অষ্টম শ্রেণীর ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । অষ্টম শ্রেণীর ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer । যা তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণীর ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer

অষ্টম শ্রেণীর ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography MCQ Question and Answer |

1. রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে দূষিত হয়—

[A] মাটি

[B] জল

[C] মাটি ও জল উভয়ই

[D] কনোটাও নয়

উত্তর:- [C] মাটি ও জল উভয়ই

2. ‘আর্থ সামিট’ পরিবেশ সম্মেলন হয়—

[A] 1972 সালে

[B] 1982 সালে

[C] 1992 সালে

[D] 2002 সালে

উত্তর:- [C] 1992 সালে

3. শিল্পজাত দ্রব্য উৎপাদন হল একধরনের—

[A] প্রকৃতি-নির্ভর কাজ

[B] সেবামূলক কাজ

[C] প্রযুক্তিনির্ভর কাজ

[D] কনোটাও নয়

উত্তর:- [C] প্রযুক্তিনির্ভর কাজ

4. নিম্নলিখিত কোন বিষয়টি পরিবেশের অবনমনের সাথে যুক্ত

[A] জলাধার নির্মাণ

[B] জীববৈচিত্র্য হ্রাস

[C] ধোঁয়াশা

[D] মাছের বাজারের দুর্গন্ধ

উত্তর:- [B] জীববৈচিত্র্য হ্রাস

5. বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় কোন্ দিনে—

[A] 5 জুন

[B] 5 সেপ্টেম্বর

[C] 5 মার্চ

[D] কনোটাও নয়

উত্তর:- [A] 5 জুন

6. পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ করার প্রধান উপায়—

[A] আইন প্রণয়ন

[B] সচেতনতা বৃদ্ধি

[C] উন্নয়ন পরিকল্পনা গ্রহণ

[D] কনোটাও নয়

উত্তর:- [B] সচেতনতা বৃদ্ধি

7. সবুজ বিপ্লবের সবচেয়ে বড়ো সাফল্য দেখা গেছে ভারতের—

[A] গুজরাত হরিয়ানা গম বলয়ে

[B] দিল্লি-হরিয়ানা গম বলয়ে

[C] পাঞ্জাব-হরিয়ানা গম বলয়ে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] পাঞ্জাব-হরিয়ানা গম বলয়ে

8. জলবায়ু পরিবর্তনের জন্য মূলত দায়ী—

[A] সম্পদের যথেচ্ছ ব্যবহার

[B] অরণ্যচ্ছেদন

[C] অপরিকল্পিত উন্নয়ন

[D] তাপমাত্রা বৃদ্ধি

উত্তর:- [D] তাপমাত্রা বৃদ্ধি

9. ভয়ংকর সাইক্লোনফাইলিন’-এর তাণ্ডব দেখা গিয়েছিল—

[A] পশ্চিমবঙ্গে

[B] বিহারে

[C] ওডিশায়

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ওডিশায়

10. কৃষিকাজ হল একধরনের—

[A] প্রকৃতি-নির্ভর কাজ

[B] প্রযুক্তি-নির্ভর কাজ

[C] সেবামূলক কাজ

[D] কনোটাও নয়

উত্তর:- [A] প্রকৃতি-নির্ভর কাজ

11. রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে দূষিত হয়—

[A] মাটি

[B] জল

[C] মাটি ও জল উভয়ই

[D] কনোটাও নয়

উত্তর:- [C] মাটি ও জল উভয়ই

12. সুন্দরলাল বহুগুনা—

[A] নর্মদা বাঁচাও আন্দোলন

[B] চিপকো আন্দোলন

[C] গঙ্গা অ্যাকশন প্ল্যান-এর সঙ্গে যুক্ত ছিলেন

[D] কনোটাও নয়

উত্তর:- [B] চিপকো আন্দোলন

13. বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় কোন্ দিনে—

[A] 5 জুন

[B] 5 সেপ্টেম্বর

[C] 5 মার্চ

[D] কনোটাও নয়

উত্তর:- [A] 5 জুন

14. কৃষিকাজ হল একধরনের—

[A] প্রকৃতি-নির্ভর কাজ

[B] প্রযুক্তি-নির্ভর কাজ

[C] সেবামূলক কাজ

[D] কনোটাও নয়

উত্তর:- [A] প্রকৃতি-নির্ভর কাজ

15. রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে দূষিত হয়—

[A] মাটি

[B] জল

[C] মাটি ও জল উভয়ই

[D] কনোটাও নয়

উত্তর:- [C] মাটি ও জল উভয়ই

16. চিপকো আন্দোলন হয়েছিল—

[A] মধ্যপ্রদেশে

[B] মহারাষ্ট্রে

[C] ওডিশায়

[D] উত্তরাখণ্ডে

উত্তর:- [D] উত্তরাখণ্ডে

17. পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ করার প্রধান উপায়—

[A] আইন প্রণয়ন

[B] সচেতনতা বৃদ্ধি

[C] উন্নয়ন পরিকল্পনা গ্রহণ

[D] কনোটাও নয়

উত্তর:- [B] সচেতনতা বৃদ্ধি

18. সবুজ বিপ্লবের সবচেয়ে বড়ো সাফল্য দেখা গেছে ভারতের—

[A] গুজরাত হরিয়ানা গম বলয়ে

[B] দিল্লি-হরিয়ানা গম বলয়ে

[C] পাঞ্জাব-হরিয়ানা গম বলয়ে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] পাঞ্জাব-হরিয়ানা গম বলয়ে

19. জলবায়ু পরিবর্তনের জন্য মূলত দায়ী—

[A] সম্পদের যথেচ্ছ ব্যবহার

[B] অরণ্যচ্ছেদন

[C] অপরিকল্পিত উন্নয়ন

[D] তাপমাত্রা বৃদ্ধি

উত্তর:- [D] তাপমাত্রা বৃদ্ধি

20. অতিরিক্ত অরণ্য বিনাশের ফলে—

[A] ভূমিক্ষয় ও বন্যা হয়

[B] জীববৈচিত্র্য হ্রাস পায়

[C] সবকটিই ঠিক

[D] কনোটাও নয়

উত্তর:- [C] সবকটিই ঠিক

21. ভয়ংকর সাইক্লোনফাইলিন’-এর তাণ্ডব দেখা গিয়েছিল—

[A] পশ্চিমবঙ্গে

[B] বিহারে

[C] ওডিশায়

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ওডিশায়

22. চিপকো আন্দোলন হয়েছিল—

[A] কৃষিজমি রক্ষার জন্য

[B] অরণ্যকে রক্ষার জন্য

[C] গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য

[D] কনোটাও নয়

উত্তর:- [B] অরণ্যকে রক্ষার জন্য

23. রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে দূষিত হয়—

[A] মাটি

[B] জল

[C] মাটি ও জল উভয়ই

[D] কনোটাও নয়

উত্তর:- [C] মাটি ও জল উভয়ই

24. নিম্নলিখিত কোন বিষয়টি পরিবেশের অবনমনের সাথে যুক্ত

[A] জলাধার নির্মাণ

[B] জীববৈচিত্র্য হ্রাস

[C] ধোঁয়াশা

[D] মাছের বাজারের দুর্গন্ধ

উত্তর:- [B] জীববৈচিত্র্য হ্রাস

25. ভোপালের গ্যাস দুর্ঘটনা ঘটে—

[A] 1974 সালে

[B] 1984 সালে

[C] 1994 সালে

[D] 2008 সালে

উত্তর:- [B] 1984 সালে

26. একটি পরিবেশবান্ধব শক্তি হল—

[A] জলবিদ্যুৎ

[B] পারমাণবিক বিদ্যুৎ

[C] তাপবিদ্যুৎ

[D] কনোটাও নয়

উত্তর:- [A] জলবিদ্যুৎ

27. ‘Earth Summit’-এ অংশগ্রহণকারী দেশের সংখ্যা—

[A] 178টি

[B] 168টি

[C] 162টি

[D] কনোটাও নয়

উত্তর:- [A] 178টি

28. পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ করার প্রধান উপায়—

[A] আইন প্রণয়ন

[B] সচেতনতা বৃদ্ধি

[C] উন্নয়ন পরিকল্পনা গ্রহণ

[D] কনোটাও নয়

উত্তর:- [B] সচেতনতা বৃদ্ধি

29. ভোপালের গ্যাস দুর্ঘটনা ঘটে—

[A] 1974 সালে

[B] 1984 সালে

[C] 1994 সালে

[D] 2008 সালে

উত্তর:- [B] 1984 সালে

30. ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক দুর্ঘটনা ঘটে—

[A] 1966 সালে

[B] 1976 সালে

[C] 1986 সালে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] 1986 সালে

31. পরিবেশের অবনমন ঘটে—

[A] দু-ভাবে

[B] তিনভাবে

[C] চারভাবে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] দু-ভাবে

32. কৃষিকাজ হল একধরনের—

[A] প্রকৃতি-নির্ভর কাজ

[B] প্রযুক্তি-নির্ভর কাজ

[C] সেবামূলক কাজ

[D] কনোটাও নয়

উত্তর:- [A] প্রকৃতি-নির্ভর কাজ

33. ‘আর্থ সামিট’ পরিবেশ সম্মেলন হয়—

[A] 1972 সালে

[B] 1982 সালে

[C] 1992 সালে

[D] 2002 সালে

উত্তর:- [C] 1992 সালে

34. ‘Earth Summit’-এ অংশগ্রহণকারী দেশের সংখ্যা—

[A] 178টি

[B] 168টি

[C] 162টি

[D] কনোটাও নয়

উত্তর:- [A] 178টি

35. সবুজ বিপ্লবের সবচেয়ে বড়ো সাফল্য দেখা গেছে ভারতের—

[A] গুজরাত হরিয়ানা গম বলয়ে

[B] দিল্লি-হরিয়ানা গম বলয়ে

[C] পাঞ্জাব-হরিয়ানা গম বলয়ে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] পাঞ্জাব-হরিয়ানা গম বলয়ে

36. চিপকো আন্দোলন হয়েছিল—

[A] মধ্যপ্রদেশে

[B] মহারাষ্ট্রে

[C] ওডিশায়

[D] উত্তরাখণ্ডে

উত্তর:- [D] উত্তরাখণ্ডে

37. ভোপালের গ্যাস দুর্ঘটনার প্রাণঘাতী গ্যাসটি ছিল—

[A] কার্বন মনোক্সাইড

[B] পটাশিয়াম সায়ানাইড

[C] মিথাইল আইসোসায়ানেট

[D] কনোটাও নয়

উত্তর:- [C] মিথাইল আইসোসায়ানেট

38. একটি পরিবেশবান্ধব শক্তি হল—

[A] জলবিদ্যুৎ

[B] পারমাণবিক বিদ্যুৎ

[C] তাপবিদ্যুৎ

[D] কনোটাও নয়

উত্তর:- [A] জলবিদ্যুৎ

39. চিপকো আন্দোলন হয়েছিল—

[A] কৃষিজমি রক্ষার জন্য

[B] অরণ্যকে রক্ষার জন্য

[C] গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য

[D] কনোটাও নয়

উত্তর:- [B] অরণ্যকে রক্ষার জন্য

40. ভোপালের গ্যাস দুর্ঘটনা ঘটে—

[A] 1974 সালে

[B] 1984 সালে

[C] 1994 সালে

[D] 2008 সালে

উত্তর:- [B] 1984 সালে

অষ্টম শ্রেণীর ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography SAQ Question and Answer |

1. উন্নত নগরায়ন কীভাবে মানুষের জীবনে দুর্ভোগ নিয়ে আসে ?

উত্তর:- উন্নত বাসস্থানের নামে অপরিকল্পিত পুরোনো শহরকে কেন্দ্র করে যানজট , জলনিকাশি , বসতি সমস্যা প্রকট হয়ে ওঠে ।

2. ভোপাল গ্যাস দুর্ঘটনা কৰে ঘটেছিল ?

উত্তর:- 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল ।

3. কীভাবে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল ?

উত্তর:-ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক ও কীটনাশক কারখানার ট্যাঙ্ক ফুটো হয়ে বিষাক্ত MIC [ মিথাইল আইসো সায়নাইড ] গ্যাস বেরিয়ে আসে । এতে প্রায় 4000 মানুষ ও অসংখ্য পশুপাখির মৃত্যু ঘটে ।

4. ইউক্রেনের কোথায় কত সালে পরমাণু দূর্ঘটনা ঘটে ?

উত্তর:- ইউক্রেনের চেরনোবিলে 1986 সালে পরমাণু দুর্ঘটনা ঘটে ।

5. ইউরোপের শিল্পবিপ্লবের সূচনা হয় কোন্ দেশে ?

উত্তর:- ইংল্যান্ডে ।

6. কত সালে জাপানের কোথায় পরমাণু দুর্ঘটনা ঘটে ?

উত্তর:- 2011 সালে জাপানের ফুকুসিমাতে পরমাণু দুর্ঘটনা ঘটে ।

7. ভোপাল গ্যাস দুর্ঘটনায় কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল ?

উত্তর:- 2 লক্ষের ও বেশি লোক কোনো না কোনো ভাবে এই গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ।

8. পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ কী ?

উত্তর:- পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ হল – শিক্ষার অভাব ও দারিদ্র্য ।

9. পরিবেশ সংরক্ষণের ব্যাপারে দেশের সরকারের কী করা উচিত ?

উত্তর:- পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর নীতি প্রণয়ন করা উচিত ।

10. পরিবেশ বিজ্ঞানীরা কোন বিশেষ ধরনের উন্নয়নের কথা বলেছেন ?

উত্তর:- পরিবেশ বিজ্ঞানীরা স্থিতিশীল উন্নয়নের কথা বলেছেন ।

11. সবুজ বিপ্লবের সাফল্য সব থেকে বেশি কোথায় দেখা গেছে ?

উত্তর:- পাঞ্জাব ও হরিয়ানার গম বলয়ে ।

12. ‘ আর্থ সামিট কবে হয়েছিল ?

উত্তর:- 1992 সালে ‘ আর্থ সামিট ‘ হয়েছিল ।

13. ‘ আর্থ সামিট কোথায় হয়েছিল ?

উত্তর:- ব্রাজিলের রিও – ডি – জেনিরোতে আর্থ সামিট হয়েছিল ।

14. আর্থ সামিট ‘ – এ কতজন মানুষ ও কটি দেশ অংশ নেয় ?

উত্তর:- 30 হাজার মানুষ 0178 টি দেশ অংশ নেয় ।

15. গৃহীত প্রকল্প টির নাম কী ?

উত্তর:- গঙ্গা অ্যাকশান প্ল্যান ।

16. ‘ চিপকো আন্দোলন কবে ও কোথায় হয়েছিল ? ভারতের অপর একটি পরিবেশ আন্দোলনের নাম লেখো ।

উত্তর:- গাছ বাঁচাও আন্দোলন । খণ্ডের গাড়োয়াল অঞ্চলে এই আন্দোলন শুরু হয়েছিল ।

17. ভারতে পরিবেশ অবনমনের জন্য ক্ষতির পরিমাণ কত ?

উত্তর:-ভারতে পরিবেশ অবনমনের জন্য প্রতি বছর ক্ষতির পরিমাণ ৪০ বিলিয়ন ডলার ।

18. পরিবেশ অবনমন বিষয়ে ভারতের স্থান কোথায় ?

উত্তর:- পরিবেশ অবনমন বিষয়ে ভারতের স্থান 126 তম !

19. WHO ?

উত্তর:- ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

20. G – 20- র দেশগুলোর মধ্যে সবচেয়ে দুষিত শহর কটি ?

উত্তর:- সবচেয়ে দূষিত শহর 20 টি ।

21. G – 20- র সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে ভারতে অবস্থিত কটি শহর ?

উত্তর:- ভারতে অবস্থিত 13 টি শহর ।

22. কোন রিপোর্টের ভিত্তিতে ভারতের পরিবেশ অবনমনের কথা বলা হয় ?

উত্তর:- ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী ভারতের পরিবেশ অবনমনের কথা বলা হয় ।

23. ভোপালের গ্যাস দুর্ঘটনা _________সালে ঘটেছিল। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 1984

24. ফুকুশিমার দুর্ঘটনা কী কারণে ঘটেছিল? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সুনামির কারণে ফুকুশিমার পরমাণু বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল।

25. মেধা পাটেকর চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

26. _________ হল মরুভূমি প্রসারের একটি অন্যতম কারণ। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- অরণ্য বিনাশ

27. MIC গ্যাসের পুরো অর্থ হল _________ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মিথাইল আইসোসায়ানেট

28. একটি পরিবেশবান্ধব শক্তির নাম করো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সৌরশক্তি।

29. একটি মনুষ্যসৃষ্ট পরিবেশ অবনমনের উদাহরণ দাও। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- আধুনিক কৃষি।

30. আধুনিক কৃষি উন্নতির জন্য মহারাষ্ট্রের কয়নাতে ভূমিকম্প হয়েছিল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

31. ফুকুশিমার দুর্ঘটনা কী কারণে ঘটেছিল? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সুনামির কারণে ফুকুশিমার পরমাণু বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল।

32. পরিবেশের অবনমনের একটি উদাহরণ লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- পূর্ব কলকাতায় জলাভূমির অবলুপ্তি।

33. অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি জমির উর্বরতা ধবংস করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

34. ‘আর্থ সামিট’ _________ শহরে সংগঠিত হয়েছিল। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- রিও ডি জেনেইরো

35. অষ্টাদশ শতাব্দীতে আমেরিকা যুক্তরাষ্ট্রের শিল্প বিপ্লব ছিল সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

36. চিপকো আন্দোলন সংগঠিত হয় উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

37. _________ সালে চিপকো আন্দোলন সংঘটিত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 1973

38. স্থিতিশীল উন্নয়ন হল একটি পরিবেশবান্ধব উন্নয়ন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

39. একটি মনুষ্যসৃষ্ট পরিবেশ অবনমনের উদাহরণ দাও। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- আধুনিক কৃষি।

40. ভৌমজলে আর্সেনিকের উপস্থিতি একধরনের পরিবেশের অবনমন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

41. একটি পরিবেশবান্ধব শক্তির নাম করো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সৌরশক্তি।

42. সৌরশক্তি, বায়ুশক্তি হল _________ শক্তি। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- পরিবেশবান্ধব

43. ফুকুশিমার দুর্ঘটনা কী কারণে ঘটেছিল? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সুনামির কারণে ফুকুশিমার পরমাণু বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল।

44. পরিবেশ অবনমনের একটি প্রাকৃতিক প্রভাব হল রাসায়নিক দুর্ঘটনা। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

45. ভোপালের গ্যাস দুর্ঘটনা _________সালে ঘটেছিল। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 1984

46. _________ হল একটি প্রযুক্তি নির্ভর কাজ। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- কম্পিউটার তৈরি।

47. অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি জমির _________ হ্রাস করে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- উর্বরতা।

48. MIC গ্যাসের পুরো অর্থ হল _________ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মিথাইল আইসোসায়ানেট

49. ইউরোপে শিল্পবিপ্লব কবে হয়েছিল? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- অষ্টাদশ শতকে।

50. _________ হল একটি প্রযুক্তি নির্ভর কাজ। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- কম্পিউটার তৈরি।

51. ‘চিপকো’ কথাটির অর্থ হল _________ ধরা। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জড়িয়ে

52. চেরনোবিল দুর্ঘটনা কবে ঘটেছিল? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- 1986 সালে।

53. পরিবেশের অবনমন কী ?

উত্তর:- পরিবেশের গুণমান হ্রাস পাওয়াকে পরিবেশের অবনমন বলে ।

54. পরিবেশ দূষণ কী ?

উত্তর:- পরিবেশ দুষণ হল প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যের ফলে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষিত হওয়া ।

55. পরিবেশের কোনো অংশের ক্ষতি নিজে থেকে পূরণ হয়ে যাওয়াকে কী বলে ?

উত্তর:- হোমিওস্ট্যাটিক ব্যবস্থা ।

56. প্রাকৃতিকভাবে পরিবেশ অবনমনের উদাহরণ দাও ।

উত্তর:- ঝড় , খরা , বন্যা , ভূমিকম্প , সুনামি , অগ্নুৎপাত , ধ্বস প্রভৃতি হলা প্রাকৃতিক পরিবেশের অবনমনের উদাহরণ ।

57. কৃষি উৎপাদন বাড়াতে কী কী করা হয় ?

উত্তর:- কৃষি উৎপাদন বাড়াতে কীটনাশক , সার ইত্যাদি ব্যবহার করা হয় ।

58. কীটনাশক ব্যবহার করলে কী কী ক্ষতি হয় ?

উত্তর:- মাটি ও জলদূষণ ঘটে , ফলে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটায় ।

59. মানুষের বাসস্থানের উন্নতির ফলে কী কী ক্ষতিসাধন ঘটছে ?

উত্তর:- মানুষের বাসস্থান উন্নত করতে গিয়ে শব্দদূষণ , বায়ুদূষণ ঘটছে ।

60. বিদ্যুৎ উৎপাদন কীভাবে সভ্যতার ক্ষেত্রে ক্ষতিসাধন করছে ?

উত্তর:- বিদ্যুৎ উৎপাদনকালে যে জ্বালানি পোড়ানো হয় তা থেকে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় ।

61. জমির উর্বরতা কীভাবে হ্রাস পায় ?

উত্তর:- তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য , ছাই পাশের এলাকার জমিতে জমা হয়ে জমির উর্বরতা হ্রাস করে ।

62. মহারাষ্ট্রের কল্পনায় কবে ভূমিকম্প হয় ?

উত্তর:- 1967 সালে মহারাষ্ট্রের কয়নায় ভূমিকম্প হয় ।

63. জলসেচ কীভাবে ভূমিকম্প ঘটার ?

উত্তর:- বিশাল জলাধার নীচের শিলাস্তরে চাপ দেয় এবং ভূমিকম্প ঘটায় ।

64. ডিনামাইট ফাটিয়ে কী করা হয় ?

উত্তর:- ডিনামাইট ফাটিয়ে পাহাড় ভেঙে সমতলের সঙ্গে যোগাযোগের রাস্তা তৈরি করা হয় ।

অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস

অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তমপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশপড়ুন

Dear student

“অষ্টম শ্রেণীর ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

অষ্টম শ্রেণীর Geography Suggestion | West Bengal Class Class 8 (Class 8th) Geography Qustion and Answer Suggestion

” অষ্টম শ্রেণীর ভূগোল –  মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Class 8 | WB Class 8 | অষ্টম শ্রেণীর | Class 8 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam | Class 8 Class 8th | WB Class 8 | Class 8 Pariksha  )

মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(অষ্টম শ্রেণীর Geography Suggestion / West Bengal Class 8 Question and Answer, Suggestion / অষ্টম শ্রেণীর Class 8th Geography Suggestion  / অষ্টম শ্রেণীর Geography Question and Answer  / Class 8 Geography Suggestion  / Class 8 Pariksha Suggestion  / অষ্টম শ্রেণীর Geography Exam Guide  / অষ্টম শ্রেণীর Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / অষ্টম শ্রেণীর Geography Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল

মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর Geography Question and Answer Suggestion  অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর শ্রেণির ইতিহাস

West Bengal Class 8 Geography Suggestion  Download অষ্টম শ্রেণীর Class 8th Geography short question suggestion  . অষ্টম শ্রেণীর Geography Suggestion   download Class 8th Question Paper  Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Que stion and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad