অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer । যা তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer

অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography MCQ Question and Answer |

1. লা প্লাটা নদী যে নদীগুলির মিলিত প্রবাহ সেগুলি হল—

[A] পারানা-প্যারাগুয়ে নদী

[B] প্যারাগুয়ে-উরুগুয়ে নদী

[C] পারানা-প্যারাগুয়ে-উরুগুয়ে নদী

[D] প্যারানাইকা ও রিও গ্র্যান্ডে নদী

উত্তর:- [C] পারানা-প্যারাগুয়ে-উরুগুয়ে নদী

2. পম্পাস তৃণভূমি যে জলবায়ুর অন্তর্গত-

[A] নাতিশীতোষ্ণ

[B] উষ্ণ মরু

[C] ভূমধ্যসাগরীয়

[D] তুন্দ্রা

উত্তর:- [A] নাতিশীতোষ্ণ

3. আমাজন নদীর উত্তরদিকে অবস্থিত—

[A] মাটো গ্রসো মরুভূমি

[B] ব্রাজিল উচ্চভূমি

[C] গায়ানা উচ্চভূমি

[D] কনোটাও নয়

উত্তর:- [C] গায়ানা উচ্চভূমি

4. পূর্ব ও মধ্যভাগের মালভূমি অঞ্চল থেকে আসা আমাজনের একটি উল্লেখযোগ্য উপনদী হল—

[A] জাপুরা

[B] জুরুয়া

[C] জি

[D] কনোটাও নয়

উত্তর:- [C] জি

5. ‘পম্পাস’ শব্দের অর্থ—

[A] উচ্চভূমি

[B] বিস্তীর্ণ মরভূমি

[C] বিস্তীর্ণ সমতলক্ষেত্র

[D] কনোটাও নয়

উত্তর:- [C] বিস্তীর্ণ সমতলক্ষেত্র

6. বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকে—

[A] প্যাটাগোনিয়াতে

[B] আমাজন অববাহিকায়

[C] পম্পাস তৃণভূমিতে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] আমাজন অববাহিকায়

7. পম্পাসের প্রধান অর্থকরী ফসল—

[A] গম

[B] চা

[C] পাট

[D] কনোটাও নয়

উত্তর:- [A] গম

8. ব্রাজিলীয় উচ্চভূমির শুষ্ক বনাঞ্চলকে বলে—

[A] গ্রান চাকো

[B] সেরাডো

[C] ক্যাম্পাস

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ক্যাম্পাস

9. স্প্যানিশ ভাষা সৃষ্টি হয়েছে—

[A] প্রাচীন সংস্কৃত থেকে

[B] লাতিন থেকে

[C] ইংরেজি থেকে

[D] হিব্রু থেকে

উত্তর:- [B] লাতিন থেকে

10. আমাজন নদীটি পড়েছে—

[A] প্রশান্ত মহাসাগরে

[B] মেক্সিকো উপসাগরে

[C] আটলান্টিক মহাসাগরে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] আটলান্টিক মহাসাগরে

11. পশুপালনের জন্য বিশ্ববিখ্যাত যে তৃণভূমি. তা হল—

[A] ল্যানোস

[B] ক্যাম্পোস

[C] পম্পাস

[D] গ্রান চাকো

উত্তর:- [D] গ্রান চাকো

12. ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় দক্ষিণ আমেরিকার অন্তর্গত—

[A] মধ্য চিলিতে

[B] দক্ষিণ চিলিতে

[C] পূর্ব চিলিতে

[D] পেরুতে

উত্তর:- [A] মধ্য চিলিতে

13. পেরুর রাজধানী—

[A] লাপাজ

[B] লিমা

[C] লেটিসিয়া

[D] কনোটাও নয়

উত্তর:- [B] লিমা

14. আমাজন নদী সুদীর্ঘ পথ প্রবাহিত হয়েছে—

[A] পূর্ব থেকে পশ্চিমে

[B] পশ্চিম থেকে পূর্বে

[C] উত্তর থেকে দক্ষিণে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] পশ্চিম থেকে পূর্বে

15. দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে আছে—

[A] সাওরোক অন্তরীপ

[B] হর্ন অন্তরীপ

[C] উত্তমাশা অন্তরীপ

[D] ড্রেক অন্তরীপ

উত্তর:- [A] সাওরোক অন্তরীপ

16. আমাজন অববাহিকার অধিকাংশই যে দেশের অন্তর্গত

[A] ব্রাজিল

[B] কলম্বিয়া

[C] ভেনেজুয়েলা

[D] কনোটাও নয়

উত্তর:- [A] ব্রাজিল

17. পিরানহা একপ্রকারের—

[A] সাপ

[B] মাছ

[C] কুমির

[D] মাকড়সা

উত্তর:- [B] মাছ

18. আমাজনের দীর্ঘতম উপনদী হল—

[A] পুরুস

[B] জুরুয়া

[C] মাদিরা

[D] নেগ্রো

উত্তর:- [C] মাদিরা

19. লা প্লাটা নদী যে নদীগুলির মিলিত প্রবাহ সেগুলি হল—

[A] পারানা-প্যারাগুয়ে নদী

[B] প্যারাগুয়ে-উরুগুয়ে নদী

[C] পারানা-প্যারাগুয়ে-উরুগুয়ে নদী

[D] প্যারানাইকা ও রিও গ্র্যান্ডে নদী

উত্তর:- [C] পারানা-প্যারাগুয়ে-উরুগুয়ে নদী

20. চিরবসন্তের দেশ বলা হয়—

[A] মন্টোভিডিয়ো শহরকে

[B] বোগোটা শহরকে

[C] কুইটো শহরকে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] কুইটো শহরকে

21. অরিনোকো নদীর অববাহিকা যে নামে পরিচিত—

[A] সেলভা

[B] গ্রান চাকো

[C] ল্যানোস

[D] ক্যাম্পোস সমভূমি

উত্তর:- [C] ল্যানোস

22. পূর্ব ও মধ্যভাগের মালভূমি অঞ্চল থেকে আসা আমাজনের একটি উল্লেখযোগ্য উপনদী হল—

[A] জাপুরা

[B] জুরুয়া

[C] জি

[D] কনোটাও নয়

উত্তর:- [C] জি

23. আমাজন নদীর একটি উপনদীর নাম—

[A] জাপুরা

[B] সালাডো

[C] পারানা

[D] কলোরাডো

উত্তর:- [A] জাপুরা

24. আমাজন নদীটির মোহানা—

[A] প্রশান্ত মহাসাগর

[B] মেক্সিকো উপসাগর

[C] আটলান্টিক মহাসাগর

[D] কনোটাও নয়

উত্তর:- [C] আটলান্টিক মহাসাগর

25. দক্ষিণ আমেরিকার অধিকাংশ স্থান অবস্থিত—

[A] উষ্ণমণ্ডলে

[B] উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলে

[C] হিমমণ্ডলে

[D] শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে

উত্তর:- [A] উষ্ণমণ্ডলে

26. বলিভিয়া মালভূমি পৃথিবীর কততম পর্বতবেষ্টিত মালভূমি—

[A] প্রথম

[B] দ্বিতীয়

[C] তৃতীয়

[D] কনোটাও নয়

উত্তর:- [B] দ্বিতীয়

27. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি হল—

[A] হিমালয়

[B] আন্দিজ

[C] আল্পস

[D] কনোটাও নয়

উত্তর:- [B] আন্দিজ

28. ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় দক্ষিণ আমেরিকার অন্তর্গত—

[A] মধ্য চিলিতে

[B] দক্ষিণ চিলিতে

[C] পূর্ব চিলিতে

[D] পেরুতে

উত্তর:- [A] মধ্য চিলিতে

29. ব্রাজিলের সাভানা তৃণভূমিকে বলা হয়—

[A] ল্যানোস

[B] ক্যাম্পোস

[C] পম্পাস

[D] গ্রান চাকো

উত্তর:- [B] ক্যাম্পোস

30. অরিনোকো নদীর অববাহিকা যে নামে পরিচিত—

[A] সেলভা

[B] গ্রান চাকো

[C] ল্যানোস

[D] ক্যাম্পোস সমভূমি

উত্তর:- [C] ল্যানোস

31. পম্পাসের প্রধান অর্থকরী ফসল—

[A] গম

[B] চা

[C] পাট

[D] কনোটাও নয়

উত্তর:- [A] গম

32. পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী–

[A] গঙ্গা

[B] আমাজন

[C] নীল

[D] কনোটাও নয়

উত্তর:- [B] আমাজন

33. দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত মরুভূমিটি হল—

[A] প্যাটাগোনিয়া

[B] গোবি

[C] কালাহারি

[D] সাহারা

উত্তর:- [A] প্যাটাগোনিয়া

34. এঞ্জেল পৃথিবীর

[A] বৃহত্তম জলপ্রপাত

[B] উচ্চতম জলপ্রপাত

[C] সুদৃশ্যতম জলপ্রপাত

[D] কনোটাও নয়

উত্তর:- [B] উচ্চতম জলপ্রপাত

35. ব্রাজিলের সাভানা তৃণভূমিকে বলা হয়—

[A] ল্যানোস

[B] ক্যাম্পোস

[C] পম্পাস

[D] গ্রান চাকো

উত্তর:- [B] ক্যাম্পোস

36. আমাজন নদী সুদীর্ঘ পথ প্রবাহিত হয়েছে—

[A] পূর্ব থেকে পশ্চিমে

[B] পশ্চিম থেকে পূর্বে

[C] উত্তর থেকে দক্ষিণে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] পশ্চিম থেকে পূর্বে

37. আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত করডোবা অল বিখ্যাত

[A] ডেয়ারি

[B] মাংস

[C] মৎস্য

[D] বিস্কুট উৎপাদনের জন্য

উত্তর:- [A] ডেয়ারি

38. আটাকামা মরুভূমি অবস্থিত—

[A] চিলিতে

[B] গায়ানাতে

[C] ব্রাজিলে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] চিলিতে

39. চিরবসন্তের দেশ বলা হয়—

[A] মন্টোভিডিয়ো শহরকে

[B] বোগোটা শহরকে

[C] কুইটো শহরকে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] কুইটো শহরকে

40. পম্পাসের প্রধান অর্থকরী ফসল—

[A] গম

[B] চা

[C] পাট

[D] কনোটাও নয়

উত্তর:- [A] গম

অষ্টম শ্রেণীর ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography SAQ Question and Answer |

1. দক্ষিণ আমেরিকার কোন নদীর অববাহিকায় পম্পাস সমভূমি অবস্থিত?    

উত্তর:- লা-প্লাটা। 

2. দক্ষিণ আমেরিকার বৃহত্তম সমভূমির নাম কি?                

উত্তর:- সেলভা সমভূমি।   

3. পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম কি?                   

উত্তর:- সেলভা অরণ্য।      

4. দক্ষিণ আমেরিকা মহাদেশের দুটি তৃণভূমি অঞ্চলের নাম লেখ?               

উত্তর:- ল্যানোস তৃণভূমি ও পম্পাস তৃণভূমি।  

5. পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি?            

উত্তর:- আমাজন নদী।      

6. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি?                    

উত্তর:- আমাজন নদীর অববাহিকা।  

7. পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি?             

উত্তর:- আমাজন নদী।      

8. আমাজন নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?              

উত্তর:- আন্দিজ পর্বতের মিশমি শৃঙ্গ থেকে।   

9. আমাজন নদীর দৈর্ঘ্য কত?                 

উত্তর:- প্রায় ৬৪০০ কিমি।  

10. আমাজন নদীর কয়েকটি উপনদীর নাম লেখো।           

উত্তর:- জুরুয়া, পুরুস, জিঙ্গু, মাদিরা।

11. আমাজন নদী কোন স্থানে পতিত হয়েছে?                  

উত্তর:- উত্তর আটলান্টিক মহাসাগরের।         

12. দক্ষিণ আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি?               

উত্তর:- আমাজন নদী।      

13. দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম নদীর নাম কী?                 

উত্তর:- আমাজন নদী।      

14. ওরিনোকো নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?                     

উত্তর:- গায়ানা উচ্চভূমির পারিমা পর্বত থেকে।           

15. ওরিনোকো নদীর দৈর্ঘ্য কত?            

উত্তর:- প্রায় ২১৪০ কিমি।   

16. ওরিনোকো নদীর প্রধান প্রধান উপনদীগুলির নাম কি?             

উত্তর:- ক্যারোনি, মেতা, জাপুরে।    

17. ওরিনোকো নদী কোন মহাসাগরে পতিত হয়েছে?                   

উত্তর:- আটলান্টিক মহাসাগর।        

18. ওরিনোকো নদীর ওপর অবস্থিত পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি?

উত্তর:- অ্যাঞ্জেল জলপ্রপাত।          

19. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম লা-প্লাটা নদী?             

উত্তর:- পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে।        

20. লা-প্লাটা নদীর দৈর্ঘ্য কত?                

উত্তর:- প্রায় ৩৫০০ কিমি।  

21. পারানা ও প্যারাগুয়ে নদীর নাম কি?             

উত্তর:- পারানা।   

22. লা-প্লাটা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে?                       

উত্তর:- আটলান্টিক মহাসাগর।        

23. লা-প্লাটা নদী মোহনার কাছে কোন নামে পরিচিত?                 

উত্তর:- রিও-ডি-লা-প্লাটা।   

24. দক্ষিণ আমেরিকার কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে?               

উত্তর:- ওরিনোকো।         

25. দক্ষিণ আমেরিকার নদীগুলির কয়েকটি বৈশিষ্ট্য লেখ?             

উত্তর:- দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এখানকার অধিকাংশ নদী দৈর্ঘ্য ও আয়তনে বিশাল, বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট বলে চিরপ্রবাহী, অধিকাংশ নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি।

26. আমাজন নদী অববাহিকার আয়তন কত?                   

উত্তর:- প্রায় ৭০,৫০,০০০ বর্গকিমি।   

27. আমাজন নদীর  কতগুলি উপনদী আছে?                   

উত্তর:- প্রায় ১০০০ এর বেশি।         

28. পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশের নাম কি?                  

উত্তর:- দক্ষিণ আমেরিকা।  

29. দক্ষিণ আমেরিকা মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত?                

উত্তর:- দক্ষিণ গোলার্ধে।    

30. দক্ষিণ আমেরিকা মহাদেশের আকৃতি কেমন?             

উত্তর:- ত্রিভুজের মতো।    

31. দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তন কত?                

উত্তর:- 17814000 বর্গকিমি।        

32. দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তন ভারতের আয়তনের থেকে কত গুণ বেশি?

উত্তর:- পাঁচগুণ।  

33. কোন পোর্তুগিজ নাবিকের অভিযানের ফলে দক্ষিণ আমেরিকা মহাদেশের কথা জানা যায়?           

উত্তর:- আমেরিকা ভেসপুচি।          

34. দক্ষিণ আমেরিকা মহাদেশের দ্রাঘিমাংশগত অবস্থান লেখ।                   

উত্তর:- পূর্বে 34°50′ পশ্চিম দ্রাঘিমাংশ থেকে পশ্চিমে 81°20′ পশ্চিম দ্রাঘিমাংশ পর্যন্ত।

35. দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ও পূর্বদিকে কোন মহাসাগর অবস্থিত?          

উত্তর:- আটলান্টিক মহাসাগর।        

36. দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে কোন মহাসাগর অবস্থিত?    

উত্তর:- প্রশান্ত মহাসাগর।   

37. দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ দিকে কোন মহাসাগরে অবস্থিত?    

উত্তর:- কুমেরু মহাসাগর।  

38. কোন খাল উত্তর আমেরিকা মহাদেশকে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে?

উত্তর:- পানামা খাল।        

39. দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রধান নদীর নাম কি?                  

উত্তর:- আমাজন নদী।      

40. পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি?                      

উত্তর:- আমাজন নদী।      

41. দক্ষিণ আমেরিকা মহাদেশের দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি?                   

উত্তর:- আন্দিজ পর্বতশ্রেণী।

42. পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি?           

উত্তর:- আন্দিজ পর্বত শ্রেণী।          

43. দক্ষিণ আমেরিকা মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?                  

উত্তর:- আন্দিজ পর্বতের অ্যাকোনকাগুয়া [6962মিটার}           

44. দক্ষিণ আমেরিকা মহাদেশে মোট কয়টি দেশ আছে?               

উত্তর:- 13 টি।    

45. দক্ষিণ আমেরিকা মহাদেশের কয়েকটি দেশের নাম লেখ?                    

উত্তর:- আর্জেন্টিনা, ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া, পেরু, চিলি, ইকুয়েডর, উরুগুয়ে ইত্যাদি।

46. দক্ষিণ আমেরিকা মহাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নাম লেখ?      

উত্তর:- ব্রাজিলের রিও-ডি-জেনিরো, চিলির সান্টিয়াগো, উরুগুয়ের মন্টে ভিডিও, ইকুয়েডরের কুইটো, আর্জেন্টিনার বুয়েনস্ এয়ার্স।

47. লাতিন আমেরিকা কাকে বলে?                     

উত্তর:- দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে একত্রে লাতিন আমেরিকা বলা হয়।

48. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি?                      

উত্তর:- অ্যাঞ্জেল জলপ্রপাত।          

49. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?       

উত্তর:- ওরিনোকো নদী।   

50. অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত?                  

উত্তর:- ভেনেজুয়েলা।      

51. অ্যাঞ্জেল জলপ্রপাতের উচ্চতা কত?              

উত্তর:- প্রায় 900 মিটার।   

52. পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি?                    

উত্তর:- টিটিকাকা।

53. টিটিকাকা হ্রদ কোন দেশে অবস্থিত?               

উত্তর:- পেরু ও বলিভিয়া। 

54. টিটিকাকা হ্রদের উচ্চতা কত?           

উত্তর:- প্রায় 3810 মিটার। 

55. প্রাচীনকালে কোথায় মায়া সভ্যতার বিকাশ ঘটেছিল?             

উত্তর:- দক্ষিণ আমেরিকা মহাদেশের গুয়াতেমালা দেশে।

56. ভূ-প্রাকৃতিক গঠনের বৈচিত্র্য অনুসারে দক্ষিণ আমেরিকা মহাদেশকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?

উত্তর:- চার ভাগের, যথা-পশ্চিমের পার্বত্য অঞ্চল, পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, পূর্বের উচ্চভূমি অঞ্চল ও মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল।

57. পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শ্রেণীর নাম কি?             

উত্তর:- আন্দিজ পর্বতশ্রেণী।

58. দক্ষিণ আমেরিকা মহাদেশের কয়েকটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখ।          

উত্তর:- বলিভিয়া মালভূমি, ইকুয়েডর মালভূমি, পেরু মালভূমি, টিটিকাকা মালভূমি।

59. পৃথিবীর স্থলভাগে অবস্থিত উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কি?                     

উত্তর:- মাউন্ট চিম্বোরাজো। [৬২৬৮ মিটার}   

60. পৃথিবীর স্থলভাগে অবস্থিত দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কি?           

উত্তর:- মাউন্ট কটোপ্যাক্সি[ ৫৮৯৭ মিঃ}        

61. আটাকামা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?             

উত্তর:- দক্ষিণ আমেরিকা।  

62. আটাকামা মরুভূমির দৈর্ঘ্য কত?                   

উত্তর:- প্রায় ১১০০ কিমি।  

63. দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্বের উচ্চভূমি অঞ্চলের দুটি উচ্চভূমির নাম লেখো।          

উত্তর:- গায়ানা উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমি।  

64. দক্ষিণ আমেরিকার পূর্বের উচ্চভূমি অঞ্চল ভারতের কোন মালভূমির সমসাময়িক?          

উত্তর:- দাক্ষিণাত্য মালভূমি।

65. দক্ষিণ আমেরিকার পূর্বের উচ্চভূমি অঞ্চল উত্তর আমেরিকার কোন মালভূমি অঞ্চলের সমসাময়িক?     

উত্তর:- কানাডিও শিল্ড অঞ্চল।        

66. কোন নদী দ্বারা গায়ানা উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমি বিভক্ত ?              

উত্তর:- আমাজন নদী।      

67. গায়ানা উচ্চভূমির গড় উচ্চতা কত?              

উত্তর:- প্রায় ৮০০ মিটার।   

68. কোন কোন দেশজুড়ে গায়না উচ্চভূমি বিস্তৃত?            

উত্তর:- গায়ানা, ফ্রেঞ্চ গায়ানা, ভেনেজুয়েলা ও সুরিনাম।

69. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল কোন উচ্চভূমিতে অবস্থিত?                     

উত্তর:- গায়ানা।   

70. গায়না উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?                  

উত্তর:- রোরোইমা [২৭৬৯ মিঃ}      

71. গায়ানা উচ্চভূমি কোন দিকে ঢালু?               

উত্তর:- উত্তর ও পূর্ব উপকূলের দিকে।          

72. গায়না উচ্চভূমি আমাজন নদীর কোন দিকে অবস্থিত?             

উত্তর:- উত্তর দিকে।        

73. ব্রাজিল উচ্চভূমি আমাজন নদীর কোন দিকে অবস্থিত?             

উত্তর:- দক্ষিণ দিকে।        

74. ব্রাজিল উচ্চভূমির গড় উচ্চতা কত?               

উত্তর:- প্রায় ১০০০ মিটার। 

75. ব্রাজিল উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?                  

উত্তর:- পিকো-ডো-বানডাইরা।        

76. ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝে কোন মালভূমি অবস্থিত?      

উত্তর:- ম্যাটোগ্রাসো মালভূমি।        

77. কোন মালভূমি আমাজন ও লা-প্লাটা নদীর জল বিভাজিকা হিসাবে অবস্থান করছে?        

উত্তর:- ম্যাটোগ্রাসো মালভূমি।        

78. দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের উচ্চভূমি অঞ্চলের মাঝে অবস্থিত সমভূমি অঞ্চলের নাম কি?

উত্তর:- মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল।      

79. দক্ষিণ আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল কোন কোন নদীর সম্মিলিত অববাহিকা অঞ্চল?

উত্তর:- ওরিনোকো, আমাজন, লা-প্লাটা, পারবানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

80. দক্ষিণ আমেরিকার কোন নদীর অববাহিকায় ল্যানোস সমভূমি অবস্থিত?

উত্তর:- ওরিনাকো নদী।     

81. দক্ষিণ আমেরিকার কোন নদীর অববাহিকায় সেলভা সমভূমি অবস্থিত?  

উত্তর:- আমাজন নদী।      

82. দক্ষিণ আমেরিকার কোন নদীর অববাহিকায় গ্রানচাকো সমভূমি অবস্থিত?          

উত্তর:- পারানা-প্যারাগুয়ে। 

অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস

অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তমপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশপড়ুন

Dear student

“অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

অষ্টম শ্রেণীর Geography Suggestion | West Bengal Class Class 8 (Class 8th) Geography Qustion and Answer Suggestion

” অষ্টম শ্রেণীর ভূগোল –  দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Class 8 | WB Class 8 | অষ্টম শ্রেণীর | Class 8 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam | Class 8 Class 8th | WB Class 8 | Class 8 Pariksha  )

দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(অষ্টম শ্রেণীর Geography Suggestion / West Bengal Class 8 Question and Answer, Suggestion / অষ্টম শ্রেণীর Class 8th Geography Suggestion  / অষ্টম শ্রেণীর Geography Question and Answer  / Class 8 Geography Suggestion  / Class 8 Pariksha Suggestion  / অষ্টম শ্রেণীর Geography Exam Guide  / অষ্টম শ্রেণীর Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / অষ্টম শ্রেণীর Geography Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল

দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) অষ্টম শ্রেণীর Geography Question and Answer Suggestion  অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর শ্রেণির ইতিহাস

West Bengal Class 8 Geography Suggestion  Download অষ্টম শ্রেণীর Class 8th Geography short question suggestion  . অষ্টম শ্রেণীর Geography Suggestion   download Class 8th Question Paper  Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Que stion and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad