একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান : আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th Political Science [Chapter IV] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান : আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th Political Science [Chapter IV] Question and Answer

আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Political Science Question and Answer : আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Political Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 11th Political Science Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th XI  XI Political Science EXiamination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Political Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1.  কোন আইন লঙ্ঘন করলে শাস্তি পেতে হয় ?

[A] নৈতিক আইন

[B] প্রাকৃতিক আইন

[C] ধর্মীয় আইন

[D] রাষ্ট্রীয় আইন

উত্তর:- [D] রাষ্ট্রীয় আইন

2.  ভারতের সংবিধানে আইনের চোখে সমতা সুরক্ষিত হয়েছে কত নম্বর ধারায় ?

[A] ১৪

[B] ১৯

[C] ১৫

[D] ১৬

উত্তর:- [A] ১৪

3. 4 আইন বলতে কার আদেশকে বোঝায় ?

[A] রাষ্ট্রের

[B] সংঘের

[C] প্রতিষ্ঠানের

[D] সংগঠনের

উত্তর:- [A] রাষ্ট্রের

4.  সাংবিধানিক আইন কী ?

[A] সাধারণ আইন

[B] মৌলিক আইন

[C] আন্তর্জাতিক আইন

[D] জাতীয় আইন

উত্তর:- [B] মৌলিক আইন

5.  আন্তর্জাতিক আইন কমিশন কবে গঠিত হয় ?

[A] ১৯৪৭ সালে

[B] ১৯৪৮ সালে

[C] ১৯৩০ সালে

[D] ১০৩১ সালে

উত্তর:- [A] ১৯৪৭ সালে

6.  রাষ্ট্রবিজ্ঞানে ___________অর্থে আইন প্রযুক্ত হয় না ।

[A] ব্যাপক

[B] সংকীন

[C] সামাজিক

[D] নৈতিক

উত্তর:- [A] ব্যাপক

7.  বার্কারের মতে স্বাধীনতা হল _______!

[A] অবাধ

[B] শর্তসাপেক্ষ

[C] অনিয়ন্ত্রিত

[D] স্বেচ্ছাচার

উত্তর:- [B] শর্তসাপেক্ষ

8.  সাম্যের নির্যাস হল

[A] রাজনৈতিক সমতা

[B] আইনগত সমতা

[C] অর্থনৈতিক সমতা

[D] সামাজিক সমতা

উত্তর:- [C] অর্থনৈতিক সমতা

9.  প্রকৃতি ন্যায় ধারণার অন্যতম ?

[A] কেন্দ্র

[B] কেন্দ্র নয়

[C] উৎস

[D] উৎস নয়

উত্তর:- [C] উৎস

10.  ন্যায় বিচার কে প্রতিষ্ঠা করে কে ?

[A] আইন

[B] কর্তব্য

[C] প্রথা

[D] রীতিনীতি

উত্তর:- [A] আইন

11.  ন্যায় কে ” একটি দুমুখো ধারণা ” বলেছেন ?

[A] বার্কার

[B] লেস্কি

[C] রাফেল

[D] পিথাগোরাস

উত্তর:- [C] রাফেল

12.  স্বাধীনতা কে ব্যাখ্যার ক্ষেত্রে কে অধিকার কে প্রাধান্য দেননি ?

[A] লাস্কি

[B] মিল

[C] হবস

[D] বার্কার

উত্তর:- [C] হবস

13.  ” সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণকে বলেছেন ?

[A] রুশো

[B] মার্কস

[C] লাস্কি

[D] মতেস্কু

উত্তর:- [C] লাস্কি

14.  সম্মলিলিত গণতন্ত্রের নির্দশন হল ?

[A] ভারত

[B] ব্রিটেন

[C] সুইজারল্যান্ড

[D] মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর:- [C] সুইজারল্যান্ড

15.  গণতন্ত্রে সাবভৌম হল ?

[A] সরকার

[B] জনগন

[C] দল

[D] গোষ্ঠী

উত্তর:- [B] জনগন

16.  বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান ?

[A] ভারতে

[B] ব্রিটেনে

[C] ফ্রান্সে

[D] সুইজারল্যান্ডে

উত্তর:- [D] সুইজারল্যান্ডে

17.  প্রত্যক্ষ গণতন্ত্র পরোক্ষ গণতন্ত্রের মতো______নয় ।

[A] জটিল

[B] ব্যয়বহুল

[C] আমলাতান্ত্রিক

[D] অনিশ্চিত

উত্তর:- [B] ব্যয়বহুল

18.  প্রাচীনকালে নগররাষ্ট্রগুলির জনসংখ্যা কীরূপ ছিল ?

[A] অল্প

[B] বেশি

[C] মাঝারি

[D] অত্যল্প

উত্তর:- [D] অত্যল্প

19.  অনেকের মতে কেবল গণতন্ত্রেই ________শাসন প্রতিষ্ঠিত হতে পারে ।

[A] রাজার

[B] মানুষের

[C] আইনের

[D] সকলের

উত্তর:- [C] আইনের

20.  এ গ্রামার অব পলিটিকস গ্রন্থটির লেখক হলেন ?

[A] বার্কার

[B] লেষ্কি

[C] হবহাউস

[D] লক

উত্তর:- [B] লেষ্কি

21.  সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি হল

[A] সামরিক

[B] দলগত

[C] ব্যক্তিগত

[D] উপরের কোনোটিই নয়

উত্তর:- [D] উপরের কোনোটিই নয়

22.  দলগত একনায়কতন্ত্রে কেবল একটিমাত্র _____ অস্তিত্ব থাকে ।

[A] গোষ্ঠীর

[B] শ্রেণীর

[C] ব্যাক্তির

[D] দলের

উত্তর:- [B] শ্রেণীর

23.  মিশরের কর্নেল নাসের কীরূপ একনায়কতন্ত্রে প্রতিষ্ঠা করেছিলেন ?

[A] দলগত

[B] ব্যাক্তিগত

[C] গোষ্ঠীগত

[D] সামরিক

উত্তর:- [D] সামরিক

24.  একনায়কতন্ত্রের মূলভিত্তি হল_________

[A] জনকল্যাণ

[B] দমনপীড়ন

[C] জনস্বার্থরক্ষা

ঘ]অত্যাচার

উত্তর:- [B] দমনপীড়ন

25. ন্যায়বিচারকে প্রতিষ্ঠা করে—

[A] রীতিনীতি

[B] আইন

[C] কর্তব্য

[D] প্রথা

উত্তর:- [B] আইন

26. সাম্য ও স্বাধীনতা পরস্পরের –

[A] পরিপন্থী

[B] সমধর্মী

[C] বিপরীতধর্মী

[D] পরিপূরক

উত্তর:- [D] পরিপূরক

27. সার্বভৌম কর্তৃত্ব -কে কার্যকর করে—

[A] নৈতিকতা

[B] আইন

[C] স্বাধীনতা

[D] সাম্য

উত্তর:- [B] আইন

28. সাম্য ও স্বাধীনতাকে পরস্পরের পরিপূরক বলে বর্ণনা করেন—

[A] মার্কস

[B] হবহাউস

[C] গ্রিন

[D] জন স্টুয়ার্ট মিল

উত্তর:- [D] জন স্টুয়ার্ট মিল

29. অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন । ” উক্তিটি করেন-

[A] হ্যারল্ড ল্যাস্কি

[B] লর্ড ব্রাইস

[C] বার্কার কার্ল

[D] মার্কস ডাইসি

উত্তর:- [A] হ্যারল্ড ল্যাস্কি

30. ন্যায় হলো একটি সামাজিক বাস্তবতা । ” বলেছেন—

[A] হ্যারল্ড পটার

[B] বার্কার

[C] স্পেনসার

[D] হায়েক

উত্তর:- [B] বার্কার

31. স্বাধীনতাকে ব্যাখ্যার ক্ষেত্রে অধিকারকে প্রাধান্য দেননি—

[A] মস্তেস্কু

[B] হবস

[C] বার্কার

[D] ডাইসি

উত্তর:- [B] হবস

32. ভারতের সংবিধানে আইনের চোখে সমতা সুরক্ষিত হয়েছে— ?

[A] 14

[B] 19

[C] 15

[D] 13 – নং ধারায়

উত্তর:- [A] 14

33. গণতন্ত্রকে স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধী ” বলে মনে করতেন–

[A] লেকি

[B] নসার

[C] হায়েক

[D] বার্কার

উত্তর:- [A] লেকি

34. ‘ City of the Sun’– এর রচয়িতা হলেন

[A] অ্যারিস্টটল

[B] মার্কস

[C] জন অস্টিন

[D] কাম্পানেল্লা

উত্তর:- [D] কাম্পানেল্লা

35. A Grammer of Politics ‘ গ্রন্থের রচয়িতা হলেন—

[A] হ্যারল্ড ল্যাস্কি

[B] টমাস ম্যুর

[C] বেন্থাম

[D] রুশো

উত্তর:- [A] হ্যারল্ড ল্যাস্কি

36. রাষ্ট্রীয় আইনকে ‘ ব্যক্তিনিরপেক্ষ ‘ হিসাবে দেখেছেন—

[A] হেগেল

[B] কান্ট

[C] বোঁদা

[D] মস্তেস্কু

উত্তর:- [A] হেগেল

37. আদর্শবাদী চিন্তাবিদরা যে স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিয়েছেন , সেটি হলো—

[A] আর্থিক স্বাধীনতা

[B] সামাজিক স্বাধীনতা

[C] ধর্মীয় স্বাধীনতা

[D] নৈতিক স্বাধীনতা

উত্তর:- [D] নৈতিক স্বাধীনতা

38. স্বাভাবিক স্বাধীনতার ধারণার প্রবক্তা হলেন—

[A] লক

[B] রুশো

[C] হবস

[D] মস্তেস্কু

উত্তর:- [B] রুশো

39. স্বাভাবিক অসাম্য তত্ত্বের সমালোচনা করেছিলেন—

[A] সমাজতান্ত্রিক সমাজবাদীরা

[B] স্টোয়িক দার্শনিকরা

[C] কাল্পনিক সমাজতন্ত্রবাদীরা

[D] ব্যক্তিস্বাতন্ত্র্যবাদীরা

উত্তর:- [B] স্টোয়িক দার্শনিকরা

40. স্বাধীনতা হলো ব্যক্তি ও জাতির জন্মগত অধিকার ” , বলেছেন—

[A] জন স্টুয়ার্ট মিল

[B] বেন্থাম

[C] অস্টিন

[D] জন মিলটন

উত্তর:- [D] জন মিলটন

41. রিপাবলিক ‘ গ্রন্থের রচয়িতা হলেন—

[A] প্লেটো

[B] বোঁদা

[C] অ্যারিস্টটল

[D] মিল

উত্তর:- [C] অ্যারিস্টটল

42. আইন হলো সামাজিক যুক্তির প্রকাশ ” , মন্তব্যটি করেন—

[A] প্লেটো

[B] অস্টিন

[C] মিল

[D] অ্যারিস্টটল

উত্তর:- [D] অ্যারিস্টটল

43. আইন হলো প্রতিপত্তিশালী শ্রেণির ইচ্ছার প্রকাশ ” , বলেছেন–

[A] ভিশিন্স্কি

[B] নোজিক

[C] হাইমার

[D] রাফায়েল

উত্তর:- [A] ভিশিন্স্কি

44. ইউটোপিয়া ‘ গ্রন্থের লেখক –

[A] টমাস ম্যুর

[B] রুশো

[C] অ্যারিস্টটল

[D] মিল

উত্তর:- [A] টমাস ম্যুর

45. স্বাধীনতার শর্ত হলো—

[A] সাম্য

[B] আইন

[C] ধর্ম

[D] নৈতিকতা

উত্তর:- [D] নৈতিকতা

46. আইন কয় প্রকার ?

[A] এক প্রকার

[B] দুই প্রকার

[C] তিন প্রকার

[D] চার প্রকার

উত্তর:- [B] দুই প্রকার

47. ন্যায্যতাই ন্যায় ” , বলেছেন—

[A] রল্স

[B] বার্কার

[C] নোজিক

[D] অস্টিন

উত্তর:- [B] বার্কার

48. পদ্ধতিগত ন্যায়ের তত্ত্ব প্রচার করেছেন—

[A] বার্কার

[B] নোজিক

[C] রল্স

[D] রাফায়েল

উত্তর:- [B] নোজিক

49. সাম্যের ধারণা একটি পরিবর্তনশীল ধারণা ” , বলেছেন–

[A] বার্কার

[B] মিল

[C] ল্যাস্কি

[D] অস্টিন

উত্তর:- [A] বার্কার

50. আইনকে যিনি প্রথম নৈতিকতা থেকে আলাদা করে বিচার করেন–

[A] ম্যাকিয়াভেলি

[B] জে . এস . মিল

[C] টকভিল

[D] উইলসন

উত্তর:- [A] ম্যাকিয়াভেলি

51. আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ঘটেছিল—

[A] 1776 সালে

[B] 1775 সালে

[C] 1876 সালে

[D] 1878 সালে

উত্তর:- [A] 1776 সালে

52.  কার মতে রাষ্ট্র আইনের স্রষ্টা নয় ?

[A] হেনরি মেইনের

[B] মিলের

[C] হবহাউসের

[D] গ্রিনের

উত্তর:- [A] হেনরি মেইনের

53.  কে ” পার্থক্য নীতি ” প্রণয়ন করেছিলেন ?

[A] প্লেটো

[B] অ্যারিস্টটল

[C] রলস

[D] নোজিক

উত্তর:- [C] রলস

54.  ” রাষ্ট্রের কতৃত্ব আইনকে বৈধতা দেয় আর ন্যায় বিচার তাকে দেয় মূল্যএকথা কে বলেছেন ?

[A] বার্কার

[B] অষ্ঠিন

[C] লাস্কি

[D] মিল

উত্তর:- [A] বার্কার

55.  আইনের উৎস ক-টি ?

[A] ৫ টি

[B] ৬ টি

[C] ৭ টি

[D] ১০ টি

উত্তর:- [B] ৬ টি

56.  আইনের ধারণা কীরূপ ?

[A] স্থিতিশীল

[B] গতিশীল

[C] সাবেকি

[D] আধুনিক

উত্তর:- [B] গতিশীল

57.  আইনের প্রকৃতি কীরূপ ?

[A] সীমিত

[B] অসীম

[C] সর্বজনীন

[D] সর্বজনীন নয়

উত্তর:- [D] সর্বজনীন নয়

আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর Class 11 Political Science Suggestion | West Bengal WBBSE Class XI  XI (Class 11th) Political Science Question and Answer Suggestion

1. একনায়কতন্ত্র কী কী প্রকারের হয়?

উত্তর:- একনায়কতন্ত্র তিন প্রকার—দলগত, শ্রেণীগত ও ব্যক্তিগত।

2. দলগত একনায়কতন্ত্রের নেতা কে কে ছিলেন?

উত্তর:- জার্মানিতে হিটলার ও ইতালিতে মুসোলিনি।

3. একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?

উত্তর:- রাষ্ট্রের মধ্যে একজন বা কয়েকজন ব্যক্তি যখন দেশের যাবতীয় শাসন ক্ষমতা করায়ত্ত করে অপ্রতীহতভাবে তা প্রয়োগ করে থাকেন তখন সেই শাসন ব্যবস্থাকে একনায়কতন্ত্র বলে অভিহিত করা হয়।

4. সামরিক একনায়কতন্ত্র কাকে বলে?

উত্তর:- যদি কোন সেনানায়ক সামরিক বাহিনীর সমর্থন ও সহযোগিতায় সামরিক অভ্যুত্থান ঘটিয়ে কোন দেশের রাজনৈতিক ক্ষমতা দখলের মাধ্যমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন তখন তাকে সামরিক একনায়কতন্ত্র বলা হয়।

5. ব্যক্তিগত একনায়কতন্ত্র কাকে বলে?

উত্তর:- যখন একজন ব্যক্তি বা নেতার হাতে দেশের যাবতীয় ক্ষমতা চূড়ান্তভাবে কেন্দ্রীভূত থাকে তখন তাকে ব্যক্তিগত একনায়কতন্ত্র বলে।

6. একনায়কতন্ত্রের একটি সুবিধা উল্লেখ করো।

উত্তর:- একনায়কতন্ত্র দলীয় ব্যবস্থার কুফল মুক্ত।

7. একনায়কতন্ত্রের একটি অসুবিধা উল্লেখ করো।

উত্তর:- একনায়তন্ত্রে ব্যক্তি স্বাধীনতা থাকে না।

8. সামরিক একনায়কতন্ত্রের দুটি উদাহরণ দাও।

উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিশর ও নাইজেরিয়া।

9. একনায়কতন্ত্রের পক্ষে একটি যুক্তি দাও ।

উত্তর:- একনায়কতন্ত্র জরুরি অবস্থার পক্ষে উপযুক্ত।

10. জতীয় স্বাধীনতা কাকে বলে? [২০১৮]

উত্তর:- জাতীয় স্বাধীনতা বলতে বহিঃশক্তির নিয়ন্ত্রণহীনতাকে বোঝায়।

11. আন্তর্জাতিক সাম্য কী? [২০১৮]

উত্তর:- আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্যের নীতির সম্প্রসারণ করাকে আন্তর্জাতিক সাম্য বলা হয়।

12. কোন্ কোন্ অর্থে আইনের প্রয়োগ লক্ষ্য করা যায়?

উত্তর:- ব্যাপক ও সংকীর্ণ অর্থে আইনের প্রয়োগ লক্ষ্য করা যায়।

13. রাষ্ট্রীয় আইনকে কী কী ভাগে ভাগ করা যায়?

উত্তর:- রাষ্ট্রীয় আইনকে তিনটি ভাগে ভাগ করা যায়—সরকারি আইন, সামাজিক আইন ও ফৌজদারি আইন।

14. ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝায়?

উত্তর:- ব্যাপক অর্থে আইন বলতে বোঝায় সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন, প্রাকৃতিক আইন প্রভৃতিকে।

15. সামাজিক আইন কাকে বলে?

উত্তর:- সমাজবদ্ধ জীব হিসেবে সুন্দর জীবন প্রতিষ্ঠার উদ্দেশ্যে মানুষকে যে সব সামাজিক বাধা-নিষেধ মেনে চলতে হয় সেগুলিকে সামাজিক আইন বলে।

16. আইনের দুটি উৎস লেখো।

উত্তর:- আইনের দুটি উৎস হল—প্রথা ও বিচারালয়ের রায়।

17. আইনের অনুশাসন বলতে কী বোঝায়?

উত্তর:- আইনের অনুশাসন এর অর্থ হল আইনের চোখে সবাই সমান।

18. রাষ্ট্রীয় আইন কাকে বলে?

উত্তর:- মানুষের রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক প্রতিষ্ঠা প্রভৃতির সঙ্গে সম্পর্কযুক্ত নিয়মকে রাষ্ট্রীয় আইন বলে।

19. আইনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর:- আইন সমাজবদ্ধ মানুষের বাহ্যিক আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে।

20. রাষ্ট্রীয় আইনের একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর:- রাষ্ট্রীয় আইন বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হয়।

21. ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতিকে কোন্ কোন্ দার্শনিক সমর্থন করেছেন?

মন্তেস্কু, ব্ল্যাকস্টোন, ম্যাডিসন প্রমুখ দার্শনিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে সমর্থন করেছেন।

22. কোন্ কোন্ দার্শনিক ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির বিরোধিতা করেছেন?

উত্তর:-  স্যাবাইন ও গিলক্রিস্ট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিরোধিতা করেছেন।

23. স্বাভাবিক স্বাধীনতা তত্ত্বের প্রধান প্রবক্তা কে ছিলেন?

উত্তর:- রুশো।

24. আইনগত স্বাধীনতা কাকে বলে?

উত্তর:- রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকেই আইনগত স্বাধীনতা বলে।

25. স্বাধীনতার রক্ষাকবচ কাকে বলে?

উত্তর:- ব্যক্তির স্বাধীনতা রক্ষা করার জন্য যে কতগুলো বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হয় সেই ব্যবস্থাগুলিকে স্বাধীনতার রক্ষাকবচ বলে।

26. মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সর্বত্রই শৃংখলে আবদ্ধ“——এটি কার অভিমত?

উত্তর:- রুশোর।

27. স্বাধীনতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি?

উত্তর:- সংবিধানের লিপিবদ্ধ মৌলিক অধিকার।

28. আইনগত সাম্যকে কী কী ভাগে ভাগ করা যায়?

উত্তর:- আইনগত সাম্যকে তিন ভাগে ভাগ করা যায়। ব্যক্তিগত সাম্য, রাজনৈতিক সাম্য ও অর্থনৈতিক সাম্য।

29. আইনগত সাম্য বলতে কি বোঝায়?

উত্তর:- আইনগত সাম্য বলতে আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারকে বোঝায়।

30. রাজনৈতিক সাম্য বলতে কী বোঝায়?

উত্তর:- রাজনৈতিক সাম্য বলতে সরকার গঠন ও পরিচালনার ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ অর্থ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের সমান অংশগ্রহণের অধিকারকে বোঝায়।

31. অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝায়?

উত্তর:- জাতি ধর্ম-বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সুযোগ-সুবিধা প্রদানকে অর্থনৈতিক সাম্য বলে।

32. রলস ন্যায় বলতে কি বুঝিয়েছেন ?

উত্তর:- রলস এর মতে ন্যায় হল ক্ষমতা, সুযোগ সুবিধা, অধিকার, স্বাধীনতা, আত্মমর্যাদা, আয় ও সম্পদের মত প্রাথমিক সমগ্রের ন্যায্য বন্টন।

33. ন্যায়কেসমন্বয়কারী ধারণাবলে কে অভিহিত করেছে?

উত্তর:- বার্কার।

34. সাম্যের ধারণা প্রথম কোথায় উৎপত্তি লাভ করে?

উত্তর:- প্রাচীন গ্রিসে।

35. ন্যায়ের ধারণাকে কে, কবে প্রথম প্রচার করেন?

উত্তর:- খ্রিস্টপূর্ব ৫৮২ থেকে ৫০৭ পিথাগোরাসের অনুগামীরা প্রথম ন্যায়ের কথা প্রচার করেন।

36. আইনগত ন্যায় কাকে বলে?

উত্তর:- আইনগত ন্যায় বলতে দেশের প্রচলিত আইন অনুসারে ন্যায়ের প্রতিষ্ঠাকে বোঝায়।

37. গণতন্ত্রশব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখ।

উত্তর:- গণতন্ত্র শব্দটির বুৎপত্তিগত অর্থ হলো জনগণের শাসন।

38. ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে কী বোঝায়?

উত্তর:- ব্যাপক অর্থে গণতন্ত্র হল এমন এক সমাজ ব্যবস্থা যেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি সর্বক্ষেত্রের সমতা প্রতিষ্ঠিত হয়।

39. সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কি বোঝায়?

উত্তর:- সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকারকে বোঝায়।

40. গণতন্ত্রের একটি সুবিধা উল্লেখ করো।

উত্তর:- গণতন্ত্রের জনমত প্রতিফলিত হয়।

41. গণতন্ত্রের একটি অসুবিধা উল্লেখ করো।

উত্তর:- গণতন্ত্র দলীয় ব্যবস্থার কুফলযুক্ত।

42. গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি ত্রুটি লেখো।

উত্তর:- সমালোচকরা মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা জরুরি অবস্থার পক্ষে সম্পূর্ণ অনুপযুক্ত।

” আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class XI  XI / WB Class 11 / WBBSE / Class 11 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 11 EXiam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন / একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 11 Political Science Suggestion / Class 11 Political Science  Question and Answer / Class 11 Political Science Suggestion / Class 11 Pariksha Political Science Suggestion / Political Science Class 11 EXiam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Political Science Suggestion FREE PDF Download)

আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর

(Class 11 Political Science Suggestion / West Bengal XI  XI Question and Answer, Suggestion / WBBSE Class 11th Political Science Suggestion / Class 11 Political Science  Question and Answer / Class 11 Political Science  Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Political Science  EXiam Guide / Class 11 Political Science  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 11 Political Science  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 11 Political Science  Suggestion FREE PDF Download) সফল হবে।

আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর

আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন ও উত্তর | আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  Class 11 Political Science  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন ও উত্তর। আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  MCQ প্রশ্ন ও উত্তর | আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  Class 11 Political Science  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তরআধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]

আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  Class 11 Political Science  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান | Class 11 Political Science 

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান (Class 11 Political Science ) – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর | আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  | Class 11 Political Science  Suggestion একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞানআধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর | Class 11 Political Science  Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  | একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সহায়ক – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন ও উত্তর । Class 11 Political Science  Question and Answer, Suggestion | Class 11 Political Science  Question and Answer Suggestion | Class 11 Political Science  Question and Answer Notes | West Bengal Class 11th Political Science Question and Answer Suggestion.

WBBSE Class 11th Political Science  Suggestion | একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তরআধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]

একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 11 Political Science Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  । Class 11 Political Science  Question and Answer Suggestion.

WBBSE Class 11 Political Science  Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর । আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  | Class 11 Political Science  Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর ।

WB Class 11 Political Science  Suggestion | একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  MCQ প্রশ্ন উত্তর

Class 11 Political Science  Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  | একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান Class 11 Political Science  Question and Answer একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 11 Political Science  Question and Answer একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 11 Political Science  Suggestion | একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  MCQ প্রশ্ন উত্তর

Class 11 Political Science  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Political Science  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 11 Political Science Suggestion Download WBBSE Class 11th Political Science short question suggestion . Class 11 Political Science  Suggestion download Class 11th Question Paper Political Science. WB Class 11 Political Science suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.

আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 11 Political Science  Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 11 Political Science Suggestion with 100% Common in the EXiamination .Class XI  XI  Political Science  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 EXiam Class 11 Political Science  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 XI  XI  Political Science Suggestion is provided here. Class 11 Political Science  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 11 Political Science  Question and Answer with FREE PDF Download Link

আধুনিক রাজনীতির মৌলিক ধারনা [চতুর্থ অধ্যায়]  একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Political Science  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad