দশম শ্রেণীর ইতিহাস : ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th History [Chapter I] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণীর ইতিহাস : ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | WBBSE Class 10th History Question and Answer

ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 10 History Question and Answer : ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 10 History Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th History Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKHistory Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 10 History Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. ইতিহাসের জনক ‘ নামে পরিচিত হলেন –

[A] হেরোডোটাস

[B] জোশেফাস

[C] থুকিডিডিস

[D] ট্যাসিটাস ফ্ল্যাবিয়াস

উত্তরঃ- [A] হেরোডোটাস

2. হিস্টোরিয়া ‘ ( Historia ) নামক শব্দ থেকে ‘ হিস্ট্রি ‘ ( History ) কথার উদ্ভব , শব্দটি হল—

[A] ইংরেজি শব্দ

[B] গ্রিক শব্দ

[C] স্পেনীয় শব্দ

[D] জার্মান শব্দ

উত্তরঃ- [B] গ্রিক শব্দ

3. পেশাদারি ইতিহাস রচনা শুরু করেন –

[A] লিওপোল্ড র‍্যাঙ্কে

[B] মার্ক ব্লখ

[C] জুরগেন কোকা

[D] লুসিয়েন ফেভর

উত্তরঃ- [A] লিওপোল্ড র‍্যাঙ্কে

4. ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন-

[A] রনজিত গুহ

[B] অমলেশ ত্রিপাঠী

[C] সুমিত সরকার

[D] রামচন্দ্র গুহ

উত্তর:-  [A] রনজিত গুহ

5. পিচঢালা রাস্তা নির্মাণ করেন-

[A] জন ম্যাক্যাডাম

[B] হামফ্রে ডেভি

[C] আইনস্টাইন

[D] জর্জ স্টিফেনশন

উত্তর:-  [A] জন ম্যাক্যাডাম

6. সংস্কৃতির শহর বলা হয়-

[A] কলকাতাকে

[B] লখনৌ কে

[C] সুরাটকে

[D] মুম্বাইকে

উত্তর:-  [A] কলকাতাকে

7. বাণিজ্য শহর বলা হয়-

[A] মুম্বাইকে

[B] কলকাতাকে

[C] গুজরাট কে

[D] বিহার কে

উত্তর:-  [A] মুম্বাইকে

8. ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি?

[A] রাজ তরঙ্গিনী

[B] মহাভারত

[C] রামায়ণ

[D] বেদ

উত্তর:-  [A] রাজ তরঙ্গিনী

9. রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি ছিলেন –

[A] জর্জ বার্নার্ডশ

[B] থমাস মেটকাফ

[C] এডউইন লুটিয়েন

[D] ডার্ক কোলফ

উত্তরঃ-  [C] এডউইন লুটিয়েন

10. কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে –

[A] সামরিক ইতিহাসের

[B] খেলাধুলার ইতিহাসের

[C] স্থানীয় ইতিহাসের

[D] পরিবেশের ইতিহাসের সঙ্গে

উত্তরঃ-  [C] স্থানীয় ইতিহাসের

11. কথাকলি নৃত্য’ কোন্ অঞ্চলের নৃত্য ? –

[A] কর্ণাটক

[B] মালাবার

[C] কেরল

[D] মণিপুর

উত্তরঃ-  [C] কেরল

12. ‘The Story of My Experiment with Truth’ গ্রন্থের লেখক হলেন-

[A] জওহরলাল নেহরু

[B] সুভাষচন্দ্র বসু

[C] মহাত্মা গান্ধি

[D] ড. রাজেন্দ্র প্রসাদ

উত্তরঃ-  [C] মহাত্মা গান্ধি

13. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন –

[A] ইংরেজরা

[B] ওলন্দাজরা

[C] ফরাসিরা

[D] পোর্তুগিজরা

উত্তরঃ-  [A] ইংরেজরা

14. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক/প্রবক্তা হলেন –

[A] রণজিৎ গুহ

[B] অমলেশ ত্রিপাঠী

[C] রামচন্দ্র গুহ

[D] সুমিত সরকার

উত্তরঃ-  [A] রণজিৎ গুহ

15. ইতিহাসবিদ্যাকে অন্যান্য ‘বিদ্যাচর্চার জননী’ বলে অভিহিত করেছেন –

[A] জুরগেন কোকা

[B] মার্ক ব্লখ

[C] জি এম ট্রেভেলিয়ান

[D] লুসিয়েন ফেভর

উত্তরঃ-  [C] জি এম ট্রেভেলিয়ান

16. জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি –

[A] উপন্যাস

[B] কাব্যগ্রন্থ

[C] জীবনীগ্রন্থ

[D] আত্মজীবনী

উত্তরঃ-  [D] আত্মজীবনী

17. সোমপ্রকাশ ছিল একটি –

[A] দৈনিক পত্রিকা

[B] সাপ্তাহিক পত্রিকা

[C] পাক্ষিক পত্রিকা

[D] মাসিক পত্রিকা

উত্তরঃ-  [B] সাপ্তাহিক পত্রিকা

18. দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন –

[A] চলচ্চিত্রের সঙ্গে

[B] ক্রীড়া জগতের সঙ্গে

[C] স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে

[D] পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে

উত্তরঃ-  [A] চলচ্চিত্রের সঙ্গে

19. ১৯৪৭ বাংলার নমঃশূদ্র আন্দোলনের ইতিহাস –

[A] পরিবেশ ইতিহাসচর্চার বিষয়

[B] শহরের ইতিহাসচর্চার বিষয়

[C] সামাজিক ইতিহাসচর্চার বিষয়

[D] সামরিক ইতিহাসচর্চার বিষয়

উত্তরঃ-  [C] সামাজিক ইতিহাসচর্চার বিষয়

20. কলকাতায় প্রতিষ্ঠিত ‘গথিক স্থাপত্য’র প্রথম নিদর্শনটি হল –

[A] এশিয়াটিক সোসাইটি

[B] হেস্টিংস হাউস

[C] হাইকোর্ট

[D] মনুমেন্ট

উত্তরঃ-  [C] হাইকোর্ট

21. বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল –

[A] সোমপ্রকাশ

[B] দিগ্‌দর্শন

[C] সমাচার দর্পণ

[D] বেঙ্গল গেজেট

উত্তরঃ-  [B] দিগ্‌দর্শন

22. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র ‘হল-

 [A] দিগ্‌দর্শন

[B] সমাচার দর্পণ

[C] বেঙ্গাল গেজেট

[D] সংবাদ প্রভাকর

উত্তরঃ-   [A] দিগ্‌দর্শন

23. ‘সোমপ্রকাশ’ পত্রিকাটির প্রকাশক হলেন-

[A] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

[B] দ্বারকানাথ বিদ্যাভূষণ

[C] দীনবন্ধু মিত্র

[D] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ-  [B] দ্বারকানাথ বিদ্যাভূষণ

24. ভারতের ধ্রুপদী নৃত্যকে ভাগ করা হয়-

[A] দুই ভাগে

[B] তিন ভাগে

[C] চার ভাগে

[D] পাঁচ ভাগে

উত্তর:-  [C] চার ভাগে

25. ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন-

[A] ইংরেজরা

[B] পর্তুগিজরা

[C] ওলন্দাজরা

[D] ফরাসিরা

উত্তর:-  [A] ইংরেজরা

26. মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল-

[A] ১৮৯০

[B] ১৯১১

[C] ১৯১৮

[D] ১৯০৬

উত্তর:-  [B] ১৯১১

27. বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হল-

[A] বামাবোধিনী

[B] পাক প্রণালী

[C] পাক রাজেশ্বর

[D] আমিশ নিরামিষ

উত্তর:-  [C] পাক রাজেশ্বর

28. ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয়-

[A] বোম্বে থেকে থানে

[B] দিল্লি থেকে থানে

[C] বোম্বে থেকে দিল্লি

[D] দিল্লি থেকে কলকাতা

উত্তর:-  [A] বোম্বে থেকে থানে

29. আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয়-

[A] ১৯৭৬

[B] ১৯৭৫

[C] ১৭৬৫

[D] ১২৪৫

উত্তর:-  [B] ১৯৭৫

30. বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল-

[A] ১২ ই জানুয়ারি, ১৯৯৮

[B] ১লা মে, ১৯২৩

[C] ৫ ই জুন, ১৯৭৪

[D] কোনটাই নয়

উত্তর:-  [C] ৫ ই জুন, ১৯৭৪

31. আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো-

[A] সরকারি নথিপত্র

[B] ব্যক্তিগত পত্র

[C] সংবাদপত্র

[D] স্মৃতিকথা

উত্তর:-  [A] সরকারি নথিপত্র

32. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন-

[A] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

[B] সরলাদেবী চৌধুরানী

[C] বিদ্যাসাগর

[D] দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তর:-  [A] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

33. ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?

[A] কলকাতাতে

[B] দিল্লিতে

[C] পুনাতে

[D] নাগপুর

উত্তর:-  [B] দিল্লিতে

34. বিপিনচন্দ্র পাল লিখেছেন-

[A] সত্তর বছর

[B] জীবনস্মৃতি

[C] আনন্দমঠ

[D] এ নেশন ইন মেকিং

উত্তর:-  [A] সত্তর বছর

35. ইন্টারনেট শুরু হয়-

[A] ১৯৮৯

[B] ১৮৯০

[C] ১৯৮৭

[D] ১৯৬৫

উত্তর:-  [A] ১৯৮৯

36. সোমপ্রকাশ ছিল একটি–

[A] সাপ্তাহিক পত্রিকা

[B] দৈনিক পত্রিকা

[C] মাসিক পত্রিকা

[D] কোনটাই নয়

উত্তর:-  [A] সাপ্তাহিক পত্রিকা

37. জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি-

[A] উপন্যাস

[B] কাব্যগ্রন্থ

[C] জীবনীগ্রন্থ

[D] আত্মজীবনী

উত্তর:-  [D] আত্মজীবনী

38. উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা-

[A] মালবিকা কার্যকর

[B] জে কৃষ্ণমূর্তি

[C] জ্যোতিরাও ফুলে

[D] কোনটাই নয়

উত্তর:-  [B] জে কৃষ্ণমূর্তি

39. ঐতিহাসিক তথ্য বলতে বোঝায়-

[A] অতীত ঘটনা

[B] ঐতিহাসিক গল্প – কথা

[C] সমসাময়িক ঘটনা

[D] অতীতের নথিবদ্ধ তথ্য

উত্তরঃ- D) অতীতের নথিবদ্ধ তথ্য

40. ঐতিহাসিক তথ্যের ব্যাখ্যা বা বিশ্লেষণ নির্ভরকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান হল –

[A] তথ্যের ব্যবহারকারী

[B] পাঠকদের মানসিকতা

[C] উপাদানের প্রাচুর্য

[D] উপাদানের দুষ্প্রাপ্যতা

উত্তরঃ- [A] তথ্যের ব্যবহারকারী

41. ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন ” — এই মন্তব্যটি কার ?

[A] থুকিডিডিস

[B] লর্ড অ্যাকটন

[C] এডমন্ড বার্ক

[D] ই . এইচ . কার

উত্তরঃ- [D] ই . এইচ . কার

42. তথ্য অনুসন্ধানের আগে ঐতিহাসিককে অনুধাবন করুন ” – এই মন্তব্যটি কার ?

[A] ডব্লু , হান্টার

[B] জে . বি . বিউরি

[C] জি . এম . ট্রেভেলিয়ান

[D] লর্ড অ্যাকটন

উত্তরঃ- [C] জি . এম . ট্রেভেলিয়ান

43. যে ইতিহাস আমরা পড়ি তা তথ্যের উপর প্রতিষ্ঠিত হলেও তা সঠিকভাবে তথ্যভিত্তিক নয় , বরণ এক সারি স্বীকৃত অভিমত ” —এ কথা কে বলেছেন ?

[A] লিওপোল্ড র‍্যাঙ্কে

[B] ই . এইচ . কার

[C] লর্ড অ্যাকটন

[D] জি . ব্যারাক্ল

উত্তরঃ- [D] জি . ব্যারাক্ল

44. অ্যানালস ‘ পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল ?

[A] ফ্রান্সে

[B] ইংল্যান্ডে

[C] রাশিয়াতে

[D] জার্মানিতে

উত্তরঃ- [A] ফ্রান্সে

45. অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল—

[A] আঞ্চলিক ইতিহাস

[B] লোকসংস্কৃতি

[C] সামাজিক ইতিহাস

[D] সামরিক ইতিহাস

উত্তরঃ- [C] সামাজিক ইতিহাস

46. দ্য অ্যানালস ‘ পত্রিকাটি প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন—

[A] কীথ টমাস

[B] লুসিয়েন ফেভর

[C] যদুনাথ সরকার

[D] মার্ক অ্যান্টনি

উত্তরঃ- [B] লুসিয়েন ফেভর

47. রণজিৎ গুহ হলেন—

[A] সাম্রাজ্যবাদী ঐতিহাসিক

[B] জাতীয়তাবাদী ঐতিহাসিক

[C] নিম্নবর্গীয় ঐতিহাসিক

[D] মার্কসবাদী ঐতিহাসিক

উত্তরঃ- [C] নিম্নবর্গীয় ঐতিহাসিক

48. ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটি হল –

[A] অর্থশাস্ত্র

[B] রাজতরঙ্গিনী

[C] রামচরিতমানস

[D] বাবরনামা

উত্তরঃ- [B] রাজতরঙ্গিনী

49. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার প্রবক্তা হলেন –

[A] সি . এম . যোশী

[B] রণজিৎ গুহ

[C] এ . এল . রাউজ

[D] দাদাভাই নৌরজী

উত্তরঃ- [B] রণজিৎ গুহ

50. যারা নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু –

[A] বুদ্ধিজীবী

[B] সাধারণ মানুষ

[C] ভদ্রলোক

[D] চাকরিজীবী

উত্তরঃ- [B] সাধারণ মানুষ

51. নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় –

[A] ১৯৪০ – এর দশকে

[B] ১৯৬০ – এর দশকে

[C] ১৯৫০ – এর দশকে

[D] ১৯৯০ – এর দশকে

উত্তরঃ- [B] ১৯৬০ – এর দশকে

52. নতুন সামাজিক ইতিহাসচর্চার মুখপত্র হল –

[A] সোশ্যাল সায়েন্স হিস্ট্রি

[B] সোশ্যাল হিস্ট্রি

[C] সোসাইটি ফর হিস্ট্রি

[D] দ্য ক্লিওপেট্রা

উত্তরঃ- [A] সোশ্যাল সায়েন্স হিস্ট্রি

53. ইউরোপে ক্রীড়া ইতিহাসের-

[A] ১৯২০ – র দশকে

[B] ১৯৬০ – র দশকে

[C] ১৯৭০ – র দশকে

[D] ১৯৩০ – র দশকে

উত্তরঃ- [C] ১৯৭০ – র দশকে

54. ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল –

[A] জার্মানিতে

[B] ওয়েস্ট ইন্ডিজে

[C] অস্ট্রেলিয়াতে

[D] ইংল্যান্ডে

উত্তরঃ- [D] ইংল্যান্ডে

55. ক্রিকেটের নিয়ম প্রথম রচিত হয় –

[A] ১৭৫০ খ্রিস্টাব্দে

[B] ১৭৪৪ খ্রিস্টাব্দে

[C] ১৭১৫ খ্রিস্টাব্দে

[D] ১৭২১ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [B] ১৭৪৪ খ্রিস্টাব্দে

56. ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় –

[A] ১৭১৫

[B] ১৭২১

[C] ১৭২০

[D] ১৭২২

উত্তরঃ- [B] ১৭২১

57. ভারতের পারসি ক্রিকেট গিয়েছিল –

[A] ১৮৫০ খ্রিস্টাব্দে

[B] ১৮৬৬ খ্রিস্টাব্দে

[C] ১৭৭০ খ্রিস্টাব্দে

[D] ১৭৯২ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [D] ১৭৯২ খ্রিস্টাব্দে

58. ক্যালকাটা ক্রিকেট ক্লাব ‘ প্রতিষ্ঠিত হয় –

[A] ১৭৫০

[B] ১৭৭০

[C] ১৭৬০

[D] ১৭৯২

উত্তরঃ- [D] ১৭৯২ খ্রিস্টাব্দে

59. আধুনিক হকি খেলার সূচনা হয় –

[A] ফ্রান্সে

[B] ভারতে

[C] পাকিস্তানে

[D] ইংল্যান্ডে

উত্তরঃ- [D] ইংল্যান্ডে

60. ভারতে প্রথম হকি ক্লাব ( ১৮৮৫-১৮৮৬  খ্রিস্টাব্দে ) প্রতিষ্ঠিত হয় –

[A] কলকাতায়

[B] মাদ্রাজ – এ

[C] গোয়া – তে

[D] বোম্বাই – এ

উত্তরঃ- [A] কলকাতায়

61. ভারত অলিম্পিক গেমস – এ প্রথমবার হকি প্রতিযোগিতায় যোগ দেই –

[A] ১৯২০ খ্রিস্টাব্দে

[B] ১৯২৮ খ্রিস্টাব্দে

[C] ১৯৩২ খ্রিস্টাব্দে

[D] ১৯৩০ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [B] ১৯২৮ খ্রিস্টাব্দে

62. ১৯১১ খ্রিস্টাব্দে আই . এফ . দলের অধিনায়ক ছিলেন –

[A] গোষ্ঠ পাল

[B] চুনি গোস্বামী

[C] শৈলেন মান্না

[D] শিবদাস ভাদুড়ী

উত্তরঃ- [D] শিবদাস ভাদুড়ী

63. ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ছিলেন—

[A] দলিপ সিংজি

[B] রণজিৎ সিংহ

[C] সি . কে . নাইডু

[D] রণজিৎ সিংজি

উত্তরঃ- [D] রণজিৎ সিংজি

64. ভারতে ফুটবল খেলা প্রবর্তন –

[A] ইংরেজরা

[B] ফরাসিরা

[C] ওলন্দাজরা

[D] পোর্তুগিজরা

উত্তরঃ- [A] ইংরেজরা

65. ভারতে প্রথম প্রদর্শিত চলচ্চিত্র –

[A] জামাইষষ্ঠী

[B] মেলোডি অব লাভ

[C] সাড়ে চুয়াত্তর

[D] পথের পাঁচালী

উত্তরঃ- [B] মেলোডি অব লাভ

66. ভারী পোশাক ব্যবহার করা হয়-

[A] উষ্ণ আবহাওয়ায়

[B] নাতিশীতোয় আবহাওয়ায়

[C] শীতপ্রধান এলাকায়

[D] মরুভূমি এলাকায়

উত্তরঃ- [C] শীতপ্রধান এলাকায়

67. বাঙালির জাতীয় পোশাক—

[A] পাজামা – পাঞ্জাবি

[B] শেরওয়ানি

[C] ধুতি – পাঞ্জাবি

[D] শার্ট – প্যান্ট

উত্তরঃ- [C] ধুতি – পাঞ্জাবি

68. ইতিহাস হল –

[A] বর্তমানের বাস্তবতার অনুসন্ধান

[B] ভবিষ্যৎ – বিশ্লেষণ

[C] কোনোটিই নয়

[D] অতীতের বাস্তবতার অনুসন্ধান

উত্তরঃ- [D] অতীতের বাস্তবতার অনুসন্ধান

69. ভারতে ‘নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক’ হলে –

[A] রণজিৎ গুহ

[B] অমলেশ ত্রিপাঠী

[C] রামচন্দ্র গুহ

[D] সুমিত সরকার

উত্তরঃ-  [A] রণজিৎ গুহ

70. মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল –

[A] ১৮৯০ খিস্টাব্দে,

[B] ১৯০৫ খিস্টাব্দে,

[C] ১৯১১ খিস্টাব্দে,

[D] ১৯১৭ খিস্টাব্দে।

উত্তরঃ-  [C] ১৯১১ খ্রিস্টাব্দে

71. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন –

[A] ইংরেজরা,

[B] ওলন্দাজারা,

[C] ফরাসিরা,

[D] পোর্তুগিজরা

উত্তরঃ-  [A] ইংরেজরা

72. দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন –

[A] চলচ্চিত্রের সঙ্গে,

[B] ক্রীড়া জগতের সঙ্গে,

[C] স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে

[D] পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে।

উত্তরঃ-  [A] চলচ্চিত্রের সঙ্গে।

73. কলহনের ‘রাজতরঙ্গিনী’-র ইতিহাস অন্তর্গত হবে –

[A] সামরিক ইতিহাসের,

[B] খেলাধুলার ইতিহাসের

[C] স্থানীয় ইতিহাসের,

[D] পরিবেশের ইতিহাসের।

উত্তরঃ-  [A] স্থানীয় ইতিহাসের।

74.  ‘বানিজ্য শহর’ বলা হয় –

[A] মুম্বাইকে

[B] কলকাতাকে

[C] গুজরাটকে

[D] বিহারকে

উত্তরঃ-  [A] মুম্বাইকে

75. কলকাতা বিজ্ঞান কলজের ইতিহাস অন্তর্গত হবে –

[A] ফোটোগ্রাফিক ইতিহাসের

[B] খেলাধূলার ইতিহাসের

[C] বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের

[D] পরিবেশের ইতিহাসের

উত্তরঃ-  [C] বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের

76. আধুনিক ইরিহাসচর্চার সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল –

[A] সরকারি নথিপত্র

[B] ব্যক্তিগত পত্র

[C] সংবাদপত্র

[D] স্মৃতিকথা

উত্তরঃ-  [A] সরকারি নথিপত্র

77. বিপিনচন্দ্র পাল লিখেছিলেন –

[A] সত্তর বৎসর

[B] জীবনস্মৃতি

[C] এ নেশন ইন মেকিং

[D] আনন্দমঠ

উত্তরঃ-  [A] সত্তর বৎসর

78. জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি –

[A] উপন্যাস

[B] কাব্যগ্রন্থ

[C] জীবনীগ্রন্থ

[D] আত্মজীবনী

উত্তরঃ-  [D] আত্মজীবনী

79.  ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় –

[A] ১৮১৮ খ্রিস্টাব্দে

[B] ১৮৫৮ খ্রিস্টাব্দে

[C] ১৮৭২ খ্রিস্টাব্দে

[D] ১৮৭৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ-  [C] ১৮৭২ খ্রিস্টাব্দে

80.  ‘সোমপ্রকাশ’ ছিল একটি –

[A] দৈনিক পত্রিকা

[B] সাপ্তাহিক পত্রিকা

[C] পাক্ষিক পত্রিকা

[D] মাসিক পত্রিকা

উত্তরঃ-  [B] সাপ্তাহিক পত্রিকা

81. কবে ‘British Society of Sports History’ গড়ে উঠে? –

[A] ১৯৭৪

[B] ১৯৭৬

[C] ১৯৮০

[D] ১৯৮২ সালে ।

উত্তর:- [D] ১৯৮২ সালে

82. ইন্দিরা গান্ধীকে লেখা জহরলাল নেহেরুর চিঠি গুলির হিন্দি অনুবাদ করেছেন –

[A] মুন্সি প্রেমচাঁদ

[B] কৃষ্ণন চন্দর

[C] খুশবন্ত সিং

[D] সাদাত হাসান মান্টো

উত্তর:- [A] মুন্সি প্রেমচাঁদ

83. ভারতে প্রথম চলচ্চিত্র হলো –

[A] জামাই ষষ্ঠী

[B] বিল্ব মঙ্গল

[C] রাজা হরিশ্চন্দ্র

[D] বালিকা বধূ

উত্তর:- [C] রাজা হরিশ্চন্দ্র

84. ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি কার রচনা – 

[A] বিপিন চন্দ্র পাল

[B] সরলা দেবী চৌধুরাণী

[C] সুভাষ চন্দ্র বসু

[D] রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- [D] রবীন্দ্রনাথ ঠাকুর

85. ইতিহাসের জনক কাকে বলা হয় –

[A] ইবন খালদুনকে

[B] ভিনসেন্ট স্মিথকে

[C] হেরোডোটাসকে

[D] থুকিডিডিসকে

উত্তর:- [C] হেরোডোটাসকে

86. ভারতে ‘চিপকো আন্দোলন’ ছিল –

[A] শ্রমিক আন্দোলন

[B] পরিবেশ আন্দোলন

[C] কৃষক আন্দোলন

[D] ভাষা আন্দোলন

উত্তর:- [B] পরিবেশ আন্দোলন

87. নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় –

[A] বঙ্গদর্শন পত্রিকায়

[B] তত্ত্ববোধিনী পত্রিকায়

[C] সঞ্জীবনী পত্রিকায়

[D] সোমপ্রকাশ পত্রিকা

উত্তর:- [D] সোমপ্রকাশ পত্রিকা

88. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন-

[A] মুনসি প্রেমচাঁদ

[B] কৃয়ন চন্দর

[C] খুশবন্ত সিং

[D] সাদাত হাসান মান্টো

উত্তরঃ-  [A] মুনসি প্রেমচাঁদ

89. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় –

[A] ১৮১৮ খ্রিস্টাব্দে

[B] ১৮৫৮ খ্রিস্টাব্দে

[C] ১৮৭২ খ্রিস্টাব্দে

[D] ১৮৭৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ-  [C] ১৮৭২ খ্রিস্টাব্দে

90. ইউরোপে ক্রীড়া ইতিহাসচর্চার শুরু হয় –

[A] ১৯৪০-এর দশকে

[B] ১৯২০-এর দশকে

[C] ১৯৩০-এর দশকে

[D] ১৯৭০-এর দশকে

উত্তরঃ-  [D] ১৯৭০-এর দশকে

91. Ecological Imperialism’ লিখেছেন-

[A] স্ট্যানলি জ্যাকসন

[B] এলিজাবেথ হাটিকম্ব

[C] রামচন্দ্র গুহ

[D] আলফ্রেড ক্রসবি

উত্তরঃ-  [D] আলফ্রেড ক্রসবি

92.  ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয় –

[A] ১৭৯২ খ্রিস্টাব্দে

[B] ১৭৯০ খ্রিস্টাব্দে

[C] ১৮২০ খ্রিস্টাব্দে

[D] ১৮২৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ-  [A] ১৭৯২ খ্রিস্টাব্দে

93.  ‘বিশ্ব পরিবেশ দিবস’ প্রথম পালিত হয়েছিল –

[A] ১২ জানুয়ারি, ১৯৮৯

[B] ৫ জুন, ১৯৭৪

[C] ১ মে, ১৯২৩

[D] ৫ সেপ্টেম্বর, ১৯১৫

উত্তরঃ-  [B] ৫ জুন, ১৯৭৪

94. নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় –

[A] ১৯৩০-৪০-এর দশকে

[B] ১৯৪০-৫০-এর দশকে

[C] ১৯৫০-৬০-এর দশকে

[D] ১৯৬০-৭০-এর দশকে

উত্তরঃ-  [D] ১৯৬০-৭০-এর দশকে

95. বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল –

[A] বঙ্গদর্শন

[B] সংবাদ প্রভাকর

[C] বেঙ্গল গেজেট

[D] সম্বাদ কৌমুদী

উত্তরঃ-  [C] বেঙ্গল গেজেট

96. ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল –

[A] সমাচার দর্পণ

[B] সংবাদ প্রভাকর

[C] বেঙ্গল গেজেট

[D] দিগ্‌দর্শন

উত্তরঃ-  [C] বেঙ্গল গেজেট

97. ভারতে চিপকো আন্দোলন ছিল –

[A] শ্রমিক আন্দোলন

[B] পরিবেশ আন্দোলন

[C] কৃষক আন্দোলন

[D] ভাষা আন্দোলন

উত্তরঃ-  [B] পরিবেশ আন্দোলন

98.  ‘নবান্ন’ নাটকটি রচনা করেন –

[A] দ্বিজেন্দ্রলাল রায়

[B] মধুসুদন দত্ত

[C] রবীন্দ্রনাথ ঠাকুর

[D] বিজন ভট্টাচার্য

উত্তরঃ-  [D] বিজন ভট্টাচার্য

99. প্রথম নির্বাক চলচ্চিত্র হল:

[A] জামাইষষ্ঠী

[B] রাজা হরিশচন্দ্র

[C] চণ্ডীদাস

[D] দেনাপাওনা

উত্তরঃ-  [B] রাজা হরিশচন্দ্র

100.  ‘বন্দেমাতরম’ সংগীতটি প্রথম প্রকাশিত হয় –

[A] হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়

[B] সোমপ্রকাশ পত্রিকায়

[C] বঙ্গদর্শন পত্রিকায়

[D] দিগদর্শন পত্রিকায়

উত্তরঃ-  [C] বঙ্গদর্শন পত্রিকায়

101. কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে –

[A] ফোটোগ্রাফির ইতিহাসের

[B] খেলাধুলার ইতিহাসের

[C] বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের

[D] পরিবেশের ইতিহাসের সঙ্গে

উত্তরঃ-  [C] বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের

102. ইতিহাস চর্চাকারী ব্যক্তি যে নামে পরিচিত , তা হল –

[A] প্রত্নতাত্ত্বিক

[B] ভূ – তত্ত্ববিদ

[C] ঐতিহাসিক

[D] নৃ – তাত্ত্বিক

উত্তরঃ- [C] ঐতিহাসিক

103. পোশাক সংক্রান্ত ‘ সুম্পটুয়ারি লজ ‘ কঠোরভাবে মেনে চলা হতো –

[A] ইংল্যান্ডে

[B] ফ্রান্সে

[C] চিনে

[D] স্পেনে

উত্তরঃ- [B] ফ্রান্সে

104. ফ্রান্সে নী রিচ ( knee breeches ) ব্যবহার করার অধিকারী ছিল –

[A] অভিজাতরা

[B] কৃষকরা

[C] শ্রমিকরা

[D] সাঁ – কুলোত্রা

উত্তরঃ- [A] অভিজাতরা

105. ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে লাল টুপি ছিল –

[A] সাম্যের প্রতীক

[B] বিপ্লবের প্রতীক

[C] স্বাধীনতার প্রতীক

[D] মৈত্রীর প্রতীক

উত্তরঃ- [C] স্বাধীনতার প্রতীক

106. ষোড়শ শতকে ফ্রান্স ও ইটালি থেকে আমদানিকৃত সামগ্রী দ্বারা নির্মিত ভেলভেট টুপি খুব জনপ্রিয় ছিল—

[A] জার্মানিতে

[B] অস্ট্রিয়াতে

[C] প্রাশিয়ায়

[D] ইংল্যান্ডে

উত্তরঃ- [D] ইংল্যান্ডে

107. ইংল্যান্ডে নারীর ভোটাধিকারের পাশাপাশি পোশাক সংক্রান্ত আন্দোলনের সূচনা হয় –

[A] ১৮২০ – এর দশকে

[B] ১৮৩০ – এর দশকে

[C] ১৮৪০ – এর দশকে

[D] ১৮৫০ – এর দশকে

উত্তরঃ- [B] ১৮৩০ – এর দশকে

108. নারীদের পোশাকপরিচ্ছদ সংক্রান্ত সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অ্যামিলিয়া ব্লুমার ছিলেন—

[A] মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক

[B] ইংল্যান্ডের নাগরিক

[C] ফ্রান্সের নাগরিক

[D] রাশিয়ার নাগরিক

উত্তরঃ- [A] মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক

109. নারীদের পসার পরিচ্ছেদে ব্যপকবসংক্রমর  ক্ষেত্রে গুরুত্ব লাভ করে –

[A] ট্রাউজারের ব্যবহার

[B] প্রথম বিশ্বযুদ্ধের পর

[C] ক্রিমিয়ার যুদ্ধের পর

[D] রুশ – জাপান যুদ্ধের পর

উত্তরঃ- [B] প্রথম বিশ্বযুদ্ধের পর

110. প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে নারীদের  পোশাক

পরিচ্ছদের –

[A] সপ্তদশ শতকে

[B] উনিশ শতকে

[C] বিশ শতকে

[D] উনিশ শতকে

উত্তরঃ- [C] বিশ শতকে

111. ভারতে পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় –

[A] অষ্টাদশ শতকে

[B] উনিশ শতকে

[C] বিশ শতকে

[D] সপ্তদশ শতকে

উত্তরঃ- [B] উনিশ শতকে

112. উনিশ শতকে বাঙালি ‘ বাবু’রা ধুতির সঙ্গে যে পোশাক পরিধান শুরু করে , তা হল –

[A] কোট

[B] বুট জুতো

[C] টুপি

[D] উপরের সবকটি

উত্তরঃ- [D] উপরের সবকটি

113. বিশ শতকের গোড়ায় বাঙালি বাবুদের পাশ্চাত্য পোশাকরীতির ছবি চিত্রে ফুটিয়ে তোলেন –

[A] রবীন্দ্রনাথ ঠাকুর

[B] গগনেন্দ্রনাথ ঠাকুর

[C] রবি বর্মা

[D] অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ- [B] গগনেন্দ্রনাথ ঠাকুর

114. ভারতে রেলপথ চালু হয়-

[A] ১৮৫০ খ্রিস্টাব্দে

[B] ১৮৫২ খ্রিস্টাব্দে

[C] ১৮৭২ খ্রিস্টাব্দে

[D] ১৮৫৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [D] ১৮৫৩ খ্রিস্টাব্দে

115. কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয়

[A] ১৮৫১

[B] ১৮৮০

[C] ১৮৭৮

[D] ১৯০২

উত্তরঃ- [D] ১৯০২

116. পিচ – দেওয়া রাস্তা নির্মাণ করেন—

[A] ডেনিস পেপিন

[B] জর্জ স্টিফেনসন

[C] জন ম্যাকাডেম

[D] ম্যাথু স্টিভেনস্

উত্তরঃ- [C] জন ম্যাকাডেম

117. ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয় –

[A] ১৮৩০ খ্রিস্টাব্দে

[B] ১৮৩৬ খ্রিস্টাব্দে

[C] ১৮৩৮ খ্রিস্টাব্দে

[D] ১৮৩৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [A] ১৮৩০ খ্রিস্টাব্দে

118. ভারতে রেলপথ – টেলিগ্রাফ –

[A] লর্ড আমহার্স্ট

[B] লর্ড ডালহৌসি

[C] লর্ড ক্যানিং

[D] লর্ড ডাফরিন

উত্তরঃ- [B] লর্ড ডালহৌসি

119. টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়ে যায় –

[A] ১৯১৪ খ্রিস্টাব্দে

[B] ২০১৫ খ্রিস্টাব্দে

[C] ২০১৩ খ্রিস্টাব্দে

[D] ২০১৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [C] ২০১৩ খ্রিস্টাব্দে

120. ইউরোপে যানবাহনের ব্যবহার শুরু হয়-

[A] ষোড়শ শতকে

[B] অষ্টাদশ শতকে

[C] সপ্তদশ শতকে

[D] উনিশ শতকে

উত্তরঃ- [D] উনিশ শতকে

121. বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হয় –

[A] ১৬৮৮ খ্রিস্টাব্দে

[B] ১৭০০ খ্রিস্টাব্দে

[C] ১৬৯০ খ্রিস্টাব্দে

[D] ১৭৫০ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [A] ১৬৮৮ খ্রিস্টাব্দে

122. হাওড়া থেকে হুগলি রেল চালু হয় –

[A] ১৮৫৩ খ্রিস্টাব্দে

[B] ১৮৫৫ খ্রিস্টাব্দে

[C] ১৮৫৪ খ্রিস্টাব্দে

[D] ১৮৫৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [C] ১৮৫৪ খ্রিস্টাব্দে

123. পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব সৃষ্টিকারী সুয়েজ খাল খননের প্রক্রিয়া শুরু হয় –

[A] ১৮৫৭ খ্রিস্টাব্দে

[B] ১৮৫৯ খ্রিস্টাব্দে

[C] ১৮৫৮ খ্রিস্টাব্দে

[D] ১৮৬০ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [B] ১৮৫৯ খ্রিস্টাব্দে

124. হাজার দুয়ারি বা নবাব প্যালেস ( ১৮৩৭ ক্লি . ) স্থাপত্যটি যেখানে অবস্থিত –

[A] দিল্লিতে

[B] মুরশিদাবাদে

[C] বিষ্ণুপুরে

[D] অযোধ্যায়

উত্তরঃ- [B] মুরশিদাবাদে

125. এদের মধ্যে কোনটি ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন ?

[A] কলকাতা মেডিকেল কলেজ

[B] আড়াই দিন কা ঝোপড়া

[C] নিবেদিতা ভবন

[D] বিদ্যাসাগর ভবন

উত্তরঃ- [A] কলকাতা মেডিকেল কলেজ

126. হাইকোর্টের বাড়িটি তৈরি হয়েছিল—

[A] গথিক শিল্পরীতি অনুসারে

[B] ডোরিক শিল্পরীতি অনুসারে

[C] টেরাকোটা শিল্পরীতি অনুসারে

[D] চোল শিল্পরীতি অনুসারে

উত্তরঃ- [A] গথিক শিল্পরীতি অনুসারে

127. কলকাতার প্রথম টাকশালটি তৈরি হয় –

[A] পার্ক স্ট্রিটে

[B] হেস্টিংস স্ট্রিটে

[C] ক্লাইভ রো – তে

[D] স্ট্যান্ড রোডে

উত্তরঃ- [D] স্ট্যান্ড রোডে

128. কলকাতার বর্তমান টাকশালটি –

[A] আলিপুরে

[B] সল্টলেক সিটিতে

[C] রাজারহাটে

[D] দমদমে

উত্তরঃ- [A] আলিপুরে

129. স্থানীয় ইতিহাসের আলোচ্য বিষয়গুলি হল –

[A] স্থানীয় ব্যক্তি বা সম্প্রদায়

[B] স্থানীয় স্থাপত্য

[C] স্থানীয় বিষয়

[D] এগুলির সবকটি

উত্তরঃ- [D] এগুলির সবকটি

ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস সাজেশন প্রশ্ন উত্তর Class 10 History Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) History Question and Answer Suggestion

1. কে ইতিহাসের জনকনামে পরিচিত ? অথবা , ইতিহাসের জনক ‘ কাকে বলা হয় ?

উত্তরঃ- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইতিহাসের জনক ’ নামে পরিচিত ।

2. কে ‘ বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক ‘ নামে পরিচিত ?

উত্তরঃ- গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস ‘ বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক ‘ নামে পরিচিত ।

3. ‘ নিউ সায়েন্স ( ১৭২৫ খ্রি . ) গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তরঃ- ইতালির চিন্তাবিদ ভিকো ‘ নিউ সায়েন্স ‘ গ্রন্থটির রচয়িতা ।

4. ইতিহাসচর্চায় পেশাদারি পর্বের সূচনা করেন ?

উত্তরঃ- লিওপোল্ড ভন র‍্যাঙ্কে ইতিহাসচর্চায় পেশাদারি পর্বের সূচনা 8 করেন ।

5. ‘ দ্য অ্যানালসনামক পত্রিকা করে প্রকাশিত হয় ?

উত্তরঃ- ‘ দ্য অ্যানালস ‘ নামক পত্রিকাটি প্রকাশিত হয় ১৯২৯ খ্রিস্টাব্দে ।

6. ‘ দ্য অ্যানালস ‘ ( ১৯২৯ খ্রি . ) পত্রিকাটি কে প্রকাশ করেন ?

উত্তরঃ- মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর নামক দুই ইতিহাসবিদ ‘ দ্য অ্যানালস ‘ পত্রিকাটি প্রকাশ করেন ।

7. ‘ হিস্ট্রি ফ্রম বিলো ’ ( History from Below ) প্রবন্ধটি ( ১৯৬৬ খ্রি . ) কে প্রকাশ করেন ?

উত্তরঃ- ব্রিটিশ ঐতিহাসিক ই . পি . টমসন ‘ হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি প্রকাশ করেন ।

8. বিশ শতকের কোন্ সময় থেকে নতুন সামাজিক ইতিহাস চৰ্চা শুরু হয় ?

উত্তরঃ- ১৯৬০ – এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় ।

9. আর জি কলিংউড লিখিত গ্রন্থের নাম কী ?

উত্তরঃ- কলিংউড রচিত গ্রন্থটির নাম The Idea of History |

10. নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রতিষ্ঠান ‘ দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন ‘ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রতিষ্ঠান ‘ দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন ‘ প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ খ্রিস্টাব্দে ।

11. দুজন নিম্নবর্গীয় ( সাবস্টার্ন ) ঐতিহাসিকের নাম লেখো ।

উত্তরঃ- রণজিৎ গুহ , গৌতম ভদ্র দুজন নিম্নবর্গীয় ঐতিহাসিক ।

12. ইউরোপে খেলার ইতিহাসের চর্চা কখন শুরু হয় ?

উত্তরঃ- ইউরোপে খেলার ইতিহাসের চর্চা শুরু হয় ১৯৭০ খ্রিস্টাব্দে ।

13. কবে ‘ ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি ‘ প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- ‘ ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি ‘ প্রতিষ্ঠিত হয় । ১৯৮২ খ্রিস্টাব্দে ।

14. কবে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় ?

উত্তরঃ- ১৭২১ খ্রিস্টাব্দে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় ।

15. খেলাধুলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো ।

উত্তরঃ- খেলাধুলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম হল বোরিয়া মজুমদার ও রামচন্দ্র গুহ ।

16. কবে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- ১৭৯২ খ্রিস্টাব্দে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ।

17. কোন্ খেলা ‘ খেলার রাজা ‘ নামে পরিচিত ।

উত্তরঃ- ক্রিকেট খেলার রাজা ‘ নামে পরিচিত ।

18. বাংলা নাট্যচর্চার প্রথম যুগে কোন্ দুটি বিদেশি নাটকের বাংলা অনুবাদ হয় ।

উত্তরঃ- বাংলা নাট্যচর্চার প্রথম যুগে ‘ লাভ ইস্ দ্য বেস্ট ডক্টর ‘ , ‘ ডিসগাইস’– এই বিদেশি নাটক দুটির বাংলা অনুবাদ হয় ।

19. বাংলা ভাষার প্রথম দুটি মৌলিক নাটক কী কী ?

উত্তরঃ- বাংলা ভাষার প্রথম দুটি মৌলিক নাটক যোগেন্দ্র চন্দ্র গুপ্তের ‘ কীর্তিবিলাস ‘ ও তারাচরণ শিকদারের ‘ ভদ্রার্জুন ‘ ।

20. মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম লেখো ।

উত্তরঃ- মধুসুদন দত্তের লেখা দুটি প্রহসন হল , ‘ একেই কি বলে সভ্যতা ‘ / ‘ বুড়ো শালিকের ঘাড়ে রোঁ ‘ ।

21. রবীন্দ্রনটিককে কী কী ভাগে বিভক্ত করা যায় ?

উত্তরঃ- রবীন্দ্রনাটকের ভাগগুলি হল সামাজিক নাটক , ব্যঙ্গরসাত্মক নাটক , গীতিনাট্য , কাব্যনাট্য , নৃত্যনাট্য ইত্যাদি ।

22. কারা প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন ?

উত্তরঃ- প্যারিসের লুমিয়্যের ভ্রাতৃদ্বয় প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন ।

23. ফ্রান্সে কে চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করে ?

উত্তরঃ- ফ্রান্সে ল্যুমিয়ের ব্রাদার্স চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করে ।

24. ‘ দ্য রেস্টলারস ‘ নামক সচল ছবি কবে তৈরি হয় ?

উত্তরঃ- ” দ্য রেস্টলারস ‘ নামক সচল ছবিটি তৈরি হয় ১৮৯৬ খ্রিস্টাব্দে ।

25. ‘ আলম আরা ‘ ছবিটি কবে তৈরি হয় ?

উত্তরঃ- ‘ আলম আরা ‘ ছবিটি তৈরি হয় ১৯৩১ খ্রিস্টাব্দে ।

26. ভারতে কে , কবেরাজা হরিশ্চন্দ্র ’ চলচ্চিত্রটি নির্মাণ করেন ?

উত্তরঃ- ১৯১৩ খ্রিস্টাব্দে দাদাসাহেব ফালকে ‘ রাজা হরিশ্চন্দ্র ‘ চলচ্চিত্রটি নির্মাণ করেন ।

27. বাংলা চলচ্চিত্রের নতুন ধারার প্রথম ছবি কোন্‌টি ? কে , কবে এই ছবি নির্মাণ করেন ?

উত্তরঃ- বাংলা চলচ্চিত্রে নতুন ধারার প্রথম ছবি ছিল ১৯৫৬ খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় নির্মিত ‘ পথের পাঁচালী ‘ । 

28. চলচ্চিত্রের প্রথম প্রকাশ কোথায় হয়েছিল ?

উত্তরঃ-  লন্ডনে ১৮৯৫ সালে

29. বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয় _______

(উত্তর:-  প্রবাসীতে)

30. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় ________

(উত্তর:-  ১৮১৮)

31. প্রখ্যাত সংগীত শিল্পী মান্নাদে- র আত্মজীবনীর নাম হল ________

(উত্তর:-  জীবনের জলসাঘরে)

32. কলকাতায় ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয় ________

(উত্তর:-  ১৮৮০)

33. ভারতের পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় ________ শতকে।

 (উত্তর:-  উনবিংশ)

34. ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ________

(উত্তর:-  ১৯২৮)

35. মুঘল যুগের একজন বিখ্যাত সংগীতঙ্গ হলেন _______

(উত্তর:-  তানসেন)

36. ভারতের প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় ______

(উত্তর:-  কলকাতায়)

37. অরণ্যের অধিকারকেন্দ্রিক দু’টি বিদ্রোহের নাম ( সাল – সহ ) লেখো ।

উত্তরঃ- অরণ্যের অধিকার – কেন্দ্রিক দুটি উল্লেখযোগ্য বিদ্রোহ হল ১৮৫৫ খ্রি . সংঘটিত সাঁওতাল বিদ্রোহ এবং ১৯০০ খ্রি . সংঘটিত মুন্ডা বিদ্রোহ ।

38. ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ‘ বইটির লেখক কে ?

উত্তরঃ- ‘ ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ‘ বইটির লেখক হলেন ।

39. সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী গ্রন্থের নাম কী ?

উত্তরঃ-  জীবনে ঝরাপাতা

40.  ‘বিজ্ঞানের ইতিহাস’ গ্রন্থের লেখক কে ছিলেন ?

উত্তরঃ-  জে ডি বার্নাল  

41. ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয় ?

উত্তরঃ-  ১৮৭১ খ্রিষ্টাব্দ থেকে

42. CSIR-এর পুরো নাম কী ?

উত্তরঃ-  Council of Scietific and Industrial Research

43. Military History of India’ গ্রন্থটি কে লিখেছিলেন ?

উত্তরঃ-  জি এস সাঁধু

44. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তরঃ-  সরকারি নথিপত্র সরকারি মহাফেজখানা ও লেখ্যাগারে সংরক্ষণ করা হয়।

45. সরলাদেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম কী?

উত্তরঃ-  সরলাদেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম হল ‘জীবনের ঝরাপাতা’।

46. ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন?

উত্তরঃ-  ‘বঙ্গর্শন’ সাময়িকপত্র প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

47. ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ-  ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।

48. বাংলায়ইস্টবেঙ্গল ক্লাব’ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ-  বাংলায় ১৯২০ ‘ইস্টবেঙ্গল ক্লাব’ প্রতিষ্ঠিত হয়।

49. ‘বাংলার মাটি, বাংলার জল’ – গানটির রচয়িতা কে?

উত্তরঃ-  ‘বাংলার মাটি, বাংলার জল’ -গানটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

50. ‘নমো হিন্দুস্তান’ সংগীতটির রচয়িতা কে?

উত্তরঃ-  ‘নমো হিন্দুস্তান’ সংগীতটির রচয়িতা হলেন সরলাদেবী চৌধুরানী।

51. ‘পথের পাঁচালী’ ছবির পরিচালক কে?

উত্তরঃ-  ‘পথে পাঁচালী’ ছবির পরিচালক হলেন সত্যজিৎ রায়।

52. ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয়?

উত্তরঃ-  ভারতবর্ষে ১৮৭১ খিস্টাব্দে থেকে জনগণনা শুরু হয়।

53. ‘নর্মদা বাঁচাও আন্দোলন’ -এর নেত্রী কে ছিলেন?

উত্তরঃ-  ‘নর্মদা বাঁচাও আন্দোলন’ -এর নেত্রী ছিলেন মেধা পাটেকর।

54. কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ-  কলকাতা মেডিক্যাল কলেজ ১৮৩৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

55. বোস ইনস্টিটিউডের সঙ্গে কোন্ বিখ্যাত বাঙ্গালি বিজ্ঞানীর নাম যুক্ত রয়েছে?

উত্তরঃ-  বোস ইনস্টিটিউডের সঙ্গে আচার্য জগদীশচন্দ্র বসুর নাম যুক্ত রয়েছে।

56. বর্তমানে ভারতের একটি গোয়েন্দা সংস্থানের নাম লেখো।

উত্তরঃ-  বর্তমানে ভারতের একটি গোয়েন্দা সংস্থানের নাম ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।

57. ‘লক্ষ্মীর ভান্ডার’ কে গড়ে তোলেন?

উত্তরঃ-  ‘লক্ষ্মীর ভান্ডার’ সরলাদেবী চৌধুরাণী গড়ে তোলেন।

58. ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন?

উত্তরঃ-  ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ মুন্সি প্রেমচাঁদ করেন।

59. কোন্ বড়লাটসোমপ্রকাশ’ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন?

উত্তরঃ-  লর্ড লিটন ‘সোমপ্রকাশ’ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন।

60. ‘বন্দেমাতরম’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

 The Sea Around Us’ বইটির লেখক কে ?

61. উত্তরঃ-  র‍্যাচেল কারসন 

আন্তর্জাতিক নারীবর্ষ কবে প্রথম পালিত হয় ?

62. উত্তরঃ-  ১৯৭৫ খ্রিষ্টাব্দে

‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন ?

63. উত্তরঃ-  বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

History from Below’ প্রবন্ধটি কার লেখা ?

64. উত্তরঃ-  ই পি থমসন

সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?

65. উত্তরঃ-  সরকারি মহাফেজখানায়

ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন?

66. উত্তর:-  মুনষী প্রেমচন্দ।

জীবনের ঝরাপাতা কোন সাময়িক পত্রে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল?

67. উত্তর:-  দেশ পত্রিকা।

সাইন্স এন্ড দ্য রাজ গ্রন্থটি কার লেখা?

68. উত্তর:-  দীপক কুমার।

CSIR কবে প্রতিষ্ঠিত হয়?

69. উত্তর:-  ১৯৪২।

বর্তমান ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম লেখ?

70. উত্তর:-  ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।

বিপিনচন্দ্র পাল কবে ন্যাশনাল ইনস্টিটিউট স্থাপন করেন?

71. উত্তর:-  ১৮৮০

বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা?

72. উত্তর:-  অবনীন্দ্রনাথ ঠাকুর।

বর্তমান চলচ্চিত্রের স্রষ্টা রূপে কাকে গণ্য করা হয়?

73. উত্তর:-  লুই এবং অগাস্ত ল্যুমিয়েরকে।

কলকাতায় মঞ্চস্থ প্রথম বাংলা নাটকের নাম কি?

74. উত্তর:-  কাল্পনিক সংবদল।

গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাস চর্চা বিষয়ক একটি গ্রন্থের নাম লিখ।

75. উত্তর:-  বাপি বাড়ি যা।

বাংলা ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?

76. উত্তর:-  ১৯২০

দ্য অ্যানালস পত্রিকাটি কবে প্রকাশিত হয়?

77. উত্তর:-  ১৯২৮

প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন?

78. উত্তর:-  নবীনচন্দ্র দাস।

বাংলায় নীল চাষের উপর অত্যাচারের কথা কোন সরকারি নথি থেকে জানা যায়?

79. উত্তর:-  নীল কমিশনের রিপোর্ট।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত?

80. উত্তর:-  মুম্বাইতে।

বিপিনচন্দ্র পাল কার কাছ থেকে জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন?

81. উত্তর:-  নবগোপাল মিত্র।

বাঙালির বেশবাস ‘ গ্রন্থটির লেখক কে ?

82. উত্তরঃ- বাঙালির বেশবাস ‘ গ্রন্থটির লেখক হলেন মলয় রায় ।

মহাত্মা গান্ধির ব্যবহৃত টুপি কী নামে পরিচিত ?

83. উত্তরঃ- মহাত্মা গান্ধির ব্যবহৃত টুপি ‘ গান্ধি টুপি ‘ নামে পরিচিত ।

ভারতে রেলপথ কে , কবে প্রবর্তন করেন ?

84. উত্তরঃ- লর্ড ডালহৌসি ১৮৫৩ খ্রিস্টাব্দে প্রথম রেলপথ প্রবর্তন করেন ।

কোন্ দেশে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয় ?

85. উত্তরঃ- ইংল্যান্ডে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয় ।

ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু হয় এবং বিলুপ্ত হয় ?

86. উত্তরঃ- ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় ১৮৫১ খ্রিস্টাব্দে এবং বিলুপ্ত হয় ২০১৩ খ্রিস্টাব্দে ।

কবে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয় ?

87. উত্তরঃ- ১৮৩০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয় ।

সুয়েজ খাল কবে খনন করা শুরু হয় ?

88. উত্তরঃ- ১৮৫৯ খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন করা শুরু হয় ।

ডেভিড আর্নল্ড সম্পাদিত পরিবেশ সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখো ।

89. উত্তরঃ- ডেভিড আর্নন্ত সম্পাদিত পরিবেশ সম্পর্কিত একটি বই হল ‘ নেচার , কালচার ।

ইকোলজিক্যাল ইম্পেরিয়ালজম ‘ কার লেখা ?

90. উত্তরঃ- ইকোলজিক্যাল ইম্পেরিয়ালজম ‘ অ্যালফ্রেড ডব্লিউ 

মেধা পাটেকর কে ছিলেন ?

91. উত্তরঃ- নর্মদা বাঁচাও নামক পরিবেশ আন্দোলনের নেত্রী ।

পরিবেশ আন্দোলনের দুজন নেত্রী কে ছিলেন ?

92. উত্তরঃ- পরিবেশ আন্দোলনের দুজন নেত্রী মেধা পাটেকর এবং অরুন্ধতী রায় ।

প্রথম নাট্য চর্চার উদ্ভব হয় _______ দেশে।

93. (উত্তর:-  গ্রীস)

গান্ধী টুপি পরতেন ________ ।

94. (উত্তর:-  মহাত্মা গান্ধীর অনুগামীরা)

প্রথম ঐতিহাসিক _________ সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস রচনার উপর জোর দেন।

95. (উত্তর:-  নীহাররঞ্জন রায়)

মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক হলেন _______ ।

96. (উত্তর:-  ঋত্বিক ঘটক)

রাজা হরিশচন্দ্র নামে প্রথম চলচ্চিত্র রূপায়ণ করেন _______ ।

97. (উত্তর:-  দাদাসাহেব ফালোকে)

ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম হলো _______ ।

98. (উত্তর:-  নীলদর্পণ)

খেলার রাজা নামে পরিচিত ______ ।

99. ( উত্তর:-  ক্রিকেট)

সমাজের প্রান্তিক স্তরের মানুষের কথা উঠে এসেছে _______ দের ইতিহাস চর্চায়।

100. (উত্তর:-  সাব অল্টার্ন)

ফুড ইন হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা হলেন ________ ।

101. (উত্তর:-  রিয়াই টান্নাহিল)

বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল ________।

102. (উত্তর:-  মাসিক)

প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হলো _______ ।

103. (উত্তর:-  সোমপ্রকাশ)

কলকাতা নগরীর পত্তন ঘটে ________ ।

104. (উত্তর:-  ১৬৯০)

দা হিন্দু টেম্পল গ্রন্থটি রচনা করেন _______ ।

105. (উত্তর:-  জর্জ মিশেল)

ভারতীয় যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় আধুনিকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন _______ ।

106. (উত্তর:-  লর্ড ডালহৌসি)

ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় _________ ।

107. (উত্তর:-  ১৮৫৩)

গান্ধার শিল্পে ________ সংস্কৃতির মিশ্রণ দেখা যায়।

108. (উত্তর:-  ভারতীয় রোমান গ্রীক)

ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত কোথা থেকে হয় ?

109. উত্তরঃ-  জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে

‘বেঙ্গল স্কুল অফ আর্ট’ কে প্রতিষ্ঠা করেন ?

110. উত্তরঃ-  অবনীন্দ্রনাথ ঠাকুর

জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত ?

111. উত্তরঃ-  দিল্লিতে

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মত্মজীবনীর নাম কী ?

112. উত্তরঃ-  এ নেশন ইন মেকিং

‘রাজতরঙ্গিনী’ গ্রন্থে প্রাচীন ভারতের কোন্ রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে ?

113. উত্তরঃ-  কাশ্মীর রাজ্যের

দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো ।

114. উত্তরঃ-  চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন ।

 ‘জীবনের ঝরাপাতা’ কোথায় প্রথম প্রকাশিত হয় ?

115. উত্তরঃ-  ‘জীবনের ঝড়াপাতা’ প্রথম ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল- দেশ পত্রিকায় ।

পথের পাঁচালী ছবিটির পরিচালক কে ?

116. উত্তরঃ- পথের পাঁচালী ছবিটির পরিচালক হলেন সত্যজিৎ রায় ।

সত্যজিৎ রায় বাদে বাংলা চলচ্চিত্রের দুজন নতুন ধারার চলচ্চিত্রকারের নাম লেখো ।

117. উত্তরঃ- সত্যজিৎ রায় বাদে বাংলা চলচ্চিত্রের দুজন নতুন ধারার চলচ্চিত্রকার হলেন মৃণাল সেন ও ঋত্বিক ঘটক ।

বাংলা চলচ্চিত্রের জনক ‘ কাকে বলা হয় ?

118. উত্তরঃ- ‘ বাংলা চলচ্চিত্রের জনক ‘ বলা হয় হীরালাল সেনকে ।

রয়্যাল বায়োস্কোপ কোম্পানি ‘ ( ১৮৯৮ খ্রিঃ ) কে প্রতিষ্ঠা করেন ?

119. উত্তরঃ- ‘ রয়্যাল বায়োস্কোপ কোম্পানি ‘ ( ১৮৯৮ খ্রিঃ ) প্রতিষ্ঠা করেন হীরালাল সেন

কলকাতায় ‘ স্টার থিয়েটার ‘ কবে প্রতিষ্ঠিত হয় ?

120. উত্তরঃ- কলকাতায় ‘ স্টার থিয়েটার ‘ প্রতিষ্ঠিত হয় ১৮৮৪ খ্রিস্টাব্দে ।

নটী বিনোদিনী কে ?

121. উত্তরঃ- নটী বিনোদিনী উনিশ শতকের বাংলার একজন বিখ্যাত মঞ্চ অভিনেত্রী ।

পোশাক সংক্রান্ত সুস্পটুয়ারি ল’জ কোন দেশে কঠোরভাবে মেনে চলা হ উত্তর ফ্রান্সে পোশাক সংক্রান্ত সুস্পটুয়ারি ল’জ কঠোরভাবে মেনে চলা হত ।

122. পোশাক – পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গ্রন্থের নাম লেখো ।

উত্তরঃ- পোশাক – পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক হলেন এল . টেলর এবং তাঁর গবেষণা গ্রন্থ ‘ দ্য স্টাডি অব্ ড্রেস হিস্ট্রি ।

123. ১৮৭০ – এর দশকে ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারকের নাম লেখো ।

১৮৭০ – এর দশকের ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারক ছিলেন ।

উত্তরঃ- মিসেস স্টানটন ।

124. পারসি রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্মসমাজের নারীরা যে শাড়ি পরত তার নাম কী ?

উত্তরঃ- পারসি রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্মসমাজের নারীরা যে শাড়ি পরত তার নাম ব্রাষ্মিকা শাড়ি ।

125. ইতিহাসের জনক কাকে বলা হয়?

উত্তর:-  হেরোডোটাস কে।

126. ইতিহাস বিদ্যাকে অন্যান্য ‘বিদ্যাচর্চার জননী’ বলে কে অভিহিত করেছেন?

উত্তর:-  জি এম ট্রেভেলিয়ান।

127. বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:-  ১৯২০

128. কবে চলমান চিত্র বা চলচ্চিত্রের জন্ম হয়?

উত্তর:-  ১৮৯৫

129. বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন?

উত্তর:-  শ্রীচৈতন্যদেব।

130. ‘বাংলার মাটি বাংলার জল’ গানটির রচয়িতা কে?

উত্তর:-  রবীন্দ্রনাথ ঠাকুর।

131. কার গান হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক ছিল?

উত্তর:-  লালন ফকিরের গান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল।

132. ক্যামেরা শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর:-  লিওনার্দো দা ভিঞ্চি।

133. কোথায় চলচ্চিত্রের জন্ম হয়?

উত্তর:-  প্যারিস।

134. সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি?

উত্তর:-  পথের পাঁচালী।

135. বঙ্গীয় কলা সংসদ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?

উত্তর:-  ১৯০৫

136. বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা?

উত্তর:-  অবনীন্দ্রনাথ ঠাকুর।

137.  চিত্র কথা কার লেখা?

উত্তর:-  বিনোদ বিহারী মুখোপাধ্যায়।

138. নর্মদা বাঁচাও আন্দোলন এর নেত্রী কে দিয়েছিলেন?

উত্তর:-  মেধা পাটেকর।

139. চিপকো আন্দোলন হয়েছিল কোন রাজ্যে?

উত্তর:-  উত্তরাখণ্ড।

140. নিউ সাইন্স গ্রন্থের রচয়িতা কে?

উত্তর:-  ভিকো।

141. সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি?

উত্তর:-  জীবনের ঝরাপাতা।

142. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তর:-  সরকারি মহাফেজখানা ও লেখ্যাগারে।

143. বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:-  ১৯১৭

144. ভারতের প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি?

উত্তর:-  বেঙ্গল গেজেট।

145. প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি?

উত্তর:-  সমাচার দর্পণ।

146. বঙ্গদর্শন প্রথম কবে প্রকাশিত হয়?

উত্তর:-  ১৮৭২

147. বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন?

উত্তর:-  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

148. কোন বড়লাট সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন?

উত্তর:-  লর্ড লিটন।

149. ‘ছেড়ে আসা গ্রাম’ কোন ধরনের সাহিত্য ?

উত্তরঃ-  ” ছেড়ে আসা গ্রাম ” স্মৃতিকথামূলক সাহিত্য

150. ‘হকির জাদুকর’ কাকে বলা হয় ?

উত্তরঃ-  ধ্যানচাঁদ কে

151. ‘বঙ্গমাতা’ ছবিটি কার আঁকা ?

উত্তরঃ-  অবনীন্দ্রনাথ ঠাকুর

152. ‘কেশরী’ ওমারাঠা’ কার পত্রিকা ।

উত্তরঃ-  বাল গঙ্গাধর তিলক

153. রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কী ?

উত্তরঃ-  জীবন স্মৃতি

154. বঙ্গীয় নাট্যশালার ইতিহাস কে লেখেন ?

উত্তরঃ-  ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

155. নিম্নবর্গের ইতিহাসচর্চাকারী কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো ।

উত্তরঃ-  রণজিৎ গুহ , গৌতম ভদ্র , জর্জ রুদে

156.  ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তরঃ-  বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

157.  ‘সোমপ্রকাশ’ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়

উত্তরঃ-  ১৮৫৮ সালে

158. কোন বৎসর ভারতে রেলপথের প্রবর্তন হয় ।

উত্তরঃ-  ১৮৫৩ খ্রিষ্টাব্দে

159. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী ?

উত্তরঃ-  সত্তর বৎসর

160. আধুনিক ইতিহাস লেখার যে-কোনো দুটি উপাদানের নাম লেখো ।

উত্তরঃ-  আত্মজীবনী ও সংবাদপত্র

” ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর ইতিহাস সাজেশন / দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ও উত্তর । Class 10 History Suggestion / Class 10 History  Question and Answer / Class 10 History Suggestion / Class 10 Pariksha History Suggestion / History Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 History Suggestion FREE PDF Download)

ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 10 History Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th History Suggestion / Class 10 History  Question and Answer / Class 10 History  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 History  Exam Guide / Class 10 History  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 History  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 History  Suggestion FREE PDF Download) সফল হবে।

ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর

ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) Class 10 History  Question and Answer Suggestion । ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণীর ইতিহাস ] ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) Class 10 History  Question and Answer Suggestion

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়)

দশম শ্রেণির ইতিহাস ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) Class 10 History  Question and Answer Suggestion । ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি ইতিহাস | Class 10 History 

দশম শ্রেণি ইতিহাস (Class 10 History ) – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) | Class 10 History  Suggestion দশম শ্রেণি ইতিহাসইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর

দশম শ্রেণির ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 History  Question and Answer, Suggestion দশম শ্রেণীর ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) | দশম শ্রেণীর ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) | দশম শ্রেণীর ইতিহাস সহায়ক – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 10 History  Question and Answer, Suggestion | Class 10 History  Question and Answer Suggestion | Class 10 History  Question and Answer Notes | West Bengal Class 10th History Question and Answer Suggestion.

WBBSE Class 10th History  Suggestion | দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়)

দশম শ্রেণীর ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 History Question and Answer, Suggestion দশম শ্রেণীর ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) । Class 10 History  Question and Answer Suggestion.

WBBSE Class 10 History  Suggestion দশম শ্রেণীর ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) | Class 10 History  Suggestion দশম শ্রেণীর ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 History  Suggestion | দশম শ্রেণীর ইতিহাস ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 History  Question and Answer Suggestions | দশম শ্রেণীর ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) | দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Class 10 History  Question and Answer দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) Class 10 History  Question and Answer দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 History  Suggestion | দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 History  Question and Answer Suggestion দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 History  Question and Answer Suggestion দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 History Suggestion Download WBBSE Class 10th History short question suggestion . Class 10 History  Suggestion download Class 10th Question Paper History. WB Class 10 History suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 History  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 History Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK History  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 History  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK History Suggestion is provided here. Class 10 History  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর | Class 10 History  Question and Answer with FREE PDF Download Link

ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 10 History  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad