একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান : শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th Education [Chapter II] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান : শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর | WBBSE Class 11th Education [Chapter VI] Question and Answer

শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Education Question and Answer : শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Education Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 11th Education Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th XI  XI Education EXiamination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Education Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. প্রাকৃতিক পরিবেশ এর অন্তর্ভুক্ত নয় কোনটি-

[A] শিল্পকলা

[B] জীবজন্তু

[C] গাছপালা

 [D] খাদ্য ও পানীয়

উত্তর:- [A] শিল্পকলা

2. কোন ল্যাটিন শব্দ থেকে ক্যারিকুলাম শব্দটি এসেছে-

[A] Currier

[B] Curiere

[C] Currere

[D] Curriones

উত্তর:- [A] Curriere

3. শিক্ষকের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো-

[A] সমাজ সেবা করা

B জনসচেতনতা মূলক কাজ করা

[C] গণতান্ত্রিক আদর্শকে বাস্তবায়িত করা

[D] শ্রেণিকক্ষে শৃঙ্খলা রক্ষা করা

উত্তর:- [C] গণতান্ত্রিক আদর্শকে বাস্তবায়িত করা

4. এনসিসি এবং ব্রতচারী চর্চা কোন ধরনের বিকাশে সাহায্য করে?

[A] দৈহিক বিকাশ

[B] সামাজিক বিকাশ

C নৈতিক বিকাশ

[D] আধ্যাত্মিক বিকাশ

 উত্তর:- [A] দৈহিক বিকাশ

5. নিচের কোনটি সামাজিক পরিবেশের উদাহরণ-

[A] বিদ্যালয়

[B] পরিবেশ

[C] সংস্কৃতি

[D] সবকটি

উত্তর:- [D] সবকটি

6. একজন আদর্শ শিক্ষক হতে গেলে প্রথমে একজন ভালো ছাত্র হতে হবে“- এই কথাটি কে বলেছেন ?

[A] জন অ্যাডামস

[B] রুশো

[C] মার্টিন

[D] ফ্রয়েবেল

উত্তর:- [C] মার্টিন

7. আধুনিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে কে স্থান পেয়েছে?

[A] পাঠক্রম

[B] শিক্ষক

[C] শিক্ষার্থী

[D] বিদ্যালয়

উত্তর:-  C .শিক্ষার্থী

8. পাঠক্রম হল অভিজ্ঞতার –

[A] গুণফল

[B] ভাগফল

[C] যোগফল

[D] অন্তরফল

উত্তর:- [C] যোগফল

9. নিচের কোনটি সৃজনমূলক কাজ-

[A] গান শোনা

[B] ছবি আঁকা

[C] কবিতা আবৃতি শোনা

[D] মহাপুরুষদের ছবি দেখা

উত্তর:- [B] ছবি আঁকা

10. বুনিয়াদি শিক্ষা পাঠ্যক্রমের প্রবর্তক কে ?

[A] বিবেকানন্দ

[B] রামমোহন

[C] মহাত্মা গান্ধী

[D] বিদ্যাসাগর

উত্তর:- [C] মহাত্মা গান্ধী

11. বিশ্ব পরিবেশ দিবস কবে উদযাপন করা হয়?

[A] 5 জানুয়ারি

[B] 5 এপ্রিল

[C] 5 মে

[D] 5 জুন

উত্তর:-  5 জুন

12. শিক্ষার চারটি গুরুত্বপূর্ণ উপাদান হলো-

[A] গ্রন্থ,শিক্ষার্থী, খাদ্য ও পরিবেশ

[B] গ্রন্থ, শিক্ষার্থী, বিদ্যালয় ও পাঠক্রম

[C] শিক্ষার্থী, সমাজ, পরিবার ও পাঠক্রম

[D] শিক্ষার্থী, শিক্ষক,পাঠ্যক্রম ও পরিবেশ

উত্তর:- [D] শিক্ষার্থী, শিক্ষক, পাঠক্রম ও পরিবেশ

13. শিশুর শিক্ষার ক্ষেত্রে প্রথম উপাদান কোনটি-

[A] পরিবার

[B] পরিবেশ

[C] সমাজ

[D] বিদ্যালয়

উত্তর:- [A] পরিবার

14. কুরিয়ার‘- শব্দের অর্থ কী?

[A] ঘুমানোর জায়গা

[B] বিশ্রামের জায়গা

[C] বেড়ানোর জায়গা

D দৌড়ানোর পথ

উত্তর:- [D] দৌড়ানোর পথ

15. শিক্ষার বস্তুগত উপাদান কোনটি ?

[A] শিক্ষক

[B] পাঠক্রম

C প্রকৃতি

[D] শিক্ষা

উত্তর:-  [B] পাঠক্রম

16. পড়াশোনার একঘেয়েমি দূর হয় –

[A] বহিঃপাঠক্রমিক কাজে

[B] সহপাঠক্রমিক কাজে

[C] পাঠক্রমিক কাজে

[D] এদের কোনোটিই নয়

উত্তর:- B] সহপাঠক্রমিক কাজে

17. বিদ্যালয়ে সহপাঠক্রমিক কার্যাবলীর মূল্যায়নের জন্য দরকার –

[A] রেকর্ড কার্ড অনুসরণ

[B] ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান

[C] শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দান

[D] কঠোর নিয়ম শৃঙ্খলা প্রণয়ন

উত্তর:- [A] রেকর্ড কার্ড অনুসরণ

18. কোন দুটি উপাদানের মিথস্ক্রিয়ার ফল হল শিক্ষার্থী –

[A] পরিবেশ ও বিদ্যালয়

[B] পরিবেশ ও বংশগতি

[C] বংশগতি ও জিন

[D] প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ

উত্তর:- [A] পরিবেশ ও বংশগতি

19. নির্দিষ্ট পাঠ্যক্রম এর উপস্থিতি লক্ষ্য করা যায় কোন শিক্ষা ব্যবস্থায় ?

A নিয়ন্ত্রিত শিক্ষা

[B] দূরাগত শিক্ষা

[C] পরিবেশ ও শিক্ষা

[D] কোনোটিই নয়

উত্তর:- [A] নিয়ন্ত্রিত শিক্ষা

20. আলোচনা ও বিতর্ক কোন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী?

[A] আত্মপ্রকাশ মুলক

[B] সৃজনমূলক

[C] শরীরচর্চা মুলক

[D] সামাজিক

উত্তর:- [B] সৃজনমূলক

21. শিক্ষার্থী যা কিছু শেখে তাই হল পাঠক্রম“- বক্তা কে ?

[A] পেস্তালৎসী

[B] রুশো

[C] ফ্রয়েবেল

D  অ্যারিস্টটল

উত্তর:- [C] ফ্রয়েবেল

22. শিক্ষাক্ষেত্রে দাতা হিসেবে বিবেচিত হন-

[A] অভিভাবক

[B] শিক্ষক

[C] শিক্ষার্থী

[D] শিক্ষাকর্মী

উত্তর:- [B] শিক্ষক

23. আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলি হিসাবে বিবেচিত , তা হলো—

[A] সৃজনমূলক

[B] আত্মপ্রকাশমূলক

[C] সামাজিক

[D] শরীরচর্চামূলক

উত্তর:- [A] সৃজনমূলক

24. আত্মসক্রিয়তার তত্ত্ব ’ – শিক্ষাচিন্তা ।

[A] রুশোর

[B] বিবেকানন্দের

[C] ফ্রয়েবেলের

[D] মন্তেসরির

উত্তর:- [C] ফ্রয়েবেলের

25. নিম্নলিখিত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ ?

[A] বিদ্যালয়

[B] ক্লাব

[C] পরিবার

[D] গ্রন্থাগার

উত্তর:- [A] বিদ্যালয়

26. ” Heredity and environment are correlative factors . ” – বলেছেন

[A] স্টোন

[B] স্যান্ডিফোর্ড

[C] ক্যাটেল

[D] মরগেন

উত্তর:- [D] মরগেন

27. শিক্ষার্থী যা শেখে তা – ই হলো পাঠক্রম । ” — বলেছেন

[A] অ্যারিস্টটল

[B] ফ্রয়েবেল

[C] রুশো

[D] পেস্তালৎসি

উত্তর:- [B] ফ্রয়েবেল

28. প্রাচীন শিক্ষাব্যবস্থায় শিক্ষার চারটি উপাদানের মধ্যে কার স্থান সবার ওপরে ?

[A] পাঠ্যক্রমের

[B] শিক্ষালয়ের

[C] শিক্ষকের

[D] শিক্ষার্থীর

উত্তর:- [C] শিক্ষকের

29. UNEP- এর পুরো নাম কী ?

[A] Under Nations Environment Programme

[B] United Nations Educational Programme

[C] United Nations Environment Programme

[D] United National Environment Programme

উত্তর:- [C] United Nations Environment Programme

30. শৃঙ্খলাবদ্ধ ও পরস্পর সম্পর্কযুক্ত সুপরিকল্পিত অভিজ্ঞতাপুঞ্জ হলো পাঠ্যক্রম । ” বলেছেন—

[A] হার্নি

[B] পেইনি

[C] ব্লুবেচার

[D] সি ভি গুড

উত্তর:- [D] সি ভি গুড

31. কুরিয়ার ‘ শব্দের অর্থ হলো–

[A] জ্ঞানার্জন করা

[B] দৌড়ের পথ

[C] পাঠ্যক্রম

[D] বেড়ানোর পথ

উত্তর:- [B] দৌড়ের পথ

32. পাঠ্যক্রমের বিন্যাস সংক্রান্ত উপাদান –

[A] শিক্ষার্থীর মানসিক ক্ষমতা

[B] সমাজ উন্নয়ন

[C] পরিবর্তনশীল

[D] বিদ্যালয়ের পরিবেশ

উত্তর:- [C] পরিবর্তনশীল

33. মহান বৃত্তি হিসেবে বিবেচনা করা হয় –

[A] টিউশনকে

[B] চাকরিবৃত্তিকে

[C] শিক্ষাকতাকে

[D] সবক’টিই ঠিক

উত্তর:- [C] শিক্ষাকতাকে

34. শিক্ষককে কার বিকল্প বলা হয় ?

[A] দাদুর

[B] পিতার

[C] দাদার

[D] মাতার

উত্তর:- [B] পিতার

35. আধুনিক ধারণায় শিক্ষকের স্থান –

[A] শিক্ষার্থীর আগে

[B] শিক্ষার্থীর পরে

[C] কোনোটিই নয়

[D] দু’টিই ঠিক

উত্তর:- [B] শিক্ষার্থীর পরে

36. নীচের কোনটি শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত ?

[A] ব্ল্যাকবোর্ড

[B] পাঠ্যপুস্তক

[C] শিক্ষক

[D] কম্পিউটার

উত্তর:- [C] শিক্ষক

37.‘ Environment ‘ কথাটি যে শব্দ থেকে উদ্ভব ? হয়েছে , তা হলো

[A] Envirance

[B] Environ

[C] Envaron

[D] Environment

উত্তর:- [B] Environ

38.‘ Currere ’ শব্দের অর্থ হলো –

[A] দৌড়

[B] ছোটাছুটি

[C] হাঁটা

[D] ঝাপানো

উত্তর:- [A] দৌড়

39. নিম্নলিখিত যে দু’টি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফলশ্রুতি হলো শিক্ষার্থী , সে দু’টি হলো—

[A] প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ

[B] পরিবেশ ও বংশগতি

[C] বংশগতি ও জিনোম

[D] পরিবেশে ও বিদ্যালয়

উত্তর:- [B] পরিবেশ ও বংশগতি

40. প্রাচীন শিক্ষাব্যবস্থায় শিক্ষার চারটি উপাদান – এর সবার উপরে থাকে –

[A] সমাজ

[B] পাঠক্রম

[C] শিক্ষার্থী

[D] শিক্ষক

উত্তর:- [D] শিক্ষক

41. শিক্ষক হলেন সক্রিয় উপাদান আর শিক্ষার্থী হলো –

[A] নিষ্ক্রিয় গ্রহণাত্মক উপাদান

[B] সংযোগকারী মাধ্যম

[C] দু’টিই ঠিক

[D] কোনোটিই নয়

উত্তর:- [A] নিষ্ক্রিয় গ্রহণাত্মক উপাদান

42. শিক্ষার মুখ্য উপাদান ক’টি ?

[A] 3 টি

[B] 5 টি

[C] 2 টি

[D] 4 টি

উত্তর:- [D] 4 টি

43. বংশগতি ও পরিবেশের গুণফল হল-

[A] ব্যক্তি জীবন

[B] সমাজ

[C] ব্যক্তিসত্ত্বা 

[D] সংস্কৃতি

উত্তর:-  [C] ব্যক্তিসত্ত্বা

44. আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষক হলেন শিক্ষার্থীর-

[A] নির্দেশক

[B] সহায়ক

[C] বন্ধু স্বরূপ

[D] সবকটি

উত্তর:- [D] সবকটি

45. শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী সম্পর্কে বিবেচ্য বিষয়গুলি হল-

[A] আগ্রহ

[B] চাহিদা

[C] মানসিক ক্ষমতা

[D] সবকটি

উত্তর:- [D] সবকটি

46. একজন সুশিক্ষকের যে ধরনের মন থাকা দরকার তা হলো-

[A] সেবাধর্মী

B মনোধর্মী

[C] শাসন ধর্মী

[D] শোষণধর্মী

উত্তর:- [A] সেবাধর্মী

47. আধুনিক শিক্ষকের কাজ হল-

[A] মাধ্যমের

[B] সহায়কের

[C] সংযোগরক্ষাকারীর

[D] উপরের সব কটি

 উত্তর:- [D] উপরের সবকটি

48. বংশগতির ক্ষুদ্রতম উপাদান হলো-

[A] জননকোষ

[B] জিন

[C] ক্রোমোজোম

[D] জাইগোট

উত্তর:- [B] জিন

49. মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হল-

[A] 23 টি

[B] 23 জোড়া

[C] 13 জোড়া

[D] 13 টি

উত্তর:- [B] 23 জোড়া

50. পাঠক্রম কথাটির অর্থ হলো –

[A] শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ

[B] লেখাপড়ার জন্য বই

[C] পড়ার জন্য নির্দিষ্ট বিষয়

[D] শিক্ষাদানের প্রক্রিয়া

উত্তর:- [A] শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ

শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর Class 11 Education Suggestion | West Bengal WBBSE Class XI  XI (Class 11th) Education Question and Answer Suggestion

1. পাঠ্যসূচি বলতে কী  বোঝো?

 উত্তর:-   পাঠ্যক্রমের অন্তর্গত নির্বাচিত অংশকে পাঠ্যসূচি  বলা হয় । ওই অংশ মূল্যায়নের ক্ষেত্র হিসেবে সীমিত রাখা হয় ।

2. সহপাঠক্রমিক কার্যাবলী কয় প্রকার ও কী  কী?

 উত্তর:-  সহপাঠ্যক্রমিক কার্যাবলীকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।যথা-1. শরীরচর্চা মূলক কার্যাবলী 2.মানসিক কার্যাবলী 3. সামাজিক কার্যাবলী ।

3. বংশধারা কাকে বলে ?

উত্তর:-  যে বিশেষ প্রক্রিয়ায় পিতা-মাতার চারিত্রিক বৈশিষ্ট্য জিনের মাধ্যমে সন্তান-সন্ততিদের মধ্যে যায় বা বর্তায় তাকে বংশধারা বলে ।

4. পরিবেশ বলতে কী বোঝায় ?

উত্তর:-   পরিবেশ বলতে বোঝায় সেইসব পারিপার্শ্বিক অবস্থার প্রভাব যা শিশুর আচার-আচরণের পরিবর্তনের মধ্য দিয়ে তার সর্বাঙ্গীণ বিকাশে সাহায্য করে।

5. আধুনিক পাঠক্রমের দুটি নীতি উল্লেখ করো।

 উত্তর:-  আধুনিক পাঠক্রমের দুটি নীতি হল- [এক] বিষয় নির্বাচন সংক্রান্ত নীতি [দুই] পাঠক্রমের উপাদান বিন্যাসের নীতি ।

6. শিক্ষার দ্বিমেরু প্রক্রিয়ার দুটি মেরু কী কী?

উত্তর:-  শিক্ষার দ্বিমেরু প্রক্রিয়াঃ দুটি মেরু হলো- [1]শিক্ষার্থী এবং [2] শিক্ষক।

7. পাঠক্রম বলতে কী বোঝায়?

 উত্তর:-  শিক্ষার্থীর জীবন বিকাশের উপযোগী তথ্য, জ্ঞান, অভিজ্ঞতা ও কার্যাবলী সুপরিকল্পিত ও সুসংগঠিত ও সমন্বিত রূপই হল পাঠক্রম ।

8. আধুনিক পাঠক্রমের একটি বৈশিষ্ট্য লেখো।

 উত্তর:-  আধুনিক পাঠক্রমের বৈশিষ্ট্য হল – আধুনিক পাঠ্যক্রম শিখন ও শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে সঠিক সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে ।

9. সমন্বয়ী পাঠক্রম বলতে কী বোঝো?

 উত্তর:-  যে বিশেষ প্রকার পাঠক্রমের শিক্ষণীয় বিষয়সমূহকে ছোট ছোট অংশে বিভাজিত না করে অখন্ড ভাবে উপস্থাপন করা হয়, তাকে সমন্বয়ী পাঠ্যক্রম বলে ।

10. পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তর:-  পাঠক্রম আকারে অনেক বড় হয়, আর পাঠ্যসূচী আকারে ছোট হয় ।

11. সৃজনশীল সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে ?

উত্তর:-  বিদ্যালয়ে সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে যেগুলি ছাত্র-ছাত্রীদের সৃজনশীল গুণের বিকাশে সহায়তা করে তাদের সৃজনশীল সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলে ।

12. কয়েকটি শরীরচর্চা মূলক সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ দাও ।

উত্তর:-  শরীরচর্চা মূলক সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ হল-দৌড়,পিটি, লংজাম্প, হাইজাম্প,যোগব্যায়াম, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, ক্রিকেট, খোখো প্রভৃতি ।

13. শিক্ষাকে অন্তরের সম্পদ বলেছেন কে?

উত্তর:- ইউনেস্কো পরিচালিত শিক্ষা কমিশন শিক্ষাকে অন্তরের সম্পদ বলেছেন।

14. শিক্ষার উপাদান কয়টি ও কী কী ?

[WBCHSE [XI] ’15]

উত্তর:- শিক্ষার প্রধান উপাদান চারটি শিক্ষক ০ শিক্ষার্থী in পাঠক্রম এবং ৮ বিদ্যালয়।

15. আধুনিক শিক্ষার প্রধান উপাদান কাকে বলা হয় ?*

উত্তর:- আধুনিক শিক্ষার প্রধান উপাদান বলা হয় শিক্ষার্থীকে।

16. শিক্ষার দুটি সক্রিয় উপাদানের নাম লেখাে।

উত্তর:- শিক্ষার দুটি সক্রিয় উপাদান হল শিক্ষক ও শিক্ষার্থী।

17. ব্যক্তির জীবন বিকাশে কোন তিনটি উপাদান প্রয়ােজনীয় ?

উত্তর:- শিশুর জৈবিক গুণাবলি [বংশগতি], পরিবেশ ও সময়—এই তিনটি উপাদানের গুণফল ব্যক্তির জীবন বিকাশের স্তরকে নির্ধারিত করে। বংশগতি x পরিবেশ x সময় = শিশুর জীবন বিকাশের স্তর।

18. বংশগতি [Heredity] বলতে কী বােঝাে?

উত্তর:- শিশু তার জন্মগ্রহণের সময় যেসব বৈশিষ্ট্য প্রত্যক্ষভাবে পিতা-মাতার কাছ থেকে এবং পরােক্ষভাবে অন্যান্য পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকে সেগুলিকে একত্রে বংশগতি বলা হয়।

19. বংশগতির জনক কাকে বলা হয় ?

উত্তর:- বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে[Gregor Johann Mendel]

20. জিন কী ?

উত্তর:- বংশগতির একক হল জিন। নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমােজোমের মধ্যে জিন থাকে।

21. মানুষের ক্ষেত্রে ক্রোমােজোমের সংখ্যা কয়টি? [Banamali Mukherjee Institution [HS], Baidyabati “17]

উত্তর:- মানুষের ক্ষেত্রে ক্রোমােজোমের সংখ্যা 23 জোড়া বা 46 টি।

22. জিনের গুরুত্ব কী ?

উত্তর:- মানুষের দৈহিক, মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়জিনের বিন্যাসের উপর।

23. মানব শিশুর বিকাশের ক্ষেত্রে কোন দুটি উপাদান ক্রিয়াশীল

উত্তর:- মানব শিশুর বিকাশের ক্ষেত্রে যে দুটি উপাদান ক্রিয়াশীল তা হল—বংশগতি এবং পরিবেশ।

24. মনােবিদ আলপাের্ট-এর মতে, মানুষের ব্যক্তিত্ব কার উপর নির্ভরশীল ?*

উত্তর:- মনােবিদ আলপাের্ট-এর মতে, মানুষের ব্যক্তিত্ব তার বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয উপর নির্ভরশীল।

25. ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বংশগতির প্রভাবকে প্রধান বলেছেন কে?

উত্তর:- ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বংশগতির প্রভাবকে প্রধান বলেছেন—আর এল উগডেল [R L Dugdale]।

26. DNA-এর পুরাে কথা কী ?

উত্তর:- DNA-এর পুরাে কথাটি হল ডি-অক্সিরাইবােনিউক্লিকঅ্যাসিড [De-OXy ribonucleic acid]।

27. DNA কী নিয়ে গঠিত হয় ?

উত্তর:- DNA গঠিত হয় নাইট্রোজেন বেস, ফসফেট, ডি-অক্সিরাইবােজ সুগার নিয়ে।

28. RNA কখন বংশগতির ধারক ও বাহকরূপে কাজ করে?

উত্তর:- যেসব কোষে DNA অনুপস্থিত থাকে সেসব কোষে RNA বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। উদাহরণ—ইনফ্লুয়েঞ্জা ভাইরাস [রেট্রো ভাইরাস]।

29. RNA-এর পূর্ণ অর্থ কী ?

উত্তর:- RNA-এর পূর্ণ অর্থ হল রাইবােনিউক্লিক অ্যাসিড [Ribonucleic Acid]

30. Heredity শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?

উত্তর:- Heredity শব্দটি ল্যাটিন শব্দ Hereditatem থেকে উদ্ভূতহয়েছে।

31. Hereditatem-এর অর্থ কী ?

উত্তর:- জিনগত বৈশিষ্ট্যাবলি এক জনু থেকে পরবর্তী জনুতে সারিত হওয়ার পদ্ধতি।

32. জীবের বংশগত বৈশিষ্ট্যের সারণকে কী বলা হয় ?[Chandannagar Municipal Corporation ’17]

উত্তর:- জীবের বংশগত বৈশিষ্ট্যের সারণকে বলা হয় বংশগতি।

33. শিশুর বংশগত বৈশিষ্ট্যের সম্ভাবনার বীজটি প্রাপ্ত হয় কোথা থেকে ?

উত্তর:- পূর্বপুরুষদের থেকে শিশুর বংশগত বৈশিষ্ট্যের সম্ভাবনার বীজটি প্রাপ্ত হয়।

34. জীবের অর্জিত বৈশিষ্ট্য বংশপরম্পরায় সারিত হয়” —কারা বলেছেন?

উত্তর:- ল্যামার্ক [Lamarck], মেন্ডেল [Mendel], ডারউইন [Dar-win] প্রমুখ বলেছেন জীবের অর্জিত বৈশিষ্ট্য বংশপরম্পরায় সারিত হয়।

35. পাঠ্যক্রম রচনার নীতি কি?

উত্তর:-  পাঠক্রম রচনার নীতি হল পরিবর্তনশীল।

3660. কম্পিউটার/ শিক্ষক/ পাঠ্যপুস্তক / ব্ল্যাকবোর্ড/ এদের মধ্যে কোনটি শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত ?

উত্তর:-  শিক্ষক ।

37. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি?

উত্তর:-  23জোড়া=46টি

38. School society কথাটির লেখক কে ?

উত্তর:-  জন ডিউই।

39. বসুন্ধরা সম্মেলন কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর:-  1992 সালে

40. সহ পাঠক্রমিক কার্যাবলী কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?

উত্তর:-  সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় -শরীরচর্চা মূলক কার্যাবলী, মানসিক কার্যাবলী, সামাজিক কার্যাবলী।

41. একটি সহপাঠক্রমিক কার্যাবলীর নাম উল্লেখ কর ?

উত্তর:- একটি সহপাঠক্রমিক কার্যাবলী হল আত্মপ্রকাশ মূলক কার্যাবলী ।

42. সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে?

উত্তর:-  যেসব কার্যাবলী শিক্ষার্থীর মানসিক বিষয়ে সহায়তা এবং সেগুলি শিক্ষার্থীর ব্যক্তির বিকাশ ঘটায়। পাঠক্রমে সহযোগী সেইসব বিষয় বা কার্যাবলী কে সহপাঠক্রমিক কার্যাবলী বলা হয়।

43. DNA RNA র পুরো নাম কি ?

উত্তর:-  ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড [DNA]রাইবো নিউক্লিক অ্যাসিড [RNA]।

44. মেলায় জল দান করা কি ধরনের কার্যাবলী?

উত্তর:-  সামাজিক কার্যাবলী বা সামাজিক পরিষেবা মূলক কার্যাবলী।

45. একজন সুশিক্ষক এর যেকোনো একটি গুণের উল্লেখ করো ।

উত্তর:-  একজন সুশিক্ষক এর গুণ হলো- শিক্ষক হবেন চরিত্রবান এবং দায়িত্ব সম্পর্কে সচেতন ।

46. বংশগতির একককে কি বলে ?

উত্তর:-  বংশগতির এককে হলো জিন ।নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোমের মধ্যে জিন থাকে।

47. জীবের বংশগত বৈশিষ্ট্যের সঞ্চালনকে কি বলে?

উত্তর:-  জীবের বংশগত বৈশিষ্ট্য সঞ্চালনকে বংশগতি বলা হয়।

48. ক্যারি কুলাম শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে হয়েছে?

উত্তর:-  ক্যারিকুলাম শব্দটির ল্যাটিন currere থেকে এসেছে।

49. পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে কয়টি নীতি রয়েছে ও কি কি?

উত্তর:-  পাঠক্রম রচনার ক্ষেত্রে তিনটি নীতি রয়েছে।বিষয়বস্তু নির্বাচন নীতি, উপাদান বিন্যাস নীতি, ক্রিয়া গত নীতি।

50. পাঠক্রম গঠনের যেকোনো একটি নীতি উল্লেখ কর?

উত্তর:-  ক্রমবিন্যাসের নীতি:

শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক সামর্থের দিকে লক্ষ্য রেখে বিষয়ের ক্রমবিন্যাস করা হয়।

51. পাঠক্রমের একটি মৌলিক নির্ধারক উপাদানের নাম লেখ ?

উত্তর:-  শিক্ষার্থীদের চাহিদা । শিক্ষার্থীদের চাহিদার উপর ভিত্তি করে পাঠক্রম রচনা করাই হলো এর মৌলিক নির্ধারক উপাদান।

52. সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে ?

উত্তর:-  বিদ্যালয়ে যেসকল কার্যাবলী ছাত্র-ছাত্রীদের বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে তাদের জীবন বিকাশের অন্যান্য দিককেও সার্থক করে তোলে, তখন সেগুলিকে সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলে।

53. পাঠ্যসূচি কাকে বলে?

উত্তর:-  পাঠ্যক্রমের অংশ হলো পাঠ্যসূচি যা স্বল্প পুস্তকের অংশ। গতানুগতিক ধারণা অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্য যে সমস্ত বিষয় সূচী অন্তর্ভুক্ত  করা হয় তাই হল পাঠ্যসূচি।

54. সহপাঠ্যক্রমিক কার্যাবলীর একটি শিক্ষামূলক উপযোগিতা উল্লেখ কর?

উত্তর:-  একঘেয়েমি দূর করা।

সহপাঠ্যক্রম কার্যাবলী বিদ্যালয়ে প্রচলিত পুস্তক কেন্দ্রিক পাঠ্য দানের মাধ্যমে শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করা।

55. মনােবিদ স্টোন [Stone]-এর মতে, বংশগতি কী ?

উত্তর:- মনােবিদ স্টোন-এর মতে, বংশগতি হল সমস্ত দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলির সমষ্টি যেগুলি শিশু জন্মলগ্নে তার পূর্বপুরুষদের কাছ থেকে পায়।

56. বংশগতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী

উত্তর:- বংশগতিকে তিন ভাগে ভাগ করা যায়- [i] দৈহিক বংশগতি, ii মানসিক বংশগতি, [ii জৈব-মানসিক বংশগতি।

57. দৈহিক বংশগতি কাকে বলে ?

উত্তর:- ব্যক্তির দৈহিক আকৃতি, গঠন, গায়ের রং ইত্যাদি বাহ্যিক বৈশিষ্ট্যগুলি যা ব্যক্তি জন্মসূত্রে অর্জন করে সেগুলিকে একত্রে দৈহিক বংশগতি বলা হয়।

58. জৈব-মানসিক বংশগতি কাকে বলে ?

উত্তর:- শিশুর জন্মগত দৈহিক ও মানসিক উভয় প্রকার বৈশিষ্ট্যের সমন্বয়কে বলা হয় জৈব-মানসিক বংশগতি। যেমন—মেজাজ।

59. দৈহিক বংশগতির দুটি উদাহরণ দাও।

উত্তর:- দৈহিক বংশগতির দুটি উদাহরণ হল- [i] দেহের আকৃতি ও গঠন [ গায়ের, চুলের এবং চোখের মণির রং।

60. মানসিক বংশগতির দুটি উদাহরণ দাও।

উত্তর:- মানসিক বংশগতিগুলির মধ্যে উল্লেখযােগ্য হল—প্রবৃত্তি, প্রক্ষোভ, চিন্তন, কল্পনা, ইচ্ছা প্রভৃতি।

61. শিশুর উপর বংশগতির দুটি প্রভাব লেখাে

উত্তর:- i] সুপ্তগুণ : এমন অনেক বৈশিষ্ট্য আছে, যা তার বাবা-মায়ের মধ্যে সুপ্ত অবস্থায় ছিল, যার প্রকাশ আমরা পাইনি, সেসব গুণ শিশুর মধ্যে দেখা যায়।

[i] মানবসভ্যতার ধারা : বংশগতি আছে বলেই মানবসভ্যতা।সৃষ্টির আদি যুগ থেকে অবিচ্ছিন্ন ধারায় চলে আসছে।

62. উডওয়ার্থের [Woodworth] মতে, বংশগতি কী ?

উত্তর:- উডওয়ার্থের মতে, বংশগতি হল সেই সকল উপাদান যা ।জন্মের শুরুতেই শিশু পিতা-মাতার কাছ থেকে লাভ করে।

63. ম্যাকুইসের মতে বংশগতি কী ?

উত্তর:- ম্যাকুইসের মতে, জীবনের শুরুতে মানুষের মধ্যে যা কিছুবর্তমান থাকে তাই হল বংশগতি।

64. শিশুর জীবন বিকাশে বংশগতি মতবাদের কয়েকজনসমর্থকের নাম লেখাে।

উত্তর:- শিশুর জীবন বিকাশে বংশগতিমতবাদের কয়েকজন সমর্থক বাবংশগতিবাদীদের নাম হল—টারম্যান [Terman], নিউম্যান [Newman], গ্যালটন [Galton], ডাগডেল [Dugdale] প্রমুখ।

65. ডাগডেল কাদের উপর তার বংশগতির পরীক্ষা করেন ?

উত্তর:- নিউইয়র্ক জেলের কারাবন্দিদের উপর ডাগডেল তারবংশগতির পরীক্ষা করেন।

66. ক্যালিকাক ছদ্মনামাঙ্কিত পরিবারের উপর কে বংশগতির পরীক্ষা করেন?

উত্তর:- ক্যালিকাক ছদ্মনামাঙ্কিত পরিবারের উপর বংশগতির পরীক্ষা করেন—বিজ্ঞানী গডার্ড।

67. মনােবিদ নান [Nunn] বংশধারাকে কী বলেছেন?

উত্তর:- মনােবিদ নান বংশধারাকে প্রকৃতি বা Nature বলেছেন।

68. বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার দুটি ফল লেখাে।

উত্তর:- বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার দুটি ফল যথাক্রমে–

বংশগতি ও পরিবেশের প্রভাবে শিশু কতকগুলি দৈহিক ও মানসিক শক্তি লাভ করে।

[ii] শিশুর অভ্যাস ও স্বভাব-চরিত্রগঠনের পশ্চাতে বংশগতি ও পরিবেশের প্রভাব রয়েছে।

69. কিন্ডারগার্টেন শিক্ষা পরিকল্পনার উদ্যোক্তা কে ছিলেন ?

উত্তর:- কিন্ডারগার্টেন কিন্ডারগার্টেন শিক্ষা পরিকল্পনার উদ্যোক্তা ছিলেন- ফ্রেডরিখ ফ্রয়েবেল [Friedrich Froebel]।

70. শিক্ষার্থীকে শ্রদ্ধা করার মধ্যেই রয়েছে শিক্ষার রহস্য” – কে বলেছেন?

উত্তর:- উপরােক্ত উক্তিটি বলেছেন, মনােবিদ ইমার্সান।

71. জন ডিউই শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ককে কীসের সঙ্গে তুলনা করেছেন?

উত্তর:- জন ডিউই-এর মতে, শিক্ষক হলেন পরিচালক ও নির্দেশক। তিনি নৌকাটি চালিয়ে নিয়ে যান এ কথা যেমন সত্য,তেমনি এর চালিকাশক্তি হল শিক্ষার্থী।

72. জন অ্যাডামস্ [John Adams] –এর মতে শিক্ষক কী?

উত্তর:- জনঅ্যাডামস্-এরমতে, শিক্ষকহলেনজাতিরআলােকবর্তিকাবাহীএবং মানবজাতির ভবিষ্যতের রূপকার।

73. বিবেকানন্দের মতে, প্রকৃত শিক্ষক কে?

উত্তর:- বিবেকানন্দের মতে, প্রকৃত শিক্ষক তিনিই, যিনি ছাত্রদেরপাশে এসে দাঁড়াতে পারেন।

74. শিক্ষক সংগ্রহের ব্যাপারে গান্ধিজি কী বলেছিলেন ?

উত্তর:- গান্ধিজির মতে, যে-কোনাে মূল্যে আমরা আমাদের শিশুদের জন্য সর্বাপেক্ষা ভালাে শিক্ষক সংগ্রহ করব।

75. গুরুর অন্তরের ছেলেমানুষটি যদি কাঠ হয়ে যায়, তাহলে তিনি ছেলেদের ভার নেবার অযােগ্য”— এ কথা কে বলেছেন?

উত্তর:- উপরােক্ত উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।শিক্ষার দুটি মানবীয় উপাদান কী কী?*

উত্তর:- শিক্ষার দুটি মানবীয় উপাদান হল— শিক্ষার্থী ii শিক্ষক।

76. বর্তমানে ‘Educator’ নামে চিহ্নিত করা হয় কাকে?

উত্তর:- বর্তমানে ‘Educator’ নামে চিহ্নিত করা হয়শিক্ষককে।

77. মাদাম মন্তেস্বরি তার শিক্ষাব্যবস্থায় শিক্ষিকাদের কী বলেসম্বােধন করেছেন?

উত্তর:- মাদাম মন্তেসরি [Madam Montessori] তাঁর শিক্ষাব্যবস্থায় শিক্ষিকাদের পরিচারিকা বলে সম্বােধন করেছেন।

78. “Teacher is the maker of man” 16616596?*[Harinavi subhasini Balika Sikshalaya ’17]

উত্তর:- উপরােক্ত উক্তিটি করেছেন জন অ্যাডামস্।

79. 1. মুদালিয়র কমিশন [1952-53] এবং কোঠারি কমিশনে[1964-66] শিক্ষকের মর্যাদা সম্পর্কে কী বলা হয়েছে?

উত্তর:- মুদালিয়র কমিশন ও কোঠারি কমিশন-সহ জাতীয় শিক্ষানীতির প্রতিক্ষেত্রেই বলা হয়েছে, মর্যাদার বিচারে শিক্ষকের ঊর্ধ্বে কোনাে মানুষ উঠতে পারে না।

80. শিক্ষার নিষ্ক্রিয় উপাদানটি কি ?

উত্তর:-  পাঠক্রম হলো শিক্ষার নিষ্ক্রিয় উপাদান।

81. শিক্ষার প্রধান উপাদান কি ?

উত্তর:-  শিক্ষার্থী হলো শিক্ষার প্রধান উপাদান।

82. নির্দিষ্ট পাঠক্রমের উপস্থিতিতে যে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে কি বলে?

উত্তর:-  নির্দিষ্ট পাঠক্রমের উপস্থিতিতে গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা হল নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা।

83. আধুনিক শিক্ষার বিবর্তন কি ধরনের কার্যাবলী হিসেবে বিবেচিত হয়?

উত্তর:-  আধুনিক শিক্ষার বিবর্তন সহপাঠক্রম কার্যাবলী হিসেবে বিবেচিত হয়।

84. গ্রামোন্নয়নের অংশগ্রহণ কোন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী?

উত্তর:-  গ্ৰামোন্নয়নে অংশগ্রহণ সামাজিক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত হয় ।

85. রক্তদান শিবির কিংবা সাক্ষরতা কর্মসূচি কোন ধরনের সহপাঠী মূলক কার্যাবলী ?

উত্তর:-  রক্তদান শিবির বা সাক্ষরতা সূচি হল পরিষেবামূলক সহপাঠ্যক্রমিক কার্যাবলী।

86. পাঠ্যসূচি বলতে কী বোঝো ?

উত্তর:- পাঠ্যসূচি বলতে আমরা পাঠক্রমের অন্তর্গত নির্বাচিত অংশকে বুঝে থাকি । ওই অংশ মুল্যায়নের ক্ষেত্র হিসেবে সীমিত রাখা হয় ।

87. একজন আদর্শ শিক্ষকের দু’টি গুণ উল্লেখ করো ।

উত্তর:- একজন আদর্শ শিক্ষকের দু’টি গুণ হলো— [ 1 ] শিক্ষক তার চিন্তায় ও আচরণে প্রগতিশীল হবেন এবং [ 2 ] শিক্ষক হবেন দায়িত্বশীল ।

88. শিক্ষার উপাদান কয়টি ও কী কী ?

উত্তর:- শিক্ষার উপাদান 4 টি । যথা – শিক্ষার্থী , শিক্ষক , পাঠ্যক্রম এবং শিক্ষার পরিবেশ ।

89. পাঠ্যক্রম রচনার যেকোনো একটি নীতি উল্লেখ করো ।

উত্তর:- পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নীতি হলো শিক্ষার্থীর ব্যক্তিগত ও সামাজিক চাহিদার বিকাশের দিকে লক্ষ রাখা একান্ত আবশ্যক ।

90. School and Society ‘ গ্রন্থটি কার লেখা ?

উত্তর:- School and Society ‘ গ্রন্থটি ডিউই – এর লেখা ।

91. বংশধারা কাকে বলে ?

উত্তর:- যে বিশেষ প্রক্রিয়ায় পিতা – মাতার চারিত্রিক বৈশিষ্ট্য জিনের মাধ্যমে সস্তানসন্ততিদের মধ্যে যায় বা বর্তায় , তাকে বংশধারা বলে ।

92. সহপাঠক্রমিক কার্যাবলি কাকে বলে ?

উত্তর:- বিদ্যালয়ে যেসকল ছাত্র – ছাত্রীদের বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে তাদের জীবনবিকাশের অন্য দিকগুলিকেও সার্থক করে তোলে , সেগুলিকে সহপাঠক্রমিক কার্যাবলি বলে ।

93. সহপাঠক্রমিক কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ?

উত্তর:- সহপাঠক্রমিক কার্যাবলিকে তিন ভাগে ভাগ করা যায় । যথা— [ i ] শরীরচর্চামূলক কার্যাবলি , [ ii ] মানসিক কার্যাবলি ও [ iii ] সামাজিক কার্যাবলি ৷

94. সহপাঠক্রমিক কার্যাবলির যেকোনো একটির নাম উল্লেখ করো ।

উত্তর:- সহপাঠক্রমিক কার্যাবলির একটি হলো বিদ্যালয়ের বার্ষিক সামাজিক অনুষ্ঠান / শিক্ষামূলক ভ্রমণ ।

95. পাঠ্যক্রমের একটি মৌলিক নির্ধারক উপাদান উল্লেখ করো ।

উত্তর:- পাঠ্যক্রমের একটি মৌলিক নির্ধারক উপাদান হলো শিক্ষার্থীর চাহিদা , অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে ।

96. সহপাঠক্রমিক কার্যাবলির যেকোনো একটি শিক্ষামূলক উপযোগিতা উল্লেখ করো ।

উত্তর:- সহপাঠক্রমিক কার্যাবলি ছাত্র – ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে , এই আত্মবিশ্বাস থেকেই তাদের আত্মনির্ভরশীলতা বাড়ে এবং তা স্বনির্ভর হয়ে উঠতে সাহায্য করে ।

97. শিশুর শিক্ষার ক্ষেত্রে প্রধান কী ?

উত্তর:- শিশুর শিক্ষার ক্ষেত্রে প্রধান হলো বংশগতি ও পরিবেশ ।

98. “ 12 বছর বয়স পর্যন্ত শিশু প্রকৃতি থেকেই শিক্ষালাভ করবে ” —কে বলেছেন ?

উত্তর:- “ 12 বছর বয়স পর্যন্ত শিশু প্রকৃতি থেকেই শিক্ষালাভ করবে ” —কথাটি রুশো বলেছেন ।

99. বিশ্ব জনসংখ্যা বর্ষ কোন বছর ?

উত্তর:- বিশ্ব জনসংখ্যা বর্ষ হলো 1974 খ্রিস্টাব্দ ।

100. সিলিকনের চিহ্ন কী ?

উত্তর:- সিলিকনের চিহ্ন হলো Si .

101. সংগতিবিধান বলতে কী বোঝো ?

উত্তর:- সংগতিবিধান বলতে অভিযোজনকে বোঝায় ।

102. বাংলা পাঠ্যক্রম শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী ?

উত্তর:- বাংলা পাঠ্যক্রম শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো Curriculum .

103. শিক্ষার্থী যা কিছু শেখে তা – ই হলো পাঠ্যক্রম ” —কথাটি কে বলেছেন ?

উত্তর:- শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্ৰম ‘ কথাটি হরনি বলেছেন ।

104. ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন রাসায়নিক যৌগ ?

উত্তর:- MIC [ মিথাইল আইসোসায়ানেট ] রাসায়নিক যৌগ ।

105. বৌদ্ধিক কাজের দু’টি উদাহরণ দাও ।

উত্তর:- বৌদ্ধিক কাজের দু’টি উদাহরণ হলো- [ i ] বিতর্কসভা , [ ii ] সাহিত্যসভা ।

106. মানব সৃষ্টি পরিবেশ বলতে কী বোঝো ?

উত্তর:- মানুষ তার নিজের প্রয়োজনের তাগিদে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটিয়ে যে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে , তাকেই মানবসৃষ্টি পরিবেশ বলে ।

107. জৈবিক পরিবেশ কী ?

উত্তর:- আস্তর পরিবেশের যেসব উপাদান শিশুর বা ব্যক্তির জৈবিক সত্তার সঙ্গে যুক্ত , সেগুলির যোগফলকেই বলা হয় জৈবিক পরিবেশ ।

108. সমন্বয়ী পাঠ্যক্রম বলতে কী বোঝো ?

উত্তর:- যে বিশেষ প্রকার পাঠ্যক্রমে শিক্ষণীয় বিষয়কে ছোটো ছোটো অংশে বিভাজিত না করে অখণ্ডভাবে উপস্থাপন করা হয় , তাকে সমন্বয়ী পাঠ্যক্রম বলে ।

109. পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক কী ?

উত্তর:- পাঠ্যক্রম আকারে অনেক বড়ো আর পাঠ্যসূচি আকারে অনেক ছোটো । মোটকথা পাঠ্যসূচি হলো পাঠ্যক্রমের অন্তর্গত একটি নির্বাচিত অংশ । 

110. পাঠক্রম রচনার যেকোনো একটি নীতি উল্লেখ করো ?

উত্তর:-  পাঠক্রম রচনা একটি নীতি হল পাঠক্রম এর বিষয়গুলি সমাজ বাস্তব পরিস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত হবে

111. শিক্ষার উপাদান কয়টি ও কি কি

         উত্তর:-  শিক্ষার উপাদান মূলত চারটি ।যথা- [এক] শিক্ষার্থী [দুই] শিক্ষক [তিন] পাঠক্রম [চার] পরিবেশ ।

” শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class XI  XI / WB Class 11 / WBBSE / Class 11 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 11 EXiam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন / একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 11 Education Suggestion / Class 11 Education  Question and Answer / Class 11 Education Suggestion / Class 11 Pariksha Education Suggestion / Education Class 11 EXiam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Education Suggestion FREE PDF Download)

শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]প্রশ্ন উত্তর

(Class 11 Education Suggestion / West Bengal XI  XI Question and Answer, Suggestion / WBBSE Class 11th Education Suggestion / Class 11 Education  Question and Answer / Class 11 Education  Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Education  EXiam Guide / Class 11 Education  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 11 Education  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 11 Education  Suggestion FREE PDF Download) সফল হবে।

শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]প্রশ্ন উত্তর

শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]Class 11 Education  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]। শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]MCQ প্রশ্ন ও উত্তর | | শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]Class 11 Education  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তরশিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়] (ষষ্ঠ অধ্যায়)

শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]Class 11 Education  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান | Class 11 Education 

একাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান (Class 11 Education ) – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]প্রশ্ন উত্তর | শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]| Class 11 Education  Suggestion একাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞানশিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]প্রশ্ন উত্তর | Class 11 Education  Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]| একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]| শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়] একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]| একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সহায়ক – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]প্রশ্ন ও উত্তর । Class 11 Education  Question and Answer, Suggestion | Class 11 Education  Question and Answer Suggestion | Class 11 Education  Question and Answer Notes | West Bengal Class 11th Education Question and Answer Suggestion.

WBBSE Class 11th Education  Suggestion | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তরশিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়] (ষষ্ঠ অধ্যায়)

একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 11 Education Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]। Class 11 Education  Question and Answer Suggestion.

WBBSE Class 11 Education  Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]প্রশ্ন উত্তর । শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]| Class 11 Education  Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]প্রশ্ন উত্তর ।

WB Class 11 Education  Suggestion | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 11 Education  Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]| একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 11 Education  Question and Answer একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]প্রশ্ন ও উত্তর Class 11 Education  Question and Answer একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 11 Education  Suggestion | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]MCQ প্রশ্ন উত্তর

Class 11 Education  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Education  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 11 Education Suggestion Download WBBSE Class 11th Education short question suggestion . Class 11 Education  Suggestion download Class 11th Question Paper Education. WB Class 11 Education suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.

শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়] একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 11 Education  Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 11 Education Suggestion with 100% Common in the EXiamination .Class XI  XI  Education  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 EXiam Class 11 Education  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 XI  XI  Education Suggestion is provided here. Class 11 Education  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 11 Education  Question and Answer with FREE PDF Download Link

শিক্ষার উপাদান [দ্বিতীয় অধ্যায়]একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Education  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad