্যারিস্টটল .
” গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুএকাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class XI XI / WB Class 11 / WBBSE / Class 11 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 11 EXiam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর বাংলা সাজেশন / একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 11 Bengali Suggestion / Class 11 Bengali Question and Answer / Class 11 Bengali Suggestion / Class 11 Pariksha Bengali Suggestion / Bengali Class 11 EXiam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Bengali Suggestion FREE PDF Download)
গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুপ্রশ্ন ও উত্তর
(Class 11 Bengali Suggestion / West Bengal XI XI Question and Answer, Suggestion / WBBSE Class 11th Bengali Suggestion / Class 11 Bengali Question and Answer / Class 11 Bengali Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Bengali EXiam Guide / Class 11 Bengali Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 11 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 11 Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।
গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুপ্রশ্ন ও উত্তর
গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুClass 11 Bengali Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুপ্রশ্ন ও উত্তর। গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুMCQ প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুMCQ প্রশ্ন উত্তর।
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
একাদশ শ্রেণী | পড়ুন |
দ্বাদশ শ্রেণী | পড়ুন |
একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু (ষষ্ঠ অধ্যায়)
গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুSAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির বাংলা গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুSAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুClass 11 Bengali Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুSAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুMCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি বাংলা | Class 11 Bengali
একাদশ শ্রেণি বাংলা (Class 11 Bengali ) – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুপ্রশ্ন ও উত্তর | গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু| Class 11 Bengali Suggestion একাদশ শ্রেণি বাংলা – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুপ্রশ্ন উত্তর।
একাদশ শ্রেণির বাংলা – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুপ্রশ্ন উত্তর | Class 11 Bengali Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর বাংলা – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু| একাদশ শ্রেণীর বাংলা – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু| গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু| একাদশ শ্রেণীর বাংলা সহায়ক – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুপ্রশ্ন ও উত্তর । Class 11 Bengali Question and Answer, Suggestion | Class 11 Bengali Question and Answer Suggestion | Class 11 Bengali Question and Answer Notes | West Bengal Class 11th Bengali Question and Answer Suggestion.
WBBSE Class 11th Bengali Suggestion | একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু (ষষ্ঠ অধ্যায়)
একাদশ শ্রেণীর বাংলা – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুMCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 11 Bengali Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর বাংলা – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুপ্রশ্ন ও উত্তর | গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু। Class 11 Bengali Question and Answer Suggestion.
WBBSE Class 11 Bengali Suggestion একাদশ শ্রেণীর বাংলা – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুপ্রশ্ন ও উত্তর । গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু| Class 11 Bengali Suggestion একাদশ শ্রেণীর বাংলা – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুপ্রশ্ন ও উত্তর ।
WB Class 11 Bengali Suggestion | একাদশ শ্রেণীর বাংলা– গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুMCQ প্রশ্ন ও উত্তর
Class 11 Bengali Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর বাংলা – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু| একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 11 Bengali Question and Answer একাদশ শ্রেণীর বাংলা – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুপ্রশ্ন ও উত্তর Class 11 Bengali Question and Answer একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুMCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 11 Bengali Suggestion | একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুMCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 11 Bengali Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা – গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুMCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Bengali Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 11 Bengali Suggestion Download WBBSE Class 11th Bengali short question suggestion . Class 11 Bengali Suggestion download Class 11th Question Paper Bengali. WB Class 11 Bengali suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.
গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসু একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class 11 Bengali Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 11 Bengali Suggestion with 100% Common in the EXiamination .Class XI XI Bengali Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 EXiam Class 11 Bengali Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 XI XI Bengali Suggestion is provided here. Class 11 Bengali Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুএকাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer with FREE PDF Download Link
গালিলিও[প্রবন্ধ] সত্যেন্দ্রনাথ বসুএকাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer