অষ্টম শ্রেণীর ভূগোল – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । অষ্টম শ্রেণীর ভূগোল – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer । যা তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণীর ভূগোল – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer

অষ্টম শ্রেণীর ভূগোল – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography MCQ Question and Answer |

1. বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম—

[A] অন্টিমিটার

[B] অ্যানিমোমিটার

[C] ব্যারোমিটার

[D] রেনগেজ

উত্তর:- [D] রেনগেজ

2. পশ্চিমবঙ্গের আশ্বিনের ঝড় যে বৃষ্টিপাতের উদাহরণ—

[A] ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত

[B] পরিচলন বৃষ্টিপাত

[C] শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

[D] কনোটাও নয়

উত্তর:- [A] ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত

3. অল্টোস্ট্রাটাস মেঘটি—

[A] সাদা রঙের

[B] নীল রঙের

[C] হলুদ রঙের

[D] কনোটাও নয়

উত্তর:- [B] নীল রঙের

4. শিলং শহরটি অবস্থিত খাসি-জয়ন্তিয়া পাহাড়ের—

[A] উত্তর ঢালে

[B] দক্ষিণ ঢালে

[C] পূর্ব ঢালে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] উত্তর ঢালে

5. বেশি উচ্চতার মেঘ হল—

[A] স্ট্র্যাটাস

[B] সিরাস

[C] অল্টোকিউমুলাস

[D] কনোটাও নয়

উত্তর:- [B] সিরাস

6. ম্যাকারেল আকাশ বলা হয়—

[A] সিরোকিউমুলাস মেঘকে

[B] অল্টোকিউমুলাস মেঘকে

[C] সিরোস্ট্র্যাটাস মেঘকে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] সিরোকিউমুলাস মেঘকে

7. পৃথিবীর অধিকাংশ বৃষ্টিপাত হল—

[A] পরিচলন বৃষ্টিপাত

[B] শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

[C] ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত

[D] শিলাবৃষ্টি ধরনের বৃষ্টিপাত

উত্তর:- [B] শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

8. আশ্বিনের ঝড় হয়—

[A] অক্টোবর মাসে

[B] ডিসেম্বর মাসে

[C] সেপ্টেম্বর মাসে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] অক্টোবর মাসে

9. পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে—

[A] কিউমুলোনিম্বাস মেঘ

[B] কিউমুলাস মেঘ

[C] নিম্বোস্ট্রাটাস মেঘ

[D] কনোটাও নয়

উত্তর:- [B] কিউমুলাস মেঘ

10. একটানা বৃষ্টির পূর্বাভাস দেয়—

[A] অল্টোস্ট্রাটাস মেঘ

[B] অল্টোকিউমুলাস মেঘ

[C] কিউমুলোনিম্বাস মেঘ

[D] কনোটাও নয়

উত্তর:- [A] অল্টোস্ট্রাটাস মেঘ

11. Bumpy cloud বলা হয়—

[A] অল্টোকিউমুলাস মেঘকে

[B] স্ট্রাটোকিউমুলাস মেঘকে

[C] কিউমুলাস মেঘকে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] স্ট্রাটোকিউমুলাস মেঘকে

12. ফাইলিন একটি—

[A] পরিচলন বৃষ্টি

[B] শৈলোৎক্ষেপ বৃষ্টি

[C] ঘূর্ণবাত বৃষ্টি

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ঘূর্ণবাত বৃষ্টি

13. পশ্চিমবঙ্গের আশ্বিনের ঝড় যে বৃষ্টিপাতের উদাহরণ—

[A] ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত

[B] পরিচলন বৃষ্টিপাত

[C] শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

[D] কনোটাও নয়

উত্তর:- [A] ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত

14. বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখা যায়—

[A] অনুবাত ঢালে

[B] প্রতিবাত ঢালে

[C] উভয় ঢালে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] অনুবাত ঢালে

15. যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে—

[A] হিমাঙ্ক

[B] শিশিরাঙ্ক

[C] স্কুটনাঙ্ক

[D] কনোটাও নয়

উত্তর:- [B] শিশিরাঙ্ক

16. বায়ু উষ্ণ হলে তার জলীয়বাষ্প ধারণ ক্ষমতা—

[A] বাড়ে

[B] কমে

[C] একই থাকে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] বাড়ে

17. শীতকালে উত্তরভারতে প্রধানত যে ধরনের বৃষ্টি হয় তা হল—

[A] পরিচলন বৃষ্টিপাত

[B] ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত

[C] শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

[D] কনোটাও নয়

উত্তর:- [B] ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত

18. যে মেঘ থেকে পরিচলন বৃষ্টিপাত হয় সেটি হল—

[A] কিউমুলাস

[B] কিউমুলোনিম্বাস

[C] নিম্বাস

[D] কনোটাও নয়

উত্তর:- [B] কিউমুলোনিম্বাস

19. পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপুজোর সময় সাধারণত দেখা যেতে পারে—

[A] সিরোকিউমুলাস

[B] অল্টোস্ট্রাটাস

[C] কিউমুলোনিম্বাস

[D] কনোটাও নয়

উত্তর:- [A] সিরোকিউমুলাস

20. পৃথিবীর অধিকাংশ বৃষ্টিপাত হল—

[A] পরিচলন বৃষ্টিপাত

[B] শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

[C] ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত

[D] শিলাবৃষ্টি ধরনের বৃষ্টিপাত

উত্তর:- [B] শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

21. বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে বলা হয়—

[A] সাইক্লোন

[B] টাইফুন

[C] হারিকেন

[D] টর্নেডো

উত্তর:- [A] সাইক্লোন

22. সাধারণত মেঘের জলকপাপুলির ব্যাসল্ট হয়—

[A] 0.06 মিমি

[B] 0.04 মিমি

[C] 0.02 মিমি

[D] কনোটাও নয়

উত্তর:- [C] 0.02 মিমি

23. ঘূর্ণবাতের চক্ষু দেখা যায়—

[A] ক্রান্তীয় ঘূর্ণবাতে

[B] নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে

[C] প্রতীপ ঘূর্ণবাতে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] ক্রান্তীয় ঘূর্ণবাতে

24. ক্যারিবিয়ান সাগরে উদ্ভূত ঘূর্ণবাত পরিচিত—

[A] সাইক্লোন নামে

[B] হারিকেন নামে

[C] টাইফুন নামে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] হারিকেন নামে

25. আশ্বিনের ঝড় হয়—

[A] অক্টোবর মাসে

[B] ডিসেম্বর মাসে

[C] সেপ্টেম্বর মাসে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] অক্টোবর মাসে

26. উষ্ণ ও আর্দ্র বায়ুর চলাচলের মাধ্যমে যে বৃষ্টি হয় তাকে বলে—

[A] পরিচলন বৃষ্টিপাত

[B] শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

[C] গুঁড়িগুঁড়ি বৃষ্টি

[D] কনোটাও নয়

উত্তর:- [A] পরিচলন বৃষ্টিপাত

27. পশ্চিমবঙ্গের আশ্বিনের ঝড় যে বৃষ্টিপাতের উদাহরণ—

[A] ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত

[B] পরিচলন বৃষ্টিপাত

[C] শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

[D] কনোটাও নয়

উত্তর:- [A] ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত

28. একটি উল্লম্ব মেঘের উদাহরণ হল—

[A] কিউমুলোনিম্বাস মেঘ

[B] সিরোকিউমুলাস মেঘ

[C] অল্টোকিউমুলাস মেঘ

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কিউমুলোনিম্বাস মেঘ

29. যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে—

[A] হিমাঙ্ক

[B] শিশিরাঙ্ক

[C] স্কুটনাঙ্ক

[D] কনোটাও নয়

উত্তর:- [B] শিশিরাঙ্ক

30. আশ্বিনের ঝড় হয়—

[A] অক্টোবর মাসে

[B] ডিসেম্বর মাসে

[C] সেপ্টেম্বর মাসে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] অক্টোবর মাসে

31. মেঘের সৃষ্টি হয় বায়ুমণ্ডলের—

[A] স্ট্র্যাটোস্ফিয়ারে

[B] ট্রপোস্ফিয়ারে

[C] থার্মোস্ফিয়ারে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] ট্রপোস্ফিয়ারে

32. বৃষ্টি মাপার একক হল—

[A] সেন্টিগ্রেড

[B] সেন্টিমিটার

[C] মিলিবার

[D] ফুট

উত্তর:- [A] সেন্টিগ্রেড

33. আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয়—

[A] ভোরবেলায়

[B] দুপুরবেলায়

[C] সন্ধেবেলায়

[D] কনোটাও নয়

উত্তর:- [B] দুপুরবেলায়

34. যে সময় বাড়ির বাইরে যেতে গেলে সাধারণত বর্ষাতি নেওয়ার দরকার নেই—

[A] এথেন্সে জানুয়ারিতে

[B] কলকাতায় জুলাইতে

[C] ঢাকায় ডিসেম্বরে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] কলকাতায় জুলাইতে

35. ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তিস্থল—

[A] 5°-20° অক্ষাংশ

[B] 20°-35° অক্ষাংশ

[C] 35°-60° অক্ষাংশ

[D] কনোটাও নয়

উত্তর:- [A] 5°-20° অক্ষাংশ

36. কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু সর্বোচ্চ যত পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয়বাষ্প ওই বায়ুতে থাকলে তাকে বলে—

[A] সম্পৃক্ত বায়ু

[B] অসম্পৃক্ত বায়ু

[C] মৌসুমি বায়ু

[D] কনোটাও নয়

উত্তর:- [A] সম্পৃক্ত বায়ু

37. যে সময় বাড়ির বাইরে যেতে গেলে সাধারণত বর্ষাতি নেওয়ার দরকার নেই—

[A] এথেন্সে জানুয়ারিতে

[B] কলকাতায় জুলাইতে

[C] ঢাকায় ডিসেম্বরে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] কলকাতায় জুলাইতে

38. নিম্ন উচ্চতার মেঘগুলির গড় সর্বোচ্চ উচ্চতা হয় প্রায়—

[A] 20000 ফুট

[B] 10000 ফুট

[C] 6500 ফুট

[D] কনোটাও নয়

উত্তর:- [C] 6500 ফুট

39. আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়—

[A] দশমিকে

[B] শতকরায়

[C] ডিগ্রিতে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] শতকরায়

40. উষ্ণ ও আর্দ্র বায়ুর চলাচলের মাধ্যমে যে বৃষ্টি হয় তাকে বলে—

[A] পরিচলন বৃষ্টিপাত

[B] শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

[C] গুঁড়িগুঁড়ি বৃষ্টি

[D] কনোটাও নয়

উত্তর:- [A] পরিচলন বৃষ্টিপাত

অষ্টম শ্রেণীর ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography SAQ Question and Answer |

1. সম্পৃক্ত বায়ু কাকে বলে ?

উত্তর:- কোনো নির্দিষ্ট উন্নতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে ওই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে ।

2. সাধারণ মেঘের জলকণাগুলোর ব্যাস কত ?

 উত্তর:- সাধারণ মেঘের জলকণাগুলির ব্যাস 0.02 মিমি ।

3. বৃষ্টিপাত কয়প্রকার ও কী কী ?

উত্তর:- বৃষ্টিপাত তিনপ্রকার , যথা- [ 1 ] পরিচলন , [ 2 ] শৈলোৎক্ষেপ , [ 3 ] ঘূর্ণবাত ।

4. প্রতিবাত ঢাল কাকে বলে ?

উত্তর:- পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালই হল পর্বতের প্রতিবাত ঢাল ।

5. অনুবাত ঢাল কাকে বলে ?

উত্তর:- যে ঢাল বরাবর বায়ু নীচে নামে তাকে পর্বতের অনুবাত ঢাল বলে ।

6. চেরাপুঞ্জি ও শিলং -এর মধ্যে দূরত্ব কত ?

উত্তর:- চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব 56 কিমি ।

7. চেরাপুঞ্জিতে গড় বৃষ্টিপাত কত হয় ?

উত্তর:- 11,777 মিমি । 1শিলং -এর বার্ষিক গড় বৃষ্টিপাত কত ? উঃ 2,207 মিমি ।

8. পর্বতের কোন্ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টি ঘটে ?

উত্তর:- পর্বতের প্রতিবাত ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টি ঘটে ।

9. 2009 – 2013 সালে কোন্ কোন্ ঘূর্ণবাত , দেখা দিয়েছিল ? এর প্রভাবে কী হয়েছিল ?

 উত্তর:- 2009 সালে আয়লা ও 2013 সালে ফাইলিন ঘুর্ণবাত দেখা দিয়েছিল । এর প্রভাবে ভারতের পূর্ব উপকূল তথা বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ।

10. বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাত দেখা যায় তার নাম কী ?

 উত্তর:- সাইক্লোন ।

11. হ্যারিকেন ঘূর্ণবাত কোন্ অঞ্চলে দেখা যায় ?

উত্তর:- ক্যারিবিয়ান সাগর অঞ্চলে ।

12. গ্লিট কী ?

উত্তর:- জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে গ্লিট বলে ।

13. কোন্ সময় শিলাবৃষ্টি ঘটে ?

উত্তর:- পশ্চিমবঙ্গে বসন্তকালে ও গ্রীষ্মকালে শিলাবৃষ্টি ঘটে ।

14. বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

 উত্তর:- রেনগজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাণ মাপা হয় ।

15. শিশিরাঙ্ক কাকে বলে ?

উত্তর:- যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হল ওই বায়ুর শিশিরাঙ্ক ।

16. ঘনীভবন কী ?

উত্তর:- জলীয়বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হল ঘনীভবন ।

17. ক্রান্তীয় ঘূর্ণবাত বিভিন্ন জায়গায় কী কী নামে পরিচিত ?

উত্তর:- বঙ্গোপসাগরে সাইক্লোন , ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন আবার চিন সাগরে টাইফুন নামে পরিচিত ।

18. গুঁড়ি গুঁড়ি বৃষ্টি [ Drizzle ] কাকে বলে ?

উত্তর:- 0.5 মিমি এর কম ব্যাসযুক্ত খুব ছোটো ছোটো জলকণা ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বলে ।

19. উষ্ণ বায়ুর জলীয়বাষ্প শোষণ করার ক্ষমতা বেশি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

20. জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হল বাস্পমোচন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

21. পেজা তুলোর মতো দেখতে_________ মেঘ। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সিরোকিউমুলাস

22. এমন দুটি দেশের নাম করো যেখানে প্রায় সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া।

23. কোন্ মেঘ ফুলকপির মতো দেখতে হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কিউমুলাস।

24. বৃষ্টিচ্ছায় অল অনুবাত ঢালে দেখা যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

25. মৌসিনরামে প্রধানত শৈলোৎক্ষেপ বৃষ্টি হয়ে থাকে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

26. বৃষ্টিপাতের জন্য বাতাসে যথেষ্ট পরিমাণে _________ থাকা দরকার। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জলীয়বাষ্প

27. মেঘ সৃষ্টির জন্য ঘনীভবন প্রয়োজন হয় না। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

28. জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- স্লিট।

29. বৃষ্টিপাত কয়প্রকার? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- তিনপ্রকার

30. কোন্ অঞ্চলে পরিচলন বৃষ্টি ঘটে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- নিরক্ষীয় অঞ্চলে।

31. কিউমুলোনিম্বাস মেঘের আর-এক নাম বজ্রমেঘ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

32. পর্বতের _________ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- প্রতিবাত

33. কোন্ অঞ্চলে পরিচলন বৃষ্টি ঘটে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- নিরক্ষীয় অঞ্চলে।

34. পর্বতের অনুবাত ঢালকে _________ অঞ্চল বলা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- বৃষ্টিচ্ছায়।

35. বাতাসে ভাসমান অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার সমষ্টিকে _________ বলে [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মেঘ

36. _________ অঞ্চলে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- নাতিশীতোষ্ণ

37. পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

38. জলীয়বাষ্প লীনতাপ ত্যাগ করে জলকণায় পরিণত হলে এই প্রক্রিয়াকে_________ বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ঘনীভবন

39. বৃষ্টিপাত উন্নতা কমাতে সাহায্য করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

40. পর্বতে বাধা পেয়ে যে বৃষ্টি ঘটে তাকে_________ বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শৈলোৎক্ষেপ

41. পর্বতের _________ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- প্রতিবাত

42. বৃষ্টিপাত কয়প্রকার? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- তিনপ্রকার

43. যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হল ওই বায়ুর _________ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শিশিরাঙ্ক

44. পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে _________ বৃষ্টিপাত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শৈলোৎক্ষেপ

45. একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম করো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- দাক্ষিণাত্যের মালভূমি।

46. চেরাপুঞ্জির মৌসিনরামের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ_________ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 11777 মিমি

47. বৈশাখ মাসের অপরাহ্নে মাঝেমাঝে যে মেঘ দেখা যায় তার নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কিউমুলোনিম্বাস।

48. পর্বতের _________ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- প্রতিবাত।

49. সবথেকে উচ্চতম মেঘের উচ্চতা কত ?

উত্তর:- 20,000 ফুট ।

50. সিরাস মেঘ কীরুপ দেখতে ?

উত্তর:- সিরাস মেঘ স্বচ্ছ ও সাদা রঙের এবং দেখতে অনেকটা হালকা পালকের মতো ।

51. ‘ ম্যাকারেল আকাশ কাকে বলে ?

 উত্তর:- পেঁজা তুলোর মতো দেখতে সিরোকিউমুলাস মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ‘ ম্যাকারেল , আকাশ ’ বলে ।

52. অল্টোস্ট্যাটাস মেঘ কীসের পূর্বাভাস দেয় ?

উত্তর:- অল্টোস্ট্রাটাস মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় ।

53. নিম্ন উচ্চতার মেঘের গড় উচ্চতা কত ?

 উত্তর:- 6500 ফুট ।

54. স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম কী ?

উত্তর:- Bumpy cloud [ বাম্পি ক্লাউড ] ।

55. কোন্ মেঘের জন্য বজ্রপাতসহ বৃষ্টিপাত হয় ? এই মেঘের অপর নাম কী ?

উত্তর:- কিউমুলোনিম্বাস মেঘের জন্য বজ্রপাতসহ বৃষ্টি হয় । এই মেঘের অপর নাম Thunder cloud ‘ থান্ডার ক্লাউড ‘ ।

56. মেঘ কীভাবে সৃষ্টি হয় এককথায় লেখো ।

উত্তর:- সূর্যের তাপে সমুদ্র , নদী , পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মিশে ধূলিকণা অবলম্বন করে মেঘ সৃষ্টি হয় ।

57. বায়ুর কোন্ স্তরে মেঘ সৃষ্টি হয় ?

উত্তর:- বায়ুর টুপোস্ফিয়ার স্তরে মেঘ সৃষ্টি হয় ।

58. বাষ্পীভবন কী ?

উত্তর:- জল যখন বাষ্পে পরিণত হয় তাকে বাষ্পীভবন বলে ।

অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস

অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তমপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশপড়ুন

Dear student

“অষ্টম শ্রেণীর ভূগোল – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

অষ্টম শ্রেণীর Geography Suggestion | West Bengal Class Class 8 (Class 8th) Geography Qustion and Answer Suggestion

” অষ্টম শ্রেণীর ভূগোল –  মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Class 8 | WB Class 8 | অষ্টম শ্রেণীর | Class 8 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam | Class 8 Class 8th | WB Class 8 | Class 8 Pariksha  )

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(অষ্টম শ্রেণীর Geography Suggestion / West Bengal Class 8 Question and Answer, Suggestion / অষ্টম শ্রেণীর Class 8th Geography Suggestion  / অষ্টম শ্রেণীর Geography Question and Answer  / Class 8 Geography Suggestion  / Class 8 Pariksha Suggestion  / অষ্টম শ্রেণীর Geography Exam Guide  / অষ্টম শ্রেণীর Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / অষ্টম শ্রেণীর Geography Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর Geography Question and Answer Suggestion  অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর শ্রেণির ইতিহাস

West Bengal Class 8 Geography Suggestion  Download অষ্টম শ্রেণীর Class 8th Geography short question suggestion  . অষ্টম শ্রেণীর Geography Suggestion   download Class 8th Question Paper  Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Que stion and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad