উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – দ্বাদশ শ্রেণীর জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer | HS Class 12th Education Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer | HS Class 12th Education Question and Answer

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS Education MCQ Question and Answer |

1. বয়স্ক শিক্ষার ক্ষেত্রে ‘ বয়স্ক ‘ হলেন—

[A]  যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে

[B]  যারা 18 বছর থেকে 35 বছরের মধ্যে

[C]  যারা 15 বছর থেকে 35 বছরের মধ্যে

[D]  যারা 15 বছর থেকে 30 বছরের মধ্যে নয় ।

উত্তর:- [C]  যারা 15 বছর থেকে 35 বছরের মধ্যে

2. নবোদয় বিদ্যালয়ের অন্য নাম –

[A]  কেন্দ্রীয় বিদ্যালয়  

[B]  পাবলিক স্কুল

[C]  পেসসেটিং স্কুল  

[D]  মডেল স্কুল ।

উত্তর:- [C]  পেসসেটিং স্কুল

3. কমন স্কুল এবং নবোদয় বিদ্যালয়ের মধ্যে মিল কোথায় ?

[A]  শিক্ষায় সমতা আনা  

[B]  জাতীয় সংহতি শক্তিশালী করা  

[C]  ওপরের দু’টি সঠিক  

[D]  কোনোটিই নয় ।

উত্তর:- [C]  ওপরের দু’টি সঠিক

4. পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয় হলো-

[A]  ইগনু মুক্ত বিশ্ববিদ্যালয়  

[B]  নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়  

[C]  রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়  

[D]  ওপরের সবক’টি ।

উত্তর:- [B]  নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়  

5. MLL- এর সম্পূর্ণ নাম —

[A]  Minimum Level of Learning 

[B]  Maximum Level of Learning 

[C]  Maintainace of Level Learning 

[D]  Millenium Limit of Learning .

উত্তর:- [A]  Minimum Level of Learning 

6. জাতীয় শিক্ষানীতি [ 1986 ]  –তে কোন স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয় ?

[A]  Pace – setting

[B]  special 

[C]  Urban 

[D]  Model .

উত্তর:- [A]  Pace – setting

7. জাতীয় শিক্ষানীতি 1986 সালের কবে প্রকাশিত হয় ?

[A]  11 এপ্রিল  

[B]  21 এপ্রিল  

[C]  21 জুন  

[D]  20 মে ।

উত্তর:- [B]  21 এপ্রিল  

8.  ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতির ভিত্তি –

[a]  রাধাকৃষ্ণণ কমিশন

[b]  মাধ্যমিক শিক্ষা কমিশন

[c]  কোঠারি কমিশন

[d]  ১৯৬৮ সালের জাতীয় শিক্ষানীতি।

উত্তর:- ১৯৬৮ সালের জাতীয় শিক্ষানীতি।

9.  জাতীয় শিক্ষানীতিতে মোট কতগুলি অধ্যায় –

[A] দশটি

[B] বারোটি

[C] ষোলোটি

[D] বাইশটি।

উত্তর:- ষোলোটি।

10.  জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ অনুসারে শিক্ষা হবে –

[A] মেধাবীদের জন্য

[B] ভাষার উন্নতির জন্য

[C] প্রাথমিক শিক্ষার বিকাশের জন্য

[D] সকলের জন্য।

উত্তর:- সকলের জন্য।

11.  ১৯৮১ সালে ভারতে সাক্ষরতার হার কত ছিল ?

[A] ৪৫.০০%

[B] ৩৬.০০%

[C] ১৩.০০%

[D] ৪৭.০০%

উত্তর:- ৩৬%

12.  ICDS কোন স্তরের কর্মসূচি ?

[A] প্রাক – প্রাথমিক

[B] প্রাথমিক

[C] মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

[D] উচ্চশিক্ষা।

উত্তর:- প্রাক – প্রাথমিক।

13.  অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাদের সঙ্গে সম্পর্কিত ?

[A] সম্পূর্ণ প্রতিবন্ধী

[B] আংশিক প্রতিবন্ধী

[C] মানসিক বিকারগ্রস্থ

[D] স্কুলছুট।

উত্তর:- আংশিক প্রতিবন্ধী।

14.  বয়স্ক শিক্ষার ক্ষেত্রে কাদের বয়স্ক বলা হয় ?

[A] ১৮ বছরের ঊর্ধ্বে

[B] ৩৬ বছরের ঊর্ধ্বে

[C] ৬ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত

[D] ১৫ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত।

উত্তর:- ১৫ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত।

15.  অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত

[A] প্রাক – প্রাথমিক

[B] প্রাথমিক

[C] মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

[D] উচ্চশিক্ষা।

উত্তর:- প্রাথমিক।

16.  অপারেশন ব্ল্যাকবোর্ড কার্যকর করার দায়িত্ব –

[A] কেন্দ্র সরকারের

[B] রাজ্য সরকারের

[C] কেন্দ্র ও রাজ্য সরকারের

[D] কেন্দ্র ও রাজ্য সরকার এবং স্থানীয় স্বায়ত্ত্বশাসনমূলক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থা সকলের।

উত্তর:-  কেন্দ্র ও রাজ্য সরকার এবং স্থানীয় স্বায়ত্ত্বশাসনমূলক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থা সকলের।

17.  নবোদয় বিদ্যালয়ের অপর নাম –

[A] মডেল স্কুল

[B] জিলা স্কুল

[C] পেস সেটিং স্কুল

[D] সবগুলি।

উত্তর:- পেস সেটিং স্কুল।

18. সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

[A] ১১. স্বশাসিত বা স্বয়ংশাসিত মহাবিদ্যালয়ের কথা কোথায় বলা হয়েছে ?

[B] কোঠারি কমিশন

[C] মাধ্যমিক শিক্ষা কমিশন

[D] জাতীয় শিক্ষানীতি ১৯৮৬

উত্তর:- POA ১৯৯২

19. উত্তর:-  জাতীয় শিক্ষানীতি ১৯৮৬

[A] ১২. পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম কী ?

[B] ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়

[C] রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়

[D] নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সবগুলি।

উত্তর:- নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।

20.  ডিগ্রি থেকে চাকরিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে –  

[A] কোঠারি কমিশন

[B] মাধ্যমিক শিক্ষা কমিশন

[C] জাতীয় শিক্ষানীতি ১৯৮৬

[D] POA ১৯৯২

উত্তর:- জাতীয় শিক্ষানীতি ১৯৮৬

21.  জাতীয় স্তরে কোন সংস্থা কারিগরি শিক্ষাকে নিয়ন্ত্রণ করে ?

[A] AITC

[B] NCERT

[C] AICTE

[D] AITCE

উত্তর:- AICTE  

22.  উচ্চ শিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য জোর দেওয়া হয়েছে –

[A] নবোদয় বিদ্যালয়

[B] মুক্ত বিশ্ববিদ্যালয়

[C] অন্তর্ভুক্তিমূলক শিক্ষা

[D] বয়স্ক শিক্ষা।

উত্তর:- মুক্ত বিশ্ববিদ্যালয়।

23.  বিদ্যালয় স্তরের পাঠক্রম রচনার দায়িত্বে আছে –

[A] NCERT

[B] SCERT

[C] CABE

[D] AICTE

উত্তর:- NCERT

24.  IGNOU কবে প্রতিষ্ঠিত হয় ?

[A] ১৯৮৫

[B] ১৯৮৬

[C] ১৯৯০

[D] ১৯৯২ – সালে।

উত্তর:- ১৯৮৫ সালে।

25.  নবোদয় বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে –

[A] পিছিয়ে পরা শিক্ষার্থীদের জন্য

[B] প্রতিবন্ধীদের জন্য

[C] মেধাবীদের জন্য

[D] বয়স্কদের জন্য।

উত্তর:- মেধাবীদের জন্য।

26.  জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ এর শিক্ষা কাঠামোটি হল –

[A] ১০+২+৩

[B] ৪+৪+২+৩+২

[C] ৫+৫+২

[D] ১০+৩+২

উত্তর:- ১০+২+৩

27.  ECCE কোন স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত ?

[A] শৈশব

[B] প্রাক – শৈশব

[C] কিশোর

[D] যুবক।

উত্তর:- প্রাক – শৈশব।

28.  মোট কতগুলি জেলায় নবোদয় বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয় ?

[A] ১০২ টি

[B] ৪৫০ টি

[C] ৫৫২ টি

[D] ৪৩২ টি।

উত্তর:- ৪৩২ টি জেলায়।

29.  নবোদয় বিদ্যালয়ে পাঠক্রম রচনার দায়িত্বে থাকে – 

[A] NCERT

[B] SCERT

[C] CABE

[D] AICTE

উত্তর:- NCERT

30.  নবোদয় বিদ্যালয়গুলি পরিচালিত হয়

[A] CBCS

[B] CBSE

[C] SABE

[D] NCERT দ্বারা।

উত্তর:- CBSE

31.  কোনটি শিক্ষক – শিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করে ?

[A] NCERT

[B] NCTE

[C] SCERT

[D] AICTE

উত্তর:- NCTE

32.  শিক্ষার পিরামিডকথাটির অর্থ কী ?

[A] শিক্ষার নিরবচ্ছিন্নতা

[B] শিক্ষার ধারাবাহিকতা

[C] প্রাক – প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ক্রমপর্যায়ভিত্তিক স্তর

[D] সবগুলি।

উত্তর:-  প্রাক – প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ক্রমপর্যায়ভিত্তিক স্তর।

33.  রামমূর্তি কমিটি কবে গঠিত হয় ?

[A] ১৯৮৬

[B] ১৯৯০

[C] ১৯৯২

[D] ২০০২ সালে।

উত্তর:- ১৯৯০ সালে।

34.  জনার্দন রেড্ডি কমিটি কবে গঠিত হয় ?

[A] ১৯৮৬

[B] ১৯৯০

[C] ১৯৯২

[D] ২০০২ সালে।

উত্তর:- ১৯৯২ সালে।

35.  জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপটি কী নামে পরিচিত ?

[A] POA

[B] ICDS

[C] MLL

[D] DIET

উত্তর:- POA

36.  অপারেশন ব্ল্যাকবোর্ড হল –

[A] একটি কর্মসূচি

[B] একটি শিক্ষানীতি

[C] পরিকাঠামোর উন্নয়ন

[D] সবগুলি।

উত্তর:- একটি কর্মসূচি।

37.  POA কবে গঠিত হয় ?

[A] ১৯৮৬

[B] ১৯৯০

[C] ১৯৯২

[D] ২০০২ সালে।

উত্তর:- ১৯৯২ সালে।

38.  Pace – Setting স্কুল হল –

[A] কেন্দ্রীয় বিদ্যালয়

[B] মুক্ত বিশ্ববিদ্যালয়

[C] মডেল স্কুল

[D] নবোদয় বিদ্যালয়।

উত্তর:- নবোদয় বিদ্যালয়।

39.  +২ স্তর বলতে কী বোঝ ?

[A] দ্বিতীয় শ্রেণী

[B] দ্বাদশ শ্রেণী

[C] উচ্চমাধ্যমিক শিক্ষা

[D] উচ্চশিক্ষা।

উত্তর:- উচ্চমাধ্যমিক শিক্ষা।

40.  নবোদয় বিদ্যালয়ে পড়ানো হয় –

[A] প্রথম থেকে দশম শ্রেণী

[B] ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী

[C] পঞ্চম থেকে দশম শ্রেণী

[D] প্রথম থেকে দ্বাদশ শ্রেণী।

উত্তর:- ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী।

41.  POA – র উল্লেখ পাওয়া যায় –

[A] জনার্দন রেড্ডি কমিটিতে

[B] রামমূর্তি কমিটিতে

[C] ভারতীয় শিক্ষা কমিশনে

[D] বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে।

উত্তর:- জনার্দন রেড্ডি কমিটিতে।

42.  জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ কবে প্রকাশিত হয় ?

[A] ২১শে মার্চ

[B] ২১শে এপ্রিল

[C] ২১শে মে

[D] ২১শে জুন।

উত্তর:- ২১শে এপ্রিল। 

43.  পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টির নাম কী ?

[A] রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

[B] কলকাতা বিশ্ববিদ্যালয়

[C] IGNOU

[D] বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

উত্তর:- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

44.  বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল –

[A] UGC

[B] NCERT

[C] AICTE

[D] NCTE

উত্তর:- AICTE

45.  Educational Equality – র কথা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ভুক্ত ?

[A] প্রথম অধ্যায়

[B] চতুর্থ অধ্যায়

[C] ষষ্ঠ অধ্যায়

[D] দ্বাদশ অধ্যায়।

উত্তর:- চতুর্থ অধ্যায়।

46.  ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি কবে রচিত হয় ?

[A] ১৯৪৮

[B] ১৯৬৪

[C] ১৯৬৮

[D] ১৯৮৬ – সালে।

উত্তর:- ১৯৬৮ সালে।

47. অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে বোঝায়—

[A]  একটি কর্মসূচি  

[B]  শিক্ষাসহায় উপকরণ সরবরাহ করা  

[C]  বিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তোলা  

[D]  প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সাহায্য করা ।

উত্তর:- [A]  একটি কর্মসূচি

48. ‘ সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অব এডুকেশন ’ হলো—

[A]  একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান  

[B]  একটি মহকুমা ভিত্তিক প্রতিষ্ঠান  

[C]  একটি রাজ্যভিত্তিক প্রতিষ্ঠান  

[D]  একটি জাতীয় প্রতিষ্ঠান ।

উত্তর:- [D]  একটি জাতীয় প্রতিষ্ঠান ।

49. নারীশিক্ষার প্রসারে জাতীয় শিক্ষানীতিতে কী সুপারিশ করা হয়েছে ?

[A]  পাঠক্রম পুনর্গঠন  

[B]  বিজ্ঞান শিক্ষার গুরুত্ব  

[C]  কুসংস্কার দূর করা  

[D]  ওপরের [A]  ও [C]  দু’টিই সঠিক ।

উত্তর:- [D]  ওপরের [A]  ও [C]  দু’টিই সঠিক ।

50. “ মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না ” – এই উক্তিটি কোথায় দেখা যায় ? –

[A]  বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন  

[B]  জাতীয় শিক্ষানীতি [ 1968 ]   

[C]  জাতীয় শিক্ষানীতি [ 1986 ]  

[D]  মুদালিয়র কমিশন ।

উত্তর:- [C]  জাতীয় শিক্ষানীতি [ 1986 ]  

51. সর্বজনীন প্রাথমিক শিক্ষা –

[A]  ব্যক্তির অভিযোজনে সাহায্য করে  

[B]  দেশের আর্থিক উন্নয়ন নির্ভর করে  

[C]  সমগ্র বিশ্বে দেশের সম্মানজনক অবস্থান নিশ্চিত করে  

[D]  ওপরের সবক’টি । উত্তর:- [D]  ওপরের সবক’টি ।

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education SAQ Question and Answer |

1.  প্রাথমিক বিদ্যালয়গুলির উন্নতির জন্য জাতীয় শিক্ষানীতি[1986]  কোন কর্মসূচি সুপারিশ করে?

উত্তর:- জাতীয় শিক্ষানীতি[1986]  প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি সুপারিশ করে।

2. মুক্ত বিদ্যালয় বা ওপেন স্কুল বলতে কী বোঝো?

উত্তর:-  উচ্চশিক্ষা দেওয়ার সুযোগে কর্মরত বয়স্ক শিক্ষার্থীরা বাড়িতে বসে শিক্ষা নিতে পারবে যে বিদ্যালয় থেকে তাকে মুক্ত বিদ্যালয় ওপেন স্কুল বলে।

3.  ভারতবর্ষের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তর:- ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় হল ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়।

4.  দূরশিক্ষা কাকে বলে?

উত্তর:- যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী সরাসরি শিক্ষক- শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করতে পারে না,ইলেকট্রনিক মাধ্যমে কাগজের সাহায্যে দূর থেকে শিক্ষক-শিক্ষিকার সাহায্য ছাড়াই শিক্ষা গ্রহণ করে, তাকে দূরশিক্ষা বলে।

জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ SAQ Section.

5.  জাতীয় ব্যবস্থায় শিক্ষা প্রসঙ্গে NEP 1986 তে কী বলা হয়েছে ?

উত্তর:- NEP 1986 তে জাতীয় শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষা কাঠামো , কোর পাঠক্রম সহ জাতীয় পাঠক্রম , ভাষানীতি , উচ্চশিক্ষার সর্বজনীনতা , সম্পদের যোগান , মুক্ত ও দূরাগত শিক্ষা , জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং অর্থপূর্ণ অংশীদারীত্ব সম্পর্কে বলা হয়েছে।

6.  কোন প্রস্তাবনার ফল হল NEP 1986 ?

উত্তর:- চ্যালেঞ্জ অব এডুকেশন – এ পলিসি পারসপেকটিভ।

7.  অর্থপূর্ণ অংশীদারীত্ব কী ?

উত্তর:- শিক্ষাক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের যথার্থ ভূমিকা পালন যা সর্বজনীন শিক্ষা বিস্তারে সহায়ক ভূমিকা পালন করবে – তার ব্যাখ্যাই হল অর্থপূর্ণ অংশীদারীত্ব। 

8.  অন্তর্ভুক্তি শিক্ষা কী ?

উত্তর:- যেসব শিক্ষার্থীর অল্প প্রতিবন্ধকতা আছে , তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই বিদ্যালয়ে পঠন – পাঠনের ব্যবস্থায় হল অন্তর্ভুক্তি শিক্ষা।

9.  AICTE র পুরো কথা লেখ।

উত্তর:- All India Council for Technical Education । 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি National level Apex Advisory Body এবং এটি জাতীয় স্তরে কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে।

10.  ECCE র পুরো কথাটি লেখ।

উত্তর:- Early Childhood Care and Education

11.  নবোদয় বা পেস সেটিং বিদ্যালয় কাকে বলে ?

উত্তর:- 1986 – র জাতীয় শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। এখানে মেধা , সমসুযোগ ও সামাজিক ন্যায় – এই তিনের সমন্বয় ঘটে। মেধাবী শিক্ষার্থীদের সহজাত মেধার সম্পূর্ণ বিকাশের জন্য সমস্ত ব্যবস্থা এতে বর্তমান।

12.  National Testing Service কী ?

উত্তর:- যোগ্য ব্যাক্তিকে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় স্তরে নির্বাচনী পরীক্ষা ব্যবস্থাকে National Testing Service বলে। যেমন , NET , CET ইত্যাদি। 

13.  কর্ম অভিজ্ঞতা কী ?

উত্তর:- যেসব অভিজ্ঞতা সমাজে এবং শিক্ষা প্রক্রিয়ার জন্য অপরিহার্য , সেগুলি সকল শিক্ষাস্তরে অবশ্যই গ্রহণ করতে হবে। এই সুপারিশ হল কর্ম অভিজ্ঞতা।

14.  DIET এর পুরো কথাটি লেখ।

উত্তর:- District Institute for Education and Training

15.  স্বশাসিত কলেজ কাকে বলে ?

উত্তর:-  স্ব – শাসিত কলেজ গুলি নিজেরাই স্বাধীনভাবে পাঠক্রম ও পাঠদান পদ্ধতি – ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।  স্ব – শাসিত কলেজগুলি নিজেরাই পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে পারে।

16.  ECCE কী ?

উত্তর:- Early Childhood Care and Education .পুরো নাম Early Childhood Care and Education  । জন্মের পর থেকে বিদ্যালয় যাওয়া শুরুর কাল পর্যন্ত বা 4 বছর বয়স পর্যন্ত শিশুর প্রতি ইতিবাচক ভূমিকা গ্রহণ করাকেই বলে ECCE   ।

17.  NCERT র পুরো নাম লেখ।

উত্তর:- National Council of Educational Research and Training ।

18.  NCTE র পুরো নাম লেখ।

উত্তর:- পুরো নাম National Council for Teacher Education । শিক্ষক শিখন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হল এর প্রধান কাজ।

19.  ভারত সরকার কোন দুটি কমিটির মাধ্যমে NEP 1986 র সংস্কার সাধন করেছিলেন ?

উত্তর:- রাম মূর্তি কমিটি 1990 ও জনার্দন রেড্ডি কমিটি 1992

20.  ICDS এর পুরো নাম লেখ।

উত্তর:- Integrated Child Development Scheme । এর মূল লক্ষ্য হল মহিলা কর্মসংস্থান ও শিশুর স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে নিশ্চয়তা বিধান।

21.  CABE এর পুরো নাম লেখ।

উত্তর:- Central Advisory Board of Education

22.  SABE এর পুরো নাম লেখ।

উত্তর:- State Advisory Board of Education

23.  জাতীয় শিক্ষানীতিতে কটি অধ্যায় ছিল ?

উত্তর:- 12 টি।

24.  জাতীয় শিক্ষানীতি অনুসারে Link Language কী ?

উত্তর:- এটি হল যোগাযোগের ভাষা। ভারতের সর্বত্র হিন্দি ভাষা যথেষ্ট সমৃদ্ধ নয়। এজন্য জাতীয় শিক্ষানীতিতে ইংরেজিকে বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়। তবে আগামী দশ বছর যোগাযোগের মাধ্যম হিসেবে আঞ্চলিক ভাষা ব্যবহৃত হবে – এমনটা সুপারিশ করা হয়। 

25.  IGNOU র পুরো নাম লেখ।

উত্তর:- Indira Gandhi National Open University ; 1985 তে প্রতিষ্ঠিত হয়।

26.  IGNOU কবে স্থাপিত হয় ?

উত্তর:- Indira Gandhi National Open University ; 1985 তে প্রতিষ্ঠিত হয়।

27.  বিদ্যালয় – ছুট বলতে কী বোঝ ?

উত্তর:- প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে বিদ্যালয়ে ভর্তি হয়েও বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। একেই স্কুল ছুট বা Drop Out বলে।

28.  NSOU র পুরো নাম লেখ।

উত্তর:- Netaji Subhas Open University

29.  পশ্চিমবঙ্গের একটি মুক্ত বিশ্বাবিদ্যালয়ের নাম লেখ।

উত্তর:- Netaji Subhas Open University

30.  পশ্চিমবঙ্গের একটি মুক্ত বিদ্যালয়ের নাম লেখ।  

উত্তর:- রবীন্দ্র মুক্ত বিদ্যালয়।

31.  CBSE র পুরো নাম লেখ।

উত্তর:- Central Board of Secondary Education

32.  কবে , কত তম সংবিধান সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয় ?

উত্তর:- 1976 সালে 42 তম সংশোধনীতে।

33.  POA র পুরো নাম লেখ।

উত্তর:-  Programme of Action

34.  POA কী ?

উত্তর:- রামমূর্তি কমিটি [ 1990 ]  এবং জনার্দন রেড্ডি কমিটির [ 1992 ]  সুপারিশের ভিত্তিতে 1986 – র জাতীয় শিক্ষানীতির কিছু পরিবর্তন ঘটানো হয়। এটিই Programme of Action নামে পরিচিত।

35.  নবোদয় বিদ্যালয়ের অপর নাম কী ?

উত্তর:- পেস সেটিং স্কুল।

36.  MLL কী ?

উত্তর:- Minimum Level of Learning শ্রেণীভিত্তিক একটি নির্দিষ্ট মান যা উক্ত শ্রেণীতে পাঠরত সকল শিক্ষর্থীকে অবশ্যই অর্জন করতে হবে , তাকে ন্যুনতম শিক্ষার মান বলে।

37.  শিক্ষাক্ষেত্রে অপচয় কী ?

উত্তর:- প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়।

38.  শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন কী ?

উত্তর:- প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , অর্থ ও শ্রম নষ্ট হয়। একেই শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলে।

39.  1992 সালের শিক্ষানীতির নাম কী ?

উত্তর:- POA [ Programme of Action ]  1992

40.  বয়স্ক শিক্ষার দুটি সমস্যা লেখ।

উত্তর:- ১. বয়স্ক শিক্ষা কর্মসূচীতে সর্বস্তরের বয়স্ক মানুষের আগ্রহের অভাব।

২. কৃষক , শ্রমিক ইত্যাদি শ্রেণীর মানুষের নিদারুন অর্থাভাব শিক্ষাগ্রহণ থেকে তাদের নিরুৎসাহিত করে।

41.  অপারেশন ব্ল্যাকবোর্ড কী ?

উত্তর:- প্রাথমিক বিদ্যালয়গুলির দৈন্যদশা দূর করার জন্য এবং সাক্ষরতা প্রসারের কাজকে ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রক থেকে অপারেশন ব্ল্যাক বোর্ড প্রকল্প গ্রহণ করা হয়। এখানে ব্ল্যাক বোর্ড শব্দটিকে প্রতীক হিসেবে ধরা হয়েছে। ” ব্ল্যাক বোর্ড ” শব্দটির দ্বারা প্রাথমিক স্তরের শিক্ষাসহায়ক সবরকম উপাদানকে বোঝানো হয়। 

42.  DIET কী ?

উত্তর:- পুরো কথা District Institute of Education and Training . এর মূল উদ্দেশ্য হল প্রাথমিক স্তরের শিক্ষক , প্রথাবহির্ভুত ও বয়স্ক শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের প্রাক – বৃত্তি এবং বৃত্তিকালীন অবস্থায় প্রশিক্ষণ প্রদান।

43.  অপারেশন ব্ল্যাক বোর্ড মূলত কোন শিক্ষাস্তরের সাথে যুক্ত ?

উত্তর:- প্রাথমিক শিক্ষাস্তর।

44.  নবোদয় বিদ্যালয়ে শিক্ষার্থীর ভর্তির একমাত্র শর্ত কী ?

উত্তর:- মেধা।

45.  নবোদয় বিদ্যালয়ে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত পঠন – পাঠনের ব্যবস্থা আছে ?

উত্তর:- ষষ্ঠ থেকে দ্বাদশ।

46.  জাতীয় শিক্ষানীতি কবে প্রকাশিত হয়েছিল ?

উত্তর:- 1986 র 21 শে এপ্রিল।

47.  NIEPA র পুরো নাম কী ?

উত্তর:- National Institute of Educational Planning and Administration .

48.  শিক্ষাক্ষেত্রে বয়স্ক কাদের বলা হয় ?

উত্তর:- 15 – 35 বছর বয়স্ক ব্যক্তিরা , যারা কোনো প্রকার শিক্ষা গ্রহণ থেকে বিরত আছেন , শিক্ষাক্ষেত্রে তাঁদেরকে বয়স্ক বলা হয়।

[ যে শিক্ষার মাধ্যমে 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত সমস্ত মানুষকে পড়তে পারা , লিখতে পারা ও গণিতের সরলতম জ্ঞান প্রদান করা হয় বা , ব্যবহারিক সাক্ষরতা প্রদান করা হয় – তাকে বয়স্ক শিক্ষা বলে। ]

49. জাতীয় শিক্ষানীতি অনুসারে বৃত্তিশিক্ষার দুটি উদ্দেশ্য লেখ।

উত্তর:- [ক ]  ব্যক্তির বৃত্তিযোগ্যতা বৃদ্ধি করা।

[খ ]  দক্ষ মানব শক্তির চাহিদা ও যোগানের মধ্যে পার্থক্য দূর করা।

50.  ডিগ্রি থেকে চাকরি বিচ্ছিন্নকরণ বলতে কী বোঝ ?

উত্তর:- 1968 সালের জাতীয় শিক্ষানীতিতে বলা হয় – চাকুরীর ক্ষেত্রে ডিগ্রি অবশ্য প্রয়োজনীয় বলে বিবেচিত হবে না। নিয়োগকর্তারা পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করে নেবেন। এটিই হল ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ। NEP 1986 তে পুনরায় এটির সুপারিশ করা হয়।

51.  জাতীয় শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি উল্লেখ কর।

উত্তর:- 10 + 2 + 3

52.  নবোদয় বিদ্যালয়ে আসন সংরক্ষণের বিষয়টি উল্লেখ কর।

উত্তর:- গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য 75 %  ; তপশিলি জাতি ও উপজাতিদের জন্য  15 %  ও  7.5 আসন সংরক্ষিত থাকবে।

53.  NEP 1986 অনুযায়ী বিজ্ঞান শিক্ষার দুটি উদ্দেশ্য লেখ।

উত্তর:- [ক ]  কুসংস্কার দূর করা।

[খ ]  শিক্ষার্থীরা যাতে বিজ্ঞান সচেতন ও অনুসন্ধিৎসু হয়ে ওঠে তার ব্যবস্থা করা।

54.  NEP 1986 তে কাদের জন্য বিধিমুক্ত শিক্ষার কথা বলা হয়েছে

উত্তর:- বয়স্কদের।

55. কর্মসূচি রূপায়ণের পরিকল্পনার সভাপতির নাম লেখো ।

উত্তর:- কর্মসূচির রূপায়ণের পরিকল্পনার সভাপতি ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন . জনার্দন রেড্ডি ।

56. ” Challange of Education A Policy Perspective ” – এই উক্তিটি কে করেন ?

উত্তর:- এই উক্তিটি হলো তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ।

57. শিশুকেন্দ্রিক শিক্ষা কী ?

উত্তর:- এই ধরনের শিক্ষাব্যবস্থায় শিশুই মূল ভিত্তি । লক্ষ্য নির্ধারণ , পাঠক্রম চূড়ান্তকরণ , শিক্ষণ প্রক্রিয়া , শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক সব ক্ষেত্রেই শিশুর চাহিদা ও ইচ্ছেকেই প্রাধান্য দেওয়া হয় । এমন শিক্ষাকে বলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষা ৷

58. কর্মসূচি রূপায়ণের পরিকল্পনা কবে রচিত হয় ?

উত্তর:- কর্মসূচি রূপায়ণের পরিকল্পনা ১৯৯২ খিস্টাব্দে রচিত হয় ।

59. NIEPA – এর পুরো কথাটি কী ?

উত্তর:- NIEPA -এর পুরো নামটি হলো – National Institute of Educational Planing and Administration .

60. স্বশাসিত কলেজ বলতে কী বোঝো ?

উত্তর:- যে – সমস্ত কলেজ নিজেরাই ঠিক করে কোন কোন বিষয় ছাত্রদের পড়ানো হবে , পাঠক্রম বাছাই , পাঠদান পদ্ধতি কেমন হবে , পরীক্ষা ব্যবস্থা কেমন হবে এবং পরীক্ষা শেষে নিজেরাই ডিগ্রি প্রদান করে তাদের বলে স্বশাসিত কলেজ ।

61. জাতীয় শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ সুপারিশ উল্লেখ করো ।

উত্তর:- জাতীয় শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ সুপারিশ – অপারেশন ব্ল্যাকবোর্ড ।

62. নবোদয় বিদ্যালয় কাকে বলে ?

উত্তর:- জাতীয় শিক্ষানীতিতে জাতি , ধর্ম , বর্ণ ভেদে সকল মেধাবী শিক্ষার্থীর সুবিধার্থে যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা ঘোষণা করা হয় তাকেই নবোদয় বিদ্যালয় বলা হয় ।

63. অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝো ?

উত্তর:- প্রাথমিক স্কুলগুলির উন্নতিকল্পে ১৯৮৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে যে পরিকল্পনা গৃহীত হয় তাকে অপারেশন ব্ল্যাকবোর্ড বলে ।

64. নন্ – ফরম্যাল [ Non – formal education ]  শিক্ষাব্যবস্থা বলতে কী বোঝো ?

উত্তর:- আর্থ – সামাজিক বা অন্য কোনো কারণে যেসকল শিশু প্রথাগত শিক্ষায় বঞ্চিত হয় , তাদের জন্য নন্ – ফরম্যাল শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষা প্রদানের কথা দলিলে ব্যক্ত করা হয়েছে ।

65. POA – এর পুরো নাম কী ?

উত্তর:- POA – এর পুরো নাম হলো Programme of Action .

66. রামমূর্তি কমিটি কবে গঠিত হয়?

উত্তর:- 1990 সালে।

67.  জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়?

উত্তর:- 1992 সালে।

68.  জাতীয় শিক্ষানীতি[1986]  এর প্রস্তাব কে দিয়েছিলেন?

উত্তর:- রাজীব গান্ধী।

69.  জাতীয় শিক্ষানীতি কবে প্রকাশিত হয়?

উত্তর:- 21 এপ্রিল 1986 সালে।

70.  1992 জাতীয় শিক্ষানীতি কার নেতৃত্বে জনার্দন কমিটি গঠিত হয়?

উত্তর:- মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী অর্জুন সিং এর।

71.  অপারেশন ব্ল্যাকবোর্ড কী ?

উত্তর:- একটি প্রস্তাব।

72.  নবোদয় বিদ্যালয় গঠনের কথা বলা হয় কোন কমিশনে ?

উত্তর:- জাতীয় শিক্ষানীতি[1986]  ।

73.  নবোদয় বিদ্যালয়ের অপর নাম কী ?

উত্তর:- পেস সেটিং স্কুল।

74.  নবোদয় বিদ্যালয়ের শিক্ষার মাধ্যম কী ?

উত্তর:- ইংরেজি ও  হিন্দি।

75.  ‘সাম্যের জন্য শিক্ষা‘- কোন কমিশনের সুপারিশ?

উত্তর:- জাতীয় শিক্ষানীতি [1986] ।

76.  নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে ?

উত্তর:- এক-তৃতীয়াংশ।

77.  ‘চাকরি থেকে ডিগ্রীকে আলাদা করার কথা বলা হয়েছে কোন কমিশনে?

উত্তর:- জাতীয় শিক্ষানীতি [1986] ।

78.  অপারেশন ব্ল্যাকবোর্ড কথাটি যুক্ত কোন শিক্ষার সঙ্গে?

উত্তর:- প্রাথমিক শিক্ষার সঙ্গে।

79.  নবোদয় বিদ্যালযয়ে তপশিলি জাতিদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে?

উত্তর:- 15% ।

80.  স্বশাসিত কলেজ গঠনের কথা বলা হয়েছে কোন কমিশনে?

উত্তর:- জাতীয় শিক্ষানীতি [1986] ।

81.  কোন দুটি কমিটির প্রস্তাবে 1992 সালের শিক্ষানীতি রূপায়িত হয়?

উত্তর:-  রামমূর্তি ও জনার্দন রেড্ডি কমিটি।

82. ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- 1985 সালে।

83.  নবোদয় বিদ্যালয়ের উদ্দেশ্য কী ?

উত্তর:- মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা দান।

84.  কমন স্কুল এর উদ্দেশ্য কী ?

উত্তর:- সকলের জন্য শিক্ষার  ব্যবস্থা করা।

85. অপারেশন ব্ল্যাকবোর্ড কাকে বলে?

উত্তর:- সমগ্রদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষা সহায়ক সব ধরনের উপাদানের যে নীতি, তাকে অপারেশন ব্ল্যাকবোর্ড বলে। জাতীয় শিক্ষানীতি[1986] এই প্রস্তাব দেয়।

86. কমন স্কুল কাকে বলে?

উত্তর:- জাতি, ধর্ম , বর্ন, মেধাবী ও অমেধাবী সব ধরনের শিক্ষার্থীদের জন্য যে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, তাকে কমন স্কুল বলে।

87.  বয়স্ক শিক্ষা কাকে বলে?

উত্তর:- জাতীয় শিক্ষার লক্ষ্য 15 থেকে 35 বছর বয়স্ক মানুষদের নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তির জন্য কেন্দ্র সরকার যে কর্মসূচি গ্রহণ করেছিল, তাকে বয়স্ক শিক্ষা বলে ।

88. ECCE কী বোঝো?

উত্তর:- জাতীয় শিক্ষানীতি[1986]  অনুযায়ী প্রত্যেক শিশুর একবার সামগ্রিক বিকাশের লক্ষ্যে শৈশবকালীন কালীন যত্ন ও শিক্ষার যে কর্মসূচি নেওয়া হয়, তাকে ECCE বলে।

89. দলছুট বা ড্রপ আউট কাদের বলা হয়?

উত্তর:- নির্দিষ্ট বয়সে শিক্ষার্থীরা ভর্তি হলেও দারিদ্রতা, সামাজিক সমস্যা প্রভৃতির কারণে পড়াশোনা বন্ধ করে বিদ্যালয় ছেড়ে দেয়। তারা ধারাবাহিক শিক্ষা থেকে বঞ্চিত হয়, এদেরকেই দলছুট বা বিদ্যালয় ছুট বা ড্রপআউট বলে।

90. নবোদয় বিদ্যালয় কাকে বলে?

উত্তর:- মাধ্যমিক শিক্ষার সংখ্যাগত মান অপেক্ষা গুণগতমান বৃদ্ধির উদ্দেশ্যে মেধাসম্পন্ন শিশুদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ-সুবিধা প্রদানের উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি[1986]  যে বিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা বলে, তাকে নবোদয় বিদ্যালয় বলে।

উচ্চমাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন (প্রথম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন কৌশল (দ্বিতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় রাশিবিজ্ঞান (তৃতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ (চতুর্থ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ (দশম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় প্রযুক্তির ভূমিকা (দ্বাদশ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন (প্রথম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন কৌশল (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় রাশিবিজ্ঞান (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ (দশম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় প্রযুক্তির ভূমিকা (দ্বাদশ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS HistoryClick Here
HS GeographyClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary Education Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Education Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান –  জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(HS Education Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Education Suggestion  / HS Education Question and Answer  / Class 12 Education Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Education Exam Guide  / HS Education Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Education Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান

জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) HS Education Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  – জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  Education Suggestion  Download WBCHSE Class 12th Education short question suggestion  . HS Education Suggestion   download Class 12th Question Paper  Education. WB Class 12  Education suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad