সপ্তম শ্রেণীর ভূগোল – ভূমিরূপ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography Question and Answer | Class 7 Geography Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । সপ্তম শ্রেণীর ভূগোল – ভূমিরূপ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography Question and Answer | Class 7 Geography Question and Answer । যা তোমাদের সপ্তম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

সপ্তম শ্রেণীর ভূগোল – ভূমিরূপ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography Question and Answer | Class 7 Geography Question and Answer

সপ্তম শ্রেণীর ভূগোল – ভূমিরূপ MCQ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography MCQ Question and Answer |

1. পৃথিবীর ছাদ বলা হয়—

[A] পামির

[B] লাদাখ

[C] তিব্বত

[D] দাক্ষিণাত্যের মালভূমিকে

উত্তর:- [A] পামির

2. লাভা সশ্চিত হয়ে সৃষ্টি হয়—

[A] আগ্নেয় পর্বত

[B] ভঙ্গিল পর্বত

[C] স্তূপ পর্বত

[D] ক্ষয়জাত পর্বত

উত্তর:- [A] আগ্নেয় পর্বত

3. ভূমিরূপ নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—

[A] ভূমির ঢাল

[B] মাটি

[C] উচ্চতা

[D] গঠন

উত্তর:- [C] উচ্চতা

4. যেখানে বিভিন্ন পর্বতশ্রেণি পরস্পর মিলিত হয়, তাকে বলে –

[A] পর্বতগ্রন্থি

[B] পর্বতশ্রেণি

[C] পর্বতশৃঙ্গ

[D] মাউন্ট

উত্তর:- [A] পর্বতগ্রন্থি

5. মাউন্ট এভারেস্ট হল একটি—

[A] পর্বতশৃঙ্গ

[B] পর্বতশ্রেণি

[C] পর্বতগ্রন্থি

[D] উপত্যকা

উত্তর:- [A] পর্বতশৃঙ্গ

6. ভাঁজ দেখা যায়—

[A] ভঙ্গিল পর্বতে

[B] ক্ষয়জাত পর্বতে

[C] স্তূপ পর্বতে

[D] আগ্নেয় পর্বতে

উত্তর:- [D] আগ্নেয় পর্বতে

7. রকি পর্বতমালা দেখা যায়—

[A] উত্তর আমেরিকা

[B] এশিয়া

[C] ইউরোপ

[D] দক্ষিণ আমেরিকা মহাদেশে

উত্তর:- [A] উত্তর আমেরিকা

8. পৃথিবীর ছাদ বলা হয়—

[A] পামির

[B] লাদাখ

[C] তিব্বত

[D] দাক্ষিণাত্যের মালভূমিকে

উত্তর:- [A] পামির

9. জাপানের ফুজিয়ামা হল একটি

[A] স্কুপ পর্বত

[B] আগ্নেয় পর্বত

[C] ভঙ্গিল পর্বত

[D] ক্ষয়জাত পর্বত

উত্তর:- [B] আগ্নেয় পর্বত

10. মাউন্ট এভারেস্ট হল একটি—

[A] পর্বতশৃঙ্গ

[B] পর্বতশ্রেণি

[C] পর্বতগ্রন্থি

[D] উপত্যকা

উত্তর:- [A] পর্বতশৃঙ্গ

11. লাভা মালভূমি হল একটি—

[A] সঞ্চয়জাত

[B] ক্ষয়জাত

[C] ব্যবচ্ছিন্ন

[D] মহাদেশীয় যালভূমি

উত্তর:- [A] সঞ্চয়জাত

12. পৃথিবীর স্থলভাগের অধিকাংশই—

[A] সমভূমি

[B] মালভূমি

[C] পার্বত্যভূমি

[D] পাহাড়ি অঞ্চল

উত্তর:- [B] মালভূমি

13. যেসব উচ্চভূমির চারদিকের ঢাল বেশ খাড়া কিন্তু ওপরটা সমতল অর্থাৎ কিছুটা টেবিলের মতো, তাদের বলে—

[A] সমভূমি

[B] মালভূমি

[C] পাহাড়

[D] পর্বত

উত্তর:- [B] মালভূমি

14. হিমালয় একটি

[A] ভঙ্গিল পর্বত

[B] স্কুপ পর্বত

[C] আগ্নেয় পর্বত

[D] ক্ষয়জাত পর্বত

উত্তর:- [A] ভঙ্গিল পর্বত

15. ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া একটি—

[A] ভঙ্গিল পর্বত

[B] স্কুপ পর্বত

[C] আগ্নেয় পর্বত

[D] ক্ষয়জাত পর্বতের উদাহরণ

উত্তর:- [C] আগ্নেয় পর্বত

16. অল্প দূর বিস্তৃত নাতিউচ্চ শিলাস্তূপকে বলে—

[A] পর্বত

[B] পাহাড়

[C] মালভূমি

[D] সমভূমি

উত্তর:- [B] পাহাড়

17. সর্বাধিক জনঘনত্ব দেখা যায়—

[A] সমভূমি অঞ্চলে

[B] পার্বত্য অঞ্চলে

[C] পাহাড়ি অঞ্চলে

[D] মালভূমি অঞ্চলে

উত্তর:- [A] সমভূমি অঞ্চলে

18. সমভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে—

[A] 300 মিটারের কম

[B] 300 মিটারের বেশি

[C] 600 মিটারের বেশি

[D] 900 মিটারের বেশি

উত্তর:- [A] 300 মিটারের কম

19. মালভূমির অপর নাম—

[A] টেবিলল্যান্ড

[B] হিন্টারল্যান্ড

[C] পোল্ডারল্যান্ড

[D] কমপাউন্ড ল্যান্ড

উত্তর:- [A] টেবিলল্যান্ড

20. ভূমির উচ্চতা, গঠন, ঢাল, বন্ধুরতা ইত্যাদির ওপর ভিত্তি করে ভূমিরূপকে ভাগ করা যায়—

[A] পাঁচটি ভাগে

[B] চারটি ভাগে

[C] তিনটি ভাগে

[D] দুটি ভাগে

উত্তর:- [C] তিনটি ভাগে

21. দুটি পর্বতের মাঝের নীচু অংশকে—

[A] উপত্যকা

[B] শৃঙ্গ

[C] ভাজ

[D] অ্যান্টিক্লাইন বলে

উত্তর:- [A] উপত্যকা

22. স্তূপ পর্বতের মস্তকভাগের আকৃতি—

[A] শকুর মতো

[B] চ্যাপটা

[C] গোলাকার

[D] গম্বুজের মতো

উত্তর:- [B] চ্যাপটা

23. জাপানের ফুজিয়ামা হল একটি

[A] স্কুপ পর্বত

[B] আগ্নেয় পর্বত

[C] ভঙ্গিল পর্বত

[D] ক্ষয়জাত পর্বত

উত্তর:- [B] আগ্নেয় পর্বত

24. লাভা মালভূমি হল একটি—

[A] সঞ্চয়জাত

[B] ক্ষয়জাত

[C] ব্যবচ্ছিন্ন

[D] মহাদেশীয় যালভূমি

উত্তর:- [A] সঞ্চয়জাত

25. যেসব উচ্চভূমির চারদিকের ঢাল বেশ খাড়া কিন্তু ওপরটা সমতল অর্থাৎ কিছুটা টেবিলের মতো, তাদের বলে—

[A] সমভূমি

[B] মালভূমি

[C] পাহাড়

[D] পর্বত

উত্তর:- [B] মালভূমি

26. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি গঠিত হয়েছে–

[A] গঙ্গানদীর মোহনায়

[B] নীলনদের মোহনায়

[C] সিন্ধুনদের মোহনায়

[D] ব্রহ্মপুত্র নদের মোহানায়

উত্তর:- [A] গঙ্গানদীর মোহনায়

27. শিলাস্তরে ফাটলের ফলে সৃষ্টি হয়—

[A] ভঙ্গিল পর্বত

[B] স্তূপ পর্বত

[C] আগ্নেয় পর্বত

[D] ক্ষয়জাত পর্বত

উত্তর:- [B] স্তূপ পর্বত

28. পর্বতের আকৃতি—

[A] ত্রিকোণাকার

[B] চৌকাকার

[C] টেবিলাকৃতি

[D] বৃত্তকার

উত্তর:- [A] ত্রিকোণাকার

29. জাপানের ফুজিয়ামা হল একটি

[A] স্কুপ পর্বত

[B] আগ্নেয় পর্বত

[C] ভঙ্গিল পর্বত

[D] ক্ষয়জাত পর্বত

উত্তর:- [B] আগ্নেয় পর্বত

30. পৃথিবীর স্থলভাগের অধিকাংশই—

[A] সমভূমি

[B] মালভূমি

[C] পার্বত্যভূমি

[D] পাহাড়ি অঞ্চল

উত্তর:- [B] মালভূমি

31. মালভূমির অপর নাম—

[A] টেবিলল্যান্ড

[B] হিন্টারল্যান্ড

[C] পোল্ডারল্যান্ড

[D] কমপাউন্ড ল্যান্ড

উত্তর:- [A] টেবিলল্যান্ড

32. রকি পর্বতমালা দেখা যায়—

[A] উত্তর আমেরিকা

[B] এশিয়া

[C] ইউরোপ

[D] দক্ষিণ আমেরিকা মহাদেশে

উত্তর:- [A] উত্তর আমেরিকা

33. শিলাস্তরে ফাটলের ফলে সৃষ্টি হয়—

[A] ভঙ্গিল পর্বত

[B] স্তূপ পর্বত

[C] আগ্নেয় পর্বত

[D] ক্ষয়জাত পর্বত

উত্তর:- [B] স্তূপ পর্বত

34. মধ্য ভারতের সাতপুরা হল—

[A] স্তূপ পর্বত

[B] আগ্নেয় পর্বত

[C] ক্ষয়জাত পর্বত

[D] ভঙ্গিল পর্বত

উত্তর:- [A] স্তূপ পর্বত

35. পৃথিবীর স্থলভাগের অধিকাংশই—

[A] সমভূমি

[B] মালভূমি

[C] পার্বত্যভূমি

[D] পাহাড়ি অঞ্চল

উত্তর:- [B] মালভূমি

36. বায়ুবাহিত বালি বহু দূরবর্তী স্থানে সণিত হলে সৃষ্টি হয়—

[A] পলি সমভূমি

[B] লোয়েস সমভূমি

[C] উপকূলীয় সমভূমি

[D] লাভা সমভূমি

উত্তর:- [B] লোয়েস সমভূমি

37. যেসব উচ্চভূমির চারদিকের ঢাল বেশ খাড়া কিন্তু ওপরটা সমতল অর্থাৎ কিছুটা টেবিলের মতো, তাদের বলে—

[A] সমভূমি

[B] মালভূমি

[C] পাহাড়

[D] পর্বত

উত্তর:- [B] মালভূমি

38. মালভূমির অপর নাম—

[A] টেবিলল্যান্ড

[B] হিন্টারল্যান্ড

[C] পোল্ডারল্যান্ড

[D] কমপাউন্ড ল্যান্ড

উত্তর:- [A] টেবিলল্যান্ড

39. স্তূপ পর্বতের মস্তকভাগের আকৃতি—

[A] শকুর মতো

[B] চ্যাপটা

[C] গোলাকার

[D] গম্বুজের মতো

উত্তর:- [B] চ্যাপটা

40. হিমালয় একটি

[A] ভঙ্গিল পর্বত

[B] স্কুপ পর্বত

[C] আগ্নেয় পর্বত

[D] ক্ষয়জাত পর্বত

উত্তর:- [A] ভঙ্গিল পর্বত

সপ্তম শ্রেণীর ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | সপ্তম শ্রেণীর ভূগোল – ভূমিরূপ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography SAQ Question and Answer |

1. ভারতের বৃহত্তম মালভূমির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- দাক্ষিণাত্য মালভূমি।

2. সব ধরনের পর্বতের মধ্যে _________পর্বতের উচ্চতা সবচেয়ে বেশি। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ভঙিাল

3. জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি_________ পর্বতের উদাহরণ। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- স্তূপ

4. মালভূমি অঞ্চলে খনিজ উত্তোলনভিত্তিক কাজকর্মের বিকাশ ঘটেছে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

5. দুটি পর্বতের মাঝের নীচু অংশ, যেখান দিয়ে নদী প্রবাহিত হয়, তাকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- উপত্যকা।

6. সমভূমি অঞ্চল উর্বর প্রকৃতির হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

7. আরাবল্লি পৃথিবীর অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

8. আগ্নেয় পর্বতের আকৃতি_________মতো হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শঙ্কুর

9. বহুদূর বিস্তৃত শিলাময় ভূমিরূপ যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটারের বেশি, তাকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- পর্বত।

10. ফ্রান্সের ভোজ একটি _________পর্বত। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সুপ।

11. ভূগর্ভের লাভা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে যে বিস্তৃত সমতল ভূমিরূপ সৃষ্টি করেছে, তাকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- লাভাগঠিত সমভূমি।

12. পার্বত্য অকূলে পরিবহণ ব্যবস্থা উন্নত ধরনের। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

13. দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ চাপের ফলে উঁচু হয়ে কোন্ পর্বত গঠন করে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- স্তূপ পর্বত।

14. পৃথিবীর ভিতরকার ও বাইরের শক্তির প্রভাবে সকলপ্রকার সমভূমি সৃষ্টি হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

15. ভারতের সাতপুরা _________ পর্বত। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- স্তূপ

16. দক্ষিণ আমেরিকার _________ পৃথিবীর বিখ্যাত সমভূমি অঞ্চল। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- পম্পাস

17. পর্বতের আকার গম্বুজের মতো হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

18. পৃথিবীর বেশিরভাগ সমভূমি _________ পলি সয়ের ফলে সৃষ্টি হয়েছে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- নদনদীর

19. নদী, বায়ু, হিমবাহ প্রস্তুতির প্রভাবে ভুগতে যে ক্ষয় ও সঞ্চয় কম হয়, সেটি কোন্ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বহির্জাত শক্তি।

20. পৃথিবীর সর্ববৃহৎ পর্বতবেষ্টিত মালভূমি হল _________ মালভূমি। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- তিব্বত

21. গাঙ্গেয় সমভূমি পলিগঠিত সমভূমির একটি উদাহরণ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

22. কোন্ মালভূমির দক্ষিণদিকে হিমালয় এবং উত্তরদিকে কুয়েনলুন পর্বত অবস্থিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- তিব্বত মালভূমি।

23. দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি ভঙ্গিল পর্বতের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- আন্দিজ।

24. দুটি ফাটলের মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে ওপরে উঠে গিয়ে কোন্ পর্বত সৃষ্টি করে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- স্তূপ পর্বত।

25. মালভূমির উপরিভাগ _________ প্রকৃতির। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- চ্যাপটা ও সমতল

26. ভারতের সাতপুরা _________ পর্বত। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- স্তূপ

27. পর্বতের একটিমাত্র শৃঙ্গ থাকে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

28. কোন্ পর্বত আগে অনেক উঁচু ছিল, কিন্তু এখন ক্ষয়প্রাপ্ত হয়ে নীচু হয়ে গেছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ক্ষয়জাত পর্বত।

29. নদীমাতৃক সভ্যতা _________-তে গড়ে ওঠে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সমভূমি

30. নদী উপত্যকা দ্বারা বিভক্ত মালভূমিকে _________ মালভূমি বলে [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ব্যবচ্ছিন্ন

সপ্তম শ্রেণীর থেকে সপ্তম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণীর থেকে সপ্তম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীরপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশপড়ুন

Dear student

“সপ্তম শ্রেণীর ভূগোল – ভূমিরূপ প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

সপ্তম শ্রেণীর Geography Suggestion | West Bengal Class Class 7 (Class 7th) Geography Qustion and Answer Suggestion

” সপ্তম শ্রেণীর ভূগোল –  ভূমিরূপ – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Class 7 | WB Class 7 | সপ্তম শ্রেণীর | Class 7 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 7 Exam | Class 7 Class 7th | WB Class 7 | Class 7 Pariksha  )

ভূমিরূপ প্রশ্ন ও উত্তর 

(সপ্তম শ্রেণীর Geography Suggestion / West Bengal Class 7 Question and Answer, Suggestion / সপ্তম শ্রেণীর Class 7th Geography Suggestion  / সপ্তম শ্রেণীর Geography Question and Answer  / Class 7 Geography Suggestion  / Class 7 Pariksha Suggestion  / সপ্তম শ্রেণীর Geography Exam Guide  / সপ্তম শ্রেণীর Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / সপ্তম শ্রেণীর Geography Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

ভূমিরূপ MCQ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর ভূগোল

ভূমিরূপ MCQ প্রশ্ন ও উত্তর | ভূমিরূপ সপ্তম শ্রেণীর Geography Question and Answer Suggestion  সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – ভূমিরূপ MCQ প্রশ্ন উত্তর।

ভূমিরূপ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর শ্রেণির ইতিহাস

West Bengal Class 7 Geography Suggestion  Download সপ্তম শ্রেণীর Class 7th Geography short question suggestion  . সপ্তম শ্রেণীর Geography Suggestion   download Class 7th Question Paper  Geography. WB Class 7 Geography suggestion and important question and answer. Class 7 Suggestion pdf.পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

সপ্তম শ্রেণীর ভূগোল – ভূমিরূপ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography Que stion and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad