একাদশ শ্রেণীর ইতিহাস : রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th History [Chapter III] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

একাদশ শ্রেণীর ইতিহাস : রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th History [Chapter III] Question and Answer

রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 11 History Question and Answer : রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 11 History Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 11th History Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর ইতিহাস – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th XI  XI History EXiamination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 11 History Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. হিন্ধুস্থানের তোতাপাখি নামে পরিচিত ?

[A] আবুল ফজল

[B] আমির খসরু

[C] জিয়াউদ্দিন বারণি

[D] তানসেন

উত্তর:- [B] আমির খসরু

2. পানি পথের প্রথম যুদ্ধ হয় ?

[A] ১৫২৬ খ্রিস্ট :

[B] ১৫৫৬ খ্রিস্ট :

[C] ১৭৬১ খ্রিস্ট :

[D] ১৮৭৬ খ্রিস্ট :

উত্তর:- [A] ১৫২৬ খ্রিস্ট :

3. স্পার্টায় ক্রীতদাসরা যে নামে পরিচিত ছিল , তা হলো—

[A] থিটিস

[B] মেটিক

[C] পেরিওকয়

[D] হেলট

উত্তর:- [D] হেলট

4. প্লেটোর মতে , একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত—

[A] পাঁচ হাজার

[B] কুড়ি হাজার

[C] চার হাজার

[D] দশ হাজার

উত্তর:- [A] পাঁচ হাজার

5. মহাজনপদগুলির উত্থান হয়

[A] খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে

[B] খ্রিস্টপূর্ব সপ্তম শতকে

[C] খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে

[D] খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে

উত্তর:- [D] খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে

6. পাটলিপুত্র ____ ছিল রাজধানী ।

[A] মগধের

[B] কোশলের

[C] অবস্তির

[D] বৃজির

উত্তর:- [A] মগধের

7. গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে ক’টি জাতির উল্লেখ করেছেন ?

[A] ছয়টি

[B] সাতটি

[C] পাঁচটি

[D] চারটি

উত্তর:- [B] সাতটি

8. এলাহাবাদ প্রশস্তি রচনা করেন –

[A] বীরসেন

[B] হরিষেণ

[C] রুদ্রদামন

[D] সমুদ্রগুপ্ত

উত্তর:- [B] হরিষেণ

9. ঝিলামের যুদ্ধ ( হিদাসপিসের  .  হয়—

[A] 326 খ্রিস্টপূর্বে

[B] 329 খ্রিস্টপূর্বে

[C] 325 খ্রিস্টপূর্বে

[D] 310 খ্রিস্টপূর্বে

উত্তর:- [A] 326 খ্রিস্টপূর্বে

10. ম্যাসিডনের সৈন্যবাহিনীর নাম—

[A] জানিসারি

[B] হপলাইট

[C] বর্গি

[D] হার্মাদ

উত্তর:- [B] হপলাইট

11. পলিসের শাসনকেন্দ্রকে বলা হতো—

[A] ইফর

[B] অক্টোপলিস

[C] অক্টোপাস

[D] আরকন

উত্তর:- [B] অক্টোপলিস

12. মেহেরৌলি লৌহস্তম্ভে রাজা ‘ চন্দ্র ’ হলেন—

[A] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

[B] চন্দ্রগুপ্ত মৌর্য

[C] সমুদ্রগুপ্ত

[D] প্রথম চন্দ্রগুপ্ত

উত্তর:- [A] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

13. এথেন্সের শাসন কাঠামো ছিল—

[A] প্রজাতান্ত্রিক

[B] গণতান্ত্রিক

[C] অভিজাততান্ত্রিক

[D] রাজতান্ত্রিক

উত্তর:- [B] গণতান্ত্রিক

14. রোমে প্যান্থিয়ন বলতে বোঝায়—

[A] সুবিশাল অট্টালিকাকে

[B] শাসনকেন্দ্রকে

[C] প্রেক্ষাগৃহকে

[D] সমাধিস্থলকে

উত্তর:- [A] সুবিশাল অট্টালিকাকে

15. পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল—

[A] 1353 খ্রিস্টাব্দে

[B] 1453 খ্রিস্টাব্দে

[C] 1526 খ্রিস্টাব্দে

[D] 1209 খ্রিস্টাব্দে

উত্তর:- [B] 1453 খ্রিস্টাব্দে

16. রোমান সাম্রাজ্যে প্রথম দাস বিদ্রোহ ঘটে—

[A] গ্রিসে

[B] রোমে

[C] সিসিলিতে

[D] পারস্যে

উত্তর:- [C] সিসিলিতে

17. দ্য ম্যাগনিফিসেন্ট ’ নামে কোন অটোমান সুলতান পরিচিত ?

[A] সুলতান ওসমান

[B] সুলতান সুলেমান

[C] সুলতান দ্বিতীয় মহম্মদ

[D] সুলতান সালাদিন

উত্তর:- [B] সুলতান সুলেমান

18. দিনই ইলাহি ’ প্রবর্তিত হয়—

[A] 1582 খ্রিস্টাব্দে

[B] 1580 খ্রিস্টাব্দে

[C] 1579 খ্রিস্টাব্দে

[D] 1578 খ্রিস্টাব্দে

উত্তর:- [A] 1582 খ্রিস্টাব্দে

19. হিন্দুস্থানের তোতাপাখি নামে পরিচিত—

[A] আমির খসরু

[B] তানসেন

[C] আবুল ফজল

[D] জিয়াউদ্দিন বারনি

উত্তর:- [A] আমির খসরু

20. রিপাবলিকগ্রন্থের রচয়িতা হলেন ?

[A] হেসিয়ড

[B] হোমার

[C] এরিস্টটল

[D] প্লেটো

উত্তর:-  [D] প্লেটো

21. স্পাটার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল ?

[A] হেলট

[B] পেরিওসি

[C] স্পাটান

[D] মেটিক

উত্তর:-  [C] স্পাটান

22. অ্যাথেন্সের শাসন কাঠামো ছিল ?

[A] রাজতান্ত্রিক

[B] প্রজাতান্ত্রিক

[C] অভিজ্ঞাত তান্ত্রিক

[D] গণতান্ত্রিক

উত্তর:-  [D] গণতান্ত্রিক

23. প্লেটোর মতে , একটি আদর্শ পলিশের জন সংখ্যা হওয়া উচিত ?

[A] ৮ হাজার

[B] ৫ হাজার

[C] ১০ হাজার

[D] ২০ হাজার

উত্তর:-  [B] ৫ হাজার

24. পলিশের মূল কেন্দ্র ছিল ?

[A] আক্রপলিস

[B] আগোরা

[C] কাউন্সিল

[D] বুলে

উত্তর:-  [A] আক্রপলিস

25. প্রাচীন অ্যাথেন্সের আদালত কে বলা হত ?

[A] ইফোর

[B] গেরুসিয়া

[C] হেলাইয়া

[D] আরকন

উত্তর:-  [C] হেলাইয়া

26. রামায়ণে কয়টি জন পদের উল্লেখ আছে ?

[A] ১৬ টি

[B] ১৮ টি

[C] ২৫ টি

[D] ২৭ টি

উত্তর:-  [D] ২৭ টি

27. আর্যাবর্তের ১৬ টি মহাজন পদের নাম পাওয়া যায় ?

[A] অঙ্গুও রণিকায়

[B] মহাভারতে

[C] চারিতাভিযানে

[D] বেদে

উত্তর:-  [A] অঙ্গুও রণিকায়

28. মহাজন পদ গুলির মধ্যে অধিকাংশই ছিল ?

[A] গণতান্ত্রিক

[B] প্রজাতান্ত্রিক

[C] সৈরতান্ত্রিক

[D] রাজতান্ত্রিক

উত্তর:- [D] রাজতান্ত্রিক

29. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন ?

[A] বিম্বিসার

[B] অজাতশত্রু

[C] চন্দ্রগুপ্ত মৌর্য

[D] অশোক

উত্তর:- [C] চন্দ্রগুপ্ত মৌর্য

30. প্রাচীন যুগে ভারতে সর্ব প্রথম যে সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় তা হল ?

[A] মৌর্য সাম্রাজ্যে

[B] কুষাণ সাম্রাজ্যে

[C] গুপ্ত সাম্রাজ্যে

[D] পাল সাম্রাজ্যে

উত্তর:- [A] মৌর্য সাম্রাজ্যে

31. উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন ?

[A] বিম্বিসার

[B] অজাতশত্রু

[C] মহাপদ্ম নন্দ

[D] চন্দ্র গুপ্ত মৌর্য

উত্তর:- [C] মহাপদ্ম নন্দ

32. সুপ্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠাতা হয়েছিলেন ?

[A] ৭৫৩ খ্রিস্ট : পূর :

[B] ৩২৩ খ্রিস্ট : পূর :

[C] ২৪৩ খ্রিস্ট : পূর :

[D] ১৪৫ খ্রিস্ট : পূর :

উত্তর:- [A] ৭৫৩ খ্রিস্ট : পূর :

33. অশোক যেসব ধর্ম দূত পাঠিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ?

[A] সংঘমিতা

[B] রক্ষিত

[C] ধর্মরক্ষিত

[D] মহারক্ষিত

উত্তর:- [A] সংঘমিতা

34. মেঘাস্থিনিস ছিলেন ?

[A] আলেকজান্ডারের দূত

[B] পুরুর  দূত

[C] সিজারের দূত

[D] সেলুকাসের দূত

উত্তর:- [D] সেলুকাসের দূত

35. ভারতের নেপোলিয়ননামে কে পরিচিত ছিলেন ?

[A] চন্দ্র গুপ্ত মৌর্য

[B] অশোক

[C] স্কন্দ গুপ্ত

[D] সমুদ্র গুপ্ত

উত্তর:- [D] সমুদ্র গুপ্ত

36. এলাহাবাদ প্রশস্তি রচনা করেন ?

[A] সমুদ্র গুপ্ত

[B] বিরসেন

[C] হরিষেন

[D] রুদ্র দমন

উত্তর:- [C] হরিষেন

37. রোমান সাম্রাজ্য প্রথম দাস বিদ্রোহ ঘটে ?

[A] সিসিলিতে

[B] রোমে

[C] গ্রিসে

[D] পারস্য

উত্তর:- [A] সিসিলিতে

38. আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন ?

[A] বৈদিক যুগের বিজ্ঞানী

[B] মৌর্য যুগের বিজ্ঞানী

[C] গুপ্ত যুগের বিজ্ঞানী

[D] কুষাণ যুগের বিজ্ঞানী

উত্তর:- [C] গুপ্ত যুগের বিজ্ঞানী

39. অটোমান শাসকদের বলা হত ?

[A] সুলতান

[B] খলিফা

[C] জার

[D] নিজাম

উত্তর:- [A] সুলতান

রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন প্রশ্ন উত্তর Class 11 History Suggestion | West Bengal WBBSE Class XI  XI (Class 11th) History Question and Answer Suggestion

1. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীতে ভারত ও ইউরোপের কোন অঞ্চলকে কেন্দ্র করে সাম্রাজ্য গড়ে ওঠে ?

উত্তর:- ভারতে মগধ ও ইউরোপে ম্যাসিডন  . 

2. বিভিন্ন সময়ে মগধের রাজধানী কী কী ছিল ?

উত্তর:- গিরিব্রজ , রাজগৃহ এবং পাটলিপুত্র  . 

3. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ?

উত্তর:- মহাপদ্মনন্দ  . 

4. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ?

উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্য ।

5. মগধের চারটি রাজবংশের নাম কী ?

উত্তর:- হর্ষঙ্ক বংশ , শিশুনাগ বংশ , মৌর্য বংশ , নন্দ বংশ  . 

6. ম্যাসিডন ও মৌর্য সাম্রাজ্যের দু’টি বৈশিষ্ট্য লেখো  . 

উত্তর:- উভয় সাম্রাজ্যই আয়তনে ছিল সুবিশাল এবং উভয় সাম্রাজ্যের প্রকৃতি বংশানুক্রমিকভাবে রাজতান্ত্রিক  . 

7. ম্যাসিডনের দু’জন শ্রেষ্ঠ সাম্রাজ্যবাদী শাসক কে ?

উত্তর:- দ্বিতীয় ফিলিপ এবং তৃতীয় আলেকজান্ডার  . 

8. সিংহলে বৌদ্ধ ধর্মের প্রচারে অশোক কাদের পাঠান ?

উত্তর:- নিজ পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা – কে  . 

9. অলিম্পিক খেলা কবে প্রথম হয় ?

উত্তর:- 776 খ্রিস্টপূর্বাব্দে  . 

10. পলিস কী ? অথবা , পলিস কাকে বলে ?

উত্তর:- খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ খ্রিস্টপূর্বে গ্রিসে ক্ষুদ্র সীমানায় অল্প জনবসতি নিয়ে গড়ে ওঠা উন্নত নগররাষ্ট্রকে বলে পলিস  . 

11. কাদের আক্রমণে , কখন গ্রিক পলিসগুলির পতন ঘটে ?

উত্তর:- খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ম্যাসিডনের আক্রমণে  . 

12. পলিসের দু’টি বৈশিষ্ট্য লেখো  . 

উত্তর:- 1 .  পলিসগুলির জনবসতি খুব কম  .  2 .   পলিসগুলি আকারে বা আয়তনে খুব ছোটো  . 

13. দু’টি গুরুত্বপূর্ণ পলিসের নাম কী ?

উত্তর:- এথেন্স এবং স্পার্টা  . 

14. এথেন্স ও স্পার্টার সমিতির নাম কী

উত্তর:- যথাক্রমে একলেজিয়া এবং অ্যাপোলো  .

15. এথেন্স ও স্পার্টায় ক্রীতদাসরা কী নামে পরিচিত ?

উত্তর:- থিটিস ও হিটল  . 

16. অ্যাগোরা কী ?

উত্তর:- পলিসের জনগণের জন্য ছিলেন রাজা  .  তাঁকে বলা হতো অ্যাগোরা  . 

17. কারা পলিসের ক্ষুদ্রত্বকে সমর্থন করেন ?

উত্তর:- প্লেটো এবং অ্যারিস্টটল  . 

18. পলিসের রাজনৈতিক সংগঠনের কয়টি অংশ ও কী কী ?

উত্তর:- তিনটি  .  যথা— 1 .  সমিতি 2 .  পরিষদ , 3 .   ম্যাজিস্ট্রেট  . 

19. পেলো পলেসীয় যুদ্ধ কাদের মধ্যে হয় ?

উত্তর:- প্রাচীন গ্রিসে পরস্পরবিরোধী এথেন্স ও স্পার্টার মধ্যে পেলো পলেসীয় যুদ্ধ হয়  . 

20. ভারতে গড়ে ওঠা প্রথম সাম্রাজ্য কী ?

উত্তর:- মৌর্য সাম্রাজ্য  . 

21. ঝিলামের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় ?

উত্তর:- 326 খ্রিস্টপূর্বাব্দে পুরুর সাথে তৃতীয় আলেকজান্ডার – এর  . 

22. দু’টি রোমান স্থাপত্যকর্ম কী কী ?

উত্তর:- কোরাম , কলোসিয়াম ।

23. পলিস কী?

উত্তর:-  গ্রিসের প্রাচীন যুগে ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলিকে পলিস বলা হত।

24. রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে?

উত্তর:-  প্লেটো।

25. লে এনেসের ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল?

উত্তর:-  আরকন।

26. স্পার্টায় ক্রীতদাসরা কী নামে পরিচিত ছিল?

উত্তর:-  হেলট।

27. স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল কারা?

উত্তর:-  স্পার্টান।

28. এথেন্সের শাসন কাঠামো কেমন ছিল?

উত্তর:-  গণতান্ত্রিক।

29. প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিত?

উত্তর:-  ৫০০০ জন।

30. অ্যাক্রোপলিস কী?

উত্তর:-  গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদীড় কেন্দ্রকে অ্যাক্রোপলিস বলা হত .  এটি ছিল পলিসের মূল কেন্দ্র।

31. প্রাচীন এথেন্সের আদালতকে কী বলা হত?

উত্তর:-  হেলাইয়া।

32. স্পার্টার শাসনকাঠামো কেমন ছিল?

উত্তর:-  অভিজাততান্ত্রিক।

33. এথেন্সে বিদেশিরা কী নামে পরিচিত ছিল?

উত্তর:-  মেটিক।

34. মোঘলযুগে কার সময়কে সুবর্ণযুগ বলা হয়?

উত্তর:-  শাহাজাহানের সময়কে।

35. রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে?

উত্তর:-  ২৭টি।

36. দুটি গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক মহাজনপদের নাম লেখ?

উত্তর:-  বৃজ্জি ও মল্ল।

37. ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল?

উত্তর:-  অস্মক।

38. আর্যাবর্তে ১৬টি মহাজনপদের নাম পাওয়া যায় কোন গ্রন্থে?

উত্তর:-  অঙ্গুওরনিকায়।

39. কত শতকে মহাজনপদগুলির উত্থান ঘটে?

উত্তর:-  খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।

40. খ্রিষ্ঠপূর্ব ষষ্ঠ শতকে কোন মহাজন পদটি সাম্রাজ্যে পরিণত হয়েছিল?

উত্তর:-  মগধ।

41. মহাজনপদগুলির মধ্যে অধিকাংশ ছিল কোন ধরণের শাসনতান্ত্রিক?

উত্তর:-  রাজতান্ত্রিক।

42. পাটলিপুত্রের রাজধানী কোথায় ছিল?

উত্তর:-  মগধ।

43. প্রাচীনযুগে ভারতে সর্বপ্রথম কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল?

উত্তর:-  মৌর্য সাম্রাজ্য।

44. ভারতের ইতিহাসে প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন?

উত্তর:-  চন্দ্রগুপ্ত মৌর্য।

45. পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল কত সালে?

উত্তর:-  ১৪৫৩ খ্রিস্টাব্দে।

46. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?

উত্তর:-  গুপ্ত বংশের শ্রেষ্ট সম্রাট সমুদ্রগুপ্ত .  ভিনসেন্ট স্মিথ এর মতে।

47. দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্থ হিংস্র পশুর সঙ্গে লড়াই করাকে কী বলা হত?

উত্তর:-  গ্ল্যাডিয়েটর এর লড়াই।

48. পশ্চিম রোম সাম্রাজ্যের পতন হয়েছিল কত সালে?

উত্তর:-  ৪০০ – ৯০ খ্রিস্টাব্দে।

49. এলাহাবাদ প্রশস্তি কার লেখা?

উত্তর:-  হরিসেন।

50. রোমান সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষ কী নামে পরিচিত ছিলেন?

উত্তর:-  প্লেবিয়ান।

51. রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের কী বলা হত?

উত্তর:-  ম্যানুমিসি।

52. রোমান সাম্রাজ্যে প্রথম দাস বিদ্রোহ ঘটেছিল কোথায়?

উত্তর:-  সিসিলিতে।

53. আর্যভট্ট বরাহমিহির কোন যুগের বিজ্ঞানি ছিলেন?

উত্তর:-  গুপ্ত যুগের বিজ্ঞানি ছিলেন।

54. ইউরোপের কোন সময়কে আধুনিক যুগ হিসাবে ধরা হয়?

উত্তর:-  ১৪৫৩ খ্রিস্টাব্দে।

55. কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ ও লেখকের নাম লেক।

উত্তর:-  মৃচ্ছকটিক – শুদ্রক , পঞ্চসিদ্ধান্ত – বরাহমিহির, অর্থশাস্ত্র – কৌটিল্য, পঞ্চতন্ত্র – বিষ্ণুশর্মা, চৈতন্য ভগবত – বৃন্দাবন দাস, রামচরিত – তুলসিদাস, আইন-ই-আকবরি – আবুল ফজল, হুমায়ুন নামা – গুলবদন বেগম, অন্নদামঙ্গল – ভরতচন্দ্র।

56. আমির খসরুর রচিত গ্রন্থের নাম লেখ?

উত্তর:-  কিরান-উস-সদাইন।

57. The Magnificent নামে কোন অটোমান সুলতান নামে পরিচিত?

উত্তর:-  সুলতান সুলেমান।

58. হিন্দুস্থানের তোতাপাখি নামে কে পরিচিত?

উত্তর:-  আমির খসরু।

59. দীন-ই-ইলাহি কত সালে প্রবর্তিত হয়?

উত্তর:-  ১৫৮২ সালে, আকবর এর প্রবর্তক।

60. পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল?

উত্তর:-  ১৫২৬ সালে, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে।

61. তারিখ-ই-ফিরোজ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর:-  জিয়াউদ্দিন বারনি।

62. হিদাস পিসেস যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল?

উত্তর:-  ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে ঝিলম নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর মধ্যে।

63. গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়?

উত্তর:-  আর্যভট্টকে।

64. ভারতের রক্ষাকারী কাকে বলা হয়?

উত্তর:-  স্কন্দগুপ্তকে।

65. কোন যুগকে প্রাচীন গ্রিসে পেরিক্লীও যুগের সঙ্গে তুলনা করা হয়েছে?

উত্তর:-  গুপ্তযুগকে।

66. উত্তর ভারতে প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন?

উত্তর:-  মহাপদ্মনন্দ।

67. গুপ্তযুগের শ্রেষ্ট সাহিত্যিক কে ছিলেন?

উত্তর:-  কালিদাস।

68. দাস বিদ্রোহের নেতা কে ছিলেন?

উত্তর:-  স্পার্টাকাস।

69. দু’টি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো ।

উত্তর:- বৃজি ও মল্ল  . 

” রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class XI  XI / WB Class 11 / WBBSE / Class 11 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 11 EXiam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন / একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ও উত্তর । Class 11 History Suggestion / Class 11 History  Question and Answer / Class 11 History Suggestion / Class 11 Pariksha History Suggestion / History Class 11 EXiam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 History Suggestion FREE PDF Download)

রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 11 History Suggestion / West Bengal XI  XI Question and Answer, Suggestion / WBBSE Class 11th History Suggestion / Class 11 History  Question and Answer / Class 11 History  Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 History  EXiam Guide / Class 11 History  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 11 History  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 11 History  Suggestion FREE PDF Download) সফল হবে।

রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) Class 11 History  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর। রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | Class 11 History  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তররাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়)

একাদশ শ্রেণির ইতিহাস রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) Class 11 History  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি ইতিহাস | Class 11 History 

একাদশ শ্রেণি ইতিহাস (Class 11 History ) – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) | Class 11 History  Suggestion

একাদশ শ্রেণির ইতিহাস – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 11 History  Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) | একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) | রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) | একাদশ শ্রেণীর ইতিহাস সহায়ক – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 11 History  Question and Answer, Suggestion | Class 11 History  Question and Answer Suggestion | Class 11 History  Question and Answer Notes | West Bengal Class 11th History Question and Answer Suggestion.

WBBSE Class 11th History  Suggestion | একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তররাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়)

একাদশ শ্রেণীর ইতিহাস – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 11 History Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) । Class 11 History  Question and Answer Suggestion.

WBBSE Class 11 History  Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 11 History  Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর ।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

WB Class 11 History  Suggestion | একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তররাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 11 History  Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর ইতিহাস – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) | একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Class 11 History  Question and Answer রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Class 11 History  Question and Answer একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 11 History  Suggestion | একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তররাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 11 History  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস – রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 History  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর। West Bengal Class 11 History Suggestion Download WBBSE Class 11th History short question suggestion . Class 11 History  Suggestion download Class 11th Question Paper History. WB Class 11 History suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.

রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 11 History  Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 11 History Suggestion with 100% Common in the EXiamination .Class XI  XI  History  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 EXiam Class 11 History  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 XI  XI  History Suggestion is provided here. Class 11 History  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর | Class 11 History  Question and Answer with FREE PDF Download Link

রাজনীতির বিবর্তন – শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (তৃতীয় অধ্যায়) একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 11 History  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad