একাদশ শ্রেণীর সংস্কৃত : দশাবতারস্তোত্রম্ প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th Sanskrit Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

একাদশ শ্রেণীর সংস্কৃত : দশাবতারস্তোত্রম্ প্রশ্ন উত্তর | WBBSE Class 11th Sanskrit Question and Answer

দশাবতারস্তোত্রম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer : দশাবতারস্তোত্রম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 11th Sanskrit Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – দশাবতারস্তোত্রম্ থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th XI  XI Sanskrit EXiamination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন দশাবতারস্তোত্রম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. গীতগোবিন্দের মূল উপজীব্য বিষয় কী?

[A] রাধাকৃষ্ণের প্রেম

[B] রামসীতার প্রেম

[C] রাবণ-মন্দোদরীর প্রেম

[D] হর-পার্বতীর প্রেম

উত্তর:- [A] রাধাকৃষ্ণের প্রেম।

2. জয়দেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?

[A] ১১১৮ খ্রিস্টাব্দে

[B] ১১১৯ খ্রিস্টাব্দে

[C] ১১২০ খ্রিস্টাব্দে

[D] ১১২১ খ্রিস্টাব্দে

উত্তর:- [C] ১১২০ খ্রিস্টাব্দে।

3. কবি জয়দেব কোন স্থানে দেহ রাখেন?

[A] কেন্দুবিল্ব গ্রামে

[B] পাশের গ্রামে

[C] তিন্দুবিল্ব গ্রামে

[D] গুজরাটে

উত্তর:- [A] কেন্দুবিল্ব গ্রামে।

4. মর্ত্যলোকে দেবতার আবির্ভূত হওয়াকে কী বলে?

[A] অবতার

[B] আবতার

[C] কাতার

[D] পাবতার

উত্তর:- [A] অবতার।

5. ভগবান বিষ্ণু কত বার মর্ত্যলোকে আবির্ভূত হন।

[A] সাতবার

[B] আটবার

[C] নয়বার

[D] দশবার

উত্তর:- [D] দশবার।

6. বিষ্ণুর দশটি রূপকে একসাথে কী বলা হয়।

[A] অষ্টাবতার

[B] নবমাবতার

[C] দশাবতার

[D] এগারো অবতার

উত্তর:- [C] দশাবতার।

7. তোমার পাঠ্যাংশে বিষ্ণুর দশটি কীসের স্তুতি করা হয়েছে?

[A] রূপের

[B] গুণের

[C] কর্মের

[D] বাহ্যিক বিষয়ের

উত্তর:- [A] রূপের।

8. বিষ্ণুর প্রথম অবতারের নাম কী?

[A] মৎস্য

[B] কূর্ম

[C] বরাহ

[D] নরসিংহ

উত্তর:- [A] মৎস্য।

9. বিষ্ণুর প্রথম অবতার পৃথিবীতে অবতীর্ণ হয়ে কী রক্ষা করেছিলেন?

[A] বেদ

[B] রামায়ণ

[C] মহাভারত

[D] পুরাণ

উত্তর:- [A] বেদ।

10. বিষ্ণুর দ্বিতীয় অবতারের নাম কী?

[A] মৎস্য

[B] কূর্ম

[C] বরাহ

[D] নৃসিংহ

উত্তর:- [B] কূর্ম।

11. বিষ্ণুর দ্বিতীয় অবতার কী রক্ষা করেছিলেন?

[A] পৃথিবী

[B] আকাশ

[C] পাতাল

[D] বায়ু

উত্তর:- [A] পৃথিবী।

12. বিষ্ণুর তৃতীয় অবতারের নাম কী?

[A] মৎস্য

[B] কূর্ম

[C] বরাহ

[D] নৃসিংহ

উত্তর:- [C] বরাহ।

13. বিষ্ণুর তৃতীয় অবতার পৃথিবীকে কোথায় ধারণ করেছিলেন?

[A] মাথায়

[B] পায়ে

[C] পেটে

[D] দাঁতে

উত্তর:- [D] দাঁতে।

14. বিষ্ণুর চতুর্থ অবতারের নাম কী?

[A] বরাহ

[B] কূর্ম

[C] নৃসিংহ বা নরসিংহ

[D] বামন

উত্তর:- [C] নৃসিংহ বা নরসিংহ।

15. বিষ্ণুর চতুর্থ অবতার কাকে হত্যা করেছিল?

[A] হিরণ্যকশিপুকে

[B] পুতনাকে

[C] রাবণকে

[D] বিভীষণকে

উত্তর:- [A] হিরণ্যকশিপুকে।

16. হিরণ্যকশিপু কাদের রাজা ছিলেন?

[A] দেবতাদের

[B] অসুরদের

[C] দৈত্যদের

[D] মানুষদের

উত্তর:- [C] দৈত্যদের।

17. বিষ্ণুর পঞ্চম অবতারের নাম কী?

[A] কূর্ম

[B] বরাহ

[C] মৎস্য

[D] বামন

উত্তর:- [D] বামন।

18. হিরণ্যকশিপু পৃথিবীর ওপর কী করতেন?

[A] অত্যাচার

[B] অনাচার

[C] আচার

[D] বিচার

উত্তর:- [A] অত্যাচার।

19. বিষ্ণুর পথম অবতারের কে শিকার হন?

[A] হিরণ্যকশিপু

[B] বলি

[C] রাবণ

[D] বিভীষণ

উত্তর:- [B] বলি।

20. দৈত্যরাজ বলিকে বিষ্ণুর পথম অবতার কোথায় পাঠিয়েছিলেন?

[A] স্বর্গে

[B] মর্ত্যে

[C] অন্তরিক্ষে

[D] পাতালে

উত্তর:- [D] পাতালে।

21. বলি কাদের রাজা?

[A] দেবতাদের

[B] অসুরদের

[C] দৈত্যদের

[D] মানুষদের

উত্তর:- [C] দৈত্যদের।

22. বলি-কে পাতালে পাঠাতে বিষ কীসের সাহায্য নিয়েছিলেন?

[A] বলনা

[B] ছলনা

[C] ললনা

[D] পলনা

উত্তর:- [B] ছলনা।

23. বিষ্ণুর ষষ্ঠ অবতারের নাম কী?

[A] মৎস্য

[B] কূর্ম

[C] পরশুরাম

[D] বামন

উত্তর:- [C] পরশুরাম।

24. ষষ্ঠ অবতারে বিষ্ণু পৃথিবীকে কী করেছিলেন?

[A] পাপযুক্ত

[B] পাপমুক্ত

[C] পুণ্যযুক্ত

[D] পুণামুক্ত

উত্তর:- [B] পাপমুক্ত।

25. বিষ্ণুর সপ্তম অবতারের নাম কী?

[A] পরশুরাম

[B] রাম

[C] বলরাম

[D] বামন

উত্তর:- [B] রাম।

26. রামচন্দ্রের পিতার নাম কী?

[A] দশরথ

[B] যুধিষ্ঠির

[C] রাবণ

[D] বিভীষণ

উত্তর:- [A] দশরথ।

27. রামচন্দ্র কাকে হত্যা করে পৃথিবীকে ত্রাসমুক্ত করেছিলেন?

[A] রাবণ

[B] বিভীষণ

[C] হনুমান

[D] বালি

উত্তর:- [A] রাবণ।

28. রাবণ কাদের রাজা ছিলেন?

[A] দেবতাদের

[B] মানুষদের

[C] রাক্ষসদের

[D] দৈত্যদের

উত্তর:- [C] রাক্ষসদের।

29. রামচন্দ্র কোথাকার অধিপতি হন?

[A] অযোধ্যার

[B] মিথিলার

[C] কনৌজের

[D] বিদিশার

উত্তর:- [A] অযোধ্যার।

30. অযোধ্যা ভারতবর্ষের কোথায় অবস্থিত?

[A] উত্তর ভারতে

[B] দক্ষিণ ভারতে

[C] পূর্ব ভারতে

[D] পশ্চিম ভারতে

উত্তর:- [A] উত্তর ভারতে।

31. বিষ্ণুর অষ্টম অবতারের নাম কী?

[A] পরশুরাম

[B] রাম

[C] বলরাম

[D] বুদ্ধ

উত্তর:- [C] বলরাম।

32. বলরামের অস্ত্রের নাম কী?

[A] কোদাল

[B] লাঙল

[C] তরবারি

[D] বর্ণা

উত্তর:- [B] লাঙল।

33. বিষ্ণুর নবম অবতারের নাম কী?

[A] বরাহ

[B] বামন

[C] বলরাম

[D] বুদ্ধ

উত্তর:- [D] বুদ্ধ।

34. বিষ্ণুর নবম অবতার পৃথিবীতে এসে কী প্রচার করলেন?

[A] পরম ধর্ম

[B] অহিংসা ধর্ম

[C] খ্রিস্টধর্ম

[D] বৌদ্ধধর্ম

উত্তর:- [B] অহিংসা ধর্ম।

35. বিষ্ণুর দশম অবতারের নাম কী?

[A] কূর্ম

[B] কল্কি

[C] বরাহ

[D] বামন

উত্তর:- [B] কল্কি।

36. বিষ্ণুর দশটি অবতারের মধ্যে কয়টি অবতারের আবির্ভাব এখনও পর্যন্ত পৃথিবীতে হয়েছে?

[A] পাঁচটি

[B] ছটি

[C] নটি

[D] আটটি

উত্তর:- [C] নটি।

37. দশম অবতার কোন্ যুগের অবসানে অবতীর্ণ হবেন?

[A] সত্যযুগের

[B] ত্রেতাযুগের

[C] দ্বাপরযুগের

[D] কলিযুগের

উত্তর:- [D] কলিযুগের।

38. বিষ্ণুর দশম অবতার পুনরায় কোন যুগের প্রতিষ্ঠা করবেন?

[A] সত্যযুগের

[B] ত্রেতাযুগের

[C] দ্বাপরযুগের

[D] কলিযুগের

উত্তর:- [A] সত্যযুগের।

39. বিষ্ণুর দশম অবতারের প্রধান অস্ত্র কী?

[A] লাঙল

[B] তরবারি

[C] বন্দুক

[D] ক্ষেপণাস্ত্র

উত্তর:- [B] তরবারি।

40. বিষ্ণুর দশম অবতার কাদের নিধন করবে?

[A] ব্রাহুণদের

[B] ক্ষত্রিয়দের

[C] ম্লেচ্ছদের

[D] দেবতাদের

উত্তর:- [C] ম্লেচ্ছদের।

41. পাঠ্যাংশে হলধররূপধারী বলতে কোন অবতারকে বোঝানো হয়েছে?

[A] রাম

[B] বলরাম

[C] বামন

[D] মৎস্য

উত্তর:- [B] বলরাম।

42. পাঠ্যাংশে ‘হল’ বলতে কোন্ অস্ত্রের কথা বলা হয়েছে?

[A] কোদাল

[B] ঝুড়ি

[C] লাঙল

[D] বর্শা

উত্তর:- [C] লাঙল।

43. নরসিংহ বা নৃসিংহ অবতারটি দেখতে কেমন?

[A] অর্ধেক মানুষ ও অর্ধেক বাঘের মতো

[B] অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের মতো

[C] অর্ধেক মানুষ ও অর্ধেক ময়ূরের মতো

[D] অর্ধেক মানুষ ও অর্ধেক ইঁদুরের মতো

উত্তর:- [B] অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের মতো।

44. পরশুরাম কী দিয়ে তার মা-কে হত্যা করেছিলেন।

[A] কোদাল

[B] কুঠার

[C] কাটারি

[D] কাউচি

উত্তর:- [B] কুঠার।

45. কাদের অনুরোধে পরশুরাম ক্ষত্রিয়বধ হতে বিরত হন?

[A] বিশ্বামিত্র প্রভৃতি ঋষিগণের

[B] চ্যবন প্রভৃতি ঋষিগণের

[C] বামদেব প্রভৃতি ঋষিগণের

[D] অত্রি প্রভৃতি ঋষিগণের

উত্তর:- [B] চ্যবন প্রভৃতি ঋষিগণের।

46. বহিত্র’ শব্দের অর্থ কী?

[A] লাঙল

[B] জাহাজ

[C] নৌকা

[D] পান্সি

উত্তর:- [C] নৌকা।

47. ধৃতবান্ পদে কোন্ প্রত্যয় রয়েছে?

[A] মতুপ্

[B] শানচ্

[C] ক্ত

[D] ক্তবতু

উত্তর:- [D] ক্তবতু।

48. ধরণী’ শব্দের সমার্থক সংস্কৃত প্রতিশব্দ কোনটি?

[A] আকাশ

[B] রসাতল

[C] পৃথিবী

[D] অন্তরিক্ষ

উত্তর:- [C] পৃথিবী।

49. কলঙ্ককলা’ পদে কী সমাস হয়েছে?

[A] দ্বন্দ্ব

[B] বহুব্রীহি

[C] ষষ্ঠী তৎপুরুষ

[D] তৃতীয়া তৎপুরুষ

উত্তর:- [C] ষষ্ঠী তৎপুরুষ।

50. বলিমদ্ভুতবামন – শূন্যস্থানে উপযুক্ত পদ বসাও।

[A] বিপ্রমনে

[B] বিক্রমণে

[C] সংক্রমণে

[D] বিস্মরণে

উত্তর:- [B] বিক্রমণে।

51. পয়সি’ পদের সংস্কৃত প্রতিশব্দ কী?

[A] জলে

[B] রসে

[C] পাদে

[D] পুষ্পে

উত্তর:- [A] জলে।

52. জগদীশ’ পদে কোন সমাস হয়েছে?

[A] অব্যয়ীভাব

[B] দ্বন্দ্ব

[C] ষষ্ঠী তৎপুরুষ

[D] কর্মধারয়

উত্তর:- [C] ষষ্ঠী তৎপুরুষ ।

53. গীতগোবিন্দের প্রথম সর্গটির কী নাম?

[A] মুগ্ধমাধব

[B] সানন্দমুকুন্দ

[C] গোপালগোবিন্দ

[D] সামোদদামোদর

উত্তর:- [D] সামোদদামোদর।

54. দশাবতারস্তোত্রম্’ গীতগোবিন্দের কোন্ সর্গে আছে?

[A] প্রথম

[B] দ্বিতীয়

[C] চতুর্থ

[D] ষষ্ঠ

উত্তর:- [A] প্রথম।

55. ম্লেচ্ছনিবহনিধনে কলয়সি_______শূন্যস্থানে ঠিক পদটি হবে-

[A] করতালম্

[B] করভালম্

[C] করবালম্

[D] করখোলম্

উত্তর:- [C] করবালম্।

56. সুবিশাল পিঠে পৃথিবী অবস্থান করেছিল।

[A] মৎস্যের

[B] কুর্মের

[C] বরাহের

[D] নৃসিংহের

উত্তর:- [A] মৎস্যের।

57. দশাবতারস্তোএম’ কাব্যটির উৎস কি ?

[A] শ্রীকৃষ্ণকর্নামৃতম

[B] শ্রীভাগবতম

[C] হরিবিলাসম

[D] গীতগোবিন্দম

উত্তর :- [D] গীতগোবিন্দম

58. দশাবতারস্তোএম’ কাব্যটির রচয়িতা কে ?

[A] কালিদাস

[B] দন্ডী

[C] জয়দেব

[D] ভারবি

উত্তর :- [C] জয়দেব

59. জয়দেবের পৃষ্টপোষক কে ছিলেন ?

[A] লক্ষণ সেন

[B] ধোয়ী

[C] উমাপতি

[D] অমরশক্তি

উত্তর :- [A] লক্ষণ সেন

60. আলংকারিকদের মতে গীতিকাব্যর অপর নাম কী ?

[A] চম্পূকাব্য

[B] খন্ডকাব্য

[C] পদ্যকাব্য

[D] শতককাব্য

উত্তর :- [B] খন্ডকাব্য

61. এই বসন্তলীলাটি ঘটেছিল ?

[A] মথুরায়

[B] গোকুলে

[C] দ্বারকায়

[D] বৃন্দাবনে

উত্তর :- [D] বৃন্দাবনে

62. বৃন্দাবন হল ?

[A] যমুনা তীরে

[B] সরযূ তীরে

[C] ভাগীরথী তীরে

[D] শতদ্রু তীরে

উত্তর :- [A] যমুনা তীরে

63. তৃতীয় ‘অবতার’ কে ?

[A] মৎস্য

[B] কূর্ম

[C] বরাহ

[D] নৃসিংহ

উত্তর :- [C] বরাহ

64. কে বরাহের দন্তে লগ্ন হয়েছিল ?

[A] পৃথিবী

[B] কলঙ্ক

[C] চন্দ্র

[D] শিখর

উত্তর :- [A] পৃথিবী

65. শশিনি কলঙ্ককলেব নিমগ্না’ – বাক্য শশীকে কার সঙ্গে তুলনা করা হয়েছে ?

[A] শূকর –এর

[B] কলঙ্ক –এর

[C] শূকরের দন্ত –এর

[D] ধরণী –এর

উত্তর :- [C] শূকরের দন্ত –এর

66. কলঙ্কের সঙ্গে কার উপমা দেওয়া হয়েছে ?

[A] ধরণী –র

[B] শূকর –র

[C] চন্দ্র –র

[D] শূকরের দন্ত –এর

উত্তর :- [A] ধরণী –র

67. শুকররূপ ধারণ করেছিলেন কে ?

[A] ব্রহ্মা

[B] বিষ্ণু

[C] মহেশ্বর

[D] ইন্দ্র

উত্তর :- [B] বিষ্ণু

68. নৃসিংহ অবতার’ কাকে হত্যা করেছিলেন ?

[A] রাবণকে

[B] কংসকে

[C] হিরন্যক্ষকে

[D] হিরন্যকশিপুকে

উত্তর :- [D] হিরন্যকশিপুকে

69. বামনরূপ’ ধারণ করেছিলেন কে ?

[A] ইন্দ্র

[B] ব্রহ্মা

[C] বিষ্ণু

[D] মহেশ্বর

উত্তর :- [C] বিষ্ণু

70. ক্ষত্রিয়দের নিধন করেছিলেন কে ?

[A] রাম

[B] পরশুরাম

[C] ইন্দ্র

[D] বিষ্ণু

উত্তর :- [B] পরশুরাম

71. ভৃগুপতি কে ?

[A] ভৃগুর পতি

[B] ভৃগুপতি যার

[C] ভৃগুবংশের আদিপুরুষ

[D] পরশুরাম

উত্তর :- [D] পরশুরাম

72. নারায়নের পঞ্চম অবতার কে ?

[A] নৃসিংহ

[B] বামন

[C] বরাহ

[D] পরশুরাম

উত্তর :- [B] বামন

73. দশমুখ’ শব্দটির প্রতিশব্দ হল ?

[A] দশানন

[B] রাবণ

[C] দশটি মুখ আছে যার

[D] দশদিক

উত্তর :- [A] দশানন

74. শাস্ত্রে কতজন দিকপালের উল্লেখ আছে ?

[A] আট

[B] নয়

[C] দশ

[D] বারো

উত্তর :- [C] দশ

75. হলধর’ কাকে বলা হয়েছে ?

[A] জনক রাজাকে

[B] রামকে

[C] কৃষ্ণকে

[D] বলরামকে

উত্তর :- [D] বলরামকে

76. বলরামের হলের আঘাতের ভয়ে কে ভীত হয়েছিল ?

[A] গঙ্গা

[B] যমুনা

[C] সরস্বতী

[D] শত্রুরা

উত্তর :- [B] যমুনা

77. শ্রুতি’ তথা বেদকে কে নিন্দা করেছিলেন ?

[A] কেশব

[B] জগদীশ

[C] হরি

[D] বুদ্ধ

উত্তর :- [D] বুদ্ধ

78. বুদ্ধদেব বেদের কোন বিষয়কে নিন্দা করেছিলেন ?

[A] জটিলতাকে

[B] ব্যাকরণকে

[C] পশুবধকে

[D] আরন্যককে

উত্তর :- [C] পশুবধকে

79. সংস্কৃত কাব্যকে কয়টি ভাগে ভাগ করা যায়?

[A] দু-ভাগে

[B] তিনভাগে

[C] চারভাগে

[D] পাঁচভাগে

উত্তর:- [A] দু-ভাগে।

80. সংস্কৃত কাব্যকে দু-ভাগে ভাগ করা যায়, সেগুলি কী কী?

[A] মহাকাব্য, খণ্ডকাব্য

[B] দৃশ্যকাব্য, শ্রব্যকাব্য

[C] গদ্যকাব্য, ঐতিহাসিক কাব্য

[D] গদ্যকাব্য, পদ্যকাব্য

উত্তর:- [B] দৃশ্যকাব্য, শ্রব্যকাব্য।

81. যে কাব্য চোখে দেখা যায় তাকে কী কাব্য বলে?

[A] গদ্যকাব্য

[B] দৃশ্যকাব্য

[C] মহাকাব্য

[D] খণ্ডকাব্য

উত্তর:- [B] দৃশ্যকাব্য।

82. যে কাব্য শুধু শোনা যায় তাকে সংস্কৃত পরিভাষায় কোন্ কাব্য বলে?

[A] ঐতিহাসিক কাব্য

[B] গদ্যকাব্য

[C] শ্রব্যকাব্য

[D] মহাকাব্য

উত্তর:- [C] শ্রব্যকাব্য।

83. ভারতীয় সাহিত্যধারায় কোন্ কাব্য আগে হয়েছে?

[A] গদ্যকাব্য

[B] মহাকাব্য

[C] ঐতিহাসিক কাব্য

[D] শ্রব্যকাব্য

উত্তর:- [D] শ্রব্যকাব্য।

84. সাধারণ দৃষ্টিতে গীতগোবিন্দ কোন শ্রেণির কাব্য?

[A] দৃশ্যকাব্য

[B] খণ্ডকাব্য

[C] মহাকাব্য

[D] গদ্যকাব্য

উত্তর:- [C] মহাকাব্য।

85. গীতগোবিন্দ ছাড়া, সংস্কৃত সাহিত্যধারায় অন্য একটি মহাকাব্যের নাম করো।

[A] রামায়ণ

[B] অভিষেক

[C] মেঘদূত

[D] অভিজ্ঞানশকুন্তলম্

উত্তর:- [A] রামায়ণ।

86. গীতগোবিন্দের অপর নাম কী? [কবির মতানুসারে)

[A] পদাবলি, প্রবন্ধ

[B] হরিবংশপর্ব, বিষ্ণুপর্ব

[C] প্রকীর্ণ কাণ্ড, অধিকার কাণ্ড

[D] কথা, আখ্যায়িকা

উত্তর:- [A] পদাবলি, প্রবন্ধ।

87. গীতগোবিন্দ কোন্ শ্রেণির কাব্য?

[A] গীতিকাব্য

[B] মহাকাব্য

[C] ঐতিহাসিক কাব্য

[D] গদ্যকাব্য

উত্তর:- [A] গীতিকাব্য।

88. গীতগোবিন্দের রচয়িতা কে?

অথবা, দশাবতারস্তোত্রের রচয়িতা কে?

[A] বাল্মীকি

[B] কৃষ্ণদ্বৈপায়ন

[C] কালিদাস

[D] জয়দেব

উত্তর:- [D] জয়দেব।

89. জয়দেব কোন্ রাজ্যের অধিবাসী?

[A] বিহার

[B] পশ্চিমবঙ্গ

[C] ওড়িশা

[D] দিল্লি

উত্তর:- [B] পশ্চিমবঙ্গ।

90. জয়দের কোন জেলার অধিবাসী?

[A] বাঁকুড়া

[B] পূর্ব মেদিনীপুর

[C] বীরভূম

[D] পুরুলিয়া

উত্তর:- [C] বীরভূম।

91. বীরভূম জেলা কোন্ নদীর তীরবর্তী?

[A] কাবেরী

[B] নর্মদা

[C] গঙ্গা

[D] অজয়

উত্তর:- [D] অজয়।

92. জয়দের কোন্ গ্রামে জন্মগ্রহণ করেন?

[A] কেন্দুবিল্ব

[B] ছাতনা

[C] বিষ্ণুপুর

[D] রাইপুর

উত্তর:- [A] কেন্দুবিল্ব।

93. জয়দেবের বাবার নাম কী?

[A] ভোজদেব

[B] নারায়ণ স্বামী

[C] দর্দুক

[D] উদয়ন

উত্তর:- [A] ভোজদেব।

94. জয়দেবের মায়ের নাম কী?

[A] লীলাবতী

[B] বামাদেবী

[C] মামল্লদেবী

[D] নন্দিনী

উত্তর:- [B] বামাদেবী।

95. জয়দেবের পত্নীর নাম কী?

[a)পদ্মাবতী

[B] দময়ন্তী

[C] শকুন্তলা

[D] সুবর্ণাক্ষী

উত্তর:- [a)পদ্মাবতী।

96. গীতগোবিন্দের মূল রস কী?

[A] শৃঙ্গার

[B] বীর

[C] হাস্য

[D] রৌদ্র

উত্তর:- [A] শৃঙ্গার।

97. গীতগোবিন্দ কী মূলক গীতিকাব্য?

[A] প্রেমমূলক

[B] ভক্তিমূলক

[C] বিরহমূলক

[D] নীতিমূলক

উত্তর:- [B] ভক্তিমূলক।

98. গীতগোবিন্দ রচনায় কবি কার দান স্বীকার করেন?

[A] পিতার

[B] মাতার

[C] পত্নীর

[D] ভাইয়ের

উত্তর:- [C] পত্নীর।

99. গীতগোবিন্দতে কতগুলি সর্গ আছে?

[A] দশটি

[B] এগারোটি

[C] বারোটি

[D] তেরোটি

উত্তর:- [C] বারোটি।

100. কবি জয়দেব কার সভাকবি ছিলেন?

[A] লক্ষ্মণ সেনের

[B] বল্লাল সেনের

[C] জায়াপীড়ের

[D] বিক্রমাদিত্যের

উত্তর:- [A] লক্ষ্মণ সেনের।

101. পাশ্চাত্যের কবি Macdonell গীতগোবিন্দকে কী বলেছেন?

[A] Lyrical Drama

[B] Drama

[C] Prose

[D] Poetry

উত্তর:- [A] Lyrical Drama

দশাবতারস্তোত্রম্ একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন প্রশ্ন উত্তর Class 11 Sanskrit Suggestion | West Bengal WBBSE Class XI  XI (Class 11th) Sanskrit Question and Answer Suggestion

1. জয়দেবের পিতা ও মাতার নাম কী?

উত্তর:- জয়দেবের পিতার নাম ভোজদেব ও মাতার নাম বামাদেবী।

2. বেদ কীভাবে রক্ষিত হয়েছিল? [সংসদ নমুনা প্রশ্ন ]

উত্তর:- প্রলয়কালে ভগবান বিষ্ণু মৎস্যের শরীর ধারণ করে [মীন অবতার] নৌকারূপী হয়ে সমুদ্রের জলে নিমজ্জিত হওয়া থেকে বেদকে রক্ষা করেছিলেন।

3. প্রলয়পয়োধিজলে ধৃতবান্ অসি বেদম্” কোন্ অবতার সম্বন্ধে বলা হয়েছে? [Class Xi Sanskrit Question Paper 2014)

উত্তর:- “প্রলয়পয়োধিজলে ধৃতবান্ অসি বেদম্” অংশে মীন বা মৎস্য অবতারের কথা বলা হয়েছে।

4. ধৃতবাণসি বেদম্’ বেদগুলির নাম কী কী?

উত্তর :- বেদগুলির নাম— ঋক্, সাম, যজুঃ ও অথর্ব।

5. দশাবতারস্তোত্রম্ কোন্ গ্রন্থ থেকে সংগৃহীত?

উত্তর:- দশাবতারস্তোত্রম্ কবি জয়দেবের ‘গীতগোবিন্দম্’ নামক কাব্য থেকে সংগৃহীত।

6. শ্রীকৃষ্মের চতুর্থ অবতার কী?

উত্তর:- শ্রীকৃষ্ণের চতুর্থ অবতার হলেন নৃসিংহ |

7. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ বলিকে ছলনা করেছিলেন?

উত্তর:- বামন অবতারে শ্রীকৃষ্ণ বলিকে ছলনা করেছিলেন।

8. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন?

উত্তর:- নৃসিংহ অবতারে শ্রীকৃষ্ণ হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন।

9. শ্রীকৃষ্ণের সংহারমূর্তিধারী একটি অবতারের নাম করো।

উত্তর:- শ্রীকৃষ্ণের সংহারমূর্তিধারী একটি অবতারের নাম হল পরশুরাম।

10. ভূপতি কে?

উত্তর:- ভূপতি হলেন ভৃগুর বংশধর পরশুরাম।

11. অদ্ভুতবামন শব্দে বামনকে অদ্ভুত বলার কারণ কি?

উত্তর:- বামন প্রথমে খর্বাকৃতি হলেও পরে অদ্ভুতভাবে বিশাল আকৃতি ধারণ করেছিলেন, তাই তাঁকে অদ্ভুত বলা হয়েছে।

12. নৃসিংহ অবতারে শ্রীকৃষ্ণ কী করেছিলেন?

উত্তর:- নৃসিংহ অবতারে শ্রীকৃষ্ণ হিরণ্যকশিপু নামে এক দৈত্যকে বধ করেছিলেন।

13. বামন অবতারে শ্রীকৃষ্ণ কী করেছিলেন?

উত্তর:- বামন অবতারে শ্রীকৃষ্ণ বলি নামে এক দৈত্যকে ছলনা করেছিলেন।

14. পরশুরাম অবতারে শ্রীকৃষ্ণ কী করেছিলেন?

উত্তর:- পরশুরাম অবতারে শ্রীকৃর ক্ষত্রিয়দের অত্যাচার থেকে পৃথিবীকে বাঁচিয়েছিলেন।

15. দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্ কার উদ্দেশ্যে বলা হয়েছে? [Class Xi Sanskrit Question Paper 2016)

উত্তর:- দলিতহিরণ্যকশিপুতনুভূঙ্গম্ বিন্নুর নরসিংহ অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে।

16. কোন্ অবতার রাম অবতারের সঙ্গে অবতীর্ণ হয়েছিলেন?

উত্তর:- পরশুরাম অবতার রাম অবতারের সঙ্গে অবতীর্ণ হয়েছিলেন।

17. বিক্রমণে’ পদের অর্থ কী?

উত্তর:- ‘বিক্রমণে’ পদের অর্থ হল ‘পা ফেলাতে’।

18স্নপয়সি’ পদের অর্থ কী?

উত্তর:- ‘স্নপয়সি’ পদের অর্থ হল ‘স্নান করিয়েছ’।

19. শ্বত! ধৃতনরহরিরূপ জয় জগদীশ হরে!” -এই অংশে দুটি অর্থে ‘হরি’ শব্দের ব্যবহার আছে। অর্থ দুটি কি কি?

উত্তর:- ‘নরহরি’ অংশে ‘হরি’ অর্থ সিংহ। ‘হরে’ হরি শব্দের সম্বোধনের রূপ এখানে হরি বলতে শ্রীকৃষ্মকে বোঝানো হয়েছে।

20. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ দৈত্যরাজ বলিকে ছলনা করেছিলেন?

উত্তর:- বামন অবতারে শ্রীকৃষ্ণ দৈত্যরাজ বলিকে ছলনা করেছিলেন।

21. কোন্ অবতারকে ‘অদ্ভুত’ বলা হয়েছে?

উত্তর:- বামন অবতারকে অদ্ভুত বলা হয়েছে |

22. কোন্ অবতারের নখকে ‘অদ্ভুত’ তীক্ষ্ণ বলা হয়েছে?

উত্তর:- নৃসিংহ অবতারের নখকে অদ্ভুত তীক্ষ্ণ বলা হয়েছে।

23. ভগবান বামনরূপে কাকে ছলনা করেছিলেন?

উত্তর:- ভগবান বামনরূপে দৈত্যরাজ বলিকে ছলনা করেছিলেন।

24. হিরণ্যকশিপুকে কে হত্যা করেছিলেন?

উত্তর:- নৃসিংহরূপধারী ভগবান শ্রীকৃষ্ণ হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন।

25. পয়সি পয়সি শমিতভবতাপম্” কোন্ অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে? [Class Xi Sanskrit Question Paper 2015)

উত্তর:- “পয়সি পয়সি শমিতভবতাপম্” উক্তিটি পরশুরাম অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে ।

26. পদনখনীরজনিতজনপাবন” কোন্ অবতার সম্পর্কে বলা হয়েছে? [Class Xi Sanskrit Question Paper 2017)

উত্তর:- “পদনখনীরজনিতজনপাবন” এই উক্তিটি বামন অবতার সম্পর্কে বলা হয়েছে।

27. রাম অবতারে শ্রীকৃষ্ণ রাবণকে হত্যা করে তার দশটি মুণ্ড কাদের উপহার দিয়েছিলেন?

উত্তর:- রাম অবতারে শ্রীকৃষ্ণ রাবণকে হত্যা করে দশটি মুণ্ড দশজন দিকপতিকে উপহার দিয়েছিলেন।

28. বিষ্ণুর ষষ্ঠ অবতার কে?

উত্তর:- বিষ্ণুর ষষ্ঠ অবতার হলে বলরাম।

29. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ বেদের পশুবধের বিধানগুলির নিন্দা করেছিলেন?

উত্তর:- বুদ্ধ অবতারে শ্রীকৃষ্ণ বেদের পশুবধের বিধানগুলির নিন্দা করেছিলেন।

30. বুদ্ধ অবতারে বিষ্ণু কী করেছিলেন?

উত্তর:- বুদ্ধ অবতারে বিষ্ণু বেদের পশুহত্যার নিয়মগুলির নিন্দা করেছিলেন।

31. दशमुखमौলি’ শব্দের অর্থ কী?

উত্তর:- দশমুখ শব্দের অর্থ রাবণ, মৌলি শব্দের অর্থ মুণ্ড। দুটি অর্থ মিলিয়ে সম্পূর্ণ অর্থ হল রাবণের মুন্ড

32. দিক্পতিকমনীয়ম্’ এখানে কমনীয় শব্দের অর্থ কী?

উত্তর:- ‘দিক্পতিকমনীয়ম্’ কথাটিতে কমনীয় শব্দের অর্থ আকাঙ্ক্ষিত।

33. দশমুখমৌলিবলি’ শব্দটি কোন্ অবতারের প্রসঙ্গে বলা হয়েছে?

উত্তর:- ‘দশমুখমৌলিবলি’ শব্দটি রাম অবতারের প্রসঙ্গে বলা হয়েছে।

34. কোন্ অবতারে বেদ নিন্দার কথা আছে?

উত্তর:- বুদ্ধ অবতারে বেদ নিন্দার কথা আছে।

35. বলি’ শব্দের অর্থ কী?

উত্তর:- ‘বলি’ শব্দের অর্থ হল উপহার।

36. জলদাভম্’ পদের অর্থ কী?

উত্তর:- ‘জলদাভম্’ পদের অর্থ হল মেঘবর্ণ অর্থাৎ নীলবর্ণ।

37. দশমুখমৌলিবলিমরমণীয়ম্” – এখানে কোন্ শব্দের অর্থ ‘উপহার’?

উত্তর:- উদ্ধৃতাংশের ‘বলি’ শব্দের অর্থ উপহার।

38. দিকপতি’ কাদের বলা হয়?

উত্তর:- দশদিকের অধিপতি ইন্দ্র, অগ্নি, বরুণ, বায়ু, কুবের, ব্রহ্মা প্রমুখকে দিকপতি বলা হয়।

39. কাকে, কেন ‘দশমুখ’ বলা হয়?

উত্তর:- রাক্ষসরাজ রাবণের দশটি মুখ ছিল বলে তাঁকে ‘দশমুখ’ বলা হয়।

40. রাম রাবণকে বধ করে তাঁর দশটি মাথা কী করেছিলেন?

উত্তর:- রাম রাবণকে বধ করে তাঁর দশটি মাথা মুক্ত ইন্দ্রাদি দশজন দিকপতিকে উপহার দিয়েছিলেন।

41. দশ অবতারের কোন্ রূপটি তোমার হৃদয়গ্রাহী বলে মনে হয়?

উত্তর:- সদয় ও হৃদয়বান বুদ্ধ অহিংসার বাণী প্রচার করে জগতের মহৎ উপকার করেছিলেন বলে ভগবানের বুদ্ধ অবতারকেই আমার হৃদয়গ্রাহী বলে মনে হয়।

42. হলধরঃ’ পদটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো।

উত্তর:- ‘হলধরঃ’ – হলং ধরতি যঃ সঃ [উপপদ তৎপুরুষ)।

43. বিষু কোন্ অবতারে ক্ষত্রিয় বধ করেছিলেন?

উত্তর:- পরশুরাম অবতারে বিষ্ণু পৃথিবীকে ক্ষত্রিয়শূন্য করেছিলেন।

44. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ তরবারি হতে ম্লেচ্ছদের নিধন করবেন?

উত্তর:- কল্কি অবতারে শ্রীকৃষ্ণ তরবারি হাতে ম্লেচ্ছদের নিধন করবেন।

45. করবাল’ শব্দের অর্থ কী?

উত্তর:- ‘করবাল’ শব্দের অর্থ হল খড়গ্ বা তরবারি।

46. শ্রীকৃষ্ণের শেষ অবতার কে?

উত্তর:- শ্রীকৃষ্ণের শেষ অবতার হলেন কল্কি।

47. উদিতমুদারম্’ এখানে ‘উদিতম্’ পদের অর্থ কী?

উত্তর:- ‘উদিতমুদারম্’ এখানে উদিতম্ পদের অর্থ হল বাণী।

48. কলয়সি’ পদের অর্থ কী?

উত্তর:- ‘কলয়সি’ পদের অর্থ হল ‘ধারণ করো’।

49. কোন্ অবতারে তরবারির কথা আছে?

উত্তর:- কল্কি অবতারে তরবারির কথা আছে।

50. শ্রীকৃষ্ণ কোন্ কোন্ অবতারে কোন্ দুই রাজাকে বধ করেছিলেন?

উত্তর:- শ্রীকৃষ্ণ নৃসিংহ অবতারে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে এবং রাম অবতারে রাক্ষসরাজ রাবণকে বধ করেছিলেন।

51. দশাবতারস্তোত্রম্’ -এর রচয়িতা কে?

উত্তর:- দশাবতারস্তোত্রম্-এর রচয়িতা হলেন কবি জয়দেব।

52. দশাবতারস্তোত্রম্’ -এর উৎস গ্রন্থটির নাম কী?

উত্তর:- ‘দশাবতারস্তোত্রম্’ -এর উৎস গ্রন্থটির নাম হল কবি জয়দেব বিরচিত ‘গীতগোবিন্দম্’।

53. গীতগোবিন্দম্’ কাব্যে কটি সর্গ আছে?

উত্তর:- ‘গীতগোবিন্দম্’ কাব্যে বারোটি সর্গ আছে।

54. গীতগোবিন্দম্’ কাব্যের প্রথম সর্গের নাম কী?

উত্তর:- ‘গীতগোবিন্দম্’ কাব্যের প্রথম সর্গের নাম ‘সামোদদামোদরঃ’

55. গীতগোবিন্দম্’ কোন্ শ্রেণির গীতিকাব্য?

উত্তর:- ‘গীতগোবিন্দম্’ ভক্তিমূলক গীতিকাব্য।

56. জয়দেব ছাড়া আর কোন্ কবি লক্ষ্মণসেনের সভা অলংকৃত করেছিলেন?

উত্তর:- জয়দেব ছাড়া কবি ধোয়ী লক্ষ্মণসেনের সভা অলংকৃত করেছিলেন।

57. শ্রীকৃষ্ণের দশ অবতারের প্রথম অবতার কী?

উত্তর:- শ্রীকৃষ্ণের দশ অবতারের প্রথম অবতার হলেন মৎস্য।

58. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ বেদকে প্রলয় সমুদ্রের জলে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিলেন?

উত্তর:- মৎস্য অবতারে শ্রীকৃষ্ণ বেদকে প্রলয় সমুদ্রের জলে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিলেন।

59. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ প্রলয় সমুদ্রের থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন?

উত্তর:- বরাহ অবতারে শ্রীকৃষ্ণ প্রলয় সমুদ্রের থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন।

60. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ নিজের পিঠে পৃথিবী ধারণ করেছিলেন?

উত্তর:- কূর্ম অবতারে শ্রীকৃষ্ণ নিজের পিঠে পৃথিবী ধারণ করেছিলেন।

61. কিণচক্র’ শব্দের অর্থ কী?

উত্তর:- ‘কিণচক্র’ শব্দের অর্থ গোলাকার ক্ষতচিহ্ন।

62. মৎস্য অবতারে শ্রীকৃষ্ণ কী করেছিলেন?

উত্তর:- মৎস্য অবতারে শ্রীকৃষ্ণ বেদকে প্লাবনের জলে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিলেন।

63. বিহিতবহিত্রচরিত্রম্’ কথাটিতে ‘বহিত্র’ শব্দের অর্থ কী?

উত্তর:- ‘বিহিতবহিত্রচরিত্রম্’ কথাটিতে ‘বহিত্র’ শব্দের অর্থ হল নৌকা।

64. কোন্ অবতারে বিশাল পৃষ্ঠদেশের কথা আছে?

উত্তর:- কূর্ম অবতারে বিশাল পৃষ্ঠদেশের কথা আছে।

65. কোন্ অবতারে দাঁতে করে পৃথিবী উদ্ধারের কথা আছে?

উত্তর:- বরাহ অবতারে দাঁতে করে পৃথিবী উদ্ধারের কথা আছে।

66. কোন্ অবতারে নৌকার কথা আছে?

উত্তর:- মৎস্য অবতারে নৌকার কথা আছে।

67. কার দশনশিখরে ধরণী লগ্না? [একাদশ বার্ষিক ২০১৬]

উত্তর:- শূকরের দশনশিখরে ধরণী লগ্না।

68. শ্রীজয়দেব রচিত গ্রন্থটির নাম কী?

উত্তর:- শ্রীজয়দেব রচিত গ্রন্থটির নাম ‘গীতগোবিন্দম্’।

69. গোবিন্দ’ বলতে কাকে বোঝানো হয়?

উত্তর:- ‘গোবিন্দ’ শব্দে শ্রীকৃষ্ণকে বোঝানো হয় শ্রীকৃষ্ণের এক নাম গোবিন্দ।

70. দশাবতারস্তোত্রে শ্রীকৃষ্ণের কোন্ নামগুলি উল্লিখিত হয়েছে?

উত্তর:- দশাবতারস্তোত্রে শ্রীকৃষ্ণের ‘কেশব’, ‘জগদীশ’ এবং ‘হরি’ এই তিনটি নাম উল্লিখিত হয়েছে।

71. কোন্ কোন্ অবতারে শ্রীকৃষ্ণ মানবেতর প্রাণীর রূপ ধারণ করেছিলেন?

উত্তর:- মৎস্য, কূর্ম ও বরাহ অবতারে শ্রীকৃষ্ণ মানবেতর প্রাণীর রূপ ধারণ করেছিলেন।

72. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ দুটি জীবের মিলিত রূপ ধারণ করেছিলেন?

উত্তর:- নরহরি বা নৃসিংহ অবতারে শ্রীকৃষ্ণ মানুষ ও সিংহের মিলিত রূপ ধারণ করেছিলেন।

73. দশাবতারস্তোত্রম্’ -এর বিষয়বস্তু কী? [সংসদ নমুনা প্রশ্ন ]

উত্তর:- ‘দশাবতারস্তোত্রম্’ -এ শ্রীকৃষ্ণের দশটি রূপ বা অবতার বর্ণনা করা হয়েছে।

74. কবি জয়দেব কোন্ রাজার সভাকবি ছিলেন?

উত্তর:- কবি জয়দেব রাজা লক্ষ্মণসেনের সভাকবি ছিলেন।

” দশাবতারস্তোত্রম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class XI  XI / WB Class 11 / WBBSE / Class 11 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 11 EXiam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন / একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ও উত্তর । Class 11 Sanskrit Suggestion / Class 11 Sanskrit  Question and Answer / Class 11 Sanskrit Suggestion / Class 11 Pariksha Sanskrit Suggestion / Sanskrit Class 11 EXiam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Sanskrit Suggestion FREE PDF Download)

দশাবতারস্তোত্রম্ প্রশ্ন উত্তর

(Class 11 Sanskrit Suggestion / West Bengal XI  XI Question and Answer, Suggestion / WBBSE Class 11th Sanskrit Suggestion / Class 11 Sanskrit  Question and Answer / Class 11 Sanskrit  Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Sanskrit  EXiam Guide / Class 11 Sanskrit  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 11 Sanskrit  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 11 Sanskrit  Suggestion FREE PDF Download) সফল হবে।

দশাবতারস্তোত্রম্ প্রশ্ন উত্তর

 দশাবতারস্তোত্রম্ Class 11 Sanskrit  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – দশাবতারস্তোত্রম্ প্রশ্ন ও উত্তর। দশাবতারস্তোত্রম্ MCQ প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – দশাবতারস্তোত্রম্ MCQ প্রশ্ন উত্তর।

একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তরদশাবতারস্তোত্রম্

একাদশ শ্রেণির সংস্কৃত দশাবতারস্তোত্রম্ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশাবতারস্তোত্রম্ Class 11 Sanskrit  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – দশাবতারস্তোত্রম্ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দশাবতারস্তোত্রম্ MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি সংস্কৃত | Class 11 Sanskrit 

একাদশ শ্রেণি সংস্কৃত (Class 11 Sanskrit ) – দশাবতারস্তোত্রম্ প্রশ্ন উত্তর | দশাবতারস্তোত্রম্ | Class 11 Sanskrit  Suggestion একাদশ শ্রেণি সংস্কৃতদশাবতারস্তোত্রম্ প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির সংস্কৃত – দশাবতারস্তোত্রম্ প্রশ্ন উত্তর | Class 11 Sanskrit  Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – দশাবতারস্তোত্রম্ | একাদশ শ্রেণীর সংস্কৃত – দশাবতারস্তোত্রম্ | একাদশ শ্রেণীর সংস্কৃত সহায়ক – দশাবতারস্তোত্রম্ প্রশ্ন ও উত্তর । Class 11 Sanskrit  Question and Answer, Suggestion | Class 11 Sanskrit  Question and Answer Suggestion | Class 11 Sanskrit  Question and Answer Notes | West Bengal Class 11th Sanskrit Question and Answer Suggestion.

WBBSE Class 11th Sanskrit  Suggestion | একাদশ শ্রেণীর সংস্কৃত দশাবতারস্তোত্রম্

একাদশ শ্রেণীর সংস্কৃত – দশাবতারস্তোত্রম্ MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 11 Sanskrit Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – দশাবতারস্তোত্রম্ প্রশ্ন ও উত্তর | দশাবতারস্তোত্রম্ । Class 11 Sanskrit  Question and Answer Suggestion.

WBBSE Class 11 Sanskrit  Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – দশাবতারস্তোত্রম্ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । দশাবতারস্তোত্রম্ | Class 11 Sanskrit  Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – দশাবতারস্তোত্রম্ প্রশ্ন ও উত্তর ।

WB Class 11 Sanskrit  Suggestion | একাদশ শ্রেণীর সংস্কৃত দশাবতারস্তোত্রম্ MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 11 Sanskrit  Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর সংস্কৃত – দশাবতারস্তোত্রম্ | Class 11 Sanskrit  Question and Answer একাদশ শ্রেণীর সংস্কৃত – দশাবতারস্তোত্রম্ প্রশ্ন ও উত্তর Class 11 Sanskrit  Question and Answer একাদশ শ্রেণীর সংস্কৃত – দশাবতারস্তোত্রম্ MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 11 Sanskrit  Suggestion | একাদশ শ্রেণীর সংস্কৃত দশাবতারস্তোত্রম্ MCQ প্রশ্ন উত্তর

Class 11 Sanskrit  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – দশাবতারস্তোত্রম্ MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Sanskrit  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর। West Bengal Class 11 Sanskrit Suggestion Download WBBSE Class 11th Sanskrit short question suggestion . Class 11 Sanskrit  Suggestion download Class 11th Question Paper Sanskrit. WB Class 11 Sanskrit suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.

দশাবতারস্তোত্রম্ একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 11 Sanskrit  Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 11 Sanskrit Suggestion with 100% Common in the EXiamination .Class XI  XI  Sanskrit  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 EXiam Class 11 Sanskrit  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 XI  XI  Sanskrit Suggestion is provided here. Class 11 Sanskrit  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

দশাবতারস্তোত্রম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর | Class 11 Sanskrit  Question and Answer with FREE PDF Download Link

দশাবতারস্তোত্রম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad