সপ্তম শ্রেণীর ভূগোল – মাটিদূষণ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography Question and Answer | Class 7 Geography Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । সপ্তম শ্রেণীর ভূগোল – মাটিদূষণ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography Question and Answer | Class 7 Geography Question and Answer । যা তোমাদের সপ্তম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

সপ্তম শ্রেণীর ভূগোল – মাটিদূষণ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography Question and Answer | Class 7 Geography Question and Answer

সপ্তম শ্রেণীর ভূগোল – মাটিদূষণ MCQ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography MCQ Question and Answer |

1. একই শস্যের বহুবার চাষ করা হলে—

[A] মাটির উর্বরতা বৃদ্ধি পায়

[B] মাটির উর্বরতা হ্রাস পায়

[C] শস্যের উৎপাদন বৃদ্ধি পায়

[D] শস্যের উৎপাদন হ্রাস পায়

উত্তর:- [B] মাটির উর্বরতা হ্রাস পায়

2. অ্যাসিড বৃষ্টি দেখা যায়—

[A] গ্রামাঞ্চলে

[B] মফস্সলে

[C] শহরাঞ্চলে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] শহরাঞ্চলে

3. পুরুলিয়ার মাটি হল—

[A] রুক্ষ

[B] অতি উর্বর

[C] মাঝারি উর্বর

[D] অনুর্বর।

উত্তর:- [A] রুক্ষ

4. চেরনোবিল দুর্ঘটনার জন্য দায়ী—

[A] পারমাণবিক তেজস্ক্রিয়তা

[B] বিষাক্ত গ্যাস

[C] পারদ

[D] সিসা

উত্তর:- [A] পারমাণবিক তেজস্ক্রিয়তা

5. মাটিদূষণ ঘটায় না

[A] রাসায়নিক সার

[B] প্লাস্টিক

[C] জৈব সার

[D] পলিথিন

উত্তর:- [C] জৈব সার

6. তাপবিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত যে পদার্থ মাটিদূষণের জন্য দায়ী, সেটি হল—

[A] খনিজ তেল

[B] তেজস্ক্রিয় পদার্থ

[C] ফ্লাই অ্যাশ

[D] সিসা

উত্তর:- [C] ফ্লাই অ্যাশ

7. অ্যাসিড বৃষ্টি দেখা যায়—

[A] গ্রামাঞ্চলে

[B] মফস্সলে

[C] শহরাঞ্চলে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] শহরাঞ্চলে

8. পরিপোষক দূষণ দেখা যায়—

[A] কৃষিক্ষেত্রে

[B] শিল্পক্ষেত্রে

[C] বিদ্যুৎক্ষেত্রে

[D] চিকিৎসা ক্ষেত্রে

উত্তর:- [A] কৃষিক্ষেত্রে

9. মাটিতে সিমেন্ট, ইট, কাঠ, পাথর ও বিভিন্ন ময়লা ফেলার জন্য সৃষ্টি হয়—

[A] জলদূষণ

[B] মাটিদূষণ

[C] শব্দদূষণ

[D] বায়ুদূষণ

উত্তর:- [B] মাটিদূষণ

10. একই শস্যের বহুবার চাষ করা হলে—

[A] মাটির উর্বরতা বৃদ্ধি পায়

[B] মাটির উর্বরতা হ্রাস পায়

[C] শস্যের উৎপাদন বৃদ্ধি পায়

[D] শস্যের উৎপাদন হ্রাস পায়

উত্তর:- [B] মাটির উর্বরতা হ্রাস পায়

11. চেরনোবিল দুর্ঘটনা হয়—

[A] 1984 সালে

[B] 1986 সালে

[C] 1999 সালে

[D] 2011 সালে

উত্তর:- [B] 1986 সালে

12. অতিরিক্ত জলসেচের ফলে মৃত্তিকায় বৃদ্ধি পায়—

[A] অম্লতা

[B] লবণতা

[C] ক্ষারকীয়তা

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] লবণতা

13. গৃহস্থালির আবর্জনার উদাহরণ হল—

[A] প্লাস্টিক

[B] ফলমূলের খোসা

[C] পারদ

[D] অ্যাসিড

উত্তর:- [B] ফলমূলের খোসা

14. মাটিদূষণ ঘটায় না

[A] রাসায়নিক সার

[B] প্লাস্টিক

[C] জৈব সার

[D] পলিথিন

উত্তর:- [C] জৈব সার

15. তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হল—

[A] যানবাহনের ধোঁয়া

[B] অ্যাসিড বৃষ্টি

[C] পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

[D] কৃষিক্ষেত্র

উত্তর:- [C] পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

16. মাটিদূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়—

[A] কাকড়া

[B] মাছ

[C] কেঁচো

[D] ইঁদুর

উত্তর:- [C] কেঁচো

17. ভোপাল দুর্ঘটনার জন্য দায়ী—

[A] বিষাক্ত গ্যাস

[B] পারমাণবিক

[B] তেজস্ক্রিয়তা

[D] পারদ

উত্তর:- [A] বিষাক্ত গ্যাস

18. বাড়ি, বাজার, হাসপাতাল, শহরের আবর্জনার স্তুপে জন্মায়—

[A] ভাইরাস ও ব্যাকটেরিয়া

[B] ধোয়া

[C] তেজস্ক্রিয় পদার্থ

[D] কীটনাশক

উত্তর:- [A] ভাইরাস ও ব্যাকটেরিয়া

19. চেরনোবিল দুর্ঘটনা হয়—

[A] 1984 সালে

[B] 1986 সালে

[C] 1999 সালে

[D] 2011 সালে

উত্তর:- [B] 1986 সালে

20. একই শস্যের বহুবার চাষের ফলে—

[A] মাটিতে জৈবপদার্থের অভাব হয়

[B] মাটির উর্বরতা কমে যায়

[C] মাটির পোকামাকড় মারা যায়

[D] মাটির ক্ষয় হয়

উত্তর:- [B] মাটির উর্বরতা কমে যায়

21. অম্লবৃষ্টির ফলে দূষিত হয়—

[A] বাতাস

[B] বাতাস ও জল

[C] জল ও মাটি

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] জল ও মাটি

22. অজৈব সার ব্যবহারের ফলে জমির—

[A] অম্লত্ব বাড়ে

[B] লবণতা বাড়ে

[C] অম্লত্ব কমে

[D] ক্ষারত্ব বাড়ে

উত্তর:- [A] অম্লত্ব বাড়ে

23. বাড়ি, বাজার, হাসপাতাল, শহরের আবর্জনার স্তুপে জন্মায়—

[A] ভাইরাস ও ব্যাকটেরিয়া

[B] ধোয়া

[C] তেজস্ক্রিয় পদার্থ

[D] কীটনাশক

উত্তর:- [A] ভাইরাস ও ব্যাকটেরিয়া

24. কলকারখানার ধোঁয়ার জন্য সৃষ্টি হয়—

[A] অম্লবৃষ্টি

[B] ফ্লাই অ্যাশ

[B] দাবানল

[D] যানজট

উত্তর:- [A] অম্লবৃষ্টি

25. মাটির একটি উল্লেখযোগ্য দৃষক হল—

[A] প্লাস্টিক

[B] লোহাপিন্ড

[B] ডিটারজেন্ট

[D] কোনোটিই নয়

উত্তর:- [A] প্লাস্টিক

26. তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হল—

[A] যানবাহনের ধোঁয়া

[B] অ্যাসিড বৃষ্টি

[C] পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

[D] কৃষিক্ষেত্র

উত্তর:- [C] পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

27. গৃহস্থালির আবর্জনার উদাহরণ হল—

[A] প্লাস্টিক

[B] ফলমূলের খোসা

[B] পারদ

[D] অ্যাসিড

উত্তর:- [B] পারদ

28. একই শস্যের বহুবার চাষ করা হলে—

[A] মাটির উর্বরতা বৃদ্ধি পায়

[B] মাটির উর্বরতা হ্রাস পায়

[C] শস্যের উৎপাদন বৃদ্ধি পায়

[D] শস্যের উৎপাদন হ্রাস পায়

উত্তর:- [B] মাটির উর্বরতা হ্রাস পায়

29. পুরুলিয়ার মাটি হল—

[A] রুক্ষ

[B] অতি উর্বর

[C] মাঝারি উর্বর

[D] অনুর্বর।

উত্তর:- [A] রুক্ষ

30. চেরনোবিল দুর্ঘটনার জন্য দায়ী—

[A] পারমাণবিক তেজস্ক্রিয়তা

[B] বিষাক্ত গ্যাস

[C] পারদ

[D] সিসা

উত্তর:- [A] পারমাণবিক তেজস্ক্রিয়তা

31. কলকারখানার ধোঁয়ার জন্য সৃষ্টি হয়—

[A] অম্লবৃষ্টি

[B] ফ্লাই অ্যাশ

[C] দাবানল

[D] যানজট

উত্তর:- [A] অম্লবৃষ্টি

32. অতিরিক্ত জলসেচের ফলে মৃত্তিকায় বৃদ্ধি পায়—

[A] অম্লতা

[B] লবণতা

[C] ক্ষারকীয়তা

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] লবণতা

33. অম্লবৃষ্টির ফলে দূষিত হয়—

[A] বাতাস

[B] বাতাস ও জল

[C] জল ও মাটি

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] জল ও মাটি

34. বাড়ি, বাজার, হাসপাতাল, শহরের আবর্জনার স্তুপে জন্মায়—

[A] ভাইরাস ও ব্যাকটেরিয়া

[B] ধোয়া

[C] তেজস্ক্রিয় পদার্থ

[D] কীটনাশক

উত্তর:- [A] ভাইরাস ও ব্যাকটেরিয়া

35. চেরনোবিল দুর্ঘটনার জন্য দায়ী—

[A] পারমাণবিক তেজস্ক্রিয়তা

[B] বিষাক্ত গ্যাস

[C] পারদ

[D] সিসা

উত্তর:- [A] পারমাণবিক তেজস্ক্রিয়তা

36. মাটির একটি উল্লেখযোগ্য দৃষক হল—

[A] প্লাস্টিক

[B] লোহাপিন্ড

[C] ডিটারজেন্ট

[D] কোনোটিই নয়

উত্তর:- [A] প্লাস্টিক

37. মাটিতে সিমেন্ট, ইট, কাঠ, পাথর ও বিভিন্ন ময়লা ফেলার জন্য সৃষ্টি হয়—

[A] জলদূষণ

[B] মাটিদূষণ

[C] শব্দদূষণ

[D] বায়ুদূষণ

উত্তর:- [B] মাটিদূষণ

38. মাটির সঙ্গে প্লাস্টিক মিশে তার স্বাভাবিক উর্বরাশক্তিকে—

[A] বাড়ায়

[B] কমায়

[C] একইরকম রাখে

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] কমায়

39. অতিরিক্ত জলসেচের ফলে মৃত্তিকায় বৃদ্ধি পায়—

[A] অম্লতা

[B] লবণতা

[C] ক্ষারকীয়তা

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] লবণতা

40. মৃত্তিকায় জৈবরুপে পচনশীল নয় এমন বস্তুটি হল—

[A] কাগজ

[B] কাঠ

[C] প্লাস্টিক

[D] আবর্জনা

উত্তর:- [C] প্লাস্টিক

সপ্তম শ্রেণীর ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | সপ্তম শ্রেণীর ভূগোল – মাটিদূষণ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography SAQ Question and Answer |

1. জল দূষণ কাকে বলে?

উত্তর:- জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক ও জৈব পদার্থ, ক্ষতিকারক জীবাণু মিশে জল যখন মানুষ ও অন্যান্য প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এবং বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়লে, তাকে জলদূষণ বলে।

2. জলদূষণের ফলে মানুষের শরীরে কোন কোন রোগ দেখা যায়?

উত্তর:- জলদূষণের ফলে মানুষের শরীরে কলেরা, আমাশয়, জন্ডিস, আন্ত্রিক, টাইফয়েড, পোলিও প্রভৃতি রোগ হয়ে থাকে।

3. পৃথিবীর মোট জলের কত শতাংশ সমুদ্রের জল?

উত্তর:- পৃথিবীর মোট জলের প্রায় 97 ভাগই সমুদ্রের জল।

4. পৃথিবীতে স্বাদু জলের পরিমাণ কত?

উত্তর:- মাত্র 3 শতাংশ

5. জলের কোন দূষণের ফলে মিনামাটা রোগ হয়?

উত্তর:- পারদ দূষণের ফলে।

6. ইউট্রোফিকেশন কি?

উত্তর:- জমিতে ব্যবহৃত সার বৃষ্টির জলের মাধ্যমে বা সাবান ও ডিটারজেন্টের ফসফেট মিশ্রিত জল পুকুরে গিয়ে মিশলে জলে পুষ্টি মৌলের পরিমাণ বেড়ে যায় বলে, যার ফলে আগাছা, শৈবাল ও কচুরি পানার পরিমাণ অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় বলে প্রচুর মাছ ও জলজ প্রাণী মারা যায়, একে ইউট্রোফিকেশন বলে।

7. পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় জলে আর্সেনিক পাওয়া যায়?

উত্তর:- পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটির নিচের জলে অনেক বেশি মাত্রায় আর্সেনিক পাওয়া যায়।

8. ব্ল্যাক ফুট ব্যাধি কি?

উত্তর:- অনেক দিন ধরে আর্সেনিক মিশ্রিত জল পান করার ফলে হাতের চেটো ও পায়ের তলায় যে কালো কালো ক্ষত হয়। তাকে ব্ল্যাক ফুট ব্যাধি বলে।

9. জলের ফ্লুরাইড দূষণের ফলে কোন রোগ হয়?

উত্তর:- ফ্লুরো সিস

10. জলের ক্যাডমিয়াম দূষণের ফলে কোন অসুখ হয়?

উত্তর:- ইতাই – ইতাই অসুখ

11. কোন রাসায়নিক জলের জীবাণু নষ্ট করতে সাহায্য করে?

উত্তর:- নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন।

12. জলকে জীবাণু মুক্ত করতে কত ডিগ্রি উষ্ণতায় কত সময় ফোটানো উচিত?

উত্তর:- 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 মিনিট ফোটালেই জলের বেশির ভাগ জীবাণু নষ্ট হয়ে যায়।

13. জল দূষণ প্রতিরোধের উপায়?

উত্তর:- জল দূষণ নিয়ন্ত্রণ করার উপায় গুলি হল – ক] জলে নোংরা আবর্জনা ফেলা, কাপড় কাঁচা, গরু মোষ স্নান করা বন্ধ করতে হবে। খ] চাষের খেতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা যাবে না। গ] শহর, কারখানার দূষিত জল পরিশোধন করে তারপর নদী, সমুদ্রে ফেলা উচিত। ঘ] বিদ্যুৎ কেন্দ্র গুলির উত্তপ্ত জল ঠান্ডা করে তার পর নদী, সমুদ্রে ফেলতে হবে। ঙ] সর্ব পরি সাধারণ মানুষ কে সচেতন করে, জলের অপচয় বন্ধ করতে হবে।

14. জল দূষণের কারণ লেখ?

উত্তর:- নানা রকম মানবিক কার্য কলাপের ফলে জল দূষিত হয়ে থাকে। যেমন – ক] শিল্প কারখানা – বড়ো শিল্প কারখানা গুলি থেকে নির্গত জলে প্রচুর দূষিত পদার্থ মিশে থাকে, যা সরাসরি জলাশয়ে ফেলা হয় বলে জল দূষিত হয়। খ] গৃৃহস্থালি – গৃহস্থালির অবশিষ্ট জিনিস পত্র, নোংরা আবর্জনা, নোংরা জল প্রভৃতি পার্শ্ববর্তী পুকুর বা অন্যান্য জলাশয়ে ফেলার ফলে জল দূষিত হয়। গ] কৃষি ক্ষেত্র – কৃষি কাজে ব্যবহৃত প্রচুর পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক, আগাছা নাশক প্রভৃতি বৃষ্টির জলে ধুয়ে নিকটবর্তী জলাশয়ে মিশে জল কে দূষিত করে। এছাড়া এই গুলি ভৌম জলে প্রবেশ করে ভৌম জলকেও দূষিত করে। ঘ] খনিজ তেল – অনেক সময় তেল বহনকারী ট্যাঙ্কার গুলি থেকে বিভিন্ন কারণে প্রচুর তেল সমুদ্রে জলে পরে বিস্তৃর্ন অঞ্চলের জলকে দূষিত করে দেয়। ঙ] তাপীয় দূষণ – বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র গুলি থেকে উত্তপ্ত গরম জলকে ঠান্ডা না করেই নদীতে ফেলে দেওয়া হয় বলে, সেই উত্তপ্ত জলের সংস্পর্শে এসে প্রচুর জলজ জীব মারা যায় ও জল দূষিত হয়।

15. মাটি দূষণ কাকে বলে?

উত্তর:- মাটিতে বিভিন্ন রকম দূষিত পদার্থের মিশ্রণ জনিত কারণে মাটির উর্বরতা শক্তি ও গুন মান হ্রাস পেলে তাকে মাটি দূষণ বলে।

16. মাটি দূষণের কারণ কি?

উত্তর:- জনসংখ্যা অত্যাধিক বৃদ্ধি মাটি দূষণের অন্যতম প্রধান কারণ। নিম্নলিখিত কারণ গুলির জন্য মাটি দূষিত হয়ে থাকে। ক] নগরায়ণ – বর্ধিত মানুষের বাসস্থানের জোগান দেওয়া র জন্য প্রচুর পরিমাণে বৃক্ষ চ্ছেদণ করা হচ্ছে। যার ফলে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা মাটির গুণমান হ্রাস এর অন্যতম প্রধান কারণ। খ] কৃষিকাজ – প্রচুর পরিমাণ জন সংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে কৃষি জমিতে অনেক বেশি পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করা হচ্ছে। যা মাটি দূষণের প্রধান কারন। গ] শিল্প কারখানা – শিল্প কারখানার দূষিত বর্জ্য পদার্থ গুলি পরিশোধন না করেই যেখানে সেখানে ফেলার ফলে মাটি দূষিত হয়। ঘ] গৃৃহস্থলি – বাড়ির ব্যবহৃত পলিথিন, প্লাস্টিক, হাসপাতালের আবর্জনা, মল মূত্র প্রভৃতি কারণেও মাটি দূষিত হয়। ঙ] বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র গুলির বিষাক্ত পদার্থ দ্বারা মাটি দূষণ ঘটে।

17. ভারতের ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল?

উত্তর:- 1984 সালে

18. ইউক্রেনের চার্নবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কত সালে বিস্ফোরণ ঘটে?

উত্তর:- 1986 সালে

19. প্রকৃতির সব থেকে বড়ো দান কোনটি?

উত্তর:- মাটি প্রকৃতির সব থেকে বড়ো দান।

20. মাটি কোথায় রয়েছে?

উত্তর:- পৃথিবীর স্থলভাগের উপরের স্তরে মাটি রয়েছে।

21. মাটি কীভাবে সৃষ্টি হয়েছে?

উত্তর:- হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা ক্ষয় হয়ে মাটির সৃষ্টি হয়েছে।

22. মাটির ক্ষয় ও দূষণের প্রধান কারণ কী ?

উত্তর:- প্রবল জনসংখ্যা বৃদ্ধির চাপে মাটির অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত ব্যবহার মাটির ক্ষয় ও দূষণের প্রধান কারণ।

23. কোন্ কোন্ পদার্থ মাটিতে মেশে না ?

উত্তর:- পলিথিন, প্লাস্টিক মাটিতে মিশে যায় না।

24. রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে কী হয়?

উত্তর:- মাটিতে থাকা ছোটো প্রাণী ও পোকামাকড় মারা যায়।

25. অ্যাসিড বৃষ্টি কোন্ দূষণের ফলে হয়ে থাকে ?

উত্তর:- কলকারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণেও যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় বায়ুদূষণ ঘটলে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে।

26. সার কয়প্রকার ও কী কী?

উত্তর:- সার দুই প্রকার। যথা—জৈব সার ও অজৈব সার।

27. স্থলভাগের মোট কত শতাংশ স্থানে পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ বাস করছে?

উত্তর:- পৃথিবীর স্থলভাগের মোট 30 শতাংশ ভাগে মোট জনসংখ্যার 90 শতাংশ মানুষ বাস করে।

28. ফসলে থেকে কীভাবে ক্যানসার হতে পারে?

উত্তর:- ফসলে কীটনাশকের অংশ থেকে গেলে তা থেকে ক্যানসারও হতে পারে।

29. ভাইরাস ও ব্যাকটেরিয়া কোথায় জন্মায় ?

উত্তর:- বাড়ি, বাজার, হাসপাতাল ও শহরের আবর্জনার স্তূপে ভাইরাস ও ব্যাকটেরিয়া জন্মায়।

30. প্লাস্টিক কী?

উত্তর:- প্লাস্টিক হল একপ্রকার কৃত্রিম জৈব যৌগ ও অপচনশীল পদার্থ।

31. কত সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটে?

উত্তর:- 1984 সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটে।

32. ইউক্রেনে কোথায় কত সালে দুর্ঘটনা ঘটে?

উত্তর:- 1986 সালে ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে দুর্ঘটনা ঘটে।

33. ইটভাটা থেকে কীভাবে মাটি ক্ষয় হতে থাকে ?

উত্তর:- ইটভাটায় ইট তৈরির জন্য অতিরিক্ত মাটি কাটার কারণে মাটির ক্ষয় হয়।

34. একই শস্য বহুবার চাষ করলে কী হয়?

উত্তর:- জমিতে একই শস্য বহুবার চাষ করলে মাটির উর্বরতা কমে যায়।

35. চটের থলের পরিবর্তে পলিথিন ব্যবহার করা উচিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

36. মৃত্তিকাদূষণের একটি পরোক্ষ কারণের উদাহরণ দাও। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- মৃত্তিকায়।

37. কীটনাশক প্রয়োগ করলে শুধু শস্যের জীবন বাঁচে না, ক্ষতিও হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

38. যেসব পদার্থকে বারবার ব্যবহার করা যায়, তাদের কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- পুনর্নবীকরণযোগ্য পদার্থ।

39. মৃত্তিকাঙ্খিত বিভিন্ন প্রাণী [কেঁচো, পোকামাকড়] মাটির_________ বৃদ্ধি করে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- উর্বরতা।

40. মাটি দূষিত হলে মাটির গুণগত মান বা উর্বরতা বৃদ্ধি পায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা।

41. কৃষিক্ষেত্রে বেশিমাত্রায় জলসেচ করলে মাটিদূষণ হয় না। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা।

42. মানুষ ও পশুর মলমূত্র হল _________ মাটি দূষক। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জীবঘটিত

43. ইটভাটার ইট তৈরির জন্য অতিরিক্ত মাটি কাটা হলে মাটিয়বৃদ্ধি পায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

44. অ্যাসিড বৃষ্টির ফলে শুধু জল দূষিত হয়, মাটি দূষিত হয় না। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

45. জনসচেতনতা বাড়ালে মাটিদূষণ রোধ করা যাবে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

46. _________বৃষ্টি মাটিদূষণের অন্যতম কারণ। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- অ্যাসিড

47. চিকিৎসাকেন্দ্রের বর্জ্য পদার্থ মাটিতে মিশে মাটিদূষণ ঘটায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

48. মানুষ ও পশুর মলমূত্র হল _________ মাটি দূষক। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জীবঘটিত

49. মৃত্তিকাস্থিত বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ মারা গেলে মাটিতে হিউমাস সৃষ্টি হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

50. মাটি তার গুণগত মান বা উর্বরতা হারালে _________ হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মাটিদূষণ

51. সিসা, দস্তা, পারদ, নিকেল ইত্যাদি পদার্থ যা মাটিদূষণ ঘটায়, তাদের কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ধাতব বিষ।

52. ভোপাল দুর্ঘটনার জন্য দায়ী_________ গ্যাস। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মিথাইল আইসোসায়ানেট বা MIC

53. অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলে _________হয় যা মাটিদূষণ ঘটায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মাটিক্ষয়

54. 12 মাটিতে প্লাস্টিকের উপস্থিতি জলনিকাশি ব্যবস্থাকে বাধা দেয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

55. কোন্ বৃষ্টি মাটিতে অম্লতার পরিমাণ বাড়ায়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- অ্যাসিড বৃষ্টি।

56. সিসা, দস্তা, পারদ, নিকেল ইত্যাদি পদার্থ যা মাটিদূষণ ঘটায়, তাদের কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ধাতব বিষ।

57. মৃত্তিকাস্থিত বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ মারা গেলে মাটিতে হিউমাস সৃষ্টি হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

58. অ্যাসিড বৃষ্টির ফলে শুধু জল দূষিত হয়, মাটি দূষিত হয় না। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

59. পৃথিবীর মোট স্থলভাগের মাত্র _________ শতাংশে পৃথিবীর মোট জনসংখ্যার 90 শতাংশ মানুষ বাস করছে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 10

60. গ্রামাঞ্চলে মাটিদূষণের প্রধান কারণ হল অম্লবৃষ্টি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

61. চেরনোবিল দুর্ঘটনা হয় _________ দেশে [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ইউক্রেন

62. যেসব পদার্থকে বারবার ব্যবহার করা যায়, তাদের কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- পুনর্নবীকরণযোগ্য পদার্থ।

63. কীটনাশক প্রয়োগ করলে শুধু শস্যের জীবন বাঁচে না, ক্ষতিও হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

64. অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলে _________হয় যা মাটিদূষণ ঘটায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মাটিক্ষয়

সপ্তম শ্রেণীর থেকে সপ্তম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণীর থেকে সপ্তম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীরপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশপড়ুন

Dear student

“সপ্তম শ্রেণীর ভূগোল – মাটিদূষণ প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

সপ্তম শ্রেণীর Geography Suggestion | West Bengal Class Class 7 (Class 7th) Geography Qustion and Answer Suggestion

” সপ্তম শ্রেণীর ভূগোল –  মাটিদূষণ – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Class 7 | WB Class 7 | সপ্তম শ্রেণীর | Class 7 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 7 Exam | Class 7 Class 7th | WB Class 7 | Class 7 Pariksha  )

মাটিদূষণ প্রশ্ন ও উত্তর 

(সপ্তম শ্রেণীর Geography Suggestion / West Bengal Class 7 Question and Answer, Suggestion / সপ্তম শ্রেণীর Class 7th Geography Suggestion  / সপ্তম শ্রেণীর Geography Question and Answer  / Class 7 Geography Suggestion  / Class 7 Pariksha Suggestion  / সপ্তম শ্রেণীর Geography Exam Guide  / সপ্তম শ্রেণীর Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / সপ্তম শ্রেণীর Geography Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

মাটিদূষণ MCQ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর ভূগোল

মাটিদূষণ MCQ প্রশ্ন ও উত্তর | মাটিদূষণ সপ্তম শ্রেণীর Geography Question and Answer Suggestion  সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – মাটিদূষণ MCQ প্রশ্ন উত্তর।

মাটিদূষণ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর শ্রেণির ইতিহাস

West Bengal Class 7 Geography Suggestion  Download সপ্তম শ্রেণীর Class 7th Geography short question suggestion  . সপ্তম শ্রেণীর Geography Suggestion   download Class 7th Question Paper  Geography. WB Class 7 Geography suggestion and important question and answer. Class 7 Suggestion pdf.পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

সপ্তম শ্রেণীর ভূগোল – মাটিদূষণ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography Que stion and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad