সপ্তম শ্রেণীর বিজ্ঞান : পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ প্রশ্ন ও উত্তর | WBBSE Class 7th Science Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সপ্তম শ্রেণীর বিজ্ঞান : পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণপ্রশ্ন উত্তর | WBBSE Class 7th Science Question and Answer

পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণসপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer : পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণসপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 7th Science Question and Answer, Suggestion, Notes | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণথেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7th Seventh VII Science Examination – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণসপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. গত 500 বছরে যতগুলি অমেরুদণ্ডী প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

[A] 159 টি

[B] 259 টি

[C] 359 টি

[D] 459 টি

উত্তর: – [C] 359 টি

2. আজকের পৃথিবীতে যত সংখ্যক জাতের উদ্ভিদবৈচিত্রের দেখা মেলে, তা হল

[A] প্রায় দেড় লাখ

[B] প্রায় দু লাখ

[C] প্রায় সাড়ে তিন লাখ

[D] প্রায় সাড়ে ছয় লাখ

উত্তর: – [C] প্রায় সাড়ে তিন লাখ

3. একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি এক হেক্টর জমিতে সোডিয়াম সরবরাহ করে

[A] 26 কেজি

[B] 32 কেজি

[C] 47 কেজি

[D] 99 কেজি

উত্তর: – [B] 32 কেজি

4. অরণ্যে উদ্ভিদরা হল

[A] উৎপাদক

[B] খাদক

[C] বিয়োজক

[D] পরিবর্তক

উত্তর: – [A] উৎপাদক

5. প্রবাল প্রাচীরে যত শতাংশ সামুদ্রিক প্রজাতি আশ্রয় গ্রহণ করে, তা হল

[A] 5%

[B] 15%

[C] 25%

[D] 75%

উত্তর: – [C] 25%

6. অরণ্যের বেশিরভাগ প্রাণী হল

[A] উৎপাদক

[B] খাদক

[C] বিয়োজক

[D] পরিবর্তক

উত্তর: – [B] খাদক

7. সবুজ গাছপালা যে খাদ্য তৈরি করে, প্রাণীদের বাঁচিয়ে রাখতে ব্যয় হয় তার

[A] 10-20%

[B] 30-40%

[C] 50-60%

[D] 60-70%

উত্তর: – [A] 10-20%

8. গত 500 বছরে যতগুলি অমেরুদণ্ডী প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

[A] 159 টি

[B] 259 টি

[C] 359 টি

[D] 459 টি

উত্তর: – [C] 359 টি

9. 2100 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যেতে পারে

[A] প্রায় 10 সেমি

[B] প্রায় 20 সেমি

[C] প্রায় 30 সেমি

[D] প্রায় 70 সেমি

উত্তর: – [D] প্রায় 70 সেমি

10. পুথিবীর মোট প্রাণী প্রজাতির মধ্যে ভারতে রয়েছে

[A] প্রায় 2. 43%

[B] প্রায় 4. 43%

[C] প্রায় 7. 43%

[D] প্রায় 11. 43%

উত্তর: – [C] প্রায় 7. 43%

11. চোয়ালের হাড়ের ক্ষয় হয়

[A] সিলিকোসিস রোগে

[B] বেরিলিওসিস রোগে

[C] অ্যাসবেসটোসিস রোগে

[D] ফসি জ রোগে

উত্তর: – [D] ফসি রোগে

12. তুষারাবৃত মেরু অঞ্চলে বরফ হয়ে থাকা জলের শতকরা পরিমাণ হল

[A] 1 ভাগ

[B] 2 ভাগ

[C] 4 ভাগ

[D] 5 ভাগ

উত্তর: – [B] 2 ভাগ

13. বিশ্ব উষ্ণায়নের ফলে 1988 সালে পৃথিবীর যত শতাংশ প্রবালসম্পদ ধ্বংস হয়েছে, তা হল

[A] 5%

[B] 6%

[C] 16%

[D] 26%

উত্তর: – [C] 16%

14. একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি এক হেক্টর জমিতে ক্যালশিয়াম সরবরাহ করে

[A] 26 কেজি

[B] 32 কেজি

[C] 47 কেজি

[D] 99 কেজি

উত্তর: – [D] 99 কেজি

15. ফ্লুরোসেন্ট বালবএর কারখানায় যারা কাজ করে তাদের যে রোগ হয়, সেটি হল

[A] বেরিলিওসিস

[B] সিলিকোসিস

[C] অ্যাসবেসটোসিস

[D] কোনোটিই নয়

উত্তর: – [A] বেরিলিওসিস

16. তুষারাবৃত মেরু অঞ্চলে বরফ হয়ে থাকা জলের শতকরা পরিমাণ হল

[A] 1 ভাগ

[B] 2 ভাগ

[C] 4 ভাগ

[D] 5 ভাগ

উত্তর: – [B] 2 ভাগ

17. চোয়ালের হাড়ের ক্ষয় হয়

[A] সিলিকোসিস রোগে

[B] বেরিলিওসিস রোগে

[C] অ্যাসবেসটোসিস রোগে

[D] ফসি জ রোগে

উত্তর: – [D] ফসি রোগে

18. গত 500 বছরে যতগুলি প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

[A] 184 টি

[B] 284 টি

[C] 484 টি

[D] 784 টি

উত্তর: – [D] 784 টি

19. হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে যত সংখ্যক লোকের। জলের বন্দোবস্ত হয়, তা হল প্রায়

[A] 15 কোটি

[B] 60 কোটি

[C] 80 কোটি

[D] 120 কোটি

উত্তর: – [D] 120 কোটি

20. সবুজ গাছপালা যে খাদ্য তৈরি করে, প্রাণীদের বাঁচিয়ে রাখতে ব্যয় হয় তার

[A] 10-20%

[B] 30-40%

[C] 50-60%

[D] 60-70%

উত্তর: – [A] 10-20%

21. অরণ্যে উদ্ভিদরা হল

[A] উৎপাদক

[B] খাদক

[C] বিয়োজক

[D] পরিবর্তক

উত্তর: – [A] উৎপাদক

22. একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি এক হেক্টর জমিতে ক্যালশিয়াম সরবরাহ করে

[A] 26 কেজি

[B] 32 কেজি

[C] 47 কেজি

[D] 99 কেজি

উত্তর: – [D] 99 কেজি

23. 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা প্রতি বছরে গড়ে বেড়েছে, প্রায়

[A] 1 মিমি

[B] 3 মিমি

[C] 6 মিমি

[D] 9 মিমি

উত্তর: – [B] 3 মিমি

24. হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে যত সংখ্যক লোকের। জলের বন্দোবস্ত হয়, তা হল প্রায়

[A] 15 কোটি

[B] 60 কোটি

[C] 80 কোটি

[D] 120 কোটি

উত্তর: – [D] 120 কোটি

25. প্রবাল প্রাচীরে যত শতাংশ সামুদ্রিক প্রজাতি আশ্রয় গ্রহণ করে, তা হল

[A] 5%

[B] 15%

[C] 25%

[D] 75%

উত্তর: – [C] 25%

26. গত 500 বছরে যতগুলি মেরুদণ্ডী প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

[A] 138 টি

[B] 238 টি

[C] 338 টি

[D] 538 টি

উত্তর: – [C] 338 টি

27. পৃথিবীর মোট জীবের মধ্যে উদ্ভিদ হল প্রায়

[A] 49%

[B] 69%

[C] 79%

[D] 99%

উত্তর: – [D] 99%

28. 2001 সালের গোড়ায় জানা যায়, গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে

[A] 1°C

[B] 2°C

[C] 3°C

[D] 4°C

উত্তর: – [A] 1°C

29. গ্রিনহাউস প্রভাবের ফলে

[A] সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাবে

[B] সমুদ্রের জলতলের উচ্চতা কমে যাবে

[C] সমুদ্রের জল বাষ্পীভূত যাবে

[D] সমুদ্রের জলে লবণের পরিমাণ বেড়ে যাবে

উত্তর: – [A] সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাবে

30. গত 500 বছরে যতগুলি অমেরুদণ্ডী প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

[A] 159 টি

[B] 259 টি

[C] 359 টি

[D] 459 টি

উত্তর: – [C] 359 টি

31. পৃথিবীর মোট জীবের মধ্যে উদ্ভিদ হল প্রায়

[A] 49%

[B] 69%

[C] 79%

[D] 99%

উত্তর: – [D] 99%

32. প্রবাল প্রাচীরে যত শতাংশ সামুদ্রিক প্রজাতি আশ্রয় গ্রহণ করে, তা হল

[A] 5%

[B] 15%

[C] 25%

[D] 75%

উত্তর: – [C] 25%

33. অরণ্যের বেশিরভাগ প্রাণী হল

[A] উৎপাদক

[B] খাদক

[C] বিয়োজক

[D] পরিবর্তক

উত্তর: – [B] খাদক

34. ভারতীয় ভূখণ্ডের আয়তন প্রায়

[A] 11 লক্ষ বর্গকিমি

[B] 22 লক্ষ বর্গকিমি

[C] 33 লক্ষ বর্গকিমি

[D] 44 লক্ষ বর্গকিমি

উত্তর: – [C] 33 লক্ষ বর্গকিমি

35. 2001 সালের গোড়ায় জানা যায়, গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে

[A] 1°C

[B] 2°C

[C] 3°C

[D] 4°C

উত্তর: – [A] 1°C

36. পুথিবীর মোট প্রাণী প্রজাতির মধ্যে ভারতে রয়েছে

[A] প্রায় 2. 43%

[B] প্রায় 4. 43%

[C] প্রায় 7. 43%

[D] প্রায় 11. 43%

উত্তর: – [C] প্রায় 7. 43%

37. একটি গ্রিন হাউস গ্যাস হল

[A] অক্সিজেন

[B] হাইড্রোজেন

[C] নাইট্রোজেন

[D] মিথেন

উত্তর: – [D] মিথেন

38. গত 500 বছরে যতগুলি প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

[A] 184 টি

[B] 284 টি

[C] 484 টি

[D] 784 টি

উত্তর: – [D] 784 টি

39. উত্তর মেরু সংলগ্ন আলাস্কা উপকূলে যে বরফের স্তর রয়েছে, তা গত 30 বছরে কমে গেছে

[A] প্রায় 5%

[B] প্রায় 10%

[C] প্রায় 20%

[D] প্রায় 40%

উত্তর: – [D] প্রায় 40%

40. হিমালয়ের বরফগলা জলে এশিয়ার যতগুলি বড়ো বড়ো নদী পুষ্ট হয়, তার সংখ্যা

[A] 3টি

[B] 6টি

[C] 9টি

[D] 19টি

উত্তর: – [C] 9টি

অতি সংক্ষিপ্ত প্রশ্ন: পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণসপ্তম শ্রেণীর বিজ্ঞান সাজেশন প্রশ্ন ও উত্তর Class 7 Science Suggestion | West Bengal WBBSE Class Seventh VII (Class 7th) Science Question and Answer Suggestion

1. জীববৈচিত্র্য কি?

উত্তর: – কোন একটা নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ, প্রাণী আর জীবাণুর বৈচিত্র নিয়ে জীবনের বৈচিত্র যাকে এক কথায় বলা হয় জীববৈচিত্র্য।

2. বায়োডাইভারসিটি হটস্পট কাকে বলে?

উত্তর: – পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়। আবার এই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না। এরকম অঞ্চলকে বায়োডাইভারসিটি হটস্পট বা জীববৈচিত্রের গুরুত্বপূর্ণ অঞ্চল বলে। যেমন পূর্ব হিমালয়, সুন্দাল্যান্ড ইত্যাদি।

3. ভারতকে মেগাডাইভারসিটি নেশন বলে কেন?

উত্তর: – ভারতের জীববৈচিত্র্য অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি। বিভিন্ন প্রজাতির জীবের পাশাপাশি এমন প্রজাতির জীবও প্রচুর পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না, তাই ভারতকে মেগাডাইভারসিটিনেসান বলে।

4. পৃথিবীতে মোট মেগাডাইভারসিটি নেশন কটি?

উত্তর: – পৃথিবীতে মোট ১৭ টি মেগাডাইভারসিটি নেশন আছে।

5. পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ মেগাডাইভারসিটি দেশ কোনটি?

উত্তর: – ভারত।

6. ভারতবর্ষে মোট কত প্রজাতির বন্যপ্রাণী পাওয়া গেছে?

উত্তর: – ভারতবর্ষে মোট 91212 প্রজাতির বন্যপ্রাণী পাওয়া গেছে।

7. ভারতবর্ষের মোট ভূখণ্ডের কত শতাংশ অরণ্যে ঢাকা?

উত্তর: – 19. 7 শতাংশ অরণ্যে ঢাকা।

8. সারা বিশ্বের উদ্ভিদজগতের কত শতাংশ ভারতবর্ষে রয়েছে?

উত্তর: – সারা বিশ্বের উদ্ভিদ জগতের  শতাংশ ভারতবর্ষে রয়েছে।

9. হিমবাহ কত শতাংশ সূর্য রশ্মি প্রতিফলিত করে?

উত্তর: – হিমবাহ 80% সূর্য রশ্মি প্রতিফলিত করে।

10.  প্রবাল প্রাচীর কাকে বলে?

উত্তর: – একসঙ্গে বাস করা অনেক প্রবালের দেহের বাইরের ক্যালসিয়াম কার্বনেট এর বহি কঙ্কাল একটা শক্ত প্রাচীরের মতো গঠন তৈরি করে, একেই প্রবাল প্রাচীর বলে।

11. প্রবাল প্রাচীর পৃথিবীর কত শতাংশ সামুদ্রিক প্রজাতির আশ্রয়স্থল?

উত্তর: – প্রবাল প্রাচীর 25% সামুদ্রিক প্রজাতির আশ্রয়স্থল।

12. আবহাওয়া জলবায়ু কি কি বিষয়ের উপর নির্ভর করে?

উত্তর: – আবহাওয়া ও জলবায়ু ওই স্থানের উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, বায়ু প্রবাহ,  মেঘাচ্ছন্নতা ইত্যাদির উপর নির্ভর করে।

13. আম গাছে কখন মুকুল আসে?

উত্তর: – প্রধানত ফেব্রুয়ারি মাসেই আম গাছে মুকুল আসে।

14. গরম বর্ষা শরত্ শীত ছাড়া আর কোনো ঋতুর কথা কি তোমরা জানো?

উত্তর: – হ্যা, শরৎকাল ও হেমন্ত কাল ।

15.  তোমার অঞ্চলে শীত স্থায়িত্ব কত দিনের?

উত্তর: – আমার অঞ্চলে শীত স্থায়িত্ব  ৩০ থেকে ৪৫ দিনের ।

16. বাইরের দেশ থেকে পরিযায়ী পাখিরা কখন এদেশে আসে?

উত্তর: – বাইরের দেশ থেকে পরিযায়ী পাখিরা শীতকালে এদেশে আসে

17. ইলিশ মাছ কখন ডিম পাড়ে?

উত্তর: – ইলিশ মাছ বর্ষাকালে ডিম পাড়ে।

18. পলাশ ফুল কখন ফোটে?

উত্তর: – বসন্ত কালে গাছে ফুল ফোটে।

19. এরকম কিছু প্রাকৃতিক ঘটনার কথা লেখ যেগুলি বছরের একটা নির্দিষ্ট সময়ে হয়।

উত্তর: – বন্যা [ বর্ষাকালে ] , শিতপ্রবাহ [ শীতকাল ] ,  তাপপ্রবাহ [ গ্রীষ্ম কাল ]।

20. আমাদের দেশে বছরের কোন সময়ে বেশি গরম পড়ে?

উত্তর: – আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেশি গরম পড়ে।

21.  আবহাওয়া কাকে বলে?

উত্তর: – আবহাওয়া হচ্ছে এমন একটা বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে রোদ, ঝড়, বৃষ্টি, জল দিনে দিনে, ঘন্টায় ঘন্টায় এমনকি মুহূর্ত মুহূর্তের বদলায়।

22. জলবায়ু কাকে বলে?

উত্তর: – জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। সাধারণত ২৫-৩০ বছরের আবহাওয়ার গড় অবস্থায় হচ্ছে জলবায়ু।

23. 2007 সালে ভারতবর্ষে কতবার মরশুমি নিম্নচাপ ঘটে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – 2007 সালে ভারতবর্ষে 4 বার মরশুমি নিম্নচাপ সৃষ্টি হয়।

24. প্রবাল বা কোরালরা একসঙ্গে দল বেঁধে_________করে বাস করে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – কলোনি

25. আজকের পৃথিবীতে প্রায় সাড়ে তিন লাখ জাতের উদ্ভিদ বৈচিত্র্য দেখা যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

26. বাহক_________দ্বারা সংক্রামিত রোগ হল ডেঙ্গু। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – মশা

27. পৃথিবীর সমুদ্রতলের কত শতাংশ প্রবাল প্রাচীর অধিকার করে আছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – পৃথিবীর সমুদ্রতলের 0. 1% প্রবাল প্রাচীর অধিকার করে আছে।

28. চন্দ্রমল্লিকা ফুল কখন ফোটে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – চন্দ্রমল্লিকা ফুল নভেম্বর-ডিসেম্বর মাসে ফোটে।

29. পৃথিবীতে মোট জীবের প্রায় 10% হল প্রাণী। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – মিথ্যা

30. কোন অঞ্চলে সাধারণত প্রবাল দ্বীপ দেখা যায়? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – ক্রান্তীয় এবং উপ-ক্রান্তীয় অঞ্চলে সাধারণত প্রবাল দ্বীপ দেখা যায়।

31. সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

32. প্রবাল বা কোরাল হল একধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

33. অরণ্যের প্রাণীরা হল উৎপাদক। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – মিথ্যা

34. আমাদের দেশে পর্যন্ত কতগুলি প্রজাতির বন্যপ্রাণী, পোকামাকড়, শামুক, কেঁচো ইত্যাদির খোঁজ পাওয়া গেছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – আমাদের দেশে এ পর্যন্ত 91,212 প্রজাতির বন্যপ্রাণী, পোকামাকড়, শামুক, কেঁচো ইত্যাদির খোঁজ পাওয়া গেছে।

35. _________অরণ্য পরিবেশের সবরকম জৈব অজৈব উপাদানের ভাণ্ডার। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – ম্যানগ্রোভ

36. ভারতের দুটি বায়োডাইভারসিটি হটস্পটের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর: – ভারতের দুটি বায়োডাইভারসিটি হটস্পট হল—পূর্ব হিমালয় এবং ইন্দো-বার্মা।

37. ফসি রোগটি কোন পদার্থের প্রভাবে হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – শ্বেত সালফারের প্রভাবে মানুষের ফসি জ রোগ হয়।

38. বিশ্ব উষ্ণায়নের ফলে 1988 সালে পৃথিবীর প্রায় 16% প্রবাল সম্পদ ধ্বংস হয়ে গিয়েছিল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

39. উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণির খাদক পর্যন্ত সঠিক পর্যায়ে সাজাও : ব্যাং, ঘাস ফড়িং, ময়ুর, ঘাস, সাপ। [এক কথায় উত্তর দাও]

উত্তর: – সঠিক পর্যায়টি হল— ঘাস → ঘাস ফড়িং → ব্যাং → সাপ → ময়ূর।

40. মানুষের দুটি পেশাগত রোগের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর: – মানুষের দুটি পেশাগত রোগ হল— [i] ফসি জ, [ii] অ্যাসবেসটোসিস।

41. কোন রোগটির অপর নাম ডাইভারস ডিসিস বা ডুবুরির রোগ? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – কাইসন ডিসিস রোগটির অপর নাম ডাইভারস ডিসিস বা ডুবুরির রোগ।

42. আবহাওয়া হচ্ছে জলবায়ুর দীর্ঘ সময়ের গড় অবস্থা। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – মিথ্যা

43. পৃথিবীর প্রায় 99% হিমবাহের অবস্থান উত্তর এবং দক্ষিণ মেরুতে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

44. গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1°C [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

45. বর্তমানে সারা পৃথিবীতে প্রায়_________টি প্রজাতি ধ্বংসের মুখে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – 15,500

46. পৃথিবীর মিষ্টি জলের বৃহত্তম ভাণ্ডার হল হিমবাহ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

47. প্রবাল প্রাচীরে বসবাসকারী দুটি প্রাণীর নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর: – বিভিন্ন প্রকারের মাছ ও স্পঞ্জ হল প্রবাল প্রাচীরে বসবাসকারী দুটি প্রাণী।

48. পরিবেশে_________-এর মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ায়, ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগণ কমে যাচ্ছে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – কার্বন ডাইঅক্সাইড

49. কোন রোগটির অপর নাম ডাইভারস ডিসিস বা ডুবুরির রোগ? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – কাইসন ডিসিস রোগটির অপর নাম ডাইভারস ডিসিস বা ডুবুরির রোগ।

50. আজকের পৃথিবীতে প্রায় সাড়ে তিন লাখ জাতের উদ্ভিদ বৈচিত্র্য দেখা যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

51. উত্তর মেরু সংলগ্ন_________উপকুলে যে বরফের স্তর রয়েছে, তা গত 30 বছরে_________% কমে গিয়ে পাতলা হয়ে গেছে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – আলাস্কা, 40

52. সমস্ত সৌরজগতে পৃথিবীতেই একমাত্র জীবন জীববৈচিত্র্য আছে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য ।

53. 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কত বেড়েছে?

উত্তর: – গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 1°C বেড়েছে।

54.  এক শতাব্দীর মধ্যে উন্নতম বছর কোটি?

উত্তর: – মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা [NASA] জানিয়েছে 2005 সালে ছিল গত এক শতাব্দীর মধ্যে উন্নতম বছর।

55. কোন্ সালে 4 বার মরশুমি নিম্নচাপ হয়?

উত্তর: – 2007 সালে।

56. বায়ুমণ্ডলের Co2 এর মাত্রা কত সাল থেকে বাড়তে শুরু করেছে?

উত্তর: – 2006 সাল থেকে।

57. পৃথিবীর প্রায় 99% হিমবাহের অবস্থান কোন্ কোন্ মেরুতে।

উত্তর: – উত্তর ও দক্ষিণ মেরুতে।

58. গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, প্রভৃতি নদীর উৎস কী?

উত্তর: – হিমালয়ের বিভিন্ন হিমবাহ।

59. গঙ্গা নদীর উৎস কী?

উত্তর: – গঙ্গোত্রী হিমবাহ।

60. 1993 থেকে 2003 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছরে গড়ে কতটা বেড়েছে?

উত্তর: – 3 মি. মি.  [0. 1 ইঞ্চি]।

61. 2100 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা প্রায় কতটা বাড়তে পারে ?

উত্তর: – 70 সে. মি.  বেড়ে যেতে পারে।

62.  পৃথিবীর বৃহত্তম ব্র্যাঘ্রবাহিনীর বাস কোথায়?

উত্তর: – সুন্দরবন এর সুন্দরী গাছের জঙ্গল।

63. প্রবাল বা কোরাল কী?

উত্তর: – এটি একধরনের সামুদ্রিক প্রাণী।

64. প্রবালের ব্যবহার হয় কীভাবে?

উত্তর: – শৌখিন দ্রব্য ও গয়না হিসাবে।

65. কোন্ সালে পৃথিবীর প্রায় 16% প্রবাল সম্পদ নষ্ট হয়ে গেছে?

উত্তর: – 1988 সালে।

66. সুন্দরবন অঞ্চলে কত মানুষ বসবাস করে?

উত্তর: – প্রায় 40 লক্ষ ।

67. জীববৈচিত্র্য কী ?

উত্তর: – কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ, প্রাণী আর জীবাণুর বৈচিত্র্য নিয়েই জীবনের বৈচিত্র্য, যাকে এক কথায় জীববৈচিত্র্য বলে।

68. ভারতীয় ভূখণ্ডের আয়তন কত?

উত্তর: – । 33 লক্ষ বর্গ কিলোমিটার।

69. বরফ গলে যাওয়ার ফলে কোন্ কোন্ প্রাণী বিপন্ন হচ্ছে?

উত্তর: – মেরু ভালুক, এম্পারার, পেঙ্গুইন, মেরু শিয়াল ইত্যাদি।

70. অস্ট্রেলিয়ার কোয়ালা ভালুক কী খাবার খায়?

উত্তর: – ইউক্যালিপটাস গাছের পাতা।

71. গত 500 বছরে কতগুলি প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে?

উত্তর: – 784 টি।

72. বর্তমানে সারা পৃথিবীতে কটি প্রজাতি ধ্বংসের মুখে?

উত্তর: – প্রায় 13500 টি প্রজাতি।

73. যে সমস্ত প্রাণী পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে পারে তাদের মধ্যে কয়েকটির নাম লেখো।

উত্তর: – বাংলার শকুন, বাঘ, একশৃঙ্গ গন্ডার, ওরাং ওটাং, চিতা, শিম্পাঞ্জি, গঙ্গার শুশুক ইত্যাদি।

74. ভারতবর্ষকে কী ধরনের জীববৈচিত্র্যের দেশ বলা হয় ?

 উত্তর: – ভারতবর্ষের জীববৈচিত্র্য এত বেশি যে ভারতকে অতিবৈচিত্র্যের দেশ বা মেগাডাইভারসিটি নেশন বলা হয়।

75. ভারত ছাড়া আরো কয়েকটি অতিবৈচিত্র্যের দেশের নাম লেখো।

উত্তর: – ব্রাজিল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, ইকুয়েডর প্রভৃতি।

76. সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের কারণ কী?

উত্তর: – সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হল তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া।

77.  পৃথিবীর মোট জীবের প্রায় কত শতাংশ উদ্ভিদ?

উত্তর: – 99%

78. বাতাস ভাঙা কয়েকটি গাছের নাম বলো।

উত্তর: – সুন্দরী, গরান, কেয়া, ঝাউ ইত্যাদি।

79. কোন্ কোন্ গাছ ধুলোকণা শুষে নিতে পারে ?

উত্তর: – কদম বেল শিরীয কৃষ্ণচূড়া, গুলমোহর।

80. পরিবেশের সবরকম জৈব অজৈব উপাদানের ভাণ্ডার কী?

উত্তর: – সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য।

81. গাছ শব্দের এই তীব্রতাটাকে কোনোভাবে কমাতে পারে কী ?

উত্তর: – শব্দকে জব্দ করতে পারে বেল, ছাতিম ও জারুলের মতো গাছ। বনের গভীরতা যত বাড়ে শব্দের প্রাবল্য তত কমে।

82. অরণ্য ধ্বংস হলে মানুষ কী পাবে?

উত্তর: – অরণ্য ধ্বংস হলে মানুষ শুধু কাঠ পাবে।

83. নদীর গর্ভে পলি জমলে কী হয়?

উত্তর: – নদীর জলধারণ ক্ষমতা কমতে থাকে।

84. মাটির ওপর ঘাসের মোটা চাদর না থাকলে কী হবে?

উত্তর: – [i] জলেভেজা মাটির স্তর ওপরে উঠে আসে। [ii] বৃষ্টির জল মাটিতে পড়লেই আলগা মাটি ধুয়ে নদীতে চলে যায়।

85. সবধরনের উদ্ভিদ কি সমানভাবে Co2 শোষণ করে?

উত্তর: – না, সবধরনের উদ্ভিদের Co, শোষণ ক্ষমতা সমান নয়।

86. বিশ্ব উষ্ণায়ন কাকে বলে?

উত্তর: – গ্রিনহাউস গ্যাস গুলির তাপ শোষণের ফলে পৃথিবীর উষ্ণতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে।

87.  মানুষের কার্যকলাপের মাধ্যমে সৃষ্টি হওয়া প্রধান গ্যাস কোনটি?

উত্তর: – কার্বন ডাই অক্সাইড।

88.  প্রধান গ্রীন হাউস গ্যাসের নাম লেখ।

উত্তর: – কার্বন ডাই-অক্সাইড।

89. গত ১০০ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে?

উত্তর: – গত ১০০ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 1° সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।

90. বিগত শতাব্দীর উষ্ণতম বছর কোনটি?

উত্তর: – মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাসা অনুযায়ী বিগত শতাব্দীর উষ্ণতম বছর হল 2005 ।

91. 1980 থেকে 1988 সালের মধ্যে ভারতে মোট কটি তাপ প্রবাহের ঘটনা ঘটেছে?

উত্তর: – 18 টি

92.  _____ সালে রাজস্থানে বন্যা হয়।

উত্তর: – 2005

93.  ____ সালে উত্তরপূর্ব ভারতে খরা হয়।

উত্তর: – 2005

94.  পৃথিবীর মিষ্টি জলের বৃহত্তম ভান্ডার কি?

উত্তর: – হিমবাহ।

95.  পৃথিবীর শতকরা কত শতাংশ হিমবাহ উত্তর দক্ষিণ মেরুতে অবস্থিত?

উত্তর: – পৃথিবীর 99% হিমবাহ উত্তর ও দক্ষিণ মেরুতে অবস্থিত।

96. গঙ্গা নদীর উৎস কি?

উত্তর: – গঙ্গোত্রী হিমবাহ।

97.  হিমালয়ে অবস্থিত তিনটি হিমবাহের নাম লেখ।

উত্তর: – গঙ্গোত্রী, যমুনোত্রী ও জেমু হিমবাহ।

98. পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে কি সংকট আসবে?

উত্তর: – পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে হিমবাহ গুলোর বরফ বেশি মাত্রায় গলতে আরম্ভ করবে। এর ফলে সমুদ্রের জলতল বেড়ে গেলে উপকূল অঞ্চলে বন্যার সম্ভাবনা দেখা দেবে। উপকূল অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে। প্রাণহানি ও আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দেবে। সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে সারা পৃথিবীতে সমুদ্রের উপকূলে বাস করা অসংখ্য মানুষ।

99. 1999 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছরে গড়ে কত বৃদ্ধি পেয়েছে?

উত্তর: – 3 মিলিমিটার বৃদ্ধি পেয়েছে।

100. 2100 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা কত বৃদ্ধি পেতে পারে?

উত্তর: – ৭০ সেন্টিমিটার।

101. পৃথিবীতে সবচেয়ে বেশি বাঘের আবাস কোন স্থান?

উত্তর: – সুন্দরবন।

” পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণসপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর  একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Seventh VII / WB Class 7 / WBBSE / Class 7 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 7 Exam / Class 7th / WB Class 7 / Class 7 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাজেশন / সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ ও উত্তর । Class 7 Science Suggestion / Class 7 Science  Question and Answer / Class 7 Science Suggestion / Class 7 Pariksha Science Suggestion / Science Class 7 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 7 Science Suggestion FREE PDF Download)

পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণপ্রশ্ন উত্তর

(Class 7 Science Suggestion / West Bengal Seventh VII Question and Answer, Suggestion / WBBSE Class 7th Science Suggestion / Class 7 Science  Question and Answer / Class 7 Science  Suggestion / Class 7 Pariksha Suggestion / Class 7 Science  Exam Guide / Class 7 Science  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 7 Science  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 7 Science  Suggestion FREE PDF Download) সফল হবে।

পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণপ্রশ্ন উত্তর

পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণপ্রশ্ন ও উত্তর | জাতীয়তাবাদের প্রাথমিক Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণপ্রশ্ন ও উত্তর। পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণMCQ প্রশ্ন ও উত্তর | পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণClass 7 Science  Question and Answer Suggestion

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর  পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ

পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণSAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণির বিজ্ঞান পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণSAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণClass 7 Science  Question and Answer . পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণMCQ প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি বিজ্ঞান | Class 7 Science 

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

সপ্তম শ্রেণি বিজ্ঞান (Class 7 Science ) – পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণপ্রশ্ন উত্তর | পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ| Class 7 Science  Suggestion সপ্তম শ্রেণি বিজ্ঞান জাতীয়তাবাদের প্রাথমিক প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণির বিজ্ঞান পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণপ্রশ্ন উত্তর | Class 7 Science  Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ| সপ্তম শ্রেণীর বিজ্ঞান সহায়ক পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণপ্রশ্ন ও উত্তর । Class 7 Science  Question and Answer, Suggestion | Class 7 Science  Question and Answer Suggestion | Class 7 Science  Question and Answer Notes | West Bengal Class 7th Science Question and Answer Suggestion.

WBBSE Class 7th Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ

সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণMCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 7 Science Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণপ্রশ্ন ও উত্তর । Class 7 Science  Question and Answer Suggestion.

WBBSE Class 7 Science  Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণপ্রশ্ন ও উত্তর । পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ| Class 7 Science  Suggestion

WB Class 7 Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণMCQ প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Suggestions | সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ| সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 7 Science  Question and Answer পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণMCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 7 Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান  পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ MCQ প্রশ্ন ও উত্তর

Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণMCQ প্রশ্ন ও উত্তর । Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 7 Science Suggestion Download WBBSE Class 7th Science short question suggestion . Class 7 Science  Suggestion download Class 7th Question Paper Science. WB Class 7 Science suggestion and important question and answer. Class 7 Suggestion pdf.

পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণসপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড। সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

Class 7 Science  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 7 Science Suggestion with 100% Common in the Examination .Class Seventh VII Science  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Exam Class 7 Science  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Seventh VII Science Suggestion is provided here. Class 7 Science  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণসপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 7 Science  Question and Answer with FREE PDF Download Link

পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণসপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science  Question and Answer পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণসপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad