অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer । যা তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer

অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography MCQ Question and Answer |

1. সাদা রঙের প্ল্যাজিওক্লেজ ফেল্ডসপারের মূল উপাদান হল—

[A] পটাশিয়াম

[B] সোডিয়াম

[C] ম্যাগনেশিয়াম

[D] কনোটাও নয়

উত্তর:- [B] সোডিয়াম

2. সেরামিক শিল্পে ব্যবহৃত হয়—

[A] অভ্র

[B] সোনা

[C] ফেল্ডসপার

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ফেল্ডসপার

3. মোহ স্কেল অনুযায়ী হিরের কাঠিন্যের মান—

[A] 10

[B] 9

[C] 8

[D] কনোটাও নয়

উত্তর:- [A] 10

4. ডোলেরাইট হল একটি

[A] রূপান্তরিত শিলা

[B] পাললিক শিলা

[C] আগ্নেয় শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [C] আগ্নেয় শিলা

5. ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে প্রাথমিকভাবে তৈরি হয়—

[A] কয়লা

[B] খনিজ তেল

[C] প্রাকৃতিক গ্যাস

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কয়লা

6. ডোলেরাইট হল একটি

[A] রূপান্তরিত শিলা

[B] পাললিক শিলা

[C] আগ্নেয় শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [C] আগ্নেয় শিলা

7. তাজমহল নির্মিত হয়েছে—

[A] বেলেপাথরে

[B] চুনাপাথরে

[C] মারবেলে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] মারবেলে

8. বেলেপাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি পাথর হল—

[A] কোয়ার্টজাইট

[B] মারবেল

[C] স্লেট

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কোয়ার্টজাইট

9. ‘নিস’ হল একটি—

[A] আগ্নেয় শিলা

[B] পাললিক শিলা

[C] রূপান্তরিত শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [C] রূপান্তরিত শিলা

10. ব্যাসল্ট শিলার রূপান্তরিত রূপ হল—

[A] অ্যাম্ফিবোলাইট

[B] ফিলাইট

[C] হর্নব্লেন্ড

[D] কনোটাও নয়

উত্তর:- [A] অ্যাম্ফিবোলাইট

11. একপ্রকার বালুকাময় পাললিক শিলার উদাহরণ হল—

[A] চুনাপাথর

[B] বেলেপাথর

[C] কাদাপাথর

[D] কনোটাও নয়

উত্তর:- [B] বেলেপাথর

12. ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে প্রাথমিকভাবে তৈরি হয়—

[A] কয়লা

[B] খনিজ তেল

[C] প্রাকৃতিক গ্যাস

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কয়লা

13. শিলার মধ্যেকার শূন্যস্থান ও শিলার মোট আয়তনের অনুপাত হল—

[A] সচ্ছিদ্রতা

[B] প্রবেশ্যতা

[C] দারণ

[D] কনোটাও নয়

উত্তর:- [A] সচ্ছিদ্রতা

14. চুনাপাথর একপ্রকার—

[A] সংঘাত শিলা

[B] অসংঘাত শিলা

[C] কর্দময় শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [B] অসংঘাত শিলা

15. আঞ্চলিক বা ব্যাপক রূপান্তরের ফলে গঠিত শিলাটি হল—

[A] ফিলাইট

[B] স্লেট

[C] সিস্ট

[D] কনোটাও নয়

উত্তর:- [B] স্লেট

16. জীবাশ্ম দেখা যায়—

[A] আগ্নেয় শিলায়

[B] পাললিক শিলায়

[C] রূপান্তরিত শিলায়

[D] কনোটাও নয়

উত্তর:- [B] পাললিক শিলায়

17. যে শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপগুলি সাধারণত গোলাকার হয়. সেটি হল—

[A] গ্রানাইট

[B] ব্যাসল্ট

[C] কংগ্লোমারেট

[D] কনোটাও নয়

উত্তর:- [A] গ্রানাইট

18. ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে প্রাথমিকভাবে তৈরি হয়—

[A] কয়লা

[B] খনিজ তেল

[C] প্রাকৃতিক গ্যাস

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কয়লা

19. বেলেপাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি পাথর হল—

[A] কোয়ার্টজাইট

[B] মারবেল

[C] স্লেট

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কোয়ার্টজাইট

20. চক হল একপ্রকার—

[A] নিঃসারী শিলা

[B] পাললিক শিলা

[C] রুপান্তরিত শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [B] পাললিক শিলা

21. ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে প্রাথমিকভাবে তৈরি হয়—

[A] কয়লা

[B] খনিজ তেল

[C] প্রাকৃতিক গ্যাস

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কয়লা

22. গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয় সেটি হল—

[A] নিস

[B] মারবেল

[C] কোয়ার্টজাইট

[D] কনোটাও নয়

উত্তর:- [A] নিস

23. বেলেপাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি পাথর হল—

[A] কোয়ার্টজাইট

[B] মারবেল

[C] স্লেট

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কোয়ার্টজাইট

24. চুনাপাথরের রূপান্তরিত রূপ হল—

[A] কোয়ার্টজাইট

[B] মারবেল

[C] হর্নব্লেন্ড

[D] কনোটাও নয়

উত্তর:- [B] মারবেল

25. খনিজের কাঠিন্য পরিমাপ করা হয় যে স্কেলের সাহায্যে তা হল—

[A] মার্কারি স্কেল

[B] মোহ স্কেল

[C] রিখটার স্কেল

[D] কনোটাও নয়

উত্তর:- [B] মোহ স্কেল

26. জয়সলমেরের সোনার কেল্লা তৈরি হয়েছে—

[A] চুনাপাথর দিয়ে

[B] বেলেপাথর দিয়ে

[C] কাদাপাথর দিয়ে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] বেলেপাথর দিয়ে

27. ‘নিস’ হল একটি—

[A] আগ্নেয় শিলা

[B] পাললিক শিলা

[C] রূপান্তরিত শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [C] রূপান্তরিত শিলা

28. খনিজের কাঠিন্য পরিমাপ করা হয় যে স্কেলের সাহায্যে তা হল—

[A] মার্কারি স্কেল

[B] মোহ স্কেল

[C] রিখটার স্কেল

[D] কনোটাও নয়

উত্তর:- [B] মোহ স্কেল

29. একপ্রকার বালুকাময় পাললিক শিলার উদাহরণ হল—

[A] চুনাপাথর

[B] বেলেপাথর

[C] কাদাপাথর

[D] কনোটাও নয়

উত্তর:- [B] বেলেপাথর

30. চুনাপাথরের রূপান্তরিত রূপ হল—

[A] কোয়ার্টজাইট

[B] মারবেল

[C] হর্নব্লেন্ড

[D] কনোটাও নয়

উত্তর:- [B] মারবেল

31. রেললাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হল—

[A] গ্রানাইট

[B] শেল

[C] ব্যাসল্ট

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ব্যাসল্ট

32. চুনাপাথর একপ্রকার—

[A] সংঘাত শিলা

[B] অসংঘাত শিলা

[C] কর্দময় শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [B] অসংঘাত শিলা

33. ডোলেরাইট হল একটি

[A] রূপান্তরিত শিলা

[B] পাললিক শিলা

[C] আগ্নেয় শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [C] আগ্নেয় শিলা

34. গোলাপি বর্ণের অর্থোক্লেজ ফেল্ডসপারের মূল উপাদান হল—

[A] ক্যালশিয়াম

[B] সোডিয়াম

[C] পটাশিয়াম

[D] কনোটাও নয়

উত্তর:- [C] পটাশিয়াম

35. মোহ স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজটি হল—

[A] কোয়ার্টজ

[B] ফেল্ডসপার

[C] ট্যাঙ্ক

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ট্যাঙ্ক

36. আঞ্চলিক বা ব্যাপক রূপান্তরের ফলে গঠিত শিলাটি হল—

[A] ফিলাইট

[B] স্লেট

[C] সিস্ট

[D] কনোটাও নয়

উত্তর:- [B] স্লেট

37. ফিলাইট কার পরিবর্তিত রূপ?—

[A] স্লেট-এর

[B] ব্যাসল্ট-এর

[C] পিট-এর

[D] কনোটাও নয়

উত্তর:- [A] স্লেট-এর

38. পাতালিক শিলার একটি উদাহরণ হল—

[A] ব্যাসল্ট

[B] ডোলেরাইট

[C] গ্রানাইট

[D] কনোটাও নয়

উত্তর:- [C] গ্রানাইট

অষ্টম শ্রেণীর ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography SAQ Question and Answer |

1.একটি নিঃসারী আগ্নেয় শিলার নাম লেখো ।

উত্তর:- ব্যাসল্ট ।

2.একটি উপপাভানিক শিলার নাম লেখো ।

উত্তর:- ডোলেরাইট ।

3.আগ্নিক শিলায় শতকরা কত ভাগ সিলিকা থাকে ?

উত্তর:- 65 % -এর বেশি সিলিকা থাকে ।

4.নিঃসারী শিলার দানার ব্যাস কত ?

উত্তর:- 1 মিলিমিটারের কম ।

5.ক্ষারকীয় শিলায় ক্ষারকীয় অক্সাইড কত পরিমাণ থাকে ?

উত্তর:- 55 % -এর বেশি ।

6.পাতালিক শিলার দানার ব্যাস কত ?

উত্তর:- 3 মিলিমিটারের বেশি ।

7.কোন পাথরের প্রবেশ্যতা খুব বেশি ?

উত্তর:- বেলেপাথরের প্রবেশ্যতা খুব বেশি ।

8.কোন্ শিলান্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ?

উত্তর:- সচ্ছিদ্র পাললিক শিলাস্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ।

9.একটি লৌহপ্রস্তর জাতীয় পাললিক শিলার নাম লেখো ।

উত্তর:- হেমাটাইট ।

10.শিলা কী ?

উত্তর:- শিলা আসলে এক বা একাধিক খনিজের সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ ।

11.গ্রানাইট শিলা কোন্ কোন্ খনিজ দ্বারা গঠিত ?

উত্তর:- গ্রানাইট শিলা কোয়ার্টজ , ফেল্ডসপার , মাইকা , হর্নব্লেড প্রভৃতি খনিজ দ্বারা গঠিত ।

12.চতুর্থ অধ্যায় চাপবলয় ও বায়ু প্রবাহ প্রশ্ন উত্তর পড়তে ক্লিক করো

 [ চতুর্থ অধ্যায় চাপবলয় ও বায়ু প্রবাহ প্রশ্ন উত্তর ]

13.সমসত্ত্ব ও অসমসত্ত্ব মিশ্রণের একটি পার্থক্য বলো ।

উত্তর:- সমসত্ত্ব মিশ্রণে উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে । অসমসত্ত্ব মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে ।

14.পেট্রোলজি কী ?

উত্তর:- বিজ্ঞানের যে বিশেষ শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে পেট্রোলজি বলা হয় ।

15.মিনরেলজি কী ?

উত্তর:- বিজ্ঞানের যে শাখায় খনিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে মিনরেলজি বলা হয় ।

16.আগ্নেয় শিলার আরেক নাম কী ? কেন ?

উত্তর:- আগ্নেয় শিলার আরেক নাম প্রাথমিক বা আদিশিলা । পৃথিবীতে প্রথম এই শিলার সৃষ্টি হওয়ায় জন্য এই শিলার আরেক নাম প্রাথমিক বা আদিশিলা ।

17.নিঃসারী আগ্নেয় শিলার দানাগুলো সূক্ষ্ম হয় কেন ?

উত্তর:- এই শিলা দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম ।

18.উদ্‌বেধী আগ্নেয় শিলা কয় প্রকার ও কী কী ?

উত্তর:- উদ্‌বেধী আগ্নেয় শিলা দু – রকম । যথা — উপপাতালিক ও পাতালিক শিলা ।

19.কোন্ কোন্ খনিজে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় ?

উত্তর:- কোয়ার্টজ , টোপ্যাজ , ব্যালসাইট , হিরে প্রভৃতি খনিজগুলোতে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় ।

20.একটি মধ্যবর্তী শিলার উদাহরণ দাও । তাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ কত ?

উত্তর:- একটি মধ্যবর্তী শিলা হল অ্যান্ডেসাইট যাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ 45 % -3551

21.পেরিডোটাইট শিলাচ সিলিকার পরিমাণ কত ?

উত্তর:- দেরিডোটাইট শিলায় সিলিকার পরিমাণ 45 % -এর কম ।

22.বিশ্বারলাইট কী ধরনের শিলা ?

উত্তর:- কিষারলাইট একটি অভিক্ষারকীয় শিলা ।

23.ব্যাসল্ট গঠনকারী খনিজ ?

উত্তর:- ব্যাসল্ট গঠনকারী খনিজগুলি হল —– কোয়ার্টজ , ফেসপার , অলিভিন , পাইরঙ্গিন ।

24.শিলার প্রবেশ্যতা বলতে কী বোঝ ?

উত্তর:- শিলার প্রবেশ্যতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায় ।

25.তা কী ?

উত্তর:- সজ্জিতা হল শিলার মধ্যকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত ।

26.পাইরোক্লাস্টিক শিলার একটি উদাহরণ দাও ।

উত্তর:- ভুফ একটি পাইরোফ্লাস্টিক শিনা ।

27.রাসায়নিক উপায়ে গঠিত সালফেট জাতীয় পাললিক শিলার নাম কী ?

উত্তর:- রাসায়নিক উপায়ে গঠিত সালফেট জাতীয় পাললিক শিলা হল রক জিপসাম ।

28.ডায়াটম মাটি কী ?

উত্তর:- জৈবিক উপায়ে গঠিত বালিময় পাললিক শিলা ।

29.একটি কার্বনসম পাললিক শিলার উদাহরণ দাও ।

উত্তর:- বিটুমিনাস কয়লা ।

30.চুনাপাথরের রাসায়নিক নাম কী ?

উত্তর:- ক্যালশিয়াম কার্বনেট ।

31.চুনাপাথর কী কী কাজে লাগে ?

উত্তর:- সিমেন্ট তৈরিতে , লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহৃত হয় ।

32.লালকেল্লা , খাজুরাহোর মন্দির , সোনার কেল্লা কোন্ পাথরে তৈরি ?

উত্তর:- এগুলি বেলেপাথরের তৈরি ।

33.শেল কীভাবে প্লেটে পরিণত হয় ?

উত্তর:- শেল রূপান্তরের মাধ্যমে প্রচণ্ড চাপে স্নেটে রূপান্তরিত হয় ।

34.ফিলাইট কী ?

উত্তর:- ফিলাইট এক ধরনের কাদাপাথর ।

35.পিট কালা কীসে রূপান্তর হয় ?

উত্তর:- পিট কয়লা গ্রাফাইটে রূপান্তর হয় ।

36.ব্ল্যাকবোর্ড লেখার কাজে কোন পাথর ব্যবহৃত হয় ?

উত্তর:- ব্ল্যাকবোর্ড লেখার কাজে রূপান্তরিত শিলা প্লেট পাথর ব্যবহার করা হয় ।

37.রাস্তাঘাট নির্মাণে কোন শিলা ব্যবহার হয় ?

উত্তর:- রাস্তাঘাট নির্মাণে রূপান্তরিড শিলা নিস ব্যবহার করা হয় ।

38.গ্রানাইট শিলা কোথায় দেখা যায় ?

উত্তর:- রাঁচিসহ সমগ্র ছোটোনাগপুর অঞ্চল প্রধানত গ্রানাইট শিলায় গঠিত ।

39.কোন্‌ ভূমিরূপ দাক্ষিণাত্য মালভূমির ডেকানট্র্যাপ – এর অংশ ?

উত্তর:- মহারাষ্ট্রের পঞ্চগণি , মহাবালেশ্বর অঞ্চলে চ্যাপটা মাথা বিশিষ্ট টেবিলের মতো ভূমিরূপই দাক্ষি ভূমি ডেকানট্যাপ – এর অংশ ।

40.কোন্ অঞ্চলে বহুতল বাড়ি , রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় ?

উত্তর:- চুনাপাথর যুক্ত অঞ্চলে বহুতল বাড়ি , রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় ।

41.শিলা গঠনকারী দুটি খনিজের নাম বলো ।

উত্তর:- সিলিকন , অক্সিজেন ।

42.কোয়ার্টজ কোন কাজে ব্যবহৃত হয় ?

উত্তর:- গহনা তৈরি , কাচ ও পাথর কাটতে কোয়ার্টজ ব্যবহৃত হয় ।

43.প্লাজিওক্লেজ ফেসপারের মূল রাসায়নিক উপাদান কী ?

উত্তর:- প্ল্যাজিওক্লেজ ফেন্ডসপারের মুল রাসায়নিক উপাদান সোডিয়াম ।

44.অর্থোক্লেজ ফেল্ডসপারের মূল উপাদান কী ? এটি কী রঙের হয় ?

 উত্তর:- পটাশিয়াম । এটি গোলাপি রঙের হয় ।

45.ফেসপার কী কাজে লাগে ? ‘

 উত্তর:- ফেল্ডসপার সেরামিক শিল্পে ও কাঁচ তৈরিতে ব্যবহার হয় ।

46.একটি নরম খনিজের নাম করো ।

উত্তর:- একটি নরম খনিজ হল জিপসাম ।

47.মোহ স্কেল কী ?

উত্তর:- খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হল মোহ স্কেল । এই স্কেলে 1-10 পর্যন্ত দশটি ভাগ আছে ।

48.মোহস্কল অনুসারে সর্বোচ্চ কাঠিন্যের খনিজ ও সর্বনিম্ন কাঠিন্যের খনিজের নাম লেখো ।

উত্তর:- সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হল হিরে এবং সর্বনিম্ন কাঠিন্যের খনিজের নাম হল ট্যাঙ্ক ।

49.জিপসাম যুক্ত অঞ্চলে ভূমি কেমন হয় ?

উত্তর:- জিপসাম যুক্ত অঞ্চলে ভূমি নরম ও হালকা হলুদ হয় ।

50.অতিরিক্ত খনিজযুক্ত মাটির নাম করো ।

উত্তর:- ল্যাটেরাইট মাটি ও লাল মাটি ।

51.গ্রানাইট শিলা গঠিত মাটির রং লাল কেন ?

উত্তর:- লোহার অক্সাইড বেশি পরিমাণে থাকায় গ্রানাইট শিলা গঠিত মাটির রং লাল ।

52.মাটি সৃষ্টির পূর্বের ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণকে কী বলা হত ?

উত্তর:- রেগোলিথ বলা হয় ।

53.কেলাসের গঠন দেখতে কেমন হয় ?

উত্তর:- কেলাসের গঠন চিনির দানা বা মিছরির টুকরোর মতো দেখতে হয় ।

54.স্ট্যালাগমাইট কাকে বলে ?

উত্তর:- কখনো কখনো গুহার মেঝে থেকে চুনের স্তর ওপরের দিকে উঠে যায় তাকে স্ট্যালাগমাইট বলে ।

55.ব্যান্ডেড নিস কাকে বলে ?

উত্তর:- নিস – এ অনেক সময় বলয়ের আকারে খনিজগুলি একসাথে থাকে তাই এই ধরনের নিসকে ব্যান্ডেড নিস বলে । কাকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয় ?উত্তর:- ছোটোনাগপুর মালভূমিকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয় ।

56.খনিজ কী ?

উত্তর:- শিলার মধ্যে অবস্থিত কেলাসিত , নির্দিষ্ট রাসায়নিক অংশযুক্ত নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হল খনিজ

57.মার্বেলের সংস্পর্শে অ্যাসিড মিশ্রিত জল আনা উচিত হয় কেন ?

উত্তর:- অ্যাসিডে মার্বেল দ্রুত ক্ষয়ে যায় তাই মার্বেলের সংস্পর্শে অ্যাসিড মিশ্রিত জল আনা উচিত নয় ।

58.ল্যাটেরাইট মাটি কীভাবে সৃষ্টি হয় ?

উত্তর:- লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড অতিরিক্ত পরিমাণে থাকলে ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয় ।

59.বাড়ির টালি তৈরিতে কোন পাথর ব্যবহৃত হয় ? কেন ?

উত্তর:- কাদাপাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির । এই শিলা পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির টালি তৈরি করতে এই পাথর প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় ।

ব্ল্যাকবোর্ড তৈরিতে কোয়ার্টজাইট ব্যবহৃত হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

60.স্তরীভুত শিলায় প্রাণী বা উদ্ভিদের যেসব ছাপ পাওয়া যায় তাদের_________ বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জীবাশ্ম।

61.কোয়ার্টজ কাচ ও পাথর কাটতে বেশি ব্যবহৃত হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

62.শিলা হল এক বা একাধিক খনিজের সমসত্ত্ব ও অসমসত্ত্ব মিশ্রণ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

63.একটি উপপাতালিক শিলার উদাহরণ হল _________ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ডোলেরাইট

64.ভূত্বক গঠনের সময় প্রথম যে শিলা গঠিত হয়, সেটিআগ্নেয় শিলা’ নামে পরিচিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

65.লালকেল্লা কোন ধরনের শিলায় গঠিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বেলেপাথর।

66.আগ্নেয় শিলাস্তরে কয়লা ও খনিজ তেল পাওয়া যায়৷ [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

67.প্রধানত_________ শিলা থেকেই অন্য সব শিলার উৎপত্তি হয়েছে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- আগ্নেয়

68.গ্রাফাইট হল একটি শিলা _________। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- রূপান্তরিত

69.পাললিক শিলাস্তরে ধাতব খনিজ বেশি পরিমাণে পাওয়া যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

70.রাজস্থানের জয়সলমেরে অবস্থিত ‘সোনার কেল্লা’ চুনাপাথর দিয়ে তৈরি কারণ শুধু শুষ্ক জলবায়ুতেই চুনাপাথর কেল্লা নির্মাণের পক্ষে উপযুক্ত একটি মজবুত পাথর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

71.বেলেপাথর থেকে কোন্ মাটি তৈরি হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বেলেমাটি।

72._________শিলায় পাইরক্সিন খনিজ থাকে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ব্যাসল্ট

73.কোন্ অঞ্চলকে ভারতের ‘খনিজ ভাণ্ডার’ বলা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ছোটোনাগপুরের মালভূমি অঞ্চলকে।

74.প্রধানত_________ শিলা থেকেই অন্য সব শিলার উৎপত্তি হয়েছে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- আগ্নেয়

75.আগ্নেয় শিলার প্রবেশ্যতা বেশি হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

76.ছাদ ঢালাই-এর কাজে ব্যবহৃত স্টোনচিপ হল আসলে _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ব্যাসল্ট শিলা

ব্যাসল্ট কোন জাতীয় শিলা? [এক কথায় উত্তর দাও]

77.পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা সেটি হল _________ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শিলা

78.প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রুপান্তর একটি নিদিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে এই চক্রাকার আর্বতনকে _________ বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শিলাচ

79.ব্যাসল্ট শিলা থেকে কোন্ মৃত্তিকা তৈরি হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কালোমাটি বা কৃষমৃত্তিকা।

80.পলিলিক শিলার দুটি উদাহরণ দাও। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কাদাপাথর ও বেলেপাথর।

81.ভূত্বক গঠনের সময় প্রথম যে শিলা গঠিত হয়, সেটিআগ্নেয় শিলা’ নামে পরিচিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

82.ব্যাসল্ট শিলায় গঠিত মাটির রং সাধারণত লাল হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

83.বেলেমাটি কৃষিকার্যের পক্ষে খুব উপযোগী। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

84.স্তরীভুত শিলায় প্রাণী বা উদ্ভিদের যেসব ছাপ পাওয়া যায় তাদের_________ বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জীবাশ্ম।

85.প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রুপান্তর একটি নিদিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে এই চক্রাকার আর্বতনকে _________ বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শিলাচ

86.পাতালিক শিলা কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ভুগভের বহু নীচে ভুগভের গলিত পদার্থ যখন অনেক দিন ধরে ধীরে ধীরে শীতল হয়ে জমাট বাঁধে ও শিলায় পরিণত হয়, তখন তাকে পাতালিক শিলা বলে। যেমন—গ্রানাইট।

87.কোন্ শিলা থেকে বেলেমাটি তৈরি হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বেলেপাথর থেকে।

88.উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার ? উত্তর:- উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দু – প্রকার ।

অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস

অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তমপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশপড়ুন

Dear student

“অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

অষ্টম শ্রেণীর Geography Suggestion | West Bengal Class Class 8 (Class 8th) Geography Qustion and Answer Suggestion

” অষ্টম শ্রেণীর ভূগোল –  শিলা (তৃতীয় অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Class 8 | WB Class 8 | অষ্টম শ্রেণীর | Class 8 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam | Class 8 Class 8th | WB Class 8 | Class 8 Pariksha  )

শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(অষ্টম শ্রেণীর Geography Suggestion / West Bengal Class 8 Question and Answer, Suggestion / অষ্টম শ্রেণীর Class 8th Geography Suggestion  / অষ্টম শ্রেণীর Geography Question and Answer  / Class 8 Geography Suggestion  / Class 8 Pariksha Suggestion  / অষ্টম শ্রেণীর Geography Exam Guide  / অষ্টম শ্রেণীর Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / অষ্টম শ্রেণীর Geography Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল

শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর Geography Question and Answer Suggestion  অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

শিলা (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর শ্রেণির ইতিহাস

West Bengal Class 8 Geography Suggestion  Download অষ্টম শ্রেণীর Class 8th Geography short question suggestion  . অষ্টম শ্রেণীর Geography Suggestion   download Class 8th Question Paper  Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Que stion and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad