একাদশ শ্রেণীর বাংলা : ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী  প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th Bengali Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

একাদশ শ্রেণীর বাংলা : ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী  প্রশ্ন উত্তর | WBBSE Class 11th Bengali Question and Answer

ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী  একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer : ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী  একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 11th Bengali Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী  থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th XI  XI Bengali EXiamination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. সৌখীর ছেলের বয়স কত?

[A] চার. পাঁচ বছর

[B] সাত. আট বছর

[C] দশ. এগারো বছর

[D] দুই. তিন বছর

উত্তর:- [A] চার. পাঁচ বছর

2. সৌখির মা আগে ছিল কী?

[A] ডাকাতের বউ

[B] ডাকাতের মা

[C] ডাকাতের ছেলে

[D] ডাকাত

উত্তর:- [A] ডাকাতের বউ

3. জেলের ঠিকাদারের কাছ থেকে সৌখী কত টাকা রোজগার করে এনেছিল?

[A] ৫০ টাকা

[B] ৬০ টাকা

[C] ৭০ টাকা 

[D] ৯০ টাকা

উত্তর:- [D] ৯০ টাকা

4. সৌখী টাকা কোথায় রেখেছিল ?

[A] মানিব্যাগে

[B] কোমরের বটুয়ায়

[C] মায়ের কাছে

[D] কোনোটাতেই নয়

উত্তর:- [B] কোমরের বটুয়ায়

5. “ এর আগেরবার সৌখী জেল থেকে এনেছিল ” –

[A] একটি থালা

[B] একটি জামা

[C] একটি কম্বল

[D] একটি চাদর

উত্তর:- [C] একটি কম্বল

6. জেলে থাকাকালীন সৌখীর ডিউটি ছিল—

[A] গুদামে

[B] রান্নাঘরে

[C] বাগানে

[D] খামারে

উত্তর:- [A] গুদামে

7. দোকানদার নগদ কত দামে সৌখীর মায়ের কাছ থেকে পেশকারের ঘটিটি কিনেছে ?

[A] চোদ্দো আনায়

[B] বারো আনায়

[C] দশ আনায়

[D] ষোলে আনায়

উত্তর:- [A] চোদ্দো আনায়

8. ডাকাতের মায়ের ছেলের নাম কী ?

[A] সৌখী

[B] মহিম

[C] সাদিয়া

[D] রহিম

উত্তর:- [A] সৌখী

9. জেলে থাকাকালীন সৌখীর ডিউটি ছিল—

[A] গুদামে

[B] রান্নাঘরে

[C] বাগানে

[D] খামারে

উত্তর:- [B] রান্নাঘরে

10.“ পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয় । ” এখানে যার কথা বলা হয়েছে—

[A] সৌখীর মা

[B] সৌখীর বউ

[C] সৌখী

[D] সৌখীর বাবা

উত্তর:- [A] সৌখীর মা

11. “ এর আগেরবার সৌখী জেল থেকে এনেছিল ” –

[A] একটি থালা

[B] একটি জামা

[C] একটি কম্বল

[D] একটি চাদর

উত্তর:- [C] একটি কম্বল

12. জেলের ঠিকাদারের কাছ থেকে সৌখী রোজগার করে এনেছিল –

[A] নব্বই টাকা

[B] পঁচাত্তর টাকা

[C] পঁচাশি টাকা

[D] সত্তর টাকা

উত্তর:- [A] নব্বই টাকা

13. সৌখীর মা কার বাড়ি থেকে চুরি করেছিল ?

[A] পেশকার সাহেবের বাড়ি

[B] ধনীর বাড়ি

[C] দত্তবাড়ি

[D] রাজমিস্ত্রির বাড়ি

উত্তর:- [A] পেশকার সাহেবের বাড়ি

14. সৌখী টাকা কোথায় রেখেছিল ?

[A] মানিব্যাগে

[B] কোমরের বটুয়ায়

[C] মায়ের কাছে

[D] কোনোটাতেই নয়

উত্তর:- [B] কোমরের বটুয়ায়

15. দোকানদার নগদ কত দামে সৌখীর মায়ের কাছ থেকে পেশকারের ঘটিটি কিনেছে ?

[A] চোদ্দো আনায়

[B] বারো আনায়

[C] দশ আনায়

[D] ষোলে আনায় 

উত্তর:- [A] চোদ্দো আনায়

16. দারোগার সঙ্গে যাবার সময় খাটিয়ার উপর  সৌখী কী রেখে গেল ?

[A] তার ছেলের জন্য আনা খেলনা

[B] তার গায়ের পুরনো কম্বল

[C] তার বউয়ের জন্য আনা শাড়ি

[D] কোমর থেকে বার করা বটুয়া

উত্তর:- [D] কোমর থেকে বার করা বটুয়া

17. সৌখীর ছেলের বয়স কত ?

[A] চার – পাঁচ বছর

[B] আট – নয় বছর

[C] দু’বছর

[D] সাত – আট বছর

উত্তর:- [A] চার – পাঁচ বছর 

18. ডাকাতের মায়ের ছেলের নাম কী ?

[A] সৌখী

[B] মহিম

[C] সাদিয়া

[D] করিম

উত্তর:- [A] সৌখী

19. সৌখীদের বাড়ির বাইরে কোন ফলের গাছ ছিল?

[A] আম

[B] পেয়ারা

[C] লেবু

[D] নোনা আতা

উত্তর:- [D] নোনা আতা

20. ”লোটা হলো বাড়ির লক্ষী” . বক্তা কে?

[A] পেশকারের স্ত্রী

[B] দারোগা সহ্যের

[C] সৌখির মা

[D] মাতাদিন পেশকার

উত্তর:- [A] পেশকারের স্ত্রী

21. সৌখীর মায়ের বেয়াই এর কয়টি মোষ ছিল?

[A] একটি

[B] দুটি

[C] তিনটি

[D] চারটি

উত্তর:- [B] দুটি

22. সৌখী কাকে ঘুষ দিয়েছিল?

[A] জেলার সাহেবকে

[B] লাট সাহেবকে

[C] চৌকিদারকে

[D] হেড জমাদার সাহেবকে

উত্তর:- [D] হেড জমাদার সাহেবকে

23. সৌখীর মা কী বিক্রি করে জীবন কাটায়?

[A] দই

[B] করে

[C] খই মুড়ি

[D] ধান

উত্তর:- [C] খই মুড়ি

24. দলের লোকেরা কয় বছর সৌখীর মাকে টাকা পাঠিয়েছিল?

[A] এক বছর

[B] দুই বছর

[C] তিন বছর

[D] চার বছর

উত্তর:- [B] দুই বছর

25. ”চোরাই মাল জেনেই কিনেছিস” – বক্তা কে?

[A] সৌখির মা

[B] মাতাদিন পেশকার

[C] দারোগা

[D] দোকানদার

উত্তর:- [B] মাতাদিন পেশকার

26. ”ওকে ছেড়ে দিন দারোগা সাহেব”. বক্তা কে?

[A] সৌখি

[B] সৌখির মা

[C] সৌখির বাবা

[D] সোয়াইখির বৌ

উত্তর:- [B] সৌখির মা

27. ”পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়”. এখানে কার কথা বলা হয়েছে?

[A] সৌখির

[B] সৌখির মায়ের

[C] সৌখির বাবার

[D] সৌখির বৌয়ের

উত্তর:- [B] সৌখির মায়ের

28. “বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে”. উক্তিটি কার?

[A] পেশকার সাহেবের

[B] সৌখির মায়ের

[C] সৌখির

[D] সৌখির বৌয়ের

উত্তর:- [B] সৌখির মায়ের

29. হাতি পাকে পড়লে কে লাথি মারে?

[A] স্যাপ

[B] টিকটিকি

[C] ব্যাং

[D] মানুষ

উত্তর:- [C] ব্যাং

30. “ঘুম আর আসতে চায়না”. এখানে কার কথা বলা হয়েছে?

[A] সৌখির

[B] সৌখির মায়ের

[C] সৌখির বাবার

[D] সৌখির বৌয়ের

উত্তর:- [B] সৌখির মায়ের

31. টকটক করে টোকার শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে কে এসেছে?

[A] সৌখী নিজে এসেছে

[B] সৌখীর বাপ এসেছে

[C] দলের লোক টাকা দিতে

[D] পুলিশের লোক এসেছে

উত্তর:- [D] পুলিশের লোক এসেছে

32. “ডাকাতের মায়ের ঘুম পাতলা না হলে চলে না”. কেন?

[A] ছেলে ডাকাতি করে রাতে ফিরে

[B] দরজায় সামান্য আওয়াজে যাতে ঘুম ভেঙে যায়

[C] পুলিশ এলে যাতে সতর্ক হওয়া যায়

[D] উপরের সবগুলো ঠিক

উত্তর:- [D] উপরের সবগুলো ঠিক

33. কে জেল দেখতে গিয়েছিলেন?

[A] বড় সাহেব

[B] লাট সাহেব

[C] বড়বাবু

[D] ছোটবাবু

উত্তর:- [B] লাট সাহেব

একাদশ শ্রেণীর Leela’s Friend গল্পটির প্রশ্ন. উত্তরের জন্য এখানে click  করুন।

34. কাছারির ঘড়িতে কটা বাজে ?

[A] রাত  তিনটে

[B] রাত  দুটো

[C] রাত  একটা

[D] রাত চারটা

উত্তর:- [B] রাত  দুটো

35. সৌখির ক’বছর হল জেলে গিয়েছে?

[A] সাত বছর

[B] ছয় বছর

[C] পাঁচ বছর

[D] চার বছর

উত্তর:- [C] পাঁচ বছর

ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী একাদশ শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন উত্তর Class 11 Bengali Suggestion | West Bengal WBBSE Class XI  XI (Class 11th) Bengali Question and Answer Suggestion

1. “ ভোরে উঠেই কি ছেলেকে বলা যায় ” —ছেলেকে কী বলা যায় না ?

উত্তর:- সৌখী দীর্ঘদিন ধরে জেল খেটে বাড়ি এসেছে । ভোরে ওঠেই একথা বলা সমীচীন হবেনা সৌখী পয়সা দিলে তার মা খাবারের ব্যবস্থা করবে ।

2. “ আইনের ধারায় স্পষ্ট লেখা আছে । ” কী স্পষ্ট লেখা আছে ?

উত্তর:- সতীনাথ ভাদুড়ীর ‘ ডাকাতের মা ’ গল্পে উদ্ধৃতাংশে বলা হয়েছে চুরির খবর পুলিশকে না জানালে তার পরিণামে জেলও হতে পারে ।

3. “ সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা । ” বুড়ির মস্ত ভাবনা কী ?

উত্তর:- সৌখী দীর্ঘদিন জেল খেটে বাড়ি ফিরেছে । সৌখীকে তার মা কী খেতে দিবে — এটাই ছিল তার কাছে মস্ত ভাবনা ।

4. “ ঘটি দেখেই তার খটকা লাগল । ” কার খটকা লাগল ?

উত্তর:- ‘ ডাকাতের মা ’ গল্পে প্রশ্নোধৃত অংশে ঘটি দেখে মাতাদীন পেশকারের খটকা লাগল ।

5. “ নিজের হাতে নিজের জিব কেটে ফেলেছিল । ” কে , কেন জিব কেটে ফেলেছিল ?

উত্তর:- সৌখীর বাবা যে দলের ডাকাতি করতো তাদের মধ্যে একজন আহত হয় , পুলিশ তাকে জেরা করতে পারে ভেবে সে নিজের জিব কেটে ফেলে ।

6.”দুনিয়ায় বিশ্বাস করবে কাকে”. কে এই উক্তিটি করেছে ?একথা বলার কারণ কী?

 উত্তর:- সতীনাথ ভাদুড়ীর লেখা ‘ডাকাতের মা’ গল্পে উদ্ধৃত উক্তিটি করেছেন সৌখির মা। কারণ পুলিশের ভয় নেই কিন্তু কোনো ছেলে লোভে পড়ে যেকোনো কাজ করতে পারে। তাদের বিশ্বাস করা যায় না। তাই তিনি একথা বলেছেন।

7. “কি কপাল নিয়ে এসেছিল”. কে এই কথা বলেছে? কার সম্পর্কে একথা বলা হয়েছে ?

উত্তর:- সতীনাথ ভাদুড়ীর লেখা ‘ডাকাতের মা’ গল্পে উদ্ধৃত উক্তিটি করেছেন সৌখির মা। সৌখীর নাবালক ছেলে সম্পর্কে কথা সে বলেছে।

8. তার নাকি দুবেলা ভাত জোটে না এখানে কার কথা বলা হয়েছে দুবেলা ভাত না জোটার কারণ কী?

 উত্তর:- ডাকাতের মা গল্পের উদ্ধৃতাংশে সৌখীর চার. পাঁচ  বছরের ছেলের কথা বলা হয়েছে।  ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে সৌখী। ফলে তার পরিবার চরম অর্থাভাবে পরে। তার নাবালক ছেলে না খেয়ে রোগা হয়ে যায়।

9. “ঘুম আর আসতে চায়না”. কার ঘুম আসতে চায়না? ঘুম না আসার কারণ কী?

উত্তর:- সতীনাথ ভাদুড়ীর লেখা “ডাকাতের মা” গল্পে সৌখীর মায়ের ঘুম না আসার কথা বলা হয়েছে। কারণ তার ছেলে যখন. তখন রাত্রে বাড়ি ফেরে। তাই দরজায় কখন টোকা পড়বে সেই ভাবনাতে সৌখীর মায়ের ঘুম আসতে চায় না। কারণ একবার দেরিতে দরজা খোলায় সৌখী চরম মার মেরেছিল তার মাকে।

10. “হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে”. উক্তিটি কে করেছেন?

 উত্তর:- সতীনাথ ভাদুড়ীর লেখা ডাকাতের মা গল্পে উদ্ধৃত উক্তিটি করেছেন সৌখীর মা।

11. “বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে”. কেন ?

উত্তর:- সৌখী পাঁচ বছর আগে জেলে গিয়েছিল।  ফলে তার পরিবারের অবস্থা শোচনীয় হয়ে পড়ে । তার মা ছেলের চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। তাই বহুদিন পর সৌখী জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলে, বুড়ি আনন্দ ধরে রাখতে না পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে।

12. “ছেলে ছেলে করে মরে সৌখী”. কে কোন প্রসঙ্গে এ উক্তি করেছে?

 উত্তর:- “ডাকাতের মা”. গল্পে উদ্ধৃত উক্তিটি করেছেন সৌখীর মা। কারণ জেল থেকে ফিরে সৌখী বাড়ির কোনো খবর না নিয়ে শুধু তার ছেলের সংবাদ জানতে চেয়েছিল।

13. “দারোগাসাহেব মেয়েমানুষকে নিয়ে টানাটানি করছ কেন”. বক্তা কে? মেয়ে মানুষ কে?

 উত্তর :- সতীনাথ ভাদুড়ীর লেখা ‘ডাকাতের মা’ গল্পে উদ্ধৃত  উক্তিটি করেছেন সৌখী।  এখানে মেয়েমানুষ বলতে সৌখীর মায়ের কথা বলা হয়েছে।

14. “ডাকাতের মায়ের ঘুম পাতলা না হলে চলে না”. কেন ?

উত্তর:- যেকোনো সময় দলের লোক টাকা দিতে আসতে পারে অথবা পুলিশ আসতে পারে এমনকি হঠাৎ তার ছেলেও বাড়ি ফিরতে পারে। তাই ডাকাতের মায়ের ঘুম পাতলা হওয়া চাই।

15. “চোরাই মাল জেনেই কিনেছিস”. কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করে ?

উত্তর:- সতীনাথ ভাদুড়ীর লেখা ‘ডাকাতের মা’ গল্পের মাতাদিন পেশকার সাহেব বাসনের দোকানদারকে উদ্দেশ্য করে এই মন্তব্য করে।

16. “আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে”. কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করে?

 উত্তর সতীনাথ ভাদুড়ীর লেখা ‘ডাকাতের মা’ গল্পে সৌখী   দারোগাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করে।

17. “তার আসল দরকার অপরাধী কে নিয়ে”. একথা বলার কারণ কী?

 উত্তর:- দারোগাবাবু ন্যায়. অন্যায় বোঝেন না, সত্য. মিথ্যা যাচাই করেন না। তার দরকার শুধুমাত্র আসল অপরাধীকে নিয়ে । কিন্তু তিনি জানেন না আসল অপরাধী সৌখী নন।

18. বছরখানেক পরে জেল থেকে ছাড়া পেয়ে সৌখী কী করবে বলে মায়ের ধারণা হয়েছিল ?

উত্তর:- সৌখীর মায়ের ধারণা হয়েছিল বছরখানেক পরে জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর সৌখী তার বউকে রুপোর গয়নায় মুড়িয়ে দিয়ে পাড়ার লোকদের দেখিয়ে দেবে সৌখীর মায়ের নাতি পথের ভিখারি নয় ।

19. “ঘটি দেখেই তার খটকা লাগল।”—কার খটকা লাগল? খটকা দূর হল কীভাবে?

উত্তর:- দোকানদারের দেওয়াঘটিটি দেখেমাতাদিন পেশকারের খটকা লাগল।

চোখে চশমালাগানাের পর মাতাদিন যখন ঘটিটিরনীচেতার নিজের ঘটিটি মতােই তারাচিহ্ন আঁকা রয়েছে দেখতে পেলেন, তখনই খটকা দূর হল তার।

20. “লােটা হল বাড়ির লক্ষ্মী”—এ কথা কে, কাকে বলেছিল?

উত্তর:-  মাতাদিন পেশকারের স্ত্রী তাকে এ কথা বলেছিল।

21. “পেশকারসাহেব বড়াে খুঁতখুঁতে।”—কী ব্যাপারে?

উত্তর:- পেশকারসাহেব তার ললাটা সম্বন্ধে খুব খুঁতখুঁতে, খুরাে. দেওয়া বড়াে সাইজের মুখের লােটার জন্যই তঁার এই খুঁতখুঁতে স্বভাব।

22. ”ডাকাতের মায়ের ঘুম পাতলা না হলে চলে না”. কেন ?

উত্তর:- যেকোনো সময় দলের লোক টাকা দিতে আসতে পারে অথবা পুলিশ আসতে পারে এমনকি হঠাৎ তার ছেলেও বাড়ি ফিরতে পারে। তাই ডাকাতের মায়ের ঘুম পাতলা হওয়া চাই।

23.“ নিজের হাতে নিজের জিব কেটে ফেলেছিল । ” কে , কেন জিব কেটে ফেলেছিল ?

উত্তর:- সৌখীর বাবা যে দলের ডাকাতি করতো তাদের মধ্যে একজন আহত হয় , পুলিশ তাকে জেরা করতে পারে ভেবে সে নিজের জিব কেটে ফেলে ।

24. বছরখানেক পরে জেল থেকে ছাড়া পেয়ে সৌখী কী করবে বলে মায়ের ধারণা হয়েছিল ?

উত্তর:- সৌখীর মায়ের ধারণা হয়েছিল বছরখানেক পরে জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর সৌখী তার বউকে রুপোর গয়নায় মুড়িয়ে দিয়ে পাড়ার লোকদের দেখিয়ে দেবে সৌখীর মায়ের নাতি পথের ভিখারি নয় ।

25.“ তাই বেশি রেমিশন পেয়ে গেলাম । ” বেশি রেমিশন পাবার কারণ কী ?

উত্তর:- সৌখী জেলে থাকার সময় হেড জমাদারকে ঘুষ দেয় এবং জমাদার জেলরের কাছে তার হয়ে সুপারিশ করেন । এই সুপারিশের কারণে সৌখী লাটসাহেবের কাছে প্রশংসিত হয় । একারণেই সৌখী বেশি রেমিশন পায় ।

26.“ ভোরে উঠেই কি ছেলেকে বলা যায় ” —ছেলেকে কী বলা যায় না ?

উত্তর:- সৌখী দীর্ঘদিন ধরে জেল খেটে বাড়ি এসেছে । ভোরে ওঠেই একথা বলা সমীচীন হবেনা সৌখী পয়সা দিলে তার মা খাবারের ব্যবস্থা করবে ।

27.“ আইনের ধারায় স্পষ্ট লেখা আছে । ” কী স্পষ্ট লেখা আছে ।

উত্তর:- সতীনাথ ভাদুড়ীর ‘ ডাকাতের মা ’ গল্পে উদ্ধৃতাংশে বলা হয়েছে চুরির খবর পুলিশকে না জানালে তার পরিণামে জেলও হতে পারে ।

28.“ সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা । ” বুড়ির মস্ত ভাবনা কী ?

উত্তর:- সৌখী দীর্ঘদিন জেল খেটে বাড়ি ফিরেছে । সৌখীকে তার মা কী খেতে দিবে — এটাই ছিল তার কাছে মস্ত ভাবনা ।

29.“ ঘটি দেখেই তার খটকা লাগল । ” কার খটকা লাগল ?

উত্তর:- ‘ ডাকাতের মা ’ গল্পে প্রশ্নোধৃত অংশে ঘটি দেখে মাতাদীন পেশকারের খটকা লাগল ।

30.‘ ডাকাতের মা ‘ গল্পটির উৎস লেখো

অথবা , ‘ ডাকাতের মা ‘ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে ?

অথবা , ‘ ডাকাতের মা ’ গল্পটির মূলগ্রন্থের নাম কী ?

উত্তর:- ভতর সতীনাথ ভাদুড়ীর ‘ ডাকাতের মা ’ গল্পটি ‘ চকাচকী ‘ গল্পসংকলন থেকে নেওয়া হয়েছে ।

31.“ আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে । ” বক্তা কে ? কাকে উদ্দেশ্য করে বক্তা একথা বলেছে ?

উত্তর:- সতীনাথ ভাদুড়ীর ‘ ডাকাতের মা ’ গল্প থেকে গৃহীত অংশটির বক্তা সৌখী । সে দারোগাকে উদ্দেশ্য করে আলোচ্য কথাগুলি বলেছে ।

32.“ তার দরকার আসল অপরাধীকে নিয়ে । ” ‘ তার ’ বলতে কার কথা বলা হয়েছে ?

উত্তর:- প্রশ্নোধৃত অংশে ‘ তার ’ বলতে দারোগাবাবুর কথা বলা হয়েছে ।

33. ’হাতি পাঁকে পড়লে ব্যাঙও  লাথি  মারে ” . কথাটির তাৎপর্য লেখ।

উত্তরঃসতীনাথ ভাদুড়ির লেখা ‘ডাকাতের মা’ গল্পের অন্তর্গত উদ্ধৃত অংশটির অর্থ হল – ক্ষমতাশালী ব্যক্তি বিপদে পড়লে ব্যাঙের মতো সাধারণ মানুষও লাথি  মারে। 

34. ”চোরাই মাল জেনেই কিনেছিস”. কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করে ?

উত্তর:- সতীনাথ ভাদুড়ীর লেখা ‘ডাকাতের মা’ গল্পের মাতাদিন পেশকার সাহেব বাসনের দোকানদারকে উদ্দেশ্য করে এই মন্তব্য করে।

35. ”আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে”. কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করে?

উত্তর:- সতীনাথ ভাদুড়ীর লেখা ‘ডাকাতের মা’ গল্পে সৌখী   দারোগাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করে।

36. “তার আসল দরকার অপরাধী কে নিয়ে”. একথা বলার কারণ কী?

উত্তর:- দারোগাবাবু ন্যায়. অন্যায় বোঝেন না, সত্য. মিথ্যা যাচাই করেন না। তার দরকার শুধুমাত্র আসল অপরাধীকে নিয়ে । কিন্তু তিনি জানেন না আসল অপরাধী সৌখী নন।

37. “ তাই বেশি রেমিশন পেয়ে গেলাম । ” বেশি রেমিশন পাবার কারণ কী ?

উত্তর:- সৌখী জেলে থাকার সময় হেড জমাদারকে ঘুষ দেয় এবং জমাদার জেলরের কাছে তার হয়ে সুপারিশ করেন । এই সুপারিশের কারণে সৌখী লাটসাহেবের কাছে প্রশংসিত হয় । একারণেই সৌখী বেশি রেমিশন পায় ।

” ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class XI  XI / WB Class 11 / WBBSE / Class 11 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 11 EXiam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর বাংলা সাজেশন / একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 11 Bengali Suggestion / Class 11 Bengali  Question and Answer / Class 11 Bengali Suggestion / Class 11 Pariksha Bengali Suggestion / Bengali Class 11 EXiam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Bengali Suggestion FREE PDF Download)

ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী প্রশ্ন উত্তর

(Class 11 Bengali Suggestion / West Bengal XI  XI Question and Answer, Suggestion / WBBSE Class 11th Bengali Suggestion / Class 11 Bengali  Question and Answer / Class 11 Bengali  Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Bengali  EXiam Guide / Class 11 Bengali  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 11 Bengali  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 11 Bengali  Suggestion FREE PDF Download) সফল হবে।

ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী প্রশ্ন উত্তর

ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী Class 11 Bengali  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী প্রশ্ন ও উত্তর। ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী MCQ প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী  (ষষ্ঠ অধ্যায়)

ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির বাংলা ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী Class 11 Bengali  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি বাংলা | Class 11 Bengali 

একাদশ শ্রেণি বাংলা (Class 11 Bengali ) – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী প্রশ্ন উত্তর | ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী | Class 11 Bengali  Suggestion একাদশ শ্রেণি বাংলাডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির বাংলা – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী প্রশ্ন উত্তর | Class 11 Bengali  Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর বাংলা – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী | একাদশ শ্রেণীর বাংলা – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী | ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী  একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী | একাদশ শ্রেণীর বাংলা সহায়ক – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী প্রশ্ন ও উত্তর । Class 11 Bengali  Question and Answer, Suggestion | Class 11 Bengali  Question and Answer Suggestion | Class 11 Bengali  Question and Answer Notes | West Bengal Class 11th Bengali Question and Answer Suggestion.

WBBSE Class 11th Bengali  Suggestion | একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী  (ষষ্ঠ অধ্যায়)

একাদশ শ্রেণীর বাংলা – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 11 Bengali Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর বাংলা – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী প্রশ্ন ও উত্তর | ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী । Class 11 Bengali  Question and Answer Suggestion.

WBBSE Class 11 Bengali  Suggestion একাদশ শ্রেণীর বাংলা – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী প্রশ্ন ও উত্তর । ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী | Class 11 Bengali  Suggestion একাদশ শ্রেণীর বাংলা – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী প্রশ্ন ও উত্তর ।

WB Class 11 Bengali  Suggestion | একাদশ শ্রেণীর বাংলাডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী MCQ প্রশ্ন উত্তর

Class 11 Bengali  Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর বাংলা – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী | একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 11 Bengali  Question and Answer একাদশ শ্রেণীর বাংলা – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী প্রশ্ন ও উত্তর Class 11 Bengali  Question and Answer একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 11 Bengali  Suggestion | একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 11 Bengali  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা – ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Bengali  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 11 Bengali Suggestion Download WBBSE Class 11th Bengali short question suggestion . Class 11 Bengali  Suggestion download Class 11th Question Paper Bengali. WB Class 11 Bengali suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.

ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী  একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 11 Bengali  Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 11 Bengali Suggestion with 100% Common in the EXiamination .Class XI  XI  Bengali  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 EXiam Class 11 Bengali  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 XI  XI  Bengali Suggestion is provided here. Class 11 Bengali  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | Class 11 Bengali  Question and Answer with FREE PDF Download Link

ডাকাতের মা [গল্প] সতীনাথ ভাদুড়ী একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad