একাদশ শ্রেণীর সংস্কৃত : দশকুমারচরিতম্ প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th Sanskrit Question and Answer
দশকুমারচরিতম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer : দশকুমারচরিতম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 11th Sanskrit Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – দশকুমারচরিতম্ থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th XI XI Sanskrit EXiamination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন দশকুমারচরিতম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. সত্যবর্মার পিতার নাম কি ?
[A] সিতবর্মা
[B] ধর্মপাল
[C] রত্নোদ্ভব
[D] পদ্মদ্ভব
উত্তর:- [B] ধর্মপাল
2. সুশ্রুতের পিতার নাম কি ?
[A] সুমন্ত্র
[B] রত্নোদ্ভব
[C] পদ্মদ্ভব
[D] সুমিত্র
উত্তর:- [C] পদ্মদ্ভব
3. মালবদেশের রাজার নাম কি ?
[A] ঘনসার
[B] মানসার
[C] সিতবর্মা
[D] পদ্মদ্ভব
উত্তর:- [B] মানসার
4. মানসারের রাজধানীর নাম কি ?
[A] মগধ
[B] পাটলিপুত্র
[C] কাঞ্চি
[D] মালব
উত্তর:- [D] মালব
5. পুরন্দর কে ?
[A] ইন্দ্র
[B] বিষ্ণু
[C] ব্রহ্মা
[D] মহেশ্বর
উত্তর:- [A] ইন্দ্র
6. দন্ডি কোন রাজার সভাকবি ছিলেন ?
[A] নরবাহন
[B] নরপতি
[C] নরসিংহ
[D] নররাজ
উত্তর:- [C] নরসিংহ
7. রাজহংসের পত্নীর নাম হল ?
[A] লীলাবতী
[B] ভাগবতী
[C] বসুমতী
[D] শ্রীমতী
উত্তর:- [C] বসুমতী
8. পুষ্পপুরীর রাজা ছিলেন ?
[A] সত্যবর্মা
[B] রাজহংস
[C] রত্নোদ্ভব
[D] মানসার
উত্তর:- [B] রাজহংস
9. রাজহংসের ভূজদন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে ?
[A] সহ্য পর্বতকে
[B] বিন্ধ্য পর্বতকে
[C] মন্দর পর্বতকে
[D] কৈলাস পর্বতকে
উত্তর:- [C] মন্দর পর্বতকে
10. শত্রুদের সৈন্য সমাবেশের সঙ্গে তুলিত হয়েছে ?
[A] আকাশ
[B] বন্যা
[C] বন
[D] সমুদ্র
উত্তর:- [D] সমুদ্র
11. ‘দশকুমারচরিতম’ গ্রন্থটির রচয়িতা কে ?
[A] সুবন্ধু
[B] বানভট্ট
[C] দন্ডী
[D] কালিদাস
উত্তর:- [C] দন্ডী
12. ‘দশকুমারচরিতম’ কি ধরনের গ্রন্থ ?
[A] গদ্যসাহিত্যে
[B] গল্পসাহিত্য
[C] চম্পু
[D] কাব্য
উত্তর:- [A] গদ্যসাহিত্যে
13. দন্ডির লেখা কটি গদ্য সাহিত্যের পরিচয় আমরা পাই ?
[A] একটি
[B] দুটি
[C] তিনটি
[D] চারটি
উত্তর:- [B] দুটি
14. রাজহংস কোন দেশের রাজা ছিলেন ?
[A] কাঞ্চি
[B] পঞ্চাল
[C] মালব
[D] মগধ
উত্তর:- [D] মগধ
15. রাজহংসের রাজধানীর নাম কি ?
[A] কুসুমপুরী
[B] পুষ্পপুরী
[C] শোভাবতী
[D] ধর্মপুরী
উত্তর:- [B] পুষ্পপুরী
16. ‘শতধৃতি’ পদের দ্বারা কাকে উদ্দিষ্ট করা হয়েছে ?
[A] ব্রহ্মাকে
[B] বিষ্ণুকে
[C] মহেশ্বরকে
[D] ইন্দ্রকে
উত্তর:- [A] ব্রহ্মাকে
17. ‘অমরসরিৎ’ বলতে কি বোঝো ?
[A] ভাগবতী
[B] পদ্মা
[C] সরস্বতী
[D] মন্দাকিনী
উত্তর:- [D] মন্দাকিনী
18. ‘ত্রিবিক্রম’ শব্দের দ্বারা কাকে বোঝায় ?
[A] ইন্দ্র
[B] নারায়ণ
[C] বামন
[D] মহাদেব
উত্তর:- [C] বামন
19. ‘রত্নাকর’ কাকে বলা হয় ?
[A] জনৈক দস্যুকে
[B] গঙ্গাকে
[C] সমুদ্রকে
[D] শ্রেষ্ট পর্বতকে
উত্তর:- [C] সমুদ্রকে
20. যার দ্বারা সুবর্ণ পরীক্ষা করা হয় তাকে বলা হয় ?
[A] নিকাশ
[B] নিকষ
[C] বিকাশ
[D] নিকস
উত্তর:- [B] নিকষ
21. ‘ভট’ শব্দের অর্থ কী ?
[A] ভাট
[B] যোদ্ধা
[C] দূত
[D] সেনাপতি
উত্তর:- [B] যোদ্ধা
22. কন্দপ কে ?
[A] কার্তিক
[B] অহংকারী
[C] কামদেব
[D] মহাদেব
উত্তর:- [C] কামদেব
23. রাজা রাজহংসের কতজন মন্ত্রী ছিলেন ?
[A] দুইজন
[B] তিনজন
[C] চারজন
[D] পাঁচজন
উত্তর:- [B] তিনজন
24. সিতবর্মার কতজন পুত্র ছিল ?
[A] এক জন
[B] দুজন
[C] তিনজন
[D] পাঁচজন
উত্তর:- [B] দুজন
25. ধর্মপালের কতজন পুত্র ছিল ?
[A] একজন
[B] দুজন
[C] তিনজন
[D] চারজন
উত্তর:- [C] তিনজন
26. পদ্মদ্ভবের কতজন পুত্র ছিল ?
[A] একজন
[B] দুজন
[C] তিনজন
[D] চারজন
উত্তর:- [B] দুজন
27. মন্ত্রীপুত্রদের মধ্যে কে ধর্মপরায়ণ ছিলেন ?
[A] সুমতি
[B] সত্যবর্মা
[C] সুমন্ত্র
[D] সুমিত্র
উত্তর:- [B] সত্যবর্মা
28. মন্ত্রীপুত্রদের মধ্যে কে দুশ্চরিত্র ছিল ?
[A] কামপাল
[B] ধর্মপাল
[C] সিতবর্মা
[D] সত্যবর্মা
উত্তর:- [A] কামপাল
29. মন্ত্রী পুত্রদের মধ্যে কে বাণিজ্য করতে গিয়েছিলেন ?
[A] সুমিত
[B] সুমন্ত্র
[C] রত্নোদ্ভব
[D] পদ্মদ্ভব
উত্তর:- [C] রত্নোদ্ভব
30. কামপালের পিতার নাম কি ?
[A] সিতবর্মা
[B] পদ্মদ্ভব
[C] ধর্মপাল
[D] সত্যবর্মা
উত্তর:- [C] ধর্মপাল
দশকুমারচরিতম্ একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন প্রশ্ন ও উত্তর Class 11 Sanskrit Suggestion | West Bengal WBBSE Class XI XI (Class 11th) Sanskrit Question and Answer Suggestion
1. শতধৃতি শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? তিনি কোথায় অবস্থিত ছিলেন?
উত্তর:- শতধৃতি শব্দ দ্বারা ব্রহ্মাকে বোঝানো হয়েছে . তিনি শ্রীবিষ্ণুর নাভিপদ্মে অবস্থান করেছিলেন .
2. অমর শরিত বলতে কী বোঝো?
উত্তর:- অমর শরিত বলতে হয় গঙ্গা কে বোঝানো হয়েছে .
3. রাজহংসের যশকে কোন ফুলের শুভ্রতার সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর:- কুন্দ ফুল .
4. রাজহংসের কীর্তিকাহিনী কারা প্রকাশ করতেন?
উত্তর:- স্বর্গের তরুণী অপ্সরা গন . উদ্যানে ভ্রমণকালে গানের মাধ্যমে রাজবংশের কীর্তি প্রকাশ করতেন .
5. রাজহংসের মহির্ষীর নাম কি? তিনি কোন গুণ সম্পন্না?
উত্তর:- রাজহংসের মহর্ষির নাম বসুমতি . বসুমতি ছিলেন সুমতি, লীলাবতী ও কুলশেখর রমনী .
6. রত্নাকর কে?
উত্তর:- সমুদ্র .
7. দশকুমারচরিতম্ এইরূপ নামকরনের হল কেন?
উত্তর:- দশজন রাজপুত্র বা রাজপরিবারের যুবকদের বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনা আছে .
8. মহাকবি দণ্ডী কি জন্য বিখ্যাত?
উত্তর:- পদলালিত্যের জন্য .
9. পুস্পপুরী নগরীর অসংখ্য বিপণিতে কী ছিল?
উত্তর:- পুস্পপুরী নগরীর অসংখ্য বিপণিতে বিক্রয়ের জন্য অগণিত রত্নরাশি ছিল .
10. রাজহংস কে ছিলেন?
উত্তর:- মগধের রাজা রাজহংস সমুদ্রবেলাভূমির মেঘলাসদৃশ পৃথিবীর অধীশ্বর ছিলেন .
11. মগধরাজ ও মালবরাজের যুদ্ধের পরিনতি কী হয়েছিল?
উত্তর:- মগধরাজ ও মালবরাজের যুদ্ধে উভয়পক্ষের বহুসেনা হতাহত হয়েছিল .
12. দশকুমারচরিতম – এর কটি ভাগ আছে?
উত্তর:- দশকুমারচরিতম – এর মোট তিনটি ভাগ আছে পূর্বপীঠিকা, মূল অংশ এবং উত্তর পীঠিকা .
13. মগধরাজের মন্ত্রিদের নাম নাম কী?
উত্তর:- মগধরাজের মন্ত্রীদের নাম – ধর্মপাল, পদ্মোদ্ভব ও সিতবর্মা .
14. ত্রিবিক্রম – কোন দেবতার উপাধি?
উত্তর:- ত্রিবিক্রম – ভগবান বিষ্ণুর উপাধি .
15. দশকুমারচরিতম – এর পূর্বপীঠিকার প্রথম উচ্ছ্বাসের নামান্তর কী?
উত্তর:- দশকুমারচরিতম এর পূর্বপীঠিকার প্রথম উচ্ছ্বাসের নামান্তর ‘কুমারোৎপত্তিঃ . ‘
16. চতুরঙ্গ সেনা বলতে কী বোঝায়?
উত্তর:- চতুরঙ্গ সেনা বলতে বোঝায় রথ, অশ্ব, হস্তী ও পদাতিক .
17. দণ্ডীর রচনার বিশিষ্ট কী?
উত্তর:- দণ্ডীর রচনার বিশিষ্ট হল তাঁর পদলালিত্য .
18. মগধের রাজধানীর নাম কী ছিল? সেটি কেমন নগরী ছিল?
উত্তর:- মগধের রাজধানীর নাম ছিল পুস্পপুরী, সেটি সমস্ত নগরীর আদর্শ স্বরূপ ছিল .
19. মগধরাজার কয়জন মন্ত্রী আছে?
উত্তর:- তিনজন মন্ত্রী .
20. সিতবর্মার কয়জন পুত্র ছিল?
উত্তর:- দুইজন পুত্র ছিল .
21. মন্ত্রী পুত্রদের মধ্যে কে ধর্মপরায়ণ ছিল?
উত্তর:- সত্যবর্মা .
22. মন্ত্রী পুত্রদের মধ্যে কে উচ্ছৃখল ছিল?
উত্তর:- কামপাল .
23. কে বানিজ্যে নিপুন ছিল?
উত্তর:- রত্নোদ্ভব .
24. কে সমুদ্রযাত্রা করেছিল?
উত্তর:- রত্নোদ্ভব .
25. কে সংসারের অসারতা বুঝেছিলেন?
উত্তর:- সত্যবর্মা .
26. কে বিশ্বভ্রমণ করেছিল?
উত্তর:- কামপাল .
27. অনেকাকব শব্দের অর্থ কী?
উত্তর:- অনেক হাতি .
28. মন্ত্রী পুত্রদের মধ্যে কে কে পিতার মৃত্যুর পর মন্ত্রিত্ব গ্রহণ করেছিল
উত্তর:- সুমন্ত্র, সুমিত্র, সুশ্রুত, সুমতি .
29. পারাবার শব্দের অর্থ কী
উত্তর:- সমুদ্র .
30. ত্রিবিক্রম কার উপাধি?
উত্তর:- বিষ্ণুর উপাধি .
31. মগধরাজের মহিষীর নাম কী? তিনি কেমন নারী ছিলেন?
উত্তর:- মগধের মহিষীর নাম বসুমতী . তিনি ছিলেন শুভবুদ্ধি সম্পন্না, লীলাময়ী এবং নারী কুলের শ্রেষ্ঠ .
32. সমুৎকটমানসার পদের অর্থ কী?
উত্তর:- সমুৎকটমানসার পদের অর্থ যার মান বা অহংকার অত্যন্ত উৎকর্ষ বা উগ্র .
33. সত্যবর্মা কে ছিলেন? তিনি দেশ দেশান্তরে ভ্রমণ করতেন কেন?
উত্তর:- সত্যবর্মা ছিলেন মন্ত্রী সিতবর্মার কনিষ্ঠপুত্র . সংসারের অসারতার কারনে তিনি দেশ দেশান্তরে ভ্রমণ করতেন .
34. মগধরাজ, মালবরাজকে পরাজিত করার পর কী করলেন?
উত্তর:- পরাজিত করার পর মালবরাজকে জীবন্ত ধরে এনে আবার তাঁকে স্বরাজ্যে প্রতিষ্ঠিত করলেন .
35. মগধরাজ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের কীভাবে পালন করতেন?
উত্তর:- মগধরাজ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের যজ্ঞানুষ্ঠানের দক্ষিনা দ্বারা পালন করতেন .
36. সমুদ্র যাত্রা কে এবং কেন করেছিল?
উত্তর:- মন্ত্রী পদ্মোদ্ভবের কনিষ্ঠ পুত্র রথোদ্ভব বাণিজ্যের উদ্দেশ্য সমুদ্র যাত্রা করেছিলেন .
37. রাজহংস তাঁর ভুজদণ্ডের সাহায্যে কী করতেন?
উত্তর:- রাজহংস তাঁর ভুজদণ্ডের সাহায্যে সমুদ্ররূপ শত্রুপক্ষকে মন্থন করতেন .
38. বন্দী ও পরাজিত মালবরাজ কীভাবে স্বরাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন?
উত্তর:- স্বভাবে দয়ালু মগধরাজ দয়াপরাবশ হয়ে মালবরাজকে স্বরাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন .
39. শতধৃতি – কোন দেবতার উপাধি?
উত্তর :-?
40. “दशकुमाचरितम्”-এর রচয়িতা কে?
উত্তর:- কবি দণ্ডী .
41. দণ্ডীর রচনাবৈশিষ্ট্য কী?
উত্তর:- >দন্ডীর রচনাবৈশিষ্ট্য হল পদলালিত্য .
42. ”दशकुमाचरितम्” কী ধরনের কাব্য?
উত্তর:- গদ্যকাব্য .
43. ”दशकुमाचरितम्” কোন্ শ্রেণির গদ্যকাব্য?
উত্তর:- আখ্যায়িকা .
44. “दशकुमाचरितम्”-এর পূর্বপীঠিকার অন্তর্গত প্রথম উচ্ছ্বাসটির নাম কী?
উত্তর:- ‘কুমারোৎপত্তিঃ’ .
45. “ब्रह्माण्डच्छत्रदण्डः” [‘ব্রহ্মাণ্ডচ্ছত্রদণ্ডঃ’ . পদ দিয়ে শুরু শ্লোকটিতে কার বন্দনা করা হয়েছে?
উত্তর:- বিষ্ণুর চরণ বন্দনা করা হয়েছে .
46. মগধের রাজধানীর নাম কী?
উত্তর:- পুষ্পপুরী .
47. মগধের রাজার নাম কী?
উত্তর:- রাজহংস .
48. মগধরাজের রানির নাম কী?
উত্তর:- বসুমতী .
49. বসুমতী কে ছিলেন?
উত্তর:- মগধরাজ রাজহংসের রানি .
50. রাজহংসের নির্মল কীর্তির সঙ্গে তুলনীয় একটি বস্তুর নাম করো .
উত্তর:- কর্পূর .
51. মগধরাজ রাজহংসের কতজন মন্ত্রী ছিল?
উত্তর:- তিনজন মন্ত্রী ছিল .
52. পুষ্পপুরীর মাহাত্ম্যকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হত কেন?
উত্তর:- পুষ্পপুরী নগরীর সর্বত্র মণিমাণিক্য পাওয়া যেত বলে .
53. তেজস্বিতায় রাজহংসের সঙ্গে কার তুলনা করা হয়েছে?
উত্তর:- তেজস্বিতায় রাজহংসের সঙ্গে মধ্যগগনের সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে .
54. মগধরাজ রাজহংসের সৌন্দর্য কার সঙ্গে তুলনীয়?
উত্তর:- কামদেবের সঙ্গে .
55. মগধরাজ রাজহংসের বাহুদ্বয় কেমন ছিল?
উত্তর:- মন্দর পর্বতের মতো সুদৃঢ় .
56. মালবেশ্বর কে?
উত্তর:- রাজা মানসার .
57. রাজহংস কাকে পরাজিত করেছিলেন?
উত্তর:- মানসারকে .
58. মালবরাজের বিরুদ্ধে মগধরাজের কী ধরনের সৈন্যবল ছিল?
উত্তর:- চতুরঙ্গ সৈন্যবল ছিল .
59. ‘চতুরঙ্গ বল’ কী?
উত্তর:- হস্তী, অশ্ব, রথ ও পদাতিক বাহিনীকে একত্রে চতুরঙ্গ বল বলা হয় .
60. ‘পুরন্দর পুরাঙ্গনবনের’ অপর নাম কী?
উত্তর:- নন্দনকানন .
61. ‘পুরন্দরপুরের’ অপর নাম কী?
উত্তর:- অমরাবতী .
62. ‘পুরন্দরের অপর নাম কী?
উত্তর:- ইন্দ্র .
63. কোন্ মন্ত্রীপুত্র জগতের অসারতা বুঝে তীর্থযাত্রায় বেরিয়ে গিয়েছিলেন?
উত্তর:- সিতবর্মার পুত্র সত্যবর্মা জগতের অসারতা বুঝে তীর্থযাত্রার বেরিয়ে গিয়েছিলেন .
64. কোন্ মন্ত্রীপুত্র বখাটে-স্বভাবের ছিলেন?
উত্তর:- কামপাল বখাটে-স্বভাবের ছিলেন .
65. কোন্ মন্ত্রীপুত্র সমুদ্রযাত্রা করেছিলেন?
উত্তর:- পদ্মোদ্ভবের পুত্র রত্নোঙব সমুদ্রযাত্রা করেছিলেন .
66. মন্ত্রীপুত্রদের মধ্যে কে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন?
উত্তর:- সত্যবর্মা .
67. কীসের শব্দে সমুদ্রের গর্জনের অহংকারও খর্ব হয়ে গিয়েছিল?
উত্তর:- ভেরীর ঝংকারে .
68. ‘জীবগ্রাহম্’ শব্দের অর্থ কী?
উত্তর:- ‘জীবন্ত ধরে এনে’ .
69. একটি দিক্হস্তীর নাম বলো .
উত্তর:- ঐরাবত .
70. ‘বিয়ন্মধ্যহংসঃ’ শব্দের অর্থ কী?
উত্তর:- ‘মধ্যাত্ম সূর্য’ .
71. ‘অনেকপ’ শব্দের অর্থ কী?
উত্তর:- হাতি .
72. ‘ঘস্মর’ শব্দের অর্থ কী?
উত্তর:- শত্রুনাশক .
73. ‘ভুসুর’ শব্দের অর্থ কী?
উত্তর:- ব্রাহ্মণ .
74. ‘দন্ডাবল’ শব্দের অর্থ কী?
উত্তর:- হাতি .
75. ‘শস্ত্রাশস্ত্রি’ শব্দে কোন সমাস হয়েছে?
উত্তর:- ব্যতিহার বহুব্রীহি সমাস .
76. ‘হস্তাহস্তি’ শব্দে কোন সমাস হয়েছে?
উত্তর:- ব্যতিহার বহুব্রীহি সমাস .
উত্তর:- শতধৃতি ব্রহ্মার উপাধি .
77. পদ্মোদ্ভবের কতজন পুত্র ছিল এবং তাদের নাম কী?
উত্তর:- পদ্মোদ্ভবের দুজন পুত্র ছিল, তাদের নাম – সুশ্রৃত ও রত্নোদ্ভব .
78. সিতববর্মার কতজন পুত্র ছিল? তাদের নাম কী?
উত্তর:- সিতবর্মার দুজন পুত্র ছিল, তাদের নাম সত্যবর্মা এবং সুমতি .
79. দণ্ডী কার প্রপৌত্র?
উত্তর:- দণ্ডী ভারবির প্রপৌত্র .
80. আয়ুধম শব্দটির সংস্কৃত প্রতিশব্দ লেখো .
উত্তর:- আয়ুধম শব্দটির সংস্কৃত প্রতিশব্দ অস্ত্রম .
81. শরদিন্দুকুন্দঘনসার – এখানে শরদিন্দু শব্দের অর্থ লেখো .
উত্তর:- দশকুমারচরিতের প্রথম উচ্ছ্বাসের বর্ণিত শরদিন্দু শব্দের অর্থ হল – শরৎকালের চন্দ্র .
82. তস্য বসুমতী নাম …রমনী বভূব – কার রমনীর কথা বলা হয়েছে? রমণী পদটির একটি সংস্কৃত প্রতিশব্দ লেখো .
উত্তর:- দশকুমারচরিতের প্রথম উচ্ছ্বাসে রাজা রাজহংসের পত্নীর কথা এখানে বলা হয়েছে .
রমণী – পদের একটি সংস্কৃত প্রতিশব্দ হল নারী .
83. মন্ত্রী পুত্রদের মধ্যে ধর্মশীল কে ছিলেন?
উত্তর:- মন্ত্রী পুত্রদের মধ্যে ধর্মশীল ছিলেন সত্যবর্মা .
84. মন্ত্রী পুত্রদের মধ্যে দুর্বিনীত কে ছিলেন?
উত্তর:- মন্ত্রী পুত্রদের মধ্যে দুর্বিনীত ছিলেন কামপাল .
85. কন্দর্পসৌন্দর্য – এখানে কার কথা বলা হয়েছে? কন্দর্প সৌন্দর্য কী?
উত্তর:- এখানে রাজহংসের কথা বলা হয়েছে . কন্দর্পসৌন্দর্য এর মানে অপরূপ সৌন্দর্য .
86. তত্র…ভুজদন্ডঃ উৎস কী, কার কথা বলা হয়েছে?
উত্তর:- আলোচ্য উদ্ধৃতিটি দণ্ডীর দশকুমারচরিতম নামক গদ্যকাব্যের অন্তর্গত . এখানে মগধরাজ রাজহংসের কথা বলা হয়েছে .
87. দশকুমারচরিতম্ কোন শ্রেণীর কাব্য?
উত্তর:- দণ্ডী রচিত দশকুমারচরিতম্ আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য .
88. দশকুমারচরিতম্ কাব্যটি কয় ভাগে বিভক্ত?
উত্তর:- দশকুমারচরিতম্ কাব্যটি পূর্ব পীঠিকা ও উত্তর পীঠিকা অংশে বিভক্ত . পূর্বপীঠিকায় রয়েছে পাঁচটি বিভাগ বা উচ্ছ্বাস আছে এবং উত্তরপীঠিকায় রয়েছে আটটি উচ্ছ্বাস .
89. দশকুমারচরিতম্ কাব্যটির বিভাগ গুলি কি নামে পরিচিত?
উত্তর:- দশকুমারচরিতম্ কাব্যটির বিভাগগুলি উচ্ছাস নামে পরিচিত .
90. দশকুমারচরিতম্ কাব্যটির প্রথম উচ্ছাস এর নাম কি?
উত্তর:- কুমারোৎপত্তি .
91. দশকুমারচরিতম্ কাব্যটির মূল বিষয়বস্তু কি?
উত্তর:- দশকুমারের জীবন কাহিনী হল এই কাব্যের বিষয়বস্তু .
92. দশকুমারচরিতম্ কাব্যের দশ কুমারের নাম কি?
উত্তর:- i . রাজবাহন,ii . সোমদত্ত,iii . পুষ্পোদ্ভব,iv . অপহারবর্মা,v . উপহারবর্মা, vi . মন্ত্রগুপ্ত,vii . মিত্রগুপ্ত,viii . অর্থপাল, ix . প্রমতি, x . বিশ্রুত .
93. দণ্ডী রচিত অপর একটি কাব্যের নাম লেখ?
উত্তর:- কাব্যাদর্শ .
94. দন্ডীর দশকুমারচরিতম্ কোন দেবতার স্তুতি করা হয়েছে?
উত্তর:- শ্রীবিষ্ণুর স্তুতি করা হয়েছে .
95. দণ্ডীর পিতা মাতার না কী?
উত্তর:- পিতার নাম বীরদত্ত ও মাতার নাম গৌরীদেবী .
96. মগধরাজার নাম কী?
উত্তর:- রাজহংস .
97. শতধৃতি শব্দের অর্থ কী?
উত্তর:- ব্রহ্মা .
98. ক্ষৌণি শব্দের অর্থ কী?
উত্তর:- পৃথিবী .
99. মগধের রাজধানীর নাম কী?
উত্তর:- পুষ্পপরী .
100. রাজহংসের সৌন্দর্যকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর:- কামদেবের সঙ্গে তুলনা করা হয়েছে .
101. ধর্মপালের পুত্রদের নাম কি?
উত্তর:- সুমন্ত্র,সুমিত্র ও কামপাল .
102. কে ব্যবসা-বাণিজ্যের জন্য সমুদ্র যাত্রা করেছিলেন?
উত্তর:- রত্নোদ্ভব .
103. রাজহংসের বাহু দুটিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর:- রাজহংসের বাহু দুটিকে মন্দার পর্বত এর সঙ্গে তুলনা করা হয়েছে .
104. পুরন্দর কে?
উত্তর:- দেবরাজ ইন্দ্র কে বলা হয় .
105. দশকুমারচরিতম্ কাব্যের কয়টি উচ্ছ্বাস রয়েছে?
উত্তর:- মোট তেরোটি রয়েছে . প্রথমটি পাঠ্যসূচির অন্তর্গত .
106. দশকুমারচরিতম্ কাব্যে মঙ্গলাচরণ শ্লোকে কোন দেবতা স্তুতি করা হয়েছে?
উত্তর:- বিষ্ণু দেবতার .
” দশকুমারচরিতম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class XI XI / WB Class 11 / WBBSE / Class 11 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 11 EXiam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন / একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ও উত্তর । Class 11 Sanskrit Suggestion / Class 11 Sanskrit Question and Answer / Class 11 Sanskrit Suggestion / Class 11 Pariksha Sanskrit Suggestion / Sanskrit Class 11 EXiam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Sanskrit Suggestion FREE PDF Download)
দশকুমারচরিতম্ প্রশ্ন ও উত্তর
(Class 11 Sanskrit Suggestion / West Bengal XI XI Question and Answer, Suggestion / WBBSE Class 11th Sanskrit Suggestion / Class 11 Sanskrit Question and Answer / Class 11 Sanskrit Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Sanskrit EXiam Guide / Class 11 Sanskrit Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 11 Sanskrit Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 11 Sanskrit Suggestion FREE PDF Download) সফল হবে।
দশকুমারচরিতম্ প্রশ্ন ও উত্তর
দশকুমারচরিতম্ Class 11 Sanskrit Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্ প্রশ্ন ও উত্তর। দশকুমারচরিতম্ MCQ প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্ MCQ প্রশ্ন উত্তর।
একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – দশকুমারচরিতম্
একাদশ শ্রেণির সংস্কৃত দশকুমারচরিতম্ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশকুমারচরিতম্ Class 11 Sanskrit Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – দশকুমারচরিতম্ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দশকুমারচরিতম্ MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি সংস্কৃত | Class 11 Sanskrit
একাদশ শ্রেণি সংস্কৃত (Class 11 Sanskrit ) – দশকুমারচরিতম্ প্রশ্ন ও উত্তর | দশকুমারচরিতম্ | Class 11 Sanskrit Suggestion একাদশ শ্রেণি সংস্কৃত – দশকুমারচরিতম্ প্রশ্ন উত্তর।
একাদশ শ্রেণির সংস্কৃত – দশকুমারচরিতম্ প্রশ্ন উত্তর | Class 11 Sanskrit Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্ | একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্ | একাদশ শ্রেণীর সংস্কৃত সহায়ক – দশকুমারচরিতম্ প্রশ্ন ও উত্তর । Class 11 Sanskrit Question and Answer, Suggestion | Class 11 Sanskrit Question and Answer Suggestion | Class 11 Sanskrit Question and Answer Notes | West Bengal Class 11th Sanskrit Question and Answer Suggestion.
WBBSE Class 11th Sanskrit Suggestion | একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্
একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্ MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 11 Sanskrit Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্ প্রশ্ন ও উত্তর | দশকুমারচরিতম্ । Class 11 Sanskrit Question and Answer Suggestion.
WBBSE Class 11 Sanskrit Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । দশকুমারচরিতম্ | Class 11 Sanskrit Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্ প্রশ্ন ও উত্তর ।
WB Class 11 Sanskrit Suggestion | একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্ MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 11 Sanskrit Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্ | Class 11 Sanskrit Question and Answer একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্ প্রশ্ন ও উত্তর Class 11 Sanskrit Question and Answer একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্ MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 11 Sanskrit Suggestion | একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্ MCQ প্রশ্ন ও উত্তর
Class 11 Sanskrit Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – দশকুমারচরিতম্ MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Sanskrit Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর। West Bengal Class 11 Sanskrit Suggestion Download WBBSE Class 11th Sanskrit short question suggestion . Class 11 Sanskrit Suggestion download Class 11th Question Paper Sanskrit. WB Class 11 Sanskrit suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.
দশকুমারচরিতম্ একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class 11 Sanskrit Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 11 Sanskrit Suggestion with 100% Common in the EXiamination .Class XI XI Sanskrit Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 EXiam Class 11 Sanskrit Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 XI XI Sanskrit Suggestion is provided here. Class 11 Sanskrit Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
দশকুমারচরিতম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer with FREE PDF Download Link
দশকুমারচরিতম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer