উচ্চমাধ্যমিক দর্শন – দ্বাদশ শ্রেণীর নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer | HS Class 12th Philosophy Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer | HS Class 12th Philosophy Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer | HS Class 12th Philosophy Question and Answer

উচ্চমাধ্যমিক দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর | HS Philosophy MCQ Question and Answer |

1. যদি ন্যায়ের হেতুপদ প্রধান হেতুবাক্যের বিধেয় স্থানে ও অপ্রধান হেতুবাক্যের উদ্দেশ্য স্থানে থাকে। তবে ন্যায়টি কোন্‌ সংস্থানের হবে?

[A] প্রথম সংস্থান

[B] দ্বিতীয় সংস্থান

[C] তৃতীয় সংস্থান

[D] চতুর্থ সংস্থান

উত্তর:- [D] চতুর্থ সংস্থান

2. ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা কয়টি?

[A] একটি

[B] নয়টি

[C] তেরোটি

[D] উনিশটি

উত্তর:- [D] উনিশটি

3. নিরপেক্ষ ন্যায় অনুমানের আশ্রয়বাক্যে দুটিতে হেতু পদ একবারও ব্যাপ্য না হলে ন্যায়টিতে কী ঘটে?

[A] অবৈধ সাধ্যদোষ

[B] অবৈধ পক্ষদোষ

[C] অব্যাপ্য হেতুদোষ

[D] চারপদঘটিত দোষ

উত্তর:- [C] অব্যাপ্য হেতুদোষ

4. যখন কোনো যুক্তিতে চারটি ভিন্ন ভিন্ন পদ থাকে তখন যুক্তিতে কী দোষ হয়?

[A] চতুষ্পদী দোষ

[B] পক্ষদোষ

[C] সাধ্য দোষ

[D] হেতু দোষ

উত্তর:- [A] চতুষ্পদী দোষ

5. ন্যায়ের দুটি যুক্তিবাক্যে হেতুপদকে অন্তত কয়বার ব্যাপ্য হতে হবে?

[A] একবার

[B] ডুবার

[C] তিনবার

[D] চারবার

উত্তর:- [A] একবার

6. যখন কোনো  আশ্রয়বাক্যে হেতুপদ ব্যাপ্য হয় না তখন যুক্তিতে কী দোষ  হয়?

[A] অবৈধ পক্ষপদ

[B] অবাপ্য হেতুদোষ

[C] অবৈধ সাধ্য দোষ

[D] নঞ্চর্থক আশ্রয়বাক্য জনিত দোষ

উত্তর:- [B] অবাপ্য হেতুদোষ

7. ন্যায়ের একটি হেতুবাক্য বিশেষ হলে অন্যটি কী হবে?

[A] সার্বিক বচন

[B] বিশেষ বচন

[C] আপতিক বচন

[D] আবশ্যিক বচন

উত্তর:- [A] সার্বিক বচন

8. ন্যায়ের সিদ্ধান্ত বিশেষ বচন হলে হেতুবাক্য দুটির একটি অবশ্যয় কীরূপ বচন হবে?

[A] বিশেষ

[B] সার্বিক

[C] নঞ্চর্থক

[D] সদর্থক

উত্তর:- [B] সার্বিক

9. ন্যায়ের উভয় হেতুবাক্য বিশেষ হলে যুক্তি কী হবে?

[A] বৈধ

[B] অবৈধ

[C] সত্য

[D] মিথ্যা

উত্তর:- [B] অবৈধ

10. ন্যায়ের পক্ষ হেতুবাক্য নঞ্চর্থক হলে সাধ্য কেতুবাক্য কীরূপ বচন হতে বাধ্য ?

[A] সার্বিক

[B] বিশেষ

[C] আপতিক

[D] স্বতঃসত্য

উত্তর:- [A] সার্বিক

11. যখন পক্ষপদ পক্ষ আশ্রয়বাক্যে ব্যাপ্যু না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তখন যুক্তিতে কী দোষ হয়?

[A] অবৈধ পক্ষদোষ

[B] অব্যাপ্য হেতুদোষ

[C] অবৈধ যোজক দোষ

[D] অবৈধ সাধ্য দোষ

উত্তর:- [A] অবৈধ পক্ষদোষ

12. যখন সাধ্যপদ সাধ্য আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তখন যুক্তিতে কী দোষ হয় ?

[A] অবৈধ পক্ষদোষ

[B] অব্যাপ্য হেতুদোষ

[C] অবৈধ যোজক দোষ

[D] অবৈধ সাধ্য দোষ

উত্তর:- [A] অবৈধ পক্ষদোষ

13. ন্যায়ের প্রধান হেতুবাক্য যদি নঞ্চর্থক হলে ন্যায়টি কী হবে?

[A] নঞ্চর্থক

[B] সদর্থক

[C] অনর্থক

[D] অর্থহীন

উত্তর:- [B] সদর্থক

14. ন্যায়ের উভয় আশ্রয়বাক্য নঞ্চর্থক হলে ন্যায়টি কী হবে?

[A] বৈধ

[B] অবৈধ

[C] সত্য

[D] মিথ্যা

উত্তর:- [B] অবৈধ

15. ন্যায়ের আশ্রয়বাক্য দুটির একটি অবশই কী বচন হবে?

[A] সার্বিক

[B] বিশেষ

[C] নঞ্চর্থক

[D] সার্বিক সদর্থক

উত্তর:- [A] সার্বিক

16. একটি হেতুবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত কী বচন হবে ?

[A] সার্বিক

[B] বিশেষ

[C] নঞ্চর্থক

[D] সদর্থক

উত্তর:- [B] বিশেষ

17. পক্ষ আশ্রয়বাক্য নঞ্চর্থক হলে সাধ্য আশ্রয়বাক্য কী বচন হবে?

[A] সার্বিক নঞ্চর্থক

[B] সদর্থক

[C] নঞ্চর্থক

[D] সার্বিক সদর্থক

উত্তর:- [D] সার্বিক সদর্থক

18. উভয় আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত কী হবে?

[A] বৈধ

[B] অবৈধ

[C] সত্য

[D] মিথ্যা

উত্তর:- [B] অবৈধ

19. 5প্রথম সংস্থানে অপ্রধান হেতুবাক্য কী হয়?

[A] সদর্থক

[B] নঞ্চর্থক

[C] সার্বিক

[D] বিশেষ

উত্তর:- [A] সদর্থক

20. নিরপেক্ষ ন্যায়ের পদের সংখ্যা—

(A) পাঁচ

(B) চার

(C) তিন

(D) দুই ।

উত্তর:- (C) তিন

21. ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু | সিদ্ধান্তে থাকে না তার নাম হলো –

(A) হেতুপদ

(B) পক্ষপদ

(C) সাধ্যপদ

(D) এদের কোনোটিই নয় ।

উত্তর:- (A) হেতুপদ

22. নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে—

(A) হেতুপদ

(B) সাধ্যপদ

(C) পক্ষপদ

(D) এদের কোনোটিই নয় ।

উত্তর:- (B) সাধ্যপদ

23. নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো—

(A) পাঁচ

(B) চার

(C) তিন

(D) দুই ।

উত্তর:- (B) চার

24. ন্যায়ের প্রথম সংস্থানে প্রধান আশ্রয়বাক্যে হেতুপদের অবস্থান হয়

(A) যে – কোনো স্থানে

(B) অপ্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে

(C) বিধেয় স্থানে

(D) উদ্দেশ্য স্থানে ।

উত্তর:- (D) উদ্দেশ্য স্থানে ।

25. নিরপেক্ষ ন্যায়ে বৈধ মূর্তির সংখ্যা—

(A) 19 টি

(B) 304 টি

(C) 256 টি

(D) 16 টি ।

উত্তর:- (A) 19 টি

26. নিরপেক্ষ ন্যাযের প্রথম সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা—

(A) সাতটি

(B) ছয়টি

(C) পাঁচটি

(D) চারটি ।

উত্তর:- (D) চারটি ।

27. AOO মূর্তিটি বৈধ হয়—

(A) চতুর্থ সংস্থানে

(B) তৃতীয় স্থানে

(C) দ্বিতীয় সংস্থানে

(D) প্রথম সংস্থানে ।

উত্তর:- (C) দ্বিতীয় সংস্থানে

28. ‘ FESAPO ‘ মূর্তিটি বৈধ হয় -সংস্থানে ।

(A) চতুর্থ

(B) তৃতীয়

(C) দ্বিতীয়

(D) প্রথম ।

উত্তর:- (A) চতুর্থ

29. ‘ DIMARIS ‘ মূর্তিটি বৈধ হয় –

(A) তৃতীয় সংস্থানে

(B) চতুর্থ সংস্থানে

(C) প্রথম সংস্থানে

(D) দ্বিতীয় সংস্থানে ।

উত্তর:- (B) চতুর্থ সংস্থানে

30. কোনো নিরপেক্ষ ন্যায়ানুমানের আশ্রয়বাক্য দুটিতে যদি হেতুপদ একবারও ব্যাপ্য না হয় , তবে ন্যায়টিতে যে দোষ ত হলো –

(A) অবৈধ পক্ষ দোষ

(B) অবৈধ সাধ্য দোষ

(C) চতুষ্পদী দোষ

(D) অব্যাপ্য হেতু দোষ ।

উত্তর:- (D) অব্যাপ্য হের দোষ

31. FESTION হলো

(A) তৃতীয়

(B) দ্বিতীয়

(C) প্রথম

(D) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।

উত্তর:- (B) দ্বিতীয়

32. নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো

(A) ৩

(B) ৬

(C) ২

(D) 8

উত্তর:- (D) 8

33. DARAPTI হলো—

(A) তৃতীয়

(B) দ্বিতীয়

(C) প্রথম

(D) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।

উত্তর:- (A) তৃতীয়

34. DISAMIS হলো

(A) তৃতীয়

(B) দ্বিতীয়

(C) প্ৰথম

(D) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।

উত্তর:- (A) তৃতীয়

35. DIMARIS হলো

(A) তৃতীয়

(B) চতুর্থ

(C) প্ৰথম

(D) দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি ।

উত্তর:- (B) চতুর্থ

36. FESAPO হলো

(A) তৃতীয়

(B) দ্বিতীয়

(C) প্ৰথম

(D) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।

উত্তর:- (D) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।

37. BOCABDO হলো

(A) তৃতীয়

(B) চতুর্থ

(C) প্রথম

(D) দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি ।

উত্তর:- (A) তৃতীয়

38. ন্যায় অনুমানে চারটি পদ থাকলে –

(A) সাধ্য দোয

(B) পক্ষ দোষ

(C) চারিপদঘটিত দোষ

(D) বৈধ দোষ ।

উত্তর:- (C) চারিপদঘটিত দোষ

39. নিরপেক্ষ ন্যায়ে নিয়ম আছে –

(A) ১২ টি

(B) ৮ টি

(C) ১০ টি

(D) ১৬ টি ।

উত্তর:- (C) ১০ টি

40. ন্যায় অনুমানে পক্ষপদ যদি আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় , তাহলে হয়

(A) অবৈধ সাধ্য দোষ

(B) অবৈধ হেতু দোষ

(C) অবৈধ পক্ষ দোষ

(D) কোনোটিই নয় ৷

উত্তর:- (C) অবৈধ পক্ষ দোষ

41. নিরপেক্ষ ন্যায়ের দু’টি আশ্রয়বাক্য নঞর্থক হলে যে দোষ ঘটে তা হলো –

(A) সাধ্য দোষ

(B) অবৈধ দোষ

(C) পক্ষ দোষ

(D) নঞর্থক আশ্রয়বাক্যজনিত দোষ ।

42. যে অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত করা হয় তাকে কী অনুমান বলে?

[A] আরোহ অনুমান 

[B] সাদৃশ্যানুমান

[C] মাধ্যম অনুমান

[D] অমাধ্যম অনুমান

উত্তর:- [D] অমাধ্যম অনুমান

43. যে অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত করা হয়, তাকে কী অনুমান বলে?

[A] আবর্তন

[B] বিবর্তন

[C] ন্যায়

[D] উপমাযুক্তি

উত্তর:- [C] ন্যায়

44. ন্যায় কোন্‌ শ্রেণির অনুমান?

[A] অবরোহ অনুমান

[B] আরোহ অনুমান

[C] অমাধ্যম অনুমান

[D] উপমা অনুমান

উত্তর:- [A] অবরোহ অনুমান

45. ন্যায় মাধ্যম না অমাধ্যম অনুমান?

[A] মাধ্যম

[B] অমাধ্যম

[C] উভয়ই

[D] কোনোটি নয়

উত্তর:- [A] মাধ্যম

46. নিরপেক্ষ ন্যায়ের হেতুবাক্যের সংখ্যা কয়টি?

[A] একটি

[B] দুটি

[C] তিনটি

[D] চারটি

উত্তর:- [B] দুটি

47. নিরপেক্ষ ন্যায়ের প্রধান হেতুবাক্যের অন্য নাম কী ?

[A] সাধ্য আশ্রয়বাক্য

[B] পক্ষ আশ্রয়বাক্য

[C] হেতুবাক্য

[D] বিপক্ষ আশ্রয়বাক্য

উত্তর:- [A] সাধ্য আশ্রয়বাক্য

48. নিরপেক্ষ ন্যায়ে কয়টি বচন থাকে?

[A] একটি

[B] দুটি

[C] তিনটি

[D] চারটি

উত্তর:- [C] তিনটি

49. নিরপেক্ষ ন্যায়ে কয়টি পদ থাকে?

[A] একটি

[B] দুটি

[C] তিনটি

[D] চারটি

উত্তর:- [C] তিনটি

50. নিরপেক্ষ ন্যায়ে প্রত্যেকটি পদ কবার করে থাকে?

[A] একবার

[B] দুবার

[C] তিনবার

[D] চারবার

উত্তর:- [B] দুবার

51. নিরপেক্ষ ন্যায়ে হেতুপদ কোথায় থাকে না?

[A] সিদ্ধান্তে

[B] প্রধান হেতুবাক্যে

[C] অপ্রধান হেতুবাক্যে

[D] গৌনবাক্যে

উত্তর:- [A] সিদ্ধান্তে

52. হেতুপদ উভয় আশ্রয়বাক্যে অন্তত কবার ব্যাপ্য হবে?

[A] একবার

[B] ডুবার

[C] তিনবার

[D] চারবার

উত্তর:- [A] একবার

53. যে অনুমান একাধিক যুক্তিবাক্য দ্বারা গঠিত হবে তাকে কীরূপ অনুমান বলে?

[A] ন্যায়

[B] আবর্তন

[C] বিবর্তন

[D] সমবিবর্তন

উত্তর:- [A] ন্যায়

54. যে অনুমানের তিনটি বচনই নিরপেক্ষ বচন তাকে কীরূপ ন্যায় বলে?

[A] নিরপেক্ষ ব্যয়

[B] সাপেক্ষ ব্যয়

[C] বৈকল্পিক ন্যায়

[D] প্রাকল্পিক ন্যায়

উত্তর:- [A] নিরপেক্ষ ব্যয়

55. ন্যায়ের অবয়ব বাক্যের সংখ্যা কয়টি?

[A] একটি

[B] দুটি

[C] তিনটি

[D] চারটি

উত্তর:- [C] তিনটি

56. ন্যায়ের হেতুপদ কোন্‌ বাক্যে থাকে?

[A] প্রধান হেতুবাক্যে

[B] অপ্রধান হেতুবাক্য

[C] উভয় হেতুবাক্য

[D] সিদ্ধান্তে

উত্তর:- [C] উভয় হেতুবাক্য

57. ন্যায়ের সাধ্যপদ কোন্‌ বক্যে থাকে?

[A] সাধ্য আশ্রয়বাক্য

[B] পক্ষ হেতুবাক্য

[C] সিদ্ধান্তে

[D] সাধ্য আশ্রয়বাক্য ও সিদ্ধান্তে

উত্তর:- [A] সাধ্য আশ্রয়বাক্য

58. ন্যায়ের পক্ষ পদ কোন্‌ বাক্যে থাকে?

[A] পক্ষ আশ্রয়বাক্যে

[B] সাধ্য আশ্রয়বাক্যে

[C] সিদ্ধান্তে

[D] পক্ষ আশ্রয়বাক্যে ও সিদ্ধান্তে

উত্তর:- [A] পক্ষ আশ্রয়বাক্যে

59. ন্যায়ের সাধ্যপদ সাধ্য আশ্রয়বাক্যের কোন্‌ স্থানে থাকে?

[A] উদ্দেশ্য স্থানে

[B] বিধেয় স্থানে

[C] উদ্দেশ্য এবং বিধেয় স্থানে

[D] উদ্দেশ্য অথবা বিধেয় স্থানে

উত্তর:- [D] উদ্দেশ্য অথবা বিধেয় স্থানে

60. ন্যায়ের পক্ষপদ পক্ষ আশ্রয়বাক্যে কোন্‌ স্থানে থাকে?

[A] উদ্দেশ্য স্থানে

[B] বিধেয় স্থানে

[C] উদ্দেশ্য এবং বিধেয় স্থানে

[D] উদ্দেশ্য অথবা বিধেয় স্থানে

উত্তর:- [D] উদ্দেশ্য অথবা বিধেয় স্থানে

61. নিরপেক্ষ ন্যায়ে যে পদটি উভয় হেতুবাক্যে উপস্থিত থাকে সেটি কী ?

[A] পক্ষপদ

[B] সাধ্যপদ

[C] হেতুপদ

[D] যোজক

উত্তর:- [C] হেতুপদ

62. নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদটি উপস্থিত থাকে না সেটি কীরূপ পদ?

[A] পক্ষপদ

[B] সাধ্যপদ

[C] হেতুপদ

[D] যোজক

উত্তর:- [C] হেতুপদ

63. ন্যায়ের সিদ্ধান্তের উদেশ্যপদ কোন্‌ পদ হয়?

[A] সাধ্যপদ

[B] পক্ষপদ

[C] হেতুপদ

[D] সংযোজক

উত্তর:- [B] পক্ষপদ

64. ন্যায়ের সিদ্ধান্তের বিধেয় পদটিকে কী বয়াল হয়?

[A] সাধ্যপদ

[B] পক্ষপদ

[C] হেতুপদ

[D] সংযোজক

উত্তর:- [A] সাধ্যপদ

65. নিরপেক্ষ ন্যায়ে কয়টি হেতুবাক্য থাকে?

[A] একটি

[B] দুটি

[C] তিনটি

[D] চারটি

উত্তর:- [B] দুটি

66. নিরপেক্ষ ন্যায়ের তিনটি বচনের গুন ও পরিমাণ অনুসারে যে বিভিন্ন আকার পাওয়া যায় তাকে কী  বলে?

[A] সংস্থান

[B] স্থান

[C] মূর্তি

[D] যুক্তি

উত্তর:- [C] মূর্তি

67. ন্যায়ের দুটি যুক্তিবাক্যে হেতুপদের বিচিন্ন প্রকার অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হতে পারে, তাদের ন্যায়ের কী বলা হয়?

[A] সংস্থান

[B] স্থান

[C] মূর্তি

[D] যুক্তি

উত্তর:- [A] সংস্থান

68. যুক্তিবাক্যে হেতুপদের অবস্থান কত রকম হতে পারে?

[A] একরকম

[B] দুরকম

[C] তিনরকম

[D] চাররকম

উত্তর:- [D] চাররকম

69. সংস্থান কয় প্রকার?

[A] এক

[B] দুই

[C] তিন

[D] চার

উত্তর:- [D] চার

70. যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ প্রধান হেতুবাক্যে উদ্দেশ্য স্থানে ও অপ্রধান হেতুবাক্যে বিধেয় স্থানে থাকে তবে ন্যায়টি কোন্‌ সংস্থানের হবে?

[A] প্রথম সংস্থান

[B] দ্বিতীয় সংস্থান

[C] তৃতীয় সংস্থান

[D] চতুর্থ সংস্থান

উত্তর:- [A] প্রথম সংস্থান

71. যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ উভয় আশ্রয়বাক্যেই বিধেয় স্থানে থাকে, তবে সেটিকে কোন্‌ সংস্থানের বলা হয়?

[A] প্রথম সংস্থান

[B] দ্বিতীয় সংস্থান

[C] তৃতীয় সংস্থান

[D] চতুর্থ সংস্থান

উত্তর:- [B] দ্বিতীয় সংস্থান

72. যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ উভয় আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তবে ন্যায়টি কোন্‌ সংস্থানের হবে?

[A] প্রথম সংস্থান

[B] দ্বিতীয় সংস্থান

[C] তৃতীয় সংস্থান

[D] চতুর্থ সংস্থান

উত্তর:- [C] তৃতীয় সংস্থান

উচ্চমাধ্যমিক দর্শন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy SAQ Question and Answer |

1. M.P কথাটির অর্থ কি ?  

উত্তর:- স্বীকৃতি মূলক আকার।

2. অস্বীকার মূলক বা ধ্বংস মূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে ?

উত্তর:- যে প্রাকল্পিক নিরপেক্ষ প্রধান হেতুবাক্য অনুগকে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করা হয় তাকে অস্বীকৃতিমূলক বা ধ্বংস মূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে।

3. ধ্বংস মূলক বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায়ের বৈধ মূর্তির নাম কি ?       

উত্তর:- M.T বা Modus Tollens

4. M.T কথার অর্থ কি ?    

উত্তর:- অস্বীকৃতি মূলক আকার।

5. Tollens কথার অর্থ কি ?

উত্তর:- অস্বীকার করা।

6. অনুগ স্বীকার জনিত দোষ বা অনুগ পরিগ্রহণ দোষ কাকে বলে ?

উত্তর:- প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে নিরপেক্ষ হেতু বাক্য অনুগকে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করা হলে সেক্ষেত্রে যে দোষ ঘটে তাকে বলা হয় অনুগ শ্রীকার জনিত দোষ বা পরিগ্রহণ দোষ।

7. পূর্বগ স্বীকার জনিত দোষ বা পূর্বগ নিষেধ দোষ কাকে বলে ?    

উত্তর:- প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে অপ্রধান হেতু বাক্য পূর্বককে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগ কে অস্বীকার করলে সেক্ষেত্রে যে দোষ ঘটে তাকে বলা হয় পূর্বগ জনিত দোষ।

8. অনুগ স্বীকার জনিত দোষ কখন ঘটে ?           

উত্তর:- প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে অপ্রধান হেতুবাক্যে অনুগকে স্বিকার করে সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করলে অনুগ স্বীকার জনিত দোষ ঘটে।

9. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে ?

উত্তর:- যে সাপেক্ষ ন্যায়ের একটি আশ্রয়বাক্য বৈকল্পিক বচন অপর আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত উভয়ই নিরেপেক্ষ বচন তাকে বৈকলপিক নিরেপেক্ষ ন্যায় বলে।

10. বৈকল্পিক বচনের অঙ্গ বাক্যগুলিকে কি বলা হয় ?      

উত্তর:- বিকল্প।

11. বৈকল্পিক নিরেপেক্ষ ন‍্যায়ে কটি বিকল্প  থাকে ?          

উত্তর:- দুটি যথা —– (১) প্রথম বিকল্প ও (২) দ্বিতীয় বিকল্প।

12. বৈকল্পিক নিরেপেক্ষ ন‍্যায়ের বৈধতার নিয়মটি লেখো ?           

উত্তর:- বৈকল্পিক নিরেপেক্ষ ন‍্যায়ের ক্ষেত্রে বৈধতার নিয়মটি হলো প্রধান হেতুবাক‍্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান হেতুবাক‍্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে সিদ্ধান্তের শিকার করতে হবে ।

13. বিষমবাদী বা পরস্পর বিরুদ্ধ বলতে কী বোঝো ?       

উত্তর:- বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অথবা শব্দটি বা পরস্পর বিরুদ্ধ অর্থে ব্যবহৃত হয়ে এর অর্থ দ্বারা যে কোন একটি বিকল্প সত্য হলে অপরটি মিথ্যা হবে অর্থাৎ এক্ষেত্রে বিকল্প দুটি একই সঙ্গে সত্য হতে পারে না।

যেমন —- রাম খড়দহে আছে অথবা কলকাতায় আছে।

14. মাধ্যম অবরোহ যুক্তি কয় প্রকার ?   

উত্তর:- মাধ্যম অবরোহ যুক্তি প্রধানত দুই প্রকার যথা —–(১) নিরপেক্ষ যুক্তি এবং (২) সাপেক্ষ যুক্তি ।

15. নাব্য যুক্তিবিজ্ঞানী সাপেক্ষ ন্যায়কে কি নামে অভিহিত করা হয় ?        

উত্তর:- যৌগিক যুক্তি বলে।

16. সাপেক্ষ ন্যায় কাকে বলে

উত্তর:- যে ন্যায় দুটি হেতুবাক্য ও সিদ্ধান্ত থাকে এবং হেতুবাক্য দুটির অন্তত একটি সাপেক্ষ বচন হয়, তাকে সাপেক্ষ ন্যায় বলে।

17. সাপেক্ষ ন্যায় কয় প্রকার ও কি কি

উত্তর:- দুই প্রকার, যথা —– (১) প্রাকল্পিক এবং (২) বৈকলপিক ।

18. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে ?          

উত্তর:- যে মিশ্র ন্যায়ে প্রথম হেতুবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং দ্বিতীয় হেতুবাক্য ও সিদ্ধান্ত উভয়ই নিরপেক্ষ বচন, তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বা মিশ্র প্রাকল্পিক ন্যায় বলে।

19. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কটি অংশ ?        

উত্তর:- দুটি —— (১) পূর্বগ বা পূর্বকল্প এবং (২) অনুগ বা অনুকল্প ।

20. পূর্বগ কাকে বলে ?       

উত্তর:- প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে ‘যদি’ এর পরিবর্তি অংশকে বলা হয় পূর্বগ বা পূর্বকল্প ।

21. অনুগ কাকে বলে ?      

উত্তর:- প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে তবে / তাহলে এর পরবর্তী অংশকে বলা হয় অনুগ বা অনুকল্প ।

22. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কটি ও কি কি ?      

উত্তর:- দুটি যথা —–

(১) প্রথম নিয়ম: প্রাকল্পিক বচন পূর্বগকে নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করার পর সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হয়।

(২) দ্বিতীয় নিয়ম: প্রাকল্পিক বচনের অনুগ কে নিরপেক্ষ হেতু বাক্যে অস্বীকার করার পর সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হয়।

23. প্রাকল্পিক বচনের যে অংশটিতে শর্তের উল্লেখ থাকে তাকে কি বলে ?

উত্তর:- পূর্বগ।

24. প্রাকল্পিক বচনের যে অংশটিতে বক্তব্যটি প্রকাশ পায় তাকে কি বলে ?

উত্তর:- অনুগ।

25. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কয় প্রকার ও কি কি ?         

উত্তর:- দুই প্রকার —— (১) গঠনমূলক বা স্বীকৃতিমূলক (২) ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক।

26. স্বীকৃতি মূলক বা গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে ?       

উত্তর:- যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ে  অপ্রধান হেতু বাক্যে পূর্বগকে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করা হয় তাকে স্বীকৃতি মূলক বা গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে।

27. M.P এর পুরো নাম কি ?    

উত্তর:- Modus Ponens

28. Ponens কথাটির অর্থ কি উত্তর:- স্বীকার করা।

উচ্চমাধ্যমিকের দর্শন এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক দর্শন – যুক্তি (প্রথম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – বচন (দ্বিতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – বচনের বিরোধিতা (তৃতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – অম্যাধম মান (চতুর্থ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – বুলীয় ভাষা (সপ্তম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – কারণ (দ্বিতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – মিলের পরিক্ষণমুলক পদ্ধতি (তৃতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – আরহমুলক দোষ (চতুর্থ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক দর্শন – যুক্তি (প্রথম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – বচন (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – বচনের বিরোধিতা (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – অম্যাধম মান (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – বুলীয় ভাষা (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – কারণ (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – মিলের পরিক্ষণমুলক পদ্ধতি (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – আরহমুলক দোষ (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS HistoryClick Here
HS GeographyClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary Philosophy Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Philosophy Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক দর্শন –  নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর 

(HS Philosophy Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Philosophy Suggestion  / HS Philosophy Question and Answer  / Class 12 Philosophy Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Philosophy Exam Guide  / HS Philosophy Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Philosophy Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক দর্শন

নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর | নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা HS Philosophy Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্ন ও উত্তর  – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা MCQ প্রশ্ন উত্তর।

নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  Philosophy Suggestion  Download WBCHSE Class 12th Philosophy short question suggestion  . HS Philosophy Suggestion   download Class 12th Question Paper  Philosophy. WB Class 12  Philosophy suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad