নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান : বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Physical Science [Chapter – II] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান : বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Physical Science [Chapter – II] Question and Answer

বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science Question and Answer : বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Physical Science Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Physical Science Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল –

[A] ভর

[B] গতিশক্তি

[C] রৈখিক ভরবেগ

[D] কৌণিক ভরবেগ

উত্তর:- [C] রৈখিক ভরবেগ

2. ক্রিয়া ও প্রতিক্রিয়া –

[A] সমান

[B] বিপরীতমুখী

[C] A ও B উভয়ই

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] A ও B উভয়ই

3. রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল –

[A] ভর

[B] গতিশক্তি

[C] রৈখিক ভরবেগ

[D] কৌণিক ভরবেগ

উত্তর:- [C] রৈখিক ভরবেগ

4. কোনো বস্তুর সরলরৈখিক চলন গতির ক্ষেত্রে তার মধ্যখ কণাগুলির গতির অভিমুখ –

[A] সর্বদাই অপরিবর্তিত থাকে

[B] সর্বদাই পরিবর্তিত হয়

[C] অপরিবর্তিত থাকতে পারে আবার নাও পারে

[D] প্রথমে পরিবর্তিত হয়, তারপর অপরিবর্তিত থাকে

উত্তর:- [A] সর্বদাই অপরিবর্তিত থাকে

5. একটি গাড়ি সমবেগে চলছে তাতে ক্রিয়াশীল লন্ধি বল [F] –এরমান হবে –

[A] F>0

[B] F⩾0

C.F⩽0

[D] F=0

উত্তর:- [D] F=0

6. একটি বল খাড়া ওপরে ছুড়ে দেওয়া হল বলটি কী ধরনের গতি নিয়ে চলবে?

[A] মিশ্র গতি

[B] বৃত্তীয়

[C] সরলরৈখিক

[D] সরলরৈখিক দোলগতি

উত্তর:- [C] সরলরৈখিক

7. ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে –

[A] বেগ

[B] ঘূর্ণাক্ষ থেকে বস্তুর বিভিন্ন কণার দূরত্ব

[C] রৈখিক ভরবেগ

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] ঘূর্ণাক্ষ থেকে বস্তুর বিভিন্ন কণার দূরত্ব

8. স্থিতিজাড্যের একটি উদাহরণ হল –

[A] কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া

[B] হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা

[C] বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকের পিছু হটা

[D] সুইচ বন্ধের পরেও কিছুক্ষণ পাখা ঘোরা

উত্তর:- [A] কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া

9. কোনো কণার প্রাথমিক বেগ u এবং ত্বরণ a, t সময় পরে বেগ v হলে, u, v, a t-এর মধ্যে সম্পর্ক হল –

[A] u = v + at

[B] u + v = at

[C] v – u = at

[D] v = u + at

উত্তর:- [D] v = u + at

10. একটি বিমান পূর্বদিক বরাবর 6000 km গিয়ে উত্তরদিক বরাবর 8000 km গেল এরপর বিমানটি হ্রস্বতম পথে প্রাথমিক অবস্থানে ফিরে এল যদি বিমানের দ্রুতি 200 km/h হয় তবে সমগ্র যাত্রাপথে বিমানের গড় বেগ হল –

[A] 0

[B] 120 km/h

[C] 200 km/h

[D] 220 km/h

উত্তর:- [A] 0

11. একটি বল খাড়া ওপরে ছুড়ে দেওয়া হল বলটি কী ধরনের গতি নিয়ে চলবে?

[A] মিশ্র গতি

[B] বৃত্তীয়

[C] সরলরৈখিক

[D] সরলরৈখিক দোলগতি

উত্তর:- [C] সরলরৈখিক

12. একটি বস্তুকে খাড়া ওপরের দিকে ছুড়লে, বস্তুটি সর্বোচ্চ h উচ্চতায় উঠে আবার মাটিতে ফিরে আসে এক্ষেত্রে বস্তু দ্বারা অতিক্রান্ত দুরত্ব এবং সরণ হল যথাক্রমে –

[A] h, 0

[B] 0, 2h

[C] 2h, 0

[D] 0, h

উত্তর:- [C] 2h, 0

13. দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে T টান প্রয়োগ করলে দড়িতে টান হবে –

[A] T

[B] 2T

[C] T/2

[D] T/4

উত্তর:- [A] T

14. একটি কণা r ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তাকার পথের অর্ধেক দূরত্বঅতিক্রম করল কণাটির সরণ হল

[A] r

[B] 2r

[C] r/2

[D] 3r

উত্তর:- [B] 2r

15. কোন বস্তুর জাড্য সবচেয়ে কম?

[A] টেবিল

[B] স্কুলব্যাগ

[C] বই

[D] পেনসিল

উত্তর:- [D] পেনসিল

16. মোটরচালিত একটি বেল্ট 5m/s সমবেগে গতিশীল। যদি ওপর থেকে 1kg/s হারে বালি বেল্টের ওপর ফেলা হয়, তাহলে সমগতি বজায় রাখার জন্য মোটর কত বল প্রয়োগ করবে?

[A] 2.5N

[B] 5N

[C] 7.5N

[D] 10N

উত্তরঃ [B] 5N

17. কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 3N 4N হলে বলের মান হল

[A] 7N

[B] 6N

[C] 8N

[D] 5N

উত্তরঃ [D] 5N

18. চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পরে। এর কারণ হল-

[ক] স্থিতিজাড্য

[খ] ঘূর্ণন গতি

[গ] গতিজাড্য

[ঘ] আপেক্ষিক গতি

উত্তর- চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পরে। এর কারণ হল- [গ] গতিজাড্য।

19. একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12m এবং উল্টোদিকে 5m গেল। বোটটির সরণ কত?

[a] 13m

[b] 7m

[c] 17 m

[d] 8m

উত্তর- একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12m এবং উল্টোদিকে 5m গেল। বোট টির সরণ [b] 7m.

20. কোনটি স্কেলার রাশি নয়?

[ক] ভর

[খ] ভার

[গ] ঘনত্ব

[ঘ] কার্য

উত্তর- খ] ভার স্কেলার রাশি নয়।

21. সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রদত্ত কোন ভৌত রাশির মান শূন্য নয়?

[ক] মন্দন

[খ] ভরবেগ

[গ] প্রযুক্ত বল

[ঘ] ত্বরণ

উত্তর- সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে [খ] ভরবেগ ভৌত রাশির মান শূন্য নয়।

22. রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল-

[ক] রৈখিক ভরবেগ

[খ] গতিশক্তি

[গ] ভর

[ঘ] কৌণিক ভরবেগ

উত্তর- রকেটের গতি [ক] রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত হয়।

23. এক ব্যক্তি 7m ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল। ব্যক্তির সরণ হল –

[A] 14m

[B] 16m

[C] 22m

[D] 25m

উত্তরঃ [A] 14m

24. একটি বস্তুকণার প্রাথমিক বেগ 10m/s ও মন্দন 2m/s2কণাটি কতক্ষণ পরে থামবে?

[A] 2s

[B] 4s

[C] 5s

[D] 6s

উত্তরঃ [C] 5s

25. 500g ভরের কোনো বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে 2m/s2 ত্বরণ উৎপন্ন হবে?

[A] 1N

[B] 1.5N

[C] 2N

[D] 4N

উত্তরঃ [A] 1N

26. একটি লোহার বল গড়িয়ে গিয়ে অপর একটি বলকে ধাক্কা মারল। এটি যে বলের উদাহরণ তা হল –

[A] ঘর্ষণ বল

[B] সংঘর্ষজনিত বল

[C] লম্ব বল

[D] টান বল

উত্তর:- [B] সংঘর্ষজনিত বল

27. কোনো বস্তুর v-t লেখর নতি নির্দেশ করে বস্তুটির –

[A] গতি

[B] ত্বরণ

[C] দূরত্ব

[D] সরণ

উত্তর:- [B] ত্বরণ

28. Nkg1 কোন্ রাশির একক?

[A] ত্বরণ

[B] মন্দন

[C] বেগ পরিবর্তনের হার

[D] সবকটি সত্য

উত্তর:- [D] সবকটি সত্য

29. 5 kg ভরবিশিষ্ট একটি বন্দুক থেকে 200 m/s বেগে 25 g ভরের বুলেট ছোড়া হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ হল –

[A] 0.8 m/s

[B] 1 m/s

[C] 1.2 m/s

[D] 2 m/s

উত্তর:- [B] 1 m/s

30. একটি বোট নদীতে প্রথমে পূর্বদিকে 12m এবং তারপর উলটোদিকে 5m গেল বোটটির সরণ কত?

[A] 13 m

[B] 17m

[C] 7m

[D] 8 m

উত্তর:- [C] 7m

31. CGSপদ্ধতিতে ত্বরণের একক হল –

[A] m⋅s−1

[B] cm⋅s−2

[C] m⋅s−2

[D] cm⋅s−1

উত্তর:- [B] cm⋅s−2

32. 200 g ভরের কোনো বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে 1.5m/s2 ত্বরণ উৎপন্ন হবে?

[A] 300 N

[B] 0.5 N

[C] 0.4 N

[D] 0.3 N

উত্তর:- [D] 0.3 N

33. একটি বস্তুকণা বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে পথের ব্যাসার্ধ R হলে, একবার আবর্তনে কণার সরণ হবে

[A] πR

[B] 2πR

[C] 0

[D] 2R

উত্তর:- [C] 0

34. 5 kg ভরবিশিষ্ট একটি বন্দুক থেকে 200 m/s বেগে 25 g ভরের বুলেট ছোড়া হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ হল –

[A] 0.8 m/s

[B] 1 m/s

[C] 1.2 m/s

[D] 2 m/s

উত্তর:- [B] 1 m/s

35. একজন বালক 20 m উচ্চতাবিশিষ্ট একটি মিনারের চূড়া থেকে একটি পাথরকে নীচের দিকে ফেলল যে বেগে পাথরটি ভূমিতে আঘাত করবে তা হল –

[A] 10m⋅s−1

[B] 20m⋅s−1

[C] 40m⋅s−1

[D] 5m⋅s−1

উত্তর:- [B] 20m⋅s−1

36. একটি বস্তুকে খাড়া ওপরের দিকে ছুড়লে, বস্তুটি সর্বোচ্চ h উচ্চতায় উঠে আবার মাটিতে ফিরে আসে এক্ষেত্রে বস্তু দ্বারা অতিক্রান্ত দুরত্ব এবং সরণ হল যথাক্রমে –

[A] h, 0

[B] 0, 2h

[C] 2h, 0

[D] 0, h

উত্তর:- [C] 2h, 0

37. তৃতীয় গতিসূত্রানুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মাপ –

[A] 0∘

[B] 90∘

[C] 180∘

[D] 360∘

উত্তর:- [C] 180∘

38. একটি গাড়ি যাত্রাপথের অর্ধেক দূরত্ব 40 km/h দ্রুতিতে ও বাকিঅর্ধেক দূরত্ব 60 km/h দ্রুতিতে গেল গাড়ির গড় দ্রুতি হল –

[A] 50 km/h

[B] 46 km/h

[C] 48 km/h

[D] 52 km/h

উত্তর:- [C] 48 km/h

39. একটি বস্তু ওপর থেকে নীচে পড়ছে। এক্ষেত্রে স্থির রাশি হল –

[A] সরণ

[B] বেগ

[C] ত্বরণ

[D] ভরবেগ

উত্তর:- [C] ত্বরণ

40. মিশ্র গতির উদাহরণ হল –

[A] ভূমির ওপর দিয়ে বলের গড়িয়ে যাওয়া

[B] এক স্থানে বলের ঘূর্ণন

[C] বলের পিছল গতি

[D] ওপর থেকে খাড়াভাবে বলের নীচে পড়া

উত্তর:- [A] ভূমির ওপর দিয়ে বলের গড়িয়ে যাওয়া

41. নিউটনের প্রথম গতিসূত্রকে অন্যভাবে কোটি বলা যায়?

[A] গতিবেগের সূত্র

[B] জাড্যের সূত্র

[C] ভরের সূত্র

[D] স্বরণের সূত্র

উত্তর:- [B] জাড্যের সূত্র

42. ক্রিয়া ও প্রতিক্রিয়া –

[A] সমান

[B] বিপরীতমুখী

[C] A ও B উভয়ই

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] A ও B উভয়ই

43. ভুল উত্তরটি নির্বাচন করো –

[A] কোনো বস্তুর বেগ আছে ত্বরণ নেই

[B] কোনো বস্তুর বেগ শূন্য, ত্বরণ আছে

[C] ঘূর্ণন গতিতে ঘূর্ণন অক্ষ অপরিবর্তিত থাকে

[D] কোনো বস্তুর গড় বেগ শূন্য হলে তার গড় দ্রুতি শূন্য হবেই

উত্তর:- [D] কোনো বস্তুর গড় বেগ শূন্য হলে তার গড় দ্রুতি শূন্য হবেই

44. কোন বস্তুর জাড্য সবচেয়ে কম?

[A] টেবিল

[B] স্কুলব্যাগ

[C] বই

[D] পেনসিল

উত্তর:- [D] পেনসিল

45. বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি –

[A] ত্বরণসহ চলতে থাকবে

[B] সমবেগে চলতে থাকবে

[C] থেমে যাবে

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] সমবেগে চলতে থাকবে

46. একটি রকেট প্রতি সেকেন্ডে 10kg জ্বালানি দহন করে এবং উৎপন্ন গ্যাস 1000m/s বেগে রকেট থেকে নির্গত হয়। রকেটের ওপর ঊর্ধ্বঘাত হল –

[A] 10000N

[B] 5000N

[C] 50000N

[D]100000N

উত্তরঃ [A] 10000N

47. 4kg ভরবিশিষ্ট একটি বন্দুক থেকে 500m/s বেগে 6g ভরের গুলি ছুড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ হবে

[A] 50cm/s

[B] 25cm / s

[C] 20cm/s

[D] 75cm/s

উত্তরঃ – [D] 75cm/s

48. রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল-

[A] রৈখিক ভরবেগ

[B] বল

[C] ভর

[D] গতিশক্তি

উত্তরঃ – [A] রৈখিক ভরবেগ

49. কত বল প্রয়োগ করলে 10g ভরের কোনো বস্তুর ত্বরণ 6cm/s2 হবে?

[A] 50 dyn

[B] 60 dyn

[C] 70 dyn

[D] 80 dyn

উত্তরঃ – [B] 60 dyn

50. 1 dyn বল 1 mg ভরের বস্তুর ওপর কাজ করলে কী পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে?

[A] 5 m/s2

[B] 10m /s2

[C] 15m/s2

[D] 20m/s2

উত্তরঃ – [B] 10m /s2

51. টেবিলের ওপর তোমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে, কারণ

[A] বইটির ওপর সমান মানের ক্রিয়া ও প্রতিক্রিয়া কাজ করছে

[B] বইটির ওপর টেবিল প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে

[C] বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য

[D] কোনোটিই নয়

উত্তরঃ – [C] বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য

52. কোনো বস্তুর ওপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটির –

[A] সমবেগ থাকবে

[B] সমান ভরবেগ থাকবে

[C] সমত্বরণ থাকবে

[D] সমদ্ৰুতি থাকবে

উত্তরঃ – [C] সমত্বরণ থাকবে

53. বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি

[A] ত্বরণসহ চলতে থাকবে

[B] সমবেগে চলতে থাকবে

[C] থেমে যাবে

[D] কোনোটিই নয়

উত্তরঃ – [A] সমবেগ থাকবে

54. চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ হল

[A] স্থিতিজাড্য

[B] গতিজাড্য

[C] ঘূর্ণন গতি

[D] আপেক্ষিক গতি

উত্তরঃ – [B] গতিজাড্য

বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর Class 9 Physical Science Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) Physical Science Question and Answer Suggestion

1. সিজিএস এবং এস আই পদ্ধতিতে সরনের একক কি?

উত্তরঃ- CGS – cm SI – m

2. সিজিএস এবং এস আই পদ্ধতিতে বেগের একক কি?

উত্তরঃ- CGS – cm/s SI – m/s

3. চলন্ত ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থির দেখে?

উত্তরঃ- যখন দুটি ট্রেন সমান গতিতে থাকে।

4. কোন্‌ গতিতে গড় বেগের মান ও গড় দ্রুতির মান সমান?

উত্তরঃ- সরলরৈখিক

5. নিউটনের কোন্‌ সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?

উত্তরঃ- প্রথম গতিসূত্র

6. চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে। এর কারণ কি?

উত্তরঃ- গতিজাড্য

7. নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি?

উত্তরঃ- 1N = 〖10〗^5dyn

8. কোন্‌ ক্ষেত্রে নিউটনের গতিসূত্রটি প্রযোজ্য নয়?

উত্তরঃ- অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে

9. কোন বস্তুর ওপর একাধিক বল প্রযুক্ত হলে বস্তুতে গতির অভিমুখ কি হবে?

উত্তরঃ- লব্ধি শূন্য না হলে বলের অভিমুখে বস্তুটি গতিশীল হবে।

10. 1 গ্রাম ভার = কত নিউটন?

উত্তরঃ- 0.0098 নিউটন

11. জেটইঞ্জিন এর কার্য নীতির ভিত্তিটি কি?

উত্তরঃ- রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র

12. নিউটনের তৃতীয় গতিসূত্রের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত?

উত্তরঃ- 180°

13. একটি স্পর্শজনিত বলের উদাহরণ দাও।

উত্তরঃ- কোনো তলের উপর বস্তুতে টানা বা ঠেলা

14. একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও।

উত্তরঃ- চুম্বকের বিকর্ষন

15. বন্দুক থেকে গুলি চালানো হলে বন্দুক ও বুলেটের মধ্যে কার ভরবেগ বেশি?

উত্তরঃ- উভয়ের সমান হবে।

16. শব্দ শোনা ছাড়াও কানের অন্য কাজটি কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর : শব্দ শোনা ছাড়াও দেহের ভারসাম্য রক্ষা করা হল কানের কাজ।

17. লোহা, জল ও বায়ুর মধ্যে কোনটিতে শব্দের বেগ সবচেয়ে কম? [এক কথায় উত্তর দাও]

উত্তর : লোহা, জল ও বায়ুর মধ্যে বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম।

18. কানের গঠনের ভাগগুলি কী কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর : কানের গঠনের ভাগগুলি হল—বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ।

19. শব্দতরঙ্গ বায়ুমাধ্যমে তরঙ্গপাদ ও তরঙ্গশীর্ষ সৃষ্টি করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : মিথ্যা

20. SONAR-এর সাহায্যে ______ শব্দের প্রয়োগে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : শ্রবণোত্তর বা শব্দোত্তর

21. একটি দোলক যখন দুলতে থাকে তখন দোলকের কম্পাঙ্ক 20 Hz –এর কম হয়। এর ফলে কী ধরনের শব্দ উৎপন্ন হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর : এর ফলে উৎপন্ন শব্দ হল শব্দেতর শব্দ।

22. সুরযুক্ত শব্দের কোন্ বৈশিষ্ট্যটি শব্দের তীব্রতার ওপর নির্ভরশীল? [এক কথায় উত্তর দাও]

উত্তর : সুরযুক্ত শব্দের প্রাবল্য [loudness] শব্দের তীব্রতা [intensity]-র ওপর নির্ভরশীল।

23. বেল বা ডেসিবেল কোন রাশির একক? [এক কথায় উত্তর দাও]

উত্তর : শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হল বেল বা ডেসিবেল।

24. মধ্যকর্ণের ______বাতাসের চাপ বজায় রাখে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : ইউস্টেচিয়ান নালী

25. কোনো গতিশীল বস্তুর ম্যাক সংখ্যা 1-এর বেশি হলে বস্তুটির বেগকে ______ বেগ বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : সুপারসনিক

26. জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না কেন? [এক কথায় উত্তর দাও]

উত্তর : শব্দতরঙ্গ হল স্থিতিস্থাপক তরঙ্গ স্থিতিস্থাপক তরঙ্গের বিস্তার লাভের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। তাই জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না।

27. অনুদৈর্ঘ্য তরঙ্গ কি কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে? [এক কথায় উত্তর দাও]

উত্তর : হ্যা, অনুদৈর্ঘ্য তরঙ্গ কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে।

28. সরলরৈখিক দোলগতিসম্পন্ন কোনো কণা একই পথে পর্যায়ক্রমে ______করে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : যাওয়া-আসা

29. শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হল______ [শূন্যস্থান পূরন করো]

উত্তর : বেল

30. শব্দতরঙ্গ বায়ুমাধ্যমে তরঙ্গপাদ ও তরঙ্গশীর্ষ সৃষ্টি করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : মিথ্যা

31. মাধ্যমের কণাগুলির গতির সমান্তরালে ______তরঙ্গ অগ্রসর হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : অনুদৈর্ঘ্য

32. শূন্য লেভেল তীব্রতার মান 1012W/m2 [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : সত্য

33. কঠিন মাধ্যম______ পরিবর্তনকে প্রতিরোধ করতে পারে, তাই শুধুমাত্র কঠিন মাধ্যমে তির্যক তরঙ্গ সঞ্চালিত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : আকার

34. অডিটরি নার্ভ শব্দকে মস্তিষ্কের কোন্ অংশে প্রেরণ করে? [এক কথায় উত্তর দাও]

উত্তর : অডিটরি নার্ভ শব্দকে গুরুমস্তিষ্কে প্রেরণ করে।

35. মানুষের স্বরযন্ত্র থেকে উৎপন্ন শব্দ কীভাবে পরিবর্তন হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর : মানুষের স্বরতন্ত্রীদ্বয়ের টানের পরিবর্তন হলে বা নিশ্বাস বায়ুপ্রবাহের হ্রাসবৃদ্ধি হলে উৎপন্ন শব্দ বিভিন্ন রকম হয়।

36. স্থিতি কাকে বলে?

উত্তরঃ – সময়ের সঙ্গে যে সমস্ত বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না, সেই বস্তুকে স্থির বস্তু বলে। বস্তুর এই ধর্মকে স্থিতি বা Rest বলে।

37. গতি কাকে বলে?

উত্তরঃ – সময়ের সঙ্গে যে সমস্ত বস্তুর অবস্থানের পরিবর্তন হয় , সেই সমস্ত বস্তুকে গতিশীল বস্তু বলে। বস্তুর এই ধর্মকে গতিশীলতা বা গতি বলে।

38. ঘূর্ণন গতিতে কী অপরিবর্তিত থাকে?

উত্তরঃ – ঘূর্ণন গতিতে বস্তুর নিজের অক্ষের সাপেক্ষে  অবস্থান অপরিবর্তিত থাকে।

39. বৃত্তপথে গতিশীল কোনো বস্তুর কোনো এক মুহূর্তে বেগের অভিমুখ কোন্ দিক বরাবর হয়?

উত্তরঃ – বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর বেগের অভিমুখ হলো ওই বস্তুটি গতিপথের যে বিন্দুতে আছে, সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক [tangent] এর দিক বরাবর।

40. সমবৃত্তীয় গতি কাকে বলে?

উত্তরঃ – বৃত্তাকার গতির ক্ষেত্রে দ্রুতি সুষম থাকে তাকে সমবৃত্তীয় গতি বলে।

41. বেগ-সময় লেখচিত্রের নতি কী নির্দেশ করে?

উত্তরঃ – বেগ-সময় লেখচিত্রের নতি ত্বরণ নির্দেশ করে ।

42. বলের প্রকৃতিগত সংজ্ঞা নিউটনের কোন্ গতিসূত্র থেকে পাওয়া যায়?

উত্তরঃ – বলের প্রকৃতিগত সংজ্ঞা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায়।

43. বলের পরিমাণবাচক সংজ্ঞা নিউটনের কোন্ গতিসূত্র থেকে পাওয়া যায় ?

উত্তরঃ –  বলের পরিমাণবাচক সংজ্ঞা নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে পাওয়া যায়।

44. বলের CGS পদ্ধতি ও SI-তে পরম এককের সম্পর্ক কী?

উত্তরঃ – বলের CGS পদ্ধতিতে পরম একক ডাইন এবং   SI-তে নিউটন ।

1 নিউটন = 10^5 ডাইন।

45. বলের বিভাজন কাকে বলে?

উত্তরঃ – একটি বলকে দুটি অংশে বিভাজিত করার পদ্ধতিকেই  বলের বিভাজন বলে এবং ওই অংশ দুটিকে মূল বলের উপাংশ বলে।

46. m 4m ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলে তাদের বেগের অনুপাত ______ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 4:1

47. ত্বরনের এককেপ্রতি সেকেন্ড’ কথাটি দুবার আসে কেন?

উত্তরঃ- একবার বেগ বোঝাবার জন্য ও আর একবার বেগ বৃদ্ধির হার বোঝাবার জন্যে ত্বরনের এককে ‘প্রতি সেকেন্ড’ কথাটি দুবার আসে।

48. নিউটনের প্রথম গতিসূত্রটি লেখ।

উত্তরঃ- বাইরে থেকে প্রযুক্ত বল বস্তুর অবস্থানের পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে।

49. নিউটনের দ্বিতীয় গতি সূত্রটি লেখ।

উত্তরঃ- বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।

50. নিউটনের তৃতীয় গতি সূত্রটি লেখ।

উত্তরঃ- প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

51. বলের সংযোজন সামান্তরিক সূত্রটি লেখ।

উত্তরঃ- যদি কোন বস্তুতে ক্রিয়াশীল দুটি বলকে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও অভিমুখে প্রকাশ করা যায় তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি বলদ্বয়ের লব্ধিকে মানে ও অভিমুখে প্রকাশ করবে।

52. রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি লেখ।

উত্তরঃ- কোন বস্তুসংস্থার উপর বাইরে থেকে কোন বল প্রযুক্ত না হলে বস্তুসংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে।

53. পাখিরা আকাশে ওড়ে কিভাবে?

উত্তরঃ- একটি পাখি যখন ভূমি থেকে আকাশে উড়তে যায় তখন দু’টি ডানা সাহায্যে বায়ুর উপর বল প্রয়োগ করে। প্রতিক্রিয়াস্বরূপ বায়ুও পাখির ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই দুটি প্রতিক্রিয়া বলের লব্ধি বরাবর পাখি গতিশীল হয়।

54. কোন্ বলের জন্য কোনো বস্তুকে ভূমির ওপর দিয়ে ঠেলে সরাতে অসুবিধা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ভূমি ও বস্তুর মধ্যে ঘর্ষণের জন্য কোনো বস্তুকে ভূমির ওপর দিয়ে ঠেলে সরাতে অসুবিধা হয়।

55. সমত্বরণে গতিশীল কণার প্রাথমিক বেগ শূন্য হলে কণাটির বেগ-সময় লেখটির প্রকৃতি কীরূপ হবে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সমত্বরণে গতিশীল কণার বেগ-সময় লেখটি সময় অক্ষের সঙ্গে আনত মূলবিন্দুগামী সরলরেখা হবে।

56. ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর ওপর প্রযুক্ত হতে পারে না। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

57. একটি কণা r ব্যাসার্ধের বৃত্ত বরাবর এক পাক ঘুরে আবার প্রথম বিন্দুতে ফিরে এল। কণার সরণ ও অতিক্রান্ত দূরত্ব কত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কপার সরণ হল শূন্য এবং অতিক্রান্ত দূরত্ব = 2πr।

58. গতিশীল কণার সরণ কখন শূন্য হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কোনো গতিশীল কণা যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, যদি সেই বিন্দুতে ফিরে আসে তাহলে কণার সরণ শূন্য হয়।

59. সুইচ অফ করে দিলেও ______-এর কারণে বৈদ্যুতিক পাখা কিছুক্ষণ ঘুরতে থাকে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- গতিজাড্য

60. কোনো বস্তুর ভরবেগের CGS একক gcm/s । [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

61. নিউটনের ______গতিসূত্র থেকে বলের পরিমাণ জানা যায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- দ্বিতীয়

62. ঋণাত্মক ত্বরণকে কী বলা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়।

63. বলের মাত্রীয় সংকেত লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বলের মাত্রীয় সংকেত হল MLT−2

64. একটি বস্তুর বেগ সময় লেখটি সময় অক্ষ বরাবর নির্দেশিত হলে, বস্তুটির গতি সম্পর্কে মন্তব্য করো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- এক্ষেত্রে বস্তুটি স্থির।

65. ______ রাশির সংযোজনের ক্ষেত্রে সামান্তরিক সূত্রটি প্রয়োগ করা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ভেক্টর

66. একটি স্পর্শবিহীন বলের উদাহরণ দাও। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- দুটি চুম্বকের সমমেরুর মধ্যে বিকর্ষণ হল একটি স্পর্শবিহীন বল।

67. এমন একটি উদাহরণ দাও যেখানে কোনো বস্তুর বেগ ও ত্বরণ পরস্পর বিপরীত অভিমুখী। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত একটি পাথরের বেগ ওপরের দিকে হলেও অভিকর্ষজ ত্বরণের অভিমুখ নীচের দিকে।

68. কেনো বস্তুর ভরবেগ = ______ × ______ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ভর, বেগ

69. CGS পদ্ধতি ও SI-তে দ্রুতির একক কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- CGS পদ্ধতি ও SI-তে দ্রুতির একক যথাক্রমে cm/s ও m/s

70. কোনো গতিশীল কণার অতিক্রান্ত দুরত্ব ও সরণের মানের অনুপাত 1-এর চেয়ে কম হতে পারে কি? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- না, কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব ও সরণের মানের অনুপাত 1 বা 1-এর চেয়ে বেশি হয়।

71. একটি বস্তুর বেগ-সময় লেখ ঋণাত্মক নতিবিশিষ্ট সরলরেখা হলে, বস্তুটির গতির প্রকৃতি কীরূপ? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বস্তুটি সমমন্দনে গতিশীল।

72. অমসৃণ অনুভূমিক পথে সমবেগে গতিশীল একটি গাড়ির ইঞ্জিন দ্বারা প্রযুক্ত বল রাস্তা ও চাকার ঘর্ষণ বল অপেক্ষা বেশি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

73. ______ রাশির সংযোজনের ক্ষেত্রে সামান্তরিক সূত্রটি প্রয়োগ করা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ভেক্টর

74. বল = ভর ×x; CGS পদ্ধতিতে x-এর একক লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- x রাশিটি হল ত্বরণ ∴ CGS পদ্ধতিতে x-এর একক হল cm/s2

75. কোনো বস্তুর ওপর একাধিক বল প্রযুক্ত হলে, বস্তুটির গতির অভিমুখ কী হবে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বস্তুটির ওপর প্রযুক্ত বলগুলির লব্ধি যদি শূন্য না হয়, তবে ওই লদ্ধিবলের অভিমুখে বস্তুটি গতিশীল হবে।

76. IN = ______ dyn [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 105

77. সমবেগে গতিশীল কোনো কণার সরণ সময় লেখচিত্রের প্রকৃতি কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সমবেগে গতিশীল কোনো কণার সরণ-সময় লেখচিত্র হল সময় অক্ষের সঙ্গে আনত মূলবিন্দুগামী সরলরেখা।

78. চাপের SI একক কি?

উত্তরঃ- পাস্কল

79. সূর্যের চারদিকে পৃথিবীকে বিন্দু কল্পনা করলে পৃথিবীর প্রদক্ষিণ কিরকম গতি?

উত্তরঃ- বৃত্তীয় গতি

80. দ্রুতি কি ধরনের রাশি?

উত্তরঃ- স্কেলার রাশি

81. একটি মিশ্র গতির উদাহরণ দাও।

উত্তরঃ- সূর্যের চারিদিকে পৃথিবীর গতি

82. এমন একটি উদাহরণ দাও যেখানে কোন বস্তুর বেগ ও ত্বরণ পরস্পর বিপরীত অভিমুখী।

উত্তরঃ- ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত একটি পাথর

83. সিজিএস এবং এস আই পদ্ধতিতে ত্বরণের একক কি?

উত্তরঃ- 〖CGS-〖cm/s〗^2   SI-m/s〗^2

” বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন / নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 9 Physical Science Suggestion / Class 9 Physical Science  Question and Answer / Class 9 Physical Science Suggestion / Class 9 Pariksha Physical Science Suggestion / Physical Science Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Physical Science Suggestion FREE PDF Download)

বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর

(Class 9 Physical Science Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Physical Science Suggestion / Class 9 Physical Science  Question and Answer / Class 9 Physical Science  Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Physical Science  Exam Guide / Class 9 Physical Science  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Physical Science  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Physical Science  Suggestion FREE PDF Download) সফল হবে।

বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর

বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] Class 9 Physical Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর। বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান ] বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] Class 9 Physical Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তরবল ও গতি [দ্বিতীয় অধ্যায়]

বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভৌত বিজ্ঞান বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] Class 9 Physical Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি ভৌত বিজ্ঞান | Class 9 Physical Science 

নবম শ্রেণি ভৌত বিজ্ঞান (Class 9 Physical Science ) – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর | বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] | Class 9 Physical Science  Suggestion

 নবম শ্রেণির ভৌত বিজ্ঞান – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর | Class 9 Physical Science  Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সহায়ক – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর । Class 9 Physical Science  Question and Answer, Suggestion | Class 9 Physical Science  Question and Answer Suggestion | Class 9 Physical Science  Question and Answer Notes | West Bengal Class 9th Physical Science Question and Answer Suggestion.

WBBSE Class 9th Physical Science  Suggestion | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তরবল ও গতি [দ্বিতীয় অধ্যায়]

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Physical Science Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] । Class 9 Physical Science  Question and Answer Suggestion.

WBBSE Class 9 Physical Science  Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] | Class 9 Physical Science  Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Physical Science  Suggestion | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তরবল ও গতি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 9 Physical Science  Question and Answer Suggestions | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 9 Physical Science  Question and Answer  নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Physical Science  Suggestion | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তরবল ও গতি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 9 Physical Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Physical Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Physical Science Suggestion Download WBBSE Class 9th Physical Science short question suggestion . Class 9 Physical Science  Suggestion download Class 9th Question Paper Physical Science. WB Class 9 Physical Science suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 Physical Science  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Physical Science Suggestion with 100% Common in the Examination .Class Nine IX Physical Science  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Physical Science  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Physical Science Suggestion is provided here. Class 9 Physical Science  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 9 Physical Science  Question and Answer with FREE PDF Download Link

বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science  Question and Answer বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad