নবম শ্রেণীর ভূগোল : দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Geography [Chapter – VI] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণীর ভূগোল : দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Geography [Chapter – VI] Question and Answer

দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer : দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Geography Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IXGeography Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. খরা, বন্যা, তুষারঝড় প্রভৃতি হল-

[A] ভূতাত্ত্বিক দুর্যোগ

[B] ভূমিরূপগত দূর্যোগ

[C] মনুষ্যসৃষ্ট দুর্যোগ

[D] বায়ুমণ্ডলীয় দুর্যোগ

উত্তর- খরা, বন্যা, তুষারঝড় প্রভৃতি হল- [D] বায়ুমণ্ডলীয় দুর্যোগ।

2. বেশ কয়েকদিন ধরে প্রবল বর্ষণ হলে, পার্বত্য অঞ্চলে শিথিল শিলাখণ্ডের পতন ঘটলে তাকে কী বলে?

[A] ভূমিকম্প

[B] ভূমিধস

[C] সুনামি

[D] হড়পা বান

উত্তর- বেশ কয়েকদিন ধরে প্রবল বর্ষণ হলে, পার্বত্য অঞ্চলে শিথিল শিলাখণ্ডের পতন ঘটলে তাকে [B] ভূমিধস বলে।

3. অরণ্যের মধ্যে বিদ্যুৎ ঝলকানি বা দীর্ঘদিন ধরে খরার কবলে থাকা ছোট বড়ো শুকনো উদ্ভিদের ঘর্ষণের ফলে কী সৃষ্টি হয়?

[A] দাবানল

[B] ভূমিধস

[C] ভূমিকম্প

[D] এর কোনোটিই নয়

উত্তর- অরণ্যের মধ্যে বিদ্যুৎ ঝলকানি বা দীর্ঘদিন ধরে খরার কবলে থাকা ছোট বড়ো শুকনো উদ্ভিদের ঘর্ষণের ফলে [A] দাবানল সৃষ্টি হয়।

4. রাষ্ট্রসংঘের মতে বিপর্যয় হলে-

[A] 100 জন মানুষ আহত হয়

[B] 200 নিহত হয়

[C] প্রচুর ঘরবাড়ি, ধানজমি নষ্ট হয়

[D] 100 জন আহত ও 100 জন নিহত হয়

উত্তর- রাষ্ট্রসংঘের মতে বিপর্যয় হলে- [D] 100 জন আহত ও 100 জন নিহত হয়।

5. ভূত্বকের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে কী বলে?

[A] অগ্ন্যুৎপাত

[B] ধস

 [C] ভূমিকম্প

[D] পীড়ন

উত্তর- ভূত্বকের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে [C] ভূমিকম্প বলে।

6. নিম্নলিখিত ভারতের কোন্‌ রাজ্যটি সর্বাধিক বন্যাপ্রবণ –

[A] আসাম

[B] মেঘালয়

[C] ঝাড়খন্ড

[D] মধ্যপ্রদেশ

উত্তরঃ- [A] আসাম

7. ভৌমজলের ভাণ্ডার কমে কোন্‌ প্রাকৃতিক দুর্যোগের কারণে –

[A] বন্যা

[B] খরা

[C] ঘূর্ণিঝড়

[D] দাবানল

উত্তরঃ- [B] খরা

8. ‘Tsunami’ একটি-

[A] জাপানি শব্দ

[B] ফরাসি শব্দ

[C] আরবি শব্দ

[D] নেপালি শব্দ

উত্তর- ‘Tsunami’ একটি- [A] জাপানি শব্দ।

9. দুর্যোগপ্রবণ এলাকায় Mock Camp করে কী কী বিষয়ে সচেতন করা দরকার?

[A] ভোটদান করা বিষয়ে

[B] শিক্ষাদান বিষয়ে

[C] দুর্যোগ ও বিপর্যয় বিষয়ে

[D] এর কোনোটিই নয়

উত্তর- দুর্যোগপ্রবণ এলাকায় Mock Camp করে [C] দুর্যোগ ও বিপর্যয় বিষয়ে সচেতন করা দরকার।

10. ভূপালের গ্যাস দুর্ঘটনা কী ধরনের দুর্যোগ?

[A] প্রাকৃতিক দুর্যোগ

[B] মনুষ্যসৃষ্ট দুর্যোগ

[C] আধা প্রাকৃতিক দুর্যোগ

[D] ধসজনিত দুর্যোগ

উত্তর- ভূপালের গ্যাস দুর্ঘটনা [B] মনুষ্যসৃষ্ট দুর্যোগ।

11. মৌসুমি বৃষ্টি ভারতবর্ষের অন্যান্য দেশকে কী ধরণের দূর্যোগ এনে দেয়?

[A] সুনামিজনিত ক্ষয়ক্ষতি

[B] বন্যা ও খরা কবলিত দুর্যোগ

[C] চাষের সুবিধা

[D] ন্দীতে জল হ্রাস

উত্তর- মৌসুমি বৃষ্টি ভারতবর্ষের অন্যান্য দেশকে [B] বন্যা ও খরা কবলিত দূর্যোগ এনে দেয়।

12. Civil Defence Rescue Vehicle পরিসেবা চালু হয়েছে কী করার জন্য?

[A] হাসপাতাল পরিষেবার জন্য

[B] দুর্যোগ ও বিপর্যয় এর জন্য

[C] সেবাকর্মীদের কাজের জন্য

[D] এর কোনোটিই নয়

উত্তর- Civil Defence Rescue Vehicle পরিসেবা চালু হয়েছে [B] দুর্যোগ ও বিপর্যয় এর জন্য।

13. ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ে –

[A] উপকূলীয় অঞ্চলে

[B] হিমালয় অঞ্চলে

[C] মরুভূমি অঞ্চলে

[D] মালভূমি অঞ্চলে

উত্তরঃ- [A] উপকূলীয় অঞ্চলে

14. কোন্‌ দেশটিকেভূমিকম্পের দেশ’ বলা হয় –

[A] ইংল্যান্ড

[B] চীন

[C] অস্ট্রেলিয়া

[D] জাপান

উত্তরঃ- [D] জাপান

15. চীন সাগরে ঘূর্ণিঝড়টির নাম হল –

[A] টর্নেডো

[B] টাইফুন

[C] উইলি-উইলি

[D] হ্যারিকেন

উত্তরঃ- [A] টাইফুন

16. পর্বত থেকে বিশালাকার বরফের স্তুপ নেমে আসা হলো –

[A] তুষারঝড়

[B] তুষারপাত

[C] হিমানী সম্প্রপাত

[D] বরফপাত

উত্তরঃ- হিমানী সম্প্রপাত

17. একটি মনুষ্যসৃষ্ট চরম বিপর্যয়ের উদাহরণ হল –

[A] ভূমিকম্প

[B] অগ্নুৎপাত

[C] পারমাণবিক বোমা বিস্ফোরণ

[D] খরা

উত্তরঃ- [C] পারমাণবিক বোমা বিস্ফোরণ

18. ভারতে ফোণি ঘূর্ণিঝড়ের সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্যটি হল –

[A] পশ্চিমবঙ্গ

[B] উড়িষ্যা

[C] রাজস্থান

[D] উত্তরপ্রদেশ

উত্তরঃ- [B] উড়িষ্যা

19. সমুদ্র উপকূলে যে বিপর্যয় দেখা যায় তা হল—

[A] খরা

[B] দাবানল

[C] ধস

[D] সুনামি

উত্তর:- [D] সুনামি

20. ধস কোথায় বেশি লক্ষণীয়—

[A] পার্বত্য অঞ্চলে

[B] মরুভূমি অঞ্চলে

[C] অরণ্য অঞ্চলে

[D] সমভূমি অঞ্চলে

উত্তর:- [A] পার্বত্য অঞ্চলে

21. ভূমিধসের জন্য দায়ী নয় –

[A] বৃক্ষচ্ছেদন

[B] বহুমুখী নদী পরিকল্পনা

[C] নগরায়ণ

[D] সুনামি

উত্তর:- [D] সুনামি

22. একটি জলবায়ুগত দুর্যোগের উদাহরণ হল—

[A] অগ্ন্যুৎপাত

[B] বন্যা

[C] দাবানল

[D] সুনামি

উত্তর:- [B] বন্যা

23. একটি আধাপ্রাকৃতিক দুর্যোগ হল—

[A] অগ্ন্যুৎপাত

[B] সুনামি

[C] তুষারঝড়

[D] ধস

উত্তর:- [D] ধস

24. একটি আধাপ্রাকৃতিক দুর্যোগ হল—

[A] অগ্ন্যুৎপাত

[B] সুনামি

[C] তুষারঝড়

[D] ধস

উত্তর:- [D] ধস

25. তুষারঝড় বেশি দেখা যায়—

[A] নিরক্ষীয় অঞ্চলে

[B] মরু অঞ্চলে

[C] মধ্যঅক্ষাংশীয় অঞ্চলে

[D] মেরু অঞ্চলে

উত্তর:- [D] মেরু অঞ্চলে

26. খরা, বন্যা, তুষারঝড় প্রভৃতি হল-

[A] ভূতাত্ত্বিক দুর্যোগ

[B] ভূমিরূপগত দূর্যোগ

[C] মনুষ্যসৃষ্ট দুর্যোগ

[D] বায়ুমণ্ডলীয় দুর্যোগ

উত্তর:- [D] বায়ুমণ্ডলীয় দুর্যোগ।

27. বেশ কয়েকদিন ধরে প্রবল বর্ষণ হলে, পার্বত্য অঞ্চলে শিথিল শিলাখণ্ডের পতন ঘটলে তাকে কী বলে?

[A] ভূমিকম্প

[B] ভূমিধস

[C] সুনামি

[D] হড়পা বান

উত্তর:- [B] ভূমিধস বলে।

28. অরণ্যের মধ্যে বিদ্যুৎ ঝলকানি বা দীর্ঘদিন ধরে খরার কবলে থাকা ছোট বড়ো শুকনো উদ্ভিদের ঘর্ষণের ফলে কী সৃষ্টি হয়?

[A] দাবানল

[B] ভূমিধস

[C] ভূমিকম্প

[D] এর কোনোটিই নয়

উত্তর:- [A] দাবানল সৃষ্টি হয়।

29. রাষ্ট্রসংঘের মতে বিপর্যয় হলে-

[A] 100 জন মানুষ আহত হয়

[B] 200 নিহত হয়

[C] প্রচুর ঘরবাড়ি, ধানজমি নষ্ট হয়

[D] 100 জন আহত ও 100 জন নিহত হয়

উত্তর:- [D] 100 জন আহত ও 100 জন নিহত হয়।

30. ভূত্বকের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে কী বলে?

[A] অগ্ন্যুৎপাত

[B] ধস

[C] ভূমিকম্প

[D] পীড়ন

উত্তর:- [C] ভূমিকম্প বলে।

31. ‘Tsunami’ একটি-

[A] জাপানি শব্দ

[B] ফরাসি শব্দ

[C] আরবি শব্দ

[D] নেপালি শব্দ

উত্তর:- [A] জাপানি শব্দ।

32. দুর্যোগপ্রবণ এলাকায় Mock Camp করে কী কী বিষয়ে সচেতন করা দরকার?

[A] ভোটদান করা বিষয়ে

[B] শিক্ষাদান বিষয়ে

[C] দুর্যোগ ও বিপর্যয় বিষয়ে

[D] এর কোনোটিই নয়

উত্তর:- [C] দুর্যোগ ও বিপর্যয় বিষয়ে সচেতন করা দরকার।

33. ভূপালের গ্যাস দুর্ঘটনা কী ধরনের দুর্যোগ?

[A] প্রাকৃতিক দুর্যোগ

[B] মনুষ্যসৃষ্ট দুর্যোগ

[C] আধা প্রাকৃতিক দুর্যোগ

[D] ধসজনিত দুর্যোগ

উত্তর:- [B] মনুষ্যসৃষ্ট দুর্যোগ।

34. একটি মনুষ্যসৃষ্ট চরম বিপর্যয়ের উদাহরণ –

[A] ভূমিকম্প

[B] অগ্ন্যুৎপাত

[C] পারমাণবিক বোমা বিস্ফোরণ

[D] খরা

উত্তর:- [C] পারমাণবিক বোমা বিস্ফোরণ

35. বিপর্যয় লঘুকরণ দিবস হিসেবে পালন করা হয়—

[A] 10 অক্টোবর

[B] 10 নভেম্বর

[C] 5 সেপ্টেম্বর

[D] 5 জানুয়ারি

উত্তর:- [A] 10 অক্টোবর

36. ভূমিকম্পের দেশ বলা হয়—

[A] জাপানকে

[B] ইরাককে

[C] মায়ানমারকে

[D] ভারতকে

উত্তর:- [A] জাপানকে

37. মৌসুমি বৃষ্টি ভারতবর্ষের অন্যান্য দেশকে কী ধরণের দূর্যোগ এনে দেয়?

[A] সুনামিজনিত ক্ষয়ক্ষতি

[B] বন্যা ও খরা কবলিত দুর্যোগ

[C] চাষের সুবিধা

[D] ন্দীতে জল হ্রাস

উত্তর:- [B] বন্যা ও খরা কবলিত দূর্যোগ এনে দেয়।

38. Civil Defence Rescue Vehicle পরিসেবা চালু হয়েছে কী করার জন্য?

[A] হাসপাতাল পরিষেবার জন্য

[B] দুর্যোগ ও বিপর্যয় এর জন্য

[C] সেবাকর্মীদের কাজের জন্য

[D] এর কোনোটিই নয়

উত্তর:- [B] দুর্যোগ ও বিপর্যয় এর জন্য।

দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন উত্তর Class 9 Geography Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) Geography Question and Answer Suggestion

1. পশ্চিমবঙ্গের একটি ধসপ্রবণ অঞ্চল হল ______। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- দার্জিলিং হিমালয়

2. একটি আধাপ্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ভূমিধস।

3. সুন্দরবন অঞ্চলের প্রধান বিপর্যয় হল তুষারঝড়ের প্রাবল্যতা। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

4. বিপর্যয় ______ স্কেলে সংঘটিত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- বৃহৎ

5. একটি ভূতাত্ত্বিক বিপর্যয়ের উদাহরণ দাও। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ভূমিকম্প।

6. ঘূর্ণিঝড়, তুষারপাত প্রভৃতি কোন্ ধরনের বিপর্যয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বায়ুমণ্ডলীয় বিপর্যয়।

7. পিলিন কোন ধরনের বিপর্যয়?

উত্তর:- ঘূর্ণিঝড়।

8. পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কোন ধরনের বিপর্যয় অধিক লক্ষ করা যায়?

উত্তর:- খরা।

9. ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ______ চাপ থাকে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- নিম্ন

10. দক্ষিণবঙ্গের ______ অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি লক্ষ করা যায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- উপকূলবর্তী অঞ্চলে

11. ভারতের দুটি রাজ্যে মৌসুমি ঝড়ের প্রভাব লেখো।

উত্তর:- ভারতের দুটি রাজ্যে নাম হল ওড়িশা, পশ্চিমবঙ্গ যেখানে মৌসুমি ঝড়ের প্রভাব দেখা যায়।

12. ভূমিকম্পের তরঙ্গের গতিবিধির রেখাচিত্র কোন্‌ যন্ত্রে ধরা পড়ে?

উত্তর:- ভূমিকম্পের তরঙ্গের গতিবিধির রেখাচিত্র সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে।

13. বনভূমি ছাড়া যে দুর্যোগ ঘটে না তার নাম কি?

উত্তরঃ- দাবানল

14. দার্জিলিং জেলার প্রধান দুর্যোগ কি?

উত্তরঃ- ধস

15. পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকায় প্রধান ভূতাত্ত্বিক দুর্যোগ কি?

উত্তরঃ- ভূমিকম্প

16. গাঙ্গেয় সমভূমির প্রধান দুর্যোগ কি?

উত্তরঃ- বন্যা

17. ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে কি বলে?

উত্তরঃ- হ্যারিকেন

18. বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে কি বলে?

উত্তরঃ- সাইক্লোন

19. সুনামি কথাটির অর্থ কি?

উত্তরঃ- বন্দরের শক্তিশালী ঢেউ

20. পর্বতারোহীরা ধস ছাড়াও যে ভূমিধসজনিত দুর্যোগের সম্মুখীন হয় তার নাম কি?

উত্তরঃ- হিমানী সম্প্রপাত

21. অধিক গভীরতায় সংঘটিত ভূমিকম্পকে কী বলে?

উত্তর:- পাতালিক ভূমিকম্প।

22. পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কোন ধরনের বিপর্যয় অধিক লক্ষ করা যায়?

উত্তর:- খরা।

23. ভারতে খরা নিয়ন্ত্রণে প্রধানত কোন্ মন্ত্রক কার্যকরী ভূমিকা নেয়?

উত্তর:- কৃষি মন্ত্রক।

24. বিপর্যয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর ব্যবস্থাপনা বলা হয়?

উত্তর:- বিপর্যয় ব্যবস্থাপনা।

25. জাতীয় জলসম্পদ মন্ত্রক প্রধানত কোন ধরনের বিপর্যয় নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নেয়?

উত্তর:- বন্যা।

26. রিখটার স্কেল কী?

উত্তর:- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রকে রিখটার স্কেল বলে।

27. হড়পা বান কী?

উত্তর:- স্থানীয় ভাবে হঠাৎ করে ‘মেঘভাঙা বৃষ্টি’ থেকে দ্রুতগতিতে জলপ্রবাহ ঘটলে তাকে হড়পা বান বলে।

28. ধস কী ধরনের দুর্যোগ?

উত্তর:- ধস একটি আধা – প্রাকৃতিক দূর্যোগ।

29. কীরকম জলবায়ুতে তুষারঝড় হয়?

উত্তর:- অতিশীতল জলবায়ুতে।

30. দুর্যোগ হল বিপর্যয়ের ______ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- কারণ

31. একটি আধাপ্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ভূমিধস।

32. ভূগর্ভে চাপ ও তাপের পরিবর্তনের ফলে কী ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- অগ্ন্যুৎপাত।

33. খরা প্রধানত পাঁচ প্রকার। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

34. ম্যাগমার নিম্নমুখী প্রবাহকে ‘প্লিউম’ বলে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

35. ভারতের কোন্ অঞ্চলে সুনামির প্রকোপ বেশি? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সমুদ্র-উপকূলবর্তী অঞ্চলে।

36. সেচ কমিশনের মতে, খরা পীড়িত অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত 75% –এর বেশি হলে খরা সৃষ্টি হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

37. ভূমিকম্পের তীব্রতা মাপা হয় ______ স্কেলের সাহায্যে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- রিখটার

38. পিলিন হল একটি ______। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ঘূর্ণিঝড়

39. কোন ধরনের দুর্যোগ অরণ্য অঞ্চলে বিপর্যয় ডেকে আনে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- দাবানল।

40. ভূগর্ভে চাপ ও তাপের পরিবর্তনের ফলে কী ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- অগ্ন্যুৎপাত।

41. পশ্চিমবঙ্গের একটি বন্যাপ্রবণ অঞ্চলের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কোচবিহার।

42. পাহাড়ি ঢালে উপযুক্ত ভূমি ব্যবহার কোন বিপর্যয় বাধা দেয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ভূমিধস।

43. সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে সুনামির তীব্রতা মাপা হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

44. বৃষ্টির অভাবে মাটির আদ্রতা কমে গেলে ______ খাবার সৃষ্টি হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- কৃষিগত

45. কোন্ ধরনের বৃষ্টির ফলে জলজ বাস্তুতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- অ্যাসিড বৃষ্টি।

46. পশ্চিমবঙ্গের ______ জেলা খরাপ্রবণ জেলার উদাহরণ। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- পুরুলিয়া

47. এমন একটি বিপর্যয়ের নাম করো যার ফলে ভূমিধস হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- অগ্ন্যুৎপাত।

48. ভূমিকম্প সুনামি সৃষ্টির অন্যতম কারণ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

49. ‘সব দুযোর্গই বিপর্যয় নয়’। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

50. এমন একটি বিপর্যয়ের নাম করো যার ফলে ভূমিধস হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- অগ্ন্যুৎপাত।

51. বনভূমিতে বড়ো বড়ো গাছে ঘষা লেগে কোন প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- দাবানল।

52. কোন ধরনের নদী অববাহিকায় বন্যার সম্ভাবনা বেশি থাকে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- গোলাকার।

53. কোন্ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সিসমোগ্রাফ।

54. ভারতের মোট ভূমিভাগের প্রায় ______ শতাংশ অঞ্চল বন্যাপ্রবণ। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 12

55. অগ্ন্যুৎপাত কোন্ ধরনের দুর্যোগের উদাহরণ? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- প্রাকৃতিক দুর্যোগ।

56. ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রপৃষ্ঠের জলের উষ্ণতা ______ হওয়া প্রয়োজন। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 26° C

57. 2013 সালে কেদারনাথ মন্দির ______-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- হড়পা বন্যা

58. দুর্যোগের তুলনায় বিপর্যয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

59. পশ্চিমবঙ্গের একটি বন্যাপ্রবণ অঞ্চলের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কোচবিহার।

60. কোন্ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সিসমোগ্রাফ।

61. ______ ঢালে হিমানী সম্প্রপাত বেশি ঘটে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- উত্তল

62. বন্যার ফলে প্লাবিত ভূমিতে প্রাচীন পলিমাটির সঞ্চয় ঘটে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

63. অ্যাসিড বৃষ্টির ফলে জলজ বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি হয় না। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

” দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর ভূগোল সাজেশন / নবম শ্রেণীর ভূগোল প্রশ্ ও উত্তর । Class 9 Geography Suggestion / Class 9 Geography  Question and Answer / Class 9 Geography Suggestion / Class 9 Pariksha Geography Suggestion / Geography Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Geography Suggestion FREE PDF Download)

দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 9 Geography Suggestion / West Bengal Nine IXQuestion and Answer, Suggestion / WBBSE Class 9th Geography Suggestion / Class 9 Geography  Question and Answer / Class 9 Geography  Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Geography  Exam Guide / Class 9 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর

দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Class 9 Geography  Question and Answer Suggestion। দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর ভূগোল – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরদুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়)

দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি ভূগোল | Class 9 Geography 

নবম শ্রেণি ভূগোল (Class 9 Geography ) – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) | Class 9 Geography  Suggestion নবম শ্রেণি ভূগোলদুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Geography  Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভূগোল– দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল সহায়ক – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 Geography  Question and Answer, Suggestion | Class 9 Geography  Question and Answer Suggestion | Class 9 Geography  Question and Answer Notes | West Bengal Class 9th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 9th Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরদুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়)

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Geography Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) । Class 9 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 9 Geography  Suggestion নবম শ্রেণীর ভূগোল – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর । দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) | Class 9 Geography  Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরদুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Suggestions | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography  Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography  Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরদুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Geography Suggestion Download WBBSE Class 9th Geography short question suggestion . Class 9 Geography  Suggestion download Class 9th Question Paper Geography. WB Class 9 Geography suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Geography Suggestion with 100% Common in the Examination .Class Nine IXGeography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IXGeography Suggestion is provided here. Class 9 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 9 Geography  Question and Answer with FREE PDF Download Link

দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography  Question and Answer দুর্যোগ ও বিপর্যয় (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad