ইউরোপ ও আধুনিক যুগ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর ||

Last Updated:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রিয় ছাত্র ছাত্রী,

তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম || আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি  ইউরোপ ও আধুনিক যুগ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর  – CLASS 9 CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর   || যা CLASS 9  পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত CLASS 9  টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ || তাই দেড়ি না করে এই পোস্টের ইউরোপ ও আধুনিক যুগ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর – CLASS 9  প্রশ্ন ও উত্তর  – CLASS 9 CLASS 9 ইতিহাস  প্রশ্ন ও উত্তর  গুলো ভালো করে পড়ে নাও ||

CLASS 9 History Suggestion | West Bengal WBCCLASS 11E Class CLASS 9 (Class 11) History Qustion and Answer

1.ঐতিহাসিক ডেভিড থমসন কোন বিষয়কে ‘বৈপ্লবিক পরিস্থিতি’ বলেছেন?

উঃ- ঐতিহাসিক ডেভিড থমসন ফ্রান্সের প্রাক-বিপ্লব জটিল অর্থনৈতিক পরিস্থিতি-কে ‘বৈপ্লবিক পরিস্থিতি’ বলেছেন।

2. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল?

উঃ- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল।

3.বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে কারা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন ?

উঃ- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজকরা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন।

4.ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

উঃ- ফরাসি বিপ্লব ১৭৮৯ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।

5.ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন?

উঃ-ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

6.ষোড়শ লুই কে ছিলেন?

উঃ- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

7.ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন?

উঃ-ষোড়শ লুই বুরবো বংশের রাজা ছিলেন।

8.মেরি আঁতোয়ানেৎ কে ছিলেন?

উঃ-মেরি আঁতোয়ানেৎ ছিলেন রাজা ষোড়শ লুই-এর পত্নী।

9. ফ্রান্সের বুরবো রাজারা কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন?

উঃ-ফ্রান্সের বুরবো রাজারা রাজার দৈবস্বত্বে বিশ্বাসী ছিলেন।

10.আমিই রাষ্ট্র’— এই বিখ্যাত উক্তিটি কার?

উঃ-ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন, ‘আমিই রাষ্ট্র’  (I am the state)

11.ইনটেনডেন্ট’ কারা?

উঃ-ফ্রান্সে প্রাক-বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইনটেনডেন্ট’ নামে পরিচিত ছিল।

12. ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল?

উঃ-ফ্রান্সে তিন ধরনের প্রত্যক্ষ কর ছিল।

13.ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম লেখো।

 উঃ-ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম হল— টেইলি,ক্যাপিটেশন, ভিংটিয়েমে।

14.টেইলি কী ?

উঃ- টেইলি হল ফ্রান্সের একপ্রকার ভূমিকর। এটি ছিল প্রত্যক্ষ কর।

15. ক্যাপিটেশন কী?

উঃ- ফ্রান্সের প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন ছিল একপ্রকার উৎপাদনকর।

16.ভিংটিয়েমে কী ?

উঃ- ভিংটিয়েমে ছিল ফ্রান্সের একপ্রকার আয়কর।

17.ফ্রান্সে লবণ কর কী নামে পরিচিত ছিল?

উঃ-ফ্রান্সে লবণ কর গ্যাবেলা নামে পরিচিত ছিল।

18.কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’(Museum of Economic Errors) বলেছেন?

উঃ-অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ (Museum of Economic Errors) বলেছেন।

19.‘দ্য ওয়েলথ অফ নেশনস’ (The Wealth of Nations)গ্রন্থের রচয়িতা কে?

উঃ- ‘দ্য ওয়েলথ অফ নেশনস’(The Wealth of Nations)গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ।

20.ফ্রান্সে ধর্মর্কর কী নামে পরিচিত ছিল ? অথবা, টাইথ কী ?

উঃ- ফ্রান্সে ধর্মর্কর টাইথ নামে পরিচিত ছিল।

21.করভি কী?

উঃ- করভি ছিল ফ্রান্সে প্রচলিত একপ্রকার কর, যাতে বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হত।

22.ভারতবর্ষের কোন শাসক জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন ?

উঃ-ভারতবর্ষের মহিশূর রাজ্যের শাসক টিপু সুলতান জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন।

23.থার্নিডোরীয় প্রতিক্রিয়া কী?

উঃ-১৭৯৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই রোবসপিয়র ও তার অনুগামীদের গিলোটিনে হত্যার ঘটনাকে থামিডোরীয় প্রতিক্রিয়া’ বলা হয়।

24.মাস্কাদিন (Masscadin) বাহিনী’ কী?

উঃ-থার্মিডোরীয় প্রতিক্রিয়ার ফলে জেকোবিনদের দমনের জন্য কেরানি, দোকানদার ও বেকার যুবকদের সাহায্যে যে প্রতিবিপ্লবী বাহিনী গঠন করা হয়, তা মাস্কাদিন বাহিনী’ নামে পরিচিত। 

25.যাজক কাদের বলা হত?

উঃ- যাজক হলেন কোনো একটি নির্দিষ্ট ধর্মের প্রথাগত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। বিভিন্ন ধর্মে যাজকদের ভূমিকা এবং কার্যাবলি বিভিন্ন রকম।

26.চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন্ কর আদায় করতেন?

উঃ- চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে টাইথ বা ধর্মর্কর আদায় করতেন।

27.ফরাসি যাজকেরা রাজাকে কী কর প্রদান করতেন?

উঃ-ফরাসি যাজকেরা রাজাকে স্বেচ্ছাকর নামে একপ্রকার কর প্রদান করতেন।

28. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন ?

উঃ- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন।

29. ‘প্যাট্রিশিয়ান’ কারা?

উঃ-ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা ‘প্যাট্রিশিয়ান’ নামে পরিচিত ছিলেন।

30.বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিলেন ?

উঃ-বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন।

31.প্ৰাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিল?

উঃ- প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল।

32.‘প্লেবিয়ান’ কারা?

উঃ-ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণির মানুষরা ‘প্লেবিয়ান’ নামে পরিচিত ছিল।

33.সাঁকুলোৎ কাদের বলা হয় ?

উঃ- সাকুলোৎ বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয়।

34.বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাহীন সম্প্রদায়ভুক্ত মানুষ কারা ছিলেন ?

উঃ-বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা ছিলেন সুবিধাহীন সম্প্রদায়।

35.বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায়ভুক্ত মানুষ (Privileged Class) কারা ছিলেন ?

উঃ- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজক ও অভিজাতরা ছিলেন সুবিধাভোগী সম্প্রদায়।

36.বুর্জোয়া বিপ্লব কাকে বলা হয় ?

উঃ-১৭৮৯ খ্রিস্টাব্দের ২৭ জুন রাজা ষোড়শ লুই-এর তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেওয়াকে বুর্জোয়া বিপ্লব’ বলা হয়।

37.কোন্ দার্শনিক রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন?

উঃ-ভলতেয়ার রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন।

38.দ্য স্পিরিট অফ লজ’(The Spirit of Laws) গ্রন্থের রচয়িতা কে?

উঃ- ‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু।

39.‘দ্য পার্সিয়ান লেটারস’ (The Persian Letters) গ্রন্থের রচয়িতা কে?

উঃ-দ্য পার্সিয়ান লেটারস’ গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু।

40.কাদিদ’(Candide) গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

উঃ-কদিদ’ গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার।

41. কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় ?

উঃ- রুশো-কে ‘ফরাসি বিপ্লবের জনক’ বলা হয়।

42.“জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস কে বলেছেন?

উঃ-ফরাসি দার্শনিক রশো উপরোক্ত উক্তিটি করেছেন।

43.একজন বিশ্বকোশ (Encyclopedia) প্রণেতার নাম লেখো।

উঃ- একজন বিশ্বকোশ (Encyclopedia) প্রণেতার নাম হল দেনিস দিদেরো।

44.স্টেটস জেনারেলের সভা কবে আরম্ভ হয় ?

উঃ- স্টেট জেনারেলের সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ৫ মে আরম্ভ হয়।

45.১৭৮৯ খ্রিস্টাব্দের পূর্বে কত খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল ? 

উঃ-১৭৮৯ খ্রিস্টাব্দের পূর্বে ১৬১৪ খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল।

46.১৭৮৯ খ্রিস্টাব্দে কোন্ ফরাসি সম্রাট স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন?

উঃ-১৭৮৯ খ্রিস্টাব্দে ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন।

47.১৭৮৯ খ্রিস্টাব্দে আহুত স্টেটস জেনারেলে নির্বাচিত মোট প্রতিনিধির সংখ্যা কত ছিল?

উঃ-১৭৮৯ খ্রিস্টাব্দে আহূত স্টেট জেনারেলে নির্বাচিত মোট প্রতিনিধির সংখ্যা ছিল ১২১৪ জন।

48.‘জাতীয় সভা’(National Assembly)কী ?

উঃ-১৭৮৯ খ্রিস্টাব্দের ১৭ জুন স্টেটস জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা’ (National Assembly) বলে উল্লেখ করেন। অর্থাৎ জাতীয় সভা হল তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিজস্বসভা।

49. ‘টেনিস কোর্টের শপথ’ (Tennis Court Oath) কবে গ্রহণ করা হয়?

উঃ- ‘টেনিস কোর্টের শপথ’ ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন গ্রহণ করা হয়।

50.বাস্তিল (Bastille) কী ?

উঃ-বাস্তিল হল ফ্রান্সের একটি কুখ্যাত দুর্গ।

CLASS 9 ইতিহাস সাজেশন – ইউরোপ ও আধুনিক যুগ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর  ” CLASS 9 ইতিহাস –  অতীত স্মরণ (প্রথম অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক CLASS 9 পরীক্ষা (West Bengal Class CLASS 9  / WB Class 12  / WBCCLASS 11E / Class 12  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam / Class 12 CLASS 9 / WB Class 12 / Class 12 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Www.tarakexamcenter.in এর পক্ষ থেকে CLASS 9 ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( CLASS 9 ইতিহাস সাজেশন / CLASS 9 ইতিহাস প্রশ্ও উত্তর ।

CLASS 9 History Suggestion

 CLASS 9 History Suggestion / CLASS 9 History Question and Answer / Class 12 History Suggestion / Class 12 Pariksha History Suggestion  / History Class 12 Exam Guide  / MCQ , Short , Descriptive  Type Question and Answer  / CLASS 9 History Suggestion  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস CLASS 9 ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (CLASS 9 History Suggestion / West Bengal CLASS 9 Question and Answer, Suggestion / WBCCLASS 11E CLASS 9 History Suggestion  / CLASS 9 History Question and Answer  / Class 12 History Suggestion  / Class 12 Pariksha Suggestion  / CLASS 9 History Exam Guide  / CLASS 9 History Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / CLASS 9 History Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / CLASS 9 History Suggestion  FREE PDF Download) সফল হবে।

ইউরোপ ও আধুনিক যুগ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর

অতীত স্মরণ (প্রথম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | অতীত স্মরণ (প্রথম অধ্যায়) CLASS 9 History Question and Answer Suggestion  CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর  – ইউরোপ ও আধুনিক যুগ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর। অতীত স্মরণ (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | CLASS 9 ইতিহাস  অতীত স্মরণ (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অতীত স্মরণ (প্রথম অধ্যায়) CLASS 9 History Question and Answer Suggestion  CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর  – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

অতীত স্মরণ (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

অতীত স্মরণ (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অতীত স্মরণ (প্রথম অধ্যায়) CLASS 9 History Question and Answer Suggestion  CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর  – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দ্বাদশ শ্রেণি ইতিহাস  – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | CLASS 9 History  CLASS 9 ইতিহাস (CLASS 9 History) – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | অতীত স্মরণ (প্রথম অধ্যায়) | CLASS 9 History Suggestion  CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর  – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর।

CLASS 9 ইতিহাস প্রশ্ন উত্তর  | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর  – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | CLASS 9 History Question and Answer Question and Answer, Suggestion

CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) | CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) | পশ্চিমবঙ্গ CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) | CLASS 9 ইতিহাস সহায়ক – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর । CLASS 9 History Question and Answer, Suggestion | CLASS 9 History Question and Answer Suggestion  | CLASS 9 History Question and Answer Notes  | West Bengal CLASS 9 CLASS 9 History Question and Answer Suggestion.  CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর   – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBCCLASS 11E Class 12 History Question and Answer, Suggestion  CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর  – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  | অতীত স্মরণ (প্রথম অধ্যায়) । CLASS 9 History Suggestion.

WBCCLASS 11E CLASS 9 History Suggestion  | CLASS 9 ইতিহাস প্রশ্ন উত্তর   – অতীত স্মরণ (প্রথম অধ্যায়)

WBCCLASS 11E CLASS 9 History Suggestion CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর  – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  । অতীত স্মরণ (প্রথম অধ্যায়) | CLASS 9 History Suggestion  CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । CLASS 9 History Question and Answer Suggestions  | CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) | CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর  CLASS 9 History Question and Answer  CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর  CLASS 9 History Question and Answer CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর  প্রশ্ন ও উত্তর – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর  ।

WB Class 12 History Suggestion  | CLASS 9 ইতিহাস প্রশ্ন উত্তর   – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

CLASS 9 History Question and Answer Suggestion CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । CLASS 9 History Question and Answer Suggestion  CLASS 9 ইতিহাস প্রশ্ন ও উত্তর। West Bengal Class 12  History Suggestion  Download WBCCLASS 11E CLASS 9 History short question suggestion  . CLASS 9 History Suggestion   download CLASS 9 Question Paper  History. WB Class 12  History suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ CLASS 9 ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। CLASS 9 ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

CLASS 9 History Question and Answer

Get the CLASS 9 History Question and Answer Question and Answer by Www.tarakexamcenter.in CLASS 9 History Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 12  History Suggestion with 100% Common in the Examination . Class CLASS 9 History Suggestion | West Bengal Board WBCCLASS 11E Class 12 Exam  CLASS 9 History Question and Answer, Suggestion Download PDF: WBCCLASS 11E Class 12 CLASS 9 History Suggestion  is provided here. CLASS 9 History Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below.

CLASS 9 ইতিহাসইউরোপ ও আধুনিক যুগ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | CLASS 9 History Question and Answer

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” CLASS 9 ইতিহাস – ইউরোপ ও আধুনিক যুগ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | CLASS 9 History Question and Answer  ” পড়ার জন্য। এই ভাবেই Www.tarakexamcenter.inওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

Leave a Comment

× close ad