দ্বাদশ শ্রেণির ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে  বড়ো প্রশ্ন উত্তর |

Last Updated:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

1. অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি এবং স্মৃতিকথার ভূমিকা আলাচনা করা।।

2. আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কিরূপ হওয়া উচিত ? অথবা : একজন ঐতিহাসিক কে ইতিহাস রচনায় কোন কোন নীতি অনুসরণ করতে হয়? দুটি শিল্প জাদুঘরের নাম লেখ।

3. জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।(2+6)

4. জাদুঘরের প্রকারভেদ গুলি আলোচনা কর।

5. পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারী ইতিহাসের সাথে অপেশাদার ইতিহাসের পার্থক্য?

6. মার্কেন্টাইলবাদ’ / ‘মার্কেন্টাইল’ মূলধন বলতে কী বােঝ? এই মতবাদের মূল বক্তব্য তুলে ধরাে। 8

7. ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেনিনের তত্ত্ব । 4+4

8. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ গুলি আলোচনা করো ।2+6

9. ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো।

10. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার বর্ণনা দাও।

11. উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা কর।

12. চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্ত গুলির বিবরণ দাও

13. ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল। অথবা  ভারতের অর্থনীতিতে রেলপথ স্থাপনের প্রভাব বা ফলাফল আলোচনা কর।

14. ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল ? এই বাণিজ্যের অবসান কেনো হয় ?

15. মুসলিম সমাজের নবজাগরণে আলীগড় আন্দোলনের ভূমিকা লেখো।

16. ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতে আদিবাসী আন্দোলনের বিবরণ দাও।

17. নবজাগরণ বলতে কী বোঝ?বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা লেখ।

18. চিনে ৪মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা কর।

19. শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান।

20. ১৯১৯ খ্রিস্টাব্দে প্রবর্তিত ভারত শাসন আইন বা মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের বিভিন্ন শর্তগুলি উল্লেখ করাে।

21. ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলি আলােচনা করাে। এই আইনের গুরুত্ব কী ছিল?

22. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিবরণ দাও ।

23. বাংলায় পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা কর।

24. মর্লে-মিন্টো শাসন সংস্কার আইন ১৯০৯ খ্রিষ্টাব্দ| ১৯০৯ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন।

25. কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়? এই মামলার শেষ পরিণতি কী হয়েছিল? অথবা, টীকা লেখ: মিরাট ষড়যন্ত্র মামলা।

26. ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কি জানো? এই আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা কর।

28. ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ভূমিকা | ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ।

29. নৌ-বিদ্রোহের কারণ ও তার তাৎপর্য আলোচনা কর।

30. হাে-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

31. ঠান্ডা লড়াই কী? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ধারণাগুলি ব্যাখ্যা করাে।

32. সুয়েজ সংকট বিশ্লেষণ করো? সুয়েজ সংকটে ভারতের ভূমিকা কি ছিল?

33. জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝ? আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা কর।

34. ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল?

35. তৈল কূটনীতি বলতে কী বোঝো? তৈল কূটনীতি কিভাবে উপসাগরীয় সংকটের সৃষ্টি করেছিল?

36. অব-উপনিবেশীকরন বলতে কী বোঝ? এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভাব আলোচনা কর।

37. স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা ।

38. SAARC কী? এর গঠন বা উদ্দেশ্য কি ছিল? এর মূল্যায়ন করো?

39. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা কর।

40. ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল।  অথবা ভারতের অর্থনীতিতে রেলপথ স্থাপনের প্রভাব বা ফলাফল আলোচনা কর।


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad