সপ্তম শ্রেণীর বিজ্ঞান : পরিবেশ ও জনস্বাস্থ্য সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WBBSE Class 7th Science Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সপ্তম শ্রেণীর বিজ্ঞান : পরিবেশ ও জনস্বাস্থ্য সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | WBBSE Class 7th Science Question and Answer

পরিবেশ ও জনস্বাস্থ্য সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer : পরিবেশ ও জনস্বাস্থ্য সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 7th Science Question and Answer, Suggestion, Notes | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7th Seventh VII Science Examination – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন পরিবেশ ও জনস্বাস্থ্য সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. সাধারণ ডায়ারিয়ার জন্য দায়ী জীবাণুর প্রকৃতি হল—

[A] ব্যাকটেরিয়া

[B] ভাইরাস

[C] ছত্রাক

[D] শেওলা

উত্তর: – [B] ভাইরাস

2. নীচের যে ভাইরাসটি RNA-যুক্ত সেটি হল—

[A] বসন্ত ভাইরাস

[B] CMV

[C] ফাজ ভাইরাস

[D] পোলিও ভাইরাস

উত্তর: – [D] পোলিও ভাইরাস

3. চালকে পোকা ও জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য তাতে মেশানো হয়

[A] নিমপাতা

[B] কারিপাতা

[C] গাঁদাল পাতা

[D] তেজপাতা

উত্তর: – [A] নিমপাতা

4. টিকাকরণ পদ্ধতি প্রথম আবিষ্কার করেন—

[A] লুই পাস্তুর

[B] রোনাল্ড রস

[C] এডওয়ার্ড জেনার

[D] আলেকজান্ডার ফ্লেমিং

উত্তর: – [C] এডওয়ার্ড জেনার

5. নীচের যে ভাইরাসটি পিকোর্নাভাইরাস নামে পরিচিত

[A] HIV

[B] TMV

[C] পোলিও ভাইরাস

[D] ইনফ্লুয়েঞ্জা ভাইরাস

উত্তর: – [C] পোলিও ভাইরাস

6. কুইনাইন নামক ওষুধ ব্যবহৃত হয় যে জ্বরে তা হল

[A] আন্ত্রিক জ্বর

[B] টাইফয়েড

[C] ম্যালেরিয়া

[D] ডেঙ্গু

উত্তর: – [C] ম্যালেরিয়া

7. BCG ভ্যাকসিন প্রয়োগ করা হয় যে রোগ প্রতিরোধের জন্য তার নাম

[A] যক্ষ্মা

[B] বসন্ত

[C] টাইফয়েড

[D] কলেরা

উত্তর: – [A] যক্ষ্মা

8. প্লেগ রোগের কারণে 541 থেকে 700 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের জনসংখ্যা হ্রাস পায়

[A] 10%

[B] 20%

[C] 30%

[D] 50%

উত্তর: – [D] 50%

9. ম্যালেরিয়া রোগ ছড়ায়—

[A] পুরুষ অ্যানোফিলিস মশা

[B] স্ত্রী অ্যানোফিলিস মশা

[C] পুরুষ কিউলেক্স মশা

[D] স্ত্রী এডিস মশা

উত্তর: – [B] স্ত্রী অ্যানোফিলিস মশা

10. প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হল এক বিশেষ প্রকার

[A] আদ্যপ্রাণী

[B] ব্যাকটেরিয়া

[C] ছত্রাক

[D] শৈবাল

উত্তর: – [A] আদ্যপ্রাণী

11. নীচের যে ভাইরাসটি পিকোর্নাভাইরাস নামে পরিচিত

[A] HIV

[B] TMV

[C] পোলিও ভাইরাস

[D] ইনফ্লুয়েঞ্জা ভাইরাস

উত্তর: – [C] পোলিও ভাইরাস

12. যে রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য OPV টিকা প্রয়োগ করা হয় তার নাম

[A] বসন্ত

[B] যক্ষ্মা

[C] পোলিও

[D] মাম্পস

উত্তর: – [C] পোলিও

13. ম্যালেরিয়ার সঙ্গে আধুনিক মানুষের পরিচয় হয়—

[A] অস্ট্রেলিয়ায়

[B] এশিয়ায়

[C] আফ্রিকায়

[D] ইউরোপে

উত্তর: – [C] আফ্রিকায়

14. মানুষের রক্তের লোহিতকণিকাকে আক্রমণ করে—

[A] এন্টামিবা

[B] লিসম্যানিয়া

[C] জিয়ার্ডিয়া

[D] প্লাজমোডিয়াম

উত্তর: – [D] প্লাজমোডিয়াম

15. মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অণুজীবটি একপ্রকার

[A] আদ্যপ্রাণী

[B] ভাইরাস

[C] ব্যাকটেরিয়া

[D] ছত্রাক

উত্তর: – [A] আদ্যপ্রাণী

16. নীচের যে ভাইরাসটির আকৃতি ঘনকাকার—

[A] ভ্যাকসিনিয়া ভাইরাস

[B] TMV

[C] ব্যাকটেরিওফাজ

[D] পোলিও ভাইরাস

উত্তর: – [A] ভ্যাকসিনিয়া ভাইরাস

17. সাধারণ সর্দিকাশি হল একপ্রকার রোগ যার জন্য দায়ী

[A] ব্যাকটেরিয়া

[B] ভাইরাস

[C] ছত্রাক

[D] শেওলা

উত্তর: – [B] ভাইরাস

18. প্লেগ রোগের জীবাণু আশ্রয় নেয়

[A] মানুষের পাকস্থলীতে

[B] উকুনের পাকস্থলীতে

[C] ইঁদুরের পাকস্থলীতে

[D] মশার পাকস্থলীতে

উত্তর: – [B] উকুনের পাকস্থলীতে

19. যে ভাইরাসের আকৃতি গলফ বলের মতো তার নাম—

[A] ফাজ ভাইরাস

[B] ইনফ্লুয়েঞ্জা ভাইরাস

[C] বসন্ত ভাইরাস

[D] পোলিও ভাইরাস

উত্তর: – [D] পোলিও ভাইরাস

20. কুইনাইন নামক ওষুধ ব্যবহৃত হয় যে জ্বরে তা হল

[A] আন্ত্রিক জ্বর

[B] টাইফয়েড

[C] ম্যালেরিয়া

[D] ডেঙ্গু

উত্তর: – [C] ম্যালেরিয়া

21. মশার প্রধান রক্তচোষক নলটি হল

[A] ম্যাক্সিলা

[B] লেবিয়াম

[C] ল্যাব্রাম

[D] ম্যান্ডিবল

উত্তর: – [C] ল্যাব্রাম

22. প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হল এক বিশেষ প্রকার

[A] আদ্যপ্রাণী

[B] ব্যাকটেরিয়া

[C] ছত্রাক

[D] শৈবাল

উত্তর: – [A] আদ্যপ্রাণী

23. মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অণুজীবটি একপ্রকার

[A] আদ্যপ্রাণী

[B] ভাইরাস

[C] ব্যাকটেরিয়া

[D] ছত্রাক

উত্তর: – [A] আদ্যপ্রাণী

24. জিওলিন ব্যবহার করা হয়—

[A] আবর্জনা জমা জায়গায়

[B] দেহের ক্ষতস্থানে

[C] জল পরিশোধনে

[D] মাছ-মাংস জীবাণুমুক্ত করার জন্য

উত্তর: – [C] জল পরিশোধনে

25. বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন যে বিজ্ঞানী তাঁর নাম—

[A] স্ট্যানলি

[B] পাস্তুর

[C] আইভানোওস্কি

[D] জেনার

উত্তর: – [D] জেনার

26. যে জ্বরে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্ট ধাপে ওঠানামা করে তার নাম

[A] টাইফয়েড জ্বর

[B] আন্ত্রিক জ্বর

[C] ম্যালেরিয়া জ্বর

[D] ইনফ্লুয়েঞ্জা জ্বর

উত্তর: – [A] টাইফয়েড জ্বর

27. যক্ষ্মা রোগের জীবাণু মানুষের শরীরের যে তাংশকে সবচেয়ে বেশি আক্রমণ করে তার নাম

[A] বৃক্ক

[B] অথি

[C] ফুসফুস

[D] হৃৎপিণ্ড

উত্তর: – [C] ফুসফুস

28. নীচের যে ভাইরাসটি RNA-যুক্ত সেটি হল—

[A] বসন্ত ভাইরাস

[B] CMV

[C] ফাজ ভাইরাস

[D] পোলিও ভাইরাস

উত্তর: – [D] পোলিও ভাইরাস

29. সাধারণ সর্দিকাশি হল একপ্রকার রোগ যার জন্য দায়ী

[A] ব্যাকটেরিয়া

[B] ভাইরাস

[C] ছত্রাক

[D] শেওলা

উত্তর: – [B] ভাইরাস

30. টিকাকরণ পদ্ধতি প্রথম আবিষ্কার করেন—

[A] লুই পাস্তুর

[B] রোনাল্ড রস

[C] এডওয়ার্ড জেনার

[D] আলেকজান্ডার ফ্লেমিং

উত্তর: – [C] এডওয়ার্ড জেনার

31. মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অণুজীবটি একপ্রকার

[A] আদ্যপ্রাণী

[B] ভাইরাস

[C] ব্যাকটেরিয়া

[D] ছত্রাক

উত্তর: – [A] আদ্যপ্রাণী

32. কুইনাইন নামক ওষুধ ব্যবহৃত হয় যে জ্বরে তা হল

[A] আন্ত্রিক জ্বর

[B] টাইফয়েড

[C] ম্যালেরিয়া

[D] ডেঙ্গু

উত্তর: – [C] ম্যালেরিয়া

33. এন্টামিবা অণুজীবটি—

[A] উপকারী ছত্রাক

[B] ক্ষতিকারক আদ্যপ্রাণী

[C] অপকারী ব্যাকটেরিয়া

[D] ক্ষতিকারক ছত্রাক

উত্তর: – [B] ক্ষতিকারক আদ্যপ্রাণী

34. সাধারণ ডায়ারিয়ার জন্য দায়ী জীবাণুর প্রকৃতি হল—

[A] ব্যাকটেরিয়া

[B] ভাইরাস

[C] ছত্রাক

[D] শেওলা

উত্তর: – [B] ভাইরাস

35. ম্যালেরিয়া রোগের কারণ—

[A] ছত্রাক

[B] ব্যাকটেরিয়া

[C] আদ্যপ্রাণী

[D] ভাইরাস

উত্তর: – [C] আদ্যপ্রাণী

36. মশার প্রধান রক্তচোষক নলটি হল

[A] ম্যাক্সিলা

[B] লেবিয়াম

[C] ল্যাব্রাম

[D] ম্যান্ডিবল

উত্তর: – [C] ল্যাব্রাম

37. একটি ভাইরাসঘটিত রোগ হল—

[A] কলেরা

[B] ম্যালেরিয়া

[C] টাইফয়েড

[D] পোলিও

উত্তর: – [D] পোলিও

38. বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন যে বিজ্ঞানী তাঁর নাম—

[A] স্ট্যানলি

[B] পাস্তুর

[C] আইভানোওস্কি

[D] জেনার

উত্তর: – [D] জেনার

39. ম্যালেরিয়ার সঙ্গে আধুনিক মানুষের পরিচয় হয়—

[A] অস্ট্রেলিয়ায়

[B] এশিয়ায়

[C] আফ্রিকায়

[D] ইউরোপে

উত্তর: – [C] আফ্রিকায়

40. ম্যালেরিয়া রোগের কারণ—

[A] ছত্রাক

[B] ব্যাকটেরিয়া

[C] আদ্যপ্রাণী

[D] ভাইরাসউত্তর: – [C] আদ্যপ্রাণী

পরিবেশ ও জনস্বাস্থ্য সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর Class 7 Science Suggestion | West Bengal WBBSE Class Seventh VII (Class 7th) Science Question and Answer Suggestion

1. আমাশয় কি বাহিত রোগ ?

উত্তর: – জলবাহিত রোগ

2. ম্যালেরিয়া কি বাহিত রোগ

উত্তর: – মশা বাহিত রোগ।

3. যক্ষা রোগের প্রাচীনতম উল্লেখ কোথায় পাওয়া যায়?

উত্তর: – ব্যাবিলনের রাজা হামুরাবির সময় খোদাই করা একটি পাথর থেকে।

4. বায়ুবাহিত তিনটি রোগের নাম লেখ।

উত্তর: – যক্ষা, সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা

5. অ্যালার্জেন কাকে বলে?

উত্তর: – যেসব বস্তু দেহে অ্যালার্জি সৃষ্টি করে তাদেরকে অ্যালার্জেন বলে ।

6. যক্ষা রোগের জীবাণুর নাম কি?

উত্তর: – মাইক্রব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস।

7. জল বাহিত দুটি রোগের নাম লেখ।

উত্তর: – কলেরা ও টাইফয়েড।

8. কোন রোগে মলের রং চাল ধোয়া জলের মত হয়?

উত্তর: – কলেরা।

9. কোন রোগের আরেক নাম বিসুচিকা?

উত্তর: – কলেরা।

10. ORS এর পুরো কথা কি?

উত্তর: – ওরাল রিহাইড্রেশন সলিউশন।

11. পোলিও রোগের জীবাণুর নাম কি?

উত্তর: – প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স নামক ভাইরাস।

12. ম্যালেরিয়া রোগের গৌণ পোষক কে?

উত্তর: – মানুষ।

13. ম্যালেরিয়া রোগের মুখ্য পোষক কে?

উত্তর: – স্ত্রী অ্যানোফিলিস মশা।

14. ম্যালেরিয়া প্রথম কোথায় দেখা দিয়েছিল?

উত্তর: – আফ্রিকায়।

15. কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয়?

উত্তর: – সিঙ্কোনা গাছের ছাল।

16. সর্বপ্রথম কে মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পান?

উত্তর: – ফরাসি সামরিক বাহিনীর ডাক্তার চার্লস লুই আলফাঁসো লাভেরি আলজেরিয়ায় সর্বপ্রথম মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পান।

17. কে সর্বপ্রথম প্রমাণ করেন ম্যালেরিয়া মশা বাহিত রোগ?

উত্তর: – ব্রিটিশ সামরিক বাহিনীর এক ডাক্তার রোনাল্ডো রস ।

18. কোন রোগ কে ব্ল্যাক ডেথ বলা হয়?

উত্তর: – প্লেগ।

19. একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখ । কি উপকার করে?

উত্তর: – ল্যাকটো ব্যাসিলাস ।

দুধ এবং বিভিন্ন দুগ্ধজাত খাবার ও দই তৈরিতে সাহায্য করে ।

20. মানুষের অন্তরে বসবাসকারী জীবাণু কোন ভিটামিন তৈরি করে

উত্তর: – B12

21. ভিজে পাউরুটি, কমলালেবুর খোসা ও ভিজে কাঠের উপর যে অণুজী ব বাস করে তা হল

উত্তর: – ছত্রাক।

22. কোন অনুজীব থেকে পেনিসিলিয়াম নামক অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়

উত্তর: – পেনিসিলিন নামক ছত্রাক।

23. মানুষের একটি অন্ত পরজীবীর নাম লেখ

উত্তর: – কৃমি।

24. এক লিটার পানীয় জলে কত পরিমাণ ফ্লুওরাইড থাকলে দাঁত ও হাড়ের সমস্যা দেখা দেয়?

উত্তর: – 1.5 মিলিগ্রামের বেশি হলে।

25. এক লিটার জলে কী পরিমাণ আর্সেনিক থাকলে সেই জল খাওয়া উচিৎ নয়?

উত্তর: – 0.05 মিলিগ্রাম বা তার বেশি।

26. স্বাস্থ্য বলতে কী বোঝায়?

উত্তর: – স্বাস্থ্য বলতে দৈহিক মানসিক এবং সামাজিক সুস্থতাকে বোঝায় ।

27. মানুষের পেশাগত রোগের কারণ কী?

উত্তর: – কর্মস্থলের ওপর ভৌত ও রাসায়নিক পরিবেশের প্রভাবে পেশাগত রোগ হয়।

28. রেগে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করা কী ধরনের সমস্যা?

উত্তর: – মনোযোগহীনতা।

29. পড়াশোনায় মনোযোগের অভাব কী ধরনের সমস্যা?

উত্তর: – পড়াশোনায় পিছিয়ে পড়া।

30. সবসময় অসহায় বোধ করা কী ধরনের সমস্যা?

উত্তর: – মানসিক অবসাদ বা ডিপ্রেসন।

31. স্বাস্থ্য রক্ষা করার জন্য কী প্রয়োজন?

উত্তর: – রোগপ্রতিরোধ করা।

32. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার অধীন?

উত্তর: – রাষ্ট্রসংঘের অধীন।

33. যে সকল বস্তুর দ্বারা অ্যালার্জি হয়, তাকে কী বলে? দুটি অ্যালার্জেনের নাম লেখো।

উত্তর: – অ্যালার্জেন। ডিম, ধুলো।

34. কলেরা রোগের মৃত্যুর হার সবচেয়ে বেশি কাদের?

উত্তর: – শিশু ও বয়স্কদের।

35. ম্যালেরিয়া রোগটি কে ছড়ায় ? এই রোগের জীবাণুর নাম কী?

উত্তর: – অ্যানোফেলিস মশকি। প্লাসমোডিয়াম ভাইভাক্স।

36. এই জীবাণু মানুষের দেহে কোথায় থাকে?

উত্তর: – লোহিত রক্তকণিকার মধ্যে থাকে।

37. কে প্রথম মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পান ?

উত্তর: – 1880 খ্রিস্টাব্দে ডাক্তার চার্লস লুই আলফাসো লাভেয়া।

38. প্লেগ রোগের বাহক কে?

উত্তর: – প্লেগের অন্যতম বাহক মেঠ কালো ইঁদুর, এদের চামড়ায় বাসা বাঁধা একধরনের উকুনের পাকস্থলীতে প্লেগের জীবাণু আশ্রয় নেয়।

39. স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলীতে কে ম্যালেরিয়ার জীবাণুর সন্ধান পান?

উত্তর: – রোনাল্ড রস।

40. মশার দাঁত ও জিভের নাম কী?

উত্তর: – দাঁত হল ম্যান্ডিবল আর জিভ হল ম্যাক্সিলা।

41. এডিস মশা কী রোগ ছড়ায়?

উত্তর: – ডেঙ্গু ও চিকুনগুনিয়া।

42. সাধারণ মাছি কী রোগ ছড়ায়?

উত্তর: – টাইফয়েড ও ডায়ারিয়া।

43. বালি মাছি কী রোগ ছড়ায়?

উত্তর: – কালাজ্বর ও বালিমাছি জ্বর।

44. সাধারণ মাছি রোগ জীবাণু বয়ে নিয়ে যায় বলে তাকে কী বলে?

উত্তর: – তাকে যান্ত্রিক বাহক বলে।

45. মশা তার দেহে রোগজীবাণুর বংশ বৃদ্ধি করে বলে তাকে কী বলে?

উত্তর: – তাকে জৈব বাহক বলে।

46. দই এবং দুগ্ধজাত খাবার তৈরিতে কোন্ ব্যাকটেরিয়ার সাহায্য নেওয়া হয়?

উত্তর: – ল্যাকটোব্যাসিলাস।

47. জীবনদায়ী ঔষধ কোন্ ব্যাকটিরিয়া দ্বারা প্রস্তুত করা হয়?

উত্তর: – স্ট্রেপটোমাইসেস।

48. মানুষের অস্ত্রে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া কী তৈরি করে?

উত্তর: – ভিটামিন B12.

49. কী ধরনের খাবারে ব্যাকটেরিয়া সহজে জন্মায়?

উত্তর: – প্রোটিন জাতীয় খাবারে।

50.  একটি উপকারী ছত্রাকের নাম করো। ওই ছত্রাক কী তৈরি করে ?

উত্তর: – পেনিসিলিয়াম। অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করে।

51. অণুজীব ছাড়া আর অন্য কী কারণে খাবার নষ্ট হয়ে যায়?

উত্তর: – উৎসেচকের ক্রিয়ার কারণে।

52. বিভিন্ন পশুর শরীরে কী ধরনের প্রাণী বাস করে? এদের কী বলে?

উত্তর: – কৃমি। এদের পরজীবী বলে।

53. গোরুর শরীরে পরজীবীর প্রকৃতি কী?

উত্তর: – ফিতাকৃমি।

54. শুয়োরের পরজীবীর প্রকৃতি কী?

উত্তর: – ফিতাকৃমি ও গোলকৃমি।

55. পাস্তুরাইজেশন প্রক্রিয়া কে আবিষ্কার করেন।

উত্তর: – ঊনবিংশ শতাব্দীতে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর পাস্তুরাইজেশন প্রক্রিয়া আবিষ্কার করেন।

56. সম্ভার খাবারে মেশানো বেশিরভাগ রং কোথা থেকে আসে?

উত্তর: – আলকাতরার মতো জিনিস থেকে।

57. ভেজাল সরষের তেল থেকে কোন রোগ হয়? ভারতবর্ষে এই রোগ কোন্ কোন্ সালে হয় ?

উত্তর: – ড্রপসি। 1998, 2000, 2002, 2005

58. দীর্ঘদিন ধরে খেসারির ডাল খেলে কী রোগ দেখা দেয়?

উত্তর: – ল্যাথিরিজম।

59. কয়েকটি কৃত্রিম রং এর নাম লেখো।

উত্তর: – মেটানিল ইয়োলো, ম্যালাকাইট গ্রিন।

60. কয়েকটি ভৌত ও রাসায়নিক প্রভাবকের নাম লেখো।

উত্তর: – আলো, এক্স রশ্মি, তামা, কার্বন মনোক্সাইড, সিসা, সোডিয়াম ইত্যাদি।

61. মানসিক প্রতিবন্ধকতার কারণ কী ?

উত্তর: – হতাশা ও অবসাদ, নিজের কাজ করতে না পারা, ডান-বাম চিনতে না পারা ইত্যাদি।

62. মানসিক সমস্যার কারণ জন্মগত ত্রুটি—বলতে কী বোঝ?

উত্তর: – গর্ভাবস্থায় অপুষ্টি, বিভিন্ন রোগ সংক্রমণ, জন্মের পর শিশুর মন ও বুদ্ধির বিকাশকে ব্যাহত করে।

63. রোগ প্রতিরোধ এর ধাপগুলি কী কী?

উত্তর: – [i] টিকাকরণ কর্মসূচি। খাদ্যে পুষ্টি উপাদান যোগ করা। [ii] রোগ নির্ণয় ও চিকিৎসা। [iii] ভিন্ন দক্ষতা সম্পন্ন মানুষের পুর্নবাসন [iv] জীবনকুশলতা শিক্ষা।

64. বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ কী?

উত্তর: – মানবসম্পদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করা।

65. কোন্ সালে এই সংস্থা স্থাপিত হয়?

উঃ 1949 সালে 9 ই এপ্রিল।

66. UNICEF-এর কাজ কী?

উত্তর: – উন্নয়নশীল দেশগুলোর শিশু ও মায়েদের স্বাস্থ্য নিয়ে কাজ করা।

67. বসন্ত রোগ কীভাবে পৃথিবী থেকে কত সালে নির্মূল করা হয়?

উত্তর: – টিকাদানের মাধ্যমে 1977 সালের মধ্যে পৃথিবী থেকে বসন্তরোগ নির্মূল করা হয়।

68. বায়ুর মাধ্যমে কীভাবে সর্দি-কাশি ছড়ায়?

উত্তর: – হাঁচি বা কাশির সময় রোগ জীবাণু ভরা তরল কণা সুস্থ লোকের নাক ও মুখ দিয়ে প্রবেশে করে।

69. বায়ুবাহিত রোগ সংক্রমণের সম্ভাবনা কীভাবে বাড়িয়ে দেয়?

উত্তর: – এক জায়গায় বহু লোকের একসঙ্গে উপস্থিতি।

70. যক্ষ্মা রোগের লক্ষণ কী?

উত্তর: – টানা জ্বর, কাশি ও থুতুর সঙ্গে রক্ত পড়া।

71. ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ কী?

উত্তর: – হাঁচি ও কাশি, জ্বর, গা, হাত ও পায়ে ব্যথা।

72. মশার মুখের বিভিন্ন অংশের নামগুলি কী ?

উত্তর: – লেবিয়াম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, হাইপোফ্যারিংস ও ল্যাব্রাম।

73. ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট কয়েকটি রোগের নাম লেখো।

উত্তর: – স্যালমোনেলোসিস, খাবারে বিষক্রিয়া, বটুলিজম ও ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস।

74. জীবাণু-সংক্রামিত খাবার খাওয়ার 2-3 ঘণ্টার মধ্যে কী কী লক্ষণগুলো প্রকাশ পায় ?

উত্তর: – বমিভাব, জ্বর, মাথার যন্ত্রণা, দুর্বলতা, ডায়রিয়া, এবং পেটে অসহ্য যন্ত্রণা।

75. বালি মাছিকে চেনার উপায় কী?

উত্তর: – মশার চেয়ে আকারে ছোটো, দেহ রোমযুক্ত, পা লম্বা ও সরু। এরা সন্ধ্যের পর বাইরে বেরোয়।

76. কর্পোরেশনের জল, ফোটানো জল এবং পরিশুদ্ধ করা জল পান করার যোগ্য কেন?

উত্তর: – এই ধরণের জল পান করার যোগ্য কারণ এই প্রায় ১০০ শতাংশ বিশুদ্ধ এবং রোগ-জীবাণুমুক্ত।

77. খাদ্যবাহিত রোগ কাকে বলে?

উত্তর: – ভেজাল খাবার খেয়ে যে সমস্ত রোগ হয়ে থাকে সেগুলিকে খাদ্যবাহিত রোগ বলে।

78. পোলিও রোগের লক্ষণ কী?

উত্তর: – হাত-পায়ের মাংসপেশির অস্বাভাবিক শিথিলতা সমেত পক্ষাঘাত, জ্বর ও ঘাড় শক্ত হয়ে যাওয়া।

79. মশা আর সাধারণ মাছির রোগ সংক্রমণের মধ্যে কী পার্থক্য?

উত্তর: – সাধারণ মাছির দেহে রোগজীবাণু বংশবৃদ্ধি করে না কিন্তু মশার দেহে রোগজীবাণু বংশবৃদ্ধি করে।

80. কোন মশা নোংরা জলে ডিম পাড়ে?

উঃ কিউলেক্স মশা।

81. মানুষের একটি বহি-রজীবীর নাম লেখ

উত্তর: – উকুন।

82. পাস্তুরাইজেশন কাকে বলে

উত্তর: – পাস্তুরাইজেশন হলো খাবার ও বিশেষত তরল খাবার যেমন দুধ এবং দুধ থেকে তৈরি খাবার ফলের রস ইত্যাদি কে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া । এই প্রক্রিয়াকে খাদ্যবস্তুকে একটি বিশেষ তাপমাত্রায় গরম করা হয় । পাস্তুরাইজ করার জন্য দুধকে ১৫ থেকে ৪০ সেকেন্ডের জন্য ৭২ থেকে ৭৫ ডিগ্রী সেলসিয়াস বা দুই সেকেন্ডের জন্য ১৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় ।

83. ORS এর পুরো কথা কি

উত্তর: – ওরাল রিহাইড্রেশন সলিউশন।

84. চাউমিনের মধ্যে কোন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানো থাকে

উত্তর: – আজিনোমোটো।

85. ভেজাল সরিষার তেল খেলে কোন রোগ হয়

উত্তর: – ড্রপসি রোগ হয়।

86. গুঁড়ো হলুদ ও লাড্ডু তে কোন রং মেশানো হয়

উত্তর: – মেটানিল ইয়োলো।

87. সবজিকে সবুজ বানাতে কোন ক্ষতিকারক রং মেশানো হয়

উত্তর: – ম্যালাকাইট গ্রিন।

88. কোন ডাল নিয়মিত খেলে পক্ষাঘাত বা ল্যাফিরিজম দেখা যায়

উত্তর: – খেসারির ডাল।

89. কোন রোগের আরেক নাম হোয়াইট ডেথ?

উত্তর: – যক্ষা।

90. কোন প্রাণী প্লেগ রোগ ছড়ায় ?

উত্তর: – মেঠো কালো ইঁদুর।

91. ভগিনী নিবেদিতা কোন রোগে আক্রান্ত রোগীদের সেবা করেন?

উত্তর: – প্লেগ।

92. কলকাতায় কত সালে প্লেগ মহামারীর আকার ধারণ করে?

উত্তর: – ১৮৯৯ সালে।

93. মশার কোন অংশটি চামড়া ফুটো করতে সাহায্য করে?

উত্তর: – ম্যান্ডিবল।

94. কোন অংশের সাহায্যে মশা রক্ত পান করে

উত্তর: – ল্যাব্রাম।

95. স্ত্রী ও পুরুষ মশার একটি পার্থক্য লেখ

উত্তর: – স্ত্রী মশার প্রবোসিস সরু আর তীক্ষ্ণ হয় কিন্তু পুরুষ মশার প্রবোসিসটি হয় ।

96. UNICEF এর পুরো কথা কি?

উত্তর: – United Nations international children’s emergency fund

97. UNICEF এর গঠনের উদ্দেশ্য কি ছিল?

উত্তর: – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরী কালীন খাদ্য এবং স্বাস্থ্য পুনরুদ্ধার।

98. এক্স রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব লেখো ।

উত্তর: – এক্স রশ্মি ক্যান্সার সৃষ্টি করতে পারে ।

99. প্রাচীন মিশরীয়রা পোড়ামাটির বাসনপত্র অলংকৃত করতে কোন ধাতুর যৌগ ব্যবহার করত?

উত্তর: – তামা।

100. মশার লার্ভা খাই এমন মাছ এর নাম লেখ।

উত্তর: – গাপ্পি তেচোখা গাম্বুসিয়া ইত্যাদি।

101. সাধারণ মাছি ছড়ায় এমন দুটি রোগের নাম লেখ।

উত্তর: – টাইফয়েড ডায়ারিয়া

102. কালা জ্বরের বাহক কে?

উত্তর: – বালি মাছি।

103. যান্ত্রিক বাহক ও জৈব বাহক এর মধ্যে পার্থক্য কি?

উত্তর: – যান্ত্রিক বাহক রোগ জীবাণুকে বয়ে নিয়ে যাওয়ার কাজ করে যেমন মাছি । জৈব বাহক রোগ জীবাণুকে তার নিজের দেহে বংশবৃদ্ধি করতে দেয় যেমন মশা ।

104. খনির মধ্যে কোন গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে?

উত্তর: – কার্বন মনোক্সাইড।

105. প্রসাধনী সামগ্রী, সুতিবস্ত্র ইত্যাদি রং করতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়?

উত্তর: – সংশ্লেষিত জৈব রঞ্জক।

106. দেওয়ালের রং খেলনা গাড়ির ব্যাটারি তৈরি করতে কোন ধাতু বা ধাতুর যৌগ ব্যবহার করা হয়?

উত্তর: – সিসা।

107. OPV-এর পুরো নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – OPV-এর পুরো নাম ওরাল পোলিও ভ্যাকসিন [Oral Polio Vaccine]।

108. ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর: – ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর নাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।

109. প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স একপ্রকার আদ্যপ্রাণী। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

110. মনোবিদরা আমাদের_________স্বাস্থ্য সম্বন্ধে দেখাশোনা করে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – মানসিক

111. প্লেগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – প্লেগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম ইয়ারসিনিয়া পেসটিস [Yersinia pestis]।

112. গোদ রোগের জন্য দায়ী জীবাণুর নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – গোদ রোগের জন্য দায়ী জীবাণু হল উচেরেরিয়া ব্যাংক্রফটি [Wuchereria bancrofti]

113. আমাশয় রোগের জীবাণুর নাম_________। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – এন্টামিবা হিস্টোলাইটিকা

114. পাস্তুরাইজ করার জন্য দুধকে_________সেকেন্ডের জন্য_________ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – 2, 138

115. কোন রোগে অস্থিসন্ধি শক্ত হয় এবং হাঁটুতে ‘নকনি’ রোগ দেখা যায়? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – ফ্লরোসিস রোগে অস্থিসন্ধি শক্ত হয় এবং হাঁটুতে ‘নকনি’ রোগ দেখা যায়।

116. গবাদি পশুর পাকস্থলীতে কিছু ব্যাকটেরিয়া বাস করে, যারা_________জাতীয় খাদ্য পরিপাক করতে সাহায্য করে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – সেলুলোজ

117. খেসারির বিজ্ঞানসম্মত নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – খেসারির বিজ্ঞানসম্মত নাম—ল্যাথিরাস স্যাটিভাস [Lathyrus sativus]।

118. স্ত্রী মশা তার সূচের মতো তীক্ষ্ণ_________দিয়ে বিভিন্ন প্রাণীর চামড়া ভেদ করে রক্ত পান করে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – প্রোবোসিস

119. ভারতে 70% ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স-এর জন্য হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

120. জলে আর্সেনিকের পরিমাণ বা মাত্রা কত হলে সেই জল পানের অযোগ্য হয়ে পড়ে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – এক লিটার জলে 0.05 মিলিগ্রাম বা তার বেশি মাত্রায় আর্সেনিক থাকলে সেই জল পানের অযোগ্য হয়ে পড়ে।

121. কোন্ বিজ্ঞানী প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – ডক্টর এডওয়ার্ড জেনর [গুটি বসন্তের ভ্যাকসিন] প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন।

122. গোদ রোগের জন্য দায়ী জীবাণুর নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – গোদ রোগের জন্য দায়ী জীবাণু হল উচেরেরিয়া ব্যাংক্রফটি [Wuchereria bancrofti]

123. রোগাক্রান্ত ব্যক্তির শরীরের ভেতরের কোনো অঙ্গের ছবি তোলা হয় কীসের সাহায্যে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – এক্স রশ্মির সাহায্যে রোগাক্রান্ত ব্যক্তির শরীরের ভেতরের কোনো অঙ্গের ছবি তোলা হয়।

124. মানবদেহে টাইফয়েড রোগ সৃষ্টি করে_________। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – সালমোনেল্লা টাইফি

125. আন্ত্রিক একটি ভাইরাসঘটিত জলবাহিত রোগ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – মিথ্যা

126. আন্ত্রিক রোগ একটি _________বাহিত রোগ। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – জল

127. প্লাজমোডিয়াম-এর_________টি প্রজাতি মানুষের দেহে ম্যালেরিয়া রোগ ঘটায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – 4

128. যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার আক্রমণস্থল প্রধানত পাকগ্রন্থি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – মিথ্যা

129. মেঠো কালো ইঁদুরের বিজ্ঞানসম্মত নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – মেঠো কালো ইঁদুরের বিজ্ঞানসম্মত নাম র‍্যাট্টাস র‍্যাট্টাস [Rattus rattus]

130. খাবারে বিষক্রিয়া ঘটায় এমন একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর: – খাবারে বিষক্রিয়া ঘটায় এমন একটি ব্যাকটেরিয়া হল— ক্লসট্রিডিয়াম পারফ্রিনজেনস্ [Clostridium perfringens]

131. গোরুর শরীরে আশ্রয় নেয় যে ফিতাকৃমি, তার বিজ্ঞানসম্মত নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – গোরুর শরীরে আশ্রয় নেয় যে ফিতাকৃমি তার বিজ্ঞান সম্মত নাম টিনিয়া স্যাজিনাটা [Taenia Saginata]।

132. মানুষের শরীরে বাস করে কিছু ব্যাকটেরিয়া যারা ভিটামিন _________তৈরিতে সাহায্য করে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – B12

133. আমাশয় একপ্রকার প্রোটোজোয়াঘটিত জলবাহিত রোগ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

134. কলেরা রোগের জীবাণুর নাম ভিব্রিও কলেরি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

135. _________শব্দের অর্থ হল আণুবীক্ষণিক জীব। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – জীবাণু

136. প্লেগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – প্লেগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম ইয়ারসিনিয়া পেসটিস [Yersinia pestis]।

137. জ্বর মাপার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি?

উত্তর: – জ্বর মাপার জন্য আমরা ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করি ।

138. ফ্লুওরেসেন্ট বাল্ব এর মধ্যে কোন ধাতুর বাস্প থাকে?

উত্তর: – পারদের বাষ্প ।

139. কোন ধাতুর প্রভাবে মিনামাটা রোগ হয়?

উত্তর: – পারদ।

140. এক লিটার পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ নিরাপদ মাত্রা কত?

উত্তর: – 0.05 মিলিগ্রাম

141. ফ্লুরাইডের নিরাপদ মাত্রা কত?

উত্তর: – 1.5 মিলিগ্রাম

142. WHO এর পুরো কথা কি?

উত্তর: – World health organization

143. WHO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?

উত্তর: – সুইজারল্যান্ড এর জেনিভা শহরে।

144. সর্দি কাশি কি বাহিত রোগ?উত্তর: – বায়ুবাহিত রোগ।

” পরিবেশ ও জনস্বাস্থ্য সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Seventh VII / WB Class 7 / WBBSE / Class 7 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 7 Exam / Class 7th / WB Class 7 / Class 7 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাজেশন / সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 7 Science Suggestion / Class 7 Science  Question and Answer / Class 7 Science Suggestion / Class 7 Pariksha Science Suggestion / Science Class 7 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 7 Science Suggestion FREE PDF Download)

পরিবেশ ও জনস্বাস্থ্য প্রশ্ন উত্তর

(Class 7 Science Suggestion / West Bengal Seventh VII Question and Answer, Suggestion / WBBSE Class 7th Science Suggestion / Class 7 Science  Question and Answer / Class 7 Science  Suggestion / Class 7 Pariksha Suggestion / Class 7 Science  Exam Guide / Class 7 Science  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 7 Science  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 7 Science  Suggestion FREE PDF Download) সফল হবে।

পরিবেশ ও জনস্বাস্থ্য প্রশ্ন উত্তর

পরিবেশ ও জনস্বাস্থ্য প্রশ্ন ও উত্তর | পরিবেশ ও জনস্বাস্থ্য Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য প্রশ্ন ও উত্তর। পরিবেশ ও জনস্বাস্থ্য MCQ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর বিজ্ঞান ] পরিবেশ ও জনস্বাস্থ্য MCQ প্রশ্ন ও উত্তর | পরিবেশ ও জনস্বাস্থ্য Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ ও জনস্বাস্থ্য

পরিবেশ ও জনস্বাস্থ্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বিজ্ঞান পরিবেশ ও জনস্বাস্থ্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | পরিবেশ ও জনস্বাস্থ্য Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পরিবেশ ও জনস্বাস্থ্য MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি বিজ্ঞান | Class 7 Science 

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

অষ্টম শ্রেণি বিজ্ঞান (Class 7 Science ) – পরিবেশ ও জনস্বাস্থ্য প্রশ্ন উত্তর | পরিবেশ ও জনস্বাস্থ্য | Class 7 Science  Suggestion অষ্টম শ্রেণি বিজ্ঞানপরিবেশ ও জনস্বাস্থ্য প্রশ্ন উত্তর

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য প্রশ্ন উত্তর | Class 7 Science  Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য | জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য | সপ্তম শ্রেণীর বিজ্ঞান সহায়ক – পরিবেশ ও জনস্বাস্থ্য প্রশ্ন ও উত্তর । Class 7 Science  Question and Answer, Suggestion | Class 7 Science  Question and Answer Suggestion | Class 7 Science  Question and Answer Notes | West Bengal Class 7th Science Question and Answer Suggestion.

WBBSE Class 7th Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ ও জনস্বাস্থ্য

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 7 Science Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | পরিবেশ ও জনস্বাস্থ্য । Class 7 Science  Question and Answer Suggestion.

WBBSE Class 7 Science  Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । পরিবেশ ও জনস্বাস্থ্য | Class 7 Science  Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

WB Class 7 Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ ও জনস্বাস্থ্য MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Suggestions | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 7 Science  Question and Answer সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 7 Science  Question and Answer সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 7 Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ ও জনস্বাস্থ্য MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশ ও জনস্বাস্থ্য MCQ প্রশ্ন ও উত্তর । Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 7 Science Suggestion Download WBBSE Class 7th Science short question suggestion . Class 7 Science  Suggestion download Class 7th Question Paper Science. WB Class 7 Science suggestion and important question and answer. Class 7 Suggestion pdf.

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 7 Science Suggestion with 100% Common in the Examination .Class Seventh VII Science  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Exam Class 7 Science  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Seventh VII Science Suggestion is provided here. Class 7 Science  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

পরিবেশ ও জনস্বাস্থ্য সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 7 Science  Question and Answer with FREE PDF Download Link

পরিবেশ ও জনস্বাস্থ্য সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science  Question and Answer পরিবেশ ও জনস্বাস্থ্য সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad