একাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস – পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য প্রথম সেমিস্টার প্রশ্ন ও উত্তর

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

স্বাগতম ছাত্রছাত্রীগণ

আমাদের ওয়েবসাইটে তোমাদের স্বাগতম। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ” একাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস – পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য প্রথম সেমিস্টার প্রশ্ন ও উত্তর”। এই পোস্টটি তোমাদের Class 11 বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি তোমাদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে। WBCHSE Class 11

এই অধ্যায়ে তুমি যে সমস্ত প্রশ্নের উত্তর পাবে, তা তোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের জন্য সহায়ক হতে পারে। একাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস – পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য প্রথম সেমিস্টার প্রশ্ন ও উত্তর পড়ার মাধ্যমে তুমি পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে। WBCHSE Class 11

আমাদের ওয়েবসাইট, BengaliStudy.in, তোমাদের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর প্রদান করে যাতে তুমি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। এই প্রশ্নোত্তর গুলো তুমি মন দিয়ে পড়বে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা ও উপকৃত হতে পারে।

বিষয়বস্তু:

  • MCQ প্রশ্ন ও উত্তর: পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর।

চর্যাপদ

সংক্ষিপ্ত আলোচনা:- বাংলা কবিতার বয়স প্রায় হাজার বছরের। এই হাজার বছর ধরে, বাংলা কবিতা কত না পথের বাঁক, পথে পথে বৈচিত্রের ফুল ফুটে উঠতে দেখেছে। বাংলা কবিতা যেন এক সুদীর্ঘ নদীর মতো। যেখানে চর্যাপদ হলো তার সকল শুরুর শুরু।

বাংলা সাহিত্যের যুগ বিভাগ করলে, আমরা তিনটি প্রধান যুগবিভাগ পেয়ে থাকি। যথা:-

১) প্রাচীন যুগ বা আদিযুগ

২) মধ্যযুগ ( আদি মধ্য ও অন্ত মধ্য)

৩) আধুনিক যুগ

তার মধ্যে আমাদের আলোচ্য, চর্যাপদটি হল বাংলা সাহিত্যের প্রাচীন যুগের এক ও অদ্বিতীয় রচনা। চর্যাপদের কবিরা ছিলেন, আগে সাধক পরে কবি। বুদ্ধের অপূর্ব হৃদয় নিয়ে, পথে পথে তারা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতেন। আর ঘুরতে ঘুরতেই, মূলত বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যেই, লিখে ফেলেছিলেন বাংলা সাহিত্যের মাইলস্টোন- “চর্যাপদ”।

MCQ প্রশ্ন ও উত্তর: পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর

 1. প্রকৃত নাম: চর্যাচর্যবিনিশ্চয়/ অন্যনাম: চর্যাগীতিকোষ

2. প্রাপ্তিস্থান: নেপালের রাজগ্রন্থশালা/ রয়েল লাইব্রেরি

3. প্রাপ্তিকাল: ১৯০৭

4. প্রকাশকাল: ১৯১৬ (বাংলা ১৩২৬)

5. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় প্রথম।

6. আবিষ্কারক: হরপ্রসাদ শাস্ত্রী (উপাধি মহামহোপাধ্যায়)

7. ছন্দ: প্রাচীন মাত্রাবৃত্ত

8. ভাষা: সন্ধ্যা ভাষা/আলো আঁধারি ভাষা/সান্ধ্য ভাষা ড. শহীদুল্লাহর মতে বঙ্গকামরূপী

9. মূল বিষয়: বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্বকথা। ড. শহীদুল্লাহর মতে বঙ্গকামরূপী

10. রচনাকাল: ৭ম-দ্বাদশ শতাব্দী

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে: ৬৫০-১২০০ ড. সুনীতিকুমারের মতে: ৯৫০-১২০০ মোট কবি: ২৩ জন মতান্তরে ২৪ জন।

11. মোট কবিতা: ৫১টি (শহীদুল্লাহ:৫০টি) কিন্তু পাওয়া গেছে সাড়ে ৪৬টি।

12. আদি কবি: লুইপা – ( মত: হরপ্রসাদ শাস্ত্রী ) (শবরপা – মত: শহীদুল্লাহ)

13. বাঙালি কবি- লুইপা, শবরপা, ভুসুকুপা নিজেকে বাঙালি বলেছেন।

14. আধুনিকতম কবি- ভুসুকুপা।

15. সবচেয়ে বেশি পদবর্তা- কাহ্নপা (১৩টি)

16. একমাত্র নারী কবি/মহিলাকবি- কুক্কুরি পা (২৯ নং পদ)

17. চর্যাপদের টীকাকার: মুনিদত্ত

18. যে সব পদ পাওয়া যায়নি: ২৪,২৫,৪৮ নং পদ

19. খন্ডিত পদ পাওয়া গেছে: ২৩ নং পদের অর্ধেক

20. চর্যার পদকর্তাদের বলা হয়: মহাসিদ্ধ

21. যে কবির কোন পদ পাওয়া যায়নি -লাড়িডোম্বীপা

22. চর্যার কবিদের উপাধি- পা বা পাদ

23. কবিদের ধর্ম: বৌদ্ধ

24. কবিদের বলা হতো: বৌদ্ধ সহজিয়া

25. চর্যাগদের আদিনাম চর্যাচর্য্য বিনিশ্চয় এর অর্থ- কোনটি আচরনীয় কোনটি নয়।

26. চর্যাপদের সাথে বাকী আরও যে ৩টি সাহিত্য পাওয়া যায়-

১. ডাকার্ণব

২. সরহপাদের দোহা

৩. কৃষ্ণপাদের দোহা

27. ১৯১৬ সালে চর্যাপদের প্রকাশিত নাম- “হাজার বছরের পুরাণ বাঙলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা”।

28. চর্যাপদের কাল নির্ণয় করেন -মুহম্মদ শহিদুল্লাহ।

29. চর্যাপদে প্রবাদবাক্য পাওয়া যায় ৬টি।

30. চর্যাপদের তিব্রতি ভাষায় অনুবাদক = কীর্তিচন্দ্র (১৯৩৮) এবং এটি আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচী।

31. সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন-সৈয়দ মোহাম্মদ শাহেদ।

32. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমান করেন – ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার OBDL বইয়ে।

33. OBDL = Origin and Development of the Bengali Language. (১৯২৬)

34. পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়।

35. ভুসুকুপার অন্যনাম- শান্তিদেব

লেখা:শ্রীযুক্ত পল্লব গোস্বামী
M.A (Bengali), M.A (Social work), D.el.ed, B.ed  সাহিত্যিক ও প্রধান শিক্ষক: রেনেসাঁ বিদ্যাপীঠ, মানবাজার, পুরুলিয়া।  DISE CODE: 19140000657  Pin code: 72313

BengaliStudy.in ওয়েবসাইটের কোনো অংশ কপি করে ব্যবসায়িক উদ্দেশ্য বা প্রাইভেট টিউশনের জন্য ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ এবং নৈতিকভাবে ভুল। এডমিনের অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কন্টেন্ট বা টপিক অন্য কোনো ওয়েবসাইটে ব্যবহার, করা যাবে না। এই শর্ত লঙ্ঘন করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস – পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য

একাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য এক গুরুত্বপূর্ণ বিষয়। এই অধ্যায়ে ছাত্রছাত্রীদের বহুবিকল্পভিত্তিক (MCQ), সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর সম্পর্কে ভালোভাবে জানতে হবে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

MCQ প্রশ্ন ও উত্তর: পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য

পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বহুবিকল্পভিত্তিক (MCQ) প্রশ্নের উত্তর জানতে ছাত্রছাত্রীদের জন্য এই অংশটি অপরিহার্য। MCQ প্রশ্নগুলি দ্রুত এবং সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: একাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস

একাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরগুলি পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলি দ্রুত উত্তর দিতে ছাত্রছাত্রীদের সহায়ক হবে। Class 11 শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস Question and Answer Suggestion

West Bengal Class 11 XI Question and Answer

পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য থেকে রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ছাত্রছাত্রীদের গভীরতর জ্ঞান অর্জনে সহায়ক। এই প্রশ্নের উত্তর লিখতে বিষয়বস্তুকে বিশদে বিশ্লেষণ করতে হয়।

WBCHSE Class 11 শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস Suggestion

একাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন ধরনের সাজেশন প্রয়োজন। এই সাজেশনগুলি ভালোভাবে অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।

একাদশ শ্রেণীর পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য প্রশ্ন ও উত্তর

পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য থেকে একাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস প্রশ্ন ও উত্তরগুলি ভালোভাবে পড়লে পরীক্ষায় সফল হওয়া সহজ হয়। ছাত্রছাত্রীদের এই অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তরগুলি প্রস্তুত করতে হবে। WBCHSE Class 11 শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস Question and Answer

Class 11 শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস Suggestion

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের প্রশ্ন ও উত্তরগুলি ভালোভাবে অধ্যয়ন করলে ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে।

একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস প্রথম সেমিস্টার প্রশ্ন ও উত্তর: সঠিক প্রস্তুতি

পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নিতে ছাত্রছাত্রীদের সব ধরনের প্রশ্ন ও উত্তর ভালোভাবে পড়তে হবে। এতে তাদের পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সম্ভব। WB Class 11 শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস Question and Answer

WBCHSE Class 11 প্রথম সেমিস্টার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস first semester MCQ প্রশ্ন ও উত্তর

পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর শিক্ষা সংসদের (WBCHSE) পাঠ্যক্রম অনুযায়ী পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য থেকে MCQ প্রশ্ন ও উত্তর। Class 11 শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস question and answer notes wbchse

WBCHSE Class 11 শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (SAQ)

WBCHSE পাঠ্যক্রম অনুযায়ী পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর যা শিক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়ক হবে। Class 11 শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস question and answer notes

WBCHSE Class 11 শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বিস্তারিত প্রশ্ন ও উত্তর

WBCHSE পাঠ্যক্রম অনুযায়ী পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য থেকে বিস্তারিত প্রশ্ন ও উত্তর যা শিক্ষার্থীদের পরীক্ষার জন্য উপযুক্ত প্রস্তুতি দেবে। Class 11 শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস question paper west bengal board

Class 11 শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস Question and Answer Suggestion: পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য

একাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস প্রশ্ন ও উত্তর সহায়ক যা শিক্ষার্থীদের কবিতার বিভিন্ন দিক বুঝতে সাহায্য করবে। Class 11 শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস Important Questions with Answers

Class 11 বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সাজেশন এবং প্রশ্ন ও উত্তর: সফলতার চাবিকাঠি

একাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পর্ব: ১ প্রাচীন বাংলা- সমাজ ও সাহিত্য থেকে সফলতার চাবিকাঠি হচ্ছে ভালোভাবে অধ্যয়ন করা। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর জানতে হবে। Wbchse Class 11 শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস question and answer

এই সকল বিষয় তোমার পরীক্ষার প্রস্তুতিতে এক বিশাল সহায়ক হতে পারে। তুমি যদি এই সমস্ত প্রশ্নোত্তর ভালোভাবে পড়ো, তাহলে পরীক্ষার সময়ে অনেক পরিচিত প্রশ্ন পাবে এবং তোমার প্রস্তুতি হবে আরো শক্তিশালী।

শেষে, আমাদের ওয়েবসাইটে আরও স্টাডি ম্যাটেরিয়ালের জন্য ভিজিট করতে ভুলো না: BengaliStudy.in

অভিনন্দন ও শুভকামনা!


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad