Dear student
তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক দর্শন – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer | HS Class 12th Philosophy Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।
উচ্চমাধ্যমিক দর্শন – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer | HS Class 12th Philosophy Question and Answer
উচ্চমাধ্যমিক দর্শন – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর | HS Philosophy MCQ Question and Answer |
1. ‘হয় রাম আসবে অথবা শ্যাম আসবে’ – এটি কোন্ শ্রেণির বচন ?
[A] নিরপেক্ষ
[B] প্রাকল্পিক বচন
[C] বৈকল্পিক বচন
[D] স্বতঃসত্য বচন
উত্তর:- [C] বৈকল্পিক বচন
2. বৈকল্পিক ও প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্ত কীরূপ বচন হয়?
[A] প্রাকল্পিক বচন
[B] বৈকল্পিক বচন
[C] নিরপেক্ষ বচন
[D] আবশ্যিক বচন
উত্তর:- [C] নিরপেক্ষ বচন
3. প্রাকল্পিক ও বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান হেতুবাক্য কীরূপ বচন হয়?
[A] প্রাকল্পিক বচন
[B] বৈকল্পিক বচন
[C] নিরপেক্ষ বচন
[D] আবশ্যিক বচন
উত্তর:- [C] নিরপেক্ষ বচন
4. প্রাকল্পিক বচনের অনুগের সত্যতা কার ওপর নির্ভর করে?
[A] পূর্বগ
[B] বিকল্প
[C] সংযোজক
[D] মানক
উত্তর:- [A] পূর্বগ
5. প্রাকল্পিক বচনের পূর্বগ সত্য হলে অনুগ কী হবে?
[A] সত্য
[B] মিথ্যা
[C] অর্থহীন
[D] অর্থযুক্ত
উত্তর:- [A] সত্য
6. প্রাকল্পিক বচনের পুর্বগ সত্য ও অনুগ মিথ্যা হলে বচনটি কী হবে?
[A] সত্য
[B] মিথ্যা
[C] অর্থহীন
[D] অর্থযুক্ত
উত্তর:- [B] মিথ্যা
7. যে যৌগিক বচনের একটি অবয়ব প্রাকল্পিক বচন ও অন্য অবয়ব দুটি নিরপেক্ষ বচন তাকে কীরূপ যুক্তি হবে?
[A] প্রাকল্পিক-নিরপেক্ষ যুক্তি
[B] বৈকল্পিক-নিরপেক্ষ যুক্তি
[C] উপমাযুক্তি
[D] নিরপেক্ষ যুক্তি
উত্তর:- [A] প্রাকল্পিক-নিরপেক্ষ যুক্তি
8. প্রধান হেতুবাক্য প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান হেতুবাক্যে স্বীকার করলে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হবে’-প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন্ নিয়মে এটি বলা হয়েছে?
[A] M.P
[B] M.T
[C] S.T
[D] C.T
উত্তর:- [A] M.P
9. প্রধান হেতুবাক্য প্রাকল্পিক বচনের অনুগকে অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করলে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হবে?
[A] M.P
[B] M.T
[C] S.T
[D] C.T
উত্তর:- [B] M.T
10. বৈকল্পিক বচনে ‘অথবা’ শব্দটিকে কয়টি অর্থে ব্যবহার করা হয়?
[A] একটি
[B] দুটি
[C] তিনটি
[D] চারটি
উত্তর:- [B] দুটি
11. বৈকল্পিক বচনে ‘অথব’ শব্দটির একটি অর্থ হল ;শিথিল অর্থ’ অন্যটি কী?
[A] সবল অর্থ
[B] দুর্বল অর্থ
[C] ব্যাপক অর্থ
[D] সংকুচিত অর্থ
উত্তর:- [A] সবল অর্থ
12. সে জীবিত অথবা মৃত’ – এই বাক্যে ‘অথবা’ শব্দটি কীরূপ অর্থে ব্যাবহৃত হয়েছে?
[A] সবল অর্থ
[B] দুর্বল অর্থ
[C] ব্যাপক অর্থ
[D] সংকুচিত অর্থ
উত্তর:- [A] সবল অর্থ
13. সে বাড়িতে আছে অথবা বাইরে আছে’ – এই বাক্যটিকে ‘অথবা’ শব্দটি কীরূপ অর্থে ব্যবহৃত হয়েছে?
[A] সবল অর্থ
[B] দুর্বল অর্থ
[C] ব্যাপক অর্থ
[D] সংকুচিত অর্থ
উত্তর:- [A] সবল অর্থ
14. সবল অর্থে ‘অথবা’ শব্দ দ্বারা যুক্ত বিকল্প দুটি একই সঙ্গে কী হতে পারে না ?
[A] সত্য হতে পারে না
[B] মিথ্যা হতে পারে না
[C] সত্য এবং মিথ্যা হতে পারে না
[D] সত্য অথবা মিথ্যা হতে পারে না
উত্তর:- [D] সত্য অথবা মিথ্যা হতে পারে না
15. সবল অর্থে বৈকল্পিক বচনের একটি বিকল্প সত্য হলে অন্য বিকল্পটি কী হবে?
[A] সত্য হবে
[B] মিথ্যা হবে
[C] অর্থহীন হবে
[D] অর্থপূর্ন হবে
উত্তর:- [B] মিথ্যা হবে
16. শিথিল অর্থে বৈকল্পিক বচনের বিকল্প বচনের বিকল্প দুটি একই সঙ্গে কী হতে পারে না?
[A] সত্য
[B] মিথ্যা
[C] অর্থহীন
[D] স্বতঃসত্য
উত্তর:- [B] মিথ্যা
17. ‘সে মুর্খ অথবা শয়তান’-এই বচনে ‘অথবা’ শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে ?
[A] শিথিল
[B] সবল
[C] ব্যাপক
[D] সংকুচিত
উত্তর:- [A] শিথিল
18. শিথিল অর্থে ‘অথবা’ শব্দ দ্বারা যুক্ত বিকল্প দুটি একই সঙ্গে কী হতে পারে ?
[A] সত্য
[B] মিথ্যা
[C] অর্থহীন
[D] স্বতঃসত্য
উত্তর:- [A] সত্য
19. ‘বৈকল্পিক বচনের একটি বিকল্পের অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করে অন্য বিকল্পটিকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে’- এটি কোন্ যৌগিক যুক্তির নিয়ম?
[A] প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়
[B] বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়
[C] বিকল্প ন্যায়
[D] অমিশ্র ন্যায়
উত্তর:- [B] বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়
20. মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অপ্রধান আশ্রয়বাক্যটি হলো—
(A) যৌগিক বচন
(B) নিরপেক্ষ বচন
(C) সদর্থক বচন
(D) প্রাকল্পিক বচন
উত্তর:- (B) নিরপেক্ষ বচন
21. প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন ?
(A) সিদ্ধান্ত
(B) অপ্রধান আশ্রয়বাক্য
(C) প্রধান আশ্রয়বাক্য
(D) তৃতীয় আশ্রয়বাক্য ।
উত্তর:- (C) প্রধান আশ্রয়বাক্য
22. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তির প্রধান আশ্রয়বাক্যটির অংশ দুটি হলো—
(A) পূর্বগ ও অনুগ
(B) উদ্দেশ্য ও বিধেয়
(C) সংযোগী ও বিকল্প
(D) আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত ।
উত্তর:- (A) পূর্বগ ও অনুগ
23. p অথবা q , ~ p / q’- এই যুক্তি আকারটি হলো –
(A) বৈধ HS
(B) বৈধ MP
(C) বৈধ MT
(D) বৈধ DS
উত্তর:- (D) বৈধ DS
24. হয় p না হয় q একটি—
(A) নিরপেক্ষ বচন
(B) বৈকল্পিক বচন
(C) যৌগিক বচন
(D) প্রাকল্পিক বচন ।
উত্তর:- (B) বৈকল্পিক বচন
25. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হলো—
(A) নিরপেক্ষ বচন
(B) বৈকল্পিক বচন
(C) স্ববিরোধী বচন
(D) প্রকল্পিক বচন
উত্তর:- (A) নিরপেক্ষ বচন
26. Modus Ponens হলো –
(A) বৈকল্পিক ন্যায়ের
(B) আবর্তনের বৈধমূর্তি
(C) নিরপেক্ষ ন্যায়ের
(D) প্রাকল্পিক ন্যায়ের ।
উত্তর:- (D) প্রাকল্পিক ন্যায়ের ।
27. যৌগিক যুক্তির অপর নাম হলো –
(A) জটিল যুক্তি
(B) মিশ্রযুক্তি
(C) নিরপেক্ষ যুক্তি
(D) সাপেক্ষ যুক্তি ।
উত্তর:- (B) মিশ্রযুক্তি
28. Modus Tollens হলো –
(A) বৈকল্পিক ন্যায়ের
(B) বিবর্তনের বৈধমূর্তি
(C) নিরপেক্ষ ন্যায়ের
(D) প্রাকল্পিক ন্যায়ের ।
উত্তর:- (D) প্রাকল্পিক ন্যায়ের ।
29. ‘ M.T ‘ এই বৈধমূর্তিটি হলো
(A) বৈকল্পিক ন্যায়ের |
(B) ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়েব
(C) প্রাকল্পিক ন্যায়ের
(D) কোনোটিই নয় ।
উত্তর:- (B) ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়েব
30. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটি
(A) M.P নামে পরিচিত
(B) C.D নামে পরিচিত
(C) M.T নামে পরিচিত
(D) D.S নামে পরিচিত ।
উত্তর:- (D) D.S নামে পরিচিত ।
31. বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটি হলো –
(A) M.T
(B) D.S
(C) D.P
(D) M.P.
উত্তর:- (B) D.S
32. M.P- এর Full Form –
(A) Modus Poens
(B) Modus Ponens
(C) Modus Pons
(D) সবক’টি ঠিক ।
উত্তর:- (B) Modus Ponens
33. M.T- এর Full Form
(A) Modus Tolens
(B) Model Tolens
(C) Modus Tollens
(D) Modus Tolenes .
উত্তর:- (C) Modus Tollens
34. প্রাকল্পিক বচনে ‘ তবে ‘ – এর পরবর্তী অংশকে বলা হয় –
(A) পূর্বগ
(B) বিকল্প
(C) অনুগ
(D) কোনোটিই নয় ।
উত্তর:- (C) অনুগ
35. “ নিরপেক্ষ যুক্তির সব বচনই নিরপেক্ষ । ” – বিবৃতিটি হলো –
(A) মিথ্যা
(B) আপতিক
(C) সত্য
(D) সংশয়াত্মক ।
উত্তর:- (C) সত্য
36. M.P এই বৈধমূর্তিটি হলো –
(A) বৈকল্পিক ন্যায়ের
(B) গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের
(C) নিরপেক্ষ ন্যায়ের
(D) ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের ।
উত্তর:- (B) গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের
37. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম নিয়মটি –
(A) M.T নামে পরিচিত
(B) M.P নামে পরিচিত
(C) D.S নামে পরিচিত
(D) C.D নামে পরিচিত ।
উত্তর:- (B) M.P নামে পরিচিত ।
38. সে বুদ্ধিমান অথবা বোকা ‘ । বচনটির দু’টি বিকল্প—
(A) পরস্পর বিরুদ্ধ
(B) অনিশ্চিত
(C) অবিসংবাদী
(D) বিসংবাদী ।
উত্তর:- (D) বিসংবাদী
39. ” নিবেদিতা শিক্ষিকা অথবা গায়িকা ‘ । এই বচনটি হলো
(A) প্রাকল্পিক
(B) বৈকল্পিক
(C) সামান্য
(D) বিশেষ ।
উত্তর:- (B) বৈকল্পিক
40. 1.গঠন অনুসারে যুক্তিকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?
[A] একটি
[B] দুটি
[C] তিনটি
[D] চারটি
উত্তর:- [B] দুটি
41. অবরোহ যুক্তির একটি প্রকার হল নিরপেক্ষ যুক্তি, অন্যটি কী ?
[A] সাপেক্ষ যুক্তি
[B] উপমাযুক্তি
[C] প্রাকল্পিক যুক্তি
[D] বৈকল্পিক যুক্তি
উত্তর:- [A] সাপেক্ষ যুক্তি
42. সাপেক্ষ যুক্তি কয় প্রকার?
[A] এক প্রকার
[B] দুই প্রকার
[C] তিন প্রকার
[D] চার প্রকার
উত্তর:- [B] দুই প্রকার
43. সাপেক্ষ যুক্তির ওপর নাম কী ?
[A] যৌগিক যুক্তি
[B] অযৌগিক যুক্তি
[C] নিরপেক্ষ যুক্তি
[D] প্রাকল্পিক যুক্তি
উত্তর:- [A] যৌগিক যুক্তি
44. প্রাকল্পিক বচন কোন্ শ্রেণির বচন ?
[A] যৌগিক বচন
[B] অযৌগিক বচন
[C] নিরপেক্ষ বচন
[D] আবশ্যিক বচন
উত্তর:- [A] যৌগিক যুক্তি
45. বৈকল্পিক বচন কোন্ শ্রেণির বচন?
[A] যৌগিক বচন
[B] অযৌগিক বচন
[C] নিরপেক্ষ বচন
[D] আবশ্যিক বচন
উত্তর:- [A] যৌগিক যুক্তি
46. সব যৌগিক যুক্তির অন্তত একটি অবয়ব কীরূপ বচন হয়?
[A] যৌগিক বচন
[B] অযৌগিক বচন
[C] নিরপেক্ষ বচন
[D] আবশ্যিক বচন
উত্তর:- [A] যৌগিক বচন
47. যৌগিক বচন কয় প্রকার?
[A] এক প্রকার
[B] দুই প্রকার
[C] তিন প্রকার
[D] চার প্রকার
উত্তর:- [B] দুই প্রকার
48. প্রাকল্পিক-নিরপেক্ষ যুক্তি ও বৈকল্পিক যুক্তি কোন্ শ্রেণির যুক্তি?
[A] নিরপেক্ষ যুক্তি
[B] যৌগিক যুক্তি
[C] অযৌগিক যুক্তি
[D] উপমাযুক্তি
উত্তর:- [B] যৌগিক যুক্তি
49. প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির অবয়ববাক্যের সংখ্যা কয়টি?
[A] একটি
[B] দুটি
[C] তিনটি
[D] চারটি
উত্তর:- [C] তিনটি
50. প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয়বাক্য কোন্ শ্রেণির বচন ?
[A] বৈকল্পিক বচন
[B] নিরপেক্ষ বচন
[C] প্রাকল্পিক বচন
[D] আবশ্যিক বচন
উত্তর:- [C] প্রাকল্পিক বচন
51. প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান হেতুবাক্য কোন্ শ্রেণির বচন ?
[A] বৈকল্পিক বচন
[B] নিরপেক্ষ বচন
[C] প্রাকল্পিক বচন
[D] আবশ্যিক বচন
উত্তর:- [B] নিরপেক্ষ বচন
52. প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত কোন্ শ্রেণির বচন হয়?
[A] বৈকল্পিক বচন
[B] নিরপেক্ষ বচন
[C] প্রাকল্পিক বচন
[D] আবশ্যিক বচন
উত্তর:- [B] নিরপেক্ষ বচন
53. ‘যদি মেঘ করে তবে বৃষ্টি পড়ে’- এটি কন শ্রেণির বচন?
[A] বৈকল্পিক বচন
[B] নিরপেক্ষ বচন
[C] প্রাকল্পিক বচন
[D] আবশ্যিক বচন
উত্তর:- [C] প্রাকল্পিক বচন
54. প্রাকল্পিক বচনের অঙ্গবাক্য দুটির নাম কী?
[A] পূর্বগ
[B] অনুগ
[C] বিকল্প
[D] পূর্বগ-অনুগ
উত্তর:- [D] পূর্বগ-অনুগ
55. প্রাকল্পিক বচনের শর্ত-প্রকাশক বাক্যটিকে কী বলা হয়?
[A] পূর্বগ
[B] অনুগ
[C] বিকল্প
[D] পূর্বগ-অনুগ
উত্তর:- [A] পূর্বগ
56. প্রাকল্পিক বচনের অঙ্গবাক্য কয়টি?
[A] একটি
[B] দুটি
[C] তিনটি
[D] চারটি
উত্তর:- [B] দুটি
57. বৈকল্পিক বচনের অঙ্গবাক্য কয়টি?
[A] একটি
[B] দুটি
[C] তিনটি
[D] চারটি
উত্তর:- [B] দুটি
58. বৈকল্পিক বচনের অঙ্গবাক্য দুটির নাম কী ?
[A] বিকল্প
[B] পূর্বগ
[C] অনুগ
[D] মানক
উত্তর:- [A] বিকল্প
59. বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয়বাক্য কী বচন হয়?
[A] প্রাকল্পিক বচন
[B] বৈকল্পিক বচন
[C] নিরপেক্ষ বচন
[D] আবশ্যিক বচন
উত্তর:- [B] বৈকল্পিক বচন
60. বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান হেতুবাক্য কী বচন হয়?
[A] প্রাকল্পিক বচন
[B] বৈকল্পিক বচন
[C] নিরপেক্ষ বচন
[D] আবশ্যিক বচন
উত্তর:- [C] নিরপেক্ষ বচন
61. বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত কীরূপ বচন হয়?
[A] প্রাকল্পিক বচন
[B] বৈকল্পিক বচন
[C] নিরপেক্ষ বচন
[D] আবশ্যিক বচন
উত্তর:- [C] নিরপেক্ষ বচন
62. ‘হয় লোকটি বোকা অসৎ’ –এটি কীরূপ বচন ?
[A] প্রাকল্পিক বচন
[B] বৈকল্পিক বচন
[C] নিরপেক্ষ বচন
[D] আবশ্যিক বচন
উত্তর:- [B] বৈকল্পিক বচন
63. ‘যদি আগুন না থাকে তবে ধোঁয়া থাকবে না’ – এটি কীরূপ বচন ?
[A] প্রাকল্পিক বচন
[B] বৈকল্পিক বচন
[C] নিরপেক্ষ বচন
[D] আবশ্যিক বচন
উত্তর:- [A] প্রাকল্পিক বচন
64. যৌগিক যুক্তি কীরূপ ন্যায়?
[A] মিশ্র
[B] অমিশ্র
[C] নিরপেক্ষ
[D] অসাপেক্ষ
উত্তর:- [A] মিশ্র
65. যৌগিক যুক্তি কীরূপ ন্যায়?
[A] নিরপেক্ষ
[B] প্রাকল্পিক বচন
[C] বৈকল্পিক বচন
[D] স্বতঃসত্য বচনউত্তর:- [B] প্রাকল্পিক বচন
উচ্চমাধ্যমিক দর্শন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক দর্শন – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy SAQ Question and Answer |
1. প্রাকল্পিক বচনের ‘ যদি – তবে ’ অংশটিকে কী বলা হয় ?
উত্তর:- প্রাকল্পিক বচনের সংযোজক বলা হয় ।
2. যদি মেঘ করে তবে বৃষ্টি হয় বৃষ্টি হয়নি .. মেঘ করেনি । এটি কী ধরনের যুক্তি ?
উত্তর:- অবৈধ প্রাকল্পিক যুক্তি ।
3. যদি পরিশ্রম করো , তবে সফল হবে পরিশ্রম করেছে . : . সিদ্ধান্তটি কী হবে ?
উত্তর:- সফল হবে ।#
4. M.P. বলতে কী বোঝো ?
উত্তর:- এটা হলো পূর্বগকে স্বীকার করে অনুগকে স্বীকার করার নিয়ম ।
5. M.T. বলতে কী বোঝো ?#
উত্তর:- ভিতর এটা হলো অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করার নিয়ম ।
6. প্রাকল্পিক ন্যায়ের প্রথম নিয়মটি কী ?#
উত্তর:- ভিতর প্রাকল্পিক বচনের পূর্বগকে নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করার পর সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হয় ।
7. অনুকল্প কাকে বলে ?#
উত্তর:- প্রাকল্পিক বচনে ‘ তবে ’ বা ‘ তা হলে ’ -এর পরবর্তী অংশকে বলা হয় অনুগ বা অনুকল্প ৷
8. প্রাকল্পিক বচনের কয়টি অংশ ও কী কী ?
উত্তর:- দু’টি অংশ – পূর্বগ ও অনুগ ৷
9. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম উল্লেখ করো ।#
উত্তর:- অবিসংবাদী অর্থে – যেকোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে অন্য বিকল্পটিকে সিদ্ধান্তে স্বীকার করা না হলে বৈধ হয় । — বিসংবাদী অর্থে – যেকোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে অন্য বিকল্পটিকে সিদ্ধান্তে অস্বীকার করলে বৈধ হয় ।
10. অনুগ স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও ।#
উত্তর:- যদি মেঘ করে তবে বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে … মেঘ করেছে ।
11. বিসংবাদী বৈকল্পিক বচনের একটি দৃষ্টান্ত দাও ।#
উত্তর:- মানুষটি জীবিত অথবা মৃত মানুষটি জীবিত . : . মানুষটি মৃত নয় ।
12. পূর্বকল্প কাকে বলে ?#
প্রাকল্পিক বচনে ‘ যদি ’ ( IF ) -এর পরবর্তী অংশকে বলা হয় পূবর্গ বা পূর্বকল্প ।
13. প্রাকল্পিক বচনের প্রথম অংশকে কী বলা হয় ?
উত্তর:- প্রথম অংশকে পূর্বগ বলা হয় ।
14. প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশকে কী বলা হয় ?
উত্তর:- দ্বিতীয় অংশকে অনুগ বলা হয় ।
15. ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ে কী দোষ ঘটে ?
উত্তর:- পূর্বগ অস্বীকারজনিত দোষ ।
16. বৈকল্পিক বচন কাকে বলে ?
উত্তর:- যে সাপেক্ষ ন্যায়ের একটি আশ্রয়বাক্য বৈকল্পিক বচন , অপর আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন তাকে বৈকল্পিক বচন বলে ।
17. বৈকল্পিক বচনের প্রথম অংশকে কী বলা হয় ?#
উত্তর:- প্রথম অংশকে প্রথম বিকল্প বলা হয় ।
18. বৈকল্পিক বচনের দ্বিতীয় অংশকে কী বলা হয় ?
উত্তর:- প্রথম অংশকে দ্বিতীয় বিকল্প বলা হয় ।
19. প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় নিয়মটি কী ?#
উত্তর:- প্রাকল্পিক বচনের অনুগকে নিরপেক্ষ হেতুবাক্যে অস্বীকার করার পর সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হয় ।
20. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কোন বচন হয় ?উত্তর:- সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন হয় ।
উচ্চমাধ্যমিকের দর্শন এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
উচ্চমাধ্যমিক দর্শন – যুক্তি (প্রথম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – বচন (দ্বিতীয় অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – বচনের বিরোধিতা (তৃতীয় অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – অম্যাধম মান (চতুর্থ অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – বুলীয় ভাষা (সপ্তম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – কারণ (দ্বিতীয় অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – মিলের পরিক্ষণমুলক পদ্ধতি (তৃতীয় অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – আরহমুলক দোষ (চতুর্থ অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক দর্শন সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test
উচ্চমাধ্যমিক দর্শন – যুক্তি (প্রথম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – বচন (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – বচনের বিরোধিতা (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – অম্যাধম মান (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – বুলীয় ভাষা (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – কারণ (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – মিলের পরিক্ষণমুলক পদ্ধতি (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক দর্শন – আরহমুলক দোষ (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। | |
HS Bengali | Click Here |
HS English | Click Here |
HS Education | Click Here |
HS History | Click Here |
HS Geography | Click Here |
HS Philosophy | Click Here |
HS Sanskrit | Click Here |
HS Sociology | Click Here |
HS Political Science | Click Here |
HS Biology | Click Here |
HS Chemistry | Click Here |
HS Computer Science | Click Here |
HS Mathematics | Click Here |
HS Physics | Click Here |
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
একাদশ শ্রেণী | পড়ুন |
দ্বাদশ শ্রেণী | পড়ুন |
Dear student
“উচ্চমাধ্যমিক দর্শন – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।
Higher Secondary Philosophy Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Philosophy Qustion and Answer Suggestion
” উচ্চমাধ্যমিক দর্শন – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII | WB Class 12 | WBCHSE | Class 12 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha )
প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর
(HS Philosophy Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Philosophy Suggestion / HS Philosophy Question and Answer / Class 12 Philosophy Suggestion / Class 12 Pariksha Suggestion / HS Philosophy Exam Guide / HS Philosophy Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Philosophy Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer.
প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক দর্শন
প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর | প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা HS Philosophy Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্ন ও উত্তর – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা MCQ প্রশ্ন উত্তর।
প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস
West Bengal Class 12 Philosophy Suggestion Download WBCHSE Class 12th Philosophy short question suggestion . HS Philosophy Suggestion download Class 12th Question Paper Philosophy. WB Class 12 Philosophy suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।