একাদশ শ্রেণীর সংস্কৃত : ব্রাহ্মণচৌরপিশাচকথা প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th Sanskrit Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

একাদশ শ্রেণীর সংস্কৃত : ব্রাহ্মণচৌরপিশাচকথা প্রশ্ন উত্তর | WBBSE Class 11th Sanskrit Question and Answer

ব্রাহ্মণচৌরপিশাচকথা একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer : ব্রাহ্মণচৌরপিশাচকথা একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 11th Sanskrit Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – ব্রাহ্মণচৌরপিশাচকথা থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th XI  XI Sanskrit EXiamination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ব্রাহ্মণচৌরপিশাচকথা একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. চোর ব্রাহ্মণের গোরু দুটিকে চুরি করার জন্য নিয়ে গিয়েছিল ?

[A] যবের তুষ

[B] শুকনো ঘাস

[C] লগুড়

[D] দড়ি

উত্তর:- [D] দড়ি

2. ব্রাহ্মণ রাক্ষসের হাত থেকে প্রাণ বাঁচিয়েছিল ?

[A] লগুরের দ্বারা

[B] তাম্বুলাদির দ্বারা

[C] বন্ধনপাশের

[D] মন্ত্রজপের দ্বারা

উত্তর:- [D] মন্ত্রজপের দ্বারা

3. রাক্ষসের গাল ছিল ?

[A] নিটোল

[B] শুকনো

[C] পিঙ্গল

[D] তীক্ষ্ণ

উত্তর:- [B] শুকনো

4. রাক্ষসের শিরাগুলি ছিল ?

[A] ফুলে ওঠা

[B] পিঙ্গল

[C] শুকনো

[D] বসে যাওয়া

উত্তর:- [A] ফুলে ওঠা

5. কপোল’ শব্দের অর্থ ?

[A] হাত

[B] কপাল

[C] গাল

[D] চোখ

উত্তর:- [C] গাল

6. জেগে উঠেছিল’ এর সংস্কৃত শব্দ হল ?

[A] জজাগর

[B] জজাগার

[C] বুদ্ধোত

[D] উত্থায়

উত্তর:- [A] জজাগর

7. শত্রুরাও হিতকারী হয় যখন তারা পরস্পর ?

[A] প্রতিবেশী হয়

[B] অচেনা হয়

[C] বিবাদমান হয়

[D] মিত্রভাবাপন্ন হয়

উত্তর:- [C] বিবাদমান হয়

8. চোর ব্রাহ্মরাক্ষস কে দেখে ?

[A] তাকে গরুজোড়া দান করেছিল

[B] বাড়ি ফিরে এসেছিল

[C] জ্ঞান হারিয়েছিল

[D] ভয় পেয়ে গিয়েছিল

উত্তর:- [D] ভয় পেয়ে গিয়েছিল

9. রাক্ষস ব্রাহ্মণকে ?

[A] নিজের উদ্দেশ্য বলে দিয়েছিল

[B] গরুজোড়া দান করতে চেয়েছিল

[C] ভয় দেখিয়েছিল

[D] খেতে চেয়েছিল

উত্তর:- [D] খেতে চেয়েছিল

10. রাক্ষস যখন ব্রাহ্মণকে খেতে যাচ্ছিল তখন ব্রাহ্মণ ?

[A] গরু দুটিকে খাওয়াচ্ছিল

[B] ঘুমিয়েছিল

[C] যজমানের সঙ্গে কথা বলছিল

[D] বই পড়ছিল

উত্তর:- [B] ঘুমিয়েছিল

11. ব্রাহ্মণচৌরপিশাচকথা’ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত ?

[A] হিতোপদেশ

[B] বৃহৎকথা

[C] পঞ্চতন্ত্র

[D] বৃহৎকথামঞ্জরী

উত্তর:- [C] পঞ্চতন্ত্র

12. তন্ত্র’ কথাটির অর্থ কী ?

[A] পূজার পুঁথিবিশেষ

[B] মন্ত্র

[C] তান্ত্রিক

[D] বিভাগ

উত্তর:- [D] বিভাগ

13. পঞ্চতন্ত্রে ক টি বিভাগ আছে ?

[A] দুটি

[B] তিনটি

[C] চারটি

[D] পাঁচটি

উত্তর:- [D] পাঁচটি

14. আলোচ্য গল্পটি পঞ্চতন্ত্রের কোন তন্ত্র থেকে গৃহীত ?

[A] মিত্রভেদ

[B] মিত্রপ্রাপ্তি

[C] কাকোলুকিয়

[D] লব্ধপ্রণাশ

উত্তর:- [C] কাকোলুকিয়

15. ব্রাহ্মণ যে স্থানে বাস করত , সেই স্থানটির নাম কি ?

[A] কাঞ্চি

[B] শোভাবতী

[C] পুষ্পপুরী

[D] কোনোটিই নয়

উত্তর:- [D] কোনোটিই নয়

16. আলোচ্য গল্পে ব্রাহ্মণের নাম কি ?

[A] ভীষ্ম

[B] দ্রোণ

[C] কর্ন

[D] জয়দ্রথ

উত্তর:- [B] দ্রোণ

17. দ্রোণের অবস্থা কেমন ছিল ?

[A] দরিদ্র

[B] ধনী

[C] মধ্যবিত্ত

[D] সচ্ছল

উত্তর:- [A] দরিদ্র

18. যজমান’ কাকে বলে ?

[A] যে পূজা করে

[B] যার হিতকামনায় পূজা করা হয়

[C] যাকে পূজা করা হয়

[D] যে পূজিত হয়

উত্তর:- [B] যার হিতকামনায় পূজা করা হয়

19. যজমান ব্রাহ্মণকে কি দিয়েছিল ?

[A] দুটি গোবৎস

[B] দুটি গাভী

[C] দুটি বৃষ

[D] একটি বৃষ ও একটি গাভী

উত্তর:- [A] দুটি গোবৎস

20. সত্যবচন কে ?

[A] ব্রাহ্মণ

[B] ব্রহ্মরাক্ষস

[C] চোর

[D] সত্যবাদী

উত্তর:- [B] ব্রহ্মরাক্ষস

21. কে ক্রুরকর্মা ?

[A] গোরু দুটি

[B] ব্রাহ্মণ

[C] ব্রহ্মরাক্ষস

[D] চোর

উত্তর:- [D] চোর

22. রাক্ষসের চুলগুলি ছিল ?

[A] কৃষ্ণ বর্ণের

[B] হরিৎ বর্ণের

[C] পিংগল বর্ণের

[D] পীত বর্ণের

উত্তর:- [C] পিংগল বর্ণের

23. রাক্ষসের দাঁতগুলি ছিল ?

[A] তীক্ষ্ণ

[B] মোটা

[C] বাঁকা

[D] সরু

উত্তর:- [A] তীক্ষ্ণ

ব্রাহ্মণচৌরপিশাচকথা একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন প্রশ্ন উত্তর Class 11 Sanskrit Suggestion | West Bengal WBBSE Class XI  XI (Class 11th) Sanskrit Question and Answer Suggestion

1. কে বন্ধনপাশ নিয়ে যাচ্ছিল?

উত্তর:- চোর.

2. কে কাকে দেখে তীব্র ভয় পেয়েছিল?

উত্তর:- চোর, ব্রহ্মরাক্ষসের বীভৎস রূপ দেখে.

3. প্রবিরলতীক্ষ্ণদন্তপঙ্ক্তি’ কথাটি কার সম্পর্কে বলা হয়েছে?

উত্তর:- সত্যবচন সম্পর্কে.

4. কার সম্পর্কে বলা হয়েছে ‘প্ররূঢ়কেশশ্মশ্রূনখরোমোপচিতঃ’?

উত্তর:- ব্রাহ্মণ সম্পর্কে.

5. ভদ্র! ষষ্ঠাহ্নকালিকোহহম্’—এ কথা কে বলেছিল?

উত্তর:- ব্রহ্মরাক্ষস.

6. কালমান্বেষয়ন্তৌ স্থিতৌ’—কারা অপেক্ষা করছিল?

উত্তর:- ব্রহ্মরাক্ষস ও চোর.

7. গোরুর শব্দে ব্রাহ্মণের ঘুম ভাঙার আশঙ্কা করেছিল কে?

উত্তর:- ব্রহ্মরাক্ষস.

8. প্রতিগ্রহধনঃ’ পদের অর্থ কী?

উত্তর:- ভিক্ষাধন.

9. গল্পে চরিত্রের সংখ্যা কত?

উত্তর:- তিন.

10. পঞ্চতন্ত্রম্’এ কয়টি তন্ত্র আছে?

উত্তর:- পাঁচটি.

11. তন্ত্র’ শব্দের অর্থ কী?

উত্তর:- প্রসঙ্গ.

12. ব্রাহ্মণ কীভাবে জীবিকা নির্বাহ করতো?

উত্তর:- পরের দান গ্রহণ করে.

13. কাকোলূকীয়’ শব্দের ‘উলূক’ বলতে বোঝায়?

উত্তর:- প্যাঁচা.

উত্তর:- রাত্রে.

14. ব্রহ্মরাক্ষসের গাল কীরূপ ছিল?

উত্তর:- শুষ্ক অর্থাৎ শুকনো.

15. তাম্বুল কথার অর্থ কী?

উত্তর:- পান.

16. চোর আগে চুরি করতে চেয়েছিল কেন?

উত্তর:- চোর আগে চুরি করতে চেয়েছিল কারণ, যদি ভক্ষণের উদ্দেশ্যে ধাবমান ব্রহ্মরাক্ষসের কোনো বাধা-বিঘ্ন উপস্থিত হয়, তবে সে গোরু চুরি করতে পারবে না.

17. ব্রহ্মরাক্ষসের অভিপ্রায় কী ছিল?

উত্তর:- ব্রহ্মরাক্ষসের অভিপ্রায় ছিল ব্রাহ্মণকে ভক্ষণ করা, কারণ সে কেবল রাত্রিবেলা আহার করে.

18. এই গল্পে নীতিকথা কী?

উত্তর:- শত্রুরা নিজেদের মধ্যে বিবাদ করলে তৃতীয় জনের হিতসাধন হয়.

19. ব্রাহ্মণ কীভাবে জেগে উঠেছিল?

উত্তর:- চোর ও রাক্ষস উভয়ের মধ্যে বিবাদ শুরু হলে, তাদের বিবাদের শব্দে ব্রাহ্মণ জেগে উঠেছিল.

20. ব্রাহ্মণের শারীরিক অবস্থার পরিচয় দাও.

উত্তর:- দ্রোণ নামক হতদরিদ্র ব্রাহ্মণ ছিল দীর্ঘ কেশ-নখ-দাড়ি সর্বস্ব এক বেখাপ্পা চেহারার মানূষ.

21. ব্রাহ্মণের আর্থিক অবস্থার কথা লেখ.

উত্তর:- ব্রাহ্মণের আর্থিক অবস্থা ছিল খুবই করুণ, কারণ সে যজমানের দান গ্রহণ করে জীবন-যাপন করত.

22. ব্রহ্মরাক্ষসের পরিচয় দাও.

উত্তর:- ব্রহ্মরাক্ষসের ছিল তীক্ষ্ণ দাঁতের সারি, উঁচু নাক, রক্তবর্ণ চোখ, শুষ্ক মুখ, চুলদাড়ি পিঙ্গলবর্ণ, শরীরে ফুলে ওঠা শিরাধমনী.

23. চোর কেন শঙ্কিত হয়েছিল?

উত্তর:- ব্রাহ্মণের গোরু চুরি করতে এসে চোর পথমধ্যে ভয়ংকর ভয়ালদর্শন ব্রহ্মরাক্ষসকে দেখে ভীত হয়েছিল.

24. সত্যবচন ও ক্রূরকর্মা কে?

উত্তর:- ভয়ংকর রূপের ব্রহ্মরাক্ষস হলো সত্যবচন এবং চোরের নাম ছিল ক্রূরকর্মা যে ব্রাহ্মণের গোরু চুরি করতে চেয়েছিল.

25. ব্রহ্মরাক্ষসের অভিপ্রায় কী ছিল?

উত্তর:- ব্রাহ্মণ রাতে ঘুমিয়ে পড়লে ব্রহ্মরাক্ষস ব্রাহ্মণকে ভক্ষণ করবে—এটা ব্রহ্মরাক্ষসের অভিপ্রায় ছিল.

26. ব্রহ্মরাক্ষস চুরির আগে ব্রাহ্মণকে খেতে চেয়েছিল কেন?

উত্তর:- চুরি করার সময় কোনোভাবে যদি গোরু ডেকে ওঠে তবে ব্রাহ্মণের ঘুম ভেঙে যাবে এবং তার ভক্ষণে বাধা পড়বে—এই কারণে ব্রহ্মরাক্ষস আগে খেতে চেয়েছিল.

27. রাক্ষস আর চোরের বিবাদের পরিণতি কী হয়েছিল?

উত্তর:- ইষ্টদেবতার মন্ত্র উচ্চারণ করে ব্রাহ্মণ রাক্ষসের হাত থেকে নিজেকে এবং লাঠি ব্যবহার করে চোরের থেকে গোরুদুটি রক্ষা করেছিল.

28. ব্রাহ্মণ কীভাবে বাছুর প্রতিপালন করেছিল? বা, কীভাবে গরুদুটি হৃষ্টপুষ্ট হয়েছিল?

উত্তর:- বাছুরদুটিকে ছোটোবেলা থেকে ভিক্ষায় উপার্জিত ঘি, তেল, যব ইত্যাদি খাইয়ে তাদেরকে হৃষ্টপুষ্ট করে তুলেছিল.

29. व्राह्मणचोरपिशाचकथाনামক গল্পটির উৎস কী?

উত্তর:- বিষ্ণুশর্মা রচিত ‘পঞ্চতন্ত্রম্’ নামক গল্পগ্রন্থের কাকোলুকীয় নামক তৃতীয় তন্ত্র.

30. পঞ্চতন্ত্রম্ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:- বিষ্ণুশর্মা.

31. व्राह्मणचोरपिशाचकथाনামক গল্পে ব্রাহ্মণের নাম কী?

উত্তর:- দ্রোণ.

32. व्राह्मणचोरपिशाचकथाনামক গল্পে চোরের নাম কী?

উত্তর:- ক্রূরকর্মা.

33. व्राह्मणचोरपिशाचकथाনামক গল্পে পিশাচের নাম কী?

উত্তর:- সত্যবচন.

34. যজমান ব্রাহ্মণকে কী দান করেছিল?

উত্তর:- দুটি বাছুর দান করেছিল.

35. চোর ব্রাহ্মণের কী চুরি করতে গিয়েছিল?

উত্তর:- গোরু দুটি চুরি করতে গিয়েছিল.

36. চুরি করতে যাওয়ার পথে চোরের সঙ্গে কার দেখা হয়েছিল?

উত্তর:- সত্যবচন নামে এক ব্রহ্মরাক্ষসের দেখা হয়েছিল.

37. তামাটে রং-এর চুল-দাড়ি কার ছিল?

উত্তর:- সত্যবচন নামে এক ব্রহ্মরাক্ষসের.

38. উপচিতস্নায়ুসন্ততিঃ কাকে বলা হয়েছে?

উত্তর:- সত্যবচন নামে ব্রহ্মরাক্ষসটিকে.

39. षष्ठाह्नकालिकः‘[‘ষষ্ঠাহ্ণকালিকঃ’. শব্দের অর্থ কী?

উত্তর:- ‘ষষ্টান্নকালিকঃ’ শব্দের অর্থ হল যে ষষ্ঠ ভোজনকালেই কেবল খায়.

40. एककार्यवेवावाम्’ [এককার্যাবেবাবাম্.উক্তিটি কার?

উত্তর:- সত্যবচন নামে এক ব্রহ্মরাক্ষসের.

41. চোর কখন ব্রাহ্মণের বাড়িতে চুরি করতে গিয়েছিল?

উত্তর:- রাত্রিতে ব্রাহ্মণের বাড়িতে চুরি করতে গিয়েছিল.

42. চোর ব্রাহ্মণের গোরু দুটি চুরি করতে যাওয়ার সময় কী নিয়ে গিয়েছিল?

উত্তর:- গোরু বাঁধার দড়ি নিয়ে গিয়েছিল.

43. রাক্ষসের চোখ দুটো কেমন ছিল?

উত্তর:- চোখের প্রান্তগুলি ছিল রক্তবর্ণ.

44. कपोल’ [‘কপোল’. শব্দের অর্থ কী?

উত্তর:- গাল.

45. श्मश्रुশ্মশ্রু’ শব্দের অর্থ কী?

উত্তর:- দাড়ি.

46. বিষ্ণুশর্মার ভাষায় ‘व्राह्मणचोरपिशाचकथाগল্পের উপদেশটি কী?

উত্তর:- शत्रवोऽपिहितायैवविवदन्तःपरस्परम्. ”শত্রবোহপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্”.

47. नैषन्यायः’ [‘নৈষ ন্যায়ঃ’. – কে এই কথাটি বলেছিল?

উত্তর:-  ক্রূরকর্মা নামে এক চোর.

48. রাক্ষস ব্রাহ্মণকে আগে খেতে চেয়েছিল কেন?

উত্তর:- চোর চুরি করার সময় গোরুর শব্দে ব্রাহ্মণের ঘুম ভেঙে গেলে সে আর ব্রাহ্মণকে খেতে পারবে না বলে.

49. চোর ও রাক্ষসের মধ্যে কী ধরনের ঝগড়া হয়েছিল?

উত্তর:- ‘আমি আগে আমি আগে’ এইভাবে নিজের কাজ আগে করার দাবি রেখে ঝগড়া হয়েছিল. এটাকে অহমহমিকা বলা হয়.

50. ব্রাহ্মণ রাক্ষসের হাত থেকে কীভাবে রক্ষা পেল?

উত্তর:- ইষ্টদেবতার মন্ত্র ধ্যান করে রাক্ষসের হাত থেকে রক্ষা পেল.

51. ব্রাহ্মণকে জীবন দান করেছিল কে?

উত্তর:- চোর.

52. ব্রাহ্মণ চোরের হাত থেকে কীভাবে রক্ষা পেল?

উত্তর:- ব্রাহ্মণ উদ্যত লাঠি দিয়ে চোরকে তাড়িয়ে তার হাত থেকে রক্ষা পেল.

53. প্রথমে কার্যসিদ্ধি করতে চেয়েছিল কে?

উত্তর:- চোর

54. এককার্যাবেবাবাম্”—এ কথাটি কে বলেছিল?

উত্তর:- ব্রহ্মরাক্ষস.

55 26. “এককার্যাবেবাবাম্”—কাকে উদ্দেশ্যে করে একথা বলা হয়েছে?

উত্তর:- চোরকে.

56. ভদ্র! নৈষ ন্যায়”—কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছে?

উত্তর:- চোর, ব্রহ্মরাক্ষসকে উদ্দেশ্য করে একথা বলেছে.

57. চোর ব্রহ্মরাক্ষসকে কোথায় দেখতে পেয়েছিল?

উত্তর:- মাঝপথে.

58. চোর ও রাক্ষস কখন ব্রাহ্মণের গৃহে উপস্থিত হয়েছিল?

উত্তর:- ব্রাহ্মণ যখন ঘুমিয়ে পড়ে.

59. ব্রাহ্মণ কীসের শব্দে জেগে উঠেছিল?

উত্তর:- চোর ও ব্রহ্মরাক্ষসের ঝগড়ায়.

60. ব্রাহ্মণ রাক্ষসের হাত থেকে কীভাবে রক্ষা পেয়েছিল?

উত্তর:- ইষ্টদেবতাকে স্মরণ করে.

61. ব্রাহ্মণ চোরের হাত থেকে কীভাবে রক্ষা পেয়েছিল?

উত্তর:- লাঠির সাহায্যে.

62. অনুকম্পয়া’ শব্দের অর্থ কী?

উত্তর:- করুণাবশত.

63. গোযুগম্’ কথার অর্থ কী?

উত্তর:- গোরুদুটি.

” ব্রাহ্মণচৌরপিশাচকথা একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class XI  XI / WB Class 11 / WBBSE / Class 11 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 11 EXiam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন / একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ও উত্তর । Class 11 Sanskrit Suggestion / Class 11 Sanskrit  Question and Answer / Class 11 Sanskrit Suggestion / Class 11 Pariksha Sanskrit Suggestion / Sanskrit Class 11 EXiam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Sanskrit Suggestion FREE PDF Download)

ব্রাহ্মণচৌরপিশাচকথা প্রশ্ন উত্তর

(Class 11 Sanskrit Suggestion / West Bengal XI  XI Question and Answer, Suggestion / WBBSE Class 11th Sanskrit Suggestion / Class 11 Sanskrit  Question and Answer / Class 11 Sanskrit  Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Sanskrit  EXiam Guide / Class 11 Sanskrit  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 11 Sanskrit  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 11 Sanskrit  Suggestion FREE PDF Download) সফল হবে।

ব্রাহ্মণচৌরপিশাচকথা প্রশ্ন উত্তর

 ব্রাহ্মণচৌরপিশাচকথা Class 11 Sanskrit  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – ব্রাহ্মণচৌরপিশাচকথা প্রশ্ন ও উত্তর। ব্রাহ্মণচৌরপিশাচকথা MCQ প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – ব্রাহ্মণচৌরপিশাচকথা MCQ প্রশ্ন উত্তর।

একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তরব্রাহ্মণচৌরপিশাচকথা

একাদশ শ্রেণির সংস্কৃত ব্রাহ্মণচৌরপিশাচকথা SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ব্রাহ্মণচৌরপিশাচকথা Class 11 Sanskrit  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – ব্রাহ্মণচৌরপিশাচকথা SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ব্রাহ্মণচৌরপিশাচকথা MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি সংস্কৃত | Class 11 Sanskrit 

একাদশ শ্রেণি সংস্কৃত (Class 11 Sanskrit ) – ব্রাহ্মণচৌরপিশাচকথা প্রশ্ন উত্তর | ব্রাহ্মণচৌরপিশাচকথা | Class 11 Sanskrit  Suggestion একাদশ শ্রেণি সংস্কৃতব্রাহ্মণচৌরপিশাচকথা প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির সংস্কৃত – ব্রাহ্মণচৌরপিশাচকথা প্রশ্ন উত্তর | Class 11 Sanskrit  Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – ব্রাহ্মণচৌরপিশাচকথা | একাদশ শ্রেণীর সংস্কৃত – ব্রাহ্মণচৌরপিশাচকথা | একাদশ শ্রেণীর সংস্কৃত সহায়ক – ব্রাহ্মণচৌরপিশাচকথা প্রশ্ন ও উত্তর । Class 11 Sanskrit  Question and Answer, Suggestion | Class 11 Sanskrit  Question and Answer Suggestion | Class 11 Sanskrit  Question and Answer Notes | West Bengal Class 11th Sanskrit Question and Answer Suggestion.

WBBSE Class 11th Sanskrit  Suggestion | একাদশ শ্রেণীর সংস্কৃত ব্রাহ্মণচৌরপিশাচকথা

একাদশ শ্রেণীর সংস্কৃত – ব্রাহ্মণচৌরপিশাচকথা MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 11 Sanskrit Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – ব্রাহ্মণচৌরপিশাচকথা প্রশ্ন ও উত্তর | ব্রাহ্মণচৌরপিশাচকথা । Class 11 Sanskrit  Question and Answer Suggestion.

WBBSE Class 11 Sanskrit  Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – ব্রাহ্মণচৌরপিশাচকথা প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । ব্রাহ্মণচৌরপিশাচকথা | Class 11 Sanskrit  Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – ব্রাহ্মণচৌরপিশাচকথা প্রশ্ন ও উত্তর ।

WB Class 11 Sanskrit  Suggestion | একাদশ শ্রেণীর সংস্কৃত ব্রাহ্মণচৌরপিশাচকথা MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 11 Sanskrit  Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর সংস্কৃত – ব্রাহ্মণচৌরপিশাচকথা | Class 11 Sanskrit  Question and Answer একাদশ শ্রেণীর সংস্কৃত – ব্রাহ্মণচৌরপিশাচকথা প্রশ্ন ও উত্তর Class 11 Sanskrit  Question and Answer একাদশ শ্রেণীর সংস্কৃত – ব্রাহ্মণচৌরপিশাচকথা MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 11 Sanskrit  Suggestion | একাদশ শ্রেণীর সংস্কৃত ব্রাহ্মণচৌরপিশাচকথা MCQ প্রশ্ন উত্তর

Class 11 Sanskrit  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – ব্রাহ্মণচৌরপিশাচকথা MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Sanskrit  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর। West Bengal Class 11 Sanskrit Suggestion Download WBBSE Class 11th Sanskrit short question suggestion . Class 11 Sanskrit  Suggestion download Class 11th Question Paper Sanskrit. WB Class 11 Sanskrit suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.

ব্রাহ্মণচৌরপিশাচকথা একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 11 Sanskrit  Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 11 Sanskrit Suggestion with 100% Common in the EXiamination .Class XI  XI  Sanskrit  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 EXiam Class 11 Sanskrit  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 XI  XI  Sanskrit Suggestion is provided here. Class 11 Sanskrit  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

ব্রাহ্মণচৌরপিশাচকথা একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর | Class 11 Sanskrit  Question and Answer with FREE PDF Download Link

ব্রাহ্মণচৌরপিশাচকথা একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad