উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – দ্বাদশ শ্রেণীর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer | HS Class 12th Education Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer | HS Class 12th Education Question and Answer

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS Education MCQ Question and Answer |

1. রাধাকৃয়ণ কমিশনের সুপারিশে গঠিত হয়—

[A] গ্রামীণ বিশ্ববিদ্যালয়

[B] বহু সাধক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়

[C] প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থা

[D] অগ্রবর্তী বিদ্যালয় [ Pace setting school ] ।

উত্তর:- [A] গ্রামীণ বিশ্ববিদ্যালয় /

2. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠন করা হয় ?

[A] ১৯৪৮ খ্রিস্টাব্দে

[B] ১৯৪৭ খ্রিস্টাব্দে

[C] ১৯৪৬ খ্রিস্টাব্দে

[D] ১৯৪৯ খ্রিস্টাব্দে ।

উত্তর:- [A] ১৯৪৮ খ্রিস্টাব্দে /

3. রাধাকৃষ্ণণ কমিশনের মতে , প্রতিটি গ্রামীণ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত হবে ?

[A] ১৫০০ – এর বেশি হবে না

[B] ১৩০০ – এর বেশি হবে না ।

[C] ১২৫০ – এর বেশি হবে না

[D] ১২০০ – এর বেশি হবে না ।

উত্তর:- [A] ১৫০০ – এর বেশি হবে না

4. রাধাকৃস্লণ কমিশন চিকিৎসাশাস্ত্র শিক্ষার কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা কত জনের মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে ?

[A] ১৫০ জন

[B] ২০০ জন

[C] ৫০ জন

[D] ১০০ জন ।

উত্তর:- [D] ১০০ জন ।

5. রাধাকৃষ্ণণ কমিশনের রিপোর্টে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়স বছর করার সুপারিশ করেছে ।

[A] ৬০ বছর

[B] ৬৫ বছর

[C] ৫৫ বছর

[D] ৫৮ বছর ।

উত্তর:- [A] ৬০ বছর

6.  স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল –

[A] কোঠারি কমিশন

[B] বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন

[C] মুদালিয়র কমিশন

[D] মাধ্যমিক শিক্ষা কমিশন

উত্তর:-  [B] বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন

7.  বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

[A] ১৯৫২ খ্রিস্টাব্দে

[B] ১৯৪৮ খ্রিস্টাব্দে

[C] ১৯৬৪ খ্রিস্টাব্দে

[D] ১৯৮৬ খ্রিস্টাব্দে

উত্তর:-  [B] ১৯৪৮ খ্রিস্টাব্দে

8.  বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন -এর সম্পাদক ছিলেন –

[A] ড: এস রাধাকৃষ্ণন

[B] ড: জাকির হুসেন

[C] ড: তারাচাঁদ

[D] ড: নির্মল কুমার সিদ্ধান্ত

উত্তর:-  [D] ড: নির্মল কুমার সিদ্ধান্ত

9.  রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য ছিলেন –

[A] ৭ জন

[B] ৯ জন

[C] ৮ জন

[D] ৫ জন

উত্তর:-  [A] ৭ জন

10.  কোন বিদেশী শিক্ষাবিদ “বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন”এর সদস্য ছিলেন –

[A] ড: জে এম ডাফ

[B] জন ক্রিস্টি

[C] কে আর উইলিয়ামস

[D] ডি এস কোঠারি

উত্তর:-  [A] ড: জে এম ডাফ

11.  কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় –

[A] ১৮০০ খ্রিস্টাব্দে

[B] ১৮২৩ খ্রিস্টাব্দে

[C] ১৮৫৭ খ্রিস্টাব্দে

[D] ১৯০০ খ্রিস্টাব্দে

উত্তর:-  [C] ১৮৫৭ খ্রিস্টাব্দে

12.  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন [UGC] প্রতিষ্ঠিত হয় –

[A] ১৯৪৫ খ্রিস্টাব্দে

[B] ১৯৪৮ খ্রিস্টাব্দে

[C] ১৯৫৩ খ্রিস্টাব্দে

[D] ১৯৫৬ খ্রিস্টাব্দে

উত্তর:-  [D] ১৯৫৬ খ্রিস্টাব্দে

13.  গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হল –

[A] মুদালিয়র কমিশন

[B] কোঠারি কমিশন

[C] জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬

[D] রাধাকৃষ্ণন কমিশন

উত্তর:-  [D] রাধাকৃষ্ণন কমিশন

14.  এলাহাবাদ বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়?

[A] ১৮৫৭ খ্রিস্টাব্দে

[B] ১৮৮২ খ্রিস্টাব্দে

[C] ১৮৮৭ খ্রিস্টাব্দে

[D] ১৮৯৬ খ্রিস্টাব্দে

উত্তর:-  [C] ১৮৮৭ খ্রিস্টাব্দে

15.  UGC –এর প্রতিষ্ঠাতা ছিলেন –

[A] ড: রাধাকৃষ্ণন

[B] আবুল কালাম আজাদ

[C] ড: জাকির হুসেন

[D] ড: জে এফ ডাফ

উত্তর:-  [B] আবুল কালাম আজাদ

16. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয়—

[A] ১৯৪৮ খ্রিস্টাব্দে

[B] ১৯৪৯ খ্রিস্টাব্দে

[C] ১৯৫০ খ্রিস্টাব্দে

[D] ১৯৫৫ খ্রিস্টাব্দে ।

উত্তর:- [B] ১৯৪৯ খ্রিস্টাব্দে

17. রাধাকৃষ্ণণ কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষাব্যবস্থায় ‘ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষার জন্য সময় নির্দিষ্ট করা হয়েছে—

[A] ১ বছর

[B] ২ বছর

[C] ৩ বছর

[D] ৬ বছর ।

উত্তর:- [B] ২ বছর /

18. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন—

[A] ড : ডি.এস কোঠারি

[B] ড : জেম্স এফ . ডাফ

[C] ড : তারাচঁাদ

[D] ড : এল . থর্নডাইক ।

উত্তর:- [B] ড : জেম্স এফ . ডাফ /

19. রাধাকৃষ্ণণ কমিশনের মোট সদস্যসংখ্যা ছিল—

[A] ৫

[B] ১০

[C] ১৫

[D] ২৫০ ।

উত্তর:- [B] ১০

20. শিক্ষাব্যবস্থার পর্যালোচনার জন্য ভারত সরকার যে কমিশন নিয়োগ করে , তার সভাপতি ছিলেন—

[A] ড . রাধাকৃষ্ণণ

[B] ড . কোঠারি

[C] ড . মুদালিয়র

[D] ড . জাকির হোসেন ।

উত্তর:- [B] ড . কোঠারি

21. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন

[A] ড : কমলনারায়ণ বহাল

[B] ড : নির্মলকুমার সিদ্ধান্ত

[C] ড : জেমস . এম . ডাফ

[D] ড : মেঘনাদ সাহা ।

উত্তর:- [B] ড : নির্মলকুমার সিদ্ধান্ত

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education SAQ Question and Answer |

1. গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে?

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ শিক্ষাক্ষেত্রে 4টি স্তরের উল্লেখ করেছে. যথা—[1] প্রাথমিক শিক্ষা, [2] মাধ্যমিক শিক্ষা, [3] কলেজীয় শিক্ষা, [4] বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা

2. DPI-এর পূর্ণ নাম লেখো

উত্তর:- DPI-এর পুরো নাম Director of Public Instruction.

3. NCRH-এর সুপারিশের ভিত্তিতে পশ্চিমবঙ্গে যে গ্রামীণ প্রতিষ্ঠানটি প্রথম গড়ে ওঠে তার নাম লেখো

উত্তর:- NCRH-এর সুপারিশ অনুসারে পশ্চিমবঙ্গে ‘শ্রীনিকেতন’ গ্রামীণ প্রতিষ্ঠানটি গড়ে ওঠে

4. NCRHE গঠনের উদ্দেশ্য কী ছিল?

উত্তর:- গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য NCRHE গঠন করার মূল উদ্দেশ্য হল 14টি প্রতিষ্ঠানকে পরীক্ষামূলকভাবে গ্রামীণ শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা

5. গ্রামীণ শিক্ষা পরিকল্পনা কার দ্বারা প্রভাবিত হয়েছিল?

উত্তর:- গ্রামীণ শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ডেনমার্ক-এর জনতা কলেজ এবং গান্ধিজি বুনিয়াদি শিক্ষা পদ্ধতির দ্বারা প্রভাবিত হয়

6. গ্রামীণ কলেজ ও বিশ্ববিদ্যালয় পাঠক্রমের প্রধান বিষয়গুলি কী কী

উত্তর:- গ্রামীণ কলেজ ও বিশ্ববিদ্যালয় পাঠক্রমের প্রধান বিষয়গুলি হবে-দর্শন, ভাষা সাহিত্য, পদার্থ বিদ্যা, জীব বিদ্যা, রসায়নবিদ্যা, মনোবিদ্যা, সমাজবিদ্যা, অর্থশাস্ত্র, কৃষিবিজ্ঞান ইত্যাদি

7. ড. রাধাকৃয়ান কমিশন বিশ্ববিদ্যালয় কত ধরনের শিক্ষক নিয়োগ-এর কথা বলেছেন?

উত্তর:- ড. রাধাকৃয়ান কমিশন বিশ্ববিদ্যালয় 4 ধরনের শিক্ষক নিয়োগের সুপারিশ করেন. যথা—[1] অধ্যাপক [ii] রিডার [iii] লেকচারার [iv] ইনস্ট্রাকটর

8. শ্রীনিকেতন কী ধরনের প্রতিষ্ঠান?

উত্তর:- শ্রীনিকেতন হল Rural Institute বা গ্রামীণ বিশ্ববিদ্যালয়

9. ড. রাধাকৃয়ান কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রামীণ শিক্ষার কাঠামোটি লেখো

উত্তর:- গ্রামীণ শিক্ষার কাঠামোটি হল— 4 বছরের বুনিয়াদী শিক্ষা, 3/4 বছরের মাধ্যমিক শিক্ষা, 3 বছরের কলেজের শিক্ষা, 2 বছরের বিশ্ববিদ্যালয় শিক্ষা

10. UGC-এর দুটি কাজ উল্লেখ করো

উত্তর:- UGC-এর দুটি কাজ হল—[i] কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান, [ii] কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যক্রম পরিকাঠামো গঠন করা

11. বিশ্ববিদ্যালয় কমিশন উল্লেখিত দুটি পেশাগত শিক্ষার নাম লেখো

উত্তর:- বিশ্ববিদ্যালয় কমিশনে উল্লেখিত ২টি পেশাগত শিক্ষার নাম হল- [1] কৃষিবিদ্যা, [2] আইন শিক্ষা

12. ড. রাধাকৃয়ান কমিশন সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা স্তরে ভাষা সম্পর্কে কী সুপারিশ করেছিলেন?

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা স্তরে তিনটি ভাষা হবে— [i] মাতৃভাষা বা আঞ্চলিক [ii] রাষ্ট্রভাষা হিন্দি [iii] ইংরেজি ভাষা

13. ভারত সরকার কত সালের কোন্ তারিখে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করেন?

উত্তর:- ভারত সরকার 1948 খ্রিস্টাব্দের 5 নভেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষ কমিশন গঠন করে

14. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্যদের নাম কী?

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্যরা হলেন—ড. জেমস্ এম ডাফ্, ড. আর্থার ই মরগ্যান এবং ড টি গার্ট

15. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ড. সর্বপল্লি রাধাকৃষ্ণণ

16. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে?

উত্তর:- 1948 সালের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়

17. কোন্ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তাদের রিপোর্ট জমা দেয়?

উত্তর:- 1949 সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তাঁদের রিপোর্ট জমা দেয়

18. UGC-এর পূর্ণ রূপ কী?

উত্তর:- UGC-এর পূর্ণ রূপ হল University Grants Commission

19. প্রথম কোন্ কমিশন বিদ্যালয়ে মনীষীদের জীবনীপাঠের সুপারিশ করেছিল?

উত্তর:- রাধাকৃষ্ণণ কমিশন প্রথম বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠের সুপারিশ করেছিল

20. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উল্লিখিত যে-কোনো দুই ধরনের পেশাগত শিক্ষার নাম লেখো

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উল্লিখিত দুটি পেশাগত শিক্ষা হল— আইন এবং চিকিৎসাশাস্ত্র

আরো পড়ুনঃ দ্বাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি ছোটো প্রশ্ন ও উত্তর

21. UGC করে স্থাপিত হয়?

উত্তর:- 1956 সালের নভেম্বর মাসে UGC স্থাপিত হয়

22. উচ্চশিক্ষার দুটি লক্ষ্য লেখো

উত্তর:- উচ্চশিক্ষার দুটি লক্ষ্য হল – [1] জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা করা. [2] গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী শিক্ষার ব্যবস্থা করা

23. গ্রামীণ শিক্ষাব্যবস্থার চারটি স্তর কী কী?

উত্তর:- গ্রামীণ শিক্ষাব্যবস্থার চারটি স্তর হল— [1] নিম্ন ও উচ্চ বুনিয়াদি শিক্ষা, [2] উচ্চবুনিয়াদি বা মাধ্যমিক শিক্ষা, [3] গ্রামীণ মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষা এবং [4] গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা

24. গ্রামীণ মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষার সময়কাল কত বছর?

উত্তর:- গ্রামীণ মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষার সময়কাল হল 3 [তিন] বছর

25. গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার সময়কাল কত বছর?

উত্তর:- গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার সময়কাল হল 2 বছর

26. NCRHE-এর পুরো নাম কী?

উত্তর:- NCRHE-এর পুরো নাম হল ন্যাশনাল কাউন্সিল অব রুরাল হায়ার এডুকেশন [National Council of Rural Higher Education]

27. কোন্ কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে?

উত্তর:- রাধাকৃষ্ণণ কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে

28. গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের?

উত্তর:- গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর 3 অথবা 4 বছরের

29. শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন

30. শ্রীনিকেতন কোন্ ধরনের প্রতিষ্ঠান?

উত্তর:- শ্রীনিকেতন হল একপ্রকার Rural Institute

31. ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?

উত্তর:- ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন – আবুল কালাম আজাদ।

32. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় ১৯৪৮ খ্রিস্টাব্দে।

33. কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে?

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে।

34. NCC –এর পুরো কথাটি কী?

উত্তর:- NCC -এর পুরো কথাটি হল – National Cadet Corps.

35. UGC কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত?

উত্তর:- UGC কথাটি বিশ্ববিদ্যালয় শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত।

36. UGC –এর পূর্ণ রূপ কী?

উত্তর:- UGC -এর পূর্ণ রূপ হল – University Grant Commission.

37. গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে?

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ শিক্ষাক্ষেত্রে চারটি স্তরের উল্লেখ করেছে। যথা – প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, কলেজীয়া শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা।

38. শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন – বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

39. NCRHE –এর পুরো কথাটি কী?

উত্তর:- NCRHE -এর পুরো কথাটি হল – National Council for Rural Higher Education.

40. গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের?

উত্তর:- গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর তিন বছরের।

41. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের দু’জন সদস্যের নাম উল্লেখ করো ।

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের দু’জন সদস্য ড . তারাচঁাদ এবং ড . জাকির হোসেন ।

42. রাধাকৃষ্ণণ কমিশনের অন্য নাম কী ?

উত্তর:- রাধাকৃয়ণ কমিশন ‘ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ‘ নামে পরিচিত ।

43. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী ?

উত্তর:- স্বাধীনতার পর ভারতের প্রথম শিক্ষা কমিশন ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ।

44. গণতন্ত্রের মূলনীতিগুলি উল্লেখ করো ।

উত্তর:- গণতন্ত্রের মূলনীতি হলো ন্যায়বিচার , স্বাধীনতা , সাম্য এবং ভ্রাতৃত্ব ।

45. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লিখিত ত্রিভাষা নীতি উল্লেখ করো ।

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লিখিত ত্রিভাষা নীতি হলো মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা , ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দিভাষা এবং ইংরেজি ।

46. DPI- এর পুরো কথাটি কী ?

উত্তর:- DPI -এর পুরো অর্থ – Director of Public Instruction .

47. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ড . নির্মলকুমার সিদ্ধান্ত ।

48. UGC- এর পুরো কথাটি লেখো ।

উত্তর:- UGC- এর সম্পূর্ণ রূপ হলো University Grants Commission .

49. NCRHE- এর পুরো নাম লেখো ।

উত্তর:- NCRHE -এর পুরো নাম – National Council of Rural Higher SEA কমিশন ।

50. গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে কোন কমিশন ?

উত্তর:- গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেছিল রাধাকৃয়ণ কমিশন ।

51. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লিখিত দু’টি পেশাগত শিক্ষার নাম লেখো ।

উত্তর:- দু’টি পেশাগত শিক্ষা – আইন এবং চিকিৎসাশাস্ত্র ।

52. শ্রীনিকেতন কী ধরনের প্রতিষ্ঠান ?

উত্তর:- শ্রীনিকেতন এক ধরনের Rural Institute .

53. ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?

উত্তর:- ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন – আবুল কালাম আজাদ

54. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় ১৯৪৮ খ্রিস্টাব্দে

55. কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে?

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে

56. NCC –এর পুরো কথাটি কী?

উত্তর:- NCC -এর পুরো কথাটি হল – National Cadet Corps.

57. UGC কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত?

উত্তর:- UGC কথাটি বিশ্ববিদ্যালয় শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত

58. UGC –এর পূর্ণ রূপ কী?

উত্তর:- UGC -এর পূর্ণ রূপ হল – University Grant Commission.

59. গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে?

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ শিক্ষাক্ষেত্রে চারটি স্তরের উল্লেখ করেছে. যথা – প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, কলেজীয়া শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা

60. শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন – বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

61. NCRHE –এর পুরো কথাটি কী?

উত্তর:- NCRHE -এর পুরো কথাটি হল – National Council for Rural Higher Education.

62. গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের?

উত্তর:- গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর তিন বছরের

63. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম লেখো

উত্তর:- “বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49” হল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন

64. বিশ্ববিদ্যালয় কমিশন কতগুলি সুপারিশ সংবলিত পৃষ্ঠার একটি প্রতিবেদন সরকারের কাছে পেশ করেছিলেন?

উত্তর:- বিশ্ববিদ্যালয় কমিশন 1949 খ্রিস্টাব্দের আগস্ট মাসে 207টি সুপারিশসহ 747 পৃষ্ঠার একটি প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন

65. ড. রাধাকৃষ্ণান কমিশনের মতে উচ্চশিক্ষার দুটি লক্ষ্য লেখো

উত্তর:- ড. রাধাকৃয়ান কমিশনের মতে উচ্চশিক্ষার দুটি লক্ষ্য হল—

[1] শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানো,

[2] রাষ্ট্র বা দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে উপযুক্ত নেতা তৈরি করা

66. বিশ্ববিদ্যালয় কমিশনের মতে নবভারত গঠনের লক্ষ্যটি কী?

উত্তর:- বিশ্ববিদ্যালয় কমিশনের মতে নবভারত গঠনের লক্ষ্য হল— ভারতবর্ষে গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করা. যেখানে ভারতের প্রতিটি নাগরিক সর্বক্ষেত্রে সমান সুযোগসুবিধা পায়

67. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে নিম্ন ও উচ্চ বুনিয়াদি শিক্ষার সময় কাল কত?

উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে নিম্ন বুনিয়াদি স্তরের শিক্ষার সময়কাল হবে 4 বছর এবং উচ্চ বুনিয়দি হবে 3 বছর

68. শ্রীনিকেতনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- শ্রীনিকেতনের প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর

69. NCRHE-এর পুরো নাম কী?

উত্তর:- NCRHE-এর পুরো নাম National Council of Rural Higher Education.

70. গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর হবে কত বছরের?

উত্তর:-  গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর 3 বছরের

71. গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কোর্স কত বছরের ছিল?

উত্তর:-  গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কোর্স ছিল 3 বছরের

72. UGC কোন শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত?

উত্তর:- UGC বিশ্ববিদ্যালয় শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত

73. UGC-এর পুরো নাম কী?উত্তর:- UGC-এর পূর্ণ নাম হল University Grrants Commission.

উচ্চমাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন (প্রথম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন কৌশল (দ্বিতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় রাশিবিজ্ঞান (তৃতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ (চতুর্থ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ (দশম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় প্রযুক্তির ভূমিকা (দ্বাদশ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন (প্রথম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন কৌশল (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় রাশিবিজ্ঞান (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ (দশম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় প্রযুক্তির ভূমিকা (দ্বাদশ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS HistoryClick Here
HS GeographyClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary Education Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Education Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান –  বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(HS Education Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Education Suggestion  / HS Education Question and Answer  / Class 12 Education Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Education Exam Guide  / HS Education Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Education Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান

বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) HS Education Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  Education Suggestion  Download WBCHSE Class 12th Education short question suggestion  . HS Education Suggestion   download Class 12th Question Paper  Education. WB Class 12  Education suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad