নবম শ্রেণীর জীবন বিজ্ঞান : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Life Science [Chapter – III] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়)  প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Life Science [Chapter – III] Question and Answer

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Life Science Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IXLife Science Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. জিওল মাছেদের অতিরিক্ত শ্বাসযন্ত্র অক্সিজেন গ্রহণ করে। –

[A] জল থেকে

[B] বায়ু থেকে

[C] মাটি থেকে

[D] কাদা থেকে

উত্তর : [B] বায়ু থেকে

2. কোশের প্রধান শ্বসন বস্তুটি হল –

[A] ফ্যাটি অ্যাসিড

[B] শ্বেতসার

[C] গ্লুকোজ

[D] প্রোটিন

উত্তর : [C] গ্লুকোজ

3. কেঁচোর রেচন অঙ্গটির নাম হল—

[A] ত্বক

[B] নেফ্রিডিয়া

[C] ফ্লেমকোশ

[D] সবুজ গ্রন্থি

উত্তর : [B] নেফ্রিডিয়া

4. কোন্ প্রকার সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়? –

[A] কোহল সন্ধান

[B] অ্যাসিটিক অ্যাসিড সন্ধান

[C] বিউটাইরিক অ্যাসিড সন্ধান

[D] ল্যাকটিক অ্যাসিড সন্থান

উত্তর : [A] কোহল সন্ধান

5. কোন প্রকার শ্বসনে বায়বীয় অক্সিজেন O প্রয়োজন হয়? –

[A] অবাত শ্বসন

[B] সবাত শ্বসন

[C] সন্ধান

[D] দহন

উত্তর : [B] সবাত শ্বসন

6. তীব্র আম্লিক মাধ্যমে ক্রিয়াশীল প্রোটিওলাইটিক উৎসেচকটি হল—

[A] ইরেপসিন

[B] ট্রিপসিন

[C] পেপসিন

[D] কাইমোট্রিপসিন

উত্তর : [C] পেপসিন

7. রসের উৎস্রোত প্রক্রিয়ায় কোন বল বা বলগুলি জলস্তম্ভকে জাইলেম বাহিকার মধ্য দিয়ে ওপর দিকে চালনা করে? –

[A] সংসক্তি বল

[B] বাষ্পমোচন টান

[C] মূলজ চাপ

[D] বাষ্পমোচন টান ও মূলজ চাপ

উত্তর : [C] মূলজ চাপ

8. সালোকসংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার উদাহরণ –

[A] ল্যাকটোব্যাসিলাস

[B] রোডোস্পাইরিলাম

[C] সিউডোমোনাস

[D] রাইজোবিয়াম

উত্তর : [B] রোডোস্পাইরিলাম

9. ক্রেবস-চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র কোশের যে অংশে ঘটে সেটি হল –

[A] সাইটোপ্লাজমে

[B] মাইটোকনড্রিয়ায়

[C] রাইবোজোমে

[D] সেন্ট্রোজোমে

উত্তর : [B] মাইটোকনড্রিয়ায়

10. শুষ্ক বায়ুতে জলশোষণ অপেক্ষা বাষ্পমোচন বেশি হলে যে অবস্থার সৃষ্টি হয় তা হল— [A] নিঃস্রাবণ

[A] নিঃস্রাবণ

[B] প্রস্বেদন

[C] ব্লিডিং

[D] অবনমন

উত্তর : [D] অবনমন

11. মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোন্ অঙ্গে? –

[A] পেশিতে

[B] ফুসফুসে

[C] যকৃতে

[D] পাকস্থলীতে

উত্তর : [C] যকৃতে

12. যদি কোনো শ্বেতকণিকার নিউক্লিয়াসে –7টি লতি থাকে তাহলে সেটি হল –

[A] ইওসিনোফিল

[B] মনোসাইট

[C] নিউট্রোফিল

[D] বেসোফিল

উত্তর : [C] নিউট্রোফিল

13. মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনীর উৎপত্তি ঘটে? –

[A] বাম নিলয়

[B] ডান নিলয়

[C] বাম অলিন্দ

[D] ডান অলিন্দ

উত্তর : [A] বাম নিলয়

14. বই ফুলকা বা Book gill নামক শ্বাসঅঙ্গটি দেখা যায় এমন প্রাণী হল—

[A] মাকড়সা

[B] কঁকড়া

[C] রাজকাকড়া

[D] কাঁকড়াবিছা

উত্তর : [C] রাজকাকড়া

15. সবচেয়ে বেশি বাষ্পমোচন ঘটে উদ্ভিদের যে অংশের মাধ্যমে সেটি হল –

[A] পাতার পত্রর দ্বারা

[B] লেন্টিসেল দ্বারা

[C] কিউটিকল দ্বারা

[D] জলরস্ত্র দ্বারা

উত্তর : [A] পাতার পত্রর দ্বারা

16. সালোকসংশ্লেষে সাহায্যকারী প্রধান রঞ্জকটি হল –

[A] ক্যারোটিন

[B] জ্যান্থাফিল

[C] ক্লোরোফিল

[D] ফাইকোবিলিনস্

উত্তর : [C] ক্লোরোফিল

17. কোনো শিশুর মাড়ি ফুলে উঠে রক্ত ক্ষরণ ঘটছে, তাকে কী খেতে দিলে এই উপসর্গ কমতে পারে? –

[A] ভিজে ছোলা

[B] ডিম

[C] পাতিলেবু

[D] গাজর

উত্তর : [C] পাতিলেবু

18. ভিলাই-এর লসিকাবাহককে বলে—

[A] ল্যাকটিয়াল

[B] পয়স্বিনী

[C] ক ও খ উভয়

[D] কোনোটিই নয়

উত্তর : [C] ক ও খ উভয়

19. সবুজ পাতার কোন্ কলায় সালোকসংশ্লেষ ঘটে? –

[A] ভাজক কলা

[B] মেসোফিল কলা

[C] স্থায়ী কলা

[D] জাইলেম কলা

উত্তর : [B] মেসোফিল কলা

20. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে সৌরশক্তি কোন্ শক্তিরুপে আবদ্ধ থাকে? –

[A] তাপশক্তি

[B] গতিশক্তি

[C] স্থৈতিক শক্তি

[D] রাসায়নিক শক্তি

উত্তর : [C] স্থৈতিক শক্তি

21. কোন উৎসেচক দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করে –

[A] পেপসিন

[B] ট্রিপসিন

[C] কাইমোট্রিপসিন

[D] ইরেপসিন

উত্তর – [C] কাইমোট্রিপসিন উৎসেচক দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করে।

22. শর্করা ও ফ্যাট বিপাকের কোনটি উৎপন্ন হয়?

[A] ইউরিক অ্যাসিড

[B] অ্যামোনিয়া

[C] কার্বন ডাই অক্সাইড (CO)

[D] ইউরিয়া

উত্তর – শর্করা ও ফ্যাট বিপাকের [C] কার্বন ডাই অক্সাইড (CO) উৎপন্ন হয়।

23. আরশোলার বর্ণহীন রক্তকে বলে –

[A] হিমোলিম্ফ

[B] পেরিলিম্ফ

[C] এন্ডোলিম্ফ

[D] হিমোসিল

উত্তর – আরশোলার বর্ণহীন রক্তকে [A] হিমোলিম্ফ বলে।

24. যে প্রকার WBC অ্যালার্জি প্রতিরোধ করে –

[A] মনোসাইট

[B] বেসোফিল

[C] ইওসিনোফিল

[D] নিউট্রোফিল

উত্তর – যে প্রকার WBC অ্যালার্জি প্রতিরোধ করে [C] ইওসিনোফিল

25. প্রদত্ত কোনটি দানাবিহীন শ্বেত কনিকা?

[A] নিউট্রোফিল

[B] ইওসিনোফিল

[C] লিম্ফোসাইট

[D] বেসোফিল

উত্তর – [C] লিম্ফোসাইট হল দানাবিহীন শ্বেত কনিকা

26. বাইকাস পিড ভালভের অবস্থান হল –

[A] বাম অলিন্দ ও মহাধমনির সংযোগস্থল

[B] বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল

[C] ডান অলিন্দ ও নিম্ন মহাশিরার সংযোগস্থল

[D] ডান অলিন্দ ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল

উত্তর – বাইকাস পিড ভালভের অবস্থান হল [B] বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল

27. মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন

[A] ACTH

[B] ADH

[C] GTH

[D] STH

উত্তর – মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে [B] ADH

28. উদ্ভিদের একটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হল

[A] গঁদ

[B] রজন

[C] কুইনাইন

[D] তরুক্ষীর

উত্তর – উদ্ভিদের একটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হল [C] কুইনাইন।

29. কোনটি বৃক্কের কাজ নয়?

[A] রক্তচাপ নিয়ন্ত্রন

[B] বিষাক্ত উপাদানের রেচন

[C] হোমিওস্ট্যাটিক বা দৈহিক স্থিতাবস্থা

[D] জননে সহায়তা করা

উত্তর – [D] জননে সহায়তা করা বৃক্কের কাজ নয়।

30. বাওম্যান্স ক্যাপসুল গৃহীত তরলটি হল –

[A] মূত্র

[B] প্রোটিনবিহীন প্লাজমা

[C] খনিজ লবণ যুক্ত জল

[D] রক্ত

উত্তর – বাওম্যান্স ক্যাপসুল গৃহীত তরলটি হল [B] প্রোটিনবিহীন প্লাজমা।

31. সালোক্সংশ্লেষে সব থেকে কোন বর্ণালি বেশি শোষিত হয়?

[A] সবুজ

[B] হলদে

[C] কমলা

[D] লাল

উত্তর – সালোক্সংশ্লেষে সব থেকে [D] লাল বর্ণালি বেশি শোষিত হয়।

32. ফোটোলাইসিস প্রক্রিয়া কোনটি ঘটে?

[A] সূর্যালোক 7 টি বর্ণে ভেঙে যায়

[B] ক্লোরোফিল সক্রিয় হয়

[C] শোষিত জল H+ ও OH- এ ভেঙে যায়

[D] ক্লোরোফিল সক্রিয় হয় ও জল H+ ও OH- এ ভেঙে যায়

উত্তর – ফোটোলাইসিস প্রক্রিয়া [D] ক্লোরোফিল সক্রিয় হয় ও জল H+ ও OH- এ ভেঙে যায়।

33. ফুলকপিতে হুইপটেল রোগ হয় যে মৌলের অভাবে –

[A] বোরন

[B] জিংক

[C] ম্যাঙ্গানিজ

[D] মলিবডেনাম

উত্তর – ফুলকপিতে হুইপটেল রোগ হয় যে মৌলের অভাবে – [D] মলিবডেনাম

34. বাহক প্রোটন পাম্পের প্রয়োজন –

[A] ব্যাপনে

[B] অভিস্রবণে

[C] সক্রিয় পরিবহনে

[D] বাষ্পমচনে

উত্তর – [C] সক্রিয় পরিবহনে বাহক প্রোটন পাম্পের প্রয়োজন।

35. নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় –

[A] শিঙি মাছ

[B] মাগুর মাছ

[C] কই মাছ

[D] রুই মাছ

উত্তর – নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় [A] শিঙি মাছ-এ।

36. ফুসফুসের যে রোগে স্থিতিস্থাপকতা/শ্বসন তল হ্রাস পায়, তা হল –

[A] ক্যানসার

[B] ব্রংকাইটিস

[C] এমফাইসেমা

[D] কোনোটিই নয়

উত্তর – ফুসফুসের যে রোগে স্থিতিস্থাপকতা/শ্বসন তল হ্রাস পায়, তা হল [C] এমফাইসেমা।

37. ইথার অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়?

[A] সবাত শ্বসনে

[B] অবাত শ্বসনে

[C] ল্যাকটিক অ্যাসিড সন্ধানে

[D] কোহল সন্ধানে

উত্তর – ইথার অ্যালকোহল সৃষ্টি হয় [D] কোহল সন্ধানে।

38. কেবস চক্রে প্রতি অণু গ্লুকোজ থেকে উৎপন্ন ATP অণুর সংখ্যা হল –

[A] 30

[B] 45

[C] 38

[D] 24

উত্তর – কেবস চক্রে প্রতি অণু গ্লুকোজ থেকে উৎপন্ন ATP অণুর সংখ্যা হল [C] 38

39. মিথোজীবী পুষ্টি সম্পন্নকারী একটি প্রাণী হল-

[A] উকুন

[B] ইউগ্লিনা

[C] কৃমি

[D] রেমোরা মাছ

উত্তর – মিথোজীবী পুষ্টি সম্পন্নকারী একটি প্রাণী হল [D] রেমোরা মাছ।

40. মানুষের ছেদক দাঁতের মোট সংখ্যা –

[A] 5 টি

[B] 4 টি

[C] 6 টি

[D] 8 টি

উত্তর – মানুষের ছেদক দাঁতের মোট সংখ্যা [D] 8 টি

41. যদি কোনো শ্বেতকণিকার নিউক্লিয়াসে –7টি লতি থাকে তাহলে সেটি হল –

[A] ইওসিনোফিল

[B] মনোসাইট

[C] নিউট্রোফিল

[D] বেসোফিল

উত্তর – [C] নিউট্রোফিল

42. মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনীর উৎপত্তি ঘটে? –

[A] বাম নিলয়

[B] ডান নিলয়

[C] বাম অলিন্দ

[D] ডান অলিন্দ

উত্তর – [A] বাম নিলয়

43. বই ফুলকা বা Book gill নামক শ্বাসঅঙ্গটি দেখা যায় এমন প্রাণী হল—

[A] মাকড়সা

[B] কঁকড়া

[C] রাজকাকড়া

[D] কাঁকড়াবিছা

উত্তর – [C] রাজকাকড়া

44. সবচেয়ে বেশি বাষ্পমোচন ঘটে উদ্ভিদের যে অংশের মাধ্যমে সেটি হল –

[A] পাতার পত্রর দ্বারা

[B] লেন্টিসেল দ্বারা

[C] কিউটিকল দ্বারা

[D] জলরস্ত্র দ্বারা

উত্তর – [A] পাতার পত্রর দ্বারা

45. সালোকসংশ্লেষে সাহায্যকারী প্রধান রঞ্জকটি হল –

[A] ক্যারোটিন

[B] জ্যান্থাফিল

[C] ক্লোরোফিল

[D] ফাইকোবিলিনস্

উত্তর – [C] ক্লোরোফিল

46. কোনো শিশুর মাড়ি ফুলে উঠে রক্ত ক্ষরণ ঘটছে, তাকে কী খেতে দিলে এই উপসর্গ কমতে পারে? –

[A] ভিজে ছোলা

[B] ডিম

[C] পাতিলেবু

[D] গাজর

উত্তর – [C] পাতিলেবু

47. ভিলাই-এর লসিকাবাহককে বলে—

[A] ল্যাকটিয়াল

[B] পয়স্বিনী

[C] A ও B উভয়

[D] কোনোটিই নয়

উত্তর – [C] A ও B উভয়

48. সবুজ পাতার কোন্ কলায় সালোকসংশ্লেষ ঘটে? –

[A] ভাজক কলা

[B] মেসোফিল কলা

[C] স্থায়ী কলা

[D] জাইলেম কলা

উত্তর – [B] মেসোফিল কলা

49. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে সৌরশক্তি কোন্ শক্তিরুপে আবদ্ধ থাকে? –

[A] তাপশক্তি

[B] গতিশক্তি

[C] স্থৈতিক শক্তি

[D] রাসায়নিক শক্তি

উত্তর – [C] স্থৈতিক শক্তি

50. জিওল মাছেদের অতিরিক্ত শ্বাসযন্ত্র অক্সিজেন গ্রহণ করে। –

[A] জল থেকে

[B] বায়ু থেকে

[C] মাটি থেকে

[D] কাদা থেকে

উত্তর – [B] বায়ু থেকে

51. কোশের প্রধান শ্বসন বস্তুটি হল –

[A] ফ্যাটি অ্যাসিড

[B] শ্বেতসার

[C] গ্লুকোজ

[D] প্রোটিন

উত্তর – [C] গ্লুকোজ

52. কেঁচোর রেচন অঙ্গটির নাম হল—

[A] ত্বক

[B] নেফ্রিডিয়া

[C] ফ্লেমকোশ

[D] সবুজ গ্রন্থি

উত্তর – [B] নেফ্রিডিয়া

53. কোন্ প্রকার সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়? –

[A] কোহল সন্ধান

[B] অ্যাসিটিক অ্যাসিড সন্ধান

[C] বিউটাইরিক অ্যাসিড সন্ধান

[D] ল্যাকটিক অ্যাসিড সন্থান।

উত্তর – [A] কোহল সন্ধান

54. কোন প্রকার শ্বসনে বায়বীয় অক্সিজেন O প্রয়োজন হয়? –

[A] অবাত শ্বসন

[B] সবাত শ্বসন

[C] সন্ধান

[D] দহন

উত্তর – [B] সবাত শ্বসন

55. তীব্র আম্লিক মাধ্যমে ক্রিয়াশীল প্রোটিওলাইটিক উৎসেচকটি হল—

[A] ইরেপসিন

[B] ট্রিপসিন

[C] পেপসিন

[D] কাইমোট্রিপসিন

উত্তর – [C] পেপসিন

56. রসের উৎস্রোত প্রক্রিয়ায় কোন্ বল বা বলগুলি জলস্তম্ভকে জাইলেম বাহিকার মধ্য দিয়ে ওপর দিকে চালনা করে? –

[A] সংসক্তি বল

[B] বাষ্পমোচন টান

[C] মূলজ চাপ

[D] বাষ্পমোচন টান ও মূলজ চাপ

উত্তর – [C] মূলজ চাপ

57. সালোকসংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার উদাহরণ –

[A] ল্যাকটোব্যাসিলাস

[B] রোডোস্পাইরিলাম

[C] সিউডোমোনাস

[D] রাইজোবিয়াম

উত্তর – [B] রোডোস্পাইরিলাম

58. ক্রেবস-চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র কোশের যে অংশে ঘটে সেটি হল –

[A] সাইটোপ্লাজমে

[B] মাইটোকনড্রিয়ায়

[C] রাইবোজোমে

[D] সেন্ট্রোজোমে

উত্তর – [B] মাইটোকনড্রিয়ায়

59. শুষ্ক বায়ুতে জলশোষণ অপেক্ষা বাষ্পমোচন বেশি হলে যে অবস্থার সৃষ্টি হয় তা হল—

[A] নিঃস্রাবণ

[B] প্রস্বেদন

[C] ব্লিডিং

[D] অবনমন

উত্তর – [D] অবনমন

60. মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোন্ অঙ্গে? –

[A] পেশিতে

[B] ফুসফুসে

[C] যকৃতে

[D] পাকস্থলীতে

উত্তর – [C] যকৃতে

61. মানুষের রক্তচাপ পরিমাপ করার যন্ত্রটির নাম হল –

[A] ECG যন্ত্র

[B] EEG যন্ত্র

[C] স্ফিগমোম্যানোমিটার যন্ত্র

[D] বেনেডিক্ট রথ যন্ত্র

উত্তর – [C] স্ফিগমোম্যানোমিটার যন্ত্র

62. রাসায়নিক ধর্মে গদ হল এক প্রকার –

[A] প্রোটিন

[B] স্নেহপদার্থ

[C] মোনোস্যাকারাইড

[D] পলিস্যাকারাইড

উত্তর – [D] পলিস্যাকারাইড

63. মানবদেহে অণুচক্রিকার অভাবজনিত রোগটির নাম কী? –

[A] থ্রম্বোসাইটোসিস

[B] থ্রম্বোসাইটোপিনিয়া

[C] পারপিউরা

[D] লিউকোমিয়া

উত্তর – [C] পারপিউরা

64. যে রক্তগ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়, সেটি হল—

[A] AB-নোড

[B] O-গ্রুপ

[C] A-গ্রুপ

[D] B-গ্রুপ

উত্তর – [B] O-গ্রুপ

65. একজন প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিতকণিকার সংখ্যা হল

[A] 50-55 লক্ষ

[B] 55-60 লক্ষ

[C] 40 – 45 লক্ষ

[D] 35-40 লক্ষ

উত্তর – [C] 40 – 45 লক্ষ

66. বই ফুলকা বা Book gill নামক শ্বাসঅঙ্গটি দেখা যায় এমন প্রাণী হল—

[A] মাকড়সা

[B] কঁকড়া

[C] রাজকাকড়া

[D] কাঁকড়াবিছা

উত্তর – [C] রাজকাকড়া

67. উইপোকার অন্ত্রে মিথোজীবীরূপে বসবাসকারী আদ্যপ্রাণীটি হল –

[A] লিসম্যানিয়া

[B] ট্রাইকোনিম্ফ

[C] ট্রিপানোসোমা

[D] প্লাসমোডিয়াম।

উত্তর – [B] ট্রাইকোনিম্ফ

68. উদ্ভিদ কোশপ্রাচীরের মধ্যচ্ছদা গঠনে সাহায্যকারী মৌলিক পদার্থটি হল –

[A] ক্যালশিয়াম

[B] আয়রন

[C] সালফার

[D] জিঙ্ক

উত্তর – [A] ক্যালশিয়াম

69. সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের যে অংশে সেটি হল—

[A] গ্রানায়

[B] স্ট্রোমায়

[C] অন্তঃপর্দায়

[D] বহিঃপর্দায়

উত্তর – [A] গ্রানায়

70. কেলভিন অন্ধকার দশার বিক্রিয়া পরীক্ষা করার জন্য কোন্ উদ্ভিদ বেছে নেন? –

[A] স্পাইরোগাইরা

[B] ভলভক্স

[C] ক্ল্যামাইডোমোনাস

[D] ক্লোরেল্লা

উত্তর – [D] ক্লোরেল্লা

71. সালোকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হল—

[A] গ্লুকোজ

[B] PGA

[C] PGAID

[D] ATP

উত্তর – [B] PGA

72. গ্রহণকারী পদার্থটি হল –

[A] NADP

[B] RuBP

[C] ATP

[D] NAD

উত্তর – [B] RuBP

73. মূত্রের রং গাঢ় হলুদহলে মূত্রে অবশ্যই উপস্থিত থাকবে –

[A] বিলিরুবিন

[B] হিমোগ্লোবিন

[C] ইউরোক্রোম

[D] বিলিভারডিন

উত্তর – [A] বিলিরুবিন

74. কোশের প্রধান শ্বসন বস্তুটি হল –

[A] ফ্যাটি অ্যাসিড

[B] শ্বেতসার

[C] গ্লুকোজ

[D] প্রোটিন

উত্তর – [C] গ্লুকোজ

75. কোন্ রেচন পদার্থটির কারণে মূত্রের বর্ণ গাঢ় হলুদ হয়? –

[A] কিটোন বডি

[B] হিমোগ্লোবিন

[C] বিলিরুবিন

[D] ইউরিয়া

উত্তর – [C] বিলিরুবিন

76. সকল প্রকার শ্বসন প্রক্রিয়ার সাধারণ পর্যায়টি হলো—

[A] গ্লাইকোলাইসিস

[B] ক্রেবস-চক্র

[C] প্রান্তীয় শ্বসন

[D] সাইটোক্রোম পথ

উত্তর – [A] গ্লাইকোলাইসিস

77. কোনটির বিপাকের ফলে উপক্ষার জাতীয় রেচন পদার্থ উৎপন্ন হয়? –

[A] কার্বোহাইড্রেট

[B] প্রোটিন

[C] ফ্যাট

[D] সেলুলোজ

উত্তর – [B] প্রোটিন

78. সালোকসংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে শক্তি কোন্ রূপে জমা থাকে?

[A] সৌরশক্তি

[B] রাসায়নিক শক্তি

[C] গতিশক্তি

[D] স্থৈতিক শক্তি

উত্তর – [D] স্থৈতিক শক্তি

79. কোন্ প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পকারে ত্যাগ করে?

[A] শ্বসন

[B] সালোকসংশ্লেষ

[C] বাষ্পমোচন

[D] নিঃস্রাবণ

উত্তর – [C] বাষ্পমোচন

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর Class 9 Life Science Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) Life Science Question and Answer Suggestion

1. ADH –এর অভাবে কী রোগ হয়? (এক কথায় উত্তর দাও)

উত্তর – ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র।

2. ABO রক্তগ্রুপের আবিষ্কর্তা কে? (এক কথায় উত্তর দাও)

উত্তর – ল্যান্ড স্টেইনার।

3. কলশপত্রী ও পাতাঝঝি হল _______ উদ্ভিদের উদাহরণ। (শূন্যস্থান পূরন করো)

উত্তর – পতঙ্গভূক।

4. হিং কোন উদ্ভিদ-এর কোন জাতীয় রেচন পদার্থ? (এক কথায় উত্তর দাও)

উত্তর – হিং, অ্যাসাফয়টিড নামক উদ্ভিদ থেকে নির্গত হওয়া এক ধরনের পদ রজন।

5. গ্লোমেরুলাস হল সূক্ষ্ম রক্তজালিকার একটি গুচ্ছবিশেষ। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর – সত্য

6. মূত্রের এমন একটি উপাদানের নাম লেখো, যা গ্লোমেরিউলার পরিশ্রুত তরলে থাকে না; পরে তৈরি হয়। (এক কথায় উত্তর দাও)

উত্তর – অ্যামোনিয়া।

7. মানব হৃৎপিণ্ডের ______ অক্সিজেন-সমৃদ্ধ রক্ত গৃহীত হয়। (শূন্যস্থান পূরন করো)

উত্তর – বাম অলিন্দে

8. মস্তিষ্কের ভেন্ট্রিকল ও নিউরোসিলে উপস্থিত তরল পদার্থ কোনটি? (এক কথায় উত্তর দাও)

উত্তর – সেরিব্রোস্পাইনাল ফ্লুইড।

9. কোশীয় শ্বসনকালে শ্বসনবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর – সত্য

10. রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে_______ রূপে বাস করে। (শূন্যস্থান পূরন করো)

উত্তর – মিথোজীবী।

11. যে প্রাণীর রক্তরসে হিমোগ্লোবিন দ্রবীভূত থাকে তার উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)

উত্তর – কেঁচো।

12. সকল প্রকার খাদ্যের পরিপাক শেষ হয় ক্ষুদ্রাসেইলিয়ামে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর – সত্য

13. অন্তঃকর্ণে উপস্থিত তরলগুলি কী কী? (এক কথায় উত্তর দাও)

উত্তর – এন্ডোলিম্ফ ও পেরিলিম্ফ।

14. ভিল্লাই-এর আকার আঙুলের মতো হবার সুবিধা কী বলে তুমি মনে করো? (এক কথায় উত্তর দাও)

উত্তর – ভিল্লাই-এর আকার আঙুলের মতো হবার কারণে অন্ত্রের শোষণ হল বৃদ্ধি পায় ও শোষণ সঠিকভাবে হয়।

15. কোন্ শ্বসনে মুক্ত বা বায়বীয় অক্সিজেন প্রয়োজন? (এক কথায় উত্তর দাও)

উত্তর – সবাত শ্বসন।

16. অন্ধকার দশা কোথায় ঘটে, অথবা সালোকসংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা ক্লোরোপ্লাস্টের কোথায় সম্পন্ন হয়? (এক কথায় উত্তর দাও)

উত্তর – অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় ঘটে।

17. , কোলাইমানবদেহের অন্ত্রে বাস করে Vit-B সংশ্লেষ করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর – মিথ্যা

18. কোন্‌ জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তরঃ- সালোকসংশ্লেষ

19. কোন্‌ উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয়?

উত্তরঃ- গুলঞ্চের আত্তীকরণ মূল

20. সালোকসংশ্লেষে সাহায্যকারী অঙ্গানু কোন্‌টি?

উত্তরঃ- ক্লোরোপ্লাস্ট

21. ক্লোরোফিল সূর্যালোকের কোন্‌ কণা শোষণ করে?

উত্তরঃ- ফোটন কণা

22. সালোকসংশ্লেষে প্রয়োজনীয় কাঁচামালগুলি কি কি?

উত্তরঃ- জল ও কার্বন-ডাই-অক্সাইড

23. সালোকসংশ্লেষে আলোক দশা ও অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়?

উত্তরঃ- আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানায় এবং অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়

24. নিচে লেখা তিনটি একটি বিষয়ের অন্তর্গতঃ-

 জল, ক্লোরোফিল, আলোকদশা, সূর্যালোক

উত্তরঃ- আলোকদশা

প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ-

25. শ্বসন : অপচিতি বিপাক :: সালোকসংশ্লেষ : _______

উত্তরঃ- উপচিতি বিপাক

সত্য অথবা মিথ্যা লেখঃ-

26. ইউগ্লিনা সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী।

উত্তরঃ- সত্য

শূন্যস্থান পূরণ করোঃ-

27. _______ অনুকে এনার্জি কারেন্সি বলে।

উত্তরঃ- ATP

28. রজন কী? (এক কথায় উত্তর দাও)

উত্তর – পাইন গাছের রজন নালিতে প্রাপ্ত একপ্রকার নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। বানতেল জারিত হয়ে রজন উৎপন্ন হয়।

29. সমজাতীয় পদার্থের অণুর মধ্যেকার আকর্ষণ বলকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

উত্তর – সমসংযোগ বল/ সংশক্তি।

30.  অবাত ও সবাত শ্বসনের সাধারণ পর্যায়টি কি?

উত্তরঃ- গ্লাইকোলাইসিস

31. কোন্‌ ছত্রাকে কোহল সন্ধান ঘটে?

উত্তরঃ- ইস্ট

32. কোন্‌ মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র পটকা?

উত্তরঃ- পলিপটেরাস

33. ক্রেবস চক্র কোথায় ঘোটে?

উত্তরঃ- মাইটোকন্ড্রিয়ায়

সত্য বা মিথ্যা লেখঃ

34. যে রঞ্জক মানব দেহে অক্সিজেন পরিবহন করে সেটি হল হিমোগ্লোবিন।

উত্তরঃ- সত্য

শূন্যস্থান পূরণ করোঃ

35. ফুসফুসের আবরণীকে _______ বলে।

উত্তরঃ- প্লুরা

36.  _______ বিভাগের রক্তকে সার্বিক গ্রহীতা বলে।

উত্তরঃ- AB

37. মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দাও।

উত্তরঃ- আরশোলা

38. মানুষের বৃক্কের গঠন গত ও কার্যগত এককের নাম কি?

উত্তরঃ- নেফ্রন

39. একটি উদ্ভিদের নামকর যাতে তরুক্ষীর পাওয়া যায়?

উত্তরঃ- বট

40. বৃক্ষ থেকে মূত্র কিসের মাধ্যমে মূত্রাশয়ে আসে?

উত্তরঃ- গবিনী

41. সবুজ গ্রন্থি কোন্‌ প্রাণীর রেচন অঙ্গ?

উত্তরঃ- চিংড়ি

42. কেঁচোর রেচন অঙ্গের নাম কি?

উত্তরঃ- নেফ্রিডিয়া

43.  প্রাণীদেহে কোন্‌ অঙ্গে গ্লোমেরুলাস থাকে?

উত্তরঃ- বৃক্কে

সত্য অথবা মিথ্যা লেখঃ

44. হেনলির লুপের আকৃতি ইংরেজি U অক্ষরের মতো

উত্তরঃ- সত্য

 প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ

45. নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ : তরুক্ষীর :: নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ : ________

উত্তরঃ- কুইনাইন

সত্য অথবা মিথ্যা লেখঃ

46. ফিতা কৃমির রেচন অঙ্গ হল ফ্লেম কোষ।

উত্তরঃ- সত্য

শূন্যস্থান পূরণ করোঃ

47. প্রতি বৃক্কের প্রায় ______ লক্ষ নেফ্রন থাকে।

উত্তরঃ- 10

48. দুটি মৃতজীবী উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তরঃ- মিউকর, অ্যাগারিকাস

49. কোন্‌ উদ্ভিদের পরজীবী পুষ্টি দেখা যায়?

উত্তরঃ- স্বর্ণলতা

50.  দুটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তরঃ- সূর্যশিশির, কলসপত্রী

51. একজন প্রাপ্তবয়স্ক লোকের হৃদপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয়?

উত্তরঃ- গড়ে বাহাত্তর বার

52. অনুচক্রিকার গড় আয়ু কত?

উত্তরঃ- 8 থেকে 9 দিন

53. কোন্‌ বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয়?

উত্তরঃ- O নেগেটিভ

54. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত?

উত্তরঃ- ১২০ দিন

55. রক্তের রং লাল কেন?

উত্তরঃ- হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য

56. সালোকসংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ মাটি থেকে কোন জল গ্রহণ করে?

উত্তর – সালোকসংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ মাটি থেকে কৈশিক জল গ্রহণ করে।

57. কেলভিন চক্রের কোন শর্করা অঙ্গার আত্তীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে?

উত্তর – কেলভিন চক্রের রাইবিউলোজ বিসফসফেট (RuBP) শর্করা অঙ্গার আত্তীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে।

58. N এর অভাবে গাছের পাতার বিবর্ণ হয়ে হলদে হয়ে যাওয়াকে কি বলে?

উত্তর – N এর অভাবে গাছের পাতার বিবর্ণ হয়ে হলদে হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে।

59. কঠিন গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ দাও।

উত্তর – কঠিন গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ হল ধোঁয়া, গাড়ি থেকে নির্গত ধোঁয়া।

60. বুক লাঙের দ্বারা শ্বাস কার্য চালায় এমন দুটি প্রাণীর নাম লেখো।

উত্তর – বুক লাঙের দ্বারা শ্বাস কার্য চালায় এমন দুটি প্রাণীর নাম হল মাকড়সা, বিছে।

61. অ্যালভিওলাই কোথায় থাকে?

উত্তর – অ্যালভিওলাই ফুসফুসে থাকে।

62. জাইমেজের উৎস লেখো।

উত্তর – জাইমেজের উৎস হল ইস্ট।

63. ক্রেবস চক্র অ্যাসিটাইল কো-এ প্রথমে কোন যৌগের সঙ্গে ক্রিয়া করে?

উত্তর – ক্রেবস চক্র অ্যাসিটাইল কো-এ প্রথমে অক্সালো অ্যাসিটেট যৌগের সঙ্গে ক্রিয়া করে।

64. পতঙ্গভুক উদ্ভিদ কোন কারণে পতঙ্গদের আকৃষ্ট করে?

উত্তর – পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গদের দেহ থেকে নাইট্রোজেন গ্রহণ করার জন্য পতঙ্গদের আকৃষ্ট করে।

65. মানবদেহে কোন প্রকার পুষ্টি দেখা যায়?

উত্তর – মানবদেহে হলোজায়িক প্রকার পুষ্টি দেখা যায়।

 প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ

66. গ্রানুলোসাইট : বেসোফিল :: অ্যাগ্রানুলোসাইড : _______

উত্তরঃ- মনোসাইট

67. কোন্‌ উদ্ভিদের মিথোজীবী পুষ্টি দেখা যায়।

উত্তরঃ- লাইকেন

68. সিগারেট ও বিড়ির ধোঁয়ায় উপস্থিত কোন্ পদার্থের প্রভাবে শ্বাসনালীর ভেতরে সিলিয়াগুলো বিনষ্ট হয়? (এক কথায় উত্তর দাও)

উত্তর – টারজাতীয় পদার্থ।

69. সালোকসংশ্লেষের উপাদানগুলির মধ্যে কোনটি অভ্যন্তরীণ উপাদান? (এক কথায় উত্তর দাও)

উত্তর – ক্লোরোফিল।

70. হৃৎপিণ্ডের দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা কার সাহায্যে নিলয় পেশির সঙ্গে যুক্ত হয়? (এক কথায় উত্তর দাও)

উত্তর – দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা কর্ডিটেন্ডনির সাহায্যে নিলয়ের পেশিতে যুক্ত হয়।

71. যেসব জীব খাদ্যের জন্য অন্য জীবের ওপর নির্ভরশীল তাদের কী বলে? (এক কথায় উত্তর দাও)

উত্তর – পরভোজী।

72. অ্যান্টিডাইইউরেটিক হরমোন-এর অভাবে ডায়াবেটিস নামক রোগ হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর – মিথ্যা

73. টায়ালীন কোন খাদ্যের ওপর ক্রিয়া করে?

উত্তর – টায়ালীন শ্বেতসার খাদ্যের ওপর ক্রিয়া করে।

74. যে প্রক্রিয়ায় সরল খাদ্য প্রোটোপ্লাজমের অংশে পরিণত হয় তাকে কী বলে?

উত্তর – যে প্রক্রিয়ায় সরল খাদ্য প্রোটোপ্লাজমের অংশে পরিণত হয় তাকে আত্তীকরণ বলে।

75. হিমোসায়ানিন কোন প্রাণীতে দেখা যায়?

উত্তর – হিমোসায়ানিন কাঁকড়াতে দেখা যায়।

76. রক্ত তঞ্চনে সাহায্যকারী খনিজ মৌল ও ভিটামিনের নাম কি?

উত্তর – রক্ত তঞ্চনে সাহায্যকারী খনিজ মৌল হল ক্যালশিয়াম ও ভিটামিন হল ভিটামিন K.

77. SA নোডের স্পন্দন হার কত?

উত্তর – SA নোডের স্পন্দন হার 7/মিনিট।

78. মানুষের শিরা মধ্যস্তরের অমসৃণ পেশির নাম কী?

উত্তর – মানুষের শিরা মধ্যস্তরের অমসৃণ পেশির নাম টিউনিকা মিডিয়া।

79. এমন একটি উপক্ষারের নাম লেখ, যা চোখের চিকিৎসায় ব্যবহৃত হয়?

উত্তর – অ্যাট্রোপিন হল একটি উপক্ষার, যা চোখের চিকিৎসায় ব্যবহৃত হয়।

80. মানুষের মূত্রত্যাগ নিয়ন্ত্রণকারী পেশিটির নাম কী?

উত্তর – মানুষের মূত্রত্যাগ নিয়ন্ত্রণকারী পেশিটির নাম ডেট্রুসার পেশি।

81. নেফ্রনের কোন অংশে পুনঃশোষন ও ক্ষরণ হয়?

উত্তর – নেফ্রনের ডিস্টাল টিবিউলে পুনঃশোষন ও ক্ষরণ হয়।

82. কোন উপাদানের জন্য মূত্র বর্ণ হলুদাভ হয়?

উত্তর – ইউরোবিলিন বা ইউরোক্রোম উপাদানের জন্য মূত্র বর্ণ হলুদাভ হয়।

83. রক্ত ভ্রুণজ মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর – সত্য

84. মানবদেহের কয়েকটি বহিঃকোশীয় তরলের নাম করো। (এক কথায় উত্তর দাও)

উত্তর – রক্ত, লসিকা, CSF, সাইনেভিয়াল তরল।

85. ADH –এর অভাবে কী রোগ হয়? (এক কথায় উত্তর দাও)

উত্তর : ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র।

86. ABO রক্তগ্রুপের আবিষ্কর্তা কে? (এক কথায় উত্তর দাও)

উত্তর : ল্যান্ড স্টেইনার।

87. কলশপত্রী ও পাতাঝঝি হল _______ উদ্ভিদের উদাহরণ। (শূন্যস্থান পূরন করো)

উত্তর : পতঙ্গভূক।

88. হিং কোন উদ্ভিদ-এর কোন জাতীয় রেচন পদার্থ? (এক কথায় উত্তর দাও)

উত্তর : হিং, অ্যাসাফয়টিড নামক উদ্ভিদ থেকে নির্গত হওয়া এক ধরনের পদ রজন।

89. গ্লোমেরুলাস হল সূক্ষ্ম রক্তজালিকার একটি গুচ্ছবিশেষ। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর : সত্য

90. মূত্রের এমন একটি উপাদানের নাম লেখো, যা গ্লোমেরিউলার পরিশ্রুত তরলে থাকে না; পরে তৈরি হয়। (এক কথায় উত্তর দাও)

উত্তর : অ্যামোনিয়া।

91. মানব হৃৎপিণ্ডের ______ অক্সিজেন-সমৃদ্ধ রক্ত গৃহীত হয়। (শূন্যস্থান পূরন করো)

উত্তর : বাম অলিন্দে

92. মস্তিষ্কের ভেন্ট্রিকল ও নিউরোসিলে উপস্থিত তরল পদার্থ কোনটি? (এক কথায় উত্তর দাও)

উত্তর : সেরিব্রোস্পাইনাল ফ্লুইড।

93. কোন্‌ জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তরঃ- সালোকসংশ্লেষ

94.  অবাত ও সবাত শ্বসনের সাধারণ পর্যায়টি কি?

উত্তরঃ- গ্লাইকোলাইসিস

95. কোন্‌ ছত্রাকে কোহল সন্ধান ঘটে?

উত্তরঃ- ইস্ট

96. কোন্‌ মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র পটকা?

উত্তরঃ- পলিপটেরাস

97. ক্রেবস চক্র কোথায় ঘোটে?

উত্তরঃ- মাইটোকন্ড্রিয়ায়

98. সত্য বা মিথ্যা লেখঃ যে রঞ্জক মানব দেহে অক্সিজেন পরিবহন করে সেটি হল হিমোগ্লোবিন।

উত্তরঃ- সত্য

99. শূন্যস্থান পূরণ করোঃ ফুসফুসের আবরণীকে _______ বলে।

উত্তরঃ- প্লুরা

100. দুটি মৃতজীবী উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তরঃ- মিউকর, অ্যাগারিকাস

101. কোন্‌ উদ্ভিদের পরজীবী পুষ্টি দেখা যায়?

উত্তরঃ- স্বর্ণলতা

102. দুটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তরঃ- সূর্যশিশির, কলসপত্রী

103.  কোন্‌ উদ্ভিদের মিথোজীবী পুষ্টি দেখা যায়।

উত্তরঃ- লাইকেন

104. যে বিপাকে জীবদেহে শুষ্ক ওজন বাড়ে তাকে কি বলে?

উত্তরঃ- উপচিতি বিপাক

105.  প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ পুষ্টি : উপচিতিমূলক বিপাক :: শ্বসন : _________

উত্তরঃ- অপচিতিমূলক বিপাক

106. সত্য বা মিথ্যা লেখঃ পিত্তরসের ফ্যাট পরিপাককারী উৎসেচক থাকে

উত্তরঃ- সত্য

107. শূন্যস্থান পূরণ করোঃ পাকস্থলী থেকে ______ নামক হরমোন ক্ষরিত হয়।

উত্তরঃ- গ্যাস্ট্রিন

108. একজন প্রাপ্তবয়স্ক লোকের হৃদপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয়?

উত্তরঃ- গড়ে বাহাত্তর বার

109. অনুচক্রিকার গড় আয়ু কত?

উত্তরঃ- 8 থেকে 9 দিন

110. কোন্‌ বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয়?

উত্তরঃ- O নেগেটিভ

111. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত?

উত্তরঃ- ১২০ দিন

112. রক্তের রং লাল কেন?

উত্তরঃ- হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য

113.  প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও: গ্রানুলোসাইট : বেসোফিল :: অ্যাগ্রানুলোসাইড : _______

উত্তরঃ- মনোসাইট

114. সত্য বা মিথ্যা লেখঃ রক্তপাতের পর রক্ত জমাট বাঁধে 3 থেকে 7 মিনিট সময় লাগে।

উত্তরঃ- সত্য

115.  শূন্যস্থান পূরণ করোঃ আমাদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হল _________

উত্তরঃ- প্লিহা

116. শূন্যস্থান পূরণ করোঃ _______ বিভাগের রক্তকে সার্বিক গ্রহীতা বলে।

উত্তরঃ- AB

117. মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দাও।

উত্তরঃ- আরশোলা

118. মানুষের বৃক্কের গঠন গত ও কার্যগত এককের নাম কি?

উত্তরঃ- নেফ্রন

119. একটি উদ্ভিদের নামকর যাতে তরুক্ষীর পাওয়া যায়?

উত্তরঃ- বট

120. বৃক্ষ থেকে মূত্র কিসের মাধ্যমে মূত্রাশয়ে আসে?

উত্তরঃ- গবিনী

121. সবুজ গ্রন্থি কোন্‌ প্রাণীর রেচন অঙ্গ?

উত্তরঃ- চিংড়ি

122. কেঁচোর রেচন অঙ্গের নাম কি?

উত্তরঃ- নেফ্রিডিয়া

123.  প্রাণীদেহে কোন্‌ অঙ্গে গ্লোমেরুলাস থাকে?

উত্তরঃ- বৃক্কে

124. সত্য অথবা মিথ্যা লেখঃ হেনলির লুপের আকৃতি ইংরেজি U অক্ষরের মতো

উত্তরঃ- সত্য

125. প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ : তরুক্ষীর: নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ : ________

উত্তরঃ- কুইনাইন

126. সত্য অথবা মিথ্যা লেখঃ ফিতা কৃমির রেচন অঙ্গ হল ফ্লেম কোষ।

উত্তরঃ- সত্য

127. শূন্যস্থান পূরণ করোঃ প্রতি বৃক্কের প্রায় ______ লক্ষ নেফ্রন থাকে।

উত্তরঃ- 10

128. কোন্‌ উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয়?

উত্তরঃ- গুলঞ্চের আত্তীকরণ মূল

129. সালোকসংশ্লেষে সাহায্যকারী অঙ্গানু কোন্‌টি?

উত্তরঃ- ক্লোরোপ্লাস্ট

130. ক্লোরোফিল সূর্যালোকের কোন্‌ কণা শোষণ করে?

উত্তরঃ- ফোটন কণা

131. সালোকসংশ্লেষে প্রয়োজনীয় কাঁচামালগুলি কি কি?

উত্তরঃ- জল ও কার্বন-ডাই-অক্সাইড

132. সালোকসংশ্লেষে আলোক দশা ও অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়?

উত্তরঃ- আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানায় এবং অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়

133. নিচে লেখা তিনটি একটি বিষয়ের অন্তর্গতঃ জল, ক্লোরোফিল, আলোকদশা, সূর্যালোক

উত্তরঃ- আলোকদশা

134. প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ শ্বসন : অপচিতি বিপাক :: সালোকসংশ্লেষ: _______

উত্তরঃ- উপচিতি বিপাক

135. সত্য অথবা মিথ্যা লেখঃ- ইউগ্লিনা সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী।

উত্তরঃ- সত্য

136.  শূন্যস্থান পূরণ করোঃ- _______ অনুকে এনার্জি কারেন্সি বলে।

উত্তরঃ- ATP

137. কোশীয় শ্বসনকালে শ্বসনবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর : সত্য

138. রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে_______ রূপে বাস করে। (শূন্যস্থান পূরন করো)

উত্তর : মিথোজীবী।

139. যে প্রাণীর রক্তরসে হিমোগ্লোবিন দ্রবীভূত থাকে তার উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)

উত্তর : কেঁচো।

140. সকল প্রকার খাদ্যের পরিপাক শেষ হয় ক্ষুদ্রাসেইলিয়ামে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর : সত্য

141. অন্তঃকর্ণে উপস্থিত তরলগুলি কী কী? (এক কথায় উত্তর দাও)

উত্তর : এন্ডোলিম্ফ ও পেরিলিম্ফ।

142. ভিল্লাই-এর আকার আঙুলের মতো হবার সুবিধা কী বলে তুমি মনে করো? (এক কথায় উত্তর দাও)

উত্তর : ভিল্লাই-এর আকার আঙুলের মতো হবার কারণে অন্ত্রের শোষণ হল বৃদ্ধি পায় ও শোষণ সঠিকভাবে হয়।

143. কোন শ্বসনে মুক্ত বা বায়বীয় অক্সিজেন প্রয়োজন? (এক কথায় উত্তর দাও)

উত্তর : সবাত শ্বসন।

144. অন্ধকার দশা কোথায় ঘটে, অথবা সালোকসংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা ক্লোরোপ্লাস্টের কোথায় সম্পন্ন হয়? (এক কথায় উত্তর দাও)

উত্তর : অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় ঘটে।

145. কোলাইমানবদেহের অন্ত্রে বাস করে Vit-B সংশ্লেষ করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর : মিথ্যা

146. রজন কী? (এক কথায় উত্তর দাও)

উত্তর : পাইন গাছের রজন নালিতে প্রাপ্ত একপ্রকার নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। বানতেল জারিত হয়ে রজন উৎপন্ন হয়।

147. সমজাতীয় পদার্থের অণুর মধ্যেকার আকর্ষণ বলকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

উত্তর : সমসংযোগ বল/ সংশক্তি।

148. সিগারেট ও বিড়ির ধোঁয়ায় উপস্থিত কোন্ পদার্থের প্রভাবে শ্বাসনালীর ভেতরে সিলিয়াগুলো বিনষ্ট হয়? (এক কথায় উত্তর দাও)

উত্তর : টারজাতীয় পদার্থ।

149. সালোকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগ কোনটি? (এক কথায় উত্তর দাও)

উত্তর – ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA)।

150. সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? (এক কথায় উত্তর দাও)

উত্তর – লেবু জাতীয় ফলে।

151. বাম্পমোচনের দুটি বহিঃপ্রভাবক-এর উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)

উত্তর – তাপমাত্রা, আলো, আর্দ্রতা।

” জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন / নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 9 Life Science Suggestion / Class 9 Life Science  Question and Answer / Class 9 Life Science Suggestion / Class 9 Pariksha Life Science Suggestion / Life Science Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Life Science Suggestion FREE PDF Download)

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 9 Life Science Suggestion / West Bengal Nine IXQuestion and Answer, Suggestion / WBBSE Class 9th Life Science Suggestion / Class 9 Life Science  Question and Answer / Class 9 Life Science  Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Life Science  Exam Guide / Class 9 Life Science  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Life Science  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Life Science  Suggestion FREE PDF Download) সফল হবে।

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর। জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ] জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তরজৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়)

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির জীবন বিজ্ঞান জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি জীবন বিজ্ঞান | Class 9 Life Science 

নবম শ্রেণি জীবন বিজ্ঞান (Class 9 Life Science ) – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) | Class 9 Life Science  Suggestion অষ্টম শ্রেণি জীবন বিজ্ঞানজৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Life Science  Question and Answer, Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সহায়ক – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science  Question and Answer, Suggestion | Class 9 Life Science  Question and Answer Suggestion | Class 9 Life Science  Question and Answer Notes | West Bengal Class 9th Life Science Question and Answer Suggestion.

WBBSE Class 9th Life Science  Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তরজৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়)

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Life Science Question and Answer, Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) । Class 9 Life Science  Question and Answer Suggestion.

WBBSE Class 9 Life Science  Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) | Class 9 Life Science  Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Life Science  Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 9 Life Science  Question and Answer Suggestions | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 9 Life Science  Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ (ষষ্ঠ অধ্যায় Class 9 Life Science  Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Life Science  Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তরজৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান– জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Life Science Suggestion Download WBBSE Class 9th Life Science short question suggestion . Class 9 Life Science  Suggestion download Class 9th Question Paper Life Science. WB Class 9 Life Science suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 Life Science  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Life Science Suggestion with 100% Common in the Examination .Class Nine IXLife Science  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Life Science  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IXLife Science Suggestion is provided here. Class 9 Life Science  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 9 Life Science  Question and Answer with FREE PDF Download Link

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science  Question and Answer জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad