দ্বাদশ শ্রেণীর ভূগোল : অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 12th Geography [Chapter V] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দ্বাদশ শ্রেণীর ভূগোল : অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 12th Geography [Chapter V] Question and Answer

অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 12 Geography Question and Answer : অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 12 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 12th Geography Question and Answer, Suggestion, Notes | দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th HS HSGeography EXiamination – পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 12 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. প্রথম White Collar Worker  কথাটি ব্যবহার শুরু হয়

[A] 1863 খ্রিস্টাব্দে

[B] 1930 খ্রিস্টাব্দে

[C] 1940 খ্রিস্টাব্দে

[D] 1945 খ্রিস্টাব্দে

উত্তর:- [B] 1930 খ্রিস্টাব্দে

2. তথ্যভিত্তিক স্থাপত্যবিদ্যার উদাহরণ নয় কোনটি ?

[A] সেতু

[B] শপিং মল

[C] অট্টালিকা

[D] ড্রেপ বা কার্টেন

উত্তর:- [D] ড্রেপ বা কার্টেন

3. তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত দক্ষ শ্রমিকদের বলা হয়

[A] গ্রে কলার কর্মী

[B] ব্লু কলার কর্মী

[C] হোয়াইট কলার কর্মী

[D] গ্রিন কলার কর্মী

উত্তর:- [A] গ্রে কলার কর্মী

4. গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে উন্নত দেশগুলি কত শতাংশ বিনিয়োগ করে ?

[A] 2-5%

[B] 5-10%

[C] 10-25%

[D] 25-35%

উত্তর:- [B] 5-10%

5. গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলি বিনিয়োগ করে

[A] 0.5-1%

[B] 1-2%

[C] 2-3%

[D] 3-5%

উত্তর:- [A] 0.5-1%

6. UNCTAD-এর মতে সর্বাধিক প্রতিযোগ ক্ষমতা সূচকের (Measure Of Copetitiveness) মান হল

[A] 4

[B] 5

[C] 6

[D] 7

উত্তর:- [D] 7

7. ‘প্রতিযোগ ক্ষমতার সুচক’-এর বিস্তারটি হল

[A] 1-5

[B] 1-10

[C] 1-7

[D] 1-12

উত্তর:- [C] 1-7

8. ভারতের ‘প্রতিযোগ ক্ষমতার সূচক’ মানটি হল

[A] 4.15

[B] 4.22

[C] 4.28

[D] 4.33

উত্তর:- [D] 4.33

9. পৃথিবীর 130 টি দেশের মধ্যে গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে বিনিয়োগের ভিত্তিতে স্থানটি হল

[A] 48 তম

[B] 25 তম

[C] 18 তম

[D] 50 তম

উত্তর:- [A] 48 তম

10. গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে কোনো দেশের আগ্রহ বা তাগিদ কতটা সেটা জানা যায়

[A] GENFER থেকে

[B] GERD থেকে

[C] RDED থেকে

[D] RESO থেকে

উত্তর:- [B] GERD থেকে

11. কোন দেশে গবেষণা খাতে প্রতিষ্ঠানগত বিনিয়োগ সর্বাধিক ?

[A] ভারত

[B] ব্রাজিল

[C] জাপান

[D] হাঙ্গেরি

উত্তর:- [C] জাপান

12. গবেষণা ও উন্নয়ন খাতে স্থূল দেশজ ব্যয় (Gross Domestice Expenditure on R&D)অনুসারে ভারতের স্থান

[A] পঞ্চম

[B] ষষ্ঠ

[C] সপ্তম

[D] অষ্টম

উত্তর:- [B] ষষ্ঠ

13. GERD অনুসারে বিশ্বের প্রথম স্থানাধিকারী দেশটি হল

[A] আমেরিকা যুক্তরাষ্ট্র

[B] ব্রিটিশ যুক্তরাজ্য

[C] কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস

[D] সংযুক্ত আরব আমিরশাহি

উত্তর:- [A] আমেরিকা যুক্তরাষ্ট্র

14. পৃথিবীতে ভারত উদ্ভাবের কততম স্থান অধিকার করে ?

[A] 25 তম

[B] 32 তম

[C] 35 তম

[D] 45 তম

উত্তর:- [C] 35 তম

15. পৃথিবীতে ভারত বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারিং-এ কততম স্থান অধিকার করে ?

[A] 18 তম

[B] 21 তম

[C] 27 তম

[D] 29 তম

উত্তর:- [B] 21 তম

16. গবেষণা ও উন্নয়ন কার্যাবলিতে কতজন প্রখর বুদ্ধিসম্পন্ন ব্যক্তি নিযুক্ত আছেন

[A] 1.15 লক্ষ

[B] 1.35 লক্ষ

[C] 1.25 লক্ষ

[D] 1.54 লক্ষ

উত্তর:- [D] 1.54 লক্ষ

17. কে গবেষণার মাধ্যমে একবিংশ শতাব্দীতে কোয়াটারনারি ক্রিয়াকলাপের প্রসারের কারন বা গুরুত্বকে পরিস্ফুট করেছেন ?

[A] আপটন সিনক্লেয়ার

[B] গিলবার্ট ওয়াকার

[C] মাইকেল ওয়াকার

[D] বিজ্ঞানী গিবসন

উত্তর:- [C] মাইকেল ওয়াকার

18. NASSCOM-এর হিসাব মতো বর্তমানে ভারতে কতজন IT ও BPO-তে প্রত্যক্ষভাবে নিযুক্ত

[A] 28 লক্ষ

[B] 32 লক্ষ

[C] 42 লক্ষ

[D] 45 লক্ষ

উত্তর:- [A] 28 লক্ষ

19. ভারতে সফটওয়্যার রপ্তানি হয়

[A] 61 বিলিয়ন ডলার

[B] 69 বিলিয়ন ডলার

[C] 73 বিলিয়ন ডলার

[D] 75 বিলিয়ন ডলার

উত্তর:- [B] 69 বিলিয়ন ডলার

20. তথ্য ও প্রযুক্তি শিল্পটির 2011-12 খ্রিস্টাব্দে বিকাশের হার ছিল

[A] 14.8%

[B] 15.5

[C] 16.6%

[D] 17.8%

উত্তর:- [A] 14.8%

21. ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানাটি অবস্থিত

(A) আমেদাবাদ

(B) চিত্তরঞ্জন

(C) জামশেদপুর

(D) সালেম – এ

উত্তর:- (B) চিত্তরঞ্জন

22. কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হলো

(A) কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে

(B) বাজারের কাছে

(C) নদীর ধারে

(D) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে

উত্তর:- (A) কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে

23. শিল্প গড়ে তোলার পক্ষে আদর্শ স্থান হলো—

(A) যেখানে আইসোডোপেনের মান সবচেয়ে বেশি

(B) আইসোডোপেনের মান সবচেয়ে কম

(C) আইসোটিমের মান সবচেয়ে কম

(D) আইসোটিমের মান সবচেয়ে বেশি

উত্তর:- (B) আইসোডোপেনের মান সবচেয়ে কম

24. প্রক্রিয়াজাত খাদ্যের উৎপাদন , ব্যবহার ও রপ্তানিতে বিশ্বে প্রথম কোন দেশ ?

(A) জাপান

(B) জার্মানি

(C) অস্ট্রেলিয়া

(D) আমেরিকা যুক্তরাষ্ট্র

উত্তর:- (D) আমেরিকা যুক্তরাষ্ট্র

25. রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে—

(A) অজয় নদীর

(B) দামোদর নদীর

(C) কংসাবতী নদীর

(D) ব্রাহ্মণী নদীর – বামতীরে

উত্তর:- (D) ব্রাহ্মণী নদীর – বামতীরে

26. কার্পাসবয়ন শিল্পের যন্ত্রপাতি তৈরির কারখানা ( TEXMACO ) অবস্থিত—

(A) বর্ধমান জেলার রূপনারায়ণপুরে

(B) কলকাতার কাছে বেলঘরিয়ায়

(C) তেলেঙ্গানার হায়দরাবাদে

(D) রাঁচির কাছে হাতিয়াতে

উত্তর:- (B) কলকাতার কাছে বেলঘরিয়ায়

27. দক্ষিণ ও দক্ষিণ – পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে কোন পদ্ধতিতে কৃষিকাজ হয় ?

(A) ব্যাপক

(B) নিবিড়

(C) বাজারভিত্তিক

(D) বাগিচা

উত্তর:- (B) নিবিড়

28. ওলেরিকালচার – এ কোন শাকসবজির চাষ হয় ?

(A) গোলাপ

(B) পেয়ারা

(C) কলা

(D) কুমড়ো

উত্তর:- (D) কুমড়ো

29. পাকিস্তানের উল্লেখযোগ্য কৃষিজ ফসল

(A) চা

(B) পাট

(C) রবার

(D) তুলা

উত্তর:- (D) তুলা

30. যিনি প্রথম ‘ শস্য সমন্বয় ‘ ধারণাটির অবতারণা করেন , তিনি হলেন–

(A) ই . ডব্লিউ জিমারম্যান

(B) ভন থুনেন

(C) আলফ্রেড ওয়েবার

(D) জে.সি. উইভার

উত্তর:- (D) জে.সি. উইভার

31. আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে ( 2011 সাল অনুযায়ী ) –

(A) ভারত

(B) পাকিস্তান

(C) ব্রাজিল

(D) বাংলাদেশ

উত্তর:- (C) ব্রাজিল

32. শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য হলো—

(A) অধিক ফসল ফলানো

(B) মাটির উর্বরতা

(C) মাটির আর্দ্রতা বৃদ্ধি

(D) কৃষিজমির পরিমাণ বৃদ্ধি

উত্তর:- (C) মাটির আর্দ্রতা বৃদ্ধি

33. কৃষিকাজ হলো একধরনের—

(A) প্রকৃতিনির্ভর

(B) সেবামূলক

(C) প্রযুক্তিনির্ভর

(D) সামাজিক কাজ

উত্তর:- (A) প্রকৃতিনির্ভর

34. স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে কী নামে পরিচিত ?

(A) তামরাই

(B) লাদাং

(C) জুম

(D) রোকা

উত্তর:- (C) জুম

35. একটি মূল শস্য চাষের মাঝে আর একটি অপ্রধান শস্য চাষকে বলে—

(A) আর্দ্র কৃষি

(B) শুষ্ক কৃষি

(C) স্থানান্তর কৃষি

(D) interculture কৃষি

উত্তর:- (D) interculture কৃষি

36. ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা হয় –

(A) মানালিতে

(B) ম্যানিলাতে

(C) ভিয়েনাতে

(D) বাংলাদেশে

উত্তর:- (A) মানালিতে

37. দ্রব্যসূচক ‘ 1 ’ অপেক্ষা যত কম হবে শিল্পের অবস্থান ততই—

(A) কাঁচামাল উৎসের নিকট হবে

(B) বাজার কেন্দ্র

(C) কাঁচামাল ও বাজারের মধ্যবর্তী স্থানে হবে

(D) এর মধ্যে কোনোটিই নয়

উত্তর:- (B) বাজার কেন্দ্র

38. টোকিও – ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্প হলো—

(A) পাট শিল্প

(B) লৌহ – ইস্পাত শিল্প

(C) কার্পাস শিল্প

(D) মাংস শিল্প

উত্তর:- (B) লৌহ – ইস্পাত শিল্প

39. নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাসবয়ন শিল্পের অবনতির কারণ—

(A) নগরায়ণ

(B) শ্রমিক – মালিক বিরোধ

(C) বন্দরের অভাব

(D) প্রতিকূল জলবায়ু

উত্তর:- (A) নগরায়ণ

40. ভারতের প্রথম নিউজপ্রিন্ট কারখানা গড়ে ওঠে—

(A) মধ্যপ্রদেশের নেপানগরে

(B) কর্নাটকের ভদ্রাবতী

(C) কেরালার নিউজপ্রিন্ট নগরে

(D) শিলিগুড়ির মাটিগাড়ায়

উত্তর:- (A) মধ্যপ্রদেশের নেপানগরে

41. আইসোটিম হলো—

(A) সমপরিবহণ ব্যয়রেখা

(B) যৌথ পরিবহণ ব্যয়রেখা

(C) সমমুনাফা

(D) কোনোটিই নয়

উত্তর:- (A) সমপরিবহণ ব্যয়রেখা

42. পৃথিবীর মোটরগাড়ির রাজধানী বলা হয়—

(A) আলবামা

(B) কানসাস

(C) ডেট্রয়েট

(D) বাউলিন গ্রিন – কে

উত্তর:- (C) ডেট্রয়েট

43. .তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি হল

[A] জ্ঞান

[B] বিনিয়োগ ক্ষমতা

[C] কর্মসংস্থান

[D] আন্তর্জাতিক সম্পর্ক

উত্তর:- [A] জ্ঞান

44. তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজ হল

[A] 24 x  5 উদ্যোগ

[B] 24 x 6 উদ্যোগ

[C] 24  x 7 উদ্যোগ

[D] 24 x 24 উদ্যোগ

উত্তর:- [C] 24 x  24 উদ্যোগ

45. গবেষণা ও উন্নয়নসংক্রান্ত অর্থনৈতিক কাজে যে ধরনের শ্রমিক দরকার হয়

[A] উচ্চশিক্ষিত ও দক্ষ

[B] স্বল্পশিক্ষিত ও দক্ষ

[C] মধ্যম শিক্ষিত ও দক্ষ

[D] নিরক্ষর ও স্বল্প দক্ষ

উত্তর:- [A] উচ্চশিক্ষিত ও দক্ষ

46. গবেষণা ও উন্নয়নভিত্তিক কার্যকলাপ যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত

[A] প্রথম

[B] চতুর্থ

[C] তৃতীয়

[D] পঞ্চম

উত্তর:- [B] চতুর্থ

47. 730 MB CD-ROM per person-এর তথ্যগত মান বা Information কার সমান ?

[A] 2.1 Kilobytes

[B] 2.6 Gigabytes

[C] 3.5 Kilobytes

[D] 2.6 Exabyts

উত্তর:- [D] 2.6 Exabyts

48. মার্কিন প্রেসিডেন্ট বরাক ওবামা গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে আবেদন করেছেন

[A] Fj 2011 অনুযায়ী

[B] Fj 2000 অনুযায়ী

[C] Fj 2012 অনুযায়ী

[D] Aj 2011 অনুযায়ী

উত্তর:- [A] Fj 2011 অনুযায়ী

49. মার্কিন প্রেসিডেন্ট বরাক ওবামা গবেষণা ও উন্নয়নের জন্য কত ডলার বিনিয়োগের আবেদন করেছেন ?

[A] 130.952 বিলিয়ন

[B] 147.696 বিলিয়ন

[C] 125.925 মিলিয়ন

[D] 147.501 মিলিয়ন-

উত্তর:- [B] 147.696 বিলিয়ন

50. চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ যে নামে পরিচিত

[A] প্রাচীন কার্যাবলি

[B] অতিপ্রাচীন কার্যাবলি

[C] নব্য কার্যাবলি

[D] অতি নব্য কার্যাবলি

উত্তর:- [C] নব্য কার্যাবলি

51. চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজটি হল

[A] কৃষিকাজ

[B] পরিবহণ

[C] পশুপালন

[D] তথ্যপ্রযুক্তি

উত্তর:- [D] তথ্যপ্রযুক্তি

52. কোয়াটারনারি ক্রিয়াকলাপ মূলত কত ধরনের হয় ?

[A] দুই ধরনের

[B] চার ধরনের

[C] তিন ধরনের

[D] পাঁচ ধইরনের

উত্তর:- [A] দুই ধরনের

53. চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের সর্বাধিক প্রাধান্য দেখা যায়

[A] ব্রিটিশ যুক্তরাজ্যে

[B] সংযুক্ত আরব আমিরশাহিতে

[C] আমেরিকা যুক্তরাষ্ট্রে

[D] কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস-এ

উত্তর:- [D] কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস-এ

54. চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলির কেন্দ্রীভবন বেশি মাত্রায় ঘটেছে

[A] উন্নত দেশে

[B] উন্নয়নশীল দেশে

[C] অনুন্নত দেশে

[D] এর স ক-টি দেশে

উত্তর:- [A] উন্নত দেশে

55. সফটওয়্যার নির্মাতারা নীচের কোন্‌ স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ?

[A] প্রথম স্তরের

[B] দ্বিতীয় স্তরের

[C] তৃতীয় স্তরের

[D] চতুর্থ স্তরের

উত্তর:- [D] চতুর্থ স্তরের

56. চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলে

[A] লাল কলার কর্মী

[B] নীল কলার কর্মী

[C] সাদা কলার কর্মী

[D] গোলাপি কলার কর্মী

উত্তর:- [C] সাদা কলার কর্মী

57. কে প্রথম White Collar Worker কথাটি ব্যবহার করেন ?

[A] আপটন সিনক্লেয়ার

[B] অধ্যাপক জিমারম্যান

[C] বিজ্ঞানী কুরিয়েন

[D] গিলবার্ট ওয়ালকার

উত্তর:- [A] আপটন সিনক্লেয়ার

অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন উত্তর Class 12 Geography Suggestion | West Bengal WBBSE Class HS HS(Class 12th) Geography Question and Answer Suggestion

1. রবিশস্য কাকে বলে ?

উত্তর:- যেসব ফসলের চাষ শীতের প্রারম্ভে করা হয় ও বর্ষার শুরুতে ফসল তোলা হয় তাদের রবিশস্য বলে । যেমন — গম , তৈলবীজ ।

2. শস্যাবর্তন কী ?

উত্তর:- যে প্রক্রিয়ায় একই জমিতে এক ফসল চাষ না করে ভিন্ন ভিন্ন ফসল পর্যায়ক্রমে চাষ করা হয় সেই প্রক্রিয়াকে শস্যাবর্তন বলে ।

3. ICAR অনুযায়ী ভারতের তুলা অঞ্চল কোনটি ?

উত্তর:- ICAR অনুযায়ী ভারতের তুলা অঞ্চল হলো মহারাষ্ট্র , গুজরাট , কর্নাটক ও তামিলনাড়ুর ডেকান ট্র্যাপ অঞ্চল ।

4. শীতকালীন গম পৃথিবীর কোথায় চাষ হয় ?

উত্তর:- শীতকালীন গম পৃথিবীর যে সমস্ত দেশে চাষ হয়ে থাকে সেগুলি হলো চিন , জাপান , অস্ট্রেলিয়া ও ভারত ইত্যাদি ।

5. Foot – Loose শিল্প কাকে বলে ?

উত্তর:- যেসকল শিল্পের বস্তুসূচক বা পণ্যসূচক 1 হয় , তাদের Foot – Loose শিল্প বলে ।

6. পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল ?

উত্তর:- প্রধান কাঁচামাল হলো ন্যাপথা যা খনিজ তেলের উপজাত দ্রব্য ।

7. দোহ শিল্পে কোন রাজ্য পথিকৃৎ ?

উত্তর:- দোহ শিল্পে গুজরাট রাজ্য পথিকৃৎ ।

8. কাগজ শিল্পের কাঁচামাল কী কী ?

উত্তর:- কাগজ শিল্পের কাঁচামালগুলি হলো পাট তুলো ইত্যাদি ।

9. পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলি কী ?

উত্তর:- কৃত্রিম ততু , পলিমার , ইলাসটোমার ইত্যাদি ।

10. ধাতুমল কী ?

উত্তর:- মারুৎ চুল্লির তলদেশের নির্গম পথ দিয়ে বের হওয়া অপদ্রব্যকে ধাতুমল বলে ।

11. ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কোম্পানির নাম কী ?

উত্তর:- ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কোম্পানি হলো মারুতি উদ্যোগ লিমিটেড ।

12. কোন ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয় ?

উত্তর:- ভোপাল গ্যাস দুর্ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয় ।

13. ভারতের বৃহত্তম তেল শোধনাগারের নাম কী ?

উত্তর:- গুজরাটের জামনগর ।

14. ময়দা শিল্পের বিকাশের জন্য কী ধরনের আবহাওয়া প্রয়োজন ?

উত্তর:- শুষ্ক আবহাওয়ার প্রয়োজন ।

15. জার্মানির ম্যাস্টোর বলা হয় কোন শহরকে ?

উত্তর:- ম্যাডবাক শহরকে ।

16. জামশেদপুরের নিকটে মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে কেন ?

উত্তর:- মোটরগাড়ি নির্মাণ শিল্পের প্রধান কাঁচামাল ইস্পাত পাওয়ার সুবিধা রয়েছে ।

17. ভারতের ইস্পাত নগরী কাকে বলে ?

উত্তর:- বন্দরনির্ভর অধাতব শিল্প হলো পেট্রোরসায়ন শিল্প ।

18. লোশ – এর শিল্প স্থাপনের মূলতত্ত্বটি কী ?

উত্তর:- লোশ এর মূলতত্ত্ব হলো বাজার কেন্দ্রে যেখানে মুনাফা সর্বাধিক শিল্পটি সেখানে গড়ে উঠবে ।

19. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত ?

উত্তর:- অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ।

20. বন্দরনির্ভর অধাতব শিল্প কোনটি ?

উত্তর:- নটিক্যাল মাইল চওড়া নির্দিষ্ট উপকূল বলয়কে EEZ বা Exclusive Economic Zone বলা হয় ।

21. রেডিমেড পোশাক উৎপাদনকারী ভারতের রাজ্যগুলির নাম লেখো ।

উত্তর:- রাজ্য — অন্ধ্রপ্রদেশ , কেরালা , উত্তরপ্রদেশ , তামিলনাড়ু , মহারাষ্ট্র , ওড়িশা , পশ্চিমবঙ্গ ।

22. স্প আয়রন কাকে বলে ?

উত্তর:- উন্নত প্রযুক্তির মাধ্যমে মারুৎ চুল্লিতে আকরিক লোহা গলিয়ে সরাসরি টুকরো টুকরো খণ্ড প্রস্তুত হয় । একে স্পঞ্জ আয়রন বলে ।

23. NIFT- এর Full name কী ?

উত্তর:- NIFT – National Institute of Fashion Technology যার তৈরি পোশাক অত্যন্ত জনপ্রিয় ।

24. এশিয়ার বৃহত্তম ইস্পাত কেন্দ্রের নাম কী ?

উত্তর:- জাপানের Nippon Steel কেন্দ্রটি এশিয়ার বৃহত্তম ইস্পাত কেন্দ্র ।

25. বস্তুসূচক বা পণ্যসূচক বা দ্রব্যসূচক কাকে বলে ?

উত্তর:- মোট কাঁচামালের ওজন ও মোট উৎপাদিত দ্রব্যের ওজনের অনুপাতকে দ্রব্যসূচক বা বস্তুসূচক বা পণ্যসূচক বলে ।

26. ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে ?

উত্তর:- লৌহ – ইস্পাতজাত দ্রব্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি , কলকবজা , যন্ত্রাংশ তৈরি করা হয় , একে বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্প ।

27. অনুসারী শিল্প কী ?

উত্তর:- যেসব ক্ষুদ্রায়তন শিল্প বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে , তাদের অনুসারী শিল্প বলে ।

28. ‘ আইসোটিম ‘ কাকে বলে ?

উত্তর:- ওয়েবারের মতে , কাঁচামালের পরিবহণ ব্যয় ও উৎপাদিত দ্রব্যের পরিবহণ ব্যয়কে পৃথকভাবে যে রেখা দ্বারা প্রকাশ করা হয় , তাকে আইসোটিম বলে । 

29. CBD কাকে বলে ?

উত্তর:- নগর বা শহরের কেন্দ্রে তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অঞ্চলকে কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বা Central Business District বা CBD বলে ।

30. সবুজ বিপ্লব কী ?

উত্তর:- 1960 – এর দশকে ভারতের খাদ্য সমস্যা সমাধানকল্পে কৃষিক্ষেত্রে আধুনিক উপকরণ প্রয়োগের মাধ্যমে উত্তর – পশ্চিম ভারতে কৃষিজাত শস্য উৎপাদনে প্রধানত গম চাষে যে অভাবনীয় অগ্রগতি দেখা যায় তাকেই সবুজ বিপ্লব বলে ।

31. ফ্লোরিকালচার কী ?

উত্তর:- সারাবছর ধরে ফোটে এমন ফুল , মরসুমি বা ঋতুভিত্তিক ফুল এবং বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছের চাষকে ফ্লোরিকালচার বলা হয় ।

32. পৃথিবীর ফুসফুস কাকে বলে ?

উত্তর:- আমাজন অববাহিকায় অবস্থিত নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অত্যধিক পরিমাণ CO , শোষণ ও O , উৎপাদনের করে বলে একে ‘ পৃথিবীর ফুসফুস ‘ নামে আখ্যায়িত করা হয়।

33. দ্বিতীয় সবুজ বিপ্লব কী ?

উত্তর:- 2004 সালে ভারত সরকার বর্ধিত জনসংখ্যার খাদ্যের জোগান সুনিশ্চিত ও পরিবেশের অবনমন রোধ এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সকল প্রকার ফল উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করে , একে দ্বিতীয় সবুজ বিপ্লব বলে ।

34. AMUL-এর পুরো নাম কী?

উত্তর:- AMUL-এর পুরো নাম হল — Anand Milk Union Limited.

35. Exclusive Economic Zone (EEZ) কী ?

উত্তর:- ভারতীয় উপকূল বলয়টি 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত, এই অঞ্চলটি EEZ নামে পরিচিত।

36. কোন্ গাছ ‘জীবনবৃক্ষ’ নামে পরিচিত?

উত্তর:- নারকেল গাছ ‘জীবনবৃক্ষ’ নামে পরিচিত।

37. ভারতের অধিকাংশ কফি কী প্রকৃতির?

উত্তর:- ভারতের অধিকাংশ কফি আরবীয় কফির প্রকৃতি।

38. শ্রীলঙ্কার বিখ্যাত চা-এর নাম ?

উত্তর:- শ্রীলঙ্কার বিখ্যাত চায়ের নাম হল সিলভার টিপ।

39. শ্রীলঙ্কার প্রধান চা উৎপাদন কেন্দ্রের নাম কী?

উত্তর:- শ্রীলঙ্কার প্রধান চা উৎপাদন কেন্দ্র হল- নুয়ারা এলিয়া।

40. স্বর্গের শিশির এবং লিভিং ফার্মেসি কোন্ ফসলকে বলে?

উত্তর:- ডাবকে স্বর্গের শিশির এবং লিভিং ফার্মেসি বলে ।

41. ট্রাক ফার্মিং কোন্ কৃষির ক্ষেত্রে পরিলক্ষিত হয়?

উত্তর:- বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষির ক্ষেত্রে ট্রাক ফার্মিং পরিলক্ষিত হয়।

42. শ্রীলঙ্কার বৃহত্তম নারকেল উৎপাদক অঞ্চলের নাম লেখো ?

উত্তর:- শ্রীলঙ্কার বৃহত্তম নারকেল উৎপাদক অঞ্চলের নাম কুরুনেগালা ।

43. ট্রাক ফার্মিং কাকে বলে?

উত্তর:- দৈনন্দিন প্রয়োজনীয় ফুল, ফল ও শাকসবজি শহরতলি এলাকা থেকে শহরের মূল বাজারে নিয়ে আসার ট্রেন অপেক্ষা ট্রাক অধিক সুবিধাজনক বলে, তাকে ট্রাক ফার্মিং বলে।

44. মিলেট কী ?

উত্তর:- জোয়ার , বাজরা , রাগি প্রভৃতি ক্ষুদ্র দানাশস্যকে একসাথে মিলেট বলে ।

45. বাংলাদেশের একটি পার্ট উৎপাদক অঞ্চলের নাম লেখো ।

উত্তর:- বাংলাদেশের ফরিদপুর , যশোর , কুষ্টিয়া , পাবনা , রংপুরে পাট পাওয়া যায় ।

46. দক্ষিণ – পূর্ব এশিয়ার একটি বাগিচা ফসলের নাম লেখো ।

উত্তর:- দক্ষিণ – পূর্ব এশিয়ার একটি বাগিচা ফসল হলো রাবার ।

47. গম চাষের অনুকূল জলবায়ু কোনটি ?

উত্তর:- গম চাষের জন্য নাতিশীতোয় জলবায়ু আদর্শ ।

48. আখ চাষের জন্য কীরকম উন্নতা প্রয়োজন ?

উত্তর:- আখ চাষের জন্য 20 ° C থেকে 26 ° C উন্নতার প্রয়োজন ।

49. মালয়েশিয়াতে স্থানান্তর কৃষির স্থানীয় নাম কী ?

উত্তর:- মালয়েশিয়াতে স্থানান্তর কৃষির নাম হলো Ladang ( লাদাং ) ।

50. কফি কোন জলবায়ু অঞ্চলের ফসল ।

উত্তর:- কফি উয় – ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল ।

51. পৃথিবীর শ্রেষ্ঠ ধান উৎপাদক দেশ কোনটি ?

উত্তর:- চিন ।

52. পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে ?

উত্তর:- আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেইরি অঞ্চল ।

53. পোমাম কালচার কী ?

উত্তর:- সারাবছর পাওয়া যায় এমন ফল ও মরসুমি ফলের চাষকে পোমাম কালচার বলে ।

54. পাকিস্তানিরা কোন ফসলকে সাদা সোনা বলে ?

উত্তর:- কার্পাসকে পাকিস্তানিরা ‘ সাদা সোনা ‘ বলে ।

55. ‘ সোনালি তত্ত্ব ‘ কোন ফসলকে বলা হয় ?

উত্তর:- পাটকে ‘ সোনালি ততু ’ বলা হয় ।

56. ব্রাজিলের বৃহত্তম আখ উৎপাদক রাজ্য কোনটি ?

উত্তর:- সাওপাওলো ব্রাজিলের বৃহত্তম আখ উৎপাদন রাজ্য ।

” অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দ্বাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class HS HS/ WB Class 12 / WBBSE / Class 12 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 12 EXiam / Class 12th / WB Class 12 / Class 12 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন / দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 12 Geography Suggestion / Class 12 Geography  Question and Answer / Class 12 Geography Suggestion / Class 12 Pariksha Geography Suggestion / Geography Class 12 EXam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 12 Geography Suggestion FREE PDF Download)

অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 12 Geography Suggestion / West Bengal HS HSQuestion and Answer, Suggestion / WBBSE Class 12th Geography Suggestion / Class 12 Geography  Question and Answer / Class 12 Geography  Suggestion / Class 12 Pariksha Suggestion / Class 12 Geography  EXiam Guide / Class 12 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 12 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 12 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) Class 12 Geography  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর। অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণীর ভূগোল ] অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) Class 12 Geography  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

দ্বাদশ শ্রেণীর ভূগোল অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়)

অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) Class 12 Geography  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণি ভূগোল | Class 12 Geography 

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

দ্বাদশ শ্রেণি ভূগোল (Class 12 Geography ) – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) | Class 12 Geography  Suggestion দ্বাদশ শ্রেণি ভূগোলঅর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণির ভূগোল – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 12 Geography  Question and Answer, Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) | দ্বাদশ শ্রেণীর ভূগোল সহায়ক – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 12 Geography  Question and Answer, Suggestion | Class 12 Geography  Question and Answer Suggestion | Class 12 Geography  Question and Answer Notes | West Bengal Class 12th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 12th Geography  Suggestion | দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরঅর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়)

দ্বাদশ শ্রেণীর ভূগোল – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 12 Geography Question and Answer, Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) । Class 12 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 12 Geography  Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) | Class 12 Geography  Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর ।

WB Class 12 Geography  Suggestion | দ্বাদশ শ্রেণীর ভূগোল অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 12 Geography  Question and Answer Suggestions | দ্বাদশ শ্রেণীর ভূগোল – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) |Class 12 Geography  Question and Answer দ্বাদশ শ্রেণীর ভূগোল – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 12 Geography  Question and Answer দ্বাদশ শ্রেণীর ভূগোল – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 12 Geography  Suggestion | দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরঅর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 12 Geography  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 12 Geography  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 12 Geography Suggestion Download WBBSE Class 12th Geography short question suggestion . Class 12 Geography  Suggestion download Class 12th Question Paper Geography. WB Class 12 Geography suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.

অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 12 Geography  Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 12 Geography Suggestion with 100% Common in the EXiamination .Class HS HS Geography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 12 EXiam Class 12 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 12 HS HS Geography Suggestion is provided here. Class 12 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 12 Geography  Question and Answer with FREE PDF Download Link

অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 12 Geography  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad