জাদুঘরের প্রকারভেদ গুলি আলোচনা কর।

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জাদুঘরের প্রকারভেদ গুলি আলোচনা কর

সূচনা: বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের জাদুঘর দেখা যায়। সাধারণ জাদুঘর ছাড়াও কলা, ঐতিহাসিক ও বিজ্ঞান বিষয়ক জাদুঘরের অস্তিত্ব লক্ষ্য করা যায়।

জাদুঘরের প্রকারভেদ:-

) বিশ্বকোষ জাদুঘর:  বিশ্বকোষ জাদুঘর বলতে বিভিন্ন দেশের জাতীয় জাদুঘর বোঝায়। এখান শিল্পকলা, প্রত্নতত্ত্ব, বিজ্ঞান প্রায় সব ধরনের নিদর্শনই সংরক্ষণ করে রাখা হয়। এই ধরনের মিউজিয়ামের উদাহরণ হলো – ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম।

) ঐতিহাসিক জাদুঘর : ঐতিহাসিক জাদুঘরে সাধারণত বিভিন্ন ঐতিহাসিক যুগের নানা নিদর্শন সংরক্ষিত হয়। এখানে বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিদের ব্যবহারিক দ্রব্য সামগ্রী স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়। এছাড়াও এখানে সংরক্ষিত থাকে বিখ্যাত ব্যক্তিদের চিঠিপত্র, দিনলিপি, ছবি, সমসাময়িক নথিপত্র প্রভৃতি। উদাহরণ – হাজার দুয়ারী।

) প্রত্নতাত্ত্বিক জাদুঘর: যে জাদুঘরে প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের নানা নিদর্শন সংরক্ষিত হয়, তাকে প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলে। উদাহরণ: ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম (গ্রিস)।

) বহুমুখী জাদুঘর : যে জাদুঘরে একটি স্থানে নানা ধরনের সংগ্রহ গড়ে তোলা হয় , তাকে বহুমুখী জাদুঘর বলা হয়। সংগ্রহ করা বিভিন্ন শিল্প – স্থাপত্যকীর্তির নমুনা , চিত্র , পাণ্ডুলিপি , অস্ত্রশস্ত্র , বস্ত্র ও অন্যান্য নিদর্শন এই জাদুঘরে সাজিয়ে রাখা হয় । উদাহরণ : ভারতীয় জাদুঘর (কলকাতা)।

আরো পড়ুন

দ্বাদশ শ্রেণির ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে  বড়ো প্রশ্ন উত্তর পেতে ক্লিক করুন

) শিল্পসংরক্ষণ জাদুঘর : শিল্পসংরক্ষণ জাদুঘরে বিভিন্ন মৃৎশিল্প , ধাতুর ফলকে খোদিত ভাস্কর্য এবং কারুকার্যময় নানাধরনের শিল্পকীর্তি স্থান পায় । এই সমস্ত শিল্প নমুন গুলি বিশেষভাবে এক একটি ঘরে সাজানো থাকে । উদাহরণ : আশুতোষ মিউজিয়াম অব ইন্ডিয়ান আর্ট (কলকাতা)।

) বিজ্ঞান জাদুঘর : যে জাদুঘর সাধারণ বিজ্ঞান , ভৌতবিজ্ঞানের বিবর্তন , বিজ্ঞানধর্মী ধারণা ও উপকরণ , বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিবর্তনের নিদর্শন সংগ্রহ , সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে তাকে বলে বিজ্ঞান জাদুঘর। উদাহরণ : মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (শিকাগো)।

) সামরিক জাদুঘর: সামরিক অস্ত্রশস্ত্র, সেনাদের সাজপোশাক, রনকৌশলের নানা দিক এবং যুদ্ধের সময় মানুষের জীবনযাত্রার ধরন প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে সামরিক জাদুঘর গড়ে তোলা হয়। এই ধরনের জাদুঘরের উদাহরন হলো – কানাডিয়ান ওয়ার মিউজিয়াম।

) সমুদ্র জাদুঘর:  প্রাচীনকালে সমুদ্রের সঙ্গে সমাজের সম্পর্ক কেমন ছিলো, তা এই জাদুঘরের মাধ্যমে তুলে ধরা হয়। এই জাদুঘরে প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ ও জলযানের নানা মডেলের বিবর্তনকে তুলে ধরা হয়। এই ধরনের জাদুঘরের উদাহরণ হলো -সান ফ্রান্সিকো মেরিটাইম মিউজিয়াম।

উপসংহার : জাদুঘর সংস্কৃতি সময়ের সঙ্গে সঙ্গে এতটাই বিস্তার লাভ করেছে যে পূর্বের তুলনায় জাদুঘরের বিভিন্নতা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। শুধু প্রত্নতাত্ত্বিক বা ইতিহাস ভিত্তিকই নয়, অন্য নানা প্রকার জাদুঘরের ক্রমাগত প্রতিষ্ঠা জাদুঘর সংস্কৃতির প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহেরই পরিচয় বহন করে।

আরো পড়ুন

দ্বাদশ শ্রেণির ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে  বড়ো প্রশ্ন উত্তর পেতে ক্লিক করুন


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad