অষ্টম শ্রেণীর ভূগোল – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । অষ্টম শ্রেণীর ভূগোল – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer । যা তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণীর ভূগোল – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer

অষ্টম শ্রেণীর ভূগোল – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography MCQ Question and Answer |

1. সর্বাপেক্ষা ভূমিকম্প প্রবণ দেশ হলো –

[A] চীন

[B] জাপান

[C] ভারত

[D] ভূটান

উত্তর:- [B] জাপান।

2. মৌনালোয়া হল একটি –

[A] মৃত আগ্নেয়গিরি

[B] জীবন্ত আগ্নেয়গিরি

[C] সুপ্ত আগ্নেয়গিরি

[D] খনিজ শিলা

উত্তর:- [B] জীবন্ত আগ্নেয়গিরি।

3. পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি ________

[A] প্রশান্ত মহাসাগরে

[B] আটলান্টিক মহাসাগরে

[C] ভারত মহাসাগরে

[D] কুমেরু সাগর অবস্থিত।

উত্তর:- [A] প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

4. মধ্য আটলান্টিক শৈলশিরা উৎপত্তি হয় –

[A] ধবংসাত্মক

[B] গঠনাত্মক

[C] নিরপেক্ষ পাতসীমানা ববরাবর

[D] কোনটিই নয়।

উত্তর:- [B] গঠনাত্মক বরাবর।

5. ভূমিকম্প কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে –

[A] 50-100

[B] 100-150

[C] 150-200 কিমি

[D] 200-250 কিমি গভীরে থাকে।

উত্তর:- [A] 50-100 কিমি গভীরে থাকে।

6. প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী –

[A] ওয়েগনার

[B] পিঁচো

[C] জিমোরম্যান

[D] উইলসন

উত্তর:- [D] উইলসন।

7. ভূমিকম্পের সর্বাধিক ক্ষয়ক্ষতির কারণ –

[A] প্রাথমিক তরঙ্গ

[B] গৌণ তরঙ্গ

[C] পৃষ্ঠ তরঙ্গ

[D] কনোটাও নয়

উত্তর:- [C] পৃষ্ঠ তরঙ্গ।

8. ভূমিকম্প তরঙ্গগুলি মধ্যে _____ তরঙ্গ কেন্দ্রমণ্ডলের ভিতরে [অন্তঃকেন্দ্রমণ্ডল] প্রবেশ করতে পারে।

[A] P তরঙ্গ

[B] S তরঙ্গ

[C] L তরঙ্গ

[D] M তরঙ্গ

উত্তর:- [B] S তরঙ্গ

9. ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় –

[A] কেন্দ্র

[B] উপকেন্দ্র

[C] প্রতিপাদ অঞ্চল

[D] কোনটিই নয়।

উত্তর:- [B] উপকেন্দ্র।

10. যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়, তাকে বলা হয় –

[A] অভিসারী

[B] প্রতিসারী/ অপসারী

[C] নিরপেক্ষ পাতসীমানা

[D] কোনটিই নয়।

উত্তর:- [B] প্রতিসারী/ অপসারী।

অষ্টম শ্রেণীর ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography SAQ Question and Answer |

1. বিদার অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর কোন মালভূমি সৃষ্টি হয়েছে?

উত্তর:- বিদার অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে।

2. পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ?

উত্তর:- পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় P তরঙ্গ।

3. পৃথিবীর গভীরতম খাত কোনটি?

উত্তর:- পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত।

4. ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো

উত্তর:- ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম নারকোণ্ডাম।

5. কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়?

উত্তর:- রিখটার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।

6. প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত তাকে বলা হত _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- প্যানজিয়া

7. একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হল _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- আরাবল্লি

8. কত সালে ভূমিকম্পের ফলে সান ফ্রান্সিসকো শহর ধ্বংস হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- 1906 সালে।

9. ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- লাভা।

10. নবীন ভঙ্গিল পর্বতের বয়স প্রায়_________ বছর [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 1-2.5 কোটি

11. ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌছায় তাকে বলে ভূমিকম্পের _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- উপকেন্দ্র

12. পৃথিবীতে বড়ো পাত কয়টি আছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- 6 টি।

13. অগ্ন্যুৎপাত একপ্রকার_________ প্রক্রিয়া [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ভূগাঠনিক

14. ভুমিকম্পের কেন্দ্রের কাছেই সবচেয়ে বেশি ভূমিকম্প হয় [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

15. রখতার স্কেলে ভূমিকম্পের তীব্রতা_________ অতিক্রম করলে সেই ভূকম্পন বিধবংসী হয় [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 6

16. বিদার অগ্ন্যুৎপাতে ভারতে কোন্ ধরনের মালভূমি তৈরি হয়েছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- দাক্ষিণাত্য মালভূমি।

17. ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ব্যারেন ।

18. ইটালির ভিসুভিয়াস একটি _________ আগ্নেয়গিরি [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সুপ্ত

19. পাতলির গতিশীলতা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

20. অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

21. তপ্তবিন্দু থেকে কোনো ধরনের ভূমিকম্প হয় না [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

22. 17.. ভূপৃষ্ঠের কম্পনের পরিমাপ করা হয়_________ যন্ত্রে [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সিসমোগ্রাফ

23. প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত তাকে বলা হত _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- প্যানজিয়া

24. ভূমিকম্পের কোন্ তরঙ্গ সবচেয়ে বিধ্বংসী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- L তরঙ্গ।

25. পৃথিবীর বাইরের স্তরটি হল _________ যা কতকগুলি শক্ত কঠিন পাতের সমন্বয়ে গঠিত [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শিলামন্ডল।

26. প্রায়শই ভূমিকম্প হয় এরকম একটি অভিসারী সংঘর্ষ সীমানার উদাহরণ দাও [এক কথায় উত্তর দাও]

উত্তর:- হিমালয় পার্বত্য অঞ্চল।

27. ভারতের দাক্ষিণাত্য মালভূমি সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

28. ‘P’ তরঙ্গের গতিবেগ কত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সেকেন্ডে প্রায় 6 কিমি।

29. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- রিখটার স্কেল।

30. টুজো উইলসন হলেন পাত সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

31. অ্যাসথেনোস্ফিয়ারের উষ্ণতা প্রায় _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 1300°সে

32. সিসিলির স্ট্রম্বেলি কী ধরনের আগ্নেয়গিরি? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সক্রিয় আগ্নেয়গিরি।

33. ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

34. উরাল পর্বত প্রায় 20 কোটি বছর আগে সৃষ্ট স্তুপ পর্বত [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

35. ইটালির ভিসুভিয়াস একটি _________ আগ্নেয়গিরি [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সুপ্ত

36. পাতগুলি পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকলে তাদের অভিসারী পাত বলে [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

37. সুপ্ত আগ্নেয়গিরি থেকে ভবিষ্যতে অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা নেই [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

38. ‘S’ তরঙ্গের গতিবেগ কত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সেকেন্ডে প্রায় 3-5 কিমি।

39. যখন দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তাকে বলে _________ পাত সীমানা [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- অভিসারী

40. ভবিষ্যতে যে আগ্নেয়গিরির অন্যুৎপাতের সম্ভাবনা নেই তা হল _________ আগ্নেয়গিরি [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মৃত

41. প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে পৃথিবীর 50 শতাংশ ভূমিকম্প হয় [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

42. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় _________ – [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- রিখটার স্কেল

43. ভুমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতামাপক যন্ত্র রিখটার স্কেলের মান 0-12 [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

44. ক্ষারকীয় লাভা তরল অবস্থায় থাকে [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

45. অগ্ন্যুৎপাত একপ্রকার ভূগাঠনিক প্রক্রিয়া [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

46. দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে তাদের_________ পাত বলে [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- অপসারী।

47. পাতগুলির আয়তনের তুলনায় বেধ কম হয় [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

48. সান ফ্রান্সিসকো ও লস এঞ্জেলেস শহর দুটি _________ চ্যুতির ওপর অবস্থিত [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সান আন্দ্রিজ

49. মহীসঞ্চরণ তত্ত্বের সাহায্যে পর্বত গঠনের ব্যাখ্যা খুব ভালোভাবে দেওয়া সম্ভব [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

50. প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত তাকে বলা হত _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- প্যানজিয়া

51. একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ দাও [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সান আন্দ্রিজ চ্যুতি।

52. P তরঙ্গ কেবলমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয় [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

53. জাপানের মাউন্ট ফুজি একটি মৃত আগ্নেয়গিরি [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

54. পৃথিবীপৃষ্ঠে বড়ো পাতের সংখ্যা 6টি [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

55. ক্ষারকীয় লাভা তরল অবস্থায় থাকে [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

56. মহীসংরণ তত্ত্ব অনুসারে বিশাল আকৃতির মহাদেশটির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- প্যানজিয়া।

57. ‘আ আ লাভাকী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে নির্গত সান্দ্র লাভাকে হাওয়াই দ্বীপের ভাষায় ‘আ আ লাভা’ বলে।

58. ইটালির ভিসুভিয়াস একটি _________ আগ্নেয়গিরি [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সুপ্ত

59. পৃথিবীতে বড়ো পাত কয়টি আছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- 6 টি।

60. ‘P’ ‘S’-দ্বারা ভূমিকম্পের কী [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ‘P’ হল ভূমিকম্পের প্রাইমারি ওয়েভ [Primary wave] বা প্রাথমিক তরঙ্গ এবং ‘S’ হল সেকেন্ডারি ওয়েভ [Secondary wave] বা গৌণ তরঙ্গ এই দুটিকে একসঙ্গে ভূমিকম্পের ‘দেহতরঙ্গ’ বলে।

61. বিজ্ঞানী মার্কালি রিখটার স্কেল আবিষ্কার করেন [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

62. একটি প্রবীণ ভঙ্গিল পর্বতের নাম লেখো [এক কথায় উত্তর দাও]

উত্তর:- অ্যাপালেচিয়ান।

63. যে পাতগুলি পরস্পরের সমান্তরালে পাশাপাশি সঞ্চালিত হয় তাকে ট্রান্সফর্ম পাত সীমানা বলে [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

64. লাভ তরঙ্গ ও র‍্যালে তরঙ্গ আসলে_________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- পৃষ্ঠ তরঙ্গ।

65. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- রিখটার স্কেল।

66. প্রতিসারী পাত সীমানা বরাবর গঠিত হয় মধ্যসামুদ্রিক শৈলশিরা [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

67. ‘S’ তরঙ্গের গতিবেগ কত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সেকেন্ডে প্রায় 3-5 কিমি।

68. একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ দাও [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সান আন্দ্রিজ চ্যুতি।

69. ভূত্বকের পাতগুলি কীসের ওপর ভাসমান? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- অ্যাসথেনোস্ফিয়ারের ওপর।

70. ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ব্যারেন ।

71. পৃথিবীর একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম করো [এক কথায় উত্তর দাও]

উত্তর:- জাপানের ফুজিয়ামা।

72. মাউন্ট ফুজি কোন্ ধরনের পর্বত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সুপ্ত আগ্নেয়গিরি।

73. প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে কত সেমি করে সরছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- পশ্চিমদিকে 10 সেমি করে।

74. অভিসারী পাত সীমানায় সৃষ্ট একটি পর্বতশ্রেণির নাম লেখো [এক কথায় উত্তর দাও]

উত্তর:- হিমালয়।

75. হাওয়াই দ্বীপপুঞ্জের পাতলা লাভার নাম _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- পা হো হো ।

76. ‘ প্লেটশব্দটি কোন্ বিজ্ঞানী প্রয়োগ করেন ?

উত্তর:- 1965 সালে কানাডার ভূপদার্থবিদ J. T. Wilson ‘ প্লেট ‘ শব্দটি প্রয়োগ করেন ।

77. মহীসম্বরণ তত্ত্বের প্রবক্তা কে ?

উত্তর:- আলফ্রেড ওয়েগনার ।

78. পাত সংস্থানের ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী ?

উত্তর:- 1968 সালে বিজ্ঞানী W. J. Morgan পাত সংস্থানের ব্যাখ্যা দেন ।

79. পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কী ? এটি কোন সাগরে অবস্থিত ?

 উত্তর:- পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম হল ‘ মারিয়ানা খাত ‘ । এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত ।

80. বিদার অগ্ন্যুৎপাতের ফলে ভারতে কোন্ মালভূমির সৃষ্টি হয়েছে ?

উত্তর:- দাক্ষিণাত্যের মালভূমি ।

81. সৌরজগতে সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কী ?

উত্তর:- সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি হল মঙ্গলগ্রহের অলিম্পাস মনস্।

82. কত বছর আগে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়েছে ?

উত্তর:- সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়ে চলেছে ।

83. ভূবিদ্যা কী ?

উত্তর:- পৃথিবীতে উৎপত্তির ইতিহাস , উপাদান , গঠন পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত বিজ্ঞান হল ভূবিদ্যা ।

84. ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে ?

উত্তর:- কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌছায় সেটা হল ভূমিকম্পের উপকেন্দ্র ।

85. ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া যায় ?

উত্তর:- মা। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না ।

86. অগ্ন্যুদগম কি একটি ভূগাঠনিক প্রক্রিয়া ? কেন ?

উত্তর:- হ্যাঁ , অগ্ন্যুদগম একটি ভূ – গাঠনিক প্রক্রিয়া । কারণ অগ্ন্যুৎপাতের ফলে বেশ কিছু ভূমিরূপের সৃষ্টি হয় ।

87.  কবে ও কোন্ শহর ভিসুভিয়াসএর অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে যায় ?

উত্তর:- 1979 খ্রিস্টাব্দে ভিসুভিয়াস – এর অগ্ন্যুৎপাতে প্রাচীন রোম – এর পম্পেই শহর ধ্বংস হয়ে যায় ।

88. অপসারী পাতসীমানা কাকে বলে ?

উত্তর:- যেখানে পাতগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী পাতসীমানা বলে ।

89. সাগর ও মহাসাগর তৈরি হয়েছে কীভাবে ?

উত্তর:- সৃষ্টির আদিলগ্নে আগ্নেয়গিরি নির্গত জলীয় বাষ্প থেকেই ঘনীভবনের মাধ্যমে সাগর মহাসাগর তৈরি হয়েছে ।

90. নিরপেক্ষ পাতসীমানা কাকে বলে ?

উত্তর:- কিছুক্ষেত্রে দুটি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয় । ফলে ভূমিকম্প চ্যুতি প্রভৃতি সৃষ্টি হয় । এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি , কিছুই হয় না । একে নিরপেক্ষ পাতসীমানা বলে ।

91. প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে ?

উত্তর:- 3-4 কোটি বছর আগে সৃষ্ট পর্বতগুলোকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলে ।

92. অভিসারী পাতসীমানা কাকে বলে ?

উত্তর:- যেখানে পাতগুলো পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাতসীমানা বলে ।

93. পৃথিবীর উপগ্রহ চাঁদএর গঠনে কার বিশেষ ভূমিকা আছে ?

উত্তর:- পৃথিবীর উপগ্রহ চাঁদ – এর গঠনে অগ্ন্যুৎপাতের বিশেষ ভূমিকা আছে ।

94. পৃথিবী ছাড়াও সৌরজগতের আর কোথায় অগ্ন্যুৎপাত হয় ?

 উত্তর:- পৃথিবী ছাড়াও সৌরজগতের অনান্য গ্রহ মঙ্গল , শুক্র , বৃহস্পতি ও উপগ্রহেও অগ্ন্যুৎপাত হয় ।

95. পৃথিবী বিখ্যাত গাইজার কোন্টি ?

উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়ালোস্টোন ন্যাশনাল পার্কের ‘ Old faithful geyser ‘ [ প্রতি 45 মিনিট অন্তর উৎক্ষিপ্ত হয় ] পৃথিবী বিখ্যাত ।

96. ‘ প্লেটশব্দটি কোন্ বিজ্ঞানী প্রয়োগ করেন ?

উত্তর:- 1965 সালে কানাডার ভূপদার্থবিদ J. T. Wilson ‘ প্লেট ‘ শব্দটি প্রয়োগ করেন ।

97. মহীসম্বরণ তত্ত্বের প্রবক্তা কে ?

উত্তর:- আলফ্রেড ওয়েগনার ।

98. পাত সংস্থানের ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী ?

উত্তর:- 1968 সালে বিজ্ঞানী W. J. Morgan পাত সংস্থানের ব্যাখ্যা দেন ।

99. পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কী ? এটি কোন সাগরে অবস্থিত ?

 উত্তর:- পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম হল ‘ মারিয়ানা খাত ‘ । এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত ।

100. হিমালয় পর্বতমালা , আল্পস পর্বতমালার সৃষ্টি হয়েছে কীভাবে ?

উত্তর:- ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে হিমালয় পর্বতমালা আর আফ্রিকা ও ইউরেশীয় পাতের সংঘর্ষে আল্পস পর্বতমালার সৃষ্টি হয়েছে ।

101. পৃথিবীর প্রধান প্রধান ভঙ্গিল পর্বতমালাগুলির নাম লেখো

উত্তর:- পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে । এগুলি হল অ্যাপালেশিয়ান , ইউরাল , আন্দিজ , আরাবল্লী প্রভৃতি ।

102. কত বছর আগে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়েছে ?

উত্তর:- সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়ে চলেছে ।

103. বিদার অগ্ন্যুৎপাতের ফলে ভারতে কোন্ মালভূমির সৃষ্টি হয়েছে ?

উত্তর:- দাক্ষিণাত্যের মালভূমি ।

104. ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী পদ্ধতিকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কী কী ?

 উত্তর:- ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী পদ্ধতিকে দুভাগে ভাগ করা হয়েছে । [ 1 ] ভূঅন্তঃস্থ শক্তি ও [ 2 ] ভূবহিস্য শক্তি ।

105. লাভা কাকে বলা হয় ?

উত্তর:- ভূঅভ্যন্তরের গলিত , সাম্র পদার্থকে ‘ ম্যাগমা ’ আর ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলা হয় ।

106. সৌরজগতে সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কী ?

উত্তর:- সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি হল মঙ্গলগ্রহের অলিম্পাস মনস্।

107. পৃথিবীতে কত শতাংশ জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে

উত্তর:- পৃথিবীতে 15 % জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে ।

108. ভূমিকম্প কাকে বলে ?

উত্তর:- প্রতি মুহূর্তে পৃথিবী কোথাও না কোথাও কম্পিত হচ্ছে । পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনোকিছু সজ্জিত থাকে , ফলে ভূত্বক কেঁপে ওঠে , একে ভূমিকম্প বলে ।

109.  ভূকম্পন তরঙ্গ কাকে বলে ?

উত্তর:- ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র , উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে । এই তরঙ্গগুলোকে বলা হয় ভূকম্পন তরঙ্গ ।

110. একটি শঙ্কু আকৃতির আগ্নেয়গিরির নাম লেখো

উত্তর:- মাউন্ট পিলি ।

111. ভূত্বকের গভীরে Hot Spot কীভাবে তৈরি হয় ?

উত্তর:- ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়তাজনিত উত্তাপ বৃদ্ধির ফলে Hot Spot তৈরি হয় ।

112. কত সালে চিলি ভূমিকম্প ঘটে ? রিখটার স্কেলের মাত্রা এতে কত ছিল ?

উত্তর:- 1960 সালে চিলি ভূমিকম্প ঘটে । এতে রিখটার স্কেলের মাত্রা ছিল 8.51

113. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা কীসে পরিমাপ করা হয় ? এই স্কেলের মান কত ?

উত্তর:- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিখটার স্কেলে । এই স্কেলের মান 0-101

114. পৃথিবীর 20 শতাংশ ভূমিকম্প কোথায় ঘটে ?

উত্তর:- মেক্সিকো থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর , ভূমধ্যসাগর , আপ্পস , হিমালয় হয়ে বিস্তৃত মধ্য পৃথিবীর পার্বত্য বলয় – এ পৃথিবীর 20 শতাংশ ভূমিকম্প ঘটে ।

115. পৃথিবীতে কত শতাংশ জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে

 উত্তর:- পৃথিবীতে 15 % জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে ।

116. একটি শঙ্কু আকৃতির আগ্নেয়গিরির নাম লেখো

উত্তর:- মাউন্ট পিলি ।

117. ভূত্বকের গভীরে Hot Spot কীভাবে তৈরি হয় ?

উত্তর:- ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়তাজনিত উত্তাপ বৃদ্ধির ফলে Hot Spot তৈরি হয় ।

118. কত সালে চিলি ভূমিকম্প ঘটে ? রিখটার স্কেলের মাত্রা এতে কত ছিল ?

 উত্তর:- 1960 সালে চিলি ভূমিকম্প ঘটে । এতে রিখটার স্কেলের মাত্রা ছিল 8.51

119. ভূবিদ্যা কী ?

উত্তর:- পৃথিবীতে উৎপত্তির ইতিহাস , উপাদান , গঠন পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত বিজ্ঞান হল ভূবিদ্যা ।

120. ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে ?

উত্তর:- কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌছায় সেটা হল ভূমিকম্পের উপকেন্দ্র ।

121. ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া যায় ?

উত্তর:- মা। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না ।

122. কবে ও কোন্ শহর ভিসুভিয়াসএর অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে যায় ?

উত্তর:- 1979 খ্রিস্টাব্দে ভিসুভিয়াস – এর অগ্ন্যুৎপাতে প্রাচীন রোম – এর পম্পেই শহর ধ্বংস হয়ে যায় ।

123. অপসারী পাতসীমানা কাকে বলে ?

উত্তর:- যেখানে পাতগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী পাতসীমানা বলে ।

124. প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে ?

উত্তর:- 3-4 কোটি বছর আগে সৃষ্ট পর্বতগুলোকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলে ।

125. অভিসারী পাতসীমানা কাকে বলে ?

উত্তর:- যেখানে পাতগুলো পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাতসীমানা বলে ।

126. পৃথিবীর উপগ্রহ চাঁদএর গঠনে কার বিশেষ ভূমিকা আছে ?

উত্তর:- পৃথিবীর উপগ্রহ চাঁদ – এর গঠনে অগ্ন্যুৎপাতের বিশেষ ভূমিকা আছে ।

127. পৃথিবী ছাড়াও সৌরজগতের আর কোথায় অগ্ন্যুৎপাত হয় ?

উত্তর:- পৃথিবী ছাড়াও সৌরজগতের অনান্য গ্রহ মঙ্গল , শুক্র , বৃহস্পতি ও উপগ্রহেও অগ্ন্যুৎপাত হয় ।

128. বিদার অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর কোন মালভূমি সৃষ্টি হয়েছে?

উত্তর:- বিদার অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে।

129. পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ?

উত্তর:- পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় P তরঙ্গ।

130. পৃথিবীর গভীরতম খাত কোনটি?

উত্তর:- পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত।

131. ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো

উত্তর:- ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম নারকোণ্ডাম।

132. কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়?

উত্তর:- রিখটার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।

অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস

অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তমপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশপড়ুন

Dear student

“অষ্টম শ্রেণীর ভূগোল – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

অষ্টম শ্রেণীর Geography Suggestion | West Bengal Class Class 8 (Class 8th) Geography Qustion and Answer Suggestion

” অষ্টম শ্রেণীর ভূগোল –  অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Class 8 | WB Class 8 | অষ্টম শ্রেণীর | Class 8 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam | Class 8 Class 8th | WB Class 8 | Class 8 Pariksha  )

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(অষ্টম শ্রেণীর Geography Suggestion / West Bengal Class 8 Question and Answer, Suggestion / অষ্টম শ্রেণীর Class 8th Geography Suggestion  / অষ্টম শ্রেণীর Geography Question and Answer  / Class 8 Geography Suggestion  / Class 8 Pariksha Suggestion  / অষ্টম শ্রেণীর Geography Exam Guide  / অষ্টম শ্রেণীর Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / অষ্টম শ্রেণীর Geography Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর Geography Question and Answer Suggestion  অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর শ্রেণির ইতিহাস

West Bengal Class 8 Geography Suggestion  Download অষ্টম শ্রেণীর Class 8th Geography short question suggestion  . অষ্টম শ্রেণীর Geography Suggestion   download Class 8th Question Paper  Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Que stion and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad