উচ্চমাধ্যমিক দর্শন – দ্বাদশ শ্রেণীর আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer | HS Class 12th Philosophy Question and Answer ।

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer | HS Class 12th Philosophy Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer | HS Class 12th Philosophy Question and Answer

উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর | HS Philosophy MCQ Question and Answer |

1. বৈধতার বিষয়টি কোন অনুমানের বিষয় ?

[A] সাদৃশ্য অনুমানের

[B] আরোহ অনুমানের

[C] অবরোহ অনুমানের

[D] লৌকিক অনুমানের ।

উত্তর:-[B] আরোহ অনুমানের

2. অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানে কীরূপ দৃষ্টান্তের গণনা করা হয় ?

[A] পাঁচ থেকে দশটি দৃষ্টান্তের গণনা করা হয়

[B] সমস্ত দৃষ্টাস্তের গণনা করা হয় ।

[C] কয়েকটি অবাধ অভিজ্ঞতায় পাওয়া দৃষ্টান্তের গণনা করা হয়

[D] অসংখ্য দৃষ্টান্তের গণনা করা হয় ।

উত্তর:-[C] কয়েকটি অবাধ অভিজ্ঞতায় পাওয়া দৃষ্টান্তের গণনা করা হয়

3. উপমা যুক্তি কত প্রকার ?

[A] ২ প্রকার

[B] ৪ প্রকার

[C] ৩ প্রকার

[D] ৫ প্রকার ।

উত্তর:-[A] ২ প্রকার

4. উপমা যুক্তির সিদ্ধান্ত কী হবে ?

[A] সম্ভাব্য

[B] বৈধ

[C] অবৈধ

[D] ভালো উপমা যুক্তি ।

উত্তর:-[A] সম্ভাব্য

5. সাদৃশ্য অনুমানকে বলা হয় –

[A] সাদৃশ্য যুক্তি

[B] উপমা যুক্তি

[C] সমযুক্তি

[D] সুনিশ্চিত ।

উত্তর:-[B] উপমা যুক্তি

6. আরোহ অনুমানের লক্ষণ কোনটি ?

[A] সিদ্ধান্তের প্রমাণ

[B] প্রত্যক্ষের অতিক্রমণ

[C] অনুমান গঠন

[D] যুক্তিবাক্যের প্রতিষ্ঠা ।

উত্তর:-[B] প্রত্যক্ষের অতিক্রমণ

7. অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কীরূপ ?

[A] সিদ্ধাস্তটি বৈধরূপে গণ্য

[B] সিদ্ধান্তটি সম্ভাব্যরূপে গণ্য

[C] সিদ্ধান্তটি অবৈধরূপে গণ্য

[D] সিদ্ধান্তটি নিশ্চিতরূপে গণ্য ।

উত্তর:-[B] সিদ্ধান্তটি সম্ভাব্যরূপে গণ্য

8. উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো –

[A] সাদৃশ্যের সংখ্যা

[B] সাদৃশ্যের প্রাসঙ্গিকতা

[C] ব্যক্তিগত বৈসাদৃশ্য

[D] ব্যক্তিগত সাদৃশ্য ৷

উত্তর:-[A] সাদৃশ্যের সংখ্যা

9. লৌকিক আরোহ অনুমান বলা হয় –

[A] উপমা যুক্তিকে

[B] ন্যায় অনুমানকে

[C] বৈজ্ঞানিক আরোহ অনুমানকে

[D] অবৈজ্ঞানিক আরোহকে ।

উত্তর:-[D] অবৈজ্ঞানিক আরোহকে

10. অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কী ?

[A] অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানজী

[B] পূর্ণ গণনামূলক আরোহ অনুমান

[C] বৈসাদৃশ্যমূলক আরোহ অনুমান

[D] সাদৃশ্যমূলক আরোহ অনুমান ।

উত্তর:-[A] অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান

11. প্রকৃতির একরূপতার অর্থ কী ?

[A] বিভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন আচরণ

[B] একই পরিবেশে একইরকম আচরণ

[C] বিভিন্ন পরিবেশে একরকম আচরণ

[D] একই পরিবেশে ভিন্ন রকম আচরণ ।

উত্তর:-[B] একই পরিবেশে একইরকম আচরণ

12. আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো

[A] বৈধতা

[B] সামান্যীকরণ

[C] অবৈধতা

[D] আরোহমূলক লাফ ।

উত্তর:-[B] সামান্যীকরণ

13. যে যুক্তির গতি বিশেষ থেকে সার্বিকের দিকে

[a] অবরোহ যুক্তি

[b] আরোহ যুক্তি

[c] মাধ্যম যুক্তি

[d] উপমা যুক্তি

উত্তর:-[b] আরোহ যুক্তি

14. আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো—

[a] বিশেষ বচন

[b] সামান্য বচন

[c] সামান্য সংশ্লেষক বচন

[d] বিশেষ বিশ্লেষক বচন

উত্তর:-[c] সামান্য সংশ্লেষক বচন

15. আরোহ অনুমানের লক্ষণটি হলো—

[a] সামান্যীকরণ

[b] বিশেষীকরণ

[c] সরলীকরণ

[d] কোনোটিই নয়

উত্তর:-[a] সামান্যীকরণ

16. আরোহ অনুমানের সমস্যাটি হলো—

[a] বৈধতা

[b] অবৈধতা

[c] আকারগত সত্যতা

[d] সামান্যীকরণ

উত্তর:-[d] সামান্যীকরণ

17. আরোহ অনুমানের যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে না –

[a] প্রযুক্তি সম্বন্ধ

[b] যৌক্তিক সম্বন্ধ

[c] কার্যকারণ সম্বন্ধ

[d] বিজ্ঞানসম্মত সম্বন্ধ

উত্তর:-[a] প্রযুক্তি সম্বন্ধ

18. বৈধতার বিষয়টি কোন অনুমানের বিষয়?

[a] সাদৃশ্য অনুমানের

[b] আরোহ অনুমানের

[c] অবরোহ অনুমানের

[d] লৌকিক অনুমানের

উত্তর:-[c] অবরোহ অনুমানের

19. অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানে কীরূপ দৃষ্টান্তের গণনা করা হয়?

[a] পাঁচ থেকে দশটি দৃষ্টান্তের গণনা করা হয়

[b] সমস্ত দৃষ্টান্তের গণনা করা হয়

[c] কয়েকটি অবাধ অভিজ্ঞতায় পাওয়া দৃষ্টান্তের গণনা করা হয়

[d] অসংখ্য দৃষ্টান্তের গণনা করা হয়।

উত্তর:-[c] কয়েকটি অবাধ অভিজ্ঞতায় পাওয়া দৃষ্টান্তের গণনা করা হয়

20. উপমা যুক্তি কত প্রকার ?

[a] ২ প্রকার

[b] ৪ প্রকার

[c] ৩ প্রকার

[d] ৫ প্রকার

উত্তর:-[a] ২ প্রকার

21. উপমা যুক্তির সিদ্ধান্ত কী হবে?

[a] সম্ভাব্য

[b] বৈধ

[c] অবৈধ

[d] সুনিশ্চিত

উত্তর:-[a] সম্ভাব্য

22. সাদৃশ্য অনুমানকে বলা হয় –

[a] সাদৃশ্য যুক্তি

[b] উপমা যুক্তি

[c] সমযুক্তি

[d] ভালো উপমা যুক্তি

উত্তর:-[b] উপমা যুক্তি

23. আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় –

[a] প্রমাণিত

[b] সুনিশ্চিত

[c] সম্ভাব্য

[d] নিশ্চিত

উত্তর:-[c] সম্ভাব্য

24. আরোহ অনুমানের লক্ষণ কোনটি?

[a] সিদ্ধান্তের প্রমাণ

[b] প্রত্যক্ষের অতিক্ৰমণ

[c] অনুমান গঠন

[d] যুক্তিবাক্যের প্রতিষ্ঠা

উত্তর:-[b] প্রত্যক্ষের অতিক্ৰমণ

25. আরোহ অনুমানের লক্ষণ কী?

[a] বিশেষীকরণ

[b] অনুমান গঠন

[c] সামান্যীকরণ

[d] জ্ঞান গঠন

উত্তর:-[c] সামান্যীকরণ

26. আরোহ অনুমানের সিদ্ধান্ত –

[a] সার্বিক সংশ্লেষক বচন

[b] পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক বচন

[c] সার্বিক বিশ্লেষক বচন

[d] কোনোটিই নয়

উত্তর:-[a] সার্বিক সংশ্লেষক বচন

27. আরোহ অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন। প্রতিষ্ঠা করা হয় তা হলো—

[a] সামান্য বিশ্লেষক বচন

[b] বিশেষ সংশ্লেষক বচন

[c] সামান্য সংশ্লেষক বচন

[d] বিশেষ বিশ্লেষক বচন

উত্তর:-[c] সামান্য সংশ্লেষক বচন

28.  ‘আরোহ-সংক্রান্ত লাফ’ লক্ষ করা যায় –

[a] আরোহ যুক্তিতে

[b] প্রাকল্পিক যুক্তিতে

[c] অবরোহ যুক্তিতে

[d] কোনোটিই নয়

উত্তর:-[a] আরোহ যুক্তিতে

29.  ‘আরোহ অনুমান-সংক্রান্ত লাফ’-এর কথা কে বলেছেন?

[a] যুক্তিবিজ্ঞানী মিল

[b] যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল

[c] যুক্তিবিজ্ঞানী বেন

[d] যুক্তিবিজ্ঞানী কোপি

উত্তর:-[a] যুক্তিবিজ্ঞানী মিল

30. অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কীরূপ?

[a] সিন্ধান্তটি বৈধরূপে গণ্য

[b] সিদ্ধান্তটি সম্ভাব্যরূপে গণ্য

[c] সিদ্ধান্তটি অবৈধরূপে গণ্য

[d] সিদ্ধান্তটি নিশ্চিতরূপে গণ্য

উত্তর:-[b] সিদ্ধান্তটি সম্ভাব্যরূপে গণ্য

31. উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো—

[a] সাদৃশ্যের সংখ্যা

[b] সাদৃশ্যের প্রাসঙ্গিকতা

[c] ব্যক্তিগত বৈসাদৃশ্য

[d] ব্যক্তিগত সাদৃশ্য

উত্তর:-[a] সাদৃশ্যের সংখ্যা

32. লৌকিক আরোহ অনুমান বলা হয় –

[a] উপমা যুক্তিকে

[b] ন্যায় অনুমানকে

[c] বৈজ্ঞানিক আরোহ অনুমানকে

[d] অবৈজ্ঞানিক আরোহকে

উত্তর:-[d] অবৈজ্ঞানিক আরোহকে

33. অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কী?

[a] অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান

[b] পূর্ণ গণনামূলক আরোহ অনুমান

[c] বৈসাদৃশ্যমূলক আরোহ অনুমান

[d] সাদৃশ্যমূলক আরোহ অনুমান

উত্তর:-[a] অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান

34. 22. প্রকৃতির একরূপতার অর্থ কী?

[a] বিভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন আচরণ

[b] একই পরিবেশে একইরকম আচরণ

[c] বিভিন্ন পরিবেশে একরকম আচরণ

[d] একই পরিবেশে ভিন্ন রকম আচরণ

উত্তর:-[b] একই পরিবেশে একইরকম আচরণ

35. আরোহ অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো—

[A] সামান্য বিশ্লেষক বচন

[B] বিশেষ সংশ্লেষক বচন

[C] সামান্য সংশ্লেষক বচন

[D] বিশেষ বিশ্লেষক বচন ।

উত্তর:-[C] সামান্য সংশ্লেষক বচন

36. ‘ আরোহ – সংক্রান্ত লাফ ’ লক্ষ্য করা যায় –

[A] আরোহ যুক্তিতে

[B] প্রাকল্পিক যুক্তিতে

[C] অবরোহ যুক্তিতে

[D] কোনোটিই নয় ।

উত্তর:-[A] আরোহ যুক্তিতে

37. ’ আরোহ অনুমান – সংক্রান্ত লাফ ‘ – এর কথা কে বলেছেন ?

[A] যুক্তিবিজ্ঞানী মিল

[B] যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল

[C] যুক্তিবিজ্ঞানী বেন

[D] যুক্তিবিজ্ঞানী কোপি ।

উত্তর:-[A] যুক্তিবিজ্ঞানী মিল

38. আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই—

[A] সত্য

[B] বৈধ

[C] সুনিশ্চিত

[D] সম্ভাব্য ।

উত্তর:-[D] সম্ভাব্য

39. আরোহ অনুমানের সমস্যাটি হলো –

[A] আকারগত সত্যতা নির্ণয়

[B] বৈধতা নির্ণয় ।

[C] সামান্যীকরণ

[D] অবৈধতা নির্ণয়

উত্তর:-[C] সামান্যীকরণ

40. “ বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ অনুমান । ” – এটি বলেছেন

[A] জয়েস

[B] ফাউলার

[C] বেইন

[D] মিল ।

উত্তর:-[A] জয়েস

41. অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন ?

[A] বিশ্লেষক বচন

[B] সংশ্লেষক ও বিশ্লেষক বচন

[C] সামান্য সংশ্লেষক বচন

[D] সামান্য বিশ্লেষক বচন ।

উত্তর:-[C] সামান্য সংশ্লেষক বচন

42. অপসারণ , সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো . অনুমানের অনুসৃত প্রক্রিয়া ।

[A] কারণতাভিত্তিক

[B] সাদৃশ্যমূলক

[C] লোকিক

[D] বৈজ্ঞানিক ।

উত্তর:-[D] বৈজ্ঞানিক ।

43. লৌকিক আরোহ অনুমানকে ‘ শিশুসুলভ অনুমান ’ বলেছেন-

[A] বেকন

[B] জনস

[C] মিল

[D] হবস্ ।

উত্তর:-[A] বেকন

44. যে যুক্তির গতি বিশেষ থেকে সার্বিকের দিকে—

[A] অবরোহ যুক্তি

[B] আরোহ যুক্তি

[C] মাধ্যম যুক্তি

[D] উপমা যুক্তি

উত্তর:-[B] আরোহ যুক্তি

45. আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো –

[A] বিশেষ বচন

[B] সামান্য বচন

[C] সামান্য সংশ্লেষক বচন

[D] বিশেষ বিশ্লেষক বচন

উত্তর:-[C] সামান্য সংশ্লেষক বচন

46. আরোহ অনুমানের লক্ষণটি হলো—

[A] সামান্যীকরণ

[B] বিশেষীকরণ

[C] সরলীকরণ

[D] কোনোটিই নয়

উত্তর:-[A] সামান্যীকরণ

47. আরোহ অনুমানের সমস্যাটি হলো –

[A] বৈধতা

[B] অবৈধতা

[C] আকারগত সত্যতা

[D] সামান্যীকরণ

উত্তর:-[D] সামান্যীকরণ

48. আরোহ অনুমানের যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে না –

[A] প্রযুক্তি সম্বন্ধ

[B] যৌক্তিক সম্বন্ধ

[C] কার্যকারণ সম্বন্ধ

[D] বিজ্ঞানসম্মত সম্বন্ধ উত্তর:-[A] প্রযুক্তি সম্বন্ধ

উচ্চমাধ্যমিক দর্শন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy SAQ Question and Answer |

1. বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে?

উত্তর:- প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতির ভিত্তিতে সিদ্ধান্ত বিশেষ থেকে সামান্য বচন প্রতিষ্ঠা করাকেই বৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয়।

2. মিলের মতে তিন প্রকার আরোহ অনুমান কী কী?

উত্তর:- [i] বৈজ্ঞানিক আরোহ [ii] অবৈজ্ঞানিক আরোহ এবং [iii] উপমা যুক্তি।

3. অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে?

উত্তর:- যে আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর না করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ বচন থেকে সামান্য বচন প্রতিষ্ঠা করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলে।

4. লৌকিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক বলা হয় কেন?

উত্তর:- লৌকিক আরোহ অনুমানে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মতোই কার্যকারণ সম্বন্ধে উপর নির্ভর না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ বচন থেকে সামান্য বচনে উপনীত হওয়া হয়, তাই একে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলে।

5. অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কী?

উত্তর:- অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি হলো অবাধ অভিজ্ঞতা।

6. উপমা যুক্তি কাকে বলে?

উত্তর:- দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য ভিত্তিতে কোন কিছু বর্ণনা বা কল্পনা অথবা অনুমান করাকেই উপমা যুক্তি বলে।

7. উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডটি লেখ।

উত্তর:- হেতু বাক্যের উল্লেখিত দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বেশি হবে।

8. উত্তম উপমা যুক্তি কাকে বলে?

উত্তর:- যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্য বর্তমান থাকে এবং তারই ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে উত্তম উপমা যুক্তি বলে।

9. মন্দ উপমা যুক্তি কাকে বলে?

উত্তর:- যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের সাদৃশ্য নিছক, আকস্মিক, বাহ্যিক, অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয় এবং তার ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তবে তাকে মন্দ উপমা যুক্তি বলে।

10. উপমা যুক্তিতে মন্দ উপমা দোষ কখন হয়?

উত্তর:- উপমা যুক্তিতে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা না থাকলে মন্দ উপমা দোষ হয়।

11. উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহানুমান কাকে বলে ?

উত্তর:- দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় , তাকে বলা হয় উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহানুমান ।

12. ভালো বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও ।

উত্তর:- যত বাঘ দেখেছি , তাদের সবক’টি মাংস খায় । সব বাঘ মাংসাশী ।

13. মন্দ উপমা কাকে বলে ?

উত্তর:- যে উপমা যুক্তিতে সাদৃশ্য প্রাসঙ্গিক নয় , তাকে বলে মন্দ উপমা ৷

14. আরোহ অনুমানের লক্ষণ কী ?

উত্তর:- আরোহ অনুমানের লক্ষণ হলো প্রত্যক্ষের অতিক্রমণ ।

15. আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী ?

উত্তর:- প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ বিধি ।

16. প্রকৃতির একরূপতা নীতি কী ?

উত্তর:- যে নীতি অনুসারে , প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে , তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে ।

17. উপমা যুক্তি কীরূপ বচন প্রতিষ্ঠা করে ?

উত্তর:- বিশেষ বচন প্রতিষ্ঠা করে উপমা যুক্তি ।

18. উত্তম উপমা যুক্তির উদাহরণ দাও ।

উত্তর:- রাম ও যদু উভয়ের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে । রাম কুইনাইন খেয়ে সুস্থ হয়েছে । .. যদুও কুইনাইন খেয়ে ভালো হবে ।

19. আরোহ অনুমানের লক্ষণ কী?

উত্তর:- আরোহ অনুমানের লক্ষণ হলো প্রত্যক্ষের অতিক্ৰমণ।

20. আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী?

উত্তর:- প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ বিধি।

21. প্রকৃতির একরূপতা নীতি কী?

উত্তর:- যে নীতি অনুসারে, প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে।

22. উপমা যুক্তি কীরূপ বচন প্রতিষ্ঠা করে?

উত্তর:- বিশেষ বচন প্রতিষ্ঠা করে উপমা যুক্তি।

23. উত্তম উপমা যুক্তির উদাহরণ দাও।

উত্তর:- রাম ও যদু উভয়ের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে।

রাম কুইনাইন খেয়ে সুস্থ হয়েছে।

∴ যদুও কুইনাইন খেয়ে ভালো হবে।

24. উত্তম উপমা কাকে বলে?

উত্তর:- যে উপমা যুক্তিতে উপমা বা সাদৃশ্য প্রাসঙ্গিক, তাকে বলে উত্তম উপমা যুক্তি।

25. আরোহ অনুমান-সংক্রান্ত লাফ কাকে বলে ?

উত্তর:- আরোহ অনুমানে বিশেষ সত্য থেকে সার্বিক সত্যে উপনীত হওয়াকে আরোহ অনুমান-সংক্রান্ত লাফ বলে।

26. উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহানুমান কাকে বলে?

উত্তর:- দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয়, তাকে বলা হয় উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহানুমান।

27. উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড লেখো।

উত্তর:- জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বেশি হবে।

28. পর্যবেক্ষণ কাকে বলে?

উত্তর:- বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছুকে দেখাই হলো পর্যবেক্ষণ।

29. অপূর্ণ গণনামূলক আরোহের ভিত্তি কী ?

উত্তর:- অবাধ অভিজ্ঞতা।

30. ভালো বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও।

উত্তর:- যত বাঘ দেখেছি, তাদের সবক’টি মাংস খায়।

∴ সব বাঘ মাংসাশী।

31. কার্যকারণ নিয়ম কী ?

উত্তর:- প্রত্যেকটি কার্যেরই একটি নিয়ম আছে।

32. মন্দ উপমা কাকে বলে?

উত্তর:- যে উপমা যুক্তিতে সাদৃশ্য প্রাসঙ্গিক নয়, তাকে বলে মন্দ উপমা।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ [প্রথম অধ্যায়] আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer :

33. উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড লেখো ।

উত্তর:- জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বেশি হবে ।

34. পর্যবেক্ষণ কাকে বলে ?

উত্তর:- বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছুকে দেখাই হলো পর্যবেক্ষণ ।

35. অপূর্ণ গণনামূলক আরোহের ভিত্তি কী ?

উত্তর:- অবাধ অভিজ্ঞতা ।

36. উত্তম উপমা কাকে বলে ?

উত্তর:- যে উপমা যুক্তিতে উপমা বা সাদৃশ্য প্রাসঙ্গিক , তাকে বলে উত্তম উপমা যুক্তি ।

37. কার্যকারণ নিয়ম কী ?

উত্তর:- প্রত্যেকটি কার্যেরই একটি নিয়ম আছে ।

38. আরোহ অনুমান – সংক্রান্ত লাফ কাকে বলে ?

উত্তর:- আরোহ অনুমানে বিশেষ সত্য থেকে সার্বিক সত্যে উপনীত হওয়াকে আরোহ অনুমান – সংক্রান্ত লাফ বলে ।

39. আরোহ অনুমান কাকে বলে?

উত্তর:- কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাতেই আরোহ অনুমান বলা হয়।

40. আরোহ অনুমানের লক্ষণ কী?

উত্তর:- আরোহ অনুমানের প্রধান লক্ষ্যই হলো প্রত্যক্ষের অতিক্রমণ।

41. আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী?

উত্তর:- আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নিয়ম।

42. আরোহ অনুমানের আকারগত ভিত্তি কাকে বলা হয়?

উত্তর:- প্রকৃতির একরূপতা নীতি ও কার্যক্রম নিয়মকে আরোহ অনুমানের আকারগত ভিত্তি বলা হয়।

43. আরোহ অনুমান সংক্রান্ত লাফ কাকে বলে?উত্তর:- আরোহ অনুমানে বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য সত্যে উপনীত হওয়াকে আরোহ অনুমান সংক্রান্ত লাফ বলা হয়।

উচ্চমাধ্যমিকের দর্শন এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক দর্শন – যুক্তি (প্রথম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – বচন (দ্বিতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – বচনের বিরোধিতা (তৃতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – অম্যাধম মান (চতুর্থ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – বুলীয় ভাষা (সপ্তম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – কারণ (দ্বিতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – মিলের পরিক্ষণমুলক পদ্ধতি (তৃতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – আরহমুলক দোষ (চতুর্থ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক দর্শন সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক দর্শন – যুক্তি (প্রথম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – বচন (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – বচনের বিরোধিতা (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – অম্যাধম মান (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – বুলীয় ভাষা (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – কারণ (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – মিলের পরিক্ষণমুলক পদ্ধতি (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক দর্শন – আরহমুলক দোষ (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS HistoryClick Here
HS GeographyClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary Philosophy Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Philosophy Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক দর্শন –  আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর 

(HS Philosophy Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Philosophy Suggestion  / HS Philosophy Question and Answer  / Class 12 Philosophy Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Philosophy Exam Guide  / HS Philosophy Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Philosophy Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক দর্শন

আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর | আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা HS Philosophy Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্ন ও উত্তর  – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা MCQ প্রশ্ন উত্তর।

আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  Philosophy Suggestion  Download WBCHSE Class 12th Philosophy short question suggestion  . HS Philosophy Suggestion   download Class 12th Question Paper  Philosophy. WB Class 12  Philosophy suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad