অষ্টম শ্রেণীর ভূগোল : জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography [Chapter- VI] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অষ্টম শ্রেণীর ভূগোল : জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography [Chapter- VI] Question and Answer

জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer : জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Geography Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. অ্যান্টার্কটিকার তুন্দ্রা অঞ্চলে পাওয়া যায় এমন পাখি হল—

[A] পেঙ্গুইন

[B] কিউই

[C] উটপাখি

[D] কনোটাও নয়

উত্তর:- [A] পেঙ্গুইন

2. ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত হয় প্রধানত—

[A] মেরু বায়ুর দ্বারা

[B] পশ্চিমা বায়ুর দ্বারা

[C] মৌসুমি বায়ুর দ্বারা

[D] কনোটাও নয়

উত্তর:- [B] পশ্চিমা বায়ুর দ্বারা

3. ইউরেশিয়ায় বসবাস করে—

[A] রেড ইন্ডিয়ান উপজাতি

[B] ইয়াকুত উপজাতি

[C] ল্যাপ উপজাতি

[D] কনোটাও নয়

উত্তর:- [B] ইয়াকুত উপজাতি

4. বগা হরিণের প্রধান খাদ্য হল—

[A] উইলো

[B] বাওয়ার

[C] লাইকেন

[D] কনোটাও নয়

উত্তর:- [C] লাইকেন

5. স্লেজ গাড়ি ব্যবহৃত হয়—

[A] মালভূমি অঞ্চলে

[B] মরুভূমি অঞ্চলে

[C] তুন্দ্রা অঞ্চলে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] তুন্দ্রা অঞ্চলে

6. ‘তুন্দ্রা অঞ্চলের পশু অধিপতি’ হল—

[A] বলগা হরিণ

[B] শ্বেত ভাল্লুক

[C] সিন্ধুঘোটক

[D] কনোটাও নয়

উত্তর:- [A] বলগা হরিণ

7. মৌসুমি শব্দটি এসেছে যে শব্দ থেকে তা হল—

[A] আরবি

[B] উর্দু

[C] ফারসি

[D] কনোটাও নয়

উত্তর:- [A] আরবি

8. পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র নির্মাণশিল্প ‘হলিউড’ অবস্থিত—

[A] মৌসুমি জলবায়ু অঞ্চলে

[B] নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

[C] ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

9. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়—

[A] গ্রীষ্মকালে

[B] শীতকালে

[C] সারা বছর

[D] কনোটাও নয়

উত্তর:- [B] শীতকালে

10. মৌসুমি জলবায়ু অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়—

[A] গ্রীষ্মকালে

[B] শীতকালে

[C] শরৎকালে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] গ্রীষ্মকালে

11. মৌসুমি জলবায়ু অঞ্চলে মৌসুমি বায়ুর বিস্ফোরণ ঘটে—

[A] গ্রীষ্মকালে

[B] বর্ষাকালে

[C] শরৎকালে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] বর্ষাকালে

12. স্লেজ গাড়ি ব্যবহৃত হয়—

[A] মালভূমি অঞ্চলে

[B] মরুভূমি অঞ্চলে

[C] তুন্দ্রা অঞ্চলে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] তুন্দ্রা অঞ্চলে

13. মৌসুমি জলবায়ু অঞ্চলে মার্চ-মে মাসে গড় উষ্ণতা থাকে—

[A] 20° সে

[B] 25° সে

[C] 30° সে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] 30° সে

14. নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত একটি দেশ হল—

[A] জাপান

[B] তাইওয়ান

[C] ইন্দোনেশিয়া

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ইন্দোনেশিয়া

15. ভূমধ্যসাগরীয় জলবায়ুর দেশ—

[A] ভারত

[B] নেপাল

[C] গ্রিস

[D] কনোটাও নয়

উত্তর:- [C] গ্রিস

16. নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের উদ্ভিদগুলির অন্যতম বৈশিষ্ট্য হল—

[A] শক্ত কাঠ, লম্বা গুঁড়ি ও মোচাকৃতি গঠন

[B] নরম কাঠ ও মোচাকৃতি গঠন

[C] শক্ত কাঠ, লম্বা গুঁড়ি ও অরণ্যের ওপর চাঁদোয়া সৃষ্টি

[D] কনোটাও নয়

উত্তর:- [C] শক্ত কাঠ, লম্বা গুঁড়ি ও অরণ্যের ওপর চাঁদোয়া সৃষ্টি

17. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়—

[A] গ্রীষ্মকালে

[B] শীতকালে

[C] সারা বছর

[D] কনোটাও নয়

উত্তর:- [B] শীতকালে

18. সেলভা সৃষ্টি হয়—

[A] নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

[B] মৌসুমি জলবায়ু অঞ্চলে

[C] ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

19. ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত হয় প্রধানত—

[A] মেরু বায়ুর দ্বারা

[B] পশ্চিমা বায়ুর দ্বারা

[C] মৌসুমি বায়ুর দ্বারা

[D] কনোটাও নয়

উত্তর:- [B] পশ্চিমা বায়ুর দ্বারা

20. তুন্দ্রা অঙ্কুলের অন্তর্গত উত্তরইউরোপের দেশগুলিতে বসবাসকারী জনজাতি হল—

[A] এস্কিমো

[B] ইয়াকুত

[C] ল্যাপ

[D] স্যামোয়েদ

উত্তর:- [D] স্যামোয়েদ

21. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের একটি প্রধান উদ্ভিদের নাম হল—

[A] শাল

[B] পাইন

[C] কর্ক

[D] কনোটাও নয়

উত্তর:- [C] কর্ক

22. মৌসুমি জলবায়ু অঙ্কুলে বর্ষাকালের অন্যতম বৈশিষ্ট্য হল—

[A] মৌসুমি বিস্ফোরণ

[B] কালবৈশাখী

[C] আম্রবৃষ্টি

[D] কনোটাও নয়

উত্তর:- [A] মৌসুমি বিস্ফোরণ

23. গুজরাতের গির অরণ্যে বেশি দেখা যায়—

[A] হাতি

[B] সিংহ

[C] কুমির

[D] কনোটাও নয়

উত্তর:- [B] সিংহ

24. মৌসুমি জলবায়ু অঞ্চলে মার্চ-মে মাসে গড় উষ্ণতা থাকে—

[A] 20° সে

[B] 25° সে

[C] 30° সে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] 30° সে

25. তুন্দ্রা অঙ্কুলের অন্তর্গত উত্তরইউরোপের দেশগুলিতে বসবাসকারী জনজাতি হল—

[A] এস্কিমো

[B] ইয়াকুত

[C] ল্যাপ

[D] স্যামোয়েদ

উত্তর:- [D]  স্যামোয়েদ

26. নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু—

[A] উষ্ণ ও শুষ্ক

[B] উষ্ণ ও আর্দ্র

[C] শীতল ও আর্দ্র

[D] কনোটাও নয়

উত্তর:- [B] উষ্ণ ও আর্দ্র

27. নিরক্ষীয় অঞ্চলে দিনরাত্রির দৈর্ঘ্য সংক্রান্ত সঠিক তথ্যটি হল—

[A] দিন বড়ো ও রাত্রি ছোটো

[B] দিন ছোটো ও রাত্রি বড়ো

[C] দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান

[D] কনোটাও নয়

উত্তর:- [C] দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান

28. 4 O’clock rain প্রকৃতপক্ষে—

[A] পরিচলন বৃষ্টি

[B] শৈলোৎক্ষেপ বৃষ্টি

[C] ঘূর্ণবাত বৃষ্টি

[D] কনোটাও নয়

উত্তর:- [A] পরিচলন বৃষ্টি

29. চেরাপুঞ্জির নিকট মৌসিনরাম পৃথিবীর—

[A] আর্দ্রতম স্থান

[B] শুষ্কতম স্থান

[C] উষ্ণতম স্থান

[D] কনোটাও নয়

উত্তর:- [A] আর্দ্রতম স্থান

30. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের শুষ্ক ঋতু হল—

[A] গ্রীষ্মকাল

[B] শীতকাল

[C] শরৎকাল

[D] কনোটাও নয়

উত্তর:- [A] গ্রীষ্মকাল

31. উত্তর-পশ্চিম ভারত এবং পাকিস্তানের কিছু অংশে তুষারপাত হয়—

[A] আশ্বিনের ঝড়ের কারণে

[B] কালবৈশাখীর কারণে

[C] পশ্চিমি ঝঞ্ঝার কারণে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] পশ্চিমি ঝঞ্ঝার কারণে

32. গুল্মজাতীয় উদ্ভিদ হল—

[A] ফার

[B] রোজউড

[C] ল্যাভেন্ডার

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ল্যাভেন্ডার

33. গুজরাতের গির অরণ্যে বেশি দেখা যায়—

[A] হাতি

[B] সিংহ

[C] কুমির

[D] কনোটাও নয়

উত্তর:- [B] সিংহ

34. তুন্দ্রা জলবায়ু অঞ্চল দেখা যায়—

[A] সুমেরু ও কুমেরুবৃত্ত অঞ্চলে

[B] নিরক্ষরেখার উভয়পাশে 5° – 10° অক্ষাংশে

[C] উত্তরও দক্ষিণ গোলার্ধে 30°-40° অক্ষাংশে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] সুমেরু ও কুমেরুবৃত্ত অঞ্চলে

35. টিউপিক বাসগৃহ ব্যবহারকারী অধিবাসীরা হল—

[A] এস্কিমো

[B] ল্যাপ

[C] ফিন

[D] ইয়াকুত

উত্তর:- [A] এস্কিমো

36. কোনো অঞ্চলের জলবায়ুর প্রধান নির্ধারক—

[A] অক্ষাংশীয় অবস্থান

[B] বায়ুপ্রবাহ

[C] ভূমির উচ্চতা

[D] কনোটাও নয়

উত্তর:- [A] অক্ষাংশীয় অবস্থান

37. ভারত—

[A] নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত

[B] ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত

[C] মৌসুমি জলবায়ুর অন্তর্গত

[D] কনোটাও নয়

উত্তর:- [C] মৌসুমি জলবায়ুর অন্তর্গত

38. গুল্মজাতীয় উদ্ভিদ হল—

[A] ফার

[B] রোজউড

[C] ল্যাভেন্ডার

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ল্যাভেন্ডার

39. মৌসুমি শব্দটি এসেছে যে শব্দ থেকে তা হল—

[A] আরবি

[B] উর্দু

[C] ফারসি

[D] কনোটাও নয়

উত্তর:- [A] আরবি

40. টিউপিক বাসগৃহ ব্যবহারকারী অধিবাসীরা হল—

[A] এস্কিমো

[B] ল্যাপ

[C] ফিন

[D] ইয়াকুত

উত্তর:- [A] এস্কিমো

অতি সংক্ষিপ্ত প্রশ্ন: জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer Suggestion

1. প্রেইরি অলকে ফলের বাগান বলে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

2. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য।

3. র বৃষ্টি অরণ্য অঞ্চল গ্রুপে কোন্ স্থানটিকে চিহ্নিত করা হয়েছে ?

উত্তর:- 5-10 ° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চল ।

4. ভারতের কোন্ অংশ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত ?

উত্তর:- ভারতের দক্ষিণ – পশ্চিম অংশ ।

5. দক্ষিণ আমেরিকার কোন অংশ নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত ?

উত্তর:- দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা অঞ্চল ।

6. মধ্য আমেরিকার কোন্ কোন্ অঞ্চল নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত ?

উত্তর:- মধ্য আমেরিকার পানামা , কোস্টারিকা , ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশ ।

7. নিরক্ষীয় অঞ্চলের রাত্রি কী নামে পরিচিত ?

উত্তর:- ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত ।

8. নিরক্ষীয় অঞ্চলে অরণ্য কী নামে পরিচিত ?

উত্তর:- চিরসবুজ অরণ্য নামে পরিচিত ।

9. নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয় ?

উত্তর:- পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় ।

10. ব্রাজিলের ক্রান্তীয় অরণ্য কী নামে পরিচিত ?

উত্তর:- ব্রাজিলের ক্লান্তীয় অরণ্য ‘ সেলভা ‘ নামে পরিচিত ।

11. ব্রাজিলের বৃষ্টি অরণ্যে কত প্রকার গাছ দেখা যায় ?

উত্তর:- 300 প্রজাতির গাছ দেখা যায় ।

12. পিগমিরা কোন্ জলবায়ু অঞ্চলে বসবাস করে ?

উত্তর:- নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বসবাস করে ।

13. উচ্চ আমাজন অববাহিকায় কোন শ্রেণির মানুষ দেখা যায় ?

উত্তর:- রেড ইন্ডিয়ান শ্রেণির মানুষ দেখা যায় ।

14. দক্ষিণ – পূর্ব এশিয়ায় কোন শ্রেণির মানুষ দেখা যায় ?

উত্তর:- সেমাপ্ত উপজাতির মানুষ দেখা যায় ।

সপ্তম অধ্যায় মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন

👉 [ সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর ]

15. নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের কৃষিকাজ প্রথম শুরু হয়েছিল ?

উত্তর:- উপনিবেশ স্থাপন করে ইউরোপীয় বণিকরা প্রথম বাগিচা কৃষি শুরু করেছিল ।

16. আফ্রিকার গিনি উপকূলে কীসের চাষ হয় ?

উত্তর:- কোকো ও তালের চাষ হয় ।

17. ট্রান্স আমাজন হাইওয়ে করে নির্মিত হয় ?

উত্তর:- 1970 খ্রিস্টাব্দে নির্মিত হয় ।

18. ‘ মৌসুমি শব্দের অর্থ কী ?

উত্তর:- ‘ মৌসুমি ‘ শব্দের অর্থ ঋতু ।

19. পূর্ব আফ্রিকার কোন অঞ্চল মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত ?

উত্তর:- পূর্ব আফ্রিকার সোমালি , মাদাগাস্কার অঞ্চল মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত ।

20. নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কীসের দ্বারা প্রভাবিত ?

উত্তর:- নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিরক্ষীয় নিম্নচাপ বলয় , আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল [ ITCZ ] দ্বারা প্রভাবিত ।

21. মৌসুমি ভালবায়ু অঞ্চল অস্ট্রেলিয়ার কোথায় দেখা যায় ?

উত্তর:- মৌসুমি জলবায়ু অঞ্চল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কিছু অঞ্চলে দেখা যায় ।

22. এশিয়ার কোন্ কোন্ দেশ মৌসুমি জলবায়ুর অন্তর্ভুক্ত ?

উত্তর:- ভারত , পাকিস্তান , বাংলাদেশ , শ্রীলঙ্কা , মায়ানমার , থাইল্যান্ড , ভিয়েতনাম , কাম্পুচিয়া , দক্ষিণ চিন , ফিলিপাইনস দ্বীপপুঞ্জ ।

23. মৌসুমি জলবায়ু অঞ্চলে গড় তাপমাত্রা কত ?

উত্তর:- মৌসুমি জলবায়ু অঞ্চলে গড় তাপমাত্রা সাধারণত 25 ° সে ।

24. মৌসুমি জলবায়ু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত কত ?

উত্তর:- বার্ষিক বৃষ্টিপাত 200-300 সেমি ।

25. মৌসিনরামে বার্ষিক বৃষ্টিপাত কত ?

উত্তর:- মৌসিনরামে বছরে গড়ে 1200 সে . বৃষ্টিপাত হয় ।

26. মৌসুমি জলবায়ু অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখা যায় ?

উত্তর:- পর্ণমোচী ধরনের বনভূমি দেখা যায় ।

27. মৌসুমি জলবায়ু অঞ্চলে কোথায় চিরসবুজ বনভূমি দেখা যায় ?

উত্তর:- যেসব স্থানে বৃষ্টিপাত বার্ষিক 200 সেমি সেই সব স্থানে চিরসবুজ বনভূমি দেখা যায় ।

28. মৌসুমি জলবায়ুর কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ?

উত্তর:- মৌসুমি জলবায়ুর উপকূলবর্তী অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ।

29. শীতকালে মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের কোথায় বৃষ্টি হয় ?

উত্তর:- করমণ্ডল উপকূলে

30. মৌসুমি জলবায়ু অঞ্চলে কোন্ বিশেষ প্রাণী দেখা যায় ?

উত্তর:- সুন্দরবনের বাঘ এবং গুজরাটের গির অরণ্যের সিংহ , নদী মোহনায় কুমির ও মাছ দেখা যায় ।

31. অনুন্নতির কারণ কী ?

উত্তর:- অস্বাস্থ্যকর জলবায়ু , দুর্গম অরণা , বিষাক্ত কীটপতঙ্গের উপদ্রব ,

32. কী কী খনিজ পদার্থ পাওয়া যায় ?

উত্তর:- মালয়ে টিন , সুমাত্রা , জাভা , বোর্নিওতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ।

33. মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান ফসল কী কী ?

উত্তর:- ধান , পাট , গম , আখ , তুলা , তৈলবীজ , চা , কফি হল প্রধান ফসল ।

34. মৌসুমি জলবায়ু অঞ্চলে প্রধান ফল কী কী পাওয়া যায় ?

উত্তর:- আম , জাম , কাঁঠাল , লিচু , কলা , আনারস পেয়ারা প্রভৃতি প্রধান ফল পাওয়া যায় ।

35. মৌসুমি জলবায়ু অঞ্চলে কী কী খনিজ দ্রব্য পাওয়া যায় ?

উত্তর:- কয়লা , লোহা , তামা , ম্যাঙ্গানিজ , বক্সাইট , খনিজ তেল ইত্যাদি ।

36. মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান শিল্প কী কী ?

উত্তর:- মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান শিল্পগুলি হল পাটশিল্প , কার্পাসশিল্প , চা শিল্প , লৌহ – ইস্পাত শিল্প ইত্যাদি ।

37. মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান শহরগুলি কী কী ?

উত্তর:- দিল্লি , কলকাতা , মুম্বই , চেন্নাই , সাংহাই , ঢাকা , রেঙ্গুন , নম্‌পেন প্রভৃতি শহর ।

38. ভৌগোলিকভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান লেখো ।

উত্তর:- উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ° -40 ° অক্ষাংশের মধ্যে এই জলবায়ু অশ্যল অবস্থিত ।

39. ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত ইউরোপের কয়েকটি দেশের নাম লেখো ।

উত্তর:- ফ্রান্স , ইতালি , স্পেন , গ্রিস , পোর্তুগাল , আলবেনিয়া , যুগোশ্লাভিয়া ।

40. ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত কয়েকটি এশিয়ার দেশের নাম লেখো ।

উত্তর:- ! তুরস্ক , ইজরায়েল , সিরিয়া , লেবানন ।

41. ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্তর্ভুক্ত আফ্রিকার কয়েকটি দেশের নাম লেখো ।

উত্তর:- মিশর , মরক্কো , লিবিয়া , আলজেরিয়া , টিউনেশিয়া ।

42. ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় পৃথিবীর এমন কয়েকটি বিশেষ দেশের নাম লেখো ।

উত্তর:- উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া , দক্ষিণ আমেরিকার চিলি , দক্ষিণ আফ্রিকার কেপটাউন , অস্ট্রেলিয়ার দক্ষিণ – পশ্চিম ও দক্ষিণ – পূর্বাঞ্চল ।

43. ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী ?

উত্তর:- সারাবছর মৃদুভাবাপন্ন নাতিশীতোর জলবায়ু , শুষ্ক গরমকাল ও শীতকালীন বৃষ্টিপাত ।

44. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অপর নাম কী ?

উত্তর:- এই অঞ্চলের অপর নাম শীতকালীন বৃষ্টিপাতের দেশ ।

45. ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ?

উত্তর:- ভূমধ্যসাগরীয় অঞ্চলে পুরু পাতা ও শক্ত কান্ড বিশিষ্ট চিরসবুজ ও গুল্ম জাতীয় গাছ দেখা যায় । গাছ এখানে রয়েছে ।

46. ভূমধ্যসাগরীয় অঞ্চলে রেশম শিল্প গড়ে উঠেছে কেন ?

উত্তর:- তুঁত গাছের প্রাচুর্য এই অঞ্চলে রেশম শিল্প গড়ে তুলেছে ।

47. ভূমধ্যসাগরীয় অঞ্চলে সরলবর্গীয় কী কী উদ্ভিদ দেখা যায় ?

উত্তর:- ভূ – মধ্যসাগরীয় অঞ্চলে সরলবর্গীয় পাইন , ফার , সিডার গাছ দেখা যায় ।

48. ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী চিরসবুজ গাছ দেখা যায় ?

উত্তর:- ওক , কর্ক , ইউক্যালিপটাস গাছ দেখা যায় ।

49. ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী গুল্মজাতীয় বৃক্ষ দেখা যায় ?

উত্তর:- ভূ – মধ্যসাগরীয় অঞ্চলে ম্যাপল , লরেল , রোজমেরি , ল্যাভেন্ডার জাতীয় বৃক্ষ দেখা যায় ।

50. ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান উদ্ভিদ কী ?

উত্তর:- জলপাই গাছ এখানকার অন্যতম উদ্ভিদ । পৃথিবীর সবথেকে বেশি জলপাই ।

51. এই অঞ্চলে কী কী ফল পাওয়া যায় ?

উত্তর:- এই অঞ্চলে আঙুর , জলপাই , ন্যাসপাতি , আপেল , কমলালেবু , পিচ , খোবানি , আখরোট , বাদাম , কুল , ডুমুর ও নানাধরনের লেবুর চাষ হয় ।

52. ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী খনিজদ্রব্য পাওয়া যায় ?

উত্তর:- ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল , ফ্রাগে বক্সাইট , ইতালিতে মার্কেল , গন্ধক , সোনা , লোহা খাওয়া যায় ।

53. ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী জীবিকা দেখা যায় ?

উত্তর:- ব্যবসাবাণিজা ছাড়াও কৃষিকাজ , ফলের চাষ ও ফলভিত্তিক শিল্প রফতানি – বাণিজ্য প্রভৃতি জীবিকা দেখা যায় ।

54. ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান শিল্পগুলি কী কী ?

উত্তর:- ইতালি , ফ্রান্সে আঙুর থেকে উৎকৃষ্ট মদ , জলপাই থেকে অলিভ অয়েল তৈরির শিল্প , ফলজাত শিল্প , ময়দা শিল্প ইত্যাদি ।

55. পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র কোথায় ও কেন গড়ে উঠেছে ?

উত্তর:- ভূমধ্যসাগরীয় অঞ্চলের মনোরম রোদ ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র গড়ে উঠেছে ।

56. এই অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য শহরের নাম লেখো ।

উত্তর:- ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস , সানফ্রান্সিসকো , ইতালির রোম , নেপলস , দক্ষিণ আফ্রিকার কেপটাউন , অস্ট্রেলিয়ার অ্যাডিলেড , পোর্তুগালের লিসবন প্রধান ।

57. তুন্দ্রা জলবায়ুর নামকরণ কী জন্য হয়েছে ?

উত্তর:- একধরনের শৈবালের নাম থেকে তুন্দ্রা জলবায়ুর নামকরণ করা হয়েছে ।

58. , ভূদ্ৰা জলবায়ু অঞ্চলে ইউরোপের কোন্ কোন্ দেশ অন্তর্ভুক্ত ?

উত্তর:- ইউরোপের নরওয়ে , সুইডেন , ফিনল্যান্ড , গ্রিনল্যান্ডের সংকীর্ণ উপকূল তৃণ্ডা জলবায়ু অঞ্চলের অন্তর্গত ।

59. তুণ্ডা জলবায়ু অঞ্চলে এশিয়ার কোন্ কোন্ দেশ অন্তর্ভুক্ত ?

উত্তর:-  এশিয়ার সাইবেরিয়া অঞ্চল অন্তর্ভুক্ত ।

60. তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য কী ?

উত্তর:- স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল ও দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল এই জলবায়ুর বৈশিষ্ট্য ।

61. উত্তর গোলার্ধের শীতলতম স্থান কোনটি ?

উত্তর:- ভারখয়ানস্ক হল উত্তর গোলার্ধের শীতলতম স্থান ।

62. কোন্ স্থানকে নিশীথ সূর্যের দেশ ’ বলা হয় ?

উত্তর:- নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট কদরকে ‘ নিশীথ সূর্যের দেশ ’ বলা হয় ।

63. তুল্লা অঞ্চলে কী ধরনের গাছ জন্মায় ?

উত্তর:- তুন্দ্রা অঞ্চলে শৈবাল ও গুল্মজাতীয় বার্চ , জুনিপার , অন্ডার প্রভৃতি গাছ জন্মায় ।

64. তুন্দ্রা অঞ্চলে জলাভূমিতে কী ধরনের গাছ জন্মায় ?

উত্তর:-  তুন্দ্রা অঞ্চলে জলাভূমিতে মস , লাইকেন ইত্যাদি গাছ জন্মায় ।

65. তুন্দ্রা অঞ্চলে স্থলভাগে কী কী প্রাণী দেখা যায় ?

উত্তর:- ভুদ্রা অঞ্চলে স্থলভাগে বড়ো লোমশ মেজ কুকুর , শিয়াল , মেরু ভাল্লুক , বলগা হরিণ , ক্যারিকু দেখা যায় ।➜তুন্দ্রা অঞ্চলের জলভাগে কী কী প্রাণী দেখা যায় ?উত্তর:-  তুল্লা অঞ্চলের জলভাগে সমুদ্রে সিল , তিমি , সিন্ধুঘোটক ইত্যাদি নানা রকম প্রাণী ও মাছ দেখা যায় ।

66. গ্রিনল্যান্ডে কী ধরনের অধিবাসীদের দেখা যায় ?

উত্তর:-  এস্কিমো , রেড ইন্ডিয়ান প্রভৃতিদের দেখা যায় ।

67. ইউরেশিয়ার সাইবেরিয়ায় কী ধরনের অধিবাসীদের দেখা যায় ?

উত্তর:- ইউরেশিয়ার সাইবেরিয়ায় স্যামোয়েদ , ইয়াকুত প্রভৃতি অধিবাসীদের দেখা যায় ।

68. ফিনল্যান্ডের অধিবাসীদের কী বলা হয় ?

উত্তর:- ফিনল্যান্ডের অধিবাসীদের ফিন বলা হয় ।

69. ল্যাপল্যান্ডের অধিবাসীদের কী বলা হয় ?

উত্তর:- ল্যাপল্যান্ডের অধিবাসীদের ল্যাপ বলে ।

70. তুল্লা অঞ্চলের অধিবাসীরা শীতকালে কী ধরনের ঘরে বাস করে ?

উত্তর:- শীতকালে ভুদ্রা অঞ্চলের অধিবাসীরা একরকম গোলাকার বরফের ঘরে বাস করে তার নাম ইগলু ।

71. গ্রীষ্মকালে বরফ গলে গেলে তারা কোথায় বাস করে ?

উত্তর:- গ্রীষ্মকালে বরফ গলে গেলে তারা সিলমাছের চামড়ার তৈরি তাঁবুতে থাকে ।

72. তুল্লা অঞ্চলের মানুষের তৈরি তাঁবুর নাম কী ?

উত্তর:- টিউনিক ।

73. ভুদ্রা অঞ্চলের মানুষজন যাতায়াতের জন্য কী ব্যবহার করে ।

উত্তর:- তুম্রা অঞ্চলের মানুষজন যাতায়াতের জন্য বরফের ওপর চাকাহীন গেজগাড়ি ও জলে সিলমাছের চামড়ার তৈরি কায়াক ব্যবহার করে ।

74. তুন্দ্রা অঞ্চলের মানুষ কীসের পোশাক পরে ?

উত্তর:- তুচ্ছা অঞ্চলের মানুষজন পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরে ।

75. এই অঞ্চলের মানুষজন কী দিয়ে অস্ত্র তৈরি করে ?

উত্তর:- এই অঞ্চলের মানুষজন পশুর হাড় দিয়ে অস্ত্র তৈরি করে ।

76. খাদ্যের জন্য এই অঞ্চলের মানুষজন কোন্ কোন্ প্রাণী শিকার করে এদের প্রিয় খাদ্য কী কী ?

উত্তর:- খাদ্যের জন্য এই অঞ্চলের মানুষজন সিল , ভাল্লুক , বলগা হরিণ , মেরু শিয়াল শিকার করে , সমুদ্রের মাছ ধরে । হরিণের দুধ ও বেরি ফল এদের প্রিয় খাদ্য ।

77. তুন্দ্রা অঞ্চলের কোথায় রেলপথ নির্মিত হয়েছে ।

উত্তর:- সাইবেরিয়ার মারমিনস্ক বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে ।

78. তুন্দ্রা অঞ্চলের একটি হাইওয়ের নাম করো ।

উত্তর:- আলাস্কা হাইওয়ে ।

79. তুন্দ্রা অঞ্চলের আমদানি – রফতানি দ্রব্যগুলি কী কী ?

উত্তর:- পশুর চামড়া , লোম রফতানির বিনিময়ে তুন্দ্রা অঞ্চলের অধিবাসীরা চা , কফি , তামাক ও প্রয়োজনীয় দ্রব্য আমদানি করে ।

80. ভূমির উচ্চতার সঙ্গে সঙ্গে কী কী পরিবর্তন হয় ?

উত্তর:- ভূমির উচ্চতার সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ এবং জলবায়ুর পরিবর্তন হয় ।

81. তুন্দ্রা জলবায়ু অঞ্চলের লোকেরা যাযাবর জীবনযাপন করে কেন ?

উত্তর:- তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তীব্র শীতে কৃষিকাজ হয়না তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবনযাপন করে ।

82. ’clock rain কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রতিদিন অপরাহ্নে 3টে – 4টের সময় ঘন কিউমুলোনিম্বাস মেঘ থেকে যে বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়বৃষ্টি হয়, তাকে 4 O’clock rain বলে।

83. মৌসুমি জলবায়ু অকূলে বছরে গড়ে 100 সেমি থেকে 200 সেমি বৃষ্টিপাত হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

84. প্রায় সারা বছর শীতকাল বিরাজ করে _________ জলবায়ু অঞ্চলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- তুন্দ্রা

85. পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের বনভূমি কানাডাতে অবস্থিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

86. সুমেরু প্রভার অপর নাম হল অরোরা অস্ট্রালিস এবং কুমেরু প্রভার অপর নাম হল অরোরা বোরিয়ালিস। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

87. এস্কিমোদের গ্রীষ্মকালীন বাসগৃহের নাম _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- টিউপিক

88. শীতকালে তুন্দ্রা অঞ্চলের গড় তাপমাত্রা থাকে_________ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- – 35° সে।

89. শালগাছ _________ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখা যায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মাঝারি।

90. তোমার দেশ কোন্ জলবায়ুর অন্তর্গত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- আমার দেশ ভারতবর্ষ মৌসুমি জলবায়ুর অন্তর্গত।

91. 1960 সালে ট্রান্স আমাজন হাইওয়ে নির্মাণ করা হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

92. ব্রাজিলের চিরহরিৎ অরণ্য সেলভা নামে পরিচিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

93. এস্কিমোরা সিন্ধুঘোটকের চর্বি দিয়ে প্রদীপ জ্বালায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

94. টিউপিক দেখা যায়_________জলবায়ু অঞ্চলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- তুন্দ্রা

95. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারাবছর ধরে দিন ও রাতের পরিমাণ প্রায় ______ থাকে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সমান।

96. ইয়াকুত উপজাতির মানুষরা কোথায় বসবাস করে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- রাশিয়ার সাইবেরিয়ায়।

97. আমাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

98. লিবিয়া কোন্ জলবায়ু অঞ্চলের অন্তর্গত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের।

99. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 20-25 সেমি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

100. ট্রান্স আমাজন হাইওয়ে তৈরির কুফল হল ______ ধবংস। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জীববৈচিত্র্য।

101. কোন বনভূমির কাঠ থেকে কাষ্ঠমণ্ড ও নিউজপ্রিন্ট তৈরি করা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সরলবর্গীয় বনভূমির কাঠ থেকে।

102. তুন্দ্রা অঞ্চলে বৃক্ষ জাতীয় উদ্ভিদ দেখা যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

103. _________ জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তনের সাথে জলবায়ুর বৈশিষ্ট্যও পরিবর্তিত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মৌসুমি

104. এস্কিমো কথাটির অর্থ ‘কাঁচা মাংস খাদক’। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

105. চন্দন গাছ পাওয়া যায় _________ অরণ্যে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মৌসুমি

106. ম্যানগ্রোভ অরণ্য ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

107. ব্রাজিলের চিরহরিৎ অরণ্য সেলভা নামে পরিচিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

108. ‘পৃথিবীর ফুসফুস’ হল ______ অরণ্য। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সেলভা।

109. মৌসুমি জলবায়ু অঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ ধান ও পাট উৎপাদক অঞ্চল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

” জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন / অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 8 Geography Suggestion / Class 8 Geography  Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download)

জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর

(Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography  Question and Answer / Class 8 Geography  Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography  Exam Guide / Class 8 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর

জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর। জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল ] জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরজলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়)

জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 8 Geography 

অষ্টম শ্রেণি ভূগোল (Class 8 Geography ) – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) | Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8 Geography  Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) | জলবায়ু অঞ্চলঅষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Geography  Question and Answer, Suggestion | Class 8 Geography  Question and Answer Suggestion | Class 8 Geography  Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 8th Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরজলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়)

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) । Class 8 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) | Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

WB Class 8 Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরজলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 8 Geography  Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography  Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography  Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 8 Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরজলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography  Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.

জলবায়ু অঞ্চলঅষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 8 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .Class Eight VIII Geography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam Class 8 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Geography Suggestion is provided here. Class 8 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 8 Geography  Question and Answer with FREE PDF Download Link

জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography  Question and Answer জলবায়ু অঞ্চল(ষষ্ঠ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad