অষ্টম শ্রেণীর বিজ্ঞান :প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ [পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর| WBBSE Class 8th Science [Chapter – V] Question and Answer

Last Updated:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অষ্টম শ্রেণীর বিজ্ঞান : প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ [পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর| WBBSE Class 8th Science [Chapter – V] Question and Answer

প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ [পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর| Class 8 Science [Chapter – V] Question and Answer : প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ প্রশ্ন ও উত্তর| Class 8 Science Question and Answer নিচে দেওয়া হলো। এই  West Bengal WBBSE Class 8th Science Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ [পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর

1. ভোপাল গ্যাস ট্র্যাজেডি হল—

[A] সাধারণ উৎস মহামারি

[B] চক্রাকার মহামারি

[C] অসংক্রামক মহামারি

[D] সংক্রামক মহামারি

উত্তর:-[A] সাধারণ উৎস মহামারি

2. মাছি দ্বারা সংক্রমিত একটি রোগ হল—

[A] ম্যালেরিয়া

[B] কলেরা

[C] এনকেফেলাইটিস

[D] কনোটাও নয়

উত্তর:-[B] কলেরা

3. ম্যালেরিয়া কথাটির অর্থ হল—

[A] দ্রুত সংক্রমণ

[B] খারাপ বায়ু

[C] প্রবাহিত হওয়া

[D] গরম হাওয়া

উত্তর:-[B] খারাপ বায়ু

4. ডায়ারিয়া শব্দের অর্থ হল

[A] প্রবাহিত হওয়া

[B] জেগে ওঠা

[C] যন্ত্রণা হওয়া

[D] থেমে থাকা

উত্তর:-[A] প্রবাহিত হওয়া

5. ডেন্সি রোগের জীবাণু হল—

[A] ফ্ল্যাভিভাইরাস

[B] পাসমোডিয়াম

[C] বেলেমাছি

[D] কনোটাও নয়

উত্তর:-[A] ফ্ল্যাভিভাইরাস

6. বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন, যে বিজ্ঞানী তার নাম

[A] পাস্তুর

[B] জেনার

[C] স্ট্যানলি

[D] আইভানোওস্কি

উত্তর:-[B] জেনার

7. লিম্যানিয়ানামক প্রোটোজোয়ার বাহক হল—

[A] বেলেমাছি

[B] কিউলেক্স মশকী

[C] ইডিস মশকী

[D] অ্যানোফিলিস মশকী

উত্তর:-[A] বেলেমাছি

8. একটি ভাইরাসঘটিত রোগ হল—

[A] কলেরা

[B] ম্যালেরিয়া

[C] ইনফ্লুয়েঞ্জা

[D] যক্ষ্মা

উত্তর:-[C] ইনফ্লুয়েঞ্জা

9. এইডস [AIDS] রোগের জন্য দায়ী ভাইরাস হল—

[A] IVH

[B] IHV

[C] VIH

[D] HIV

উত্তর:-[D] HIV

10. রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে, তাকে বলে—

[A] অটোগ্রাফ

[B] সিসমোগ্রাফ

[C] পেন্টোগ্রাফ

[D] টেলিগ্রাফ

উত্তর:-[C] পেন্টোগ্রাফ

11. রক্তক্ষরণ যে রোগের প্রধান উপসর্গ সেটি হল—

[A] ম্যালেরিয়া

[B] ডেঙ্গি

[C] কলেরা

[D] স্মল পক্স

উত্তর:-[B] ডেঙ্গি

12. জেনপসিল্লা চেঅপিস হল একপ্রকার

[A] মশা

[B] কীট

[C] ছত্রাক

[D] ভাইরাস

উত্তর:-[B] কীট

13. ভাইরাসঘটিত ভয়াবহ শ্বাসরোগ হল—

[A] হেপাটাইটিস

[B] বার্ড ফ্লু

[C] যক্ষ্মা

[D] ডায়ারিয়া

উত্তর:-[B] বার্ড ফ্লু

14. ভিন্ন আধানের মেঘ পৃথক পৃথক অঞ্চলে জমা হয় কারণ ভপষ্ঠ ও আকাশের মধ্যে

[A] জলীয় বাষ্প আছে

[B] বায়ু আছে

[C] বিভবপার্থক্য আছে

[D] বলা সম্ভব নয়

উত্তর:-[C] বিভবপার্থক্য আছে

15. যদি কোনো কারণে একটি পরমাণুতে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান না থাকে, তাহলে ওই পরমাণুকে বলে—

[A] আয়ন

[B] মূলক

[C] যৌগ

[D] কনোটাও নয়

উত্তর:-[A] আয়ন

16. প্রোটন কণার আধান হল

[A] ঋণাত্মক

[B] ধনাত্মক

[C] নিস্তড়িৎ

[D] কনোটাও নয়

উত্তর:-[B] ধনাত্মক

17. ইলেকট্রন কণার আধান হল

[A] ঋণাত্মক

[B] ধনাত্মক

[C] নিস্তড়িৎ

[D] কনোটাও নয়

উত্তর:-[A] ঋণাত্মক

18. দমদম জ্বর নামে পরিচিত রোগটি হল—

[A] ইনফ্লুয়েঞ্জা

[B] ম্যালেরিয়া

[C] কালাজ্বর

[D] টাইফয়েড

উত্তর:-[C] কালাজ্বর

19. ডেন্সি রোগের জীবাণু হল—

[A] ফ্ল্যাভিভাইরাস

[B] পাসমোডিয়াম

[C] বেলেমাছি

[D] কনোটাও নয়

উত্তর:-[A] ফ্ল্যাভিভাইরাস

20. ‘হোয়াইট ডেথ’ হল—

[A] প্লেগ

[B] স্মল পক্স

[C] যক্ষ্মা

[D] ম্যালেরিয়া

উত্তর:-[C] যক্ষ্মা

21. ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী, সেটি হল

[A] অ্যানোফিলিস মশা

[B] কিউলেক্স মশা

[C] ইডিস মশা

[D] মাছি মশা

উত্তর:-[C] ইডিস মশা

22. ইডিস মশাবাহিত রোগ হল—

[A] ম্যালেরিয়া

[B] ফাইলেরিয়া

[C] এনকেফেলাইটিস

[D] ডেঙ্গি

উত্তর:-[D] ডেঙ্গি

23. SARS হল –

[A] ব্যাকটেরিয়াঘটিত

[B] ভাইরাসঘটিত

[C] ছত্রাকঘটিত

[D] প্রোটোজোয়াঘটিত

উত্তর:-[B] ভাইরাসঘটিত

24. এইডস [AIDS] রোগের জন্য দায়ী ভাইরাস হল—

[A] IVH

[B] IHV

[C] VIH

[D] HIV

উত্তর:-[D] HIV

25. ম্যালেরিয়া কথাটির অর্থ হল—

[A] দ্রুত সংক্রমণ

[B] খারাপ বায়ু

[C] প্রবাহিত হওয়া

[D] গরম হাওয়া

উত্তর:-[B] খারাপ বায়ু

26. রেড প্লেগ বলা হয়—

[A] কালাজ্বরকে

[B] ডায়ারিয়াকে

[C] স্মল পক্সকে

[D] কলেরাকে

উত্তর:-[C] স্মল পক্সকে

27. যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয়, সেটি হল—

[A] এইডস

[B] ম্যালেরিয়া

[C] হেপাটাইটিস

[D] কলেরা

উত্তর:-[D] কলেরা

28. ইলেকট্রন কণার আধান হল

[A] ঋণাত্মক

[B] ধনাত্মক

[C] নিস্তড়িৎ

[D] কনোটাও নয়

উত্তর:-[A] ঋণাত্মক

29. ‘হোয়াইট ডেথ’ হল—

[A] প্লেগ

[B] স্মল পক্স

[C] যক্ষ্মা

[D] ম্যালেরিয়া

উত্তর:-[C] যক্ষ্মা

30. প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন—

[A] ভালডেমার হাভকিন

[B] এডওয়ার্ড জেনার

[C] লুই পাস্তুর

[D] উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

উত্তর:-[A] ভালডেমার হাভকিন

31. রেড প্লেগ বলা হয়—

[A] কালাজ্বরকে

[B] ডায়ারিয়াকে

[C] স্মল পক্সকে

[D] কলেরাকে

উত্তর:-[C] স্মল পক্সকে

32. DOTS পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটি হল—

[A] কালাজ্বর

[B] স্মল পক্স

[C] হেপাটাইটিস

[D] যক্ষ্মা

উত্তর:-[D] যক্ষ্মা

33. যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয়, সেটি হল—

[A] এইডস

[B] ম্যালেরিয়া

[C] হেপাটাইটিস

[D] কলেরা

উত্তর:-[D] কলেরা

34. একটি ব্যাকটেরিয়াঘটিত রোগের নাম হল—

[A] ইনফ্লুয়েঞ্জা

[B] আমাশয়

[C] ম্যালেরিয়া

[D] যক্ষ্মা

উত্তর:-[D] যক্ষ্মা

35. প্রোটন কণার আধান হল

[A] ঋণাত্মক

[B] ধনাত্মক

[C] নিস্তড়িৎ

[D] কনোটাও নয়

উত্তর:-[B] ধনাত্মক

36. বজ্রপাত বেশি হয়

[A] বর্ষাকালে

[B] বসন্তকালে

[C] শীতকালে

[D] গ্রীষ্মকালে

উত্তর:-[D] গ্রীষ্মকালে

37. রক্তের মাধ্যমে সঞ্চারিত হয়

[A] ডায়ারিয়া

[B] হেপাটাইটিস

[C] যক্ষ্মা

[D] কনোটাও নয়

উত্তর:-[B] হেপাটাইটিস

38. ইলেকট্রন কণার আধান হল

[A] ঋণাত্মক

[B] ধনাত্মক

[C] নিস্ত

[D] কনোটাও নয়

উত্তর:-[A] ঋণাত্মক

39. বজ্রপাত বেশি হয়

[A] বর্ষাকালে

[B] বসন্তকালে

[C] শীতকালে

[D] গ্রীষ্মকালে

উত্তর:-[D] গ্রীষ্মকালে

অতি সংক্ষিপ্ত প্রশ্ন: প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ [পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর সাজেশন প্রশ্ন ও উত্তর Class 8 Science [Chapter- V]Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Science Question and Answer Suggestion

1. বজ্রবিদ্যুতে ভরা ঝড়ের মেঘ কাকে বলে

উত্তর:- যে মেঘ থেকে বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হয় তাকে বজ্রবিদ্যুতে  ভরা ঝড়ের মেঘ বলে।

2. মেঘের জলকণাগুলি তড়িৎগ্রস্ত হয় কী ভাবে?

উত্তর:- বায়ুতে উপস্থিত বিভিন্ন ধরনের আহিত কণা জলকণার  গায়ে জমে মেঘের জলকণাগুলিকে তড়িগ্রস্ত করে।

3. প্রোটনের চার্জকে কী বলে?

উত্তর:- ধনাত্মক আধান।

4. কোনো পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান না হলে  তাকে কী বলে?

উত্তর:- আয়ন।

5. কোনো কণাতে প্রোটন সংখ্যার চেয়ে ইলেকট্রন সংখ্যা বেশি হলে তাকে কী বলে?

উত্তর:- ঋণাত্মক আয়ন।

6. কোনো কণাতে ইলেকট্রন সংখ্যার চেয়ে প্রোটন সংখ্যা বেশি  হলে তাকে কী বলে?

উত্তর:- ধনাত্মক আয়ন।

7কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কী গঠিত হয়?

উত্তর:- ধনাত্মক আয়ন।

8. মহামারি কাকে বলে?

উত্তর:- যেসব রোগ সহজেই সংক্রামিত হয় এবং একসঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়ে থাকে, যার ফলে একসঙ্গে বহু মানুষ মারা যায়, তাকেই মহামারি বলে।

9. সংক্রামক মহামারি কী?

উত্তর:- যেসব মহামারি বিভিন্ন প্রাণীবাহকের মাধ্যমে এক মানুষ থেকে অপর মানুষে খুব দ্রুত ছড়িয়ে পড়ে যার ফলে দলে দলে বহু মানুষ মারা যায়, তাকেই সংক্রামক মহামারি বলে। যেমন—ম্যালেরিয়া, ডেঙ্গু, প্লেগ ইত্যাদি।

10. ডেঙ্গু রোগের তিনটি লক্ষণ উল্লেখ করো।

উত্তর:- [i] জ্বরের সঙ্গে গাঁটে গাঁটে তীব্র ব্যথা। [ii] অনেক সময় তীব্র পেটে ব্যথা, মিউকাস পর্দা থেকে রক্তক্ষরণ। [iii] অণুচক্রিকার মাত্রা হ্রাস পাওয়া।

11. তড়িদাহিত হওয়া বলতে কী বোঝো?

উত্তর:- কোনো বস্তুতে ধনাত্মক তড়িদাধান বা ঋণাত্মক তড়িদাধান সঞ্জিত হলে বলা হয় বস্তুটি তড়িদাহিত হয়েছে। কোনো বস্তুতে ঋণাত্মক তড়িৎ আধান সঞ্চিত হলে বলা হয় বস্তুটি ঋণাত্মক তড়িৎদ্বারা আহিত হয়েছে। আবার কোনো বস্তুতে ধনাত্মক তড়িৎ সঞ্জিত হলে বলা হয় বস্তুটি ধনাত্মক তড়িৎ দ্বারা আহিত হয়েছে।

12তড়িদাবেশ কাকে বলে?

উত্তর:- একটি নিস্তড়িৎ বস্তুর কাছে একটি তড়িৎগ্রস্ত বস্তু আনলে নিস্তড়িৎ বস্তুর নিকটতম প্রান্তে বিপরীত জাতীয় তড়িদাধান এবং দূরতম প্রান্তে সমজাতীয় তড়িদাধান সৃষ্টি হয়। এই ঘটনাকে তড়িদাবেশ বলে।

13তড়িৎক্ষরণ কাকে বলে?

উত্তর:- তড়িৎ দ্বারা আহিত কোনো বস্তু থেকে তড়িদাধান বাইরে বেরিয়ে যাওয়াকে অথবা বাইরে থেকে বিপরীত তড়িদাধান বস্তুটিতে যুক্ত হওয়ার ঘটনাকে তড়িৎক্ষরণ বলে।

14তড়িৎপ্রবাহ বলতে কী বোঝো?

উত্তর:- বাহ্যিক কোনো বল প্রয়োগ করে তড়িৎবাহী কণাগুলিকে [ইলেকট্রন বা আয়ন] পরিবাহীর একটি নির্দিষ্ট দিকে চালনা করাকে বলা হয় তড়িৎপ্রবাহ।

15তড়িৎকোশের তড়িৎ বিভবপ্রভেদ কাকে বলে?

উত্তর:- কোনো তড়িৎকোশের দুই মেরুর বিভবের পার্থক্যকে ওই তড়িৎকোশের তড়িৎবিভব পার্থক্য বলে।

16. গুটি বসন্ত রোগের বিস্তার কীভাবে ঘটে?

উত্তর : [i] রোগীর ব্যবহৃত জিনিস থেকে, হাঁচি ও কাশির মাধ্যমে।[ii] রোগীর মলমূত্র এবং শুকনো গুটি থেকে বায়ুর মাধ্যমে এই রোগেরসংক্রমণ ঘটে।

17. ডায়ারিয়া রোগটি কীভাবে দমন করা হয়?

উত্তর:- [i] রোগীকে বারবার ORS বা লবণ-চিনির জল পান করানো।b[ii] চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করানো। [iii] পয়ঃপ্রণালীর উন্নতি সাধন করা।

18. যক্ষ্মা রোগের দুটি লক্ষণ উল্লেখ করো।

উত্তর:- [i] বিশেষ করে রাত্রিবেলায় ঘুসঘুসে জ্বর হওয়া। [ii] ঘাম হওয়া, খুসখুসে কাশি ও ওজন হ্রাস পাওয়া।

19. তড়িৎস্ফুলিঙ্গ কী?

উত্তর:- বিপরীত জাতীয় তড়িৎ [ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎ] পরস্পর স্পর্শ করিয়েই দ্রুত ছাড়িয়ে নিলে যে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়, তাকে তড়িৎ স্ফুলিঙ্গ বলে।

20. ছুরি, কাঁচি শান দেওয়ার সময় যে অগ্নি স্ফুলিঙ্গ দেখা যায় তা তড়িৎ স্ফুলিঙ্গ নয় কেন?

উত্তর:- ছুরি কাঁচি শান দেওয়ার সময় ছুরি ও কাঁচির সঙ্গে ঘুরন্ত ধাতব চাকতির ঘর্ষণে এই অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয়। এটি তড়িৎস্ফুলিঙ্গ নয়। কারণ তড়িৎ থেকে উৎপন্ন আগুনের ফুলকিই হল তড়িৎস্ফুলিঙ্গ।

21. আয়ন কাকে বলে?

উত্তর:- তড়িদাধান যুক্ত পরমাণু বা মূলককে আয়ন বলে।

22. বায়ুতে ভাসমান ধূলিকণা বা জলকণা কীভাবে তড়িগ্রস্ত হয় ?

উত্তর:কোনো পরমাণু থেকে বেরিয়ে যাওয়া ইলেকট্রন বা বাতাসে ভেসে থাকা ধনাত্মক বা ঋণাত্মক আয়ন, বাতাসে ভেসে থাকা ধূলিকণা বা জলকণার সঙ্গে যুক্ত হলে বাতাসের ধূলিকণা ও জলকণা তড়িৎগ্রস্ত হয়।

23. হাইপারটেনশনের কারণগুলি উল্লেখ করো।

উত্তর : [i] স্থূলতা। [ii] অতিরিক্ত হারে ধূমপান, মদ্যপান। [iii] ওজনের বৃদ্ধি। [iv] ঘুম না হওয়া। [v] দুশ্চিন্তা, রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি, স্ট্রেস ইত্যাদি কারণে হাইপারটেনশন হয়।

24. বজ্র নিরোধক কী? কী উদ্দেশ্য এটি ব্যবহৃত হয়?

উত্তর:- তড়িদাহিত মেঘ ও পৃথিবীর মধ্যে তড়িৎমোক্ষণ হলে তীব্র তড়িৎ প্রবাহ হয়ে থাকে, সেইসঙ্গে প্রচণ্ড শব্দ হয়। একে বজ্রপাত বলে। এই তড়িৎপ্রবাহ কম বাধার পথে চলতে চেষ্টা করে। এই কারণে উঁচু বাড়ি ও গাছের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। তড়িৎপ্রবাহের ফলে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। ওই তাপে গাছ পুড়ে যায়, বাড়ির জলীয় পদার্থ বাষ্পে পরিণত হয়ে উচ্চচাপের সৃষ্টি করে ও বাড়িতে ফাটল দেখা যায়। বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে থাকা বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করার জন্য যে ব্যবস্থা অবলম্বন করা হয় তাকে বজ্র নিরোধক বলে।বাড়ির সবচেয়ে উঁচু স্থানে একটা ধাতুর দণ্ড শক্তভাবে আটকানো হয়।দণ্ডটির উপরের দিকে খুব সরু কয়েকটি ছোটো ছোটো ধাতব শলাকা থাকে। মাটির মধ্যে 5-6 ফুট নীচে একটা চওড়া ধাতব পাত পুঁতে রাখা হয়। এবার একটি সুপরিবাহী মোটা তার দিয়ে দণ্ডটি এবং পাতটি যুক্ত করা হয়। এই ব্যবস্থাটি বাড়িকে বজ্রপাতের থেকে বাঁচায়।বজ্রপাতের ফলে যে প্রবল তড়িৎপ্রবাহ হয় তা ওই তারের মধ্য দিয়ে মাটিতে চলে যায়। বাড়িটিতে বজ্রপাত হলেও বাড়িটির কোনো ক্ষতি হয় না।

25. প্লেগ রোগের সংক্রমণটি উল্লেখ করো।

উত্তর:- প্লেগ রোগের জীবাণু র‍্যাট ফ্লীর মধ্যে থাকে। এরা প্লেগ আক্রান্ত ইঁদুরের রক্ত পান করার সময় প্লেগ রোগের জীবাণু মাছির পৌষ্টিক নালিতে প্রবেশ করে এবং খাদ্য চলাচলের স্থান আবদ্ধ করে দেয়। এই মাছি তখন খুব ক্ষুধার্ত হয়ে ওঠে ফলে ইঁদুর থেকে ইঁদুরে বিস্তার করে। ফলে ইঁদুর প্লেগ আক্রান্ত হয়ে মারা যায়। প্লেগ আক্রান্ত ইঁদুর মানুষকে কামড়ালে তারাও প্লেগ রোগে আক্রান্ত হয়। র‍্যাট ফ্লী মাছি কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তিও প্লেগ রোগে আক্রান্ত হয়।

26. ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি লেখো।

উত্তর:- [i] শীতবোধ ও ঝুঁপুনি দেওয়া। [ii] প্রবল জ্বর হওয়া। [iii] প্রচণ্ড মাথা, হাত-পা ও কোমরে ব্যথা। [iv] অত্যন্ত দুর্বলতা, বমি, ডায়ারিয়া ইত্যাদির লক্ষণ প্রকাশ পায়।

27ডায়াবেটিস রোগের লক্ষণগুলি উল্লেখ করো।

উত্তর:- [i] রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। [ii] প্রবল জল তেষ্টা ও খিদে বেড়ে যায়। [iii] দেহের কোথাও কেটে-ছড়ে গেলে, তা সারতে দেরি হয়। [iv] ঘনঘন মূত্রত্যাগ, দেহের ওজন হ্রাস পায়। [v] রক্তে শর্করার মাত্রা 100 cc -তে 180 mg হলে মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয়।

28. হেপাটাইটিস কত প্রকারের হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  হেপাটাইটিস প্রধানত পাঁচ প্রকারের হয়, যথা—A, B, C, D এবং E।

29. ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত কত হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত ভূপৃষ্ঠ থেকে 12-13 কিলোমিটার।

30. ম্যালেরিয়া রোগে দীর্ঘদিন ভুগলে রোগীর যকৃৎ ও প্লিহার আকার বড়ো হয়ে যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:-  সত্য

31. কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম ভিব্রিও কলেরি [Vibrio cholerae]

32. বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিগণিত প্রথম তিনটি মহামারির নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিগণিত প্রথম তিনটি মহামারির নাম হল— প্লেগ, কলেরা এবং পীতজ্বর।

33. ম্যালেরিয়ার বাহক প্রাণীর নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  ম্যালেরিয়ার বাহক প্রাণীর নাম স্ত্রী অ্যানোফিলিস মশা।

34. একটি তড়িৎকোশের গায়ে 1.5 V লেখা আছে। এর অর্থ কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  এর অর্থ হল কোশের দু-প্রান্তের মধ্যে 1.5 V বিভব পার্থক্য রয়েছে।

35. কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে সেটি ______ আয়নে পরিণত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:-  ধনাত্মক

36. HIV লালারসের মাধ্যমেও সংক্রমিত হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:-  সত্য

37. প্রকৃতির কোন্ ব্যবস্থা উর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভবপার্থক্য বজায় রাখে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  বজ্রপাতই প্রকৃতির সেই ব্যবস্থা যা উর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভবপার্থক্য বজায় রাখে।

38. ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত কত হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত ভূপৃষ্ঠ থেকে 12-13 কিলোমিটার।

39. জলীয় বাষ্পযুক্ত বায়ু তড়িৎ পরিবাহী। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:-  সত্য

40. কলেরা রোগের ক্ষেত্রে কাঁপুনি দিয়ে জ্বর আসে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:-  মিথ্যা

4114.আগে ইনফ্লুয়েঞ্জা কত বছর অন্তর মহামারিরূপে ফিরে আসত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  আগে ইনফ্লুয়েঞ্জা 7-10 বছর অন্তর মহামারি রূপে ফিরে আসত।

42. ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম ও প্রকৃতি লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স [Plas modium vivax] বা প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম [Plasmodium falciparum]। এটি একধরনের প্রোটোজোয়া।

43. রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে পেন্টোগ্রাফ বলে।

44. কলেরা রোগের বাহক হল ______। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:-  মাছি

45. প্রকৃতির কোন্ ব্যবস্থা উর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভবপার্থক্য বজায় রাখে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  বজ্রপাতই প্রকৃতির সেই ব্যবস্থা যা উর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভবপার্থক্য বজায় রাখে।

46. প্লেগ একটি ব্যাকটেরিয়াঘটিত রোগ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:-  সত্য

47. মেঘে মেঘে ঘর্ষণে স্থিরতড়িৎ উৎপন্ন হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:-  মিথ্যা

4821.কলেরা রোগের ক্ষেত্রে কাঁপুনি দিয়ে জ্বর আসে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:-  মিথ্যা

49. DOTS পদ্ধতিতে কোন্ রোগের চিকিৎসা করা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  DOTS পদ্ধতিতে যক্ষ্মা রোগের চিকিৎসা করা হয়।

50. বজ্রপাত বলতে কী বোঝ? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  বজ্রপাত হল প্রকৃতির সেই ব্যবস্থা যা উর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যের বিভবপার্থক্য বজায় রাখে। মেঘ ও মাটির বিভবপার্থক্য খুবই বেশি হলে অত্যন্ত বড়ো স্ফুলিঙ্গের আকারে ঋণাত্মক তড়িদাধান মেঘ থেকে মাটিতে চলে আসে এবং বজ্রপাত ঘটে।

51. কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম ভিব্রিও কলেরি [Vibrio cholerae]

52. সোয়াইন ফ্লু একপ্রকার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসঘটিত রোগ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:-  সত্য

53. পরমাণুর প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যার চেয়ে বেশি হলে সেটি হবে ______আধান। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:-  ধনাত্মক

54. AIDS-এর পুরো নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  AIDS-এর পুরো নাম হল Acquired Immunodeficiency Syn drome

55. ম্যালেরিয়া রোগের বাহক হল ______। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:-  স্ত্রী অ্যানোফিলিস ব্রম্মচারী মশা

56. বজ্রপাতের সময় কোন্ প্রকার স্থান একেবারেই নিরাপদ নয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  বজ্রপাতের সময় খোলা জায়গা একেবারেই নিরাপদ নয়।

57. যা বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যের বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে, তাকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:-  যা বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যের বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে তাকে বজ্র নিরোধক বলে।

58. ওপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভবপার্থক্য কত?

উত্তর:- প্রায় চার লক্ষ ভোল্ট।

59. উপরের আকাশ ও ভূপৃষ্ঠের বিভবপার্থক্যের তড়িতের উৎস কী?

উত্তর:- বজ্রপাত।

60হেপাটাইটিস কয়প্রকার ও কী কী?

উত্তর:- হেপাটাইটিস A, B, C, D এবং E অর্থাৎ পাঁচ রকমের হয়।

61ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর নাম কী?

উত্তর:- রাইবোভাইরাস।

62ডায়াবেটিস কী?

উত্তর:- এটি এক বিশেষ হরমোনের অভাবজনিত একধরনের  বিপাকীয় রোগ

63বজ্রপাতের ফলে ওপরের আকাশ কোন্ তড়িতে আহিত হয় ?

উত্তর:- ধনাত্মক তড়িতে আহিত হয়।

64রোজ পৃথিবী জুড়ে কত ঝড়বৃষ্টি হয়?

উত্তর:- প্রায় চল্লিশ হাজার ঝড়বৃষ্টি হয়।

65. বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠ কোন্ তড়িতে আহিত হয়

উত্তর:- ধনাত্মক তড়িতে আহিত হয়।

66. কোনো পরমাণুতে ইলেকট্রন যুক্ত হলে কী গঠিত হয়?

উত্তর:- ঋণাত্মক আয়ন।

67কোনো তড়িৎকোশের দুই মেরুর বিভবের পার্থক্যকে কী বলে?

উত্তর:- বিভবপ্রভেদ বা বিভবপার্থক্য বলে।

68কোন্ সময় খুব বেশি বজ্রপাত হয় ?

উত্তর:- কালবৈশাখীর ঝড়ে।

69অন্ধকার ঘরে নাইলনের মশারি উলের সোয়েটার দিয়ে ঘষলে যে  আগুনের ফুলকি দেখা যায়, সেটি আসলে কী?

উত্তর : বিদ্যুৎস্ফুলিঙ্গ।

70বজ্র আসলে কী?

উত্তর:- বজ্র একরকম বড়ো ধরনের তড়িৎস্ফুলিঙ্গ।

71ইলেকট্রনের চার্জকে কী বলে?

উত্তর:- ঋণাত্মক আধান।

72মেঘের নীচের দিকে কোন্ আধান থাকে?

উত্তর:- ঋণাত্মক আধান।

73. তড়িৎ বিভবপার্থক্যের একক কী?

উত্তর:- ভোল্ট।

74. বসন্ত রোগের টিকা কে, কবে আবিষ্কার করেন?

উত্তর:- ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে  বসন্তের টিকা আবিষ্কার করেন।

75. কালাজ্বর রোগের জীবাণুর নাম কী ?

উত্তর:- লিস্‌মেনিয়া ডোনোভ্যানি।

76. যক্ষ্মা রোগের জীবাণুর নাম কী ?

উত্তর:- মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

WBBSE Class 8th Science  Suggestion | অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ [পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ [পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Science Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ [পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর প্রশ্ন উত্তর | প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ [পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর । Class 8 Science  Question and Answer Suggestion.

WBBSE Class 8 Science  Suggestion অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ [পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর । প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ [পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | Class 8 Science  Suggestion অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ [পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর।


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad