সপ্তম শ্রেণীর ভূগোল – শিলা ও মাটি প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography Question and Answer | Class 7 Geography Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । সপ্তম শ্রেণীর ভূগোল – শিলা ও মাটি প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography Question and Answer | Class 7 Geography Question and Answer । যা তোমাদের সপ্তম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

সপ্তম শ্রেণীর ভূগোল – শিলা ও মাটি প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography Question and Answer | Class 7 Geography Question and Answer

সপ্তম শ্রেণীর ভূগোল – শিলা ও মাটি MCQ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography MCQ Question and Answer |

1. পরিবেশের একটি অজৈব উপাদান হল—

[A] মানুষ

[B] ব্যাকটেরিয়া

[C] মাটি

[D] কেঁচো

উত্তর:- [C] মাটি

2. সৌধ নির্মাণে ব্যবহৃত হয়—

[A] মারবেল

[B] ব্যাসল্ট

[C] কাদাপাথর

[D] বেলেপাথর

উত্তর:- [A] মারবেল

3. ভূপৃষ্ঠের শিলার আলগা আস্তরণকে বলে—

[A] হিউমাস

[B] রেগোলিথ

[C] মাটি

[D] শিলা

উত্তর:- [B] রেগোলিথ

4. কোন্‌টি খনিজ পদার্থ নয়?

[A] খাবার নুন

[B] বিটনুন

[C] ফটকিরি

[D] ডিটারজেন্ট

উত্তর:- [D] ডিটারজেন্ট

5. উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে মাটি সৃষ্টির হার—

[A] দ্রুত

[B] মাঝারি

[C] ধীর

[D] খুব ধীর

উত্তর:- [A] দ্রুত

6. আগ্নেয় শিলাকে বলা হয়—

[A] স্তরীভূত শিলা

[B] অস্তরীভূত শিলা

[C] রূপান্তরিত শিলা

[D] পাললিক শিলা

উত্তর:- [B] অস্তরীভূত শিলা

7. দোআঁশ মাটির জলধারণক্ষমতা—

[A] খুব বেশি

[B] মাঝারি

[C] কম

[D] বেশি

উত্তর:- [B] মাঝারি

8. পৃথিবীর জন্মের পরে যে শিলার সৃষ্টি হয়তা হল—

[A] পাললিক শিলা

[B] পলি

[C] আগ্নেয় শিলা

[D] রূপান্তরিত শিলা

উত্তর:- [C] আগ্নেয় শিলা

9. আগ্নেয় শিলার একটি উল্লেখযোগ্য উদাহরণ হল—

[A] বেলেপাথর

[B] ব্যাসল্ট

[C] কোয়ার্টজাইট

[D] চুনাপাথর

উত্তর:- [B] ব্যাসল্ট

10. এঁটেল মাটিতে বায়ুচলাচল ক্ষমতা—

[A] খুব বেশি

[B] বেশি

[C] মাঝারি

[D] খুব কম

উত্তর:- [D] খুব কম

11. এঁটেল মাটির জলধারণক্ষমতা—

[A] খুব বেশি

[B] বেশি

[C] কম

[D] মাঝারি

উত্তর:- [B] বেশি

12. সৌধ নির্মাণে ব্যবহৃত হয়—

[A] মারবেল

[B] ব্যাসল্ট

[C] কাদাপাথর

[D] বেলেপাথর

উত্তর:- [A] মারবেল

13. ভূপৃষ্ঠের শিলার আলগা আস্তরণকে বলে—

[A] হিউমাস

[B] রেগোলিথ

[C] মাটি

[D] শিলা

উত্তর:- [B] রেগোলিথ

14. একটি পাললিক শিলার উদাহরণ—

[A] বেলেপাথর

[B] মারবেল পাথর

[C] গ্রানাইট

[D] কনোটাও নয়

উত্তর:- [A] বেলেপাথর

15. আগ্নেয় শিলার একটি উল্লেখযোগ্য উদাহরণ হল—

[A] বেলেপাথর

[B] ব্যাসল্ট

[C] কোয়ার্টজাইট

[D] চুনাপাথর

উত্তর:- [B] ব্যাসল্ট

16. তরমুজ চাষ হয়—

[A] বেলেমাটিতে

[B] এঁটেল মাটিতে

[C] দোআঁশ মাটিতে

[D] হিউমাস মাটিতে

উত্তর:- [A] বেলেমাটিতে

17. মাটি সৃষ্টিতে পরোক্ষ প্রভাব ফেলে—

[A] জলবায়ু

[B] শিলা

[C] ভূপ্রকৃতি

[D] খনিজ পদার্থ

উত্তর:- [C] ভূপ্রকৃতি

18. চুনাপাথর বদলে গিয়ে মারবেল-এ পরিণত হয়তাই মারবেল হল

[A] পাললিক শিলা

[B] আগ্নেয় শিলা

[C] রুপান্তরিত শিলা

[D] বদল শিলা

উত্তর:- [C] রুপান্তরিত শিলা

19. উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা—

[A] খুব কম

[B] কম

[C] মাঝারি

[D] বেশি

উত্তর:- [D] বেশি

20. সৌধ নির্মাণে ব্যবহৃত হয়—

[A] মারবেল

[B] ব্যাসল্ট

[C] কাদাপাথর

[D] বেলেপাথর

উত্তর:- [A] মারবেল

21. এঁটেল মাটির জলধারণক্ষমতা—

[A] খুব বেশি

[B] বেশি

[C] কম

[D] মাঝারি

উত্তর:- [B] বেশি

22. আগ্নেয় শিলার একটি উল্লেখযোগ্য উদাহরণ হল—

[A] বেলেপাথর

[B] ব্যাসল্ট

[C] কোয়ার্টজাইট

[D] চুনাপাথর

উত্তর:- [B] ব্যাসল্ট

23. মাটি সৃষ্টিতে পরোক্ষ প্রভাব ফেলে—

[A] জলবায়ু

[B] শিলা

[C] ভূপ্রকৃতি

[D] খনিজ পদার্থ

উত্তর:- [C] ভূপ্রকৃতি

24. 13কৃষিকাজ সবথেকে ভালো হয়—

[A] আগ্নেয় শিলায়

[B] পাললিক শিলায়

[C] রূপান্তরিত শিলায়

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] পাললিক শিলায়

25. ঘরবাড়ি তৈরিতে ব্যবহৃত হয়—

[A] মারবেল

[B] কাদাপাথর

[C] গ্রানাইট

[D] ব্যাসল্ট

উত্তর:- [B] কাদাপাথর

26. আগ্নেয় শিলাকে বলা হয়—

[A] স্তরীভূত শিলা

[B] অস্তরীভূত শিলা

[C] রূপান্তরিত শিলা

[D] পাললিক শিলা

উত্তর:- [B] অস্তরীভূত শিলা

27. প্রাথমিক শিলার উদাহরণ হল—

[A] গ্রানাইট

[B] বেলেপাথর

[C] শেল

[D] মারবেল

উত্তর:- [A] গ্রানাইট

28. 10প্রাকৃতিক শক্তির ক্রমাগত ক্ষয়ের ফলে ক্ষয়িত পদার্থ জমা হয়ে সৃষ্টি করে—

[A] মাটি

[B] রেগোলিথ

[C] কয়লা

[D] সোলাম

উত্তর:- [B] রেগোলিথ

29. চুনাপাথর বদলে গিয়ে মারবেল-এ পরিণত হয়তাই মারবেল হল

[A] পাললিক শিলা

[B] আগ্নেয় শিলা

[C] রুপান্তরিত শিলা

[D] বদল শিলা

উত্তর:- [C] রুপান্তরিত শিলা

30. তরমুজ চাষ হয়—

[A] বেলেমাটিতে

[B] এঁটেল মাটিতে

[C] দোআঁশ মাটিতে

[D] হিউমাস মাটিতে

উত্তর:- [A] বেলেমাটিতে

31. জলধারণক্ষমতা খুব কম দেখা যায়—

[A] পলিমাটিতে

[B] বেলেমাটিতে

[C] এঁটেল মাটিতে

[D] কৃষ্ণ মাটিতে

উত্তর:- [B] বেলেমাটিতে

32. চুনাপাথর বদলে গিয়ে মারবেল-এ পরিণত হয়তাই মারবেল হল

[A] পাললিক শিলা

[B] আগ্নেয় শিলা

[C] রুপান্তরিত শিলা

[D] বদল শিলা

উত্তর:- [C] রুপান্তরিত শিলা

33. রেগোলিথ থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় তৈরি হয়—

[A] শিলা

[B] মাটি

[C] হিউমাস

[D] খনিজ

উত্তর:- [B] মাটি

34. আগ্নেয় শিলাকে বলা হয়—

[A] স্তরীভূত শিলা

[B] অস্তরীভূত শিলা

[C] রূপান্তরিত শিলা

[D] পাললিক শিলা

উত্তর:- [B] অস্তরীভূত শিলা

35. মাটির দানার মধ্যে ফাক কম থাকে—

[A] দোআঁশ মাটিতে

[B] বেলেমাটিতে

[C] এঁটেল মাটিতে

[D] জৈব মাটিতে

উত্তর:- [C] এঁটেল মাটিতে

36. পাললিক শিলা সৃষ্টি হয়—

[A] বারিমণ্ডলে

[B] শিলামণ্ডলে

[C] বায়ুমণ্ডলে

[D] জীবমণ্ডলে

উত্তর:- [A] বারিমণ্ডলে

37. দোআঁশ মাটির জলধারণক্ষমতা—

[A] খুব বেশি

[B] মাঝারি

[C] কম

[D] বেশি

উত্তর:- [B] মাঝারি

38. পৃথিবীর জন্মের পরে যে শিলার সৃষ্টি হয়তা হল—

[A] পাললিক শিলা

[B] পলি

[C] আগ্নেয় শিলা

[D] রূপান্তরিত শিলা

উত্তর:- [C] আগ্নেয় শিলা

39. মাটির দানার মধ্যে ফাক কম থাকে—

[A] দোআঁশ মাটিতে

[B] বেলেমাটিতে

[C] এঁটেল মাটিতে

[D] জৈব মাটিতে

উত্তর:- [C] এঁটেল মাটিতে

40. বেলেমাটির জলধারণক্ষমতা—

[A] খুব বেশি

[B] বেশি

[C] মাঝারি

[D] কম

উত্তর:- [D] কম

সপ্তম শ্রেণীর ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | সপ্তম শ্রেণীর ভূগোল – শিলা ও মাটি প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography SAQ Question and Answer |

1. আগ্নেয় শিলার কাঠিন্য বেশি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

2. পলি থেকে পাললিক শিলার উৎপত্তি ঘটে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

3. ভূপৃষ্ঠের ওপর কঠিন আবরণকে মাটি বলে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

4. পৃথিবী সৃষ্টির আদিকালে উৎপত্তি লাভ করেছিল কোন্ শিলা? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- প্রাথমিক শিলা বা আগ্নেয় শিলা।

5. লাভা সহ্নিত হয়ে _________ শিলার উৎপত্তি ঘটে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- আগ্নেয়

6. শিলাচূর্ণের সঙ্গে বিভিন্ন জৈব পদার্থ মিশে কোন্ পদার্থের সৃষ্টি হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- মাটি।

7. মাটি জৈব পদার্থ বেশি থাকলে তার রং কালো হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য।

8. শিলামন্ডলের উপরিভাগে যেখানে আমরা বসবাস করি, তাকে_________ বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ভূপৃষ্ঠ।

9. রেললাইন বা ট্রামলাইনের ধারে দেখা যায় কোন্ আগ্নেয় শিলা? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ব্যাসল্ট

10. শিলাচূর্ণের সঙ্গে বিভিন্ন জৈব পদার্থ মিশে কোন্ পদার্থের সৃষ্টি হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- মাটি।

11. মাটিস্থিত বিভিন্ন প্রাণী মাটির উর্বরতা বৃদ্ধি করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

12. মাটিতে বাতাস থাকে 25 শতাংশ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

13. মাটি সৃষ্টি হয় শিলার_________ –এর ফলে [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ক্ষয়

14. পলির স্তর জমা হয়ে _________ শিলার উৎপত্তি ঘটে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- পাললিক

15. জীবের মৃত্যুর পর জীবদেহ পচে গেলে মাটির সঙ্গে মিশে _________ উৎপন্ন হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জৈব

16. কোন্ মাটিতে ফসল বেশি ফলানো যায়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- দোআঁশ মাটিতে

17. পৃথিবী সৃষ্টির আদিকালে উৎপত্তি লাভ করেছিল কোন্ শিলা? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- প্রাথমিক শিলা বা আগ্নেয় শিলা।

18. মারবেল হল চুনাপাথরের পরিবর্তিত রূপ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

19. কোন্ শিলায় স্তর দেখা যায় না? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- আগ্নেয় ও রূপান্তরিত শিলা।

20. ভূপৃষ্ঠে আগ্নেয় শিলা প্রতিনিয়ত _________ও চূর্ণবিচূর্ণ হয়ে বালি, কাঁকর ও নুড়িতে পরিণত হচ্ছে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ক্ষয়প্রাপ্ত

21. মাটির উৎপত্তিতে প্রাকৃতিক শক্তির কোনো ভূমিকা নেই। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

22. একটি পাললিক শিলার উদাহরণ দাও। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- চুনাপাথর।

23. মাটিস্থিত বিভিন্ন প্রাণী [পিঁপড়ে, কেঁচো, ছুঁচো, সাপ] মাটির কী উপকার করে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- মাটিকে আলগা করে।

24. ভূত্বক গঠনকারী কোন উপাদানটি নানা ধরনের খনিজের সমন্বয়ে গঠিত হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- শিলা

25. মাটি জৈব পদার্থ বেশি থাকলে তার রং কালো হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

26. আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের_________ ও ভূপৃষ্ঠের চাপে রূপান্তরিত শিলায় পরিণত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- তাপে

27. ভূত্বক যেসব উপাদান দিয়ে গঠিত তাদের সাধারণ নাম_________ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শিলা

28. শিলার মধ্যে খনিজ দ্রব্য নেই। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

29. মাটি পৃথিবীতে_________ ধারক। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জীবনের

30. _________ শক্তির দ্বারা শিলা ভেঙে রেগোলিথের সৃষ্টি হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- প্রাকৃতিক

31. পৃথিবীর উপরের কঠিন আবরণটি কী দিয়ে গঠিত?

উত্তর:- পৃথিবীর উপরের কঠিন আবরণটি শিলা দ্বারা গঠিত।

32.শিলা কাকে বলে?

উত্তর:- বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থ হল শিলা।

33. শিলা কয়প্রকার ও কী কী?

উত্তর:- শিলা তিন প্রকার। যথা—আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা।

34. শিলা কীভাবে ভেঙে যায় ?

উত্তর:- নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে।

35. মাটি কয়প্রকার ও কী কী ?

উত্তর:- মাটি তিন প্রকার। যথা- বেলেমাটি, এঁটেল মাটি ও দোআঁশ মাটি ।

36. রেললাইনে পড়ে থাকা পাথর কী ধরনের শিলা ?

উত্তর:- রেললাইনে পড়ে থাকা পাথর আগ্নেয় শিলা।

37. খাবার নুন, খাবার সোডা, বিট নুন, পেনসিলের শিস, ফিটকিরি এই জিনিসগুলো আসলে কী ?

উত্তর:- এগুলি এক একটি খনিজ পদার্থ।

38. কোন্ শিলা সবচেয়ে বেশি ক্ষয় প্রতিরোধ করতে পারে?

উত্তর:- রূপান্তরিত শিলা সবচেয়ে বেশি ক্ষয় প্রতিরোধ করতে পারে।

39. কোন্ কোন্ শিলা দিয়ে বাড়িঘর তৈরি হয়?

উত্তর:- ঘরবাড়ি তৈরি করতে বেলেপাথর ও কাদাপাথর লাগে।

40. কোন্ মাটি ফসল ফলানোর জন্য বেশ ভালো ?

উত্তর:- দোআঁশ মাটি ফসল ফলানোর জন্য বেশ ভালো।

41. শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কীসে পরিণত হয়?

উত্তর:- শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে মাটিতে পরিণত হয়।

42. কোন্ মাটিতে জল দাঁড়ায় না?

উত্তর:- বেলেমাটিতে জল দাঁড়ায় না।

43. প্রতিমা গড়তে কোন্ মাটি লাগে?

উত্তর:- প্রতিমা গড়তে এঁটেল মাটি লাগে।

44. চুনাপাথর কোথায় ব্যবহার করা হয়?

উত্তর:- চুনাপাথর সিমেন্ট তৈরি ও ইস্পাত কারখানায় ব্যবহার করা হয়।

45. মার্বেল কোন্ জাতীয় শিলা?

উত্তর:- মার্বেল রূপান্তরিত শিলা।

46. কোন্ শিলা পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে ?

উত্তর:- আগ্নেয় শিলা।

সপ্তম শ্রেণীর থেকে সপ্তম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণীর থেকে সপ্তম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীরপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশপড়ুন

Dear student

“সপ্তম শ্রেণীর ভূগোল – শিলা ও মাটি প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

সপ্তম শ্রেণীর Geography Suggestion | West Bengal Class Class 7 (Class 7th) Geography Qustion and Answer Suggestion

” সপ্তম শ্রেণীর ভূগোল –  শিলা ও মাটি – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Class 7 | WB Class 7 | সপ্তম শ্রেণীর | Class 7 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 7 Exam | Class 7 Class 7th | WB Class 7 | Class 7 Pariksha  )

শিলা ও মাটি প্রশ্ন ও উত্তর 

(সপ্তম শ্রেণীর Geography Suggestion / West Bengal Class 7 Question and Answer, Suggestion / সপ্তম শ্রেণীর Class 7th Geography Suggestion  / সপ্তম শ্রেণীর Geography Question and Answer  / Class 7 Geography Suggestion  / Class 7 Pariksha Suggestion  / সপ্তম শ্রেণীর Geography Exam Guide  / সপ্তম শ্রেণীর Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / সপ্তম শ্রেণীর Geography Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

শিলা ও মাটি MCQ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর ভূগোল

শিলা ও মাটি MCQ প্রশ্ন ও উত্তর | শিলা ও মাটি সপ্তম শ্রেণীর Geography Question and Answer Suggestion  সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – শিলা ও মাটি MCQ প্রশ্ন উত্তর।

শিলা ও মাটি SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর শ্রেণির ইতিহাস

West Bengal Class 7 Geography Suggestion  Download সপ্তম শ্রেণীর Class 7th Geography short question suggestion  . সপ্তম শ্রেণীর Geography Suggestion   download Class 7th Question Paper  Geography. WB Class 7 Geography suggestion and important question and answer. Class 7 Suggestion pdf.পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

সপ্তম শ্রেণীর ভূগোল – শিলা ও মাটি প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর Geography Que stion and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad